গোটা ভারতের জেলে বন্দি প্রচুর মুসলিম অপরাধী! ওয়াইসি বললেন, এটা অন্যায় হচ্ছে মুসলিমদের সাথে
নয়া দিল্লীঃ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (All India Majlis-e-Ittehadul Muslimeen) এর প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) জেলে বন্দি মুসলিম অপরাধীদের সংখ্যা নিয়ে একটি ট্যুইট করেন। ওয়াইসি লেখেন, ‘আগে থেকে ব্যাপক হারে মুসলিম পুরুষদের বন্দি বানিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন তাঁদের সংখ্যা আরও বেড়ে গেছে। আইনের নজরে এরা নির্দোষ কিন্তু তাঁরা বছর বছর ধরে জেলে বন্দি আছে। এটা প্রণালীগত অন্যায়ের আরও একটি উদাহরণ, আর এই অন্যায়ের শিকার আমরা।” ওয়াইসি একটি মিডিয়া রিপোর্ট শেয়ার করে এই কথা বলেন। ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রীয় অপরাধ রেকর্ড ব্যুরো (NCRB) দেশের জেলে বন্দি অপরাধীদের নিয়ে একটি পরিসংখ্যান জারি করা হয়েছিল। ওই পরিসংখ্যানে জানা যায় যে, জেলে বন্দি মুসলিম, দলিত আর আদিবাসীদের সংখ্যা দেশে তাঁদের জনসংখ্যার অনুপাতে ভিন্ন। আর অন্য পিছিয়ে পরা (OBC) এবং উচ্চ জাতির সাথে যুক্ত মানুষদের মামলায় এই সংখ্যা অন্যরকম। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০১৯ এর পরিসংখ্যান দেখে বোঝা যায় যে, মুসলিম সম্প্রদায় ভুক্ত জেলে বন্দি কয়েদিরা দোষীর বদলে বিচারাধীন অধিক। ২০১৯ সালের শেষের দিকে