কৃষকরা Jio টাওয়ার ভাঙচুর করায় ১ আনাও ক্ষতি হয়নি মুকেশ আম্বানির! ক্ষতির মুখে কানাডার এক কোম্পানি
পাঞ্জাবের বিভিন্ন স্থানে রিলায়েন্স জিওর প্রায় ১৩০০ টাওয়ারকে টার্গেট করা হয়েছে বলে খবর এসেছিল। কোনো টাওয়ারের জেনেটর চুরি করে নেওয়া হয়েছিল আবার কোনো টাওয়ারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে লক্ষণীয় বিষয় যে টাওয়ারগুলো মাত্র কয়েক মাস আগে অবধি রিলায়েন্স এর মালিকাধীন টাওয়ার ছিল। তবে এখন মুকেশ আম্বানি কানাডার একটি সংস্থা ‘ব্রুকফিল্ড’ টাওয়ারের মালিকানা বিক্রি করে দিয়েছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেপ্টেম্বর মাসে জানিয়েছিল যে জিও এর টেলিকম টাওয়ার এসেস্ট ২৫,২১৫ কোটি টাকায় ব্রুকফিল্ড ইনফ্রাস্ট্রাকচার পার্টনারস এলপিকে বেচে দিয়েছে। রিলায়েন্স জিও এই টাকা ইনফ্রেটেলের ঋণ মেটাতে ব্যাবহার করবে।
এর সোজা অর্থ এই যে, কৃষকরা যে টাওয়ারগুলিকে ক্ষতিগ্রস্ত করছেন সেগুলি মুকেশ আম্বানির নয় বরং সেগুলি কানাডার এক কোম্পানির। অবশ্য টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার জিও উপভোক্তাদের কিছু সময়ের জন্য অসুবিধায় পড়তে হতে পারে।
The post কৃষকরা Jio টাওয়ার ভাঙচুর করায় ১ আনাও ক্ষতি হয়নি মুকেশ আম্বানির! ক্ষতির মুখে কানাডার এক কোম্পানি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3rE6CGs
Comments
Post a Comment