গেরুয়া জার্সির জন্য কাল ম্যাচ হেরেছে ভারত: মেহেবুবা মুফতি, পিডিপি নেত্রী।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর ৩৮ তম ম্যাচে ইংল্যান্ড কাল ভারতকে হারিয়েছে। এটা বিশ্বকাপ ম্যাচে ভারতের প্রথম হার। জম্মুকাশ্মীরের পিডিপি নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি এই হারের দায় ভারতের ক্রিকেট টিমের জার্সির উপর চাপিয়ে দিয়েছেন। কাল হারের পর মেহেবুবা মুফতি টুইট করে লিখেছেন এই হারের জন্য গেরুয়া জার্সি দায়ী। মেহেবুবা মুফতি লিখেছেন আপনারা আমাকে অন্ধবিশ্বাসী বলতে পারেন কিন্তু এই হারের জন্য দায়ী ক্রিকেট টিমের গেরুয়া জার্সি। আসল ভারত ওয়ার্ল্ড কাপে লাগাতার জয়লাভ করছে কিন্তু হঠাৎ করে গতকালের হারের জন্য মেহেবুবা মুফতি জার্সির উপর আক্রমন করতে শুরু করেছেন। মেহবুবা মুফতি কট্টর ইসলামিকবাদী যার জন্য উনি গেরুয়া রং, হিন্দুত্ব, গেরুয়া পতাকা কিছুই পছন্দ করতে পারেন না। ইসলামিক আতঙ্কবাদীরা যেভাবে পুরো ভারতকে ইসলামিকরণ করতে চাই এবং হিন্দুদের সংস্কৃতি সভ্যতা ধ্বংস করতে চাই। ঠিক একইভাবে মেহবুবা মুফতির মানসিকতা গেরুয়া রঙের প্রতি খুবই হিংসাত্মক। Call me superstitious but I’d say it’s the jersey that ended India’s winning streak in the #ICCWorldCup2019 . — Mehbooba Mufti (@MehboobaMufti) June 30,