Posts

Showing posts from January, 2022

বাহুবলির রেকর্ড ভেঙে দিল পুষ্পা! বক্সঅফিসে সত্যি সত্যি ফায়ার প্রমাণিত হলো এই সিনেমা

Image
বিশ্বের সর্বোচ্চ আয়কারি সিনেমা বললেই আমাদের মাথায় আসতো প্রভাস অভিনীত বাহুবলী। কিন্তু সম্প্রতি এই রেকর্ড ও ভেঙে গেলো। আল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইজ’ (Pushpa The Rise) এই রেকর্ড ভেঙে দিল। 17 ই ডিসেম্বর তামিল ও হিন্দি পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এটিকে তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় ডাবিং করা হয়। এই সিনেমাটির হিন্দি সংস্করণ মুক্তির সপ্তম সপ্তাহে বক্স অফিসে 100 কোটি টাকা আয় করে সুকমার দ্বারা পরিচালিত এই সিনেমাটি ইতিহাস তৈরী করেছে। বক্স অফিসে মুক্তিপ্রাপক এটি প্রথম ছবি যার প্রথম দিনের আয় ছিলো তিন কোটি টাকা কিন্তু ধীরে ধীরে এটি 100 কোটি টাকার গণ্ডি পার করে। এই ছবিটির বিশেষত্ব হলো ও টি টি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে উপলব্ধ হওয়া সত্বেও দর্শক এটিকে পেক্ষাগৃহে দেখতে বেশি পছন্দ করছে। এর আগে এস এস রাজামৌলির ‘বাহুবলী দ্য বিগিনিং’ ছবিটিও হিন্দি সংস্করনে শুরু হয়ে 100 কোটির গণ্ডি পার করেছিল। এই ছবিটিও প্রথমদিন পাঁচ কোটি পনেরো লাখ আয় দিয়ে শুরু করে ধীরে ধীরে 100 কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। বাহুবালীর হিন্দি সংস্করণটি মোট 117 কোটি টাকা আয় করেছিল। শুধু যে সবাই ছবিটিকেই পছন্দ করেছেন তাই নয় এ

“বিজেপি মুসলিমদের টিকিট কেন দিচ্ছে না”- প্রশ্নের কড়া জবাব দিলেন যোগী আদিত্যনাথ

Image
যোগী আদিত্যানাথ যাকে হিন্দুত্বের ছবি হিসেবে ভারতবর্ষের মানুষ জানে। মনে করা হচ্ছে এবছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তার মুখ এক বড় ফ্যাক্টর হতে চলেছে। অন্যান্য রাজনৈতিক দল যেখানে একটা বিশেষ সম্প্রদায়কে তুষ্টিকরণ করে রাজনৈতিক সুবিধার্তে সেখানে যোগী আদিত্যনাথ পদে পদে বুঝিয়ে দিয়েছেন হিন্দুত্বই তার হাতিয়ার। এই নির্বাচনে বিরোধী দল গুলি বিজেপির বিরুদ্ধে নানা রকম অভিযোগ করছে যাতে বিজেপির ভোটে সংখ্যা কমে। বিরোধীরা অভিযোগ করছে বিজেপি কেনো মুসলিম কে টিকিট দেয়নি। বিজেপি মুসলিম বিরোধী বলে দাবি বিরোধীদের। যোগী আদিত্যানাথ কে যখন এই প্রশ্ন করা হয় তখন তিনি উত্তরে বলেন, তিনি এসবের দায়িত্ব নিয়ে বসে নেই যদি সপার ইচ্ছে হয় তাহলে তারা সব সিট এ টিকিট দিতে পারে। যোগী আদিত্যনাথ আরো বলেন, আমার কাছে নির্বাচন মানে মানুষের বিশ্বাস আর ভরসা। টিকিট যাকেই দেওয়া হোক মানুষ কাজ দেখে ভোট দেবে এটাই আমার বিশ্বাস। যোগী আদিত্যনাথ বলেছেন যে এখানে যার জেতার সমীকরণ ভাল এবং জনসাধারণের মধ্যে যে ব্যক্তি ভাল তাকে টিকিট দেওয়া হয় এবং আমার বা অন্য কারও কথা নয়। এখানে তিনি পরিষ্কার কথায় নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। বিরোধীদের অভি

কেমন হবে নেতাজির মূর্তি! স্থাপত্যকারদের বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Image
নেতাজীর (Netaji Subhas Chandra Bos)e পরিবারের সদস্য চন্দ্র কুমার বসু নেতাজীর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কাছে কিছু দাবী দাওয়া রেখেছিলেন। যার মধ্যে অন্যতম হলো নেতাজীর একটা মূর্তি ইন্ডিয়া গেটের সামনে স্থাপন করতে হবে। নেতাজির জন্মশতবার্ষিকীতে মোদিজি মূর্তিটির একটা একটা হলোগ্রাম স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান করেছেন এবং বলেছেন যে আসল মূর্তিটি না তৈরি হওয়া পর্যন্ত এই হলোগ্রামটিই ঐখানে থাকবে। প্রধানমন্ত্রী মোদীর এই ঘোষণায় সারা দেশ মোদীজির প্রশংসায় পঞ্চমুখ। আর এসবের মধ্যে নেতাজীর মূর্তির স্থপতিকারের কাছে থেকে নেতাজীর মূর্তি কেমন হতে চলেছে তার বিবরণ পাওয়া গেছে। নেতাজীর মূর্তিটির স্থপতিকার অদ্বৈত গদায়ানাক বলেছেন যে পুরীর জগনাথ দেবের মূর্তির মতোই নেতাজীর মূর্তি হবে জেট কালো রঙের গ্রানাইট দিয়ে তৈরি। স্থাপত্যকার অদ্বৈত গদায়ানাক বলেছেন যে মূর্তিটি 28 ফুট লম্বা এবং 8×8 গ্রানাইট পাথরে খোদাই করা হবে। তিনি তিনটে জায়গা – মহীশূর, বেঙ্গালুরু ও তেলেঙ্গানা থেকে তিনি নিজে গিয়ে গ্রানাইট বেছে নেবেন। তিনি আরও বলেছেন যে নেতাজীর মত তিনিও উড়িষ্যার বাসিন্দা। নেতাজীর মত মহান ব্যাক্ত

সোশ্যাল মিডিয়ায় নবীকে অপমান করায় হিন্দু যুবককে গুলি করে খুন! গ্রেফতার দুই মৌলবি

নয়া দিল্লিঃ  গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) রাজ্যের ধুন্ধুকা শহরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দিল্লি থেকে একজন মৌলবিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ফেসবুকে একটি আপত্তিকর পোস্টের কারণে গুজরাটের ধুন্ধুকা শহরে কিষাণ ভারওয়াদ নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ২৫ জানুয়ারি ধুন্ধুকার মোধওয়াদা এলাকায় দুই আততায়ীর গুলিতে কিষাণ ভারওয়াদ নিহত হয়। এ সময় কিষাণ ভারওয়াদ তার ভাইয়ের গাড়ির পেছনে বসে ছিলেন। জানা গিয়েছে যে, ৬ জানুয়ারী ভারওয়াদর একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়। যার পরে মুসলিম সম্প্রদায়ের কিছু সদস্য ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে অভিযোগ দায়ের করেছিল। ATS আধিকারিকরা জানিয়েছেন যে, মৌলবি কমর গনি উসমানিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলায় শুক্রবার আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ আইয়ুব জাভরাওয়ালাকে। এই মামলায় ধুন্ধুকার বাসিন্দা শাব্বির চোপড়া (২৫) ও ইমতিয়াজ পাঠান (২৭)কেও গ্রেফতার করা হয়েছে। এটিএস-র এসপি ইমতিয়াজ শেখ জানিয়েছেন, শাব্বির চোপড়া কিষাণ ভারওয়াদকে গুলি করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্ট

৩০ কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস গ্রহণ, আধ্যাত্মিক পথে চলার সিদ্ধান্ত ব্যবসায়ী পরিবারের

Image
রাজনন্দগাঁওঃ  ছত্তিশগড়ের অন্যতম বড় ব্যবসায়ী পরিবার ডাকলিয়া পরিবার আজকাল শিরোনামে উঠে এসেছে। শিরোনামে থাকার কারণ ব্যবসার সাথে সম্পর্কিত নয়, তার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত। প্রকৃতপক্ষে এই পরিবার পার্থিব জগৎ থেকে সন্ন্যাস গ্রহণ করে সাধু ও সাধ্বীর দীক্ষা নিয়েছে। পরিবারটি দীক্ষা নেওয়ার আগে প্রায় 30 কোটি টাকার সম্পদ দান করেছে। পরিবার বলছে যে, সকলেই নিজেদের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন 5 জন দীক্ষা নিয়েছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে বসবাস করেন ডাকলিয়া পরিবারে 6 জন। গত দিনে দীক্ষা নেন ৫ জন। যারা দীক্ষা নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভূপেন্দ্র ডাকলিয়া, তাঁর স্ত্রী স্বপ্না, ছেলে দেবেন্দ্র ও হর্ষিত ছাড়াও দুই মেয়ে মহিমা ও মুক্তা। তাদের এক মেয়ে রাজিমে দীক্ষা নেবেন ৫ ফেব্রুয়ারি। সকলেই পীযূষ সাগর মহারাজের উপস্থিতিতে দীক্ষা গ্রহণ করেন। জৈন ধর্মের অনেক বড় মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবাই নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন, দীক্ষা নেওয়ার আগে নিজের কোটি টাকার সম্পত্তি দান করেছেন বলে জানিয়েছেন পরিবারের প্রধান ভূপেন্দ্র ডাকলিয়া। জমি, দোকান, ব

বুকে, হাতে গুলি! এরপরেও বন্দুক উঠিয়ে চার জঙ্গিকে নিকেশ করলেন ভারতীয় জওয়ান

নয়া দিল্লিঃ ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে গরুড় স্পেশাল ফোর্সের () জওয়ানরা শনিবার পুলওয়ামায় একটি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেখানে চার সন্ত্রাসী নিহত হয়েছিল। পুলওয়ামা এনকাউন্টারের সময় স্পেশাল ফোর্সের অফিসারের শরীরে দুটি গুলি লেগেছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি সন্ত্রাসীদের ছাড়েন নি। সংবাদ সংস্থা ANI এই তথ্য দিয়েছে। গরুড় কমান্ডোরা চার বছর আগে একটি বড় অপারেশনের জন্য লাইমলাইটে এসেছিল। ২০১৭ সালে ভারতীয় বিমান বাহিনীর এই জওয়ানরা দুটি বড় অপারেশনে আট সন্ত্রাসীকে নিকেশ করেছিল। সূত্র থেকে জানা যায় যে, শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ, পুলওয়ামায় একটি অপারেশনের জন্য সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশ সহ নিরাপত্তা বাহিনী নাইরা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করে। কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির ভেতরে সন্ত্রাসীদের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয় সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনী অবিলম্বে সেই বাড়ির আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষদের সরিয়ে নেয় এবং নিশ্চিত করে যে তাদের নিরাপদ দূরত্বে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী বাড়িটি ঘিরে

আর চলবে না Jio, Airtel, Vi-র দাদাগিরি! গ্রাহকদের সুখবর দিয়ে কড়া নির্দেশ TRAI-র

Image
নয়া দিল্লিঃ  আপনার কি মনে আছে সেই দিনগুলো, যখন আমরা মোবাইলে রিচার্জ করতাম আর সেটি আজীবনের জন্য চলত? মানে লাইফটাইম ভ্যালিডিটি ছিল। যা কমপক্ষে ২০২৫ পর্যন্ত চলার কথা ছিল। এরপর 4G রিচার্জ প্যাক এলে আমরা মাসিক প্যাক নেওয়া শুরু করি। আমরা আজও সেই একই রিচার্জ করি, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তবে জানবেন যে, আমাদের দ্বারা করা রিচার্জ শুধুমাত্র ২৮ দিনের জন্য চলে! তবে তা এখন পরিবর্তন হতে চলেছে। শীঘ্রই ২৮ দিনের রিচার্জ এখন পুরো এক মাসের জন্য হতে চলেছে। টেলিকম নিয়ন্ত্রক TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) বলেছে যে, টেলিকম সংস্থাগুলিকে কমপক্ষে একটি প্ল্যান ভাউচার, একটি বিশেষ ট্যারিফ ভাউচার এবং একটি কম্বো ভাউচার ৩০ দিনের বৈধতার সাথে অফার করা উচিত। বৃহস্পতিবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে টেলিকম অপারেটরদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। TRAI টেলিকম ট্যারিফ (৬৬ তম সংশোধন) আদেশ, ২০২২ (২০২২ এর ১) জারি করেছে। যা টেলিকম পরিষেবা প্রদানকারীদের জন্য ২৮ দিনের অফার ছাড়াও ৩০ দিনের বৈধতার সাথে রিচার্জ প্যাকগুলি অফার করা বাধ্যতামূলক করেছ

BJP ছাড়া অন্য কোনো পার্টি রাম মন্দির নির্মাণ নিয়ে উৎসাহ দেখায়নি: মন্দিরের মুখ্য পূজারী

Image
উত্তরপ্রদেশ নির্বাচনের আগে রাম মন্দিরের প্রধান পুরোহিত যোগী আদিত্যানাথ ও প্রধানমন্ত্রী মোদির প্রসংশা করেছেন। প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বলেছেন প্রত্যেক দল রামমন্দির নিয়ে কোনোদিন উৎসাহ দেখায়নি তারা অবজ্ঞা করেছে। তারা উন্নয়নের কথা বলছে কিন্তু বাস্তব কোনো রূপান্তরিত হয়নি। দ্য নিউ ইন্ডিয়ান-এর একটি বিশেষ প্রতিবেদনে, তিনি বলেন যে পূর্ববর্তী সরকার কেবল অযোধ্যার উন্নয়ন এবং রাম জন্মভূমিতে ন্যায়বিচার দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারা কখনই তা কার্যকর করেনি। সবকিছু প্রশাসনের উপর রয়ে গেছে, বাস্তবে তা হয়নি। যারা বড় বড় কথা বলে তারা কখনও ভগবান রামের জন্মস্থানে যাননি এবং শুধু রাজনীতি করেছে। মহারাজ সত্যেন্দ্র দাস যোগী আদিত্যনাথের প্রসংশা তে বলেন একমাত্র প্রধানমন্ত্রী যোগী যে ভারতবাসীর স্বপ্ন রামমন্দির কে বাস্তবায়ন করেছেন। গত 5 বছরে তিনি 40 বার অযোধ্যা আসছেন। রামমন্দির পরিদর্শন করেছেন রামমন্দির নিয়ে পর্যালোচনা করেছেন।এর আগে কোনো মুখমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী রামমন্দির আসেননি।প্রধানমন্ত্রী তো নিজে মন্দিরের ভিত্তি স্থাপন করেছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী ভব্য রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্

যোগী আদিত্যনাথ ক্ষমতায় ফিরলে রাজ্য ছেড়ে চলে যাবো: মুনাওয়ার রানা

Image
কবি মুনাওয়ার রানা (Munawwar Rana), যিনি তালেবানদের প্রতি সহানুভূতিশীল এবং তালিবান দের যিনি মুক্তিযোদ্ধা বলে বর্ননা দিয়েছেন। একইসাথে গভীর ভাবে বিজেপির প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তিনি আবারও উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটের আগে রাজ্য ত্যাগ করবেন বলেছেন। তিনি বলেছিলেন যে রাজ্যে আবার যোগী আদিত্যনাথের সরকার গঠিত হলে তিনি রাজ্য ছেড়ে চলে যাবেন। মুনাওয়ার রানা বলেন, আমি আগেই বলেছি যোগী এলে আমি পালিয়ে যাব। তিনি বলেন, উত্তরপ্রদেশের যোগী সরকারের কারণে মুসলমানদের মধ্যে এত ভয় যে কেউ কথা বলছে না। তিনি বলেন মুসলিমরা তাদের বাড়িতে ছুরি রাখা বন্ধ করে দিয়েছে কারণ তাদের মনে ভয় ঢুকে গেছে যে যোগীজি তাদের জেলে বন্দি করে দেবে। মুনাওয়ার রানা বলেছেন যে ৬ মাস আগে তিনি বলেছিলেন যে যোগী সরকার যখন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সহায়তায় আসবে তখন তাকে অনেক হয়রানি করা হয়েছিল। তার উপর কেস করা হয়েছিল। তিনি এটিও মানেন যে ওয়াইসির কারণে উত্তরপ্রদেশ এ আবার বিজেপি সরকার চলে আসবে। অনেকের দাবি, মুনাওয়ার রানা এতটাই হিন্দু বিরোধী যে বিজেপি নিয়ে কটাক্ষ করতে গিয়ে তিনি বার বার হিন্দুদের নিয়ে মজা করেন। কিছু

স্বদেশী মোবাইল অপারেটিং সিস্টেম আনছে ভারত

Image
নয়া দিল্লিঃ  অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর মতো স্মার্টফোন অপারেটিং সিস্টেমের প্রযুক্তিগত একচেটিয়া আধিপত্য ভাঙার প্রয়াসে কেন্দ্র একটি নীতি তৈরি করার পরিকল্পনা করছে যা একটি দেশীয় অপারেটিং সিস্টেম তৈরির জন্য বাস্তুতন্ত্রকে সহজতর করবে৷ কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর দুটি আমেরিকান প্রযুক্তি সংস্থার বিশিষ্টতার কথা উল্লেখ করে বলেছেন, “এখন তৃতীয় কোনো অপারেটিং সিস্টেম নেই। এমন পরিস্থিতিতে হ্যান্ডসেট অপারেটিং সিস্টেম তৈরি করতে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ। আমরা আলোচনা বলছি। আমরা এর জন্য একটি নীতিও তৈরি করতে পারি।” আসলে, অপারেটিং সিস্টেম হল একটি স্মার্টফোনের অপারেশনের ভিত্তি, যা ফোনের হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারগুলি পরিচালনা করে। একটি ভারতীয় অপারেটিং সিস্টেম ব্র্যান্ড বিষয়ে কথা বলতে গিয়ে, রাজীব চন্দ্রশেখর আরও বলেছেন, “যদি কিছু সত্যিকারের সম্ভাবনা থাকে, আমরা সেই ক্ষেত্রটি বিকাশ করতে খুব আগ্রহী কারণ এটি iOS এবং Android এর বিকল্প তৈরি করবে।” আপনাদের জানিয়ে রাখি যে, বর্তমানে স্মার্টফোনের বাজার ক্রমশই অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকছ

মেয়ের বিয়ের জন্য আর করতে হবে না চিন্তা, মিলবে ৫১ হাজার টাকা সরকারি সাহায্য

Image
নয়া দিল্লিঃ  কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যই নানান প্রকল্প চালায়। এই প্রকল্পগুলির মধ্যে কিছু বয়স্কদের জন্য, কিছু ছাত্রদের জন্য এবং কিছু কন্যাদের জন্য। আজ আমরা আপনাদের কন্যাদের বিয়ের জন্য রাজ্য দ্বারা পরিচালিত একটি প্রকল্পের কথা বলছি। এই স্কিমের জন্য আবেদন করা মেয়ের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। এছাড়াও ছেলের বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে। একটি পরিবারের শুধুমাত্র দুই মেয়ে এই প্রকল্পের সুবিধা নিতে পারে। এই প্রকল্পে তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু, সাধারণ শ্রেণির পরিবারের মেয়েরা আবেদন করতে পারবেন। প্রকল্পের সুবিধা নিতে আবেদনকারীকে অবশ্যই উত্তর প্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। ইউপি সরকার পরিচালিত এই প্রকল্পের নাম হল শাদি অনুদান যোজনা। এই প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে গ্রামীণ এলাকার বাসিন্দাদের বার্ষিক আয় ৪৬ হাজার ৯০০ টাকার কম হতে হবে, এবং শহুরে এলাকার জন্য ৫৬ হাজার ৪০০ টাকার কম হতে হবে। আবেদনকারীর অবশ্যই আধার কার্ড থাকতে হবে। আবেদনকারীর আয়ের শংসাপত্রের পাশাপাশি যে দম্পতি বিয়ে করছেন তাদের বয়সের প্রমাণ থাকতে হবে। সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা দরকার।

ইসরায়েলের সঙ্গে হাত মেলাল ভারত, উন্নত প্রযুক্তির সাহায্যে শুরু করল নয়া মিশন

Image
নয়া দিল্লিঃ  কেন্দ্রীয় ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তায় ১২টি রাজ্যের ১৫০টি গ্রামকে ‘উৎকর্ষের গ্রামে’ রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েল ইতিমধ্যেই ভারতের ১২টি রাজ্যে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ প্রতিষ্ঠা করেছে, যেগুলি ২৫ মিলিয়নেরও বেশি গাছপালা উৎপাদন করছে। এর পাশাপাশি তারা প্রতি বছর ১.২ লক্ষেরও বেশি কৃষককে ৩ লক্ষ ৮৭ হাজারটিরও বেশি মানসম্পন্ন ফল এবং গাছপালা উৎপাদনের প্রশিক্ষণ দিতে পারে। এখন সেন্টার অফ এক্সিলেন্সের আশেপাশে অবস্থিত ১৫০টি গ্রামকে ‘উৎকর্ষের গ্রামে’ রূপান্তরিত করা হবে। যার মধ্যে ৭৫টি গ্রাম ভারতের স্বাধীনতার ৭৫তম বছর স্মরণে পালিত আজাদি মহোৎসবের প্রথম বছরে নেওয়া হচ্ছে, যেখানে ভারত এবং ইসরায়েল একসঙ্গে কাজ করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ২৭ জানুয়ারি ভারতে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত নাওর গিলোনের সাথে দেখা করার পরে এই ঘোষণা করেছিলেন। একটি সরকারী বিবৃতি অনুযায়ী, কৃষিমন্ত্রী ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্ণ হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে, সরকার ২৯ তম সেন্টার অফ এক্সিলেন্সের কাজকর্মে স

দুর্নীতির র‌্যাঙ্কিং এ কোন দেশ এগিয়ে! সামনে এল ভারত সহ বাকি দেশগুলির চাঞ্চল্যকর রিপোর্ট

Image
কোনো দেশের সরকারকে মূলত তিনটি বিশেষত্ব দিয়ে বিচার করা হয়। এক- নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম,দুই – দুর্নীতি, তিন – ব্যাবস্থাপনা। সম্প্রতি বার্লিন ভিত্তিক সংস্থা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্ব দুর্নীতি সূচক প্রকাশিত হয়েছে। অন্য সব সূচকের তুলনায় এই সূচকটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বিগত দশ বছরে অনেক দেশে দুর্নীতি অনেক সরকার পরিবর্তনে বাধ্য করেছে। এই রিপোর্টে বিভিন্ন দেশের র‌্যাঙ্কিং বিশ্বের নজর কেড়েছে। যেখানে পাকিস্থান অনেক নিচে নেমে গেছে , ভারত (India) এর রাঙ্কিং ও খুব লক্ষণীয়। যাতে 180 টি দেশের মধ্যে ভারতের স্থান হলো 85 তম। কিন্তু পাকিস্থানের অব্যবস্থা খুবই খারাপ, বিশেষত ইমরান খানের সময়ে তা আরও খারাপ অবস্থাতে পৌঁছে গেছে। কিন্তু নতুন রিপোর্ট এতটাই চমকে দেওয়ার মতো যাতে পাকিস্থানের শাসনব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। পাকিস্থানের রিপোর্ট সামনে আশা মাত্রই পাকিস্থানের জনগন সোশ্যাল মিডিয়াতে খোলা খুলি ইমরান খানকে দুর্নীতির রাজা বলেছেন। এই সূচক পাকিস্থানের আগত নির্বাচনেও 2023 যে প্রভাব ফেলবে তা বোঝায় যাচ্ছে। এক সময় ভারতে 2012/13 সালে দুর্নীতির বি

ভারতের এই আটটি বিশেষ শক্তি, যার সামনে শত্রুরা নতজানু হয় এক নিমিষেই

Image
নয়া দিল্লিঃ  ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের অন্যতম সেরা এবং শক্তিশালী সেনাবাহিনী। আপনি জানেন যে দেশে তিনটি সেনাবাহিনী রয়েছে যেমন বিমানবাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী। তবে এগুলি ছাড়াও দেশে কিছু বিশেষ কমান্ডো বাহিনী রয়েছে, যারা জনগণকে রক্ষা করতে তাদের জীবন উৎসর্গ করে দেয়। এই বিশেষ কমান্ডো বাহিনী জরুরী পরিস্থিতিতে কাজ করা এবং সাহায্য করতে সবসময় প্রস্তুত থাকে। আজ আমরা দেশের সবচেয়ে মারাত্মক, মেধাবী এবং বুদ্ধিমান কমান্ডো বাহিনীর কথা বলতে যাচ্ছি। এই বাহিনীর সামনে শত্রুরা এক নিমিষেই নতজানু হয়ে যায়। এই সমস্ত শক্তিই ভারতের গর্ব ও গৌরব। এই তালিকায় এক নম্বরে উঠে আসে কোবরা কমান্ডোর নাম। COBRA-র পুরো নাম কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলুট অ্যাকশন। বলে দিই যে, এটি CRPF-র একটি বিশেষ ইউনিট। কোবরা কমান্ডোরা গেরিলা যুদ্ধ এবং জঙ্গলের বিপজ্জনক পরিবেশে বেঁচে থাকার জন্য পরিচিত। এরা নকশালদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। শুধু তাই নয়, কোবরা কমান্ডোদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে আসে বিভিন্ন দেশের সেনা কর্মীরা। ফোর্স ওয়ান কমান্ডোরা মহারাষ্ট্র সরকারের হয়ে কাজ করে। ২০১০ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর

টাটা ফ্যামিলির ওপর তৈরি হবে সিনেমা, এভাবে দেখানো হবে ২০০ বছরের পুরনো ইতিহাস

নয়া দিল্লিঃ টাটা গ্রুপ বর্তমানে ভারতের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠীগুলির মধ্যে একটি। আমরা সবাই রতন টাটাকে দেখছি, তবে অনার অনেক আগেই জামসেটজি টাটা ‘টাটা গ্রুপ” শুরু করেছিলেন। কয়েক লক্ষ কোটি টাকার টার্নওভারের এই সংস্থার ইতিহাস প্রায় ২০০ বছরের এবং সেই কাহিনীই এখন একটি ওয়েব সিরিজে দেখানো হবে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অলমাইটি মোশন পিকচার এই ওয়েব সিরিজটি তৈরি করবে। প্রতিবেদনে বলা হয়েছে, এর তিনটি সিজন থাকবে এবং আগামী ৬-৭ মাস পর শুটিং শুরু করা যাবে। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে, যার ওপর গবেষণা চলছে। সঠিক গবেষণা ছাড়া এত বড় গল্প দেখানো অন্যায় হবে বলে জানিয়েছে সূত্রটি। রিপোর্ট অনুযায়ী, ওয়েব সিরিজে এখনও পর্যন্তের ইতিহাসে ফোকাস থাকবে শুধু রতন টাটার উপর নয়। যেহেতু এই সময়ে রতন টাটা বিখ্যাত, মানুষ বুঝবে এটা তার গল্প, কিন্তু পুরো টাটা গ্রুপের যাত্রা এতে দেখানো হবে। রতন টাটা সহ অন্যান্য চরিত্রগুলির সন্ধানও শুরু হবে, তবে তার আগে স্ক্রিপ্টটি সম্পূর্ণ করতে চান নির্মাতারা।   View this post on Instagram   A post shared by Ratan Tata

“এই পার্টি মেয়েদের জন্য নয়”- কংগ্রেসের উপর গুরুতর অভিযোগ তুলে দল ছাড়লেন ফারাহ নাঈম

কংগ্রেস দলের উপর বড় অভিযোগ করে দল ছাড়ল কংগ্রেস মহিলা প্রার্থী ফারাহ নাঈম। ওই মহিলা প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী উপর অভিযোগ তুলে বলেছেন যে তিনি নারী শক্তি উপর ভিত্তি করে আন্দোলন করেছেন।নারীদের পাশে থেকেছেন কিন্তু আজ তিনি মনে করেন কংগ্রেস দল নারীদের জন্য সুরক্ষিত নয়। বুদাউন জেলার শেখুপুর বিধানসভা কেন্দ্র থেকে ফারাহ নাঈমকে প্রার্থী করেছিল কংগ্রেস। নাঈম বৃহস্পতিবার27 জানুয়ারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে দলের সদস্যপদ থেকেও পদত্যাগ করেন। তিনি বলেন তার নিয়ে পার্টিতে বিভিন্ন রকম কুৎসা করা হচ্ছে তিনি নাকি নোংরা মহিলা তার টিকিট পাওয়ার কোনো যোগ্যতা নেই।তাই তিনি মনে করেন জাতীয় স্তর থেকে শুরু করে জেলা স্তরে মহিলাদের সন্মান দেয় না কংগ্রেস পার্টি। তিনি বলেছেন কংগ্রেস সংগঠনে মহিলারা নিরাপদ নয়। টিকিটের জন্য দাবি করেছি, লড়াই করেছি। ওঙ্কার সিং কংগ্রেসের জেলা সভাপতি আমার চরিত্রে কাদা ছুঁড়েছেন, আমাকে থামানোর জন্য মহিলাদের চরিত্রে কাদা ছুঁড়েছেন। তারা বলে যে মুসলিম মহিলাদের টিকিট দেওয়া উচিত নয়,আপনারই বলুন মুসলিম মহিলাদের কেন এইভাবে নিচু দেখানো হচ্ছে।এই অভিযোগগুলো আমাকে অনেক কষ্ট দি

সাংবাদিককে গালাগাল দেওয়ার ভাইরাল ভিডিও, প্রথমবার প্রতিক্রিয়া দিলেন গায়ক কবীর সুমন

কলকাতাঃ  শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বাংলার স্বনামধন্য গায়ক কবীর সুমনকে অকথ্য ভাষায় এক সাংবাদিককে গালিগালাজ করতে শোনা যায়। কবীর সুমনের সাক্ষাৎকার নেওয়ার জন্য ফোন করা সাংবাদিককে ‘মা-বাবা” তুলেও গালাগালি দেন গায়ক। পাশাপাশি সাংবাদিকে চরম অপমানও করেন তিনি। সেই ভিডিও ভাইরাল হওয়র পর চারিদিকে নিন্দার ঝড় বয়ে যায়। বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এমন একজন বিশিষ্ট ব্যক্তি যে এতটা খারাপ ভাষা ব্যবহার করতে পারেন, সেটা হয়ত কারও জানা ছিল না। আর এই কারণে চারিদিকে ওনাকে নিয়ে তুমুল সমালোচনা হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে, হয়ত নিজের সম্মান রক্ষার্থে তিনি ক্ষমা চাইবেন। কিন্তু না ! কবীর সুমন কোনও ক্ষমা না চেয়ে পাল্টা বলে দিলেন যে, ‘যা করেছি, দরকার হলে আবারও করব”। ওনার এই বয়ানে এটুকু স্পষ্ট যে তিনি কোনভাবেই অনুতপ্ত নন। গায়ক নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ফোনে, হোয়াটস্যাপে স্বাভাবিক ভাবেই আমি আক্রান্ত। এটাই হওয়ার কথা। আরও হবে। আমার যায়-আসে না। যা করেছি তা, দরকার হলেই, আবার করব।’ জানা গিয়েছে যে, কবীর সুমনের সেই অডিও ভাইরাল হওয়ার পর কেউ বা কারা সুমনের নম্বর সোশ্যাল মিডিয়ায় ছ

আর কেউ অবৈধ ভাবে ঢুকতে পারবে না ভারতে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে কড়া প্রস্তুতি BSF-র

Image
নয়া দিল্লিঃ  পশ্চিমবঙ্গ সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে আধুনিক বেড়া দেওয়া হচ্ছে। বিএসএফ এই সীমান্তে এমন তারের স্থাপন করছে, যা কাটা বা চড়া সম্ভব নয়। বেঙ্গল ফ্রন্টিয়ারের বর্ডার সিকিউরিটি ফোর্সের আইজি অজয় ​​সিং বলেন, বর্তমান বেড়াটি অনেক পুরনো। তার জায়গায় নতুন ও মজবুত বেড়া দেওয়া হচ্ছে। প্রায় ২০ কিলোমিটার এলাকায় অত্যাধুনিক ওয়্যারিং করা হয়েছে। আইজি সিং বলেন, নতুন এই বেড়া চড়াও যাবে না, কাটাও যাবে না। এমনকি এই বেড়া সস্তা এবং টেকসই। ভারত ও বাংলাদেশের মধ্যে অনুপ্রবেশ একটি বড় সমস্যা। এই সীমান্ত থেকে চোরাচালান ও অবৈধ চলাচল রোধে বিএসএফ সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে। তাই সীমান্তে অত্যাধুনিক বেড়া বসানো হচ্ছে। ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে বিএসএফ অনেক কৌশল ব্যবহার করছে। এই প্রযুক্তির মধ্যে রয়েছে অ্যান্টি-টানেল সমাধান, আইইডি সনাক্তকরণ এবং ঘন কুয়াশার মধ্যে বর্ডার গার্ডিং ডিভাইস। বিএসএফ দেশে উপস্থিত নজরদারি সরঞ্জামের সহায়তাও নিচ্ছে। এতে অনেক উপকারও হয়েছে। ব্যাপক সমন্বিত বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, যে কাজে বহুজাতিক

২ হাজার কোটি টাকার ঋণ নিয়েও মিটল না সংকট, পেনশন বন্ধ করে দিল কলকাতা পুরসভা

Image
কলকাতাঃ প্রকট হয়েছে চরম আর্থিক সংকট, আর এই কারণেই বন্ধ হয় গেল কলকাতা পুরসভার পেনশন। প্রজাতন্ত্র দিবসের পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয় যে আর্থিক সংকটের কারণেই পেনশন বন্ধ করা হচ্ছে। আচমকাই নেওয়া এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন পুরসভার অবসপ্রাপ্ত কর্মীরা। বিগত ৮-৯ মাস ধরে প্রাপ্য বকেয়া না মেলার পর পেনশনও বন্ধ হয়ে যাওয়ায় জীবন দুর্বিষহ হয়ে পড়েছে তাদের। যদিও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম দ্রুত এই অচলাবস্থা কাটিয়ে ওঠার আশা যুগিয়েছেন। তবে মেয়র আশ্বস্ত করার পরেও কবে পেনশন পাবেন সেই নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে পুরসভার অবসপ্রাপ্ত কর্মীদের মধ্যে। একেতেই করোনার ভ্রুকুটি, তারমধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি! এমতবস্থায় তাদের সংসার কীভাবে চলবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিপুল জনসমর্থন পেয়ে কলকাতা পুরসভায় ফের জয়ী হয় শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপর দ্বিতীয়বারের জন্য মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম।  দ্বিতীয়বার মেয়র পদে শপথ নেওয়ার দিনই ফিরহাদ হাকিম বলেছিলেন, বিপুল ঋণ মাথায় নিয়ে তিনি ফের মেয়রের চেয়ারে বসছেন। এই আর

সুভাষ চন্দ্র বসুকে নিয়ে আজব মন্তব্য জাভেদ আখতারের, ধুয়ে দিল নেটিজেনরা

Image
নয়া দিল্লিঃ  গীতিকার জাভেদ আখতার সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় এবং প্রায়শই দেশে এবং বিদেশে চলমান ইস্যুতে নিজের মতামত দেন। সম্প্রতি, টুইট করে তিনি স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসুকে প্রণাম করে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি নিয়ে নিজের মতামত দিয়েছেন। জাভেদ আখতার মনে করেন, কেন্দ্রের ধারণা ঠিক, কিন্তু মূর্তি করা ঠিক নয়। গীতিকারের এই টুইট এখন ভাইরাল হচ্ছে। জাভেদ আখতার একটি টুইট করেছেন, যেখানে তিনি ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। তিনি টুইট করে লিখেছেন, ‘নেতাজির মূর্তি নিয়ে ধারণা ভালো, কিন্তু মূর্তি নিয়ে পছন্দ ঠিক নয়। দিনভর এই মূর্তিকে ঘিরে যান চলাচল অব্যাহত থাকবে এবং প্রতিমাটি স্যালুট করার ভঙ্গিতেঁ দাঁড়িয়ে। এটা তার খ্যাতি অনুযায়ী নয়। তাকে হয় মূর্তির কাছে বসে থাকতে হবে অথবা বাতাসে হাত নাড়তে হবে যেন কেউ স্লোগান দিচ্ছে।” জাভেদ আখতারের এই টুইটে নেটিজেনরা প্রচুর মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘জাভেদ স্যার, অনুগ্রহ করে একবার এটাও বলুন যে দিনে পাঁচবার নামাজ পড়ার চিন্তাটা ঠিক কিন্তু লাউডস্পিকার ব্যবহার করা ঠিক নয়। নামাজ একটি ব্যক্তিগত মুহূর্

দেশে অসহিষ্ণুতা বাড়ছে, মোদী আমলে সংখ্যালঘুরা ভারতে বিপদে: হামিদ আনসারী, প্রাক্তন উপরাষ্ট্রপতি

Image
কিছু ব্যাক্তি থাকেন যারা ভারত (India)দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বিশ্ববাসী কে জানিয়ে দেশের মান ও সম্মান কে বিশ্ব দরবারে প্রতিস্থাপন করে। কিছু এমনও মানুষ আছেন দেশ কথা না ভেবে ভুল মন্তব্য করে দেশবাসীর মাথা বিশ্ব দরবারে নত করতে বাধ্য করে। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারী (Hamid Ansari)। উনার মন্তব্য দেশজুড়ে বিতর্ক তৈরী করেছে প্রজাতন্ত্র দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যত ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতে অসহিষ্ণুতা বেড়েছে। তার দাবি মুসলিমরা সুরক্ষিত নয়। তিনি বলেন, ভারত তার সাংবিধানিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। ইন্ডিয়ান-আমেরিকান মুসলিম কাউন্সিল (আইএএমসি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন হামিদ আনসারি। IAMC মূলত ভারত বিরোধী হিসেবেই পরিচিত। হামিদ আনসারি বলেছেন যে সাম্প্রতিক বছরগুলিতে এমন যাচ্ছে যা প্রতিষ্ঠিত নাগরিক জাতীয়তাবাদের বিরুদ্ধে এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিরুদ্ধে ।জাতীয়তাবাদ কে ব্যাবহার করে হিংসা তৈরি করার চেষ্টা চালানো যাচ্ছে। ভারত সরকার চাই নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতাকে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ হিসেবে উপস্থাপন করে এবং রাজনৈতিক ক্ষমতাকে একচ

গোয়ায় তৃণমূলের টিকিটে লড়বেন না, প্রার্থীপদ প্রত্যাহার করে বড় ঘোষণা লুইজিনহো ফেলেইরোর

পানাজিঃ নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে, ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থীদের নামও। আর এরই মধ্যে গোয়ায় তৃণমূলের সবথেকে হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের রাজ্যসভা সাংসদ লুইজিনহো ফেলেইরো তৃণমূলের প্রার্থী তালিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন। প্রাক্তন কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর কাঁধে ভর করেই গোয়ায় বৈতরণী পার করার চেষ্টায় ছিল তৃণমূল কংগ্রেস। ঘুঁটিও সাজানো হয়ে গিয়েছিল ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। কিন্তু বিগত কয়েকদিন ধরেই সৈকত রাজ্যে ব্যাকফুটে চলে যাচ্ছে তৃণমূল। একের পর এক নেতা বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল ছাড়ছেন। আর এরই মধ্যে লুইজিনহো ফেলেইরোর এই সিদ্ধান্তে ফের জল্পনা উঠেছে। উল্লেখ্য, কয়েকমাস আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন লুইজিনহো ফেলেইরোর। তৃণমূলের পক্ষ থেকেও তাঁকে যোগ্য সম্মান দিয়ে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। লুইজিনহো ফেলেইরোর নেতৃত্বেই গোয়ায় এগিয়ে চলছিল তৃণমূল। এমনকি শিবসেনা, এনসিপি আর মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির সঙ্গে জোটও করেছে তৃণমূল। গোয়ায় বিজেপিকে উৎখাত করাই যে তৃণমূলের প্রধান লক্ষ্য, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন

ঘরের মধ্যে রেখে দিন এই কয়েকটি জিনিস, কোনদিনও হবে না টাকার অভাব! দূর হবে সব সমস্যা

Image
কলকাতাঃ বর্তমান সময়ে ভালোভাবে জীবনধারণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল টাকাপয়সা। যেটা ছাড়া টিকে থাকা তো দূর, হবে না খাদ্যের সংস্থানও। যেই কারণে প্রত্যেকেই অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করতে থাকেন। কিছু মানুষের স্বল্প প্রচেষ্টাতেই মা লক্ষ্মী সদয় হন আবার কেউ কেউ যতই পরিশ্রম করুন না কেন টাকা তাঁদের কাছে থাকতেই চায় না। জ্যোতিষ শাস্ত্রের মতে, বাড়ির বাস্তুদোষের কারণে মা লক্ষ্মী রুষ্ট হন। যার ফলেই ঘটতে থাকে অর্থসংকট। তবে, খুব সহজেই সমাধান করা যায় এই বাস্তুদোষের। চারটি প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে রাখলেই কেটে যায় এই দোষ। পাশাপাশি, বাড়িতে অর্থাগমও ঘটে। বর্তমান প্রতিবেদনে জেনে নিন সেই সম্পর্কে। ১. ঘোড়ার নাল: ঘোড়ার নালে লেবু-লঙ্কা সুতো দিয়ে ঝুলিয়ে ঘরের দরজার মাঝখানে রেখে দিতে হবে। এতে বাড়িতে কারুর নজর পড়েনা। পাশাপাশি, এটা বাড়িকে সুরক্ষিত রাখে এবং সর্বদা সুখ-শান্তি বজায় রাখতেও সাহায্য করে। এছাড়াও, এটি বাড়ি থেকে অলক্ষ্মীকে দূর করে দেয়। ২. উইন্ড চাইম: ঘরে উইন্ড চাইম বসানো থাকলে তা ইতিবাচক শক্তির যোগাযোগ বাড়ায়, যা সরাসরি আমাদের ভাগ্যকে প্রভাবিত করে। উইন্ড চাইমের আওয়াজ ঘরের বাস্তু দোষ দূর করে

‘ভগবান ব্রায়ের সাইজ মাপেন” বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বলিউড তারকা

Image
ভোপালঃ  মধ্যপ্রদেশের ভোপালের এক টিভি অভিনেত্রী বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন। একটি ওয়েব সিরিজের প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে গিয়ে শ্বেতা তিওয়ারি বলেছেন যে, ঈশ্বর ব্রা’য়ের সাইজ মাপছেন। তিনি মজার ভঙ্গিতে একথা বললেও, সেই বিতর্কিত মন্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র ভোপাল কমিশনার মকরন্দ দেউসকরকে এই বিষয়ে তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মনীশ হরিশঙ্করের ওয়েব সিরিজ শো-টপার্সের শুটিং চলছে মধ্যপ্রদেশে। আর এই কারণে রোহিত রাই, কানওয়ালজিৎ, সুরভরাজ জৈনের সঙ্গে ভোপালে রয়েছেন শ্বেতা তিওয়ারি। প্রচার অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করেন শ্বেতা তিওয়ারি। এই নিয়ে তোলপাড় শুরু হতেই বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন যে আমি সেই ভিডিও দেখেছি। শুনেওছি। আমি এই বক্তব্যের নিন্দা জানাই। আমি ভোপাল পুলিশ কমিশনারকে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। এই বিষয়ে ভোপালের পুলিশ কমিশনার মকরন্দ দেউসকর বলেছেন যে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছি। বিষয়টি আমাদের নজরেও এসেছে। কী

মেহবুবার বাড়ির সামনে দিয়ে বিশাল ভারতীয় পতাকা নিয়ে মিছিল কাশ্মীর পড়ুয়াদের, ভাইরাল ভিডিও

Image
শ্রীনগরঃ  গতকাল বুধবার ৭৩তম স্বাধীনতা দিবস পালন করল ভারত। দেশজুড়েই এই বিশেষ দিনের জন্য ছিল বিশেষ প্রস্তুতি। বাদ যায়নি জম্মু ও কাশ্মীরও। উপত্যকার বিভিন্ন এলাকায় ৭৩তম প্রজাতন্ত্র দিবসের দিনে উড়েছে ভারতীয় পতাকা। আর সবথেকে গর্বের বিষয় হল, শ্রীনগরের লাল চকের ঘণ্টাঘরে দীর্ঘ ৩০ বছর পর ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এই উদ্যোগ নিয়েছিলেন কাশ্মীরের দুই সমাজসেবক। তাঁরা প্রশাসনের কাছ থেকে ঘণ্টাঘরে পতাকা উত্তোলন করার জন্য বিশেষ অনুমতিও চেয়েছিল। এরপর প্রশাসনের তরফ থেকে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় এবং গর্বের সঙ্গে সেখানে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়। এই প্রসঙ্গে সেই সমাজকর্মীরা জানিয়েছেন যে, এটি নতুন কাশ্মীরের সূচনা। তবে এরমধ্যে আরও একটি অবাক করা কাণ্ডও ঘটেছে। কাশ্মীরকে বরাবরই ভারত থেকে আলাদা দেখা এবং কাশ্মীরে তালিবানদের মতো অভিযান চালানোর হুমকি দেওয়া নজরবন্দী মেহবুবা মুফতির বাড়ির সামনে দিয়ে প্রজাতন্ত্র দিবসের দিনে কয়েকজন স্কুলের ছাত্র-ছাত্রীকে হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে দেখা যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। ভিডিওতে দেখা যাচ্ছে যে, ৩০ মিটার দীর্ঘ একটি জাতীয় পতাকা নিয়ে

ভারতীয় পতাকার বদলে উড়ল তৃণমূলের ঝাণ্ডা! নেতারা গাইলেন জাতীয় সঙ্গীত! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ  গতকালই ৭৩তম স্বাধীনতা দিবস পালন করল গোটা ভারত। প্রতিটি রাজ্যেই এই নিয়ে ছিল সাজসাজ রব। দিল্লির রাজপথ থেকে শুরু করে বাংলার রেড রোড, কোথাও ছিল না আয়োজনের ঘাটতি। এবার দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে কোনও বিদেশি অতিথি উপস্থিত হতে পারেন নি করোনার কারণে। তবে তা নিয়েও ছিল না খামতি। বিদেশি অতিথির বদলে সাফাইকর্মী, নার্স, মেথর, নির্মান কর্মীদের নিয়েই এবারের প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। তথ্য অনুযায়ী, মোট ৫৬৫ জন সাধারণ ভারতীয় নাগরিক ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার জন্য উপস্থিত ছিলেন। তাঁরা সবাই এই আমন্ত্রণ এবং সুযোগ পেয়ে ধন্য হয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় একজন বাঙালি শ্রমিকও ছিলেন। যিনি কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্টে কর্মরত। তবে, গতকালের এই অনুষ্ঠান নিয়ে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে চারিদিকে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। ভিডিওটি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘লজ্জাজনক যে তৃণমূল সদস্যরা পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার প্রা

চীনকে দ্বিগুণ গতিতে পিছনে ঠেলছে ভারত, এই দুই দেশে করে দেখাল বড়সড় কামাল

Image
নয়া দিল্লিঃ  ভারত আজ এশিয়ায় একটি খুব বড় এবং শক্তিশালী শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং আমরা এটি খুব ভাল করেই জানি যে, কোনও দেশ যদি সত্যিই চীনকে চ্যালেঞ্জ করার মতো থাকে, তবে সেটা একমাত্র ভারত। এই কারণে ভারত ও চীন উভয়ই এশিয়ার বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। বিগত কয়েক বছরে চীনের পাল্লা ভারী হচ্ছিল, কিন্তু বদলে যাওয়া সময়ের সঙ্গে বিভিন্ন দিক থেকে এগিয়ে যাচ্ছে ভারত। অতি সম্প্রতি অনেক নেপালি কর্মকর্তা এবং সেখানকার মিডিয়া রিপোর্টে দাবি করেছে যে, ভারত অনানুষ্ঠানিকভাবে নেপালকে বলেছে যে, জলবিদ্যুৎ কেন্দ্রের সাহায্যে নেপালে যে বিদ্যুত উৎপাদিত হয় তা ভারত তখনই কিনবে, যখন সেটি শুধুমাত্র নেপালের বা অ-চীনা বিনিয়োগে তৈরি হবে। আর সেই ভয়েই এখন নেপাল ধীরে ধীরে চীনকে তার বিদ্যুৎ খাত থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। প্রকৃতপক্ষে, নেপাল একটি বিশেষ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে, তাঁরা প্রবাহিত বিভিন্ন নদী থেকে কয়েক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ভারত ও ভুটানে রপ্তানি করে কয়েক বিলিয়ন ডলার আয় করা করবে। নেপালের এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বিনিময়ে ভারত তাঁদের চীনা বিনিয়োগ থ

মাসে মিলবে ১ লাখ টাকার পেনশন, অবসর জীবনের চিন্তা হবে দূর করবে কেন্দ্রের এই স্কিম

Image
নয়া দিল্লিঃ প্রবীণ নাগরিকদের জন্য এবার বিরাট সুখবর। বার্ধক্যের সময়ে যাতে অর্থনৈতিক ভাবে কোনো দুর্বলতা না থাকে সেই কারণে এবার নতুন একটি যোজনা শুরু করছে সরকার। বর্তমানে ৬০ বছরের বেশি বয়সীদের জন্য “PradhanMantri Vaya Vandana Yojana” শুরু করা হয়েছে। এর যোজনার অধীনে, বার্ষিক ১,১১,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারে। এর আগে এই পেনশন যোজনার মেয়াদ ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকলেও পরবর্তীকালে তা ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। এই স্কিমে যোগদানের সর্বনিম্ন বয়স হল ৬০ বছর৷ অর্থাৎ ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এতে বিনিয়োগ করতে পারবেন। এই যোজনায় বিনিয়োগের অধীনে কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই। এই স্কিমে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। সমগ্র স্কিমটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় জীবন বীমা নিগমের (LICI) ওপর। এই যোজনায় পেনশন পেতে গেলে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার পরেই গ্রাহকেরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক পদ্ধতিতে পেনশন বেছে নিতে পারেন। এই স্কিমের অধীনে, প্রতি মাসে ১০০০ টাকার পেনশনের জন্য ১,৬২,১৬২ টাকা বি

গোটা বিশ্বে ভারতের ডঙ্কা বাজাল টাটা, সবাইকে পিছনে ফেলে অর্জন করল বড়সড় খ্যাতি

Image
নয়া দিল্লিঃ  টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) একটি বড় সফলতা অর্জন করেছে। উল্লেখ্য, টাটা কনসালটেন্সি সারা বিশ্বে আইটি পরিষেবা খাতে দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে আবির্ভূত হয়েছে। ‘Brand Finance 2022 Global 500’-র প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এই তালিকায় অ্যাকসেঞ্চার প্রথম স্থান দখল করেছে। টাটা কনসালটেন্সি ছাড়াও অন্যান্য ভারতীয় জায়ান্টগুলির মধ্যে ইনফোসিস সহ চারটি প্রযুক্তি সংস্থা তালিকার শীর্ষ ২৫ আইটি পরিষেবা ব্র্যান্ডে জায়গা করে নিয়েছে। প্রতিবেদন অনুসারে, Accenture সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী আইটি পরিষেবা ব্র্যান্ড হিসাবে অব্যাহত রয়েছে। এর ব্র্যান্ড মূল্য ৩৬.২ বিলিয়ন মার্কিন ডলার। TCS সম্পর্কে কথা বললে, ব্যবসায়িক কর্মক্ষমতা এবং সফল অংশীদারিত্বের কারণে এটি ১৬.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কোম্পানি হয়ে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে। ব্র্যান্ড ফাইন্যান্সের প্রতিবেদন অনুসারে, গত ১২ মাসে TCS-র ব্র্যান্ড মূল্য ১.৮৪৪ বিলিয়ন ডলার (১২.৫ শতাংশ) বেড়ে ১৬.৭৮৬ বিলিয়ন ডলার হয়েছে। এটা লক্ষণীয় যে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস টাটা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি, যেটি আইটি

লাল চকে গর্বের সাথে উত্তোলন হল জাতীয় পতাকা, প্রজাতন্ত্র দিবসে নতুন ইতিহাস লিখল ভারত

Image
শ্রীনগরঃ  শ্রীনগরের প্রাণকেন্দ্র বলে পরিচিত লাল চকের ঘণ্টাঘরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গর্বের সঙ্গে প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই সময় গোটা এলাকায় আঁটসাঁট নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি দেশে ঘন্টাঘরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৪৮ সালে এই স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। জায়গাটি জম্মু ও কাশ্মীরের প্রধান (সদর-ই-রিয়াসাত) শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রী জওহরলালের চুক্তিরও সাক্ষী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনেক মঞ্চ থেকে বলেছিলেন যে, সেই দিন বেশি দূরে নয় যেদিন লাল চকে গর্বের সাথে তেরঙ্গা উত্তোলন করতে দেখা যাবে। ১৯৮৯ সালে কাশ্মীরে যখন সন্ত্রাস শুরু হয়েছিল, তখন এই জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছিল। বিচ্ছিন্নতাবাদীদের লাল চক মিছিলের ডাকে প্রশাসন সেটি সিল করে দিত। ২০১৮ সালে অমরনাথের জমি বিবাদে ঘন্টাঘরে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল। তাঁদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুক। সে সময় সেখানে অন্য একটি পতাকা উত্তোলন করা হয়েছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরক