নবজ্যোত সিং সিধুর দপ্তরে তল্লাশি, ১০০০ এর বেশি ফাইল করা হলো বাজেয়াপ্ত! বাতিল হতে পারে রাজ্যের মন্ত্রীপদ।


পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং ও নবজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) এর মধ্যে দ্বন্দ চরমে পৌঁছে গেছে। আসলে পাঞ্জাবে কংগ্রেস টিকে রয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং এর কারণে। কিন্তু নবজ্যোত সিং সিধু এখন গান্ধী পরিবারের তথা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর খুব ঘনিষ্ঠ নেতা। এখন অমরেন্দ্র সিং দাবি করেছেন, নবজ্যোত সিং সিধু ষড়যন্ত্র করে মুখ্যমন্ত্রী পদ নেওয়ার চেষ্টা করছে। এই থেকেই শুরু হয়েছে দ্বন্দ। এর মধ্যে স্টেট ভিজিলান্স ডিপার্টমেন্ট নবজ্যোত সিং এর বাড়িতে তল্লাশি চালিয়েছে।

বর্ডার রেঞ্জ সার্ভালেন্স টিম  সিধুর অফিস থেকে সিভিল ওয়ার্ক সম্পর্কিত ২০০ টি ফাইল বাজেয়াপ্ত করেছে। শুধু এই নয়, ৩৫২ টি অবৈধ হোটেলের ফাইল এবং অন্য কিছু কাজের সাথে জড়িত ৩২ ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ১০০০ এরও বেশি ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে।মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরেন্দ্র সিং শুক্রুবার দিন দিল্লীতে ছিলেন। উনি রাহুল গান্ধীর সাথে এই ইস্যুতে কোনো আলোচনা করেননি। শুধুমাত্র আহমেদ প্যাটেলের সাথে দেখা করে আসেন। পার্টির মধ্যে থাকা বিতর্ককে মেটানোর দায়িত্ব আহমেদ প্যাটেলের উপর দেওয়া হয়েছে।

সিধু নিজের ইচ্ছামতো কাজ করছেন বলে অভিযোগ সামনে আসছে। রাজ্যের বিদ্যুৎ বিভাগকে সঠিকভাবে সামলাচ্ছেন না বলে সিধুর উপর অভিযোগ এসেছে।  সিধু নিজের বাড়ি থেকে কাজ করছেন কিন্তু বাড়ি থেকে ১ কিমি দূরে সচিবালয় গিয়ে কাজ করছেন না। এমনকি উনি মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং এর সাথেও বৈঠক করে রাজ্যের সমস্যার সমাধান করার প্রচেষ্টা করছেন না। এই কারণে মুখ্যমন্ত্রী সমস্যা সমাধান করার জন্য অন্য পথ বেছে নিয়েছে। মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং, নবজ্যোত সিং সিধুর থেকে মন্ত্রী পদ কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে নবজ্যোত সিং সিধুর ব্যাবসা ও অন্যান্য বিষয়ে তল্লাশি শুরু করে দেওয়া হয়েছে স্টেট ভিজিলান্স ডিপার্টমেন্ দ্বারা। যাতে বড়সড়ো সমস্যায় পড়েছনে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নবজ্যোত সিং সিধু।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2FKPisT

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।