মোদী সরকার আনছে নতুন বিল, এবার এম্বুলেন্সের পথ আটকালেই দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা।

সপ্তদশ লোকসভায় ব্যাপক পরিমানে জনসমর্থন পেয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় এসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি মোটর ভেহিকলস বিলে সমর্থন দিয়েছেন সেই বিলে এক বিশেষ প্রস্তাব আনা হয়েছে সেই প্রস্তাবটি হল রাস্তাঘাটে চলার সময় যদি কোনো ব্যাক্তির গাড়ি কোনো আ্যম্বুলেন্সের পথ আটকে দেয় তাহলে তাকে দিতে হবে ১০ হাজার টাকা পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা।

১৯৯৮ সালে ভারত সরকার এই মোটর ভেহিকলস আইন আনেন। আর তারপর ক্ষমতায় এসে মোদী সরকার সেই আইনকে আরও বেশি দৃঢ় করার জন্য প্রস্তাব আনেন সেখানে বেশ কিছু নিয়ম পরিবর্তন ও সংযোজন করা হয়, সেই সাথে বেশ কিছু কড়া পদক্ষেপ ও কিছু জিনিসের উপর ফাইনের মাত্রা বৃদ্ধি করা হয়। যেমন কোনো সাসপেন্ড ড্রাইভার যদি তার সাসপেন্ড এই মেয়াদ শেষ হওয়ার আগেই গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে যায় তখন তাকেও দিতে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা।

এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপ ও মোটা অঙ্কের জরিমানার দাবি পেশ করা হয়েছে। যদি কোনো ব্যাক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় বা কোনো গাড়ি যদি ওভার স্পীডে চলে তবে সেক্ষেত্রে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। এছাড়া প্রায়শই পথে ঘাটে দেখা যায় অনেক গাড়ি বিপদজনক ভাবে ওভার লোড চাপিয়ে নেই সেক্ষেত্রে তাদের ধার্য্য করা হবে দ্বিগুন জরিমানা অর্থাৎ কুড়ি হাজার টাকা।

দেশের ১৮ টি রাজ্যের পরিবহন মন্ত্রীদের বিভিন্ন পরিবর্তনের প্রস্তাব এই বিলে জায়গা পেয়েছে। এবার দেখার বিষয় এই নুতন বিল কত তাড়াতাড়ি কার্যকর করা সম্ভব হয়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2xe6279

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।