Posts

Showing posts from November, 2021

ভারতীয়দের সাফল্য দেখে আমি হতবাক, টেক দুনিয়া এখন ভারতীয়দের হাতে: প্যাট্রিক কলিশন, স্ট্রাইপের CEO

টুইটারের CEO জ্যাক ডারসির পদত্যাগের পর নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (Parag Agrawal)। জ্যাক ডারসির মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটা পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখে নিজের ইস্তফার কথা জানিয়েছেন। এদিকে পরাগকে টুইটারের CEO পদ সামলানোর জন্য অভিনন্দন জানিয়েছেন জ্যাক ডারসির। জানিয়ে দি, পরাগের এই পদ সামলানোর পর থেকে বিশ্বজুড়ে ভারতকে নিয়ে জোর প্রশংসা শোনা যাচ্ছে। আসলে বিশ্বের বড়ো বড়ো টেক জায়ান্ট কোম্পানিগুলোর CEO পদে ভারতীয়রা পৌঁছেছে। যা পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। জানিয়ে দি, টুইটারের সিইও ভারতীয় হওয়ার পাশাপাশি গুগল মাস্টার কার্ড আইবিএম মাইক্রোসফট এর মত নামি দামি সংস্থাগুলির সিইও পদে ভারতীয় ব্যক্তিরাই বসে রয়েছেন। পরাগ টুইটারের সিইও হতে এলন মাস্ক ভারতীয়দের প্রতিভার প্রশংসায় মুখর হয়েছেন। উনি বলেছেন ভারতীয়দের প্রতিভার কারণে আমেরিকায় অনেক উন্নতি হয়েছে। বিশ্বের তৃতীয় সবথেকে বড় ইউনিকন স্টার্টআপ কোম্পানি স্ট্রাইপ এর CEO ভারতীয়দের প্রশংসা করে টুইট করেছেন। স্ট্রাইপ এর CEO প্যাট্রিক কলিশন বলেছেন, Google, Microsoft, Adobe, IBM, Palo Alto নেটওয়ার্ক এর

পাকিস্তান থেকে কাশ্মীরে এসে চালাচ্ছিল জঙ্গি কার্যকলাপ, দুই জেহাদির এনকাউন্টার করল সেনা

নয়া দিল্লিঃ  জম্মু কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলায় দুই পাকিস্তানি (Pakistan) জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা (Indian Army)। মৃত দুই জঙ্গির মধ্যে জইশ-ই-মহম্মদের প্রধান ইয়াসির পারেও ছিল। ইয়াসির IED বানানোর মাস্টারমাইন্ড ছিল। দ্বিতীয় জঙ্গির নাম ফুরকান বলে জানা গিয়েছে। এরা দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয় জঙ্গি গতিবিধির সঙ্গে যুক্ত ছিল। রাজপোরায় সেনা জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেতেই মঙ্গলবার রাতে গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করে দেয় সেনা। সেনার জওয়ানদের দেখে জঙ্গিরা গুলি চালানো শুরু করে দেয়। এরপরই শুরু হয় এনকাউন্টার। সেনার তরফ থেকে নাগরিকদের নিরাপত্তার জন্য উচিৎ পদক্ষেপ নেওয়া হয়। যেই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর মিলেছিল, সেখানে সেনা, পুলিশ আর সিআরপিএফের টিম মিলে সংযুক্ত অভিযান চালায়। সূত্র অনুযায়ী, এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে ছিল। যাদের লুকিয়ে থাকার খবর মিলেছিল, সেনা তাঁদের দীর্ঘদিন ধরেই খোঁজ চালাচ্ছিল। #PulwamaEncounterUpdate | Top JeM terrorist commander Yasir Parray, an IED expert & foreign terrorist Furqan were neutralized in the encounter. Both were involved in several te

বড় স্বস্তি, করোনার মধ্যেও লাইনে ফিরছে ভারতের অর্থনীতি, GDP গ্রাফ উর্ধ্বমুখি

নয়া দিল্লিঃ করোনা সংকটের মধ্যেই টানা দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের (India) অর্থনীতি (Economy) নিয়ে সুখবর এসেছে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের জন্য। জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের GDP-র (Q2 GDP) ফলাফল প্রকাশ করেছে। 2021-22 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে 8.4 শতাংশ জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, যেখানে গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি কমেছিল 7.4 শতাংশ। সরকারি তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে অর্থনৈতিক পুনরুদ্ধার তীব্রভাবে শক্তিশালী হয়েছে। Ministry of Statistics & Programme Implementation-র তথ্য অনুসারে, 2021-22 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2) GDP অনুমান করা হয়েছে 35.73 লক্ষ কোটি টাকা, যা 2020-21-এর দ্বিতীয় ত্রৈমাসিকে 32.97 লক্ষ কোটি টাকা ছিল। একই সময়ে, 2021-22 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল 2021 থেকে জুন 2021 পর্যন্ত,ভারতের জিডিপি বৃদ্ধিতে 20.1% বৃদ্ধি নিবন্ধিত হয়েছিল। Real GDP has exceeded the pre-covid (Q2FY20) level in Q2FY22, registering a robust growth of 8.4% a

কর্মচারী নয়, হয়ে যান পার্টনার! টাটার সঙ্গে কাজ করে মোটা টাকা ইনকামের বাম্পার সুযোগ

Image
কলকাতাঃ  বিশেষত করোনা কালে স্বাস্থ্য ক্ষেত্রে অনলাইন পরিষেবার চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়েছে। অনলাইনে ওষুধ আনিয়ে নেওয়া এখন নিরাপদ মনে করছেন অনেকেই। আর সেই কারণে ‘১এমজি’-র মতো সংস্থাগুলি এখন ভীষণ রকম জনপ্রিয়। ‘১এমজি’ এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি প্রেস্ক্রিপশন আপলোড করার পর ওষুধ বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হয়। এ ক্ষেত্রে ভালো ডিসকাউন্ট অফারও রয়েছে। আর সেই কারণে জনপ্রিয়তা রীতিমতো বাড়ছে এই কোম্পানিটির। এবার ১এমজি এবং টাটা গ্রুপ মিলে নিয়ে এলো একটি দুরন্ত অফার। যার জেরে সরাসরি টাটা গ্রুপের সঙ্গেই যুক্ত হতে পারবেন আপনি তাও আবার মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করলেই। বিশেষত কোভিডের পর অনেকেই নতুন ধরনের ব্যবসার খোঁজ করছেন। এক্ষেত্রে আপনি যদি ওষুধপত্রের ব্যবসার সাথে যুক্ত হন, তাহলে লোকসান প্রায় নেই বললেই চলে। এমনকি গ্রামাঞ্চলের দিকেও এই ব্যবসায় যথেষ্ট লাভ রয়েছে। কিন্তু ওষুধের দোকান খোলা অনেক ক্ষেত্রে অসম্ভব জনসাধারণের জন্য। কারণ এক্ষেত্রে একদিকে যেমন লাগে ফার্মাসিস্টের সার্টিফিকেট, তেমনি আবার ড্রাগ লাইসেন্স বের করাও যথেষ্ট কষ্টকর। কিন্তু ‘১এমজি’ এবং টাটা গ্রুপ আপনাকে দিচ্ছে সেই স

থরথর করে কাঁপবে শত্রুরা, উন্নত প্রযুক্তির এক অত্যাধুনিক হাতিয়ার এল ভারতের হাতে

Image
নয়া দিল্লিঃ  করোনা মহামারীর কারণে কয়েক মাস বিলম্বের পর এবার আরও একবার ভারত (India) নিজেদের প্রতিরক্ষা ক্ষেত্রকে মজবুত করার প্রচেষ্টা জারি হয়েছে। আর সেই সূত্রেই ইসরায়েল (Israel) লাদাখে (Ladakh) চীনের (China) গতিবিধির উপর নজর রাখার জন্য ভারতীয় সেনাকে অত্যাধুনিক হেরন ড্রোন (IAI Heron) প্রদান করল। সূত্র অনুযায়ী, ভারতের কাছে ইসরায়েলের যেই ড্রোনগুলো এখন রয়েছে সেগুলোর থেকে অনেক বেশি উন্নত এই নতুন হেরন ড্রোন। এছাড়াও এর অ্যান্টি-জ্যামিং করার ক্ষমতা আগের থেকে অনেক বেশি। এই ড্রোনগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের দ্বারা প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া জরুরি আর্থিক ক্ষমতার অংশ হিসাবে অধিগ্রহণ করা হয়েছে। এর অধীনে, প্রতিরক্ষা বাহিনী চীনের সাথে চলমান সীমান্ত সংঘর্ষের মধ্যে নিজেদের যুদ্ধের সক্ষমতা উন্নত করতে 500 কোটি টাকার সরঞ্জাম এবং সিস্টেম কিনতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, হেরন মার্ক-২ ড্রোনটি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে সুসজ্জিত। এই ড্রোনগুলি তাদের সাথে বিভিন্ন ধরণের পেলোড বহন করতে সক্ষম। এই ড্রোন বিমানটিতে শক্তিশালী Rotex 915 IS ইঞ্জিন লাগানো আছে যা এটিকে 10 হাজা

‘অযোধ্যা জয়ের পর এবার মথুরা-কাশীর পালা” ঘোষণা উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর

Image
লখনউঃ  উত্তর প্রদেশের (Uttar Pradesh) উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya) রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন। কেশব প্রসাদ মৌর্য একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অযোধ্যা (Ayodhya) আমাদের হয়ে গিয়েছে, এবার কাশী-মথুরার (Kashi-Mathura) পালা। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন যে, অযোধ্যায় ভগবান রামলালার একটি বিশাল মন্দির নির্মাণে ভক্তরা খুশি। আন্দোলনের সময় আমরা যেমন স্লোগান দিতাম যে অযোধ্যা এখন আমাদের, এবার কাশী-মথুরার পালা। কাশী ও মথুরা উভয়ই আমাদের। কাশীতে করিডোর করা হয়েছে। এবার কৃষ্ণ জন্মভূমির পালা। এই সমস্ত কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং জনগণের আশীর্বাদে হচ্ছে। কেশব প্রসাদ মৌর্য বলেছেন যে, 13 ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী বাবা বিশ্বনাথের জলাভিষেক ও পূজা করবেন। দু’দিন কাশীতে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উপাসকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনে চারটি পীঠের পীঠধীশ্বর ও ধর্ম আচার্যও উপস্থিত থাকবেন। এর দায়িত্ব অল ইন্ডিয়া সন্ত সমিতির উপর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন,

ভারতে NRC,CAA-র ভবিষ্যৎ কী, কবে হবে লাগু? লোকসভায় জানালো সরকার

Image
নয়া দিল্লিঃ  ভারতে (India) NRC লাগু হবে কী না? এই নিয়ে কেন্দ্র সরকার এখনো কোনও সিদ্ধান্ত নেয় নি। এই কথা কেন্দ্রের তরফ থেকে লোকসভায় লিখিত ভাবে জানানো হয়েছে। কেন্দ্রের তরফ থেকে লোকসভায় বলা হয়েছে যে, দেশজুড়ে রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টার (NRC) লাগু করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও শীতকালীন অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিক সংশোধন আইন নিয়ে জিজ্ঞাসা করা একটি প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্র জানিয়েছে যে, CAA নিয়ে ১২ ডিসেম্বর ২০১৯-এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আর ১০ জানুয়ারি ২০২০ সালে লাগু করা হয়েছিল। তবে এর নিয়মগুলি প্রণয়ন করতে সময় লাগবে এবং সেগুলি এখনও অবহিত করা হয়নি। CAA, NRC লাগু করা নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলো প্রথম থেকেই বিরোধিতা করে আসছে। এমনকি এনডিএ-র সঙ্গী বিহারের নিতিশ সরকারও রাজ্যে CAA, NRC লাগু না করার তদারকি করেছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান সমেত অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যগুলোও CAA, NRC লাগু করবে না বলে জানিয়েছে। নাগরিকতা সংশধোন আইন ২০১৯-এ বলা হয়েছিল যে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে। ওই দেশগ

পেট্রোল-ডিজেলের উপর আর নির্ভর করবে না ভারত, খরচ কমাতে বড় পদক্ষেপের পথে কেন্দ্র

Image
নয়া দিল্লিঃ  পেট্রোল ডিজেলের উর্দ্ধমুখী মূল্যবৃদ্ধি কিছুটা হলেও কমিয়েছে কেন্দ্র সরকার। তবে এখনও কিছু কিছু রাজ্য সেই পথে হাঁটা শুরু করেনি। তবে কেন্দ্র সরকার যেটুকু কমিয়েছে, তাও যে খুব বেশি তা কিন্তু নয়। এখনও মানুষের মধ্যে পেট্রোপণ্যের দাম নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তবে সেই চিন্তার মুশকিল আসান করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। সোমবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, আগামী ২-৩ দিনের মধ্যে এমন একটি ফাইলে স্বাক্ষর করতে চলেছি, যেখানে চুক্তি করা হচ্ছে আগামীতে যাতে ১০০ শতাংশ গাড়ির জন্যই যেন বায়ো-ইথানলে (bio-ethanol) চালিত ইঞ্জিন তৈরি করা হয়। আর এই ব্যবস্থার ফলে ইথানলের চাহিদা আরও ৫ গুণ বেড়ে যাবে। অর্থাৎ এই ফ্লেক্স ফুয়েল সব ধরণের যানবাহনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অটো কোম্পানি গুলোকেও এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ব্যবহার করার নির্দেশ দিতে বলেছেন নিতিন গডকড়ী। বর্তমানে সময়ে ভারতের মধ্যে পুনেতেই শুধুমাত্র তিনটি ইথানল স্টেশন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পুনেতে পাইলট প্রকল্পের অধীনে কিছু ইথানল জ্বালানি ভিত্তিক গাড়ি চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছর ৫ ই

বাবুল সুপ্রিয়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করবে তৃণমূল, বড় ভবিষ্যদ্বাণী এই নেতার

Image
কলকাতাঃ  বিজেপি (Bharatiya Janata party) ছেড়ে তৃণমূলে (All India Trinamool Congress) গিয়ে প্রথম একাদশে খেলতে চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কিন্তু এখনো পর্যন্ত ওনার সেই স্বপ্ন পূরণ হয়নি। কারণ, গায়ক বাবুলকে তৃণমূল এখনো পর্যন্ত না কোনও পদ দিয়েছে, আর না নির্বাচনের প্রার্থী করেছে বা রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছে। বাবুল বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গ বিদ্রূপের শিকার হচ্ছেন। বিশেষ করে ওনার পুরনো দলের প্রাক্তন সহকর্মীরা বারবার ওনাকে নিয়ে ট্রোল করছেন। আর সেই সহকর্মীদের সবথেকে বেশি বাবুল সুপ্রিয়কে ট্রোল করেছেন অনুপম হাজরা। বীরভূমের প্রাক্তন এই সাংসদ বারবার বাবুল সুপ্রিয়কে একের পর এক খোঁচা দিয়ে গিয়েছেন। আর এবারও ঠিক তেমনই হল। তৃণমূলের তরফ থেকে কলকাতা পুরসভার প্রার্থী ঘোষণার পর অনুপম হাজরা বাবুল সুপ্রিয়র নাম না নিয়েই ওনাকে খোঁচা দেন। উল্লেখ্য, কলকাতা পুরসভায় বাবুল সুপ্রিয় প্রার্থী হবেন বলে জল্পনা ছড়িয়েছিল। পাশাপাশি ওনাকে মেয়র করা হতে পারেও বলে গুঞ্জন রটেছিল। কিন্তু, তৃণমূলের প্রার্থী তাল

দেখা করবেন না উদ্ধব ঠাকরে, মমতা ব্যানার্জীকে না করে দিল শিবসেনা

কলকাতাঃ  তৃণমূল (All India Trinamool Congress) নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ তিন দিনের সফরে মুম্বাই যাচ্ছেন। সেখানে ওনার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) আর NCP প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও ১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ের কিছু বড় শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। পশ্চিমবঙ্গে শিল্প টানার জন্য আর বিনিয়োগ আনার জন্যই মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মহারাষ্ট্রে বর্তমানে মহাবিকাশ অঘাড়ি জোটের সরকার রয়েছে। এই জোটে শিবসেনা, কংগ্রেস আর NCP দল রয়েছে। তিনদিনের মুম্বাই সফরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবসেনা এবং NCP প্রধান উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু তিনি কংগ্রেসের কোনও নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমান বন্দর থেকে বিশেষ বিমানে করে মুখ্যমন্ত্রী মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বাণিজ্য নগরী সফরের আগেই একটি দুঃসংবাদ এসেছে। শিবসে

পেট্রোল-ডিজেলে লিটার পিছু কত টাকা পকেটে যায়, রিপোর্ট পেশ করল কেন্দ্র

Image
নয়া দিল্লিঃ  সোমবার অর্থমন্ত্রক লোকসভায় একটি প্রশ্নের জবাবে জানায় যে, এক লিটার পেট্রোল-ডিজেলে (Petrol Diesel Fuel) সরকারের পকেটে কত টাকা (Indian Rupee) যায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে মন্ত্রক জানায়, কেন্দ্র সরকার এক লিটার পেট্রোলে ২৭.৯০ টাকা আর এক লিটার ডিজেলে ২১.৮৯ টাকা কর নেয়। মন্ত্রক বিস্তৃত তথ্য দিয়ে জানায়, প্রতি লিটার পেট্রোলের জন্য 1.40 টাকা বেসিক এক্সাইজ ডিউটি, 11 টাকা অতিরিক্ত এক্সাইজ ডিউটি 13 টাকা (রোড, ইনফ্রাস্ট্রাকচার সেস), আর 2.5 টাকা কৃষি এবং উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার সেস হিসেবে নেওয়া হয়। মোট 27.90 নেওয়া হয়। অন্যদিকে, ডিজেলে 1.80 টাকা বেসিক এক্সাইজ ডিউটি, 8 টাকা অতিরিক্ত এক্সাইজ ডিউটি 8 টাকা (রোড, ইনফ্রাস্ট্রাকচার সেস), আর 4 টাকা কৃষি এবং উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার সেস হিসেবে নেওয়া হয়। মোট 21.80 নেওয়া হয়। বলে দিই, বিগত কয়েকমাস ধরেই পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। যদিও, সম্প্রতি কেন্দ্র সরকার দেশবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে কর ছাড়ের ঘোষণা করেছিল। এরপর বহু রাজ্য নিজের থেকে কর ছাড়ের ঘোষণা করায় অনেকটাই দাম কমে। আর এরপর থেকে বিগত ২৬ দিনে পেট্রোল-ডিজেলের দামে

এই শহরে পেট্রোলের দাম মাত্র ৮৩ টাকা, নতুন রেট জারি করল তেল কোম্পানিগুলো

Image
নয়া দিল্লিঃ দীপাবলিতে দেশবাসীকে বড় উপহার দিয়ে পেট্রোল ডিজেলের (petrol diesel fuel) উপর থেকে কিছুটা করে ভ্যাট কমিয়েছে কেন্দ্র সরকার। যার ফলে পেট্রোলের উপর থেকে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের উপর প্রতি লিটারে কমেছে ১০ টাকা। আর সরকারের এই ঘোষণার পর বেশকিছু রাজ্য, এমনকি কেন্দ্রশাসিত অঞ্চলও কিছুটা ছাড় দিলেও, এখনও এই বিষয়ের সঙ্গে সহমত হতে পারেনি কিছু রাজ্য। যার ফলে এমনও অনেক সময় দেখা গিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষজন এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কম দামে পেট্রোল ডিজেল কিনে আনছেন। তবে দাম কমায়নি বাংলার সরকারও। আজকের দিনে দাঁড়িয়ে দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৯৪.১৪ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম ৯১.৪৩ টাকা। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। লক্ষ্ণৌয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ৯৫.২৮ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৮০ টাকা। পোর্ট ব্লেয়ারে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ৮২.৯৬ ট

কূল হারাল বাবুল, আসানসোলের উপ নির্বাচনে বাবুল সুপ্রিয়কে টিকিট দেবে না তৃণমূল

Image
কলকাতাঃ  কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাওয়ার পরই রাজনৈতিক সন্ন্যাস ঘোষণা করেছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এরপর তিনি আবার কয়েকদিনের মধ্যেই রাজনৈতিক সন্ন্যাস থেকে অবসর ঘোষণা করে আচমকাই তৃণমূলে (All India Trinamool Congress) যোগ দেন। শুধু তৃণমূলের যোগ দেওয়াই না, বিজেপির নেতৃত্বর উপরও ক্ষোভ উগরে দিয়েছিলেন বাবুল। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করেছিলেন বাঙালীদের নজরান্দাজ করার অভিযোগ। তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু স্পিকার ব্যস্ত থাকায় ওনাকে সময় দিতে পারেন নি। এরপর একদিন স্পিকার ব্যস্ততা দূরে সরিয়ে রেখে বাবুল সুপ্রিয়কে সময় দেন। আর তখনই নব্য তৃণমূল নেতা স্পিকারের কাছে গিয়ে নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেন। বাবুলের ইস্তফা গ্রহণের পর সোমবার লোকসভার স্পিকার সংসদ ভবনে তা স্পষ্ট জানিয়ে দেন। স্পিকারের এই ঘোষণার পর এবার আসানসোল কেন্দ্রে উপ নির্বাচনের ডঙ্কা বাজল। কবে হবে তা জানা নেই, তবে এবার আসানসোল কেন্দ্র উপনির্বাচন হওয়ার রাস্তা খুলে গ

ত্রিপুরা নিয়ে ডাহা মিথ্যে তৃণমূলের, ধরা পড়ল হাতেনাতে

কলকাতাঃ রবিবার ত্রিপুরার পুরভোটের ফল প্রকাশ হয়েছে। ফলাফলে বিজেপি একচ্ছত্র ভাবে প্রায় সব আসনেই জয়ী হয়েছে। গেরুয়া ঝড়ের সামনে বাম আর তৃণমূলকে অসহায় দেখা গিয়েছে। তবে, তৃণমূলের ভোট অনেকটাই বৃদ্ধি হয়েছে, যার জেরে ঘাসফুল শিবির বেশ উজ্জীবিত। ত্রিপুরার গণনার পর তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বলেছিলেন যে, ‘তৃণমূলই এখন ত্রিপুরার প্রধান বিরোধী শক্তি”। এখন প্রশ্ন এটাই যে, তাহলে কী সত্যি তৃণমূল ত্রিপুরার বামেদের সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে? বলে দিই, তৃণমূল বেশ কিছু ওয়ার্ডে ভালো ফল করেছে। আগরতলার ৫১টির মধ্যে ২৬টি ওয়ার্ডে তাঁরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এবং আমবাসায় একটি ওয়ার্ডে জয়ও হাসিল করেছে তৃণমূল। ত্রিপুরার যেই ২১২টি ওয়ার্ডে ভোট হয়েছে, সেগুলোর মধ্যে ১৪৯টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। ৫৬টি ওয়ার্ডে বামেদের হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ৭টি ওয়ার্ডে কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে। এই পরিসংখ্যানে এটা স্পষ্ট যে, তৃণমূল নয়, ত্রিপুরায় বামেরাই এখনও প্রধান বিরোধী শক্তি। আমবাসা, আগরতলা আর তেলিয়ামুড়ার মধ্যে একমাত্র আগরতলার সব আসনে প্রার্থী দিতে পেরেছিল তৃণমূল

শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায় মূর্তি প্রতিষ্ঠা করার ঘোষণা, এলাকায় জারি হাই অ্যালার্ট

মথুরাঃ মথুরায় (mathura) ভগবান শ্রীকৃষ্ণের (shree Krishna) ‘প্রকৃত জন্মস্থান’এ কৃষ্ণ মূর্তি স্থাপন করতে চায় ভারত হিন্দু মহাসভা। সেই মর্মে হুশিয়ারিও দিয়েছেন তাঁরা। আর তার পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারাও জারি করেছে জেলা প্রশাসন। ওই বিশিষ্ট মন্দিরের পাশে একটি মসজিদ রয়েছে এবং ভারত হিন্দু মহাসভার এই হুশিয়ারির কারণে ধারণা করা হচ্ছে এলাকার সম্প্রীতি নষ্ট হতে পারে। শুধুমাত্র ভারত হিন্দু মহাসভাই নয়, সেইসঙ্গে ওই মসজিদ অপসারণের দাবি তুলেছে ডানপন্থী সংগঠন ‘নারায়ণী সেনা’ও। সেই মর্মে তাঁরা বিশ্রাম ঘাট থেকে শ্রী কৃষ্ণ জন্মস্থান পর্যন্ত একটি পদযাত্রা করবে বলেও মনস্থির করে। তাঁরা পরিকল্পনা করলেও, তাঁদের আটকে দেয় প্রশাসন। আটক করে বেশ কয়েকজনকে। পদযাত্রার পরিকল্পনা করলেও, স্থানীয় প্রশাসন তা আটকে দেয়। এবিষয়ে জেলা শাসক নবনীত সিং চাহাল জানান, ‘মথুরার শান্তি কাউকেই বিঘ্নিত করতে দেওয়া যাবে না। মসজিদে মূর্তি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় স্থান, কাটরা কেশব দেব মন্দির এবং শাহী ইদগাহ উভয়ের নিরাপত্তা পর্যালোচনা করা হচ্ছে। এবিষয়ে সিনিয়র পুলিশ সুপার গৌরব গ্রোভারকে সঙ্গে রাখা হয়েছে’। এই ঘটনা

কোটি কোটি টাকা কামানো এই ৭ ভারতীয় ক্রিকেটার করেন সরকারি চাকরি, রয়েছে চমকে দেওয়া নাম

Image
কলকাতাঃ ভারতে (India) ক্রিকেটারদের (Cricketer) যে আসনে রাখা হয়, অন্য কোনও দেশে তা করা হয় কি? একসময় হকি ভারতের জাতীয় ও সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও বিংশ শতাব্দীর শেষ দশক থেকেই ক্রিকেটের জনপ্রিয়তা হকি সব বাকি খেলাগুলিকে কয়েকশো মাইল পেছনে ফেলে এগিয়ে গেছে। দেশের সবচেয়ে প্রিয় খেলা যে এখন ক্রিকেট তা খেলাধুলার থেকে শতহাত দূরে থাকা একজন মানুষও বলে দিতে পারবেন। তাই ভক্তদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে নিজেদের পুরোপুরি ক্রিকেটে ডুবিয়ে রাখতে হয় ক্রিকেটারদের। কিন্তু অনেকেই হয়তো জানেন না, তারপরেও কিছু ভারতীয় ক্রিকেটার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নিজের দায়িত্ব পালন করে থাকেন। এই প্রতিবেদনে উল্লেখ করা হবে এমনই কিছু ক্রিকেটারের নাম যারা দেশের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলার সাথে সাথে পালন করেছেন সরকারি চাকরিতে নিজের দায়িত্ব। ১. লোকেশ রাহুল ২০১৪ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, কে এল রাহুলের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা যেন স্বপ্নের মতো হয়েছিল এমন নয়। তাই প্রথম দিকে বেশ কিছুটা সময় অনেক সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় তার প্রতিভার পুরস্কার স্বরূপ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তৎকালীন

সুখবর! ব্যাপক হারে কমতে পারে গ্যাসের দাম, একাধিক নিয়ম বদলাচ্ছে ডিসেম্বর মাসে

Image
  নয়া দিল্লিঃ নভেম্বর মাস শেষ হতে চলেছে এবং নতুন মাস ডিসেম্বর আসতে চলেছে। নতুন মাসে এমন কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। এর মধ্যে নতুন মাসে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে। বলা হচ্ছে ১ ডিসেম্বর থেকে এলপিজির দাম অস্বাভাবিক ভাবে কমতে পারে। বিশেষজ্ঞদের মতে ৩০০ টাকা সস্তা হতে পারে রান্নার গ্যাস। তবে নতুন মাসে শুধু এলপিজি সিলিন্ডারের দামই বদলাতে পারে না। এর পাশাপাশি ব্যাঙ্কিং ও পেনশন সংক্রান্ত কিছু নিয়মও বদলাতে চলেছে। আপনার এই নিয়মগুলির পরিবর্তন সম্পর্কেও সচেতন হওয়া উচিত। জানিয়ে দেওয়া ভালো যে UAN এবং আধার লিঙ্ক করার সময়সীমা ইতিমধ্যেই ইপিএফও EPFO ​​দ্বারা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তথ্য অনুসারে, আর কোনও এক্সটেনশন প্রত্যাশিত নয়। এমতাবস্থায়, যারা এখনও পর্যন্ত UAN-Aadhaar লিঙ্ক করেননি, তাদের এই কাজটি ১ লা ডিসেম্বরের আগে শেষ করতে হবে, অন্যথায় তাদের বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। যদি সময়সীমার মধ্যে UAN-Aadhaar লিঙ্ক না করা হয়, তাহলে PF গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হবে না। এই ধরনের গ্রাহকরা তাদের PF অ্যাকাউন্ট থেকেও তুলতে পারবেন না।

কৃষ্ণ ভক্তিতে মগ্ন হয়ে অস্ট্রেলিয়ার বানিয়েছেন ‘মিনি বৃন্দাবন’, এই মহিলার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়া দিল্লিঃ  প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi) রবিবার নিজের মন কি বাত অনুষ্ঠানে জগৎ তারিণী দাসী (Jagat Tarini Dasi) নামের এক কৃষ্ণ ভক্ত মহিলার কথা উল্লেখ করেন। জগৎ তারিণী দাসীকে অস্ট্রেলিয়ার (Australia) রাধা বলেও জানা যায়। জগত তারিণী দাসী মূল রূপে অস্ট্রেলিয়ার বাসিন্দা, কিন্তু তিনি ভারতে আসার পর হিন্দু ধর্মের প্রতি ওনার আস্থা বেড়ে যায় আর উনি ভারতের পরম্পরা এবং সাংস্কৃতিক ঐতিহ্যর প্রেমে পড়ে অনন্য শ্রীকৃষ্ণ ভক্ত হয়ে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবার বলেন, ‘পশ্চিম অস্ট্রেলিয়ায় পার্থ নামের একটি শহর হয়েছে। ক্রিকেট প্রেমীরা এই নামটা অনেকবার শুনেছেন, কারণ এখানে প্রায়শই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়। পার্থে ‘Sacred India Gallery’ নামের একটি আর্ট গ্যালারি রয়েছে। এটা অস্ট্রেলিয়ার বাসিন্দা জগৎ তারিণী দেবীর প্রচেষ্টার ফল। উনি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন, কিন্তু উনি ১৩ বছরেরও বেশি সময় বৃন্দাবনে কাটিয়েছেন।” जगत तारिणी जी कहना है, कि वे ऑस्ट्रेलिया लौट तो गई, अपने देश वापिस तो गयी, लेकिन, वो कभी भी #वृन्दावन को भूल नहीं पाईं ।इसलिए उन्होने वृंदावन और उसका

বিধানসভায় বিজেপিকে উপড়ে ফেলব, ত্রিপুরায় একটি আসনে জয়ের পর রাজীব ব্যানার্জীর হুঙ্কার

Image
কলকাতাঃ রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলার পুরসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ৩৩৪টি আসনের মধ্যে ৩৩০টি আসনেই বিজেপি নিজেদের কবজা জমিয়েছে। অন্যদিকে, একুশে বাংলা জয়ের পর ত্রিপুরায় পালাবদলের আশায় ঘাঁটি গাড়া তৃণমূল ১টি আসনে জয়লাভ করেছে। তবে শুধু একটি আসনে জয়লাভই নয়। তৃণমূল এবার ত্রিপুরার প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের সামনে এনেছে। তৃণমূলের দাপাদাপিতে বিজেপির ক্ষতি না হলেও, সিপিএম যে সংকটে পড়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ত্রিপুরায় তৃণমূলের সাফল্যের পর বিপ্লবের রাজ্যে সংগঠনের দায়িত্ব থাকা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিন মাসের লড়াইয়ে ২৪ শতাংশ ভোট পেয়েছে, আগামী দিনে আমরাই ত্রিপুরায় ক্ষমতায় আসব। রাজীববাবু বলেন, তিন মাস্যা তৃণমূল রাস্তায় নেমে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এত হিংসা উপেক্ষা করে মানুষ যতটুকু ভোট দিতে পেরেছে, তাতেই আমরা দ্বিতীয় হয়ে উঠেছি। তিন মাস লড়াই করে ২৪ শতাংশ ভোট দখল করার নজির এমন আর নেই মনে হয়। রাজীববাবু বলেন, অবাধ ছাপ্পা আর সন্ত্রাস করেও আমাদের রোখা যায় নি। আমি এও খবর পেয়েছে যে, অনেক জায়গায় বিজেপি নিজের গড় রক্ষা করতে ব্যর্থ হয়েছে। কোথাও ৫ আবার

ত্রিপুরার মুসলিম বহুল আসনেই ভোট পেল না তৃণমূল, কাজে লাগল না কুণাল-সায়নীদের কেরামতি

আগরতলাঃ মাটি কামড়ে ত্রিপুরায় (tripura) পড়েছিলেন তৃণমূলের (tmc) শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। ২৫ শে নভেম্বর নির্বাচনের পর আজ অর্থাৎ ২৮ শে নভেম্বর প্রকাশিত হয় ফলাফল। দেখা যায়, ত্রিপুরার মাটিতে গেরুয়া উড়ে যায় বামেরা। তবে ক্ষমতা দখল করতে না পারলেও, ত্রিপুরার মাটিতে বেশকিছু ওয়ার্ডে বিরোধী দল হিসাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। একটা সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষজন চলে আসতেন বাংলায়। আর সেই সময় একাধিকবার সংসদে এই নিয়ে সরবও হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সময় এই সমস্ত ভোট থাকত বামেদের ঝুলিতে। আর পরবর্তীতে তা হয় তৃণমূলের ভোট ব্যাঙ্ক। বাংলার মত ত্রিপুরাতেও মুসলিম ভোট ব্যাঙ্ককে টার্গেট করে এগোচ্ছিল তৃণমূল শিবির। কিন্তু দিল্লী জয়ের স্বপ্নে বিভোর হলেও, ত্রিপুরায় তৃণমূলের এই সমীকরণে কিছুটা গড়মিল দেখা গেল। সোনামুড়া পুরসভার ১৩ টি আসন, এমনকি মেলাঘরেও জিতেছে বিজেপির প্রার্থীরা। ত্রিপুরার মুসলিম অধ্যুষিত এলাকাতে দাঁতও বসাতে পারল না মমতা বাহিনী। প্রসঙ্গত, আগরতলার নির্বাচনের দিনে শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোটারদের মারধর এবং বিরোধী দলের উপর হামলা

টেটের পেপার লিক করার শাস্তি, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ যোগীর

লখনউঃ  উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী (Chief Minister) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) টেট পরীক্ষার প্রশ্নপত্র লিক হওয়ার বিষয়টি গম্ভীর ভাবে নিয়েছেন। উনি অভিযুক্তদের বিরুদ্ধে গ্যাংস্টার অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। পাশাপশি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও পুনরায় পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের থেকে আরও কোনও টাকা নেওয়া হবে না বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বিগত চার বছরে নিরপেক্ষ ভাবে চার লক্ষের থেকেও বেশি ভর্তি করানো হয়েছে। আগামী দিনেও এই ব্যবস্থা জারি থাকবে। চাকরি হোক আর কোনও পরীক্ষা, সবকিছুই স্বচ্ছ ভাবে করানো আমাদের লক্ষ্য। আজ সকালে আমি খবর পাই যে টেটের পেপার কিছু অসাধু ব্যক্তি ফাঁস করে দিয়েছে। এরপর আমি সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে দিই। যারা এই কাজ করেছে, তাঁদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছি। আদিত্যনাথ বলেন, আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি যে, এক মাসের মধ

‘খেলা হল না” তৃণমূলের, আগরতলায় একাই একশ বিজেপি! অস্তিত্ব সংকটে সিপিএমের

আগরতলাঃ ২৫ নভেম্বর হয়েছিল আগরতলার পুরসভার নির্বাচন। আজ চলছে ভোট গণনা। শুরু থেকেই চালকের আসনে বিজেপি। তৃণমূল ত্রিপুরায় ঘাঁটি গেঁড়ে বসে থাকলেও নির্বাচনী ফলাফলে তাঁদের তেমন ম্যাজিক দেখা গেল না। তবে ত্রিপুরার বিরোধী দল সিপিএমকে জোর টক্কর দিয়েছে ঘাসফুল শিবির। বিজেপির ঝড় থাকার পরেও আমবাসায় খাতা খুলতে সক্ষম হয়েছে ততৃণমূল। সেখানে একটি করে ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী। তবে রাজ্যের প্রধান বিরোধী দল বামেরা নিজেদের শক্তি ধরে রাখা তো দূরের কথা, পাল্টা তৃণমূলের কাছেই হেরেছে। তেলিয়ামুড়ায় ১৫টি আসনে বিজেপি জিতেছে অন্যদিকে, ওই ১৫টি আসনের মধ্যে ১২টিতেই সিপিএমকে হারিয়ে তৃণমূল দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এছাড়াও আগরতলায় ১০০ শতাংশ আসনেই কবজা করেছে বিজেপি। ৫১টি আসনের মধ্যে সবকটিতেই বিজেপি জিতেছে। অবাক করা বিষয় হল, আগরতলার ২৬টি ওয়ার্ডে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। খোয়াইয়ে পুর পরিষদের ১৫টি আসনের মধ্যে ১৫টিই বিজেপির দখলে গিয়েছে। সেখানে আগেই ৭টি আসনে বিরোধী দল প্রার্থী দিতে না পারায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করেছিল। বাকি ৮টি আসনে নির্বাচন হয়, সেগুলোর সবকটিতেই বিজে

‘ক্ষমতায় থাকতে চাই না, ভারত সেবায় থাকতে চাই” মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

Image
নয়া দিল্লিঃ  প্রতি মাসের শেষ রবিবার পালা করে দেশবাসীকে নিজের মনের কথা (Mann Ki Baat) শোনাতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ক্ষমতায় আসার পর থেকে কোনও বাধাই ওনাকে এই অনুষ্ঠান করা থেকে দূরে রাখতে পারেনি। এমনকি নির্বাচনের সময়ে বিরোধীদের তুমুল আপত্তিও ওনাকে ‘মন কী বাত” শোনানো থেকে বাধা দিতে পারে নি। নভেম্বর মাসের শেষ রবিবারও প্রধানমন্ত্রী আবারও মন কী বাত নিয়ে দেশবাসীর সামনে আসলেন। রবিবার মন কী বাতের ৮৩ তম সংস্করণ ছিল। প্রধানমন্ত্রী আজকে নিজের ভাষণে অমৃত মহোৎসব, বৃন্দাবন ধামের মহিমা আর পরিবেশ রক্ষার বিষয় নিয়ে চর্চা করেন। প্রধানমন্ত্রী আজ নিজের ভাষণে বলেন, আমি ক্ষমতায় নয় মানুষের সেবায় থাকতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দুই দিন পর ডিসেম্বর মাস শুরু হতে চলেছে। ডিসেম্বর এলেই মনে হয় যে এই বছর শেষ হল। এটা বছরের শেষ মাস। আর এই মাসেই আমরা নতুন বছরের জন্য পরিকল্পনা করা শুরু করি। এই মাসে নেভি ডে আর আর্মড ফোর্স ফ্ল্যাগ ডেও রয়েছে। আমরা সবাই জানি যে, ১৬ ডিসেম্বর ১৯৭১ সালের যুদ্ধের ৫০ বছর পূরণ হতে চলেছে। এই উপলক্ষে আমি দেশের নিরাপত্তা বাহিনীকে স্মরণ করি, স্মরণ করি আমাদের বীর

একলাফে পেট্রোল-ডিজেলের দাম কমবে ১৫ টাকার বেশি, আগামী মাসেই হতে পারে কার্যকর

Image
নয়া দিল্লিঃ পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Diesel Fuel) উপর ভ্যাট কিছুটা কমানোয়, দাম কমে গিয়েছে বেশ খানিকটা। যার ফলে কিছুটা হলেও, স্বস্তির মুখ দেখেছে সাধারণ নাগরিক। তবে এরই মধ্যে আবার উৎপাদনকারী দেশগুলোর সংস্থা OPEC অপরিশোধিত তেলের উৎপাদন বাড়াতে অস্বীকৃত হয়েছে। সেই কারণে ভারত, আমেরিকা সহ অপরিশোধিত তেলের বড় ভোক্তা দেশগুলি এমন কৌশল রপ্ত করছে, যাতে করে দাম কমে যায়। জানা গিয়েছে, সেই কারণে মজুদ করা তেলের মধ্যে থেকে ভারত ৫০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। এই কাজে ভারত আমেরিকা, চীন এবং অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে কাজ করছে এবং আগামী ৭-১০ দিনের মধ্যে তা শুরু করা হবে। এই তেল ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড (এমআরপিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এর কাছে বিক্রি করার ফলে ১০-১৭ টাকা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। পশ্চিম এবং পূর্ব উভয় উপকূলে, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম এবং কর্ণাটকের ম্যাঙ্গালুরু এবং পাদুরে কৌশলগত তেল মজুদ করে ভারত। প্রায় ৩.৪ কোটি ব্যারেল রয়েছে। প্রয়োজনে ভারত চাইলে আরও বেশি ব্যারেল তেল উত্তোলন করতে

গেরুয়া ঝড়ে উড়ল তৃণমূল, সিপিএম! আগরতলায় একচ্ছত্র আধিপত্য বিজেপির

আগরতলাঃ ২৫ নভেম্বর হয়েছিল আগরতলার পুরসভার নির্বাচন। আজ চলছে ভোট গণনা। শুরু থেকেই চালকের আসনে বিজেপি। তৃণমূল ত্রিপুরায় ঘাঁটি গেঁড়ে বসে থাকলেও নির্বাচনী ফলাফলে তাঁদের তেমন ম্যাজিক দেখা গেল না। তবে ত্রিপুরার বিরোধী দল সিপিএমকে জোর টক্কর দিয়েছে ঘাসফুল শিবির। বিজেপির ঝড় থাকার পরেও আমবাসায় খাতা খুলতে সক্ষম হয়েছে ততৃণমূল। সেখানে একটি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী। খোয়াইয়ে পুর পরিষদের ১৫টি আসনের মধ্যে ১৫টিই বিজেপির দখলে গিয়েছে। সেখানে আগেই ৭টি আসনে বিরোধী দল প্রার্থী দিতে না পারায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করেছিল। বাকি ৮টি আসনে নির্বাচন হয়, সেগুলোর সবকটিতেই বিজেপি জয়লাভ করেছে। উল্লেখ্য, আগরতলার নির্বাচনের দিনে শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোটারদের মারধর এবং বিরোধী দলের উপর হামলার অজস্র অভিযোগ উঠেছিল। যদিও, বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগই খারিজ করে দেওয়া হয়। অন্যদিকে, অশান্তির অভিযোগ থাকলেও ৮০ শতাংশ ভোট পড়েছিল সেদিন। ভোট শেষ হতেই আগরতলার পূর্ব ও পশ্চিম থানায় গিয়ে সিপিএম এবং তৃণমূল নেতৃত্ব ধরনায় বসেছিল। তাঁদের দাবি ছিল ভোট বাতিল করে পুনরায় ভোট করানো। এমনকি তৃণমূলের তরফ থেকে পুন

হিন্দু ছাড়া ভারত নয়, হিন্দুদের হিন্দু হয়ে থাকতে হলে অখণ্ড ভারত গড়তে হবেঃ মোহন ভাগবত

গোয়ালিয়র:  RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) শনিবার হিন্দুদের ক্রমহ্রাসমান সংখ্যা নিয়ে আশঙ্কা জাহির করে বলেন, যদি হিন্দুদের হিন্দু হয়ে থাকতে হয়, তাহলে অখণ্ড ভারত (India) বানাতে হবে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি অনুষ্ঠানে সম্বোধন করার সময় ভাগবত এই কথা বলেন। ভাগবত বলেন, আপনি দেখবেন হিন্দুদের সংখ্যা আর ক্ষমতা কমে গিয়েছে, নতুবা হিন্দুদের আবেগ কমে গিয়েছে। যদি হিন্দুরা চায় হিন্দু হয়ে থাকতে, তাহলে ভারতকে অখণ্ড বানাতে হবে। ভাগবত বলেন, হিন্দুদের ছাড়া ভারত ভাবা যায় না আর ভারত ছাড়া হিন্দু ভাবা যায় না। দেশ বিভাজনের সময় ভারত ভেঙে পাকিস্তান (Pakistan) হয়েছিল। এরকম কেন হল যে আমরা এটা ভুলে গেলাম আমরা হিন্দু। সেখানকার মুসলিমরাও এই কথা ভুলে গেল। নিজেকে যারা হিন্দু বলত প্রথমে তাঁদের শক্তি কম হল, পরে সংখ্যা। এরজন্য পাকিস্তান ভারত হল না। উনি বলেন, এটা হিন্দুস্তান আর এখানে যুগ যুগ ধরে হিন্দুরা বসবাস করে। এর আগে ভাগবত শুক্রবার নয়ডায় বলেছিলেন, আমাদের মাতৃভূমির স্বাধীনতা জন্য লক্ষ লক্ষ দেশভক্ত বলিদান দিয়েছেন। অন্যদিকে আমরা স্বাধীনতার পর বিভাজনের দুঃখও সয়েছি। আমাদের খণ্ডিত ভারত দেওয়া হয়েছে। এবার খণ্ডিত ভার

পোস্ট অফিসের এই স্কিমে মিলছে বাম্পার লাভ, স্বয়ং প্রধানমন্ত্রী করেছেন বিনিয়োগ

Image
নয়া দিল্লিঃ  আপনি যদি স্বল্প বিনিয়োগে বড় মুনাফা অর্জন করতে চান সে ক্ষেত্রে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম ব্যবহার করতে পারেন আপনি। ঝুঁকিহীন বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিসের স্কিমগুলি আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হতে পারে। আজ যে স্কিমটির কথা বলব তার নাম হলো এনএসসি জাতীয় সঞ্চয় শংসাপত্র। মাত্র হাজার টাকা থেকেই এক্ষেত্রে বিনিয়োগ শুরু করতে পারেন আপনি। জানিয়ে রাখিস পোস্ট অফিসের এই স্কিমটিতে 5 বছরের লক ইন পিরিয়ড রয়েছে। অর্থাৎ পাঁচ বছর পর চাইলে টাকা তুলে নিতে পারেন আপনি। ন্যূনতম বিনিয়োগের সীমা হাজার টাকা হলেও এর কোন সর্বোচ্চ সীমা নেই। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করলে আয় করের ক্ষেত্রেও ছাড় পাবেন আপনি। এটি আয়কর আইনের 80C-এর অধীনে প্রতি বছর 1.5 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিয়ে থাকে। একইসঙ্গে এই ক্ষেত্রে তিন রকমের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সিঙ্গেল টাইপ – এই ধরনের আপনি নিজের জন্য বা নাবালকের জন্য বিনিয়োগ করতে পারেন। জয়েন্ট এ টাইপ – এই ধরনের সার্টিফিকেট যে কোন দুই জন একসাথে নিতে পারে অর্থাৎ দুইজন একসাথে বিনিয়োগ করতে পারে জয়েন্ট বি টাইপ – দুইজন ব্যক্তি এতে বিনিয়োগ করে, কি

ফের মুঘলদের নাম মোছা হল যোগীরাজ্যে, এবার প্রধান সড়কের নাম হল ভারতের রাজার নামে

Image
আগ্রাঃ  উত্তর প্রদেশের (Uttar Pradesh) আগ্রা (Agra) শহরের মুঘল রোডের (Mughal Road) নাম বদলে ‘মহারাজা অগ্রসেন রোড” (Maharaja Agrasen Road) করা হয়েছে। আগ্রার মেয়র নবীন জৈন শুক্রবার এই কথা জানিয়েছেন। উনি বলেছেন, এই সড়কের নিকটবর্তী এলাকা ‘কমলা নগর”-র বাসিন্দাদের দাবিতে এই রোডের নাম বদলে মহারাজ অগ্রসেন করা হয়েছে। জৈন বলেন, শহরের ‘সুলতানগঞ্জ”-র নাম বদলে বিকোল চৌক করা হয়েছে। আগ্রার মেয়র নবীন জৈন বলেন, রোডের নাম বদলের ঘোষণা মহারাজা অগ্রসেনের অনুরাগী আর স্থানীয় মানুষদের উপস্থিতিতে করা হয়েছে। নবীন জৈন বলেন, ‘মুঘল রোডের নাম বদলের জন্য ২৭ সেপ্টেম্বর আগ্রা পুরসভাতে একটি প্রস্তাব পেশ হয়েছিল। সেটি পাশও হয়েছিল। এরপরই সবার সহমতিতে রাস্তার নাম বদল করা হয়।” নবীন জৈন বলেন, ‘আমরা জানিনা এই রাস্তার নাম মুঘল রোড কেন করা হয়েছিল। কিন্তু আগামী প্রজন্ম মহারাজা অগ্রসেনের নামের এই রোড থেকে প্রেরণা নেবে।” আগ্রা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা জৈন বলেন, মহারাজা অগ্রসেনের অনুরাগীদের জন্য এটি অনেক বড় সম্মানের মুহূর্ত। উনি বলেন, ‘মুঘল রোড গোলামির চিহ্ন, কিন্তু মহারাজা অগ্রসেনের নাম আগামী প্রজন্মকে প্রেরণা

“নিরামিষ ভোজন করুন, মাংস কম খান”-আর্থিক সংকটে পড়ে জনগণকে নির্দেশ দিল তুর্কীর সরকার

মাত্র কয়েকমাস আগেই তুর্কী নিজেকে বিশ্বের সমস্ত মুসলিম দেশের নেতা হিসেবে প্রস্তুত করতে ব্যস্ত ছিল। তবে এখন তুর্কীর সরকারের তরফে যে সমস্ত বক্তব্য সামনে আসছে তাতে স্পষ্ট যে তুর্কী ভেতর থেকে একেবারে দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি তুর্কীতে ভীষণ আর্থিক সংকট তৈরি হয়েছে। এমন অবস্থায় তুর্কি সরকার তাদের জনগনের উদ্যেশ্যে যে বার্তা দিয়েছে তা অবাক করার মতো। তুর্কির সরকারের তরফে বলা হয়েছে, দেশের মানুষের উচিত মাংস কম খাওয়া এবং প্রয়োজনে শাকাহারী হওয়া। তুর্কি সরকার নিজেদের মুদ্রা ‘লিরা’ এর পতন এবং মূল্যবৃদ্ধি দেখার পর জনসাধারণকে নিরামিষ ভোজনের পরামর্শ দিয়েছে। একই সাথে খাদ্যের অপচয় করতেও নিষেধ করা হয়েছে। এই বিষয়ে তুর্কির সাংসদ জুলফু ডেমিরবাস বলেছেন, ” প্রতি মাসে ১ কেজি বা ২ কেজি মাংস খাওয়ার থেকে ভালো আধা কেজি মাংস খাওয়া। আমার ২ কেজি টমেটো কিনি তার অর্ধেক ডাস্টবিনে ফেলে দি। এর থেকে ভালো বাজার থেকে ২ টি টমেটো কেনা।” জানিয়ে দি, জুলফু ডেমিরবাস তুর্কীর রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ানের ঘনিষ্ট। দেশের মুদ্রার পতন ও ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধি দেখার পর তিনি জনসাধারণের উদ্যেশ্যে এমন কথা বলেন। The post “নিরামিষ

ভারতে মুখ থুবড়ে পড়বে ইলন মাস্কের প্রোজেক্ট, দেশবাসীর জন্য পরামর্শ জারি করল সরকার

Image
নয়া দিল্লিঃ  বিশ্বের (World) সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk) ভারতে (India) নিজের স্যাটেলাইট ইন্টারনেট (Satellite Internet) পরিষেবা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এর জন্য স্টারলিঙ্ক (Starlink) কোম্পানি সাবস্ক্রিপশন প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। কিন্তু ইলন মাস্কের এই প্রকল্পে জল ঢেলে দিতে পারে সরকার। ভারত সরকার দেশের জনতাকে ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা থেকে দূরে থাকার আবেদন জানিয়েছে। সরকারের তরফ থেকে জারি একটি বয়ানে বলা হয়েছে যে, ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট কোম্পানি ভারতে পরিষেবা দেওয়ার এখনো পর্যন্ত লাইসেন্স জারি করেনি। আর এই কারণে দেশের মানুষের কাছে আবেদন যে, তাঁরা যেন স্টারলিঙ্ক ইন্টারনেটের সাবস্ক্রিপশন না নেয়। এতে ক্ষতি হতে পারে। সরকারের পাশাপাশি টেলিযোগাযোগ বিভাগও দেশবাসীকে সতর্ক করেছে। টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকেই ইলন মাস্কের কোম্পানির থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ জারি করা হয়েছে। বয়ানে বলা হয়েছে যে, দেশের জনতাকে এই কোম্পানির দ্বারা করা প্রচারের ফাঁদে পা না দিতে। বলে দিই, স্টারলিঙ্ক নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভারতের মানুষকে সাবস্ক্

দেশবাসীর জন্য দারুণ খবর, ফের শুরু হল গ্যাসে ভর্তুকি, টাকা পেতে এখুনি করুন এই কাজ

Image
নয়া দিল্লিঃ  শুরু হয়েছে এলপিজিতে ভর্তুকি। গত কয়েক মাস ধরে রান্নার গ্যাসে ভর্তুকি গ্রাহকদের অ্যাকাউন্টে আসছিল না। কিন্তু, এখন ভর্তুকি হিসাবে এলপিজি গ্রাহকদের অ্যাকাউন্টে সিলিন্ডার প্রতি ৭৯.২৬ টাকা আসতে শুরু করেছে। একটা সময় ছিল যখন রান্নার গ্যাসে ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যেত, যা এখন ৭৯.২৬ টাকায় নেমে এসেছে। তবে, এখনও কিছু গ্রাহক ১৫৮.৫২ টাকা বা ২৩৭.৭৮ টাকা ভর্তুকিও পাচ্ছেন। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে ভর্তুকি না আসে তাহলে আপনার নিকটস্থ ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করা উচিত। এছাড়াও, আপনি টোল ফ্রি নম্বর 18002333555-তে কল করে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এলপিজি গ্যাস গ্রাহকদের প্রতি সিলিন্ডারে ৭৯.২৬ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে জনগণের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে যে বিভিন্ন গ্রাহকরা বিভিন্ন ভর্তুকি পাচ্ছেন। এমন পরিস্থিতিতে কত গুণ ভর্তুকি পাচ্ছেন তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি রয়েছে। আসলে, অনেক লোক ৭৯.২৬ টাকা ভর্তুকি পাচ্ছেন এবং অনেকে ১৫৮.৫২ টাকা বা ২৩৭.৭৮ টাকা পাচ্ছেন। তবে, আপনি সহজেই পরীক্ষা করতে পারেন যে ভর্তুকি আপনার অ্যাকাউন্টে এসেছে কি না। জেনে নিন, দেশের বিভিন্ন র

এমন এক প্রোজেক্ট শুরু করছে ISRO, যার সামনে হার মানবে গোটা বিশ্ব! ভারতকে জানাবে স্যালুট

Image
নয়া দিল্লিঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউট (Indian Space Research Organisation) সম্প্রতি একটি আন্তঃনাক্ষত্রিক লক্ষ্যের দিকে অগ্রসর হতে চলেছে। ইসরো (ISRO) এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে, যার সাহায্যে হলিউডের (Hollywood) কল্প-বিজ্ঞানের (Sci-Fi) ছবিতে দেখানো কিছু ঘটনা বাস্তবেও সম্ভব করে যেতে পারে। এই পরীক্ষা ভবিষ্যতের পথে বড় পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। ইসরোর পরিকল্পনা একটি আত্ম-ধ্বংসী মহাকাশযান প্রস্তুত করা। এই স্ব-ধ্বংসী রকেট হল স্ব-অদৃশ্য হয়ে যাওয়া উপগ্রহের মতো একটি বস্তু, যা ইসরো এইমুহূর্তে প্রস্তুত করতে ব্যস্ত। ইসরো তার গবেষণাকেন্দ্রে এমন ৪৬ টি বিস্ময় বস্তু প্রস্তুত করছে, যা সকলকে অবাক করে দেবে এবং সেই জিনিসগুলি সম্ভব হবে যা এখনও পর্যন্ত কল্পবিজ্ঞান ফিল্মে দেখা গেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ‘কে সিভান’ একটি নামি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বর্তমানে আমাদের কাছে যত রকেট আছে সেগুলি সবকটিই বিভিন্ন ধাতু দিয়ে তৈরি। একবার উৎক্ষেপণের পর সেগুলো আর কোনও কাজে লাগানো যায় না। বেশিরভাগ সময়ই সমুদ্রে ফেলে দেওয়া হয়। তিনি আরও বলেছেন যে “মহাকাশে পৌঁছে তাদ

৩ টি গুলি খেয়ে বাঁচিয়েছিলেন ১৫০ জনের প্রাণ! মুম্বাই হামলায় ক্ষত্রিয় ধৰ্ম পালন করেছিলেন ইনি

Image
ভারত ও ভারতীয়দের কাছে ২৬/১১/২০০৮ দিনের সন্ধ্যা ছিল এক ভয়ানক স্মৃতি।  এই দিনে, দেশের আর্থিক রাজধানী মুম্বাইয়ে সমুদ্রপথ থেকে আগত সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করেছিল।  প্রতিটি মুহুর্তে মুম্বাই থেকে বেরিয়ে আসছিল হৃদয়কে রক্তরঞ্জিত করা ছবি। স্বপ্নের শহরে চলছিল রক্তাক্ত মরণখেলা। এদিকে, আতঙ্কিত হয়ে পড়া ভারতীয়দের ভয় বাড়িয়ে, একটি ভয়ানক খবর আসে। জানা যায়, কামা হাসপাতালের কাছে অজ্ঞাত হামলাকারীরা মুম্বাইয়ের তিনজন খ্যাত অফিসারকে নির্বিচারে গুলি করে তাদের হত্যা করেছে। তাজ হোটেলে আটকে থাকা মানুষজনকে বের করতে শুরু হয়েছিল ৫৯ ঘন্টার অপারেশন। ওই সময় প্রাক্তন মারিন কমান্ড (MARCOS) প্রবীণ কুমার তেওটিয়া (Praveen Kumar Teotia) এক রুমের মধ্যে ৪ আতঙ্কবাদী দ্বারা ঘেরাও হয়ে পড়েন। শুরু হয় আতঙ্কবাদীদের সাথে ভয়ানক গুলির লড়াই। ক্ষত্রিয় ধর্ম হলো প্রানের রক্ষা করা। আর সেটাই করে দেখান প্রাক্তন মারিন কমান্ড (MARCOS) প্রবীণ তেওটিয়া। প্রবীণ তিনটি গুলি খেয়েও ১৫০ জনকে সুরক্ষিত বের করে আনেন। ৩ টি গুলি প্রবীনের কান ও বুকে লেগেছিল। প্রবীণ কুমার তেওটিয়া বলেন, “আমি গ্রামের ছেলে, গ্রাম থেকেই দেশ সেবার জোশ পেয়েছি। আমাদের মূল