Posts

Showing posts from October, 2019

পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে রাস্তায় নামল লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ

Image
ইসলামাবাদঃ  পাকিস্তানে ইমরান খানের সরকারের বিরুদ্ধে আজাদি মার্চ হচ্ছে। এই মার্চের নেতৃত্বে আছেন মৌলানা ফজলুর রহমান। তিনি আবার জমিয়ত উলেমা এ ইসলাম এর সভাপতি। বিরোধী দল এবং জমিয়তের এই বিক্ষোভ প্রদর্শন ইসলামাবাদের পৌঁছেছে। এই আজাদি মার্চ করাচি থেকে ২৭ অক্টোবর শুরু হয়েছিল। এই আজাদি মার্চে পাকিস্তানের অনেক বিরোধী দল গুলো অংশ নিয়েছে। যাদের মধ্যে মুসলিম লিগ নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি আর আওয়ামি ন্যশানাল পার্টিও আছে। এই আন্দোলনে ইমরান খানের সরকারের ভীত নড়বরে হতে দেখা যাচ্ছে। কারণ সরকার আন্দোলনকারীদের থামানোর জন্য সেনা মোতায়েন করেছে। সেনা হাইওয়েতে কড়া নজর রেখেছে, যাতে মিছিল ইসলামাবাদ না পৌঁছাতে পারে। এক বছর আগে ক্ষমতায় আসা ইমরান সরকারের বিরুদ্ধে এত বড় প্রদর্শন সবার কাছে অপ্রত্যাশিত। সরকার বিরোধী এই র‍্যালি বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, কিন্তু লাহোর রেল দুর্ঘটনার কারণে এই র‍্যালি একদিনের জন্য স্থগিত করা হয়েছে। লাহোর রেল দুর্ঘটনায় কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। জমিয়তের নেতা মৌলানা ফজলুর রহমান ২০১৮ এর সাধারণ নির্বাচনে কারচুপি করার অভিযোগ তুলে ইমরান খানের ইস্তফা চেয়েছেন। এছাড়াও পাকিস্তানের বেহাল

ভারতের এমন এক মাদ্রাসা, যেখানে পড়ানো হয় সংস্কৃতে, আর ছাত্রদের বোঝানো হয় গীতার প্রকৃত অর্থ

Image
মোরাদাবাদঃ ভারত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ এবং বৈচিত্র্যে একতা বহু শতাব্দী ধরে এই দেশের পরিচয়। সাম্প্রদায়িক সৌহার্দ্যর মাধ্যমে গোটা বিশ্বকে শান্তির বার্তা দেওয়া এই দেশে একে অপরের সন্মান করাই জীবন জাপনের প্রধান লক্ষ্য। মাদ্রাসার নাম শুনলেই সবার মাথায় ধার্মিক শিক্ষার একটি প্রতিষ্ঠানের কথা মাথায় আসে। কিন্তু মোরাদাবাদে এমন একটি মাদ্রাসা আছে, যেটার কথা শুনে সবাই প্রশংসা করেন। ভোজপুরে অবস্থিত এই মাদ্রাসায় সংস্কৃত পড়ানো হয়, আর শ্রীরামচরিতমানস থেকে শুর করে গীতার শ্লোকের মানেই বোঝানো হয় পড়ুয়াদের। ছাত্ররাও সেখানে সংস্কৃতে পড়াশুনায় রুচি দেখায়। মাদ্রাসা কর্তৃপক্ষ এই দেশের মহত্ব জানানোর জন্য এবং সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য এই উদ্যোগ নিয়েছেন। এই মদ্রাসায় দেড়শ এর অধিক পড়ুয়া শিক্ষা গ্রহণ করে। এই মাদ্রাসায় সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়ার সাথে সাথে সংস্কৃত ও পড়ানো হয়। এছাড়াও পৌরাণিক গ্রন্থের মাধ্যমে ছাত্রদের শিক্ষা দেওয়া হয়। একদিকে রামচরিতমানস এর মাধ্যমে ভগবান রামের সাথে জড়িত কাহানি পড়ানো হয়। আরেকদিকে গীতার মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণ আর অর্জুন সম্বন্ধে ছাত্রদের জ্ঞান দেওয়া হয়। দ্বাদশ শ্রেণী পর্যন্

জম্মু-কাশ্মীর ভাগকে অবৈধ বলে দাবি চীনের! পাল্টা কড়া ভাষায় জবাব দিল ভারত।

Image
জম্মু-কাশ্মীর পূর্নগঠন নিয়ে বির্তক উঠতে শুরু হয়েছে। ইউরোপীয় সংসদ সদস্যরা জম্মু ও কাশ্মীর সফর করেছিলেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কেও জানতে পেরেছিলেন। তার সফর শেষে ইউরোপীয় সংসদ সদস্যরা সংবাদ সম্মেলনে বলেছিলেন যে, জম্মু ও কাশ্মীরের জনগণ কর্মসংস্থান ও উন্নয়ন চায় এবং ভারত একটি শান্তিপ্রিয় দেশ। তবে ইউরোপীয় সাংসদ সদস্যদের সফরের সময় ভারতের বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা প্রশ্ন উত্থাপন করেছিলেন। এখন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার এ বিষয়ে একটি বিবৃতি জারি করেছেন। বিদেশমন্ত্রনালয় জানিয়েছে, কখনো কখনো  দেশের হিতে বাইরের মানুষজনকে আমন্ত্রণ জানাতে হয়। অন্যদিকে, বৃহস্পতিবার চীন জম্মু ও কাশ্মীরের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল বিভাগকে “অবৈধ ও অর্থহীন” বলে অভিহিত করে এবং এতে আপত্তি জানায়। তবে ভারত এর প্লাটা জবাব জানিয়ে দিয়েছে। ভারত বলেছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ যা সম্পর্কে অন্য কোনও দেশের মন্তব্য করা উচিত নয়। ভারত বিশ্বের সব দেশকে বলা বার্তার মাধ্যমে সরাসরি চীনকে সাবধান করে দিয়েছে। চীন জম্মু ও কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করার উপর বিবৃতি জারি করেছে। চীন বলেছে যে জম্মু ও ক

জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত প্রদেশ হতেই লাগু হলো ১০ টি বড়ো পরিবর্তন! আবার স্বর্গরাজ্যে পরিণত হবে কাশ্মীর।

Image
৩১ অক্টোবর সারাদেশে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপিত করছিল। সেই উপলক্ষে জম্মু ও কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে অস্তিত্ব লাভ করেছে। বুধবার রাতেই জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা মুছে দেওয়া হয়েছে। সাথে সাথে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামের দুটি কেন্দ্র শাসিত অঞ্চল অস্তিত পেয়েছে। জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ বিলুপ্তির পর এখন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই ঘটনাকে ভারতের ঐতিহাসিক ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামের কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর যে ১০ টি বড়ো পরিবর্তন হয়েছে তা দেখার বিষয়। এতদিন জম্মু-কাশ্মীরে রাজ্যপাল নিযুক্ত থাকতো এবার দুই কেন্দ্রশাসিত অঞ্চলে উপ রাজ্যপাল নিযুক্ত থাকবেন। জম্মু-কাশ্মীরে গিরিশচন্দ্র মুর্মু ও লাদাখে রাধা কৃষ্ণ মাথুরকে নিয়োগ করা হবে। এতদিন যেটা একটা রাজ্যে হিসেবে পরিচিত পেত সেই স্থান এবার দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। জম্মু-কাশ্মীর রাজ্য পূর্নগঠন আইন অনুযায়ী, লাদাখ এবার বিনা বিধাসভা কেন্দ্রশাসির অঞ্চল ও জম্মু-কাশ্মীর বিধাসভা যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে। রাজ্যে কেন্দ্র এর আইন লাগু হতো না, এবার কমপক্ষ

রামজন্মভূমিতে পলিথিনে প্রসাদ দেওয়া নিষিদ্ধ করলেন যোগী আদিত্যনাথ! নেওয়া হবে বিকল্প ব্যাবস্থা ।

Image
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুধু একজন রাজ নেতা নন, একই সাথে উনি একজন যোগী পুরুষ। শুদ্ধতা ও পবিত্রতার উপর যোগী আদিত্যনাথের দৃষ্টি খুবই দৃঢ় থাকে। আর এর প্রমান আরো একবার মিলল অযোধ্যা রামজন্মভূমি থেকে। আসলে অযোধ্যায় রামজন্মভূমি পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। কারণ এই যে, সেখানে প্রভুর প্রসাদ দেওয়ার কাজে পলিথিন ব্যাবহার করা হচ্ছিল। এমনিতে প্রসাদ দেওয়ার কাজে পবিত্র বস্তু ব্যাবহার করার নিয়ম বিধি রয়েছে। কিন্তু তা অগ্রাহ্য করে প্রসাদ পলিথিনে দেওয়া হচ্ছিল, এর উপর অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখন প্রশাসন অযোধ্যা রামজন্মভূমি প্রাঙ্গণে পলিথি ব্যাবহার নিষিদ্ধ করেছে। এমনিতেও কেন্দ্রের মোদী সরকার দেশ থেকে পলিথিন ব্যাবহার বন্ধ করতে দুর্দান্ত পদক্ষেপ নিচ্ছে। যার জন্য রাজ্য সরকারগুলির কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। ২৭ শে অক্টোবর মুখ্যমন্ত্রী রামজন্মভূমি দর্শনে গেছিলেন। সেখানে দেখেন সেখানে সমস্ত পলিথিন সেখানে পড়ে আছে। যার পরে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন যে যখন পুরো দেশে পলিথিন নিষিদ্ধ হচ্ছে তখন এখানে কেন কোনও বাধা নেই। শ্রী রাম জন্মভূমির প

লাহোরে পরিবেশ দূষণের জন্য মূল দায়ী ভারত ও মোদী: ফাওয়াদ চৌধুরী, পাকিস্তানের মন্ত্রী।

Image
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের আক্রোশ এখনও কমেনি। পাকিস্তান লাগাতার সবক্ষেত্রে মোদীকে দোষারোপ করতে ব্যাস্ত হয়ে পড়েছে। পাকিস্তানের নেতা মন্ত্রীরা এখন নতুন ইস্যু তুলেছেন যার জন্য পুরো পাকিস্তান হাসির খোরাকে পরিণত হয়েছে। ইমরান খানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী তার নিজের ব্যর্থতাকে ঢাকা দিতে ভারতের মাথায় দোষ চাপিয়ে দিয়েছেন। পাকিস্তানের দূষণের প্রভাব বেড়ে চলাকে পাকিস্তানের মন্ত্রী ভারতের ও মোদীর দোষ বলে দাবি করেছেন। ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তানের লাহোর শহরে দূষণের পরিমাণ ভারতের বাঘার তুলনায় অর্ধেক। ফাওয়াদ বলেছেন, দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত ফসল কাটার পরে যে আগুন লাগানো হচ্ছে তা একটি বিশাল পরিবেশগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি টুইটে লিখেছেন, “জলবায়ু পরিবর্তন মন্ত্রী মঙ্গলবার মন্ত্রিসভায় বলেছিলেন যে লাহোরের দূষণের সবচেয়ে বড় কারণ সীমান্তের ওপারের পরিস্থিতি। দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত ফসল কাটার পরে, ক্ষেতগুলিতে আগুন একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোদী সরকার প্রতিটি ফ্রন্টে ব্যর্থ হয়েছে। দায়িত্বহীন সরকারগুলি একটি অভিশাপের মতো। ” পরিবেশ দূষণ নিয়ে আন্তর্জাতিক স্তরে একট

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও তৃণমূলের উপদ্রব! কেন্দ্রের কাছে সিআইএসএফ সুরক্ষা চাইলেন উপাচার্য।

Image
পশ্চিমবঙ্গের গর্ব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখন তৃণমূলের আতঙ্কে ভুগছে বলে দাবি সামনে এসেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও তৃণমূলের উপদ্রব দেখা যাচ্ছে বলে দাবি উঠছে। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সুরক্ষা নিয়ে কেন্দ্রের মোদী সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকারকে ক্যাম্পাসে সিআইএসএফ কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে অনুরোধ করা হয়েছে। এক চিঠি লিখে কেন্দ্র সরকারের কাছে ক্যাম্পাসের সুরক্ষার জন্য সিআইএসএফ নিয়োগের কথা বলা হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, এখন যারা বিশ্ববিদ্যালয়ে সুরক্ষার জন্য নিযুক্ত রয়েছেন তারা তৃণমূলের কথায় ওঠবস করে। ফলে কেও যদি কাজে অবহেলা করছে তার উপর সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। সেহেতু বিশ্ববিদ্যালয়টি সুচারুভাবে পরিচালনার জন্য সিআইএসএফকে ক্যাম্পাসে মোতায়েন করা নিয়ে কেন্দ্রকে চিঠি লেখা হয়েছে। নিঃস্বার্থ সেবা ভাব থাকা সুরক্ষা কর্মীরাই ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন। তাই সিআইএসএফ নিয়োগের দাবি উঠেছে। সিআইএসএফ মোতায়েনের আবেদনের একটি প্রতিলিপি প্রধানমন্ত্রীর দফতরে প্রেরণ করা হয়েছে। প্রধান

টিপু সুলতানের ইতিহাস বইতে পড়ানোর যোগ্য নয়: বিএস ইয়েদুরাপ্পা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

Image
যে জাতি নিজের ইতিহাস থেকে বিমুখ হয়ে যায় সেই জাতির পতন অনিবার্য। ইংরেজরা সেই পরিকল্পনা করেই ভারত থেকে গুরুকুল শিক্ষাব্যাবস্থা তুলে দিয়েছিল। একইসাথে তারা নিজেদের শিক্ষা ব্যবস্থা ভারতে লাগু করেছিল। ভারতীয়রা যাতে নিজেদের ছোটো মনে করে তার জন্য মুঘলদের গুনগান ও সতীদাহ প্রথার নামে মিথ্যা গুজব ঢুকিয়ে গেছে। তবে এখন আরো একবার জাতির উত্থান ঘটেছে, যার জন্য ইতিহাস বই থেকে আতঙ্কবাদীদের নাম সরিয়ে আসল ইতিহাস লেখার কাজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্তরে সেই কাজ শুরুর ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে কর্ণাটকে বিজেপি সরকার তাদের রাজ্যের পাঠ্যক্রম থেকে বর্বর বিদেশি টিপু সুলতানের নাম মুছে দেওয়ার কাজ শুরু করেছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বলেছেন, টিপু সুলতান সম্পর্কে কর্ণাটকের সিলেবাসে কিছুই থাকবে না। কংগ্রেস আমলে কর্ণাটকে টিপু সুলতানের জয়ন্তী পালন করা হতো। বিজেপি সরকার ক্ষমতায় এসে সেই জয়ন্তী বন্ধ করেছে। আর এখন কর্ণাটক সরকার পাঠ্যপুস্তক থেকে টিপুর গুনগান মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বিএস ইয়েদুরাপ্পা বলেন যে টিপু সুলতানকে একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে বর্ণনা করা হয়েছে এমন কোনও ম

গোলাম নবী খালি করলেন সরকারি বাংলো, এবার আব্দুল্লাহ- মেহেবুবার পালা! সরকারি খরচে ভোগবিলাসের দিন শেষ।

Image
জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার সাথে সাথে বেশকিছু নেতাকে হতাশ হতে হয়েছে। এর মধ্যে সেই সব নেতারাও রয়েছেন যারা জম্মু-কাশ্মীর রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন। জম্মু-কাশ্মীর রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রীরা শ্রীনগরের ভিভিআইপি এলাকায় বাংলো পেয়েছিল। কিন্তু এখন তাদেরকে সেই বাংলো হাতছাড়া করতে হচ্ছে। প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের নামও সেই তালিকায় রয়েছে। শ্রীনগরে উনি যে বাংলো পেয়েছিলেন সেখানে উনাকে কোনো ভাড়া পর্যন্ত দিতে হয় না। জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণ না করলে আজীবন এই নেতারা সুবিধা ভোগ করতে পারতেন। কংগ্রেস নেতা গোলাম নবী আজাদকে ওই বাংলো খালি করতে হয়েছে। গোলাম নবী আজাদ ২০০৫ সালের নভেম্বর থেকে ২০০৮ সালের জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। যদিও তিনি শ্রীনগরে বাস করেন নি, তবুও তিনি বছরের পর বছর গোপাকর রোডের জেথিয়রে জম্মু-কাশ্মীর ব্যাংক গেস্টহাউসটি নিজের অধীনে রেখেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী গেস্ট হাউসটি খালি করেছেন। তবে এখনও পর্যন্ত এই সম্পত্তি ব্যাংকের হাতে হস্তান্তর করা হয়নি। মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহরও গুপাকর রোডে ভিভিআইপি বাংলো রয়েছে। জানি

জোকার সিনেমার স্ক্রিনিং এর সময় ‘আল্লাহু আকবর” এর স্লোগান, চারিদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক!

Image
৩০ অক্টোবর ২০১৯ঃ হলিউডের বিখ্যাত সিনেমা ‘জোকার” এর স্ক্রিনিং এর সময় প্যারিসের একটি পেক্ষাগৃহে এক ব্যাক্তি ‘আল্লাহু আকবর” বলে চিল্লিয়ে ওঠেন। এরপরই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই পালাতে শুরু করে দেয়। এরপর ৩৪ বছরের ওই ব্যাক্তিকে গ্রান্ড থিয়েটার থেকে বের করে দেওয়া হয়, এবং পুলিশ ওনাকে গ্রেফতার করে। একজন প্রতক্ষ্যদর্শী জানান, ওই ব্যাক্তি প্রথমে একা একাই চেঁচামেচি করছিল, আর বলছিল এটি একটি রাজনৈতিক সিনেমা। সেখানে উপস্থিত দর্শক প্রথমে তাঁর এই হাভভাব দেখে হাসছিল, আবার কিছু মানুষ তাঁকে চুপ থাকার আবেদন করছিল। এরপর কিছুক্ষণ পড়ে ওই ব্যাক্তি দাঁড়িয়ে বুক চাপরে আল্লাহ হু আকবরের স্লোগান দিতে থাকে। প্রতক্ষ্যদর্শীরা জানান, সবাই এই ব্যাক্তির হাভভাব দেখে আতঙ্কিত হয়ে যায়, আর তাঁরা এক্সিট গেটের দিকে পালাতে শুরু করে। অনেকেই আবার কান্নাকাটি শুরু করে দেয়। এছাড়াও এক মহিলার বাচ্চা হারিয়ে যায়। যদিও এই ব্যাক্তিকে থিয়েটার থেকে বের করে দেওয়া হয়েছিল। পড়ে পুলিশ এসে ব্যাক্তির ফেলে যাওয়া জ্যাকেট আর মোবাইল ফোন ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করে। রিপোর্টস অনুযায়ী, সেই সময় অনেকেই থিয়েটারে বসে সিনেমার স্ক্রিনিং এর অপেক্ষা করছি

করতারপুর করিডোরের উদ্বোধনের জন্য সিধুকে বিশেষ আমন্ত্রণ পাঠাল বন্ধু ইমরান

Image
নয়া দিল্লীঃ  করতারপুর করিডোরের উদ্বোধনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কংগ্রেসের নেতা নবজ্যোত সিং সিধুকে বিশেষ আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। ইমরান খানের পার্তি তহরিক-এ-ইনসাফ এর তরফ থেকে সিধুকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। পার্টির সেনেটর ফৈজল জাভেদ খান পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে সিধুর সাথে টেলিফোনে কথা বলেন, আর ওনাকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ পাঠান। যদিও এখনো সিধুর তরফ থেকে জানানো হয়নি যে, উনি এই আমন্ত্রণ স্বীকার করবেন কি না। যদিও মিডিয়া রিপোর্টস অনুযায়ী, উনি ইমরান খানের আমন্ত্রণ স্বীকার করে নিয়েছেন বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ৯ নভেম্বর করতারপুর করিডোর উদ্বোধনের অবসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নামও আছে। কিন্তু উনি জানিয়ে দিয়েছেন যে, উনি সেখানে কোন অতিথি হিসেবে যাবেন না। উনি ওখানে শুধুমাত্র একজন তীর্থ যাত্রী হিসেবেই যাবেন। Pakistan Tehreek-e-Insaf: Pakistan has decided to send invitation to Navjot Singh Sidhu for #KartarpurCorridor opening ceremony. Senator Faisal Javed Khan had a telephonic c

জাহির খান জানালেন দীপাবলির শুভেচ্ছা! কট্টরপন্থীরা ইসলামের দোহাই দিয়ে করলো আক্রমন।

Image
ইন্দোনেশিয়া বিশ্বের সবথেকে বড় মুসলিম দেশ, কিন্তু সেখানে মুসলিমরা তাদের ও প্রাচীন সংস্কৃতি পালন করে। ইন্দোনেশিয়ার মুসলিমরা এখনও নিজেদের ভগবান রামের বংশধর বলে দাবি করে। ইন্দোনেশিয়ায় যে হারে রামনাম হয়, তা ভারতেও হয় না। এমনকি ভগবান রামের প্রতি সেখানের মুসলিমদের শ্রদ্ধা দেখার মতো। কারন তারা মনে করে তারা পূজার পদ্ধতি বদলেছে, ইসলাম কবুল করেছে কিন্তু পূর্ব পুরুষ বা সংস্কৃতি পাল্টানো যায় না। কিন্তু ভারতীয় উপমহাদেশে কট্টরপন্থীরা ভারতীয় সংস্কৃতি পালনকেও ইসলামের অবমাননা বলে দাবি করে। প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার জহির খান তাঁর স্ত্রী অভিনেত্রী সাগরিকা ঘাট্গির সাথে দীপাবলির শুভেচ্ছার সময় একটি ছবি শেয়ার করেছেন। এর পরে কট্টরপন্থীরা সোশ্যাল মিডিয়ায় তাদের গালিগালাজ ও ট্রলিং করতে শুরু করে। জহিরের পোস্টের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক যুবক মুহাম্মদ ফারুক আসাদ লিখেছেন যে এইভাবে দীপাবলি উদযাপন করার পরে তিনি আল্লাহকে কি ভাবে মুখ দেখাবেন। কিছুজন এটাকে ইসলামের অবমানোনা, তো কিছুজন ধর্ম বিপদে পড়ার কথা বলেন। কিছুজন তো ফতোয়া জারি করার কথাও বলেছেন। এর আগে বলিউডের মুসলিম অভিনেতার দীপাবলীর শুভেচ্ছা জানাত

ধুমধাম করে দীপাবলী ও ভাইফোঁটা পালন করলেন অভিনেত্রী নুসরাত জাহান! আক্রোশ প্রকাশ কট্টরপন্থীদের।

Image
ভগবান শ্রী রামের অযোধ্যা ফিরে আসার দিনকে দীপাবলি হিসেবে পুরো দেশ পালন করে। এই সময় কালের মধ্যে হিন্দুরা ভাইফোঁটার পবিত্র উৎসবও পালন করে। তবে এখন কিছু কিছু মুসলিমও ভারতের প্রাচীন সংস্কৃতিকে আপন করে নিতে শুরু করেছে। অভিনেত্রী নুসরাত জাহানও এ বছর তাঁর স্বামী নিখিল জৈনের সাথে দীপাবলী খুব ধুমধাম করে পালন করেন। নুসরত এই বিশেষ অনুষ্ঠানের ছবিগুলি তার ইন্সটা অ্যাকাউন্টে শেয়ারও করেছেন। এবং দিওয়ালির উপলক্ষে নুসরতকে খুব সুন্দরও লাগছিল। নুসরাত ভিডিও পোস্টের মাধ্যমে তাঁর অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে। দীপাবলী উপলক্ষে সেজেগুজে থাকা নুসরাতের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দও করা হচ্ছে। নুসরাতের ভক্তরাও ভিডিওতেও কমেন্ট করেছেন এবং নুসরাতকে দীপাবলির অভিনন্দনও জানিয়েছে। নুসরতকে লাল শাড়ি, সিঁদুর, টিপ পরে নতুন বউয়ের মতোই দেখতে লাগছিল। নুসরাতের ছবিতে মন্তব্য করে একজন  লিখেছেন- আপনাকে চাঁদের টুকরোর মতো সুন্দর দেখতে লাগছে। নুসরাতের ছবিটি এখনও পর্যন্ত ৭৭ হাজারেরও বেশি লোক পছন্দ করেছে। ‘সাংসদ সদস্য হওয়ার পর থেকেই নুসরাতকে তার পোশাকের জন্য, তো কখনও অন্য ধর্মের ছেলের সাথে বিয়ে করার জন্য ক্রমাগত ট্র

১৭ মুসলিমকে বাঁচিয়েছিল, তারপরেও আবদুল ও সাবানা ফাঁসিয়েছিল শশীকান্তকে! ১৫ বছর বিনা কারণে জেল।

Image
সাবারমতী এক্সপ্রেস ট্রেনে কর সেবকদের আগুন দেওয়ার ভয়াবহ ঘটনা প্রায় 18 বছর হয়ে গেছে। গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা এই ঘটনার পরেই ঘটিত হয়েছিল। এই ক্ষেত্রে নিরীহ বহু লোককেও জড়িত করা হয়েছিল। দোষীদের ধরার আড়ালে ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এমনই একটি ঘটনা শশীকান্তের। এখন শশীকান্তের স্ত্রী মঙ্গলাবেন গুজরাট সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি বলেছেন যে তার স্বামী দুর্ভাবনার শিকার হয়েছিলেন। তাই এখন তাদের মামলা-মোকদ্দমার ক্ষতিপূরণ দেওয়া উচিত। আসলে দাঙ্গার পর পলিশের টার্গেটে ছিল হিন্দু সম্প্রদায় এর লোকজন। কারণ দেশীয় মিডিয়া ও আন্তর্জাতিক মিডিয়া ঘটনাটিকে এক তরফা দেখিয়ে হিন্দুদের দোষী প্রমান করতে ব্যাস্ত ছিল বলে দাবি উঠে। দাঙ্গার পর শশীকান্তকে গ্রেফতার করা হয়েছিল। আসলে পাড়ায় থাকা আব্দুল তার স্ত্রীকে মারধর করতো। সেখানে শশীকান্ত বাধা প্রদান করতো এবং আব্দুলকে তিরস্কারও করেছ। তবে আব্দুল তার ব্যক্তিগত জীবনে শশীকান্তের হস্তক্ষেপ পছন্দ করতো না। তাই সে এটার বদলা নেওয়ার জন্য শশীকান্তকে ফাঁসানোর সিদ্ধান্ত নিয়েছিল। দাঙ্গার সময় বিহার ও পশ্চিমবঙ্গের বহু মুসলিম পরিবারকে শশী

আধ্মাত্নিক সফরে ফের বিদেশ চলে গেলেন রাহুল গান্ধী, কিন্তু কোথায় গেলেন, সেটা কেউ জানে না!

নয়া দিল্লীঃ  কংগ্রেসের প্রাক্তন সভাপতি আর কেরলের ওয়ানাড থেকে সাংসদ রাহুল গান্ধী আরও একবার বিদেশের যাত্রায় চলে গেলেন। রিপোর্ট অনুযায়ী, সোমবারই তিনি বিদেশ যাত্রার জন্য রওনা দিয়েছেন। শোনা যাচ্ছে যে, উনি এক সপ্তাহ বিদেশ সফরে থাকবেন। তবে ওনার অনুপস্থিতিতে কংগ্রেস দল দেশের খারাপ অর্থব্যাবস্থার জন্য কেন্দ্র সরকারের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। কংগ্রেস এক থেকে ৮ নভেম্বরের মধ্যে ৩৫ টি প্রেস কনফারেন্স করে কেন্দ্র সরকারকে আক্রমণ করার প্ল্যান করেছে। এছাড়াও আগামী ৫ই নভেম্বর দেশব্যাপি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। আর এত কিছু খবরের মধ্যে রাহুল গান্ধীর হঠাত করে বিদেশ যাত্রা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তবে সমস্ত রকমের প্রশ্নের জবাব দেওয়ার দ্বায়িত্ব নিয়েছেন কংগ্রেসের নেতা রনদীপ সুরজেওয়ালা। R Surjewala,Congress: Rahul Gandhi has gone in the past from time to time on a meditational visit, on which he is currently there, this entire programme (35 PCs from 1-8 Nov against Central govt over economic situation) was drafted as per his direction & in consultatio

REPORT: জার্মানি আর জাপানকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় অর্থব্যাবস্থার দেশ হতে চলেছে ভারত

Image
নয়া দিল্লীঃ  ২০৩৯ সালের মধ্যে বাড়তি খরচ আর বিনিয়োগের মাধ্যমে ভারত জিডিপি এর মামলায় বিশ্বের তৃতীয় অর্থব্যাবস্থার দেশ হতে চলেছে। এই তত্য ব্লুমবার্গ এর একটি রিপোর্টে দেওয়া হয়েছে। ভারত বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের জন্য সেইরকম অবসর সৃষ্টি করতে পারে, যেটা চীন করেছিল। ওই রিপোর্টে বলা হয়েছে যে, ভারত নিজেদের লক্ষ্য প্রাপ্ত করার জন্য সক্ষম, কিন্তু জিডিপির দ্রুত উন্নতিতে কিছু বাধা আছে। রিপোর্টে বলা হয়েছে যে, চীনের তুলনায় ভারত জিডিপি গ্রোথের পথে বেশি বাধার সন্মুখিন হবে। বর্তমানে দেশের অর্থব্যাবস্থা ২৯০০ বিলিয়ন ডলারের। মোদী সরকার ২০২৪ সালের মধ্যে ভারতকে পাঁচ হাজার বিলিয়ন ডলারের অর্থব্যাবস্থা করার লক্ষ্য রেখেছে। ২০৩৯ সালের মধ্যে ভারতের জিডিপির পরিসংখ্যান দশ হাজার বিলিয়ন ডলারের পৌঁছে যাবে, আর তখন ভারত বিশ্বের তৃতীয় অর্থব্যাবস্থার দেশ হবে। এই উন্নতির রাস্তায় স্বয়ংক্রিয়তা, ডিজিটাইজেশন, জলবায়ু পরিবর্তন, সংরক্ষণ প্রক্রিয়া আর লোকপ্রিয়তার জন্য করা কাজ বাধা সৃষ্টি করতে পারে। ব্লুমবার্গ New Economy Drivers and Disruptors Index নামের একটি রিপোর্টে ভারত সম্বন্ধে এই তথ্য দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, নতুন অ

কেরালায় দুই মেয়ের হত্যাকাণ্ডের হলো না ন্যায়বিচার! অভিযুক্তরা পেল মুক্তি, আসামিদের সাথে বামপন্থীদের লিঙ্ক নিয়ে প্রশ্নঃ

Image
আবারও আদালতের কাছে ন্যায় পেল না এক পরিবার। ঘটনা কেরালায়, যেখান থেকে খুবই হতাশাজনক খবর সামনে আসছে। সোমবার কেরালার একটি আদালত দুই নাবালিক মেয়ের মৃত্যু ও যৌন হয়রানির মামলায় তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে। দু’জন মেয়েকে যখন খুন করা হয়েছিল ২ বছর আগে সেই সময় যখন তাদের বয়স মাত্র ১৩ এবং ৯ বছর ছিল। পালাক্কাড় জেলার বালায়ার এলাকায় এক বাড়িতে এক মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। তার দু’মাস পরে আরও একটি ছোট মেয়ে আত্মহত্যার খবর সামনে এসেছিল। পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে যে মেয়েটির সাথে যৌন নির্যাতন হয়েছে। পর্যাপ্ত প্রমাণের অভাবে আদালত অভিযুক্তদের খালাস দিয়েছেন। ছোট মেয়েটির মরদেহ ময়না তদন্তে প্রকাশিত হয়েছিল যে তার সাথে অপ্রাকৃত যৌন সম্পর্ক তৈরি করা হয়েছিল। এর আগে, মেয়েটি সাক্ষ্য দিয়েছিল যে সে তার বড় বোনের ঘর থেকে দু’জনকে বেরিয়ে আসতে দেখেছিল। এর কিছুদিন পরে ছোট মেয়েটিকেও ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। এই হত্যার জন্য ভি মধু, শিবু এবং এম মধু দোষী সাব্যস্ত হয়েছিল এবং পরে তদন্তকারী দল তাকে গ্রেপ্তার করেছিল। তিনজনকেই POCSO আইনের অধীনে বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল। বিশেষ

কাশ্মীর সফরের পর EU সাংসদেরা জানালেন, ৩৭০ ভারতের অভ্যন্তরীণ মামলা, সন্ত্রাসবাদ ইস্যুতে আমরা ভারতের পাশে আছি

Image
নয়া দিল্লীঃ  জম্মু কাশ্মীরে সফরে যাওয়া ইউরোপিয়ান সাংসদের দল বুধবার প্রেস কনফারেন্স করে। সাংসদদের তরফ থেকে বলা হয় যে, ভারত শান্তিপ্রিয় দেশ, আর কাশ্মীরের মানুষ ভারতের উপর অনেক আশা করে আছে। প্রেস কনফারেন্সে EU সাংসদের বলেন, আমাদের এই সফরকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা শুধু এখানকার পরিস্থিতি সম্বন্ধে জানতে এসেছি। আমাদের সফরকে রাজনৈতিক রঙ দেওয়া ঠিক হয়নি। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ব্যাপারে EU এর সাংসদেরা জানান, এটা ভারতের অভ্যন্তরীণ মামলা। হায়দ্রাবাদের সাংসদ তথা AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি EU সাংসদদের তুলনা নাৎসি লেবার্সদের সাথে করে, তাঁদের উপর হামলা করেন। প্রেস কনফারেন্সে ইউরোপিয়ান সাংসদরা বলেন, আমরা নাৎসি লেবার না। যদি তাই হতাম, তাহলে আমাদের কেউ নির্বাচিত করত না। ওনারা ওয়াইসির এই কথার কড়া সমালোচনা করেন। সাংসদেরা সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে বলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাথে আছি। সন্ত্রাসবাদ ইস্যু গোটা ইউরোপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে EU সাংসদেরা বলেন, এটা ভারতে অভ্যন্তরীণ মামলা। যদি ভারত আর পাকিস্তান শান্তি স্থাপন ক

পাকিস্তানকে ক্লিনচিট দিয়ে পাঁচ বাঙালি শ্রমিকের নিধনে ভারতকে দায়ি করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম!

Image
নিয়া দিল্লীঃ মঙ্গলবার জঙ্গিরা জম্মু কাশ্মীরে কাজ করা পাঁচ নিরীহ শ্রমিকদের হত্যা করে দেয়। ওই পাঁচ শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা। জম্মু কাশ্মীরের কুলগাঁম এলাকায় জঙ্গিরা এই পাঁচ শ্রমিককে হত্যা করে। মৃত সমস্ত বাঙালি শ্রমিকেরা রুজি রুটির টানে কাশ্মীরে কাজে গেছিলেন। এই ঘটনার খবর আসার পর সেনা গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের উদ্দেশ্যে সার্চ অপারেশন চালায়। গতকালের এই ঘটনার পর পশ্চিমবঙ্গ সমেত গোটা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তান এবং পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন গুলো জম্মু কাশ্মীরে থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকেই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আর তাঁরা জেহাদের নামে নিরীহ মানুষ গুলোকে হত্যা করে চলেছে। কয়েকদিন আগে কাশ্মীরে আপেল আনতে যাওয়া নিরীহ ট্রাক ড্রাইভারদের হত্যা করে জঙ্গিরা। এরপ সেনা অভিযান চালিয়ে ট্রাক ড্রাইভার হত্যায় জড়িত থাকা এক জঙ্গিকে খতম করে। গতকালের এই ঘটনার পর মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী আক্রান্ত পরিবারের সাথে দেখা করতে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন, এবং আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনার পর বিতর

দেশের মধ্যে সবথেকে বেশি অবৈধ বাংলাদেশি কয়েদি আছে পশ্চিমবঙ্গে, NCRB এর রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

Image
কলকাতাঃ National Crime Records Bureau এর পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বিদেশী জেলে বন্দি অবস্থায় আছে। আর তাঁদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি কয়েদি। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই বঙ্গ বিজেপি রাজ্যে NRC লাগু করার জন্য আরও বেশি করে ঝাঁপিয়ে পড়বে বলে সুত্রের খবর। বিজেপি গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে NRC, বাংলাদেশি অনুপ্রবেশজারী আর তৃণমূল সরকার দ্বারা মুসলিম তোষণকে প্রধান হাতিয়ার বানিয়েছিল। এই ইস্যু গুলো তুলে ধরার কারণে রাজ্যের ৪২ টির মধ্যে ১৮ টি আসন বিজেপির ঝুলিতে গেছিল, যেটা অকল্পনীয় এবং অভূতপূর্ব ছিল। এবার NCRB এর নতুন পরিসংখ্যানে বিজেপি আরও বেশি করে এই ইস্যুতে মমতা ব্যানার্জীর সরকারকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। NCRB এর ২০১৭ এর পরিসংখ্যান অনুযায়ী, সমত রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বিদেশী কয়েদি আছে। NCRB অনুযায়ী, ১ হাজার ৩৭৯ জন বিদেশী কয়েদি পশ্চিমবঙ্গের জেলে বন্দি আছে, যেটা দেশে বন্দি থাকা বিদেশী কয়দিদের ৬১.৯ শতাংশ। এই মাসের শুরুতে জারি করা পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৭ শতাংশ বিদেশী কয়েদি মহারাষ্ট্র, ৬.৮ শতাংশ উত্তর প্রদেশে বন্দি আছে। এই পরিসংখ্যান অনুযায়ী, গোটা ভারতে