Posts

Showing posts from November, 2019

উত্তর প্রদেশে ধর্ম পরিবর্তন বন্ধ করার জন্য আইন আনছে যোগী সরকার, দোষী প্রমাণিত হলে হবে কড়া শাস্তি

Image
লখনউঃ  উত্তর প্রদেশ রাজ্য আইন কমিশন রাজ্যে ধরমান্তকরণ বন্ধ করার সুপারিশ করেছে। রাজ্য আইন কমিশন উত্তর প্রদেশে ধর্মান্তকরণ নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে। স্টেট ল কমিশন তৎকালীন ধর্মান্তকরণ বন্ধ করার জন্য আইন আনার জন্য সুপারিশ করেছে। উত্তর প্রদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারক আদিত্যনাথ মিত্তল এবং সচিব স্বপ্না ত্রিপাঠি এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগ আদিত্যনাথকে (Yogi Adityanath) রিপোর্ট পাঠিয়েছে। সুত্র অনুযায়ী, রিপোর্টে বলা হয়েছে যে, উত্তর প্রদেশে প্রচুর পরিমাণে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে। শোনা যাচ্ছে যে, রিপোর্ট অনুযায়ী, ধর্মান্তকরণের জন্য লাভ জিহাদকেও কারণ মানা হচ্ছে। শোনা যাচ্ছে যে, পরিচয় গোপন করে আর প্রলোভন দেখিয়ে ধর্ম পরিবর্তন করার কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, উত্তর প্রদেশে হিন্দু আর বিশেষ করে এসসি/এসটি দের প্রলোভন দেখিয়ে ধর্ম পরিবর্তন করা হয়। আপনাদের জানিয়ে রাখি, উত্তরপ্রদেশ বিধানসভায় ১৯৫৪ সালে ধর্ম পরিবর্তনের ইস্যু ওঠানো হয়েছিল। আরেকদিকে, কিছুদিন আগেই জৈনপুরে একসাথে ৩০০ জনের ধর্ম পরিবর্তন করার মামলা সামনে এসেছিল। Yogi aditynath-যোগী আদিত্যানাথ রিপোর্টে বলা হয়েছে যে, উত্তর প্রদে

মহারাষ্ট্রে শিবসেনা ক্ষমতায় এলেই রুখে দেওয়া হবে বুলেট ট্রেন নিয়ে মোদীর ড্রিম প্রোজেক্ট!

Image
মুম্বাইঃ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে শিবসেনা, কংগ্রেস আর এনসিপির মধ্যে একের পর এক বৈঠক আর চর্চা হয়েই চলেছে। তিনটি দল কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে চর্চা করছে। আর এই চর্চায় কৃষকদের জন্য বড় ঘোষণা হতে আপ্রে। মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বুলেট ট্রেনের জন্য দেওয়া টাকা এবার রাজ্যের কৃষকদের ঋণ মাফির জন্য করা হতে পারে। সুত্র অনুযায়ী, কমন মিনিমাম প্রোগ্রামে তিনটি দলই এই ইস্যু নিয়ে চর্চা করছে। আপানদের জানিয়ে রাখি, বুলেট ট্রেন প্রোগ্রামে রাজ্য সরকারের তরফ থেকেও পয়সা দেওয়া হয়, আর এই অংশীদারিতে এবার মহারাষ্ট্র সরকারের দেওয়া টাকা বন্ধ হতে পারে। বুলেট ট্রেনের জন্য ২৫ শতাংশ ফাণ্ড দিচ্ছে মহারাষ্ট্র সরকার। জানিয়ে দিই, বুলেট ট্রেন প্রোজেক্ট হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ড্রিম প্রোজেক্টের মধ্যে একটি। দেশের প্রথম বুলেট ট্রেন আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে চালানো হবে। এই ট্রেন জাপানের সাহায্য নিয়ে তৈরি করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই প্রোজেক্টের শিলন্যাস করেছিলেন। from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali n

রাম জন্মভূমি অযোধ্যাতে হবে গগনচুম্বী রাম মন্দির, ঘোষণা করলেন অমিত শাহ

Image
রাঁচিঃ  অযোধ্যা নিয়ে রায় ঘোষণা হওয়ার পর প্রথমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাম মন্দির নিয়ে বড় বয়ান দিলেন। ঝাড়খণ্ডের একটি নির্বাচনী সভাতে অমিত শাহ বলেন, অযোধ্যাতে গগনচুম্বী রাম মন্দির হবে। ঝাড়খণ্ডের লাতেহারে জনতার কাছে অমিত শাহ প্রশ্ন করেন, আপনারাই বলুন রাম মন্দির চাই তো? কিন্তু কংগ্রেস দল আদালতে অযোধ্যা নিয়ে মামলা লড়তেই দিচ্ছিল না। এবার দেশের সর্বোচ্চ আদালত অনুমতি দিয়ে দিয়েছে। এবার রাম জন্মভূমিতে গগনচুম্বী মন্দির হবে। উনি বলেন, আমরা চাইছিলাম যে, এই নির্ণয় আদালত নিক। সাংবিধানিক রুপে এই বিতর্কের অন্ত চাইছিলাম আমরা। আর দেখুন, দেশের সর্বোচ্চ আদালত এই সমস্যার সমাধান করে দিয়েছে, আর অযোধ্যাতে রাম মন্দির বানানোর অনুমতি দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের একটির পর একটি সমস্যার সমাধান করে চলেছে। অমিত শাহ বলেন, ভোটের লোভে কংগ্রেস কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে কোন কথা বলেনি। নরেন্দ্র মোদী সরকার ভারত মাতার মুকুটে লেগে থাকা এই কলঙ্ককে হটিয়ে সমস্যার সমাধান করে দিয়েছে। অমিত শাহ বলেন, আজ ঝাড়খণ্ড উন্নতির রাস্তায় অগ্রসর হয়েছে, কারণ উপরে নরে

আম জনতার জন্য স্বস্তি, এখন আর কাঁদাবে না পিঁয়াজের দাম! বড় পদক্ষেপ নিলো মোদী সরকার

Image
বুধবার হওয়া ক্যাবিনেট মিটিংয়ে মোদী সরকার আম জনতাকে স্বস্তি দেওয়ার জন্য বড়সড় ঘোষণা করল। সরকার পিঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার ১.২ লক্ষ মেট্রিক টন পিঁয়াজ আমদানি করার মঞ্জুরি দিয়ে দিয়েছে। এর জন্য প্রাইস স্টেবেলাইজেশন ফাণ্ডের ব্যাবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার বুধবার ঘরোয়া বাজারে পিঁয়াজের উপলব্ধতা বাড়ানোর জন্য ১.২ লক্ষ টন পিঁয়াজ আমদানি করার জন্য খাদ্য মন্ত্রালয়কে মঞ্জুরি দিয়ে দিয়েছে। বৈঠকের পর অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন এই কথা সংবাদ মাধ্যমকে জানান। খাদ্য এবং উপভোক্তা মামলার মন্ত্রী রামবিলাস পাসোয়ান ১৬ই নভেম্বর বলেছিলেন যে, সরকারি কোম্পানি এমএমটিস্যার মাধ্যমে সরকার এক লক্ষ টন পিঁয়াজের আমদানি করবে। এর ফলে পিঁয়াজের দাম অনেকটাই কমে যাবে বলে আশা জাহির করেছিলেন তিনি। সরকার পিঁয়াজের উপলব্ধতা আরও ভালো করার জন্য আমদানিকে মঞ্জুরি দিয়ে দিয়েছে এবং আমদানির জন্য সমস্ত প্রণালীকে আরও সহজ বানানো হয়েছে। সরকার এই পদক্ষেপ এমন সময় নিয়েছে, যখন ঘরোয়া বাজারে পিঁয়াজ কম থাকার কারণে, দাম আকাশ ছুঁয়েছে। দিল্লীতে পিঁয়াজ ৬০ টাকা প্রতি কেজি হয়ে গেছে। ২০১৯-২০ এর খরিফ মরশুমে পিঁয়াজের উৎপাদন ২৬ শতাংশ কমে গিয়েছে। আর

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে, মোদী সরকার কাশ্মীরকে ভারতের সংস্কৃতির সাথে যুক্ত করেছেঃ আমেরিকার সাংসদ

Image
জম্মু কাশ্মীরে (Kashmir) মোদী সরকারের (Modi Sarkar) ৩৭০ ধারা (Article 370) খতম করার সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা হল আমেরিকার সংসদে। বুধবার হাউস অফ রিপ্রেসেন্টিভসে আমেরিকার সাংসদ পিট ওলসেন (pete olson) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। আমেরিকার টেক্সাস-২২ থেকে সাংসদ পিট ওলসেন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে সেখানকার মানুষদের ভারতের মহান সংস্কৃতির সাথে যুক্ত করেছেন। আমেরিকার সাংসদ পিট ওলসেন বলেন, ৩৭০ ধারা একটি অস্থায়ী আইন ছিল, এর কারণে জম্মু কাশ্মীরের মানুষদের একটি আলাদা আইন পালন করার জন্য বাধ্য করা হয়েছিল। এখন সেখানকার মানুষদের কাছে অন্যান্য ভারতীয়দের মতই সমান অধিকার আছে। আপনাদের জানিয়ে রাখি, মোদী সরকার পাঁচই আগস্ট জম্মু আর কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেয়। এরপর জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত রাজ্যের তকমা পায়। এবং জম্মু কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে নতুন কেন্দ্র শাসিত রাজ্য বানানো হয়। একদিকে যেমন মোদী সরকারের এই কাজে গোটা দেশের মানুষ খুশি। আরেকদিকে মোদী সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবেশী দেশ পাকিস্তান রোজই ন

পাঁচ আগস্টের পর কাশ্মীর থেকে পাঁচ হাজার আলগাঁওবাদী আর পাথরবাজদের গ্রেফতার করা হয়েছে

Image
নয়া দিল্লীঃ  কেন্দ্র সরকার বুধবার জানায় যে, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর রাজ্যে শান্তি ভঙ্গের আশঙ্কার কথা মাথায় রেখে ৫১৬১ জন আলগাঁওবাদী আর পাথরবাজদের গ্রেফতার করা হয়েছে।  গৃহ রাজ্যমন্ত্রী জি কিষাণ রেড্ডি রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে বলেন, ‘চার আগস্ট ২০১৯ থেকে কাশ্মীরে শান্তি ভঙ্গ করা দুষ্কৃতীদের দেশের সুরক্ষার জন্য ক্ষতিকর গতিবিধি গুলোকে থামানোর জন্য এবং রাজ্যে আইন শৃঙ্খলা কায়েম রাখার জন্য ৫১৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে পাথরবাজ, জঙ্গি আর জঙ্গিদের প্রত্যক্ষ ভাবে সহয়াতা করা ব্যাক্তি, আলগাওবাদী, দুষ্কৃতী এবং রাজনৈতিক ব্যাক্তিরাও ছিল।” গৃহ রাজ্য মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, জম্মু কাশ্মীরে আপাতত ৬০৯ জন মানুষ হেফাজতে আছে। আর তাঁদের মধ্যে প্রায় ২১৮ জন পাথরবাজ শামিল আছে। আরেকটি প্রশ্নের জবাবে গৃহ রাজ্যমন্ত্রী জি কিষাণ রেড্ডি সংসদে বলেন, জম্মু কাশ্মীরে সমস্ত স্কুল এবং কলেজ খুলে দেওয়া হয়েছে। আর এই স্কুল এবং কলেজে ৯৮ শতাংশ পড়ুয়ারা উপস্থিত থাকছে। গৃহ রাজ্য মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, জম্মু কাশ্মীরে সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ সেবা কেন্দ্র আগের মতই বিনা কোন বাধায় চলছ

পৃথ্বী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষণ করল ভারত, ৩০০ কিমি দূরে থাকা শত্রুকে নিমিষেই করা যাবে ধ্বংস

আবারও কামাল করে দেখালো ভারত। রোজ রোজ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষণ করে গোটা বিশ্বকে তাক লাগাচ্ছে ভারতীয় বিজ্ঞানীরা। আজ ভারতীয় বিজ্ঞানীরা উড়িষ্যার উপকূলে পৃথ্বী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষণ করল। স্ট্যাটার্জিক ফোর্সের কম্যান্ড দ্বারা ৩০০ কিমি দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম দুটি মিসাইলের আজ সফল পরীক্ষণ হয়। India successfully carries out night-time test-firing of two Prithvi ballistic missiles off the coast of Odisha. The trials of the 300 km-range missiles was carried out by the Strategic Forces Command. pic.twitter.com/K2lYBqxXy6 — ANI (@ANI) November 20, 2019 এর আগে ভারত উড়িষ্যার চাঁদিপুর থেকে দুই হাজার কিমি পর্যন্ত মারক ক্ষমতা সম্পন্ন অগ্নি – ২ ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষণ করে। রাত্রির বেলায় মারক ক্ষমতা পরীক্ষায় এই মিসাইল সফল হয়েছে। প্রতিরক্ষা সুত্র অনুযায়ী, মাটি থেকে মাটিতে নিশানা ধ্বংস করা এই মিসাইলের সফল পরীক্ষণ উড়িষ্যার চাঁদিপুর রেঞ্জ থেকে করা হয়েছে। অগ্নি – ২ মিসাইলের সফল পরীক্ষণ গত বছরেই করা হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে এই মারক মিসাইলের পরীক্ষণ প্রথমবার হল। এই মি

আরও তিনটি রাফাল যুদ্ধ বিমান ভারতের হাতে তুলে দিলো ফ্রান্স, ২০২০ সালেই আসবে প্রথম খেপ

Image
নয়া দিল্লীঃ  আরও তিনটি রাফাল যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিলো ফ্রান্স। সরকার বুধবার জানায় যে, তিনটি রাফাল যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছে আর বায়ুসেনার পাইলটদের এবং প্রযুক্তিবিদদের ব্যাবহারের জন্য এই বিমান গুলোকে ব্যাবহার করা হচ্ছে। ভারত আর ফ্রান্স ৩৬ টি রাফাল লড়াকু বিমানের জন্য ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে প্রায় ৫৯ হাজার কোটি টাকার চুক্তি করেছিল। প্রথম রাফাল বিমান এবছরের বিজয়া দশমী আটই অক্টোবর ভারতের হাতে তুলে দিয়েছিল ফ্রান্স। প্রথম রাফাল বিমান ভারতে আনতে ফ্রান্সে গেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চারটি রাফাল বিমানের প্রথম খেপ ২০২০ সালের মধ্যে ভারতে চলে আসবে। বিজয় দশমী আর ভারতীয় বায়ুসেনার স্থাপনা দিবসে ভারত বিশ্বের সবথেকে শক্তিশালী বিমানের মধ্যে একটি রাফাল বিমান হাতে পায়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর ভায়েস চেয়ারম্যান মার্শাল হরজিত সিং আরোরা ফ্রান্সিসি শহর বোর্ডেক্সে গেছিলে, সেখানে ফ্রান্স ভারতের হাতে প্রথম রাফাল বিমান তুলে দেয়। প্রথম রাফাল বিমানের নাম বায়ুসেনা প্রধান রাকেশ ভাদোরিয়া এর নামে ‘আর-বি -০০১” রাখা হয়েছে। প্রথম রাফাল বিমান গ্রহণ করার

বিজেপি শাসিত রাজ্যের গুরুকুলে আয়োজিত হল বিশ্বের প্রথম মুসলিম যোগা শিবির

Image
দেরাদুনঃ উত্তরাখণ্ডে বৈদিক আশরম গুরুকুল মহাবিদ্যালয়ের স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠানে পৌঁছে মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত চক্রবর্তী সম্রাট ভরত আর মহর্ষী কনভ এর মূর্তির উদ্বোধন করেন এবং মুসলিম যোগা শিবিরের শুভারম্ভ করেন। সরকার দাবি করে যে, এটাই বিশ্বের সর্বপ্রথম মুসলিম যোগ শিবির। এই যোগ শিবির ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়ার বলেন, সম্রাট ভরত এর জন্মস্থানকে কেন্দ্র সরকার দেশের ৩২ টি আইকনিক স্থানের মধ্যে জায়গা দিয়েছে। এই আশ্রমের উন্নয়নের জন্য সরকার বদ্ধপরিকর। এই অবসরে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মাগদর্শক ইন্দ্রেশ কুমার, উত্তরাখণ্ডের বন মন্ত্রী ডঃ হরক সিং রাওয়ার, মহাবিদ্যালয়ের সংস্থাপক ডঃ বিশ্বপাল জয়ন্ত, সর্বধর্ম ধাম হরিদ্বারের সংস্থাপক শারফরুদি খান, অফজল ম্যাঙ্গালোরি, রাজেন্দ্র প্রসাদ সমেত অনেক বড় বড় নেতা এবং বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। কনভাশ্রমে আয়োজিত বিশ্বের প্রথম মুসলিম যোগা শিবিরে সব ধর্মের মানুষদের স্বাগত জানানো হয়েছে। এই যোগা শিবিরের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আর সব ধর্মের মানুষদের মধ্যে ভাতৃত্ব বোধ জাগিয়ে তোলার প্রচেষ্

বড় ঘোষণা অমিত শাহ’র! গোটা দেশে চালু হবে NRC, বাদ যাবেনা বাংলাও

Image
রাজ্যসভায় (Rajya Sabha) স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) আজ এনআরসি (NRC) নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দেন। সাংসদদের প্রশ্নের জবা দিয়ে অমিত শাহ বলেন, NRC এর জন্য কোন ধর্ম বিশেষ মানুষদের ভয় পেতে হবেনা। বড় ঘোষণা করে অমিত শাহ বলেন, NRC এর মাধ্যমে নাগরিকদের পরিচয় সুনিশ্চিত করা হবে, আর NRC গোটা দেশে লাগু হবে। উনি ধর্মের ভিত্তিতে NRC তে বৈষম্যের কথা অস্বীকার করেন। উনি বলেন, এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের নাগরিকদের NRC লিস্টে যুক্ত করা হবে। NRC তে এমন কোন নিয়ম নেই যে, এর মাধ্যমে কোন ধর্ম বিশেষ মানুষদের এই সূচিতে যুক্ত করা হবেনা। অমিত শাহ বলেন, সমস্ত নাগরিক তাঁদের ধর্ম যাই হোক না কেন, NRC লিস্টে যুক্ত হতে পারবেন। NRC একটি আলাদা প্রক্রিয়া আর নাগরিক সংশোধন বিল আলাদা প্রক্রিয়া। এই দুটি জিনিষকে একসাথে না দেখা মঙ্গল। সৈয়দ নাসির হুসেইনের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন হিন্দু, বৌদ্ধ, শিখ জৈন, ইসাই, পারসি শর্ণার্থীদের নাগরিকতা দেওয়া হবে। এর জন্য সিটিজেন অ্যামেডমেন্ট বিল আলাদা একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে এই ধর্মাবল্মবি মানুষদের নাগরিকতা দেওয়া হবে।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন শরদ পাওয়ার, মুখে কুলুপ আঁটলেন সনিয়া গান্ধী

Image
মুম্বাইঃ মহারাষ্ট্রে (Maharashtra) সরকার গঠন নিয়ে মুম্বাই থেকে দিল্লী পর্যন্ত বৈঠকের পর বৈঠক হয়েই যাচ্ছে। কিন্তু এত বৈঠকের পরেও এখনো পর্যন্ত রাস্তা পরিস্কার হয়নি। কংগ্রেস (Congress) আর এনসিপি (NCP) এর বড় নেতারা মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দিল্লীতে বড় বৈঠক করতে চলেছেন। শোনা যাচ্ছে যে, এই বৈঠকের পর মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বড় ঘোষণা হতে পারে। এই বৈঠকে এনসিপির তরফ থেকে শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল ছাড়াও অজিত পাওয়ার উপস্থিত থাকবেন। আরেকদিকে কংগ্রেসের তরফ থেকে আহমেদ প্যাটেল, কেসি বেনুগোপাল, মল্লিকার্জুন খড়গে, পৃথ্বীরাজ চৌহান আর অশোক চৌহান উপস্থিত থাকবেন। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সংসদের অধিবেশনে অংশ নিতে যাওয়া শরদ পাওয়ার যখন কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধীর সাথে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে কথা বলতে যান, তখন সনিয়া গান্ধী এই নিয়ে মুখ না খোলাটাই শ্রেয় মনে করেন। এনসিপি এর প্রধান শরদ পাওয়ার আজ দুপুর ১২ টা নাগাদ প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাৎ করবেন। এই বৈঠকে মহারাষ্ট্রের কৃষকদের পরিস্থিতি নিয়ে এনসিপি আর শিবসেনার সাংসদেরা প্রধানমন্ত্রী মোদীর সাথে চর্চা করবেন। এনসিপি নেতা নবাব মালিক বলেন, শ

অবশেষে জঙ্গিদের ধর্ম খুঁজে পেলো বামেরা, সিপিএম নেতার নিশানায় ইসলামিক সংগঠন গুলো

Image
কোচিঃ সিপিএম নেতা পি. মোহনান (P. Mohanan) বলেন, মুসলিম জঙ্গি সংগঠন মাওবাদীদের সাহায্য করছে। উনি মঙ্গলবার ট্যুইট করে লেখেন, ন্যাশানাল ডেভলমেন্ট ফ্রন্ট আর ইসলামিক কট্টরপন্থীরা মাওবাদীদের সমর্থন করা নিয়ে খুব উৎসাহিত। উনি বলেন, ইসলামিক জঙ্গিরা কেরলে (Kerala) মাওবাদীডের উস্কানি দেওয়ার কাজ করছে। এছাড়াও কেরলের মুসলিম জঙ্গি সংগঠন গুলো মাওবাদীদের শক্তি বাড়াচ্ছে। কেরলে বিগত কয়েক বছরে ধরা পড়া জঙ্গিরা ইসলামিক স্টেটের সাথে জড়িত ছিল। আর এই প্রমাণ সিপিএম নেতার দাবিকে আরও মজবুত করছে। নভেম্বর ২০১৭ সালে কেরল পুলিশ আশঙ্কা জাহির করে বলেছিল যে, কয়েক বছরে রাজ্যে প্রায় ১০০ জন ইসলামিক স্টেটে যুক্ত হয়েছে। কেরল পুলিশ এই সম্বন্ধে ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ, টেলিগ্রাম, ম্যাসেঞ্জার থেকে ৩০০ এর বেশি অডিও এবং ভিডিও ক্লিপ জোগাড় করেছে। ওই ক্লিপ গুলোতে এক মহিলার তাঁর স্বামীর আইএস জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হওয়া এবং সেনার আক্রমণে মারা যাওয়ার কথা বলেছিল। আরেকদিকে, শ্রীলঙ্কায় ইস্টারের দিন হওয়া ধামার সুত্র কেরলের সাথে যুক্ত হয়েছিল। ২০১৯ এর এপ্রিল মাসে NIA কেরলেও কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতা

শত্রুদের হাত থেকে দেশের জওয়ানদের রক্ষা করার জন্য বারাণসীর এক ছাত্র বানালো স্বদেশী আইরন ম্যান স্যুট

Image
বারাণসীঃ  হলিউড সিনেমা আইরন ম্যান (Iron Man) এর চরিত্র থেকে অনুপ্রেরণা নিয়ে বারাণসীর এক ছাত্র আইরন ম্যান স্যুট তৈরি করেছে। ছাত্র জানায়, এই স্যুট দেশের জওয়ানদের শত্রুদের সাথে যুদ্ধ করার সময় রক্ষা করবে, আর আমাদের জওয়ান সুরক্ষিত থাকবে। বারাণসী এর পহড়িয়া এর অশোকা ইন্সটিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এর আর এন্ড টি ডিপার্টমেন্টের ছাত্র শ্যাম চৌরাসিয়া নিজের হাতে এই কবজ বানিয়েছে। শ্যাম জানায়, আমার মনে ছোট থেকেই দেশের জন্য কিছু করার ইচ্ছে ছিল। আর সেই চিন্তা ভাবনা নিয়ে দেশের জওয়ানদের সুরক্ষার জন্য এইরকম মেটাল স্যুট তৈরি করেছি। এই মেটাল স্যুটের সাহায্যে আমাদের দেশের জওয়ান সুরক্ষিত থেকে জঙ্গি আর শত্রুপক্ষের সাথে যুদ্ধ করতে পারবে। এই মেটাল স্যুটের ওজন প্রায় সাত কেজি। স্যুটে আলাদা আলাদা ভাবে ১০ টি ব্যারেল সেট করা হয়েছে। স্যুটে লাগানো বন্দুককে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া যেরকম হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে সঞ্চালিত করা সম্ভব। এই স্যুট বানানোর প্রধান উদ্দেশ্য হল আমাদের দেশের জওয়ানদের রক্ষা করা। এই প্রোটোটাইপ মডেল স্বয়ং শ্যাম চৌরাসিয়া তৈরি করেছে। শ্যাম জানায়, এই স্যুট পড়ে আমাদের দেশের জও

বড় খবরঃ ঘোষণা হতে চলেছে ভারতের তিন সামরিক বাহিনীর একক প্রধানের নাম

Image
নয়া দিল্লীঃ  ভারতের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফের (CDS) নাম আগামী মাসেই ঘোষণা হতে চলেছে। এছাড়াও সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের জায়গায় নতুন সেনা প্রধানের নাম ঘোষণা হতে পারে। জেনারেল রাওয়াত ৩১ ডিসেম্বর অবসর নিতে চলেছেন। CDS এর কাছে তিন সেবায়িত সেনা প্রধানকে নির্দেশ দেওয়া এবং শত্রুতার মামলায় প্রতিক্রিয়ার জন্য কম্যান্ড দেওয়ার ক্ষমতা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা গঠিত সম্পাদন সমিতির সভাপতি হলেন জাতীয় নিরপত্তা উপদেষ্টা অজির দোভাল। সমিতি এখনো পর্যন্ত CDS চার্টারের সংজ্ঞায়িত করা হয়নি। এই তথ্যে যারা অবগত তাঁরা জানান, CDS সরকাকে সামরিক পরামর্শ দেবে। যেরকম ভাবে এর আগে সুব্রমণ্যম এর নেতৃত্বে কার্গিল রিভিউ কমিটিকে পরামর্শ দেওয়া হয়েছিল। তাঁদের থেকে আরও জানা যায় যে, CDS শুধুমাত্র খাতা কলমেই থাকবে না। CDS এর আদেশ তিন সেনার প্রধানকেই পালন করতে হবে। তথ্য থেকে জানা যায় যে, CDS জয়েন্টমেনশিপ কে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবে। এছাড়াও CDS  তিনটি পরিষেবার পরিকাঠামো গুলোর পর্যবেক্ষণ করবে। যার মধ্যে এককৃত প্রতিরক্ষা কর্মচারীর বর্তমান পদকে পরিবর্তন করে প্রতিরক্ষা কর্মচারীদের উপ প্রধান

স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম দেশের মধ্যবিত্তদের জন্য সুখবর, মোদী সরকার দিতে চলেছে বড় উপহার

Image
নয়া দিল্লীঃ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Modi Sarkar) মধ্যবিত্তদের জন্য একটি বড়সড় উপহার দিতে চলেছে। সরকার এখন মধ্যবিত্তদের (Middle Class) জন্য নতুন করে স্বাস্থ পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পরিষেবা তাঁদের জন্য হবে, যারা এখনো পর্যন্ত কোন পাবলিক হেলথ কেয়ারের আওতায় পড়েনি। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, নীতি আয়োগ (Niti Ayog) এই পরিকল্পনার রূপরেখা তৈরি করে নিয়েছে। এই নতুন স্বাস্থ পরিষেবায় তাঁদের যুক্ত করা হবেনা, যারা আগে থেকেই আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের সুবিধা ভোগ করছেন। আপনাদের জানিয়ে রাখি, আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা সেই সমস্ত দরিদ্র মানুষেরা নিচ্ছে, যারা নিজে থেকে কোনরকম স্বাস্থ বীমা করাতে পারবেননা। নীতি আয়োগের পরামর্শদাতা (স্বাস্থ) অলোক কুমার বলেন, ‘ দেশের প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা এখনো পর্যন্ত কোন সার্বজনীন স্বাস্থ পরিষেবার সাথে যুক্ত নয়। আর সেই সব মানুষদের থেকে হাতে গোনা কিছু টাকা নিয়ে তাঁদের স্বাস্থ পরিষেবার সাথে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প মিডিল ক্লাসদের স্বাস্থের দেখভাল করবে।” File Pic অলোক কুমার বলেন, মিডিল ক্লাস মানুষদের যদি দেশে উন্নত স্ব

বিজেপির এমন এক মুখ্যমন্ত্রী, যার কাছে না আছে কোন বাড়ি না আছে জমি! নিঃস্বার্থ ভাবে চালিয়ে যাচ্ছেন রাজপাঠ

Image
রাঁচিঃ ঝাড়খণ্ডের (Jharkhand) বিজেপির (BJP) মুখ্যমন্ত্রী রগুবর দাসের (Raghubar Das) কাছে না কোন নিজস্ব ঘর আছে, আর না কোন জমি। রঘুবর দাস নির্বাচন কমিশনের কাছে দেওয়া শপথ পত্রে এই তথ্য দেন। মুখ্যমন্ত্রী রঘুবর দাস জামশেদপুর এর পূর্ব বিধানসভা আসন থেকে এবার নির্বাচনে লড়ছেন। ওই আসন থেকে সোমবার উনি মনোনয়ন দাখিল করেন। এর সাথে সাথে উনি নিজের সম্পত্তি সম্বন্ধ্যেও তথ্য দেন। রঘুবর দাসের শপথ পত্র অনুযায়ী, বিগত পাঁচ বছরে ওনার বার্ষিক আয় ১৯ লক্ষ ৩৭ হাজার ৯২৪ টাকা। যদি নগদ টাকার কথা বলা হয়, তাহলে রঘুবর দাসের আকছে এখন ৪১ হাজার ৬০০ টাকা নগদ আছে। আর ওয়ান্র স্ত্রী রুকমনি দেবীর কাছে ৩১ হাজার টাকা নগদ আছে।  রঘুবর দাসের ব্যাঙ্কে জমা টাকা, শেয়ার আর গহনার মোট মূল্য ৬৬ লক্ষ ৫৭ হাজার ৮০৭ টাকা। আর ওনার স্ত্রীর কাছে ১৮ লক্ষ ৫১ হাজার ১৭৪ টাকা সম্পত্তি আছে। দুজনের সম্পত্তি মিলিয়ে রঘুবর দাসের মোট সম্পত্তি ৮৫ লক্ষ ৯৮১ টাকা। মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সম্পত্তির বিবরণ দেখলে, ওনার ব্যাংক অ্যাকাউন্টে ৬০ লক্ষ ১৬ হাজার ৬৭০ টাকা আছে। ওনার কাছে ২ লক্ষ ৬৪ হাজার ৮৬৪ টাকার শেয়ার আছে। মুখ্যমন্ত্রীর কাছে একটি টয়োটা ইনোভা গাড়ি আছে

সীমান্তে নজর রাখার জন্য আমেরিকার ১৩ টি স্যাটেলাইটের সাথে ইসরো লঞ্চ করবে কার্টোস্যাট-৩

Image
নয়া দিল্লীঃ  ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO) তিনটি আর্থ অবজার্ভেশন অথবা সার্ভিলেন্স স্যাটেলাইট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। প্রথম স্যাটেলাইট ২৫ নভেম্বর আর বাকি দুটি ২ ডিসেম্বর লঞ্চ করা হবে। এই স্যাটেলাইট গুলোর মাধ্যমে দেশের সীমান্ত গুলোতে নজরদারি রাখা সম্ভব হবে। এই তিনটি প্রাথমিক উপগ্রহ বাদে, তিনটি পিএসএলভি রকেট দুই ডজনের থেকে বেশি বিদেশী আর ন্যানো মাইক্রো স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইসরো। পিএসএলএভি সি-৪৭ রকেটকে ২৫ নভেম্বর শ্রীহরিকোটা থেকে সকাল ৯ঃ২৮ মিনিটে লঞ্চ করা হবে। এটি নিজের সাথে থার্ড কজনরেশন আর্থ ইমেজিং স্যাটেলাইট কার্টোস্যাট আর আমেরিকার ১৩ টি কমার্শিয়াল ন্যানোস্যাটেলাইট মহাকাশে নিয়ে যাবে। ইসরোর অনুসারে, ১৩ আমেরিকার ন্যানোস্যাটেলাইট লঞ্চ করার চুক্তি সম্প্রতি গঠিত ব্যাবসায়িক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড করেছিল। কার্টোস্যাট-৩ কে ৫০৯ কিমি অর্বিটরে স্থাপিত করা হবে। স্পেসফ্লাইট অনুযায়ী, ইসরো আরও দুটি সার্ভিল্যেন্স স্যাটেলাইট- রিস্যাট- ২বিআর১ আর রিস্যাট- ২বিআর২ কে পিএসএলভি ৪৮ আর সি ৪৯ রকেটের মাধ্যমে শ্রীহরিকোটা থেকে ডিসেম্বরে লঞ্চ করা হবে। ISRO : Indian Space Research Organis