Posts

Showing posts from February, 2019

সুপার পাওয়ার ভারতঃ ইতিহাসে প্রথমবার জেনেভা সন্ধি ছাড়াই এত কম সময়ে শত্রু দেশ থেকে সেনা অফিসারকে দেশে আনা হচ্ছে

Image
ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার আজ পাকিস্তান থেকে ভারতে আসছেন। অভিনন্দনকে স্বাগত জানানোর জন্য গোটা দেশ প্রস্তুত। হাজার হাজার মানুষ ওয়াঘা বর্ডারে হাতে তেরঙ্গা নিয়ে উৎসাহিত হচ্ছেন। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অভিনন্দনকে ভারতে নিয়ে আসা হচ্ছে। এটা ইতিহাসে প্রথমবার হতে চলেছে। শোনা যাচ্ছে পাকিস্তান উইং কম্যান্ডার এর মুক্তি বিকেলে বিটিং রিট্রিট অনুষ্ঠানের মাধ্যমে করতে চাইছে। কিন্তু ভারত দুপুরের মধ্যে অভিনন্দনকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়ে দিয়েছেন যে, উইং কম্যান্ডার অভিনন্দনকে আজ দুপুরের পরেই আটারি-ওয়াঘা বর্ডার দিয়ে ভারতে হাতে তুলে দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি এটা ইতিহাসে এই প্রথমবার হটে চলেছে। যখন কোন অন্য দেশের তরফ থেকে সেনার অফিসারকে এত কম সময়ের মধ্যে তাঁর নিজের দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মেজর জেনারেল অশোক মেহতা বলেন, ইতিহাসে প্রথমবার এই কোন সেনা অফিসারকে ৩৬-৪৮ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে জেনেভা সন্ধির জন্য পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে, আর অভিনন্দনকে এত তাড়াতাড়ি মুক্ত করা হচ্ছে। জদিও জেনেভা কানেকশন তখনই লাগু হয়, যখন দুই দেশ একে অপর

ইন্ডিয়ান পাইলটদের আটকে রাখতে পারেনা পাকিস্তানের জেল, এর আগে এই তিন পাইলট জেল ভেঙে পালিয়েছিল

চমৎকার- মিগ-২১ দিয়ে এফ-১৬ ধ্বংস করার কথা শুনে অবাক হলেন পুতিন, অভিনন্দনের বাহাদুরি কে স্যালুট জানাতে রাতেই করলেন প্রধানমন্ত্রীকে ফোন

Image
ভারতীয় বাঘ উইং কম্যান্ডার অভিনন্দন গোটা বিশ্বের সামনে নিজের এবং দেশের নাম উজ্জ্বল করলেন। রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স আর চীন সমেত অনেক বড়বড় দেশেই এখন অভিনন্দন ট্রেন্ড করছে। আর হবেই না কেন? ও তো করেছে এমনই এক কাজ। সেকেন্ড জেনারেশন ফাইটার জেট মিগ ২১ থেকে উনি ফোর্থ জেনারেশন এর আমারিকান ফাইটার জেট এফ ১৬ কে ধ্বংস করে দিয়েছেন। আর এই ঘটনাই সবাইকে অবাক করে দেয়। আর এই ঘটনার পরে রাশিয়াতে অভিনন্দনকে নিয়ে জোর চর্চা চলছে। রাশিয়া আর আমেরিকার মধ্যে সম্পর্ক কেমন সেটা আমাদের কারও অজানা নেই। আর এই সময়ে রাশিয়াতে উইং কম্যান্ডার অভিনন্দনকে নিয়ে চরম উৎসাহ দেখা যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও উইং কম্যান্ডার অভিনন্দনের এই কাজে অবাক হয়ে গেছেন। একটি মিগ ২১ দিয়ে এফ ১৬ বিমানকে ধ্বংস করার কথা কেউই ভাবতে পারেনা। কিন্তু ভারতীয় সেনা এটা করে দেখিয়েছে। এই ঘটনার পরে রাশিয়া আমেরিকার কাছে নৈতিক জয় পেয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি এই ঘটনার পর গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। ২৮শে ফেব্রুয়ারির বিকেলে নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেন পুতিন। আর পাওয়া তথ্য অনুযায়ী মিগ দিয়ে আমেরিকান এফ ১৬কে কিভাবে ধ্

আসছে অভিনন্দন, স্বাগত জানানোর জন্য ওয়াঘা বর্ডারে তেরঙ্গা হাতে হাজার হাজার দেশভক্ত

Image
এয়ারফোর্সের উইং কম্যান্ডার অভিনন্দনকে আজ পাকিস্তান মুক্তি দিতে চলেছে। বায়ুসেনার এক প্রতিনিধি মণ্ডল আজ কম্যান্ডার অভিনন্দনকে রিসিভ করতে ওয়াঘা বর্ডারে যাচ্ছে। অভিনন্দনের পরিবার ও ওনাকে রিসিভ করার জন্য দিল্লি বিমান বন্দর থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাঁরা কাল রাতেই দিল্লি বিমান বন্দরে পৌঁছে গেছিলেন। সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে, অভিনন্দনকে ভারতে ফেরত পাঠানোর তথ্য এখনো পর্যন্ত পাকিস্তান ভারত সরকারের সাথে শেয়ার করেনি। যদিও আশা করা যাচ্ছে যে, দুপুর ১২ টা থেকে ২ টোর মধ্যে ভারত মাতার বীর সন্তান অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে উইং কম্যান্ডার অভিনন্দকে রিসিভ করার দ্বায়িত্ব ওনাকে দিতে বলেন। উনি বলেন অভিনন্দনের বাবার সাথে আমি ট্রেনিং নিয়েছি, তাই অভিনন্দনকে রিসিভ করা আমার কাছে গর্বের ব্যাপার হবে। এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তান আগবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। পাকিস্তানের তরফ থেকে উরি সেক্টরের চারটি সেনা ছাউনিতে গুলি চলানো হয়। আরেকিদকে আজ সকাল সকার জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার হ্যান্ডওয়ারা তে

ব্রেকিং নিউজঃ জঙ্গি সাফাই অভিযানে নেমে সকাল সকাল দুই জঙ্গিকে খতম করল সেনা

Image
জম্মু কাশ্মীরের কুপওয়ারার হ্যান্ডওয়ারা সেক্টরে সেনা আর জঙ্গির সংঘর্ষে দুই জঙ্গি খতম। ভারতীয় জওয়ানেরা সকাল সকাল গোটা এলাকা ঘিরে নিয়েছিল। শোনা যাচ্ছে কুপওয়ারার একটি ঘরে দুই থেকে তিন জঙ্গি লুকিয়ে ছিল। ভারতীয় জওয়ানেরা গোটা এলাকা ঘিরে এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে। সেনা গোপন খবরে জানতে পারে যে জম্মু কাশ্মীরের কুপওয়ারার হ্যান্ডওয়ারা সেক্টরে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। খবর পেয়ে হ্যান্ডওয়ারা সেক্টরে তল্লাশি অভিযান শুরু করে দেয় সেনা। সেনাকে দেখে জঙ্গিরা ফায়ারিং শুরু করে দেয়। জঙ্গিদের গুলির জবাবে পাল্টা গুলি চালায় সেনা। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুই জঙ্গিকে খতম করেছে সেনা। পাওয়া তথ্য অনুযায়ী এখনো এক জঙ্গি লুকিয়ে আছে সেখানে। আর ওই জঙ্গিকে খতম করতে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।   আরেকদিকে ভারত আর পাকিস্তানের মধ্যে বাড়তি উত্তেজনার মধ্যে পাকিস্তান স্বীকার করল যে, জৈশ এ মহম্মদ এর প্রধান মৌলানা মাসুদ আজহার তাঁদের দেশেই আছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘ আমার কাছে যা খবর আছে, সেটা অনুযায়ী মাসুদ চরম অসুস্থ। সে এতটাই অসুস্থ যে, সে ঘর থেকেও বাইরে বেরাতে পারেনা

ব্রেকিং খবরঃ ধার্মিক এবং সামাজিক সংগঠনের নামে দেশ বিরোধী কাজ করার জন্য জামাত-এ-ইসলাম কে নিষিদ্ধ করল মোদীর সরকার

ভেঙে পড়ল পাকিস্থানের ব্যাবসা-বাণিজ্য, বন্ধ সমস্থ এয়ারপোর্ট! পুরো PAK এমার্জেন্সিতে।

Image
উপরে যে ম্যাপ দেখেছেন এটা গতকালের এয়ার ট্রাফিকের মানচিত্র। ভারত ও পাকিস্তান দুই দেশের বিমান ট্রাফিকের মানচিত্র থেকে দুই দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভারতের দু- একটা বিমানবন্দর ২ ঘন্টার জন্য বন্ধ ছিল, কিন্তু তারপর সমস্থ বিমানবন্দর খুলে দেওয়া হয়। ভারতের এয়ার ট্রাফিক পুরো স্মুথ রয়েছে এবং সমস্থ দেশ বিদেশের বিমান সময় অনুযায়ী চলাচল করছে। অন্য দিনের মতোই ভারতে বায়ু পথে যাতায়াত চলছে, প্রত্যেকদিনের মতোই এখন ভারতে ব্যাবসা-বানিজ্য ও অন্যান্য কাজকর্ম করছে। অন্যদিকে পাকিস্থানের বায়ুপথে যাতায়াত, ব্যাবসা-বাণিজ্য সমস্থকিছু সম্পূর্ণ বন্ধ। পাকিস্থানের এমার্জেন্সি লাগু থাকার জন্য সমস্থ এয়ারপোর্ট বন্ধ করে রাখা হয়েছে। এই কারণে পাকিস্থানকে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। পাকিস্থানের ১তাও বিমান উড়ান দিতে পারছে না। ভারতীয়দের মধ্যে জোশ হাই রয়েছে তো অন্যদিকে পাকিস্থানীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। ২৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্থানের আর্থিক রাজধানী শহর করাচিতে সন্ধ্যে হলেই কারেন্ট কাট করে দেওয়া হচ্ছে। #KARACHI Right Now! Pakistanis are shit scared in Karachi, there are rumors of A

“পাকিস্থানের উপর ভারত সরকার যা করেছে সঠিক করেছে, আতঙ্কবাদ সমাপ্ত হওয়া প্রয়োজন”:রতন টাটা।

Image
পুলবামায় ৪৪ জন বলিদানি জওয়ানদের বদলা নেবার জন্য ২৬ শে ফেব্রুয়ারি ভারতীয় সেনা বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল। যার দরুন পাকিস্থানের বহু আতঙ্কবাদী শেষ হয়ে গেছে। যারপর থেকে ভারত ও পাকিস্থানের মধ্যে স্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। ভারতের বায়ুসেনা পাকিস্থানের আতঙ্কবাদী ক্যাম্পের উপর স্ট্রাইক চালিয়েছিল এবং পাকিস্থানের জনগনের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে নজর রেখেছিল। কিন্তু পাকিস্থান উল্টে ভারতের উপর আক্রমনের জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছে। গতকাল থেকে পাকিস্থানের সেনা, ভারতের সীমান্তের গ্রামগুলির উপর আক্রমণ চালাচ্ছে। শুধু এই নয়, পাকিস্থানের তিনটে  F-16 ভারতের সীমায় ঢুকে বোমাবাজি করার চেষ্টাও করেছিল। যারপর আবার  একশন মুডে চলে এসেছে ভারতীয় সেনা ও সরকার। এখন আরো একটা বড় স্ট্রাইকের জন্য পস্তুতি নিচ্ছে ভারতের তিন সেনা। তবে পাকিস্থানের উপর যাতে আর স্ট্রাইক না হয় তার জন্য দেশের ভেতরে ঢুকে থাকা সেকুলারবাদী, শান্তিবাদী গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্থানকে বাঁচানোর জন্য কিছু মিডিয়া এবং বামপন্থী ঘেঁষা গ্যাং শান্তিবাদী নীতির প্রচার শুরু করেছে। যাতে পাকিস্থানের উপর আর স্ট্রাইক না করা হয় তথা পাকিস্থানকে বাঁচানোর জ

উইং কম্যান্ডার অভিনন্দন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে এক বিশেষ অনুরোধ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

Image
নরেন্দ্র মোদী পাকিস্তানকে তাঁদের ওউকাত দেখিয়ে দিয়েছেন। পরমাণুর জপ করা পাকিস্তান মাত্র দুদিনেই শান্তির কথা বলতে শুরু করেছে। আজ ইমরান খান পাকিস্তানের সংসদে ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দনকে পয়লা মার্চ ভারতের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেন। পাকিস্তানের এক এয়ারফোর্স আধিকারিক উইং কম্যান্ডার এর সাথে ওয়াঘা বর্ডারে যাবেন, আর সেখান থেকেই ওনাকে ভারতের হাতে তুলে দেবেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এই অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক অনুরোধ করেন। আপনাদের জানিয়ে রাখি, বাহ্রতের তরফ থেকে উইং কম্যান্ডার অভিনন্দনকে রিসিভ করার জন্য এক আধিকারিককে পাঠানো হবে ওয়াঘা বর্ডারে। ক্যাপ্টেন অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করে ওনাকে এই সুযোগ দেওয়ার কথা বলেন। উনি বলেন, ‘আদরণীয় মোদী জি, আমি পাঞ্জাবের পাক সীমান্তের বর্ডার এলাকার সফরে আছি। আর এখন আমি অমৃতসরে উপস্থিত। আমি শুনতে পেলাম যে, উইং কম্যান্ডার অভিনন্দনকে ওয়াঘা বর্ডার দিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হব।” অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করে বলেন, ‘অভিনন্দন কে রিসিভ করার দ্বায়িত্ব আমাকে দিন। আর

আরো খারাপ দিন এলো পাকিস্থানের!আমেরিকা ছিনিয়ে নিতে পারে পাকিস্থানকে দেওয়া ৪৪ টি f-16 জেট!

Image
মোদী সরকার ও  ভারতীয় সেনা পাকিস্থানকে ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য সিধান্ত নিয়েছে। পাকিস্থানের ওয়াটার ট্রাফিক, এয়ার ট্রাফিক সমস্থকিছু বন্ধ হয়ে গেছে। মুম্বাইয় যেভাবে ভারতের আর্থিক রাজধানী সেই একইভাবে করাচি পাকিস্থানের রাজধানী। ভারতের থেকে ভয়ভীতি হয়ে করাচি প্রায় বন্ধ হয়ে গেছে। পাকিস্থানের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে যে ভারত আবার যেকোনো সময় স্ট্রাইক করে দিতে পারে। ভারতের সরকার আন্তর্জাতিক চাপ ও সৈন্য শক্তি দেখিয়ে পাকিস্থানের শোচনীয় অবস্থা করেছে। অবস্থা এমন যে পরমাণু শক্তির ভয় দেখানো পাকিস্থান এখন শান্তি বার্তা করে আলোচনায় বসার জন্য ভারতকে অনুরোধ করছে। পাকিস্থান ২৭ তারিক একটা বড় ভুল করে দিয়েছে যার জন্য এবার পাকিস্থানের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে। ২৭ তারিখ পাকিস্থান ভারতের সীমায় মোট ৩ টি f-16 ফাইটার জেট পাঠিয়েছিল। এই ফাইটার জেটে বোমা ছিল যারা দ্বারা পাকিস্থান ভারতকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করেছিল। এরপর ২ টি ভারতীয় MIG-21 পাকিস্থানের তিনটি f-16 কে কাউন্টার করার জন্য উড়ান দেয়। ভারতের MIG-21 এর ফাইয়ারিং এ দুটি f-16 পলায়ন করে এবং ১ টা f-16 ভেঙে পড়ে যার ভাঙা অংশ আজ পাকিস্থানের সেনা POK থেকে উঠ

জাতীয়তবাদী ভারতীয় পাঠকদের জন্য প্রকাশিত হলো ঋতম !

Image
ঋতম – অ্যাপ (মোবাইল অ্যাপ্লিকেশন) যা খবর, মতামত ও চিন্তনকে প্রভাবিত করে চিন্তনের রসদ আপনার দোরগোড়ায় এগ্রিগেটর বা একত্রীকরণের প্রয়োজন কেন? মূলধারার মিডিয়ার বস্তুনিষ্ঠতার অভাবে সোশ্যাল মিডিয়ার মঞ্চগুলিই এখন সংবাদের প্রধান উৎস হয়ে উঠেছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, এনজিও এবং অনুরূপ সব প্রতিষ্ঠান এই মঞ্চগুলিকেই ব্যাপকভাবে ব্যবহার করছে। অন্য দিকে ফেসবুক, টুইটারের মতো সার্বজনীন সোশ্যাল মঞ্চগুলির গোপন ও সরাসরি পক্ষপাতদুষ্টতার কারণে তথ্য সরবরাহের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রিত ব্যবহার চলছে। এই সব সীমাবদ্ধতাকে অতিক্রম করতেএকের পর এক আরও সংবাদ-পোর্টাল ও অ্যাপ প্রকাশ পাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে এই যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনো তা সংবাদ সম্প্রচারের উদ্দেশ্যকেই বিপন্ন করে তুলছে, কেননা যাঁরা চান হয়ত বা তাদের কাছেই তথ্য পৌঁছতে পারছে না। ঠিক এইখানেই ঋতমের আবির্ভাব। ঋতম অ্যাপটি একত্রিত করতে চায় সদর্থক ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রচারমাধ্যমের আলাদা আলাদা প্রচেষ্টাগুলিকে। এখানে খবর, মতামত এবং ধারণাগুলিকে একত্রিত করে সমাজের বিস্তৃত অংশে পৌঁছে দেওয়া হবে তার সুষ্ঠু সম্প্রচার পদ্ধতির মাধ্যমে। এটি তার ব্যবহ

PoK তে ভিড় হামলা করছিল, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য নিরস্ত্র গ্রামবাসীদের উপর গুলি চালাননি অভিনন্দন

Image
সীমান্ত পেড়িয়ে ভারতে ঢুকতে চাওয়া পাকিস্তানের এফ-১৬ বিমান গুলোকে ধাওয়া করে উইং কম্যান্ডার অভিনন্দন এর মিগ-২১ বুধবার ক্র্যাশ হয়ে যায়। বিমান ক্র্যাশ হওয়ার আগেই তিনি প্যারাসুট নিয়ে ইজেক্ট করেন। তিনি পাকিস্তানের দখলে থাকে কাশ্মীরে গিয়ে ল্যান্ড করেন। সেখানে পৌঁছে তিনি বুঝতে পারেন যে, তিনি এখন পিওকে তে আছেন। প্যারাসুট নিয়ে অভিনন্দন পাকিস্তানের দখলে থাকে একটি ছোট জলাশয়ে পরেন। পাশের গ্রামের এক বাসিন্দা সেটা দেখতে পেরে আশেপাসের মানুষকে ডাক দেয়। আর সবাই মিলে একত্রিত হয়ে ঘটনাস্থলে পৌঁছায়। উইং কম্যান্ডার ওই গ্রামবাসীদের জিজ্ঞাসা করেন, ‘এই গ্রাম ভারতে না পাকিস্তানে?” সেটা শুনে একজন উত্তর দেয় যে এটা ভারত। অভিনন্দন জিজ্ঞাসা করেন, ‘এটা ভারতের কোন এলাকা?” ওপাশ থেকে জবাব আসে ‘কিলান”। তখন অভিনন্দন বলেন যে তাঁর পিঠে আঘাত লেগেছে, আর তাঁর জলের দরকার। তখন সেখানে উপস্থিত এক যুবক ‘পাকিস্তান আর্মি জিন্দাবাদ” এর স্লোগান দিতে থাকে। এরপর উইং কম্যান্ডার বুঝতে পারেন যে তিনি পিওকে তে আছেন। যখন গ্রামবাসীরে অভিনন্দন কে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। তখন অভিনন্দন তাঁর পিস্তল বার করে হাওয়ায় গুলি চালায়। এরপর অভিনন্দন

ব্রেকিং খবরঃ পাকিস্তানের কোন শর্তই মানবে না কেন্দ্র, অভিনন্দনের মুক্তি নিয়ে চাপ পাকিস্তানকে

Image
ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। আর এর মধ্যে পাকিস্তানি বিদেশ মন্ত্রী বয়ান জারি করে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করতে চেয়েছেন” যদিও ভারত পাকিস্তানের বিদেশ মন্ত্রীর প্রস্তাব গ্রহণ করেনি। ভারত জানিয়েছে যেকোন অবস্থাতেই পাইলট অভিনন্দনের মুক্তি চাই। উইং কম্যান্ডার অভিনন্দনের মুক্তি নিয়ে ভারত পাকিস্তানের কোন শর্তই মানবে না বলে জানিয়েছে। বিদেশ মন্ত্রালয়ের সূত্র জানায়, পাকিস্তান পাইলটের মুক্তি নিয়ে যদি কোন প্রকারের শর্ত রাখে তাহলে, সেটা অনৈতিক হবে। সূত্র অনুযায়ী, পাইলটের মুক্তির মামলায় পাকিস্তান কান্দাহার এর মত পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু উইং কম্যান্ডের মুক্তি নিয়ে ভারত পাকিস্তানের সাথে কোন সমঝোতাই করবে না। যুদ্ধ বন্দিকে বিনা শর্তেই ছাড়ার নিয়ম। আর উইং কম্যান্ডার অভিনন্দন কে বন্দি করে আবার কোন ঘৃণ্য চক্রান্ত করতে চাইছে পাকিস্তান। কাল ভারতের বায়ু সীমা লঙ্ঘন করে ভারতে ঢোকার একটু পরেই পাক সেনা মুখপাত্র বলেছিলেন যে, পাকিস্তান যুদ্ধ চায়না। তাঁরা শান্তি চায়। কিন্তু আজ আবার ভারতের বায়ু সীমা লঙ্ঘন করে পাক

বড় খবর: আবার আজ ভারতীয় এয়ারফোর্সের তাড়া খেয়ে পালালো দুই পাকিস্তানি জেট !

Image
পাকিস্থানের বালাকোটে এয়ার স্ট্রাইক করার পর থেকে ভারতের উপর আক্রমনের লাগাতার চেষ্টা করছে পাকিস্থানের সেনা। লক্ষণীয় বিষয় এই যে, ভারত পাকিস্থানের আতঙ্কবাদী ক্যাম্পে আক্রমন করেছিল। কিন্তু পাকিস্থানের সেনা এখন আতঙ্কবাদের সমর্থনে সরাসরি মাঠে নেমে পড়েছে এবং ভারতে বোমাবাজি করার চেষ্টা চালাচ্ছে। গতকালের পর আজ আবার ভারতের সীমান্তে প্রবেশ করার চেষ্টা করেছিল পাকিস্থানের বায়ুসেনা। আজ পাকিস্থানের ২ টি ফাইটার জেট LOC ক্রস করে ভারতে আক্রমন করার চেষ্টা করেছিল। অবশ্য ভারতের বায়ু সেনা সক্রিয় থাকায় পাকিস্থানের ফাইটার জেটকে সাথে সাথে ট্রেস করে নেয় এবং তাদের তাড়া করে। জম্মুকাশ্মীরের পুনচ জেলার কৃষ্ণ ঘাঁটি সেক্টরে পাকিস্থানের দুটি ফাইটার জেট প্রবেশ করে হামলা করার চেষ্টা করে কিন্তু ভারতীয় বায়ুসেনা পাকিস্থানকে বিফল করে দেয়। বায়ু সেনা সক্রিয় থাকায় ভারতের দিক কোনো ক্ষতি হয়নি বলে মিডিয়া সূত্রে খবর।পাকিস্থানের দুটি বিমান ভারতে প্রবেশ করার ১ ঘন্টা আগে ওই এলাকাতেই পাকিস্থানের সেনার তরফ থেকে ফায়ারিং করা হয়েছিল।পাকিস্থানের ফাইটার জেট দুটি কোন সময় ভারতে আক্রমন করার চেষ্টা করেছিল তার সঠিক খবর এখন অবধি মিডিয়ার কাছে অব

আরও ভিখারি হল পাকিস্তান! ফের দাম কমল টাকার, পেট্রোল-ডিজেল কেনার পয়সা নেই ওদের কাছে

Image
ভারতের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়া পাকিস্তান আরও কাঙাল হল। পাকিস্তানি টাকা বুধবার ডলারের তুলনায় আরও নিচু স্তরে পৌঁছে গেলো। শুধু তাই নয়, এবার পাকিস্তানে পেট্রোল, ডিজেল কেনার পয়সা নেই। পাকিস্তানে বুধবার ডলারের তুলনায় টাকার দাম ১৩৯.২৫ টাকা হয়েছিল। কাঁচা তেলের রোজ ক্রমবর্ধমান দামের ফলে পাকিস্তানকে এখন বেশি করে বিদেশী মুদ্রা খরচ করতে হবে। আর এর সাথেও সোনার দাম ও বেড়ে গেছে পাকিস্তানে। পাকিস্তানে বুধবার সোনার ৭০ হাজার টাকা প্রতি গ্রাম বিক্রি হয়েছে। যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ার কারণে বিদেশী বিনিয়োগকারীরা তাঁদের পয়সা তুলে নিচ্ছে। আর এর জন্য পাকিস্তানের বাজারে ডলারের চাহিদা বেড়ে গেছে। আর এর ফলেই রোজই পাকিস্তানের টাকার দাম কমছে। পাকিস্তানের বিদেশী মুদ্রার ভাণ্ডার লাগাতার কমছে। দেশে পেট্রোল, ডিজেলের চাহিদা বাড়ছে, আর সেই চাহিদাকে পূরণ করার জন্য কাঁচা তেল ডলার দিয়ে কিনতে হচ্ছে পাকিস্তানকে। এখন কাঁচা তেলের দাম ৬৫ ডলার প্রতি ব্যারেল। আর এরকমই দশ দিন চললে পাকিস্তানের ১৪২ টাকার তুলনায় ১ ডলার পাওয়া যাবে। আর এর ফলে পাকিস্তানের অবস্থা আরও শোচনীয় হবে। পাকিস্তানে বিনিয়োগকারীরা বিগত ৯ দিনে ৯,৪১,২৯৪ ডলার

ভারতের বিরোধীদের জন্য খুশি পাকিস্তান, তাঁদের ব্যাবহার করেই ভারতকে দোষী প্রমাণ করতে চাইছে পাকিস্তান

Image
রাহুল গান্ধীর এবং কংগ্রেসের নেতৃত্বে ভারতের ২১ টি রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছে। এরা এই কাজ কেন করেছিল, সেটাও আপানদের সামনে আসবে। এরা সবাই নরেন্দ্র মোদীর উপর যুদ্ধ উন্মাদ হওয়ার অভিযোগ এনেছিল। আর এবার সেটারই চরম ব্যাবাহার করছে পাকিস্তান। গোটা পাকিস্তানি মিডিয়া আর পাকিস্তানি সরকারের আধিকারিক মিডিয়া সংস্থায় ভারত বিরোধীতায় ছেয়ে গেছে। পাকিস্তান সবাইকে প্রমাণ করাতে ব্যাস্ত যে, তাঁরা শান্তির প্রতীক আর নরেন্দ্র মোদী যুদ্ধ উন্মাদ! নরেন্দ্র মোদী অশান্তি চায়, আর পাকিস্তান এই কথা গোটা বিশ্বের সামনে তুলে ধরছে যে, এই কথা শুধু আমরাই বলছি না। ভারতে থাকা মোদী বিরোধীরাও বলছে। রেডিও পাকিস্তান থেকে শুরু করে সব পাকিস্তানি মিডিয়া রাহুল গান্ধী, মমতা ব্যানার্জী, সীতারাম ইয়েচুরি, মায়াবতী, অখিলেশ, শরদ পাওয়ার, চন্দ্রবাবু নাইডু এর মত মোদী বিরোধীদের ধন্যবাদ জানাচ্ছে। পাকিস্তানি মিডিয়া এদের সবাই উদাহরণ তুলে বলছে যে, গোটা বিশ্ব দেখুক আমরা না ভারতই অশান্তি সৃষ্টি করছে। আর এটা শুধু আমরা না, ভারতের বিরোধীরাও বলছে। যুদ্ধের পরিস্থিতিতে মোদী বিরোধীরা নিজদের রাজনতিক চরিতার্থ সফল করার জন্য পাকিস

পনেরো জন পাক সেনাকে উড়িয়ে ভিডিও জারি করল বালোচরা, ভারতের সাথে মিশে যুদ্ধের ঘোষণা বালোচদের

Image
বালোচিস্তানে পাকিস্তান জোর জবরদস্তি কবজা করে রেখছে। একেতেই নিজদের দেশ চালাতে পারেনা ভিখারি পাকিস্তান, আবার অন্য দেশকে স্বাধীন ও হতে দেবেনা তাঁরা। যেমন চীন তিব্বত দখল করে রেখেছে, তেমনই বালোচিস্তান দখল করে রেখছে ভারত। পাকিস্তান বালচিস্তানকে নিজদের রাজ্য বলে পরিচয় দেয়। পরিমাপের হিসেব অনুযায়ী এটাই পাকিস্তানের সবথেকে বড় রাজ্য। আর এই রাজ্যে নিজদের শাসন কায়েম করার জন্য প্রতিদিন বালোচদের উপর যারপরনাই অত্যচার চালায় পাক সেনারা। বালোচিস্তানে আগাগোড়াই পাকিস্তানের থেকে স্বাধীনতা পাওয়ার জন্য আওয়াজ উঠে এসেছে। গোটা বালোচিস্তান পাকিস্তানের অত্যাচারে অতিষ্ঠ। পাকিস্তান যেমন ভারতে সন্ত্রাসবাদ ছড়ায়, তেমনই বালোচিস্তানকেও ওঁরা সন্ত্রাসবাদের আখড়া বানিয়ে রেখেছে। বালোচরা এখন ভারতের কাছে আবেদন করছে যে, ভারত যেন পাকিস্তানকে ভেঙে চুরমার করে দেয়। বালোচরা একটি ভিডিও জারি করেছে, ওই ভিডিও ২৫শে ফেন্রুয়ারি জারি করা হয়েছে। সেই ভিডিওতে বালোচরা পাকিস্তানের সেনাকে নিশানা বানাচ্ছে। We Baloch are Attacking them as Lethal as We Can. Please #India now don't go back, Let's Finish this Evil Once and For All. #Baloc

আবারও পর্দাফাঁস পাকিস্তানের মিথ্যের! PoK তে পাওয়া গেলো পাকিস্তানি F16 এর ধ্বংসাবশেষ

Image
এই সময় সবথেকে বড় খবর আসছে পাক অধিকৃত কাশ্মীর থেকে, যেখানে পাকিস্তানের ফাইটার জেট এফ-১৬ এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পাকিস্তানের এই বিমানকে ভারতের পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন মিগ-২১ বিমান নিয়ে পিছু করে ধ্বংস করেছিলেন। এই বিমান জম্মু কাশ্মীরের রাজৌরী সীমা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। আর ভারতীয় বায়ুসেনা এই বিমানকে ধাওয়া করে ধ্বংস করেছিল। পাকিস্তানি বায়ুসেনার এই বিমান পাক অধিকৃত কাশ্মীর PoK তে ধ্বংস করা হয়েছিল। সংবাদ সংস্থা  ANI এর অনুসারে এই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আর সেই ছবিও তুলে ধরেছে তাঁরা। এই বিমানের ধ্বংসাবশেষ এর আশেপাসে পাকিস্তানি সেনাদেরও দেখা যাচ্ছে। এই ছবি প্রকাশ্যে আসার পর আবারও পাকিস্তানের মিথ্যের পর্দাফাঁস হল। কারণ তাঁরা কাল থেকেই বারবার বলছিল যে, তাঁদের কোন বিমান ভারতীয় বায়ুসেনার হাতে ধ্বংস হয়নি। ANI এর অনুসারে, বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ধ্বংসাবশেষ এর ছবি ভাইরাল হয়ে গেছিল। আর এটাকে মিগ ফাইটার বিমানের ধ্বংসাবশেষ বলা হচ্ছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনা অনুযায়ী, এই ধ্বংসাবশেষ পাকিস্তানের F16 যুদ্ধ বিমানের। from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bang

বড় খবর: তিন সেনাকে ফ্রীহ্যান্ড দিলেন প্রধানমন্ত্রী মোদী! এবার হবে বড় একশন..

Image
পাকিস্থান একটা ভুল করেছিল পুলবামা হামলা করিয়ে এখন আর একটা ভুল করে দিয়েছে গতকাল ভারতে f-16 ঢুকিয়ে। যার ফল পাকিস্থানকে ভুগতে হবে এটা নিশ্চিত। পুলবামা হামলার পর ভারত পাকিস্থানের ভেতর আতঙ্কবাদী ক্যাম্পে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। ভারত যে এয়ার স্ট্রাইক করেছিল তাতে পাকিস্থানের সাধারণ নাগরিকদের কোন ক্ষতি না সেই দিকে খেয়াল রাখা হয়েছিল। অর্থাৎ এয়ার সার্জিক্যাল স্ট্রাইক শুধুমাত্র পাকিস্থানের আতঙ্কবাদ ক্যাম্পে করা হয়েছিল পাকিস্থানের সেনা বা নাগরিকদের কোনো ক্ষতি করা হয়নি। কিন্তু এরপর থেকে পাকিস্থান যে সমস্ত কান্ড ঘটিয়েছে তা ভারতের সহ্য এর সীমা ভেঙে দিয়েছে। এয়ার স্ট্রাইক হওয়ার পর থেকে পাকিস্থানের সেনা লাগাতার সীমান্তে নিয়ম উলঙ্ঘন করে বোমা বাজি, গোলা বর্ষণ করে ভারতের সীমান্তের গ্রামগুলিকে আক্রমন করার চেষ্টা করেছে। এমনকি তিনটি f-16 নিয়ে ভারতের মধ্যে আক্রমন করার চেষ্টাও করেছিল পাকিস্থানের সেনা। যার জন্য ভারত পুনরায় স্ট্রাইক ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে। আর এখন যে বড় খবর সামনে আসছে তা পাকিস্থানের ঘুম উড়িয়ে দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী ভারতের তিন সেনাকে ফ্রী হ্যান্ড দিয়ে দিয়েছেন।

ভারতের পাশে দাঁড়িয়ে মাসুদকে রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গি তকমা দেওয়ার দাবি করল আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স

Image
গোটা বিশ্ব ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামার জঙ্গি হামলার নিন্দা করেছে। এবং এই হামলার পর ভারতের পাশে সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য দাঁড়িয়েছে বিশ্বের সব শক্তিধর দেশ গুলো। এই হামলার পর ভারত আবার জৈশ এ মহম্মদ এর প্রধান মৌলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য নিজদের দাবি সংযুক্ত রাষ্ট্রে তুলেছে। ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা, ব্রিটেন আর ফ্র্যান্স ভারতকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এবার এই দেশ গুলো নতুন করে সংযুক্ত রাষ্ট্রে প্রস্তাব এনে মাসুদ আজহারকে নিষিদ্ধ করার কথা বলেছে। এরফলে মাসুদ আর বিদেশে ভ্রমণ করতে পারবে না। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত হবে, এবং তাঁর কাছে আর কোন অস্ত্র রাখা যাবেনা। এই কথাও অস্বীকার করা যাবেনা যে, মাসুদকে জঙ্গি ঘোষণা করতে গেলে চীন নাক গলিয়ে সেটা পণ্ড করে দিতে পারে। চীন এর আগেও ইসলামিক স্টেট আর আলকায়দা প্রতিবন্ধ সমিতি কে ২০১৬ এবং ২০১৭ সালে জৈশ এর প্রধান মাসুদকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধা সৃষ্টি করেছিল। যদিও চীনের তরফ থেকে এই নিয়ে কোন প্রতিক্রিয়া আসেনি। এই প্রস্তাব বুধবার ১৫ রাষ্ট্র সুরক্ষা পরিষদের তিন স্থায়ী সদস্য যাদের কাছে ভিটো পাওয়ার আছে তাঁরা পেশ করে। তিন

অভিনন্দনের পুরো পরিবার দেশের সেবায় নিয়োজিত, বাবা এয়ার মার্শাল আর স্ত্রী স্কোয়াড্রন লিডার

Image
ভারত আর পাকিস্তানের বায়ুসেনার মধ্য বুধবার সকালে হওয়া সংঘর্ষের পর পাকিস্তানে ক্র্যাশ হওয়া ভারতীয় মিগ-২১ এর উইং কম্যান্ডার অভিনন্দনকে পাকিস্তানি সেনা বন্দি বানিয়ে রেখেছে। ভারত সরকার পাকিস্তানের কাছে অক্ষত অবস্থায় অভিনন্দনকে ফেরত চেয়েছে, আর এটাই বুঝিয়ে দিয়েছে যে ভারত কোন চাপের অধীনে আসবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন সেনা প্রধানদের নিয়ে বুধবার বৈঠক করেন, সেই বৈঠকে সীমান্তে উত্তেজনার খবর নেন এবং সেনাকে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেন। পাকিস্তানের হাতে বন্দি উইং কম্যান্ডার অভিনন্দন এর পুরো পরিবারই ভারতীয় বায়ুসেনার মাধ্যমে দেশের সুরক্ষা আর সেবাতে নিয়োজিত। অভিনন্দন এর পিতা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সিমহাকুটি বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন। অভিনন্দনের স্ত্রী তনভি এয়ার ফোর্সের স্কোয়াড্রন লিডার ছিলেন। বর্তমানে উনি এখন অবসর প্রাপ্ত। তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা অভিনন্দনের গোটা পরিবারই দেশের সেবায় নিয়োজিত। আর এখন অভিনন্দনের পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিনন্দনকে পাকিস্তান থেকে অক্ষত অবস্থায় ছাড়িয়ে নিয়ে আসার আবেদন জানিয়েছে। সোশ্যা

ইরানের SM থেকে খবর: পাকিস্থানের উপর ব্যালাস্টিক মিসাইল আক্রমন করতে পস্তুতি নিচ্ছে ইরান!দুই দিক থেকে চাপে পাকিস্থান।

Image
পাকিস্থানের আতঙ্কবাদীরা ভারতে যে সময় পুলবামা হামলা করেছিল ওই সময়েই ইরানেও হামলা করেছিল পাকিস্থানের আতঙ্কবাদীরা। ইরানের ২১ জন সৈনিক প্রাণ হারিয়েছিল। ইরানের রাষ্ট্রপতি এবং সেখানে সেনাপ্রমুখ আতঙ্কবাদী হামলার জন্য সরাসরি পাকিস্থানকে দায়ী করেছিল। ইরান সেনা বলেছিল যে পাকিস্থান যেন অতি শীঘ্রই আলকায়দার জাস-উল-আদাল আতঙ্কবাদীদেরকে ইরানের হাতে তুলে দেয়। নাহলে ইরানী সেনাবাহিনী নিজেদের মতো করে ব্যাবস্থা নেবে বলে জানিয়ে ছিল। হাফিজ সাঈদ ও মাসুদ আজহারকে ভারত যেভাবে তুলে দেওয়ার কথা বলে,সেই একইভাবে ইরানও পাকিস্থানের জিহাদী আতঙ্কবাদীদের নিয়ে বিরক্ত। ইরান একটা সিয়া মুসলিম দেশ আর পাকিস্থান কট্টর সুন্নী মুসলিম দেশ। পাকিস্থানের সুন্নী আতঙ্কবাদীরা ইরানের সিয়াদের উপর আক্রমন চালায়। এখন ইরানের চ্যালেঞ্জ এর পরেও পাকিস্থান তাদের আতঙ্কবাদীদের ইরানের হাতে তুলে দেয়নি। এখন ইরানের সোশ্যাল মিডিয়া থেকে যে খবর আসছে তা বেশ গুরুত্বপূর্ণ। খবর পাওয়া যাচ্ছে যে ইরান পাকিস্থানের উপর ব্যালাস্টিক মিসাইল আক্রমনের জন্য পস্তুতি নিচ্ছে। ইরান অধিকারিকভাবে এব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু ইরানের সর্বত্র এই খবর ঘোরাঘুরি করছে য