Posts

Showing posts from May, 2020

চীনের বিরুদ্ধে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী D10 গ্রুপ! চীনের খেলা শেষ করতে ভারতের কাছে বড়ো সুযোগ

পুরো বিশ্বে ভাইরাস ছড়িয়ে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখা চীনের বিরুদ্ধে বিশ্ব একজোট হতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটি দেশ নিজের নিজের ক্ষমতা অনুযায়ী চীনের অর্থনীতিকে দুর্বল করার কাজে নেমেছে। নামিদামি কোম্পানিগুলি তাদের কারখানা চীনের জমি থেকে তুলে ভারত সহ অন্যান্য দেশে নিয়ে যেতে শুরু করেছে। তবে চীনের ইকোনমি বেশ শক্তিশালী, এমন অবস্থায় চীনকে দ্রুতগতিতে দুর্বল করার জন্য সংগঠন শক্তির প্রয়োজন রয়েছে। বৰ্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের কাছে G7 এর মতো বড়ো সংগঠন রয়েছে তবে সেগুলিতে চীনের প্রভাব রয়েছে। যার কারণে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলি মিল D10 নামে শক্তিশালী সংগঠন তৈরির সিধান্ত নিয়েছে। চীনের পতন অনিবার্য তবে সেই গতিকে আরো তীব্র করতেই D10 গ্রুপের নির্মাণ করা হবে।আমেরিকা, ব্রিটেন,ফ্রান্স, জাপান, ভারতের মতো গণতান্ত্রিক দেশ নিয়ে গঠিত হবে D10 গ্রুপ। BREAKING: The G7 is considering creating a new group of democracies called the D10, adding Australia, South Korea, and India to align against China — Jack Posobiec (@JackPosobiec) May 29, 2020 https://platform.twitter.com/widgets.js প্রসঙ্গত জানিয়ে দি,

সোনাম ওয়াংচুকের ডাকে ভারতের সাত কোটি ব্যবসায়ী করছেন চাইনিজ প্রোডাক্টের বহিষ্কার

নয়া দিল্লীঃ বাস্তবের ফুংসুক ওয়াংড়ু সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk) লাদাখ থেকে কিছুদিন আগেই একটি ভিডিও জারি করে বলেছিলেন যে, আমাদের এবার চিনের (China) সামগ্রী বহিষ্কার করার অত্যন্ত দরকার। ওনার এই আবেদনের পর দেশের ব্যাবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশন (CAIT) সোনাম ওয়াংচুকের এই অভিযানকে সমর্থন করেছে। CAIT এর সভাপতি বিসি ভরতিয়া অনুযায়ী, সোনাম ওয়াংচুকের বার্তা হল চিনকে ওয়ালেট পাওয়ার থেকে সরানো দরকার। উনি জানান, আমরা ওনাকে সমর্থন করছি। আমরা বিগত পাঁচ বছর ধরে সফট ভাবে Boycott Chinese Goods অভিযান চালাচ্ছি। আমরা হোলিতে দেশের ২০০ শহরে চাইনিজ দ্রব্যের হোলি জ্বালিয়েছি। এবার সোনাম ওয়াংচুক লাদাখ বর্ডার থেকে বার্তা পাঠিয়েছেন, আমরা ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব। আমরা চিনকে আর্থিক দিক থেকে ক্ষতি করার গুরুত্ব বুঝি। CAIT এর মহাসচিব প্রবীণ খন্ডেবাল বলেন, আমরা ৩০০অ চাইনিজ প্রোডাক্টের এমন ক্যাটাগরি বানিয়েছি, যেগুলোর সাথে ভারতীয় দ্রব্য গুলোর রিপ্লেস করা উচিৎ। আর ভারতে সেই দ্রব্য গুলোর রিপ্লেস মজুতও আছে। আমরা ব্যবসায়ীদের এটাই বোঝাচ্ছি যে, চাইনাকে সাপোর্ট করা বন্ধ করে বেশি

শুধু টিকটকই না, বয়কট করুন চিনের সমস্ত জিনিষ! সোশ্যাল মিডিয়ায় বড় অভিযান চালালেন মিলিন্দ সোমেন

নয়া দিল্লীঃ  সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের ইনস্পারিং পোস্টের জন্য শিরোনামে থাকা অভিনেতা মিলিন্দ সোমান (Milind Soman) আরও একবার নিজের পোস্ট নিয়ে শিরোনামে উঠে এলেন। মিলিন্দ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সবাইকে চাইনিজ উৎপাদ (Chinese Product) গুলোকে বয়কট করার জন্য আবেদন করেন। এর সাথে সাথে উনি টিকটক নিয়ে বড় ঘোষণাও করেন। মিলিন্দ একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে উনি #BoycottChineseProducts লিখে সোশ্যাল মিডিয়ায় নিজের ফলোয়ার্সদের চিন থেকে ভারতে আসা উৎপাদ গুলোকে ব্যবহার না করার আবেদন করেন। মিলিন্দ সোমান সম্প্রতি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন, ওই ভিডিওতে শিক্ষাবিদ সোনেম ওয়াংচুক চাইনিজ প্রোডাক্ট ব্যবহার না করার আবেদন করেন। ওই ভিডিওতে তিনি ভারত আর চিনের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন। এরপর সোনেম ওয়াংচুক মানুষের কাছে চিনের সামগ্রী বয়কট করার আবেদন জানান। ইঞ্জিনিয়ার থেকে শিক্ষাবিদ হয়ে ওঠা ওয়াংচুক বলেন, ‘চিনের সফটওয়ারকে এক সপ্তাহের মধ্যে ব্যবহার করা ছেড়ে দিন।” উনি বলেন, চিনের সমস্ত হার্ডওয়ারও এক সপ্তাহের মধ্যে ছেড়ে দিন। এটিকে বহিস্কারের আন্দোলন রুপে দেখতে হবে।” Am

পঙ্গপালের হামলা হল আল্লাহ-এর প্রকোপ! ট্যুইটারে কুরানের আয়াত শেয়ার করে ট্রোলের শিকার জাইরা ওয়াসিম

Image
নয়া দিল্লীঃ  সিনেমা জগত থেকে সন্ন্যাস নিয়ে নেওয়া প্রাক্তন অভিনেত্রী জাইরা ওয়াসিম (Zaira Wasim) নিজের ট্যুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন। বৃহস্পতিবার উনি ভারতে পঙ্গপালের (Locust) হামলা নিয়ে হুঁশিয়ারি জাহির করে বলেন, এটা মানুষের কর্মের ফল। ওনার এই ট্যুইটের পর সবাই ওনাকে নিয়ে ট্রল করা শুরু করে দেন। এরপর বাধ্য হয়ে তিনি নিজের ওই ট্যুইটকে ডিলিট করে দেন। প্রসঙ্গত, ২৭ মার্চ জাইরা ওয়াসিম নিজের আধিকারিক ট্যুইটার হ্যান্ডেল থেকে কুরানের একটি আয়াতের কথা উল্লেখ করে লেখেন, পঙ্গপালের আক্রমণ আর অন্যান্য দুর্যোগ যেটা বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা মানুষের কুকর্মের ফল। এমনকি উনি পঙ্গপালের হামলার তুলনা আল্লাহ’র সাথেও করেন। ওই ট্যুইট করে জাইরা ট্রলারদের নিশানায় চলে আসেন। Aapka Apna Sam নামের এক ট্যুইটার ইউজার ওনাকে ট্যুইট করে লেখেন, ‘ট্যুইট করা ইসলামে হারাম।” এছাড়াও, Somnath নামের এক ইউজার লেখেন, ‘একটি সাপ কেমন ভাবে বিষ ছড়িয়ে পালিয়ে গেলো, সেটার ক্ল্যাসিক উদাহরণ হল জাইরা ওয়াসিম।” সবাই ওনাকে নিয়ে ট্রল শুরু করলে ওনার ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর জাইরা নিজের ট্যুটার

চিনের ছাত্রদের আর আমেরিকার ঢুকতে দেবেন না ট্রাম্প! জারি হল নিষেধাজ্ঞা

নয়া দিল্লীঃ  মহামারী কারণে আমেরিকা (United States) আর চিনের (China) সম্পর্কের ফাটল দিনদিন বেড়েই চলেছে। কোভিড-১৯ এর উৎপত্তি, হংকংয়ে বেজিং এর পদক্ষেপ আর বিতর্কিত দক্ষিণ চিন সাগরে চিনের সৈন্য গতিবিধি নিয়ে চিন আর আমেরিকা এবার মুখোমুখি। এতকিছুর মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শুক্রবার বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেন। ট্রাম্প এবার চিনের কিছু ছাত্রকে দেশে ঢুকতে দেবে না বলে জানিয়ে দিয়েছে। ট্রাম্প পিপলস লিবারেশন আর্মির সাথে যুক্ত কয়েকজন ছাত্র আর গবেষকদের দেশে ধোঁকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। উনি আমেরিকার মেধা সম্পত্তি এবং প্রযুক্তি হাসিল করার জন্য স্নাতক ছাত্রদের ব্যবাহার করা চিনের প্রচেষ্টাকে খতম করার জন্য পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্প ঘোষণা করে বলেন, চিন নিজের সেনা পিপলস লিবারেশন আর্মি (PLA) এর আধুনিকীকরণের জন্য সংবেদনশীল আমেরিকার প্রজুক্ত এবং মেধা সম্পত্তিকে হাসিল করার জন্য ব্যাপক অভিযান চালিয়েছে। উনি বলেন, চিনের এই গতিবিধি আমেরিকার দীর্ঘকালীন আর্থিক শক্তি আর আমেরিকার মানুষের সুরক্ষার জন্য বড় বিপদ। ট্রাম্প অভিযোগ করে বলেছেন যে, চিন নিজেদের কিছু ছাত্র বিশেষ করে মাস্ট

চীনে সমস্ত শিল্প ব্যান করে সব ভারতে শিফট করো, হিন্দুস্তান বেশি সুরক্ষিত: আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট

নরেন্দ্র মোদী সরকারের কূটনীতি দারুনভাবে কাজে আসছে। দেশ ও দেশের বাইরে মোদী সরকার যে খেলা দেখিয়েছে তা চীনের মাথা পাগল করে দিয়েছে। চীন স্পষ্ট বুঝতে পারছে যে তার সাম্রাজ্য ভেঙে পড়ার মুখে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক চুক্তির কারণে কোনো দেশের পণ্যে ব্যান লাগানো সহজ নয় তবে ভারত সরকার নিপুনতার সাথে রাস্তা বের করছে। একদিকে ভারতে আত্মনির্ভরশীল হওয়ার ডাক দিয়ে সরকার চীনা পণ্য বয়কট করার জন্য ভারতীয়দের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে। ফলস্বরুপ ভারতের বাজারে চীনের দাপট শেষ হওয়ার মুখে। অন্যদিকে আমেরিকার বাজার ভারতীয় ওষুধ কোম্পানিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। শুধু এই নয়, বিশ্বের বড়ো বড়ো নামিদামি কোম্পানি এবার চীন ছেড়ে ভারতে আসতে শুরু করেছে। সমগ্র বিশ্বে করোনা ছড়িয়ে চীন সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল। যা এখন স্বপ্নই রয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আমেরিকা থেকে আরো এক খবর সামনে আসছে যা চীনকে চিন্তায় ফেলবে। আসলে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এর প্রমুখ বলেছেন, চীনকে ব্যান করে সমস্ত শিল্প, কারখানা ভারতে শিফট করা হোক। স্টেট ডিপার্টমেন্ট এর প্রমুখ টেড ইয়োহো বলেছেন – এখন ভারত একটি উদীয়মান শক্তি এবং ভারতের বিনিয়োগ চীনের

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ মেনে নেওয়া যাবে না, নির্মাণকাজ বন্ধ হোক: ইমরান খান সরকার

১৯৪৭ সালে পাকিস্তানে হিন্দুদের পরিসংখ্যান ছিল ১৫% কিন্তু এখন সেটা এসে দাঁড়িয়েছে ১.৬%। কিছুদিনের মধ্যে পাকিস্তান থেকে হিন্দু পুরোপুরি বিলুপ্ত হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। বলার তাৎপর্য এই যে পাকিস্তানে সংখ্যালঘুদের কোনো সুরক্ষা নেই। তবে পাকিস্তান সরকার ভারতের সংখ্যালঘু বিষয়ে যেভাবে নাক গলায় তা যে কোনো সচেতন নাগরিককে অবাক করবে। আসলে আদালতে বহু বছর মামলা চলার পর হিন্দু সমাজ অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণে অনুমতি পেয়েছে। অন্যদিকে মুসলিমদের জন্যেও অন্য একটা জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে মসজিদ গড়া হবে। সম্প্রতি মন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে। যা নিয়ে আতঙ্কবাদী পাকিস্তানের মাথাব্যাথা শুরু হয়েছে। পাকিস্তানের ইমরান সরকার ভারতে রামমন্দির নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছে এবং এর উপর একটা প্রস্তাবও পাস করিয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী মেহেমুদ খুরেশি লিখিতভাবে ভারতে রামমন্দির নির্মাণের কাজ বন্ধ করার দাবি তুলেছে। পাকিস্তান বলেছে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ মেনে নেওয়া যাবে না। পাকিস্তান এসমস্থকিছু যে ভারতের মুসলিমদের উস্কানি দেওয়ার জন্য করছে তা নিয়ে

ভারত ও চীনের যুদ্ধ শুরু হলে রুশ ভারতের পক্ষ নেবে: স্পষ্ট ইঙ্গিত দিল রাশিয়ান টিভি

Image
যদি ভারত (India) এবং চীনের মধ্যে যুদ্ধ শুরু হয়, তবে এমন পরিস্থিতিতে রাশিয়া ভারতের সাথে দাঁড়াবে। এমন ইঙ্গিত দিল রাশিয়ার বৃহত্তম মিডিয়া হাউস রাশিয়ান টিভি। আসলে ভারত ও চীনের পরিস্থিতি লাগাতার খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে। লাদাখ ইস্যুতে চীন যে উপদ্রব শুরু করেছে তা এখন আন্তর্জাতিক মহল অবধি পৌঁছে গেছে এবং নানা দেশের মিডিয়া এর উপর মত প্ৰকাশ করতে শুরু করেছে। যে কোনো দেশের মিডিয়ার উপর নজর রেখে অন্যান্য দেশ ওই দেশের চিন্তাধারাকে বুঝতে চেষ্টা করে। রাশিয়ার সবথেকে বড়ো মিডিয়া হাউস রাশিয়ান টিভি চীন ও ভারতের লাগাতার বৃদ্ধি পাওয়া উত্তেজনা নিয়ে বড়ো ইঙ্গিত দিয়েছে। রাশিয়ান টিভি চীন ও লাদাখ ইস্যুতে স্পেশাল শো এর আয়োজন করেছিল। সেখানে তারা সীমান্তের উত্তেজনা নিয়ে সরাসরি চীনকে দায়ী করেছে। রাশিয়ান টিভির দাবি, ভারত একটা বুদ্ধিমান দেশ এবং ভারত কখনো উত্তেজনা সৃষ্টি করে না। লাদাখে যে উত্তেজনা চলছে তার পেছনে চীনের হাত আছে। প্রসঙ্গত, রাশিয়া ভারতের সাথে বহু টাকার ব্যাবসা করে। ভারতের সাথে ব্যাবসা করে যে রাশিয়া যে লাভ পায় তা তারা চীনের থেকে পায় না। যার জন্য রাশিয়ার মিডিয়া এখন থেকেই ভারতের দিকে ঝুঁকতে শুরু

আমি PM মোদীর সাথে কথা বলেছি, উনার মুড গরম আছে, অনেক কিছু ঘটতে পারে: ডোনাল্ড ট্রাম্প

Image
ভারত (India) আত্মনির্ভর হওয়ার জন্য নূতন উদ্যোগ শুরু করেছে ফলে চীনের মাথাব্যাথা শুরু হয়েছে। অন্যদিকে নামিদামি কোম্পানিগুলিও চীন ছেড়ে ভারতে আসা শুরু করেছে। একইসাথে ভারত চীন সীমান্তে নির্মাণকাজ তীব্র করেছে। ফলস্বরুপ চীন ভারতকে ভয় দেখানোর চেষ্টায় নেমেছে। তবে ভারত এখন নেহেরুর যুগের ভারত নেই, যেখানে অস্ত্রশস্ত্র নির্মাণের কারখানা পর্যন্ত বন্ধ ছিল। এখন ভারতের কেন্দ্রে শক্তিশালী সরকার রয়েছে এবং ভারত মাতার গৌরব রক্ষার জন্য অস্ত্রের কোনো অভাব নেই। ডোকলামে চীনি ড্রাগণ যে মুখ দিয়ে আগুন বের করার চেষ্টা করেছিল, সেই মুখে ভারতীয় সেনা জল ঢেলে দিয়েছিল। তবে ভুল থেকে শিক্ষা না নিয়ে চীন আরো একবার উপদ্রব শুরু করেছে। বিগত কয়েকদিন ধরে চীনের সেনা লাদাখ সীমান্তে ভারতের নির্মাণকার্য আটকানোর প্রয়াস করছে। তবে ভারতীয় সেনা সক্রিয় হওয়ার পরেই চীন সুর নরম করেছে। চীনের উপদ্রবের পর ভারত ৭ হাজার সৈনিক ও ২০ টি টেজস বিমান মোতায়েন করে। একই সাথে ভারত সড়ক নির্মাণ ও বাকি অন্যান্য নির্মাণ কাজ আরো দ্রুতগতিতে করার উপর জোর দিয়েছে। এখন চীন ভারতকে কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য স্বাগত জানিয়েছে। তবে এসবের মধ্যে আমেরিকা

গুলির জবাব বোমা দিয়ে দেওয়া হবে! ১ ইঞ্চি জমি ছাড়া হবে না, ইঙ্গিত ভারত সরকারের

Image
চীনকে শিক্ষা দেওয়ার জন্য ভারত সরকার পুরো কূটনৈতিক ও সামরিক প্ল্যান বানিয়ে ফেলেছে। জিনপিং সরকার ভারতকে ১৯৬২ সালের ভারত ভেবে সিকিম ও লাদাখ সীমান্তে দাদাগিরি করার প্রয়াস করেছিল। তবে চীনের এই প্রচেষ্টাকে ভারতের বাহাদুর সেনা জওয়ানরা ব্যার্থগুলির জবাব বোমা দিয়ে দেওয়া হবে! ১ ইঞ্চি জমি ছাড়া হবে না, ইঙ্গিত ভারত সরকারের করে দিয়েছে। জানিয়ে দি, ভারতের মোদী সরকার স্বদেশী যুগের স্মৃতি তাজা করে দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছে। এক সময় বাংলা সহ পুরো ভারতব্যাপীকে স্বদেশী ডাক জাগ্রত করেছিল সেই স্বদেশী ডাক আবার মোদী সরকার ‘আত্মনির্ভর ভারত’ নামে লঞ্চ করে দিয়েছে। এতে কোনো দেশের ক্ষতি হোক বা না হোক চীনের ক্ষতি অবশ্যই হবে। কারণ চীন ভারতে তাদের প্রোডাক্ট বিক্রি করে প্রচুর টাকা অর্জন করে। ভারতীয়রা আত্মনির্ভর হলে চীনের ব্যবসা পুরোপুরি বন্ধ হবে। অন্যদিকে করোনা ভাইরাস ও হংকং ইস্যুতেও চীন সরকার কোণঠাসা হয়ে রয়েছে সমস্তকিছু থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে চীন ভারতের সীমান্তে উপদ্রব শুরু করেছিল। সূত্রের খবর অনুযায়ী, চীন লাদাখ সীমান্তে প্রায় ৭০০০ সেনা মোতায়েন করেছে। তবে চীনের উপদ্রব শুরু হতেই ভারত সরকার ভারী সংখ্

নরেন্দ্র মোদীর কাছে গোয়েন্দা পায়রাকে ফেরত চাইল পাকিস্তান

Image
নয়া দিল্লীঃ ভারত (India) আর পাকিস্তানের (Pakistan) মধ্যে গোয়েন্দাগিরির অনেক কাহিনী আপনি শুনেছেন, কিন্তু আজকাল এরকমই গোয়েন্দার (SPY) চর্চা হচ্ছে, যেটিকে কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর থানায় ধরা হয়েছে। ওই গোয়েন্দা কোন মানুষ না, ওটি একটি পায়রা (spy pigeon)। ওই পায়রার পায়ে একটি রিং লাগানো আছে। দাবি করা হচ্ছে যে, ওই পায়রা পাকিস্তান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আর ওই পায়রার মাধ্যমে পাকিস্তান ভারতে গোয়েন্দাগিরি করাতে চাইছিল। এবার সেই পায়রার সাথে জড়িত আরও একটি খবর সামনে আসছে। পাকিস্তানের এই পায়রার মামলা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পর্যন্ত পৌঁছেছে। আর পাকিস্তানের শিয়ালকোট গ্রামে থাকা হাবিবুল্লাহ নামের এক ব্যাক্তি জানিয়েছে যে, তাঁর পায়রা গোয়েন্দাও না আর সন্ত্রাসবাদীও না। এমনকি হাবিবুল্লাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ওই পায়রা ফেরত পর্যন্ত চেয়েছেন। এই মামলা দুদিন পুরনো। কাঠুয়া জেলার চড়বাল এলাকায় এক মহিলার বাড়িতে ওই পায়রা এসে বসেছিল। মহিলা ওই পায়রাটিকে ধরে সীমান্ত রক্ষীর হাতে তুলে দেন। আর উনি একটি লিখিত অভিযোগে দাবি করেন যে, ওই পায়রা পাকিস্তানের এবং তাঁর পায়ে যেই রিং আছে,

যুদ্ধের ভয়ে বিতর্কিত নকশা স্থগিত করল নেপাল! দুদিন আগেই দিয়েছিল ভারতকে হুমকি

Image
নুয়া দিল্লীঃ  নেপালের (Nepal) তরফ থেকে কিছুদিন আগে জারি করা বিতর্কিত নকশা (Nepal Map) নিয়ে ভারতের (India) বড় কূটনৈতিক জয় হল। নেপাল বুধবার নিজেদের তরফ থেকে ওই বিতর্কিত নকশাকে স্থগিত করে দেয়। শোনা যাচ্ছে যে, নেপাল কংগ্রেসের চাপে সরকার এই পদক্ষেপ নিয়েছে। শোনা যাচ্ছে যে, নেপালের প্রধান বিরোধী দল নেপাল কংগ্রেস সর্বদলীয় বৈঠকে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে এই বিষয়ে অবগত করা যে, এই বিষয়ে তাদের আরও কিছু সময়ের দরকার। এরপর সংবিধান সংশোধন বিলকে সংসদের কার্যসূচিতে হটানো হয়। গত ৮ মে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যখন উত্তরাখণ্ডের লিপুলেখে ৮০ কিমি সড়কের উদ্বোধন করেন, তখনই দুই দেশের সম্পর্কে ফাটল ধরে। নেপাল এই সড়ক উদ্বোধনের কড়া সমালোচনা করেছে। আর তাঁরা এটাও দাবি করেছে যে ওই রাস্তা নেপালের উপর দিয়ে যায়। যদিও ভারত নেপালের সমস্ত দাবি খারিজ করে দিয়েছে। ভারতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারত যা করেছে সেটা নিজের সীমার মধ্যেই করছে। আপনাদের জানিয়ে দিই, নেপাল সরকার গত সপ্তাহে নেপালের সংশোধিত রাজনৈতিক আর প্রশাসনিক নকশা জারি করে। যেখানে লিংপিয়াধুরা, লিপুলেখ আর কালাপানিকে ন

পিছু হটল চিন? জানিয়ে দিলো সীমান্তে কোন সমস্যা নেই, সবকিছু শান্ত এবং স্বাভাবিক আছে

নয়া দিল্লীঃ লাদাখে চিন (China) আর ভারত (India) সীমান্তে উত্তেজনার মহল সৃষ্টি হয়েছে। দুই পক্ষই সীমান্তে সেনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। আর এরমধ্যে সীমান্ত বিবাদ নিয়ে চিনের একটি বয়ান সামনে এসেছে। চিনে জানিয়েছে যে, সীমান্তে মোটের উপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এর সাথে সাথে দুই দেশ কথাবার্তা আর আলোচনার মধ্যে সমস্যার সমাধান খুঁজছে। বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা (LAC) এর পাশে চারত আর চিনের সেনার মধ্যে চলা গতিরোধে মধ্যে চিনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র এই খবর জানান। বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র ঝাউ লিঝিয়ান একটি সংবাদ সন্মেলনে বলেন, সীমান্ত বিষয়ক ইস্যু নিয়ে চিনের অবস্থান স্পষ্ট। উনি জানান, আমরা দুই নেতার মধ্যে হওয়া মহত্বপূর্ণ চুক্তি আর দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা গুলোকে কড়া ভাবে পালন করছি। তিনি চিনের রাষ্ট্রপতি জিনপিং আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এর আগে হওয়া বৈঠকের পর ওনাদের সেই নির্দেশ গুলোর কথা উল্লেখ করছেন, যেখানে দুই দেশের সেনাকে একে অপরের প্রতি বিশ্বাস রাখার জন্য পদক্ষেপ নেওয়া কথা বলা হয়েছিল। আপনাদের জানিয়ে দিই, বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা নিয়ে হওয়া আলোচনার মাধ্যমে উত্তেজনা কম করার চে

ভারতের ৫০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে নরেন্দ্র মোদী, দ্বিতীয় স্থানে যোগী আদিত্যনাথ

Image
ভারত (India) ও সমস্ত বিশ্বজুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপক প্রভাব রয়েছে তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে সম্প্রতি এক সার্ভে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ও দেশে উনার প্রভাবকে তুলে ধরেছে। ফেম ইন্ডিয়া এবং এশিয়া পোস্ট এর এক সার্ভের মাধ্যমে দেশের ৫০ জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা তৈরি করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) প্রথম স্থান অধিকার করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদের বড়ো মুখ হিসেবে পরিচিত যোগী আদিত্যনাথ ২য় স্থান অধিকার রয়েছেন। NSA অজিত ডোভাল নবম স্থান অধিকার করেছেন। অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এই তালিকায় জায়গা করে নিতে সফল হয়েছেন, তিনি ১৬ তম স্থানে রয়েছেন। দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের কথা বলতে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ১০ তম, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেেন ১২ তম স্থান অধিকার করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১৩ তম স্থানে রয়েছেন। এই তালিকায় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী, যোগ গুরু রামদেব বাবা, অভিনেতা অক্ষয় কুমার এবং জেপি নাড্ডার মতো ব্যক্তিত্ব রয়েছেন। বিজ

মোদী যোগীকে গালি দেওয়ার পর লখনউতে FIR দায়ের হতেই সুর বদলে গেল অলকা লাম্বার! বললেন- আমি মহিলা, কারোর মেয়ে

ভারত দেশ চরিত্রের জন্য বরাবরই নিখুঁত। বৰ্তমান সময়ে দেশে বলিউডের নোংরামি ও পাশ্চাত্যের প্রভাব সমাজকে অনেকাংশে কূলষিত করেছে তবে আজও সমাজ গালি গালাজ, নোংরামি মোটেও পছন্দ করে না। সম্প্রতি কংগ্রেস নেত্রী অলকা লাম্বা ভারত দেশের প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গালি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক ততটা কড়া না হলেও যোগী প্রশাসন বেশ সক্রিয়। অলকা লাম্বা নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথকে নপুংসক বলেছেন এবং তাদের মুখে থুতু দেওয়ার কথা বলেছেন। অলকা লাম্বা যে ভাষায় গালি গালাজ দিয়েছেন তার উপর বেশ আক্রোশ প্রকাশ করেছেন লোকজন। যারপর এখন লক্ষণউতে অলকা লাম্বার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। অলকা লাম্বার বিরুদ্ধে যোগী প্রশাসন বেশ সক্রিয় হয়ে পড়েছে এবং গ্রেফতারির জন্য যোগী পুলিশ প্রস্তুতি নিচ্ছে। অলকা লাম্বাকে শীঘ্রই দিল্লী থেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশে আনা হতে পারে বলে দাবি করা হচ্ছে এবং যারপর বাকি কাজ আইন করবে। FIR is registered against Lamba in Lucknow u/s 504, 505(1)(b), 505(2) and section 67 of IT Act, for doing abusive tweet on PM & C

ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে চীন, হংকং এর রাস্তায় প্রবল বিরোধ প্রদর্শন! দৃষ্টি ঘোরাতে ভারতের সাথে উত্তেজনা সৃষ্টি

Image
ভারতের প্রতিবেশী দেশ চীন (China) থেকে একটা বড়ো খবর সামনে আসছে। চীনে সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই, তাই সহজে ভেতরের খবর বাইরে আসে না। বিগত কয়েক মাসে বেশকিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও চীন সরকার ব্যান করে দিয়েছে। এখন খবর আসছে যে চীন দেশ একবারে ভাঙ্গনের পর্যায়ে পৌঁছে গেছে। হংকং এর জনতা চীনের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েছে। সূত্রের দাবি অনুযায়ী, হাজার হাজার মানুষ চীনের আইনের বিরুদ্ধে হং কং এর রাস্তায় নেমে পড়েছে। হংকং চীনের সাথে মিলিত হওয়ার সময়তেই নিজেদের স্বাধীনতা বজায় রাখার কথা বলেছিল। তবে এখন চীন হংকং এর মানুষজনের সাথে দাদাগিরি করার কারণে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে এবং চীন ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে পড়েছে। Anti-government protesters set up roadblocks under umbrellas during a march against Beijing's plans to impose national security legislation in Hong Kong. More photos of the day: https://t.co/tCRecr6NRt Tyrone Siu pic.twitter.com/xuUSciYL15 — Reuters Pictures (@reuterspictures) May 26, 2020 https://platform.twitter.com/widgets.js চীন দৃষ্টি ঘোরাতে ভারতের সাথে উত্তেজ

মোদী যোগী নপুংসক, আমি দুজনের মুখে থুতু ফেলি: অলকা লাম্বা, কংগ্রেস নেত্রী

Image
কংগ্রেস পার্টির নেত্রী অলকা লাম্বা (Alka lamba) আরো একবার নিজের মন্তব্যের জন্য খবরের শিরোনামে এসেছেন। রাজনৈতিক দল পরিবর্তন করার জন্য কুখ্যাত অলকা লাম্বা এখন সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে গালি গালাজ করেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি গালি দিয়েছেন। অলকা লাম্বা দেশের প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নপুংসক বলে গালি দিয়েছেন। শুধু এই নয়, অলকা লাম্বা নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের মুখে থুতু ফেলার কথা বলেছেন। অলকা লাম্বা বলেছেন, “মোদী যোগী আপনারা দুজনেই নপুংসক। আমি তোমাদের উপর থুতু দি। এটা ভাগ্যের বিষয় যে আপনারা কোনো মেয়ের বাবা হওয়ার সুযোগ পান নি।” পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গত টেনে এনে কংগ্রেস নেত্রী দেশের দুই দুই সম্মানীয় পদকে অপমান করেছেন। অবাক হওয়ার বিষয় এই যে, অলকা লাম্বা নিজের এই নোংরা বক্তব্য নিজেই টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। প্রসঙ্গত জানিয়ে দি, অলকা লাম্বা যে ভাষা প্রয়োগ করেছেন তা আজ নতুন নয়। এর আগেও উনি বহুবার RSS ও বিজেপর নেতাদের বিরুদ্ধে এমন ধরনের শব্দ বলেছেন। Watch "Alka Lamba ने कह

হিন্দুদের একতার সমানে হার মানল পুলিশ প্রশাসন! ভারত মাতার মূর্তি থেকে সরিয়ে নেওয়া হল আবরণ

Image
তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে যেখানে খ্রিস্টান মিশনারিদের চাপে ভারত মাতার মূর্তিকে ঢেকে দেওয়া হয়েছিল। যারপর এলাকার লোকজন পুলিশ ও প্রশাসনের উপর রোষ প্ৰকাশ করেছিল। তবে এখন খবর পাওয়া যাচ্ছে যে হিন্দুদের একত্র হয়ে প্রতিবাদ করার দরুন মূর্তিকে আবার খুলে দেওয়া হয়েছে। খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হচ্ছে এই অভিযোগ তোলে ভারত মাতার মূর্তি ঢেকে দেওয়া হয়েছিল। তবে এলাকার হিন্দুরা এই ঘটনায় আক্রোশ প্ৰকাশ করে এবং একত্রিত হয়ে বিরোধিতা শুরু করে। যারপর হিন্দুদের একতার সামনের ঝুঁকতে বাধ্য হয় প্রশাসন। বিজেপি নেতা তরুন বিজয় জানিয়েছেন যে মাতার মূর্তি থেকে এখন ঢাকা সরিয়ে দেওয়া হয়েছে এবং হিন্দুরা জয়ী হয়েছে। বিজেপি নেতা বলেছেন ভারত মাতার জন্য লড়াইতে হিন্দুরা জয়ী হয়েছে। তিনি আরো বলেন, আমরা জয়ী হয়েছি এবং কন্যাকুমারীর কালেক্টর মূর্তির আবরণ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিজেপি নেতা এই ঘটনাটিকে ভারত মাতার জন্য যুদ্ধ বলে আখ্যা করেছেন। প্রসঙ্গত জানিয়ে দি, আজ সকালে গ্রামবাসীরা ভারত মাতার পুজোর আয়োজন করেছিল এবং জাতীয় পতাকা উড়িয়ে মূর্তির উপর থেকে আবরণ সরানোর জন্য খুশি ব্যাক

ঈদে জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তানকে মিষ্টি না দিলেও বাংলাদেশের সাথে আনন্দ ভাগ করে নিলো ভারত

নয়া দিল্লীঃ  নিষেধাজ্ঞা আর করোনার সংক্রমণের বিপদের মধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আনন্দময় ঈদ পালিত হচ্ছে। আর এই খুশির দিন গুলোতে ভারতীয় সেনার (Indian Army) প্রচেষ্টা থাকে যে, প্রতিবেশী দেশ পাকিস্তানের (Pakistan) সাথে এই খুশি গুলো একটু ভাগ করে নেওয়া। কিন্তু এবার আর এমনটা হয়নি। সীমান্তের সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ (BSF) এর আধিকারিকরা জানান, এবার তাঁরা পাকিস্তানকে মিষ্টি দেবে না। দুই দেশের মধ্যে বর্তমান পরিস্থিতি দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ভারতীয় সেনা আগের বছর গুলোর মতো এবারও প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে মিষ্টির আদান প্রদান করেছে। আধিকারিকরা জানান দেশে পশ্চিম সীমান্ত থেকে জঙ্গি গতিবিধির ঘটনা লাগাতার জারি আছে আর এই জন্য জম্মু থেকে গুজরাট পর্যন্ত ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কোন জায়গাতেই মিষ্টির আদান প্রদান হয়নি। পাকিস্তান গত বছর দীপাবলির দিনেও যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছিল। জম্মু কাশ্মীরে এলওসির কাছে রাজৌরি জেলার সুন্দরবন সেক্টরে ফায়ারিং করেছিল পাকিস্তান এরপর দীপাবলি আর গণতন্ত্র দিবসে চারতিয় সেনা পাকিস্তানি রেঞ্জার্সদের মিষ্টি দেওয়ার জন্য বার্তা পাঠিয়েছিল। কিন্ত

চিনের ঘুম কাড়তে লাদাখ আর সিকিম সীমান্তে প্রস্তুতি শুরু করল ভারত

নয়া দিল্লীঃ  লাদাখ এবং সিকিমে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখার পাশে চিনের (China) সেনা আচমকাই আক্রমনাত্বক রুপ ধারণ করে। বিগত কিছুদিন ধরে চিন এবং ভারতের (India) সেনার মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ বাধে। প্রসঙ্গত, ভারত নিজের সীমান্তে চরম প্রস্তুতি নেওয়ার ফলে ঘুম উড়েছে চিনের। চিনের সবথেকে বড় সমস্যার কারণ হল সীমান্তে ভারতীয় সড়ক সংগঠন দ্বারা যুদ্ধস্তরে সড়ক নির্মাণ শুরু করা। BRO ২০১৮ থেকে পাঁচ বছরে প্রায় ৩ হাজার ৩২৩ কিমি দীর্ঘ ২৭২ টি রাস্তা বানানোর পরিকল্পনা নিয়েছে। আর ওই সড়ক গুলোর মধ্যে রণনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ৬১ টি সড়ক যোজনা যুক্ত আছে। বিগত আড়াই বছরে বিআরও প্রায় ২ হাজার ৩০৪ কিমি দীর্ঘ সড়ক নির্মাণ করেছে। সরকারি সুত্র অনুযায়ী, যখন রণনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে সড়ক নির্মাণ কাজ পৌঁছায় তখনই  চিন আচমকা আক্রমনাত্বক হয়ে যায়। বিশেষকরে দারবুক-শেয়ক-দৌলত বেগ অল্ডি রোড নিয়ে চিন বারবার আপত্তি জাহির করে। আপাতত পূর্ব লাদাখে গলম্বা নদী আর প্যাংগং লেকের পাশের চারটি এলাকায় নির্মাণ কাজ নিয়ে বিবাদ সৃষ্টি হয়। যেহেতু সড়ক যোজন গুলো রাজনৈতিক আর সামরিক দৃষ্টি থেকে খুবই গুরুত্বপূর্ণ, এরজন্য ভারত ঠিক করেছে য

ডিজিটাল ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ কমনওয়েলথের মহাসচিব, বললেন এটি গরীব দেশগুলোর জন্য আশার আলো

নয়া দিল্লীঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দ্বারা শুরু করা ডিজিটাল ইন্ডিয়া (Digital India) কার্যক্রমের ভূয়সী প্রশংসা করলেন কমনওয়েলথ (Commonwealth) এর মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড (Patricia Scotland)। উনি ভারত দ্বারা ডিজিটাল টেকনোলোজির মাধ্যমে আম জনতার জীবনে উন্নতি আর গরীব এবং উন্নয়নশীল দেশের জন্য আশার আলো বলে অভিহিত করেছেন। একটি সাক্ষাৎকারে কমনওয়েলথ এর মহাসচিব বলেন, যেভাবে ভারত ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে জনতার আকাঙ্খাকে টেকনোলোজির নতুন প্রয়োগের মাধ্যমে নতুন অবসর এনে দিয়েছে আর ডিজিটাল সেবা গুলোকে কম দামে মানুষের মধ্যে পৌঁছে দিতে সফলতা অর্জন করেছে, সেটি গরীব আর উন্নয়নশীল দেশের জন্য আশার একটি নতুন আলোর মতো। উনি বলেন, ‘যদি আপনি দেখেন আমাদের গরীব দেশ, আমাদের ছোট দেশ আর আমাদের উন্নয়নশীল দেশ এবং বিকসিত দেশের সফলতাকে আশার নজরে দেখেন ঠিকই কিন্তু সেই সফলতা গুলোকে নিজদের দেশে অনুসরণ করার জন্য ভয় পান কারণ সেগুলোর দাম অনেক বেশি। কিন্তু যখন ভারতের দিকে তাকান আর দেখেন যে ভারত সেই সফলতা গুলোকে কম দামে টেকনোলোজির সাথে হাসিল করেছে, তাহলে অনেক আশা জেগে ওঠে।” উনি বলেন, ‘জানুয়ারি ২০২

অযোধ্যায় হতে দেব না রাম মন্দির, শুরু করবো আন্দোলন: চন্দ্রশেখর রাবণ

দেশে কিছু উন্মাদী ব্যাক্তি রয়েছে যারা সমস্যার সমাধানের পরিবর্তে রাজনীতি করার উদ্যেশে তা বাড়িয়ে তুলতে পছন্দ করেন। বহু দশক ধরে বিতর্কে জড়িয়ে থাকা অযোধ্যা রাম মন্দির মামলার সমাধান সম্ভব হয়েছে। যার কারণে দেশ বহুধাপ এগিয়ে গেছে। তবে দেশকে পেছনে টানার জন্য এখন ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদ রাবণ মাঠে নেমে পড়েছেন। ভীম আর্মির নেতা রাম মন্দির নির্মাণ আটকনোর ঘোষণা করেছেন। ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদ রাবণ বলেছেন আমরা অযোধ্যাতে রামমন্দির নির্মাণ করতে দেব না। সম্প্রতি হিন্দু সমাজ সমস্ত প্রমাণের ভিত্তিতে সুপ্রীম কোর্টে অযোধ্যা মামলায় জয়লাভ করেছিল যার পরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত করা হয় এবং মসজিদ নির্মাণের জন্য আলাদা জায়গায় জমি প্ৰদান করা হয়। জানিয়ে দি, বাবরি মসজিদের আগে সেখানে মন্দির ছিল কিন্তু আতঙ্কবাদী মুঘলরা এসে সেখানে মন্দির ভেঙে মসজিদ বানিয়ে দেয়। এখন বহু বছর আদালতে মামলা লড়াই করে হিন্দুরা জয়লাভ করেছে। একইসাথে মন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে। अयोध्या में खुदाई के बाद मिल रहे अवशेष चीखकर बोल रहे हैं कि ये बुद्ध से जुड़े हैं। अतः @UNESCO व पुरातत्व विभाग के स्पष्टीकरण त

ভারতে রাফাল বিমান পাঠানো নিয়ে ফ্রান্সের তরফ থেকে এলো বড় বয়ান

নয়া দিল্লীঃ  ভারতে (India) ফ্রান্সের (France) রাজদূত ইমানুয়েল লেনিন (Emmanuel Lenain) বলেন, ভারতের হাতে সময়মত ৩৬ টি লড়াকু রাফাল (Rafale) বিমান তুলে দেওয়া হবে। আর যেই সময় নির্ধারিত হয়েছিল সেই সময়ের মধ্যে ভারতের হাতে রাফাল তুলে দেওয়ার জন্য কড়া নিয়ম পালন করা হবে। ভারত ফ্রান্সের সাথে সেপ্টেম্বর ২০১৬ সালে ৩৬ টি রাফাল বিমানের জন্য প্রায় ৫৮ হাজার কোটি টাকার চুক্তি করেছিল। লেনিন বলেন, ‘রাফাল বিমানের চুক্তি সম্বন্ধীয় কাজ এখনো পর্যন্ত সঠিক ভাবে সন্মানের সাথে করা হয়েছে আর বাস্তবে চুক্তি অনুযায়ী এপ্রিলের শেষ পর্যন্ত ফ্রান্স ভারতীয় বায়ুসেনার হাতে একটি নয়া রাফাল বিমান তুলে দেবে।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আট অক্টোবর ফ্রান্সের একটি বিমান বন্দর থেকে প্রথম রাফাল ফাইটার জেট হাসিল করেছিলেন। রাজদূত জানান, ‘আমরা ভারতীয় বায়ুসেনার হাতে প্রথমে যত তাড়াতাড়ি সম্ভব চারটি রাফাল বিমান তুলে দেওয়ার কাজ করছি।” ফ্রান্স আর ভারত করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিপর্যস্ত। গোটা ইউরোপের মধ্যে করোনায় সবথেকে প্রভাবিত দেশের মধ্যে একটি হল ফ্রান্স। গোটা দেশে এক লক্ষ ৪৫ হাজারেরও বেশি মানুষের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আ

ভারতীয় সেনাকে বন্দি করেছে চিন? ভুয়ো নিউজ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করল NDTV! ব্যাবস্থা নেবে বলে জানাল সেনা

Image
নয়া দিল্লীঃ  ভারত (India) আর চিনের (China) মধ্যে সীমান্তে টানটান উত্তেজনা জারি আছে। গত সপ্তাহে চিনের সেনার তরফ থেকে ভারতীয় সেনার উপর বেশ কয়েকটি হামলা, হাতিয়ার কেড়ে নেওয়া আর ভারতীয় জওয়ানদের বন্দি করার খবর ছড়িয়েছিল। এবার ভারতীয় সেনা সেই খবরের সত্যতা প্রকাশ করল। সেনার তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে, কোন ভারতীয় জওয়ানকেই বন্দি করেনি। আর না তাদের কাছ থেকে হাতিয়ার কেড়ে নেওয়া হয়েছে। The Indian Army denied reports that suggested that an Army patrolling party was detained by Chinese soldiers in Eastern Ladakh sector Read @ANI Story | https://t.co/J3f2ueDqTb pic.twitter.com/6ihfQgi6FS — ANI Digital (@ani_digital) May 23, 2020 https://platform.twitter.com/widgets.js সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে চিনের সেনা দ্বারা ভারতীয় সেনার হাতিয়ার কেড়ে নেওয়া হয়নি আর না তাদের বন্দি বানানো হয়েছে। There has been no detention of Indian soldiers at the China border. We categorically deny this. It only hurts national interests when media outlets publish unsubstantiated news: Indian Army spokesper

জম্মু কাশ্মীরে লস্করের চার জেহাদিকে গ্রেফতার করল সেনা, উদ্ধার প্রচুর হাতিয়ার আর বিস্ফোটক

শ্রীনগরঃ জম্মু কাশ্মীরের বডগাঁও পুলিশ আর ভারতীয় সেনার (Indian Army) 53RR ইউনিট লস্করের প্রধান সহযোগী ওয়াসিম গানি (Wasim Ganie) গ্রেফতার করেছে। ওয়াসিম বীরবাহ এর বাসিন্দা। ওয়াসিম ছাড়াও সেনার হাতে গ্রেফতার হয়েছে তাঁর আরও তিন সহযোগী। Budgam Police and Indian Army's 53RR has arrested a top LeT terror associate Wasim Ganie of Beerwah along with 3 over ground workers. This group was involved in providing shelter and logistic support to terrorists in the area: Jammu and Kashmir Police — ANI (@ANI) May 24, 2020 https://platform.twitter.com/widgets.js গ্রেফতার হওয়া লস্করের জঙ্গিরা বডগাঁও এলাকায় জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দিত আর এর সাথে সাথে তাদের লুকোনর আর পালানোর রাস্তাও করে দিত এরা। তাদের থেকে হাতিয়ার, বিস্ফোটক সমেত অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে সেনা। ওয়াসিম ছাড়া বাকি জঙ্গিরা হল, ফারুক আহমেদ ডার পিতা মোহম্মদ সুলতান ডার, মোহম্মদ ইয়াসিন পিতা বাশির আহমেদ আর আজহারউদ্দিন মির পিতা মোহম্মদ মির। এরা সবাই বীরবাহ এর বাসিন্দা। উল্লেখ্য, লকডাউনের মধ্যে কাশ্মীরে জঙ্গি গতিবিধি বাড়িয়েছে পাকিস্তান

LAC-তে ৩০০ সেনা মোতায়েন করল চিন, ড্রাগনকে কড়া জবাব দিতে প্রস্তুতি নিলো ভারত

নয়া দিল্লীঃ  সীমান্ত বিবাদ নিয়ে চিন (China) আর ভারতের (INDIA) মধ্যে লাদাখে (LADAKH) উত্তেজনা বেড়েই চলেছে। সুত্র অনুযায়ী, লাদাখের প্যাংগং আর গলম্বা নদী উপত্যকা সমেত তিনটি জায়গায় ৩০০ জওয়ান মোতায়েন করেছে চিন। এরপর ভারতও চিনকে পাল্টা দিতে সেনা মোতায়েন করেছে। সুত্র থেকে জানা যায় যে, ভারতীয় স্যাটেলাইট দিয়ে জানা গেছে যে, চিন গলম্বা নদীর আশেপাশে ভারতীয় সীমান্তের পাশে সেনার যাতায়াত এবং সামগ্রী আনার জন্য সড়কের নির্মাণ করেছে। আরেকদিকে, দৌলত বেগ অল্ডি সেক্টরের ৮১ ব্রিগেডের অফিসার আর চিনের অফিসারের মধ্যে বৈঠক হচ্ছে। দুই পক্ষের স্থানীয় সৈন্য কম্যান্ডারের মধ্যে এখনো পর্যন্ত পাঁচবার বৈঠক হয়ে গেছে, কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি। সুত্র থেকে জানা যায় যে, চিনের সেনা এলএসি-তে তিনটি জায়গায় ঘাঁটি গেড়েছে। প্রতিটি জায়গায় ৮০০ থেকে ১ হাজার করে সেনা মোতায়েন আছে। ১০০ এর বেশি তাবু গেড়েছে চিন। সুত্র থেকে জানা যায় যে, চিনের সেনা গত দুই সপ্তাহে ১০০ এর তাবু গেড়েছে। বাঙ্কার বানানো ম্যাশিনও আনা শুরু করে দিয়েছে চিন। ভারতীয় সেনাও চিনকে কড়া বার্তা দিতে দুই জায়গায় নির্মাণ কার্য শুরু করেছে। ভারতীয় সেনা চিনের থেকে এসব এল

মুসলিমদের শত্রু যোগী আদিত্যনাথ, আমি ওকে বোম দিয়ে উড়িয়ে দেব! বলেছিল কামরান খান! এবার হল গ্রেফতার

লখনউঃ  উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া যুবককে শনিবার গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যুবক যোগী আদিত্যনাথকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। মহারাষ্ট্রের এটিএস অভিযুক্ত যুবককে গ্রেফতার করে উত্তর প্রদেশের এসটিএফ এর হাতে তুলে দেয়। আজ রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে আর তাঁর পুলিশ রিমান্ড চাওয়া হবে। 25-year-old Kamran Amin Khan, who was arrested by Maharashtra Anti-Terrorism Squad (ATS) from Chunabhatti area of Mumbai, for making a threat call to kill Uttar Pradesh CM Yogi Adityanath in a bomb blast: Maharashtra ATS pic.twitter.com/OCSSFajavH — ANI (@ANI) May 23, 2020 https://platform.twitter.com/widgets.js মহারাষ্ট্র এটিএস অনুযায়ী, ২২ মে লখনউ পুলিশের হেডকোয়ার্টারের হেলথ ডেস্কে একটি ম্যাসেজ এসেছিল। ওই ম্যাসেজে পুলিশকে বলা হয়েছিল যে, সে বোমা দিয়ে যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেবে। এই হুমকির পর পুলিশের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। গোমতী নগর থানায় এই বিষয়ে একটি এফআইআর দায়ের হয়। আইপিসি এর ধারা ৫০৫ (১) (বি)। ৫০৬ (২) আর ৫০৭ অনুযা

সিকিম ভারতের অংশ না! ওটা আলাদা একটা দেশ! পেপারে বিজ্ঞাপন দিল দিল্লীর কেজরীবাল সরকার

নয়া দিল্লীঃ  দিল্লীর অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) নেতৃত্বে চলা আম আদমি পার্টির (Aam Aadmi Party) সরকার সিভিল ডিফেন্স কোরে স্বয়ংসেবক নিযুক্তি নিয়ে একটি বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপন নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তমাং আপত্তি জাহির করেন। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Prem Singh Tamang) একটি ট্যুইট করে দিল্লী সরকারকে ওই বিজ্ঞাপনে সংশোধন করার পরামর্শ দেন। This advertisement published by the Delhi Government in various print media mentions Sikkim along with countries like Bhutan and Nepal. Sikkim has been a part of India since 1975 and celebrated the State Day just a week ago. — Prem Singh Tamang (Golay) (@GolayPs) May 23, 2020 https://platform.twitter.com/widgets.js উল্লেখ, দিল্লী সরকার ওই বিজ্ঞাপনে লেখে আবেদনকারীকে ভারত, ভুটান, নেপাল অথবা সিকিমের নাগরিক হতে হবে। আর সেই বিজ্ঞাপন নিয়ে প্রেম সিং তামাং ট্যুইটে করে লেখেন, দিল্লী সরকার দ্বারা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত ওই বিজ্ঞাপনে সিকিমের সাথে সাথে ভূটান আর নেপালের কথা উল্লেখ করা হয়েছে। সিকিম ১৯৭৫ থেকে ভারতের অংশ আর এক সপ

যেই সেনাকে তোলাবাজ বলেছিলেন মমতা ব্যানার্জী! এবার ঝড়ে বিপর্যস্ত বাংলাকে বাঁচাতে তাঁরাই এগিয়ে আসলেন

কলকাতাঃ  পশ্চিমবঙ্গে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকার্যে দ্রুততা আনার জন্য শনিবার সেনার (Indian Army) সাহায্য চেয়ে পাঠান মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর আবেদন মতই এবার দক্ষিণবঙ্গে মানুষের সেবায় দেবদূত হয়ে রাস্তায় নামল সেনা। রাজ্য সরকার কেন্দ্রের কাছে সেনা পাঠানোর আবেদন করেছিল রাজ্যে ঘূর্ণিঝড় আমফান প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে। রেলওয়ে, পোর্ট, টেলিফোন লাইন সমেত বিদ্যুত পরিষেবা ভেঙে পড়ে। রাজ্যে এই পরিষেবা গুলোকে সচল করতেই সেনা নামানোর আবেদন জানান মুখ্যমন্ত্রী। West Bengal: Army personnel undertake restoration work at South Avenue in Kolkata. Five Army columns have been deployed in Kolkata to assist the city administration in the aftermath of cyclone Amphan. 86 people have lost their lives due to Amphan in the state,according to the CM. pic.twitter.com/P4bfuavnIf — ANI (@ANI) May 23, 2020 https://platform.twitter.com/widgets.js কলকাতা আর পার্শবর্তী জেলাগুলোতে ঘূর্ণিঝড় আমফান ব্যাপক পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে। কলকাতা শহরের সিংহভাগ এখনো অন্ধকারে ডুবে আছে। এমনকি

পুলিশ সাহায্য করেনি! তারপর মুম্বাইয়ে ফেঁসে থাকা বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়াল RSS

Image
মুম্বাইঃ  পশ্চিমবঙ্গের একটি এনজিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) ভূয়সী প্রশংসা করল। সংঘের জনকল্যাণ সমিতি মুম্বাইয়ে ভালো কাজ করছে। সংস্থা দ্বারা বয়স্ক, গরীব আর মহিলাদের যথাসম্ভব সাহায্য করে চলেছে। এর সাথে সাথে সেইসব শ্রমিকদেরও সাহায্য করছে, যারা লকডাউনের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফেঁসে আছে। আর এই সাহায্যে জন্য তাঁরা না জাত দেখছে না ধর্ম। তাদের উদ্দেশ্য একটাই, সেটা হল অভাবী মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া। সংস্থার কর্মীরা জানান যে, তাঁরা স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ করে জনতার সেবা করছে। আর মুম্বাইয়ে বাঙালি মুসলিমদের যেমন ভাবে সাহায্য করা হচ্ছে, সেটা নিয়েও চারিদিকে প্রশংসা হচ্ছে। বিজেপি বিরোধী দল গুলো আগাগোড়াই সংঘকে মুসলিম বিরোধী তকমা দিয়ে আসে। আর এই বিপদের সময় সেই সংঘই বাঙালি মুসলিমদের কাছে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে। অর্কিড ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এর সভাপতি সোহেল রানা আলম সংঘকে মুসলিম বিরোধী বলা মানুষ গুলোকে একহাতে নিয়ে বলেন, ‘আমি না বিজেপির সমর্থক আর না আমি RSS এর অ্যাজেন্ডাকে সমর্থন করি। আমি শুধু সত্যিতা বলতে শিখেছি।” উনি এরপর একটি ঘটনার উদাহরণ দেন। উল্লেখ্য,

করোনার মধ্যে পাকিস্তানে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল ইমরান খানের মন্ত্রী

ওয়েব ডেস্কঃ  বৈশ্বিক মহামারী করনাভাইরাসের কারণে গোটা বিশ্বের মানুষকেই যখন ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, তখন পাকিস্তানে (Pakistan) মানুষের ঘর ভেঙে দিয়ে তাদের শেষ সম্বল টুকু কেড়ে নেওয়া হচ্ছে। মহামারীর সময়েও পাকিস্তান ধর্মের নামে ঘৃণ্য রাজনীতি করা বন্ধ করেনি। পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের বহাবলপুর এলাকায় সংখ্যালঘু হিন্দুদের বস্তিতে বুলডোজার চালিয়ে পাকিস্তান আবারও প্রমাণ করে দিল যে, তাদের দেশে ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকারের কোন গুরুত্ব নেই। সবথেকে বড় অবাক করা কথা হল ইমরান খানের (Imran Khan) ক্যাবিনেট মন্ত্রী তারিক বশিরর নেতৃত্বেই এই সংখ্যালঘু হিন্দুদের শেষ সম্বল টুকু কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি দেশে সূচনা আধিকারিক শহ্রুখ খোখারও এই অভিযানে শামিল আছেন। যখন এই গরীব মানুষের বাড়ির উপর দিয়ে বুলডোজার চলছিল আর পুরুষ, মহিলা এবং বাচ্চারা নিজের শেষ সম্বল টুকু হারিয়ে যাওয়ার ফলে কান্নায় ভেসে পরেছিল, সেটির থেকে দুঃখজনক ব্যাপার এই মহামারীর মধ্যে আর কিছু নেই। সম্প্রতি এরকম ঘটনা পাঞ্জাব প্রান্তের খানেবল জেলাতেও হয়েছে, সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িঘর আর গেরোস্থানকে ইমরান খানে পার্টি তেহরি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বাংলাদেশি গায়ক নোবেল-এর! আচ্ছা করে ধুয়ে দিলো ভারতীয়রা

Image
নিজস্ব সংবাদদাতাঃ  মাঈনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) নামটা চেনা লাগছে তো? জি বাংলার সারেগামাপা নিয়ে যাকে মেতে উঠেছিল এপার আর ওপার বাংলার বাঙালিরা সেই নোবেন আবারও বিতর্কে জড়াল। জি বাংলা থেকে খ্যাতি অর্জন করা নোবেল আগাগোড়াই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন। এবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করলেন, যার ফলে ক্ষোভে ফুঁসছে ভারতীয় বাঙালিরা। সম্প্রতি উনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন। উনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন যে, ‘আমার স্ক্যান্ডাল হবে না তো কার হবে? চা-ওয়ালা নরেন্দ্র মোদীর? কেউ দেখবে চা-ওয়ালার স্ক্যান্ডাল?” নিজেকে বড় করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য সহ্য করতে পারেনি ভারতীয়রা। তাই ওনার ফেসবুক ওয়ালে গিয়ে প্রতিবাদের ঝড় তুলেছে তাঁরা। এর আগে তিনি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপত্তি জাহির করেছিলেন। এমনকি উনি রবি ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সংগীত পাল্টানোরও দাবি করেছিলেন। এমনকি ওনার এই

কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁ’এর শরীরে পাওয়া গেলো করোনা! কিছুদিন আগে বলেছিলেন, ‘শুধুমাত্র স্বৈরাচারীরাই ভালবাসে লকডাউন”

Image
নয়া দিল্লীঃ কংগ্রেসের (Congress) মুখপাত্র সঞ্জয় ঝাঁ-এর (Sanjay Jha) করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। উনি এই তথ্য নিজেই ট্যুইটারের মাধ্যমে দেন। সঞ্জয় ঝাঁ জানান, ওনার মধ্যে কোন লক্ষণ ছিল না, কিন্তু ওনার রিপোর্ট পজেটিভ এসেছে। কংগ্রেসের নেতা এও জানান যে, তিনি আগামী ১০-১২ দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন। I have tested positive for Covid_19 . As I am asymptomatic I am in home quarantine for the next 10-12 days. Please don’t underestimate transmission risks, we are all vulnerable. Do take care all. — Sanjay Jha (@JhaSanjay) May 22, 2020 https://platform.twitter.com/widgets.js ট্যুইটে সঞ্জয় ঝাঁ করোনার কমিউনিটি স্প্রেডকে নজরান্দাজ না করার পরামর্শ দেন। সঞ্জয় ঝাঁ বলেন, ট্রান্সমিশনের ঝুঁকিকে কম মনে করবেন না। আমরা সবাই কমজোর। উনি লেখেন, আমার মধ্যে কোন লক্ষণ ছিল না, কিন্তু তবুও আমার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি আগামী ১০ থেকে ১২ দিন কোয়ারেন্টাইনে থাকব। দয়া করে সামাজিক প্রসারের ঝুঁকিকে হালকা ভাবে নিতে না। সবাইকে নিজের খেয়াল রাখতে হবে। আপনাদের জানিয়ে দিই, সঞ্জয় ঝাঁ কংগ্রেসের রাষ্ট্রীয় মুখপাত্র। উনি অল ই

যোগী আদিত্যনাথের বড় অ্যাকশন! ওয়াকফ বোর্ডের দায়িত্ব নিজের হাতে নিলেন, করাবেন তদন্ত

Image
লখনউঃ  উত্তর প্রদেশে (Uttar Pradesh) শিয়া আর সুন্নি ওয়াকফ বোর্ডের (waqf board) পাঁচ বছরের কার্যকাল সম্পূর্ণ হওয়ার পর এবার দুই বোর্ডের কন্ট্রোল যোগী সরকার (Yogi Sarkar) নিজের হাতে নিয়ে নিলো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুন্নি ওয়াকফ বোর্ডের কার্যকাল ৩১ মার্চ আর শিয়া ওয়াকফ বোর্ডের কার্যকাল ১৮ মার্চ শেষ হয়ে গেছে। করোনার কারণে নির্বাচন পিছিয়ে পড়েছে, আর সেই কারণে এই দুই বোর্ডের কন্ট্রোল এবার যোগী সরকারের হাতে। রিপোর্ট অনুযায়ী, উত্তর প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মোহসিন রাজা জানিয়েছে যে, দুই বোর্ডের কাজ দেখার জন্য সরকারের তরফ থেকে সিইও নিযুক্ত করা হবে। মোহসিন রাজা জানান, সুন্নি আর শিয়া ওয়াকফ বোর্ড প্রাক্তন সরকারের সময় বানানো হয়েছিল। দুই বোর্ডের কার্যকালের সময় অনেক খামতি সামনে এসেছে। এবার যোগী সরকার সম্পূর্ণ তদন্ত করতে পারবে। উনি জানান, যদি তদন্ত হয় তাহলে অনেক ধার্মিক নেতার মুখোশ খুলে যাবে। আপনাদের জানিয়ে দিই, রাজ্য সরকার একটি আদেশ জারি করে উত্তর প্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি এবং বোর্ডের অন্যান্য সদস্যের কাছ থেকে বোর্ডের সমস্ত কাজের সাথে যুক্ত ফাইল এবং নথ

হিন্দুত্ববাদী ভারত সরকার আমাদের উপর আক্রমন করবে, আমি বিশ্বকে জানিয়ে দিলাম: ইমরান খান

চীনের কারণে সমগ্র বিশ্বজাতির ভাগ্যে ঘনিয়ে এসেছে ভাইরাসের উপদ্রব। যার কারণে পুরো বিশ্বের মনোযোগ এখনও করোনার দিকেই রয়েছে। তবে পাকিস্তান এবং ইমরান খান করোনার চেয়ে ভারতীয় সেনাবাহিনী এবং মোদী সরকারের কার্যক্রমের দিকে বেশি মনোনিবেশ করেছেন। পুরো বিশ্ব করোনা আতঙ্ক এর অবসান করার চেষ্টা করছে অন্যদিকে ইমরান খান ভারতের আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না। ভারতের সেনা বাহিনী ও মোদী সরকারের ভয়ে পাকিস্তান নানা ধরনের বক্তব্য পেশ করতে শুরু করেছে। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে নিয়ে বিশ্বের কাছে এক বড়ো মন্তব্য করেছেন। ইমরান খান বলেছেন, ভারত কাশ্মীরে বড় পদক্ষেপ নিতে চলেছে, তাই উনি চান বিশ্ব এ বিষয়ে হস্তক্ষেপ করুক। ইমরান খান বলেছিলেন যে বিশ্ববাসী, আমি আবারও বলছি যে মোদী আমাদের আক্রমণ করবে, মোদী কিছু বড় পদক্ষেপ নিতে চলেছে, এই হিন্দু সরকার আমাদের আক্রমণ করবে। I am reiterating again that a false flag operation is imminent from India in order to divert world attention away from its ongoing genocide in IOJK. — Imran Khan (@ImranKhanPTI) May 20, 2020 https://platform.twitter.com/widgets.js ই

ভিডিওতে দেখুন! করাচির জনবহুল এলাকায় ভেঙে পড়ল PIA-এর যাত্রীবাহী বিমান! সওয়ার ছিলেন ১০৭ যাত্রী

ওয়েব ডেস্কঃ  আজ শুক্রবার পাকিস্তানে (Pakistan) এক বড়সড় বিমান দুর্ঘটনা (Plane crash) ঘটে গেলো। ওই বিমান লাহোর থেকে করাচি (Karachi) যাচ্ছিল। পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের (PIA) এর ফ্লাইট করাচি এয়ারপোর্টে ল্যান্ডিং এর আগেই একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে। ওই বিমানে মোট ১০৭ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে কারোরই বাঁচার আশা খুবই কম। যেই জায়গায় এই বিমান ভেঙে পড়ে, সেটা জনবসতিপূর্ণ এলাকা। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। PIA plane crashes near Karachi airport. Thoughts and prayers. pic.twitter.com/EbPnTvxGSd — Murtaza Ali Shah (@MurtazaViews) May 22, 2020 https://platform.twitter.com/widgets.js পাকিস্তানি মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ওই বিমান করাচি এয়ারপোর্টের কাছে জিন্না গার্ডেন এলাকার মডার্ন কলোনিতে ভেঙে পড়ে। প্লেন ভেঙে পড়ার কারণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর পাকিস্তানি সেনাকে উদ্ধার কাজ করার জন্য পাঠানো হয়। এই ঘটনার কিছু ছবি সামনে এসেছে, তাঁর মধ্যে একটিতে দেখা যাচ্ছে যে বাড়ির উপর দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। বিমান দুর্ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায়

বাংলার জন্য খাজানা ভান্ডার খুলে দিলেন প্রধানমন্ত্রী! করলেন ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা

আরো একবার প্রয়োজনের সময় পাশে দাঁড়িয়ে বাংলার মানুষদের মন জয় করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আমফান ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় হওয়া ক্ষয়ক্ষতির সমীক্ষার জন্য আজ রাজ্যে আসেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata banerjee) ওনাকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানান। ৮৩ দিন পর তিনি আজ ঘর থেকে বের হলেন। ওনার শেষ সফর ছিল ২৯ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের চিত্রকূট এবং প্রয়াগরাজে। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করেন। এরপর তিনি বসিরহাটে সমীক্ষা করে রাজ্যের জন্য তৎকাল ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন। যদিও এই অর্থ আপাতত কাজ শুরুর জন্য, সময়ের সাথে সাথে আরো আর্থিক সাহায্য করা হবে বলে জানা গেছে। #WATCH Dealing with #COVID19 requires social distancing whereas battling the #AmphanCyclone requires people to move to safer areas. Despite these contradictions, West Bengal under leadership of Mamata ji is fighting well. We are with them in these adverse times: PM pic.twitter.com/pBxjWTlZTq — A

চিন আর ভারতের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনায় আসরে নামছেন NSA অজিত দোভাল, তৈরি করলেন রোড ম্যাপ

নয়া দিল্লীঃ  লাদাখ আর সিকিমে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল (LAC) নিয়ে ভারত (INDIA) আর চিনের (China) সেনার মধ্যে উত্তেজনা খতম করার জন্য কূটনৈতিক স্তরে কথাবার্তার প্রচেষ্টা চলছে। চর্চার মাধ্যমে সেনা শক্তির বদলে কূটনৈতিক দিক থেকে এই সমস্যা সমাধানের চেষ্টা খোঁজা হচ্ছে। শীর্ষ স্তরে কথাবার্তা বলার জন্য আপাতত কোন মঞ্চ তৈরি নেই। আর এর মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (NSA Ajit Doval) রোড ম্যাপ তৈরি করছেন। কয়েকদিন ধরে ফ্ল্যাগ মিটিং আর হটলাইনে কথাবার্তার চেষ্টা চলছে। উচ্চপদস্থ সুত্র অনুযায়ী, লাদাখের চুসুল আর দৌলত বেগ ওল্ডী সীমান্তে মঙ্গলবার আর বুধবার ব্রিগেডিয়ার স্তরে কথাবার্তা হয়েছিল, কিন্তু কোন সমাধান হয়নি। উল্লেখ্য, ৩ হাজার ৪৮৮ কিমি ভাগ করা সীমানার দুটি দেশই নিজের নিজের সিদ্ধান্তে অটল। চিনের অভিযোগ হল, ভারত তাদের সীমান্তে ঢুকে রাস্তা বানাচ্ছে। ভারত জানাচ্ছে যে, তাঁরা নিজেদের সীমান্তেই রাস্তা বানাচ্ছে। আর এর মধ্যে দুই তরফের সেনার মোতায়েন আর পেট্রোলিং বাড়ানো হয়েছে। গত শনিবার সিকিমের নাকুলায় দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে দুই দেশের ১১ সেনা জওয়ান আহত হয়েছিল। from Ind

বড় সফলতা অর্জন করল ভারত, মোস্ট ওয়ান্টেড জঙ্গি মোহম্মদ জুবেইরকে তুলে আনা হল আমেরিকা থেকে

নয়া দিল্লীঃ  জঙ্গি সংগঠন আলকায়েদার (Al-Qaeda) এক বড় জঙ্গি মোহম্মদ ইব্রাহিম জুবেইরকে (mohammed ibrahim zubair) ভারতের (india) হাতে তুলে দিলো আমেরিকা (America)। ১৯ মে ওই জঙ্গিকে ভারতে আনা হয়। তাঁকে পাঞ্জাবের অমৃতসরে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। হায়দ্রাবাদের বাসিন্দা মোহম্মদ ইব্রাহিম জুবেইর আলকায়েদার জন্য ফাইন্যান্সিং এর কাজ করত। তাঁকে আমেরিকার এক আদালত জঙ্গি ঘটনায় দোষী সাব্যস্ত করে। ২০১১ সালে মোহম্মদ ইব্রাহিম জুবেইরকে গ্রেফতার করে আমেরিকা। জুবেইর তেলেঙ্গানার বাসিন্দা আর পেশায় ইঞ্জিনিয়ার। আমেরিকা তাঁকে জঙ্গি কার্যকলাপে দোষী পেয়েছে। জুবেইর আমেরিকার তাঁর সাজা সম্পূর্ণ করেছে। এবার আমেরিকা তাঁকে ভারতের হাতে তুলে দিলো। আমেরিকার আদালত তাঁকে পাঁচ বছরের সাজা শুনিয়েছিল। জুবেইর এর ভাইকে ২৭ বছরের সাজা শুনিয়েছে আমেরিকার আদালত। ইব্রাহিম জুবেইরকে বুধবার কড়া সুরক্ষার মাধ্যমে ভারতে আনা হয়। ভারতীয় সুরক্ষা আধিকারিকরা জুবেইরের কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আর তাঁর কাছে জানতে চাইছে যে, সে ভারতে কোন জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল কি না। from India Rag https://ift.tt/2ziy2LC

চীনের ৮০০ কোম্পানিকে ব্যান করল আমেরিকা! এক ঝটকায় ডুবল ৩০ লক্ষ কোটি টাকা

“যুগের ধৰ্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই” উক্তির তাৎপর্য এই যে, আঘাত দিলে তার প্রত্যাঘাত এসে পীড়িত করে আঘাতকারীকে। চীন পুরো বিশ্বে ভাইরাস ছড়িয়ে যে কুকর্ম করেছে তার ফল পাওয়া শুরু হয়ে গেছে। পুরো বিশ্ব হাত ধুয়ে চীনের পেছনে লেগে পড়েছে যার দরুন চীনের পতন শুরু হয়ে গেছে। চীনের উল্টো গননা শুরু হয়ে গেছে তথা চীনের বিরুদ্ধে আর্থিক একশন নেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বড়ো বড়ো সংস্থা চীন থেকে সরে আসছে। আর এখন আমেরিকার সিনেট একটা বড়ো পদক্ষেপ নিয়েছে। আমেরিকার সিনেট ৮০০ টি কোম্পানিকে আমেরিকার শেয়ার বাজার থেকে ব্যান করেছে। আজকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে এই সিধান্ত নেওয়া হয়েছে। জানিয়ে দি, চীনের GDP ভারতের তুলনায় অনেকটা বেশি। যার জন্য চীনকে আর্থিকভাবে দুর্বল করার ক্ষমতা একমাত্র আমেরিকার রয়েছে। আর আজ আমেরিকা সেই দিকে একটা বড়ো ও কঠোর সিধান্ত নিয়েছে। আমেরিকার সিধান্তের দরুন চীন ৩০ লক্ষ। কোটি ভারতীয় টাকার ঝটকা পাবে। এক ধাক্কায় আমেরিকা চীনের বিশাল অঙ্কের টাকার প্রবাহকে আটকে দিয়েছে। US Senate passes bill that can delist 800 Chinese companies in the US exchange; estimated to suppo

আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! খতিয়ে দেখবেন আমফান পরবর্তী পরিস্থিতি

পশ্চিমবঙ্গ জুড়ে আমফান ঘূর্ণিঝড় যে তান্ডব চালিয়েছে তাতে রাজ্যের রাজধানী কলকাতা সহ বেশকিছু জেলা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিস্থিতি এমন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের সাহায্য চেয়েছেন। ফনি ঝড়ের সময় যে মমতা বানার্জী প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠক করতে রাজি হননি, তিনিই এখন কেন্দ্র সরকারের সাহায্য চেয়েছেন। এখন খবর আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পশ্চিমবঙ্গে এসে পরিস্থিতি দেখবেন। বলা হয়েছে, ঘূর্ণিঝড় এর কারণে রাজ্যের ক্ষতির বিষয়ে বেশ উদ্বিগ্ন কেন্দ্র। যার জন্য প্রধানমন্ত্রী মোদী শত্রুবার নিজেই বাংলায় আসবেন। নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা ব্যানার্জী, তিনি জানিয়েছেন প্রায় কয়েক লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে বাংলায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন কেন্দ্রের কাছে সাহায্যে আবেদন করছি এবং যদি প্রধানমন্ত্রী একবার বাংলায় পরিদর্শন করেন তাহলে তিনি বুঝতে পারবেন কতটা হয়েছে বাংলায়। সেই মতো জানা যাচ্ছে নরেন্দ্র মোদি কাল কলকাতা বিমানবন্দরে নামবেন সেখান থেকে তিনি হেলিকপ্টারে বসিরহাটে যাবেন এবং সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী মো

সত্য প্রকাশ করায় Calcutta News চ্যানেল ষড়যন্ত্রের শিকার! অভিযোগের তীর শাসনতন্ত্রের দিকে

সংবাদমাধ্যম হল গণতন্ত্রের সদা-জাগ্রত প্রহরী। গণদেবতার বিচারশালায় সে নিপীড়িত মানুষের পক্ষে সমর্থন করে। গনতন্ত্রের মর্যাদা ধূলিলুণ্ঠিত হলে সংবাদমাধ্যমের নির্ভীক কন্ঠ সেখানে সোচ্চার হয়। তাই সংবাদমাধ্যম জনগনের পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষণের সর্বদা দায়িত্বশীল অভিভাবক। তবে যদি সংবাদমাধ্যমের কন্ঠ রুদ্ধ করা হয়, যদি সংবাদ মাধ্যম লাঞ্ছিত নিপীড়িত মানবতার মূঢ়, মূক, মুখে ভাষা যোগাতে ব্যার্থ হয় তাহলে আধুনিক পৃথিবীর নিঃসহায় মানুষ বিচারের প্রার্থনায় কার দ্বারে গিয়ে দাঁড়াবে? সম্প্রতি এমন প্রশ্নঃ উঠতে শুরু হয়েছে বাংলা জুড়ে। আসলে পশ্চিমবঙ্গে লাগাতার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগ উঠছে। প্রথমে আরামবাগ টিভি আর এখন Calcutta News কে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে। কিছু MOS তে Calcutta News এর সম্প্রসারণকে বন্ধ করে দেওয়া বলে জানা যাচ্ছে। সরকারের বিরুদ্ধে প্রশ্নঃ তোলায় এমন প্রতিহিংসার ষড়যন্ত্র শাসক দল দ্বারা করা হয়েছে বলা হচ্ছে। তবে ষড়যন্ত্রের শিকার হওয়া সত্ত্বেও প্রবল জনসমর্থনের কারণে Calcutta News এর জনপ্রিয়তা আরো তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। যা ষড়যন্ত্রকারীদের জন্য কড়া জবাব দিয়েছে। তবে সমস্ত

লকডাউনে বাপের বাড়িতে আটকে গিয়েছিল বিবি! সেই সুযোগে বোনকে বিয়ে করে নিল নাঈম

বারেলির বাসিন্দা নাঈম লকডাউনের সুযোগ উঠিয়ে এমন কান্ড করেছে যা শুনে সকলের চোখ কপালে উঠছে। লকডাউনের কারণে অনেক মানুষ বহু জায়গায় আটকে রয়েছেন তথা বাড়ি ফিরতে পারছেন না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নাঈম তার বোনকে বিয়ে করে স্বামীতে পরিণত হয়েছে। নাঈম এর বিবি লকডাউনের আগে বাপের বাড়ি গিয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে সেখানেই আটকে পড়েন। বিবি আসছে না এই সুযোগকে কাজে লাগিয়ে নাঈম এমন কান্ড ঘটিয়েছে। জানিয়ে দি, ২০১৩ সালে কোহাদাপীরের বাসিন্দা যুবতী নাসিমের বিয়ে হয়েছিল নাগরিয়া তালাবের বাসিন্দা নাঈম মনসূরীর সাথে। এই দম্পতির ৩ টি বাচ্চা আছে বলেও জানা গেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ১৯ ই মার্চ নাঈম তার বিবি ও বাচ্চাদের বাপের বাড়ি পৌঁছে দিয়েছিল। যারপর দেশজুড়ে লকডাউন লাগু হয়ে যায়। তৎপর নাঈম তার নিজের মাসতুতো বোনকে বিয়ে করে ফেলে। এরপর নাসিম খবর পেয়ে যখন বাপের বাড়ি থেকে ফিরে আসে তখন কান্ড দেখে হতবাক হয়ে যায়। নাসিম দেখে যে নাঈম যাকে এতদিন বোন বলতো তাকে বিবি বানিয়ে বসে আছে। শুরু হয় তুমুল ঝগড়া, নাঈম বলে আমি দুই বিবিকে নিয়ে থাকতে রাজি। Lockdown के चलते मायके में फंसी बीवी तो पति ने मौसेरी बहन से कर लिया निकाहhttp

দিল্লীর মদনপুর এলকায় ৫.২ একর জমি দখল করে নিল রোহিঙ্গারা, কেজরিওয়ালের পার্টি সাহায্য করেছে বলে দাবি

Image
বাহ্যিক আক্রমন থেকে দেশকে রক্ষার জন্য দেশের সেনা ও ভারত সরকার সমস্ত শক্তি ঝুঁকে দেয় তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত মাতার দিকে চোখ তুলে তাকানো শত্রুদের বিশ্ব থেকে মুছে ফেলার ক্ষমতা রাখে ভারতীয় সেনা। তবে দেশের শুভচিন্তকদের এবার বাহ্যিক শত্রুর থেকে অভ্যন্তরীণ শত্রুর দিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আসলে ভারতের ভেতরেই এবার বিদেশীদের শক্তি বৃদ্ধি পেতে শুরু হয়েছে। বিদেশী অনুপ্রবেশকারীরা ভারতের জমি দখল করে নিতে শুরু করেছে এবং দেশকে ভেতর থেকে দুর্বল করতে লেগে পড়েছে। আর এই বিদেশী অনুপ্রবেশকারীদের সাহায্য করেছে ভারতেরই কিছু রাজনৈতিক কট্টরপন্থী নেতা। খবর আসছে, দিল্লীতে ৫.২ একর জমি বিদেশী অনুপ্রবেশকারীরা দখল করে নিয়েছে। বিদেশি রোহিঙ্গারা ভারতের রাজধানী দিল্লিতে ৫.২ একর জমি দখল করেছে। বলা হচ্ছে, কেজরিওয়ালের আম আদমি পার্টির নেতাদের সহায়তায়, রোহিঙ্গারা দিল্লির ৫.২ একর জমি দখল করেছে। দাবি করা হচ্ছে, আম আদমি পার্টির সাহায্য নিয়ে রোহিঙ্গারা জালি আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে নিয়েছে। রোহিঙ্গারা মদনপুর খাদের 5.2 একর জমি অবৈধভাবে দখল করেছে। কেজরিওয়ালের দলের আমানাতুল্লাহ খানের সাহায্যে রোহিঙ্গা মুস

দুই জায়গায় হানা দিয়ে পাঁচ পাকিস্তানি সেনাকে খতম করল বালোচ ভাইরা

ওয়েবডেস্কঃ  পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান (Balochistan) প্রান্তের দুটি আলাদা আলদা জায়গায় হওয়া জঙ্গি হামলায় সাত পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। মঙ্গলবার জারি একটি আধিকারিক বক্তব্যে এই তথ্য দেওয়া হয়। পাকিস্তানি সেনার মিডিয়া বিভাগ ISPR জানায়, সোমবার রাতে পীর ঘাইব এলাকার ফ্রন্টিয়ার কোরের একটি বাহনে আইইডি বিস্ফোট করে উড়িয়ে দেয়। এই বিস্ফোরণে পাকিস্তানি সেনার ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। বালুচিস্তানের কেচ এলাকায় আরেকটি ঘটনায় বালোচ বিদ্রোহীদের সাথে হওয়া এনকাউন্টারে আরও এক পাক জওয়ানের মৃত্যু হয়েছে। পাকিস্তানি সেনা সীমান্তে কাঁটাতার লাগানোর সময় তাদের উপর হামলা করে জঙ্গিরা। আপনাদের জানিয়ে দিই, বালোচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত আর তাঁর পাশেই আফগানিস্তান সীমান্ত। বালোচিস্তান পাকিস্তানের সবথেকে বড় আর সবথেকে গরীব প্রান্ত। সেখানে বালোচ বিদ্রোহীরা মাঝেসাঝেই পাক সেনার উপর হামলা চালায়। উল্লেখ্য, এই ঘটনায় এখনো পর্যন্ত সেরকম কিছু তথ্য পাওয়া যায় নি। কিন্তু মাঝেসাঝেই ওই এলাকায় পাকিস্তানি সেনাকে নিশানা বানায় বালোচ বিদ্রোহীরা। এটাই প্রথম মামলা না, এর আগেও এরকম অনেক মামলা ঘটেছে। প্রসঙ্গত