কৃষক আন্দোলনে যোগ দিয়ে চুরি গেল বাম জার্নালিস্ট সাবা নকভির iPhone! ট্যুইটারে ট্রোলার্সরা নিচ্ছে ক্লাস
নয়া দিল্লীঃ দিল্লী বর্ডারে একমাসের উপরে নয়া কৃষি আইন রদ করা নিয়ে বিরোধ প্রদর্শন জারি আছে। তবে এই আন্দোলনে কৃষকদের যাতে কোনও অসুবিধে না হয় তাঁর জন্য ব্যবস্থা করা হয়েছে পিজ্জা পার্লার, ওয়াইফাই পরিষেবা, ওয়াশিং ম্যাশিন, ইনভার্টার, মিউজিক সিস্টেম, ভ্রাম্যমাণ সিনেমা হল এবং অনেক কিছু। এবার এই আন্দোলনে চোরেদেরও সমাগম বাড়ছে। সাংবাদিক সাবা নকভি (saba naqvi) একটি ট্যুইট করে জানিয়েছেন যে, সিঙ্ঘু বর্ডারে ওনার ফোন চুরি হয়ে গিয়েছে। ওনার ওই ফোনটি আইফোন ১১ প্রো ছিল বলে জানিয়েছেন তিনি। উনি লেখেন, আন্দোলনে ওনার সাথে ধাক্কাধাক্কি করা হয়, এরপর ওনার ফোন চুরি করে নিয়ে পালায় কেউ। Dear friends, my I phone 11 pro invaluable for my work got stolen today at Singhu border. Professional thieves. Pushed , grabbed and disappeared. So not available on phone tonight. will sort out. — Saba Naqvi (@_sabanaqvi) December 31, 2020 https://platform.twitter.com/widgets.js নকভি ট্যুইট করে জানান যে, ওনার ফোন চুরি যাওয়ার কারণে আপাতত তিনি ফোনে উপলব্ধ থাকবেন না। উনি গতকাল ট্যুইট করে লেখেন, ‘প্রিয় বন্ধুরা, আমার আইফোন ১১ প্র