Posts

Showing posts from August, 2020

গোটা ভারতের জেলে বন্দি প্রচুর মুসলিম অপরাধী! ওয়াইসি বললেন, এটা অন্যায় হচ্ছে মুসলিমদের সাথে

Image
নয়া দিল্লীঃ  অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (All India Majlis-e-Ittehadul Muslimeen) এর প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) জেলে বন্দি মুসলিম অপরাধীদের সংখ্যা নিয়ে একটি ট্যুইট করেন। ওয়াইসি লেখেন, ‘আগে থেকে ব্যাপক হারে মুসলিম পুরুষদের বন্দি বানিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন তাঁদের সংখ্যা আরও বেড়ে গেছে। আইনের নজরে এরা নির্দোষ কিন্তু তাঁরা বছর বছর ধরে জেলে বন্দি আছে। এটা প্রণালীগত অন্যায়ের আরও একটি উদাহরণ, আর এই অন্যায়ের শিকার আমরা।” ওয়াইসি একটি মিডিয়া রিপোর্ট শেয়ার করে এই কথা বলেন। ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রীয় অপরাধ রেকর্ড ব্যুরো (NCRB) দেশের জেলে বন্দি অপরাধীদের নিয়ে একটি পরিসংখ্যান জারি করা হয়েছিল। ওই পরিসংখ্যানে জানা যায় যে, জেলে বন্দি মুসলিম, দলিত আর আদিবাসীদের সংখ্যা দেশে তাঁদের জনসংখ্যার অনুপাতে ভিন্ন। আর অন্য পিছিয়ে পরা (OBC) এবং উচ্চ জাতির সাথে যুক্ত মানুষদের মামলায় এই সংখ্যা অন্যরকম। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০১৯ এর পরিসংখ্যান দেখে বোঝা যায় যে, মুসলিম সম্প্রদায় ভুক্ত জেলে বন্দি কয়েদিরা দোষীর বদলে বিচারাধীন অধিক। ২০১৯ সালের শেষের দিকে

ভাগ্যিস আমি মুম্বাইতে নেই, নাহলে আমাকেও সুশান্তের মতো পাখায় ঝুলিয়ে দিত ওঁরাঃ কঙ্গনা

Image
নয়া দিল্লীঃ  বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) মুম্বাই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। মহারাষ্ট্র বিজেপির দাপুটে নেতা রাম কদমের তরফ থেকে কঙ্গনা রানাওয়াতকে মুম্বাই পুলিশের সুরক্ষা দেওয়ার দাবি করার পর স্বয়ং কঙ্গনা রানাওয়াত মুম্বাই পুলিশের সুরক্ষা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। কঙ্গনা বলেন, আমি মুভি মাফিয়ার থেকে বেশি ভয় পাই মুম্বাই পুলিশ কে। কঙ্গনা বলেন, আমি মানালিতে আছি বলে সুরক্ষিত আছি। Thank you for your concern sir, I am actually more scared of Mumbai police now than movie mafia goons, in Mumbai I would need security either from HP government or directly from the Centre, No Mumbai police please https://t.co/cXEcn8RrdV — Kangana Ranaut (@KanganaTeam) August 30, 2020 https://platform.twitter.com/widgets.js কঙ্গনা বলেন, আমি মুম্বাইতে থাকলে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মতো আমাকেও পাখার সাথে ঝুলিয়ে দেওয়া হত। কঙ্গনা বলেন, বলিউডে মুভি মাফিয়ার নেশার কানেকশন নিয়ে আমি খুব ভালো ভাবে পরিচিত। আর এটার মুখোশ খোলার জন্য উনি মুম্বাই পুলিশের বদলে হিমাচল পুলিশের সুরক

পাকিস্তান আর্থিক দিক থেকে ধ্বংস হলে দায়ী থাকবে ভারত! অভিযোগ ইমরান খান-এর

Image
নয়া দিল্লীঃ  FATF এর কারণে আতঙ্কিত ইমরান খান (Imran Khan) পাকিস্তানিদের (Pakistan) বলছে যে তিনি ভারতকে (India) দেখে ভয় পাচ্ছেন। ভারত পাকিস্তান আর পাকিস্তানি জঙ্গিদের মুখোশ খুলে দেওয়ার পর ইমরান জঙ্গিদের নিয়ে নিজের ব্যর্থতা লোকানোর প্রচেষ্টা করা ইমরান খান বলছেন যে, ভারত যেই করেই হোক পাকিস্তানকে FATF এর ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দেবে। ইমরান খান একটি সাক্ষাৎকারে বলেন, ভারত বিগত দুই বছর ধরে যেভাবে পাকিস্তানের ঘেরাবন্দি করেছে, তারফলে পাকিস্তানে রেহাই পাওয়া মুশকিল। যদি পাকিস্তানে FATF এ যায়, তাহলে পাকিস্তান বরবাদ হয়ে যাবে। পাকিস্তানের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। উল্লেখ্য, বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় পাকিস্তান সংসদের উচ্চ ভবনে FATF এর সাথে জড়িত ইমরান সরকারের দুটি বিল খারিজ করে দিয়েছে। আর সেই কারণে ইমরান খান বিরোধী এবং পাকিস্তানিদের ভয় পাওয়াতে পাকিস্তানকে FATF এ ব্ল্যাকলিস্টে যাওয়া নিয়ে ভারতের নাম নিয়ে ভয় দেখাচ্ছে। অক্টোবর মাসে FATF এর বৈঠক হতে চলেছে আর ব্ল্যাকলিস্টের কারণে আতঙ্কিত পাকিস্তান এখন জঙ্গিদের জেল পাঠানোর নামে নাটক শুরু করেছে। শুক্রবার লাহোর হাইকোর্ট হাফিজ সইদের তিনজন কুখ্যাত সহযোগীকে স

কাজে ফাঁকি মেরে বেতন নেওয়ার দিন শেষ! দুর্নীতিপরায়ণ ও কুঁড়ে অফিসারদের ছাঁটাই পক্রিয়া শুরু

Image
দুর্নীতিপরায়ণ ও অকর্মণ্য কর্মীদের উপর চাবুক চালানোর পক্রিয়া শুরু করল মোদী সরকার। আসলে দেশের সিস্টেম কেমন সক্রিয় ভাবে কাজ করবে তার বেশিরভাগটাই থাকে সরকারি অফিসারদের হাতে। এমন অবস্থায় সরকারি কর্মকর্তাদের কুঁড়েমির কারণে ভুগতে হয় পুরো দেশকে। ভারতে এমন উদাহরণ প্রায় দেখা মেলে যখন কর্মকর্তারা কাজে গাফিলতি দেখান। এতে শুধু সিস্টেমের ক্ষতি হয় এই নয়। কিছু কর্মীর কাজে গাফিলতি করে মাসিক বেতন নেওয়ার দরুন সৎ ও পরিশ্রমী কর্মকর্তাদের কাজের প্রতি মনোবল হ্রাস পায়। সোজা ভাষায় একটা পচা আলুর কারণে পুরো বস্তার পচা আলু পচতে শুরু করে। এখন আলুর পচন রোধ করতে বড়োসড়ো পদক্ষেপ নিয়ে মোদী সরকার। প্রাপ্ত খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার সমস্ত দপ্তর ও মন্ত্রকের উপর নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় ৩০ বছর কর্মজীবন সম্পন্ন করেছে এমন কর্মীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। প্রতিটি দপ্তরে সার্ভিভ রেকর্ড রিভিউ করার কথা বলা হয়েছে, অর্থাৎ কোনো কর্মীর কর্মজীবনের বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। যা দেখে তার কর্মদক্ষতা ও সেবার প্রতি তার স্বচ্ছতাকে খতিয়ে দেখা হবে। দেশের সাধারণ মানুষ যাতে ভালো পরিষেবা পায় তার এমন সিধান্ত নেওয়া হয়েছে ব

আমাদের দেশে একটিও মুসলিম শরণার্থীকে ঢুকতে দেব না! সুইডেন অশান্তির পর বললেন পোল্যান্ডের সাংসদ

Image
নয়া দিল্লীঃ  সুইডেনের (Sweden) মালমো (Malmo) শহরে কুরআন নিয়ে অশান্তি ছড়িয়ে পড়ার পর প্রতিবেশী দেশ পোল্যান্ডের (Poland) সাংসদের বয়ান চর্চায় বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় পোল্যান্ডের সাংসদ Dominik Tarczyński বলেন, মুসলিম শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি আছে বলেই পোল্যান্ড এখনো সুরক্ষিত আছে। গোটা বিশ্বের মুসলিম দেশ গুলো পোল্যান্ডকে ইসলাম বিরোধী আখ্যা দেয়। এই দেশ ইউরোপিয়ান ইউনিয়নের মুসলিম শরণার্থীদের শরণ দেওয়ার প্রস্তাব খারিজ করে দেয়। ইতিমধ্যে পোল্যান্ডের সাংসদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে ওনাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন যে, পোল্যান্ডে কতজন মুসলিম শরণার্থীকে শরণ দেওয়া হয়েছে? তখন উনি সোজাসুজি বলেন যে ‘শুন্য”। উনি আরও বলেন, আপনি যদি আমাকে অবৈধ মুসলিম শরণার্থীদের নিয়ে জিজ্ঞাসা করেন, তাহলে আমি একটাই কথা বলতে চাই যে আমি আমাদের দেশে একটি মুসলিম শরণার্থীকে শরণ দেব না। উনি বলেন, আমরা ২০ লক্ষের বেশি ইউক্রেন শরণার্থীদের শরণ দিয়েছি, তাঁরা এখানে শান্তিপূর্ণ ভাবে কাজ করে চলেছে। উনি বলেন, আমরা একজন মুসলিম শরণার্থীকেও দেশে ঢুকতে দিই নি। আর আমরা জনতা

ভবিষ্যতের দিল্লী স্টেশনের ছবি শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, শুরু হল কাজ

Image
নয়া দিল্লীঃ  মোদী সরকার (Narendra Modi Sarkar) ক্ষমতায় আসার পর থেকে রেলকে (Indian Railway) উন্নত করার প্রক্রিয়া চলছে। বুলেট ট্রেন এখনো পর্যন্ত বাস্তবায়িত না করতে পারলেও, দেশে বুলেট ট্রেনের ধাঁচে অনেক রেলওয়ে স্টেশনই গড়া হচ্ছে। আর সেই ক্রমে রয়েছে নয়া দিল্লী স্টেশনও (New Delhi Railway Station)। রেল মন্ত্রী পীযূষ গোয়েল ভবিষ্যতের নয়া দিল্লী রেলওয়ে স্টেশনের ছবি শেয়ার করে এই তথ্য দিয়েছেন। উনি আগামী দিনের নয়া দিল্লী রেলওয়ে স্টেশনের প্রতিরূপ হিসেবে তিনটি ছবি শেয়ার করেছেন। ওই ছবি বিলাসবহুল রেলওয়ে স্টেশন দেখে ভাবা যেতেই পারে যে, সেটি কোন বিদেশের ছবি হবে। কিন্তু না! আগামী দিনে নয়া দিল্লী রেলওয়ে স্টেশনকে এভাবেই সাজানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। আর পরিকল্পনামাফিক কাজও শুরু হয়ে গিয়েছে। Railways invites bids to redevelop New Delhi Railway Station into an integrated commercial, retail & hospitality hub, complete with state-of-the-art amenities for passengers https://t.co/KCcm9YrwzM pic.twitter.com/iWuZC7t5Zs — Piyush Goyal (@PiyushGoyal) August 30, 2020 https://platform.twitter.com/widgets.js

প্রতিবাদের নামে পুরো শহরকে জ্বালিয়ে দিল উন্মাদী ভীড়! আতঙ্কে কেঁপে উঠল সুইডেন

Image
ধার্মিক উগ্রতায় মেতে ট্রেন জ্বালানো, গাড়ি জ্বালানো, শহর জ্বালানোর ঘটনা পুরো বিশ্বজুড়ে নিত্য হয়ে উঠছে। এখন সুইডেনের খবর চর্চার বিষয় হয়ে উঠেছে। যেখানে বহু সংখ্যায় মুসলিমরা রাস্তায় নেমে সরকারি সম্পত্তি তছনছ করে পুরো শহরকে জ্বালিয়ে দিয়েছে। ঘটনাটি দক্ষিণ সুইডেনের মালমো শহরের বলে জানা যাচ্ছে। যে সুইডেনে ধার্মিক বইকে পুড়িয়ে দিলে বা জ্বালিয়ে দিলেও সেভাবে বড়ো কোনো আইনি অপরাধ বলে মনে করা হয় না। সেখানে একটি কোরোনা জ্বালানোর প্রতিবাদে উগ্রবাদীরা পুরো শহরকে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সুইডেনে এমন অশান্তির দরুন পুরো ইউরোপ জুড়ে রিফিউজিদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি অনুযায়ী, দক্ষিণপন্থীদের কোরান জ্বালানোর আয়োজনের প্রতিবাদ করতে গিয়ে এমন দাঙ্গার ঘটনা ঘটেছে। হটাৎ রাতে বড়ো সংখ্যায় ভীড় জমা হয়ে পুরো শহরকে জ্বালিয়ে দেয়। ভীড়ে প্রায় ৩০০ সংখ্যায় দাঙ্গাবাজ ছিল বলে দাবি করা হচ্ছে। পুলিশ দাঙ্গাবাজেদের আটকানোর চেষ্টা করলে পাথরবাজি শুরু হয়। সম্প্রতি ড্যানিশ দলের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছিল, যার প্রতিবাদে দক্ষিণপন্থীরা কোরান পুড়িয়ে প্রদর্শন করেছিল। পুলিশের দাবি, দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণ করা

পুলওয়ামার ধাঁচে জম্মু কাশ্মীরে সেনার পেট্রোলিং পার্টিতে হামলা চালাল জঙ্গিরা, আহত ছয় নাগরিক

কাশ্মীরঃ উত্তর কাশ্মীরের (Kashmir) বারামুলা (Baramulla) জেলায় জঙ্গিরা সেনার কনভয়ে গ্রেনেড হামলা করেছে। গ্রেনেড রাস্তার ধারে বিস্ফোট হয়। জঙ্গিদের এই হামলায় ছয়জন নাগরিক আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর সাথে সাথে জঙ্গিদের ধরার জন্য ভারতীয় সেনার জওয়ানরা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। J&K: 6 civilians injured in a grenade attack in Baramulla area. Terrorists lobbed a grenade on an Army vehicle, which missed the target and instead exploded on the road. Injured are being treated at a local hospital https://t.co/UCChxpGibc pic.twitter.com/PGTItIOD1P — ANI (@ANI) August 31, 2020 https://platform.twitter.com/widgets.js এক আধিকারিক জানান, বারামুলার আজাদ গুঞ্জ ব্রিজের পাশে জঙ্গিরা সেনার কনভয়কে নিশানা বানায়। যদিও নিশানা ঠিক মতো না হওয়ার গ্রেনেড রাস্তার ধারে পড়ে ফেটে যায়। গ্রেনেডের আঘাতে ছয়জন স্থানীয় নাগরিক আহত হন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানিয়ে দিই, কাশ্মীরে সেনার তরফ থেকে চালানো ব্যাপক অভিযানের কারণে জঙ্গিরা আতঙ্কে ভুগছে। আগস্ট মাস

করোনার ভ্যাকসিন নেবেন না, এটা হারাম! মুসলিমদের কাছে আবেদন মৌলানার

Image
নয়া দিল্লীঃ  করোনার ভ্যাকসিনের (Corona vaccine) জন্য গোটা বিশ্ব অধীর আগ্রহে বসে আছে। আর এরমধ্যে করোনার ভ্যাকসিনের মধ্যে ধর্ম খুঁজে পেয়েছেন এক বিতর্কিত মৌলানা। ওই বিতর্কিত মৌলানা মুসলিমদের আবেদন করে বলেছে, মুসলিমরা যেন করোনার ভ্যাকসিন না নেয় কারণ এটি ইসলামে হারাম। সুফয়ান খালিফা নামের এক বিতর্কিত মৌলানা একটি ভিডিও পোস্ট করে নিজের ভক্তদের এই পরামর্শ দিয়েছে। বিতর্কিত মৌলানার এই মন্তব্যে ভ্যাকসিনের সমর্থনকারী মুসলিম সংগঠন গুলোর উপরেও চিন্তা জাহির করা হয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা এই ইমাম নিজের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সদের আবেদন করেছে যে, তাঁরা যেন ফ্যাসিস্টদের বিরোধী করে আর এই ভ্যাকসিন যেন নিজের শরীরে না নেয়। সামনে আসা রিপোর্ট অনুযায়ী, আরও কয়েকজন ধার্মিক নেতা অক্সফোর্ডের ভ্যাকসিনের বিরোধিতা করেছে। কারণ সেই ভ্যাকসিন গর্ভপাত করা শিশুর সেল দিয়ে তৈরি হচ্ছে। জানিয়ে দিই, অস্ট্রেলিয়ার সরকার অক্সফোর্ড ভ্যাকসিনের সাপ্লাইয়ের জন্য চুক্তি করেছে। এছাড়াও সুফিয়ান খালিফা নামের ওই ইমাম এটাও বলেছে যে, ‘সেই সব মুসলিম সংগঠনকে ধিক্কার জানাই, যারা এই ভ্যাকসিনের ব্যবহারকে সমর্থন জানিয়েছে।” ব

জাকির নায়েক, মেহুল চোকসির সাথে মোটা টাকার লেনদেন ছিল কংগ্রেস পরিবারের ফাউন্ডেশনের!

Image
নয়া দিল্লীঃ বিজেপি সোমবার কংগ্রেস আর বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েকের (Zakir Naik) কানেকশন থাকার অভিযোগ করেছে। বিজেপি জানিয়েছে যে, জাকির নায়েক রাজীব গান্ধী ফান্ডে (Rajiv Gandhi Foundation) ৮ জুলাই ২০১১ সালে ৫০ লক্ষ টাকা দিয়েছিল। এছাড়াও পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের কোটি কোটি টাকা লুঠে বিদেশে পালিয়ে যাওয়া মেহুল চোকসি (Mehul Choksi) রাজীব গান্ধী ফান্ডে ১০ লক্ষ টাকা দিয়েছিল। বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা বলেন, ‘মেহুল চোকসি পাঞ্জাব ন্যশানাল ব্যাঙ্ক ফ্রড কেসে যুক্ত। রাজীব গান্ধী ফাউন্ডেশনকে কয়েক লক্ষ টাকা এই মেহুল চোকসির ফাউন্ডেশন দান করেছিল। গীতাঞ্জলী ফাউন্ডেশন মেহুল চোকসির নামে রেজিস্টার। মেহুলের আরেকটি সংস্থা আছে মেসার্স নবীরাজ এস্টেট নামে। এই কোম্পানি ২৯ আগস্ট ২০১৪ সালে রাজীব গান্ধী ফাউন্ডেশনকে চেকের মাধ্যমে ১০ লক্ষ টাকা দিয়েছিল। ওই চেকের নম্বর ছিল ৬৭৬৪০০। বিজেপির মুখপাত্র বলেন, ‘নাইকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF), মেসার্স হারমোনি মিডিয়া প্রাইভেট লিমিটেড থেকে রাজীব গান্ধী ট্রাস্টে পয়সা দেওয়া হয়। মেসার্স হারমোনি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রায় ৫০ কোটি টাকা ২০১২ থেকে

কোরান জ্বালানোর প্রতিবাদে সুইডেনের এক শহরকে জ্বালিয়ে দিল উন্মাদী ভীড়! আহত বহু পুলিশকর্মী, গ্রেফতার ১৫ জন

Image
সুইডেনে কোরআন জ্বালানোর কিছু ঘন্টার মধ্যেই মালমো শহরকে দাঙ্গাবাজরা পুরো জ্বালিয়ে দিয়েছিল। শত শত সংখ্যায় উন্মাদী রাস্তায় এসে উপদ্রব শুরু করে তথা দক্ষিণ সুইডেনের শহরকে জ্বালিয়ে দেয়। প্রায় ৩০০ এর কাছাকাছি লোকজন জোড় হয়ে দাঙ্গা ছড়ায়। যে সুইডেনে যেকোনো ধার্মিক বইকে পুড়িয়ে দিলে বা জ্বালিয়ে দিলেও সেভাবে বড়ো কোনো আইনি অপরাধ বলে মনে করা হয় না। সেখানে একটি কোরোনা জ্বালানোর প্রতিবাদে উগ্রবাদীরা পুরো শহরকে জ্বালিয়ে দেয়। সুইডেনে এমন অশান্তির দরুন পুরো ইউরোপ জুড়ে রিফিউজিদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। জানিয়ে দি, রাইট উইং পার্টি হার্ড লাইন’-এর নেতা রাসমাস পালুডান এক সভায় বক্তব্য রাখার জন্য যাচ্ছিলেন। সেই সময় পুলিশ উনাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া নেতা ফেসবুক পোস্ট করে বলেন দেশ থেকে তাকে ২ বছরের জন্য বের করে দেওয়া হয়েছে কিন্তু খুনি ধর্ষকদের দেশে স্বাগত জানানো হচ্ছে। অন্যদিকে হার্ড লাইনের অন্যান্য কর্মীরা সভায় বিক্ষোভ শুরু করে এবং কোরআন জ্বালিয়ে প্রদর্শন করে। এর প্রতিবাদেই রাস্তায় নেমে পড়ে উগ্র ভিড়। আল্লাহু আকবর স্লোগান দিয়ে সম্পত্তি জ্বালিয়ে দেওয়ার ছবি ধরা পড়ে ক্যামেরায়। Police say the situation i

প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী! শেষ হল এক অধ্যায়ের

নয়া দিল্লীঃ আর পারলেন না, অবশেষে এই লড়াইয়ে হার স্বীকার করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। করোনায় আক্রান্ত হয়ে দিল্লীর আর্মি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, সেখানে মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারণে ওনার সার্জারি হয়। আর সার্জারির পর থেকেই ধীরে ধীরে শাররীক অবস্থার অবনতি ঘটছিল ওনার। ভেন্টিলেটরে রাখা হয়েছিল ওনাকে। চিকিৎসায় কোন সাড়া দিচ্ছিলেন না বলে জানিয়েছিল ডাক্তার। কিন্তু ১৩ ই আগস্ট সন্ধ্যের দিকে ওনার শারীরিক অবস্থার একটু হলেও উন্নতি ঘটে। এই কথা জানিয়েছিলেন প্রণব পুত্র অভিজিৎ। কিন্তু শেষ রক্ষা আর হল না। বিদায় জানালেন ভারতের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। আজ অভিজিৎ মুখার্জীই ওনার মৃত্যুর খবর দেশবাসীকে জানালেন। শেষ হল এক অধ্যায়ের … Former President Pranab Mukherjee passes away, announces his son Abhijit Mukherjee. pic.twitter.com/3SFxmRE21j — ANI (@ANI) August 31, 2020 https://platform.twitter.com/widgets.js The post প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী! শেষ হল এক অধ্যায়ের first appeared on India Rag. The post প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্র

কেন্দ্রের নির্দেশিকা মানবে না মমতা সরকার, গোটা রাজ্যে তিনদিন জারি থাকবে সম্পূর্ণ লকডাউন

কলকাতাঃ  মমতা সরকার (Mamata Banerjee Government) রাজ্যে (West bengal) কন্টেইনমেন্ট জোনে লকডাউন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে, রাজ্যে মেট্রো রেল পরিষেবা ৮ সেপ্টেম্বর থেকে নিয়ম মাফিক চালু করা হবে। এছাড়াও গোটা রাজ্যে ৭,১১ আর ১২ তারিখে সম্পূর্ণ লকডাউন থাকবে। আজ আনলক ৪ নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। আরেকদিকে, রাজ্যে স্কুল, কলেজ গুলো ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। নয়া আদেশে বলা হয়েছে যে, রাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। সিনেমা হল, সুইমিং পুল, মনোরঞ্জন পার্ক আর থিয়েটারেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। আরেকদিকে, কন্টেইনমেন্ট জোনের বাইরে ওপেন থিয়েটার ২১ সেপ্টেম্বর থেকে খোলার অনুমতি দেওয়া হয়েছে। যদিও, এরজন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যক। এছাড়াও গোটা দেশে সাত সেপ্টেম্বর মেট্রো রেল পরিষেবা শুরু হলেও, রাজ্যে আট তারিখ থেকে শুরু হবে মেট্রো। জানিয়ে দিই, কেন্দ্র সরকার সেপ্টেম্বর মাস থেকে আনলক-৪ শুরু করতে চলেছে। আনলক ৪ নিয়ে কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী, কোন রাজ্যই কন্টেইনম

নরওয়ের রাজপথে ইসলাম বিরোধী মিছিল ঘিরে রণক্ষেত্র

ওয়েব ডেস্কঃ  নরওয়ের (Norway) রাজধানী ওসলোয় (Oslo) শনিবার এক ইসলাম বিরোধী র‍্যালির সময় অশান্তি ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর প্রশাসনিক আধিকারিকরা তঠস্থ হয়ে যান আর তৎক্ষণাৎ র‍্যালি বন্ধ করে দেন। এই র‍্যালির আয়োজন ‘স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে” (Stop Islamisation of Norway) নামের একটি সংগঠন করে। সংবাদসংস্থা DPA অনুযায়ী, এই র‍্যালির সময় হাজার হাজার প্রদর্শনকারী রাস্তায় নেমে আন্দোলন করে। সংবাদসংস্থা NTV অনুযায়ী, স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে সংগঠনের এক মহিলা এই আন্দোলনে ধার্মিক গ্রন্থের পাতা ছিঁড়ে ফেলেন। ওই মহিলার বিরুদ্ধে এর আগেও ঘৃণাভরা ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সরকারের তরফ থেকে অ্যাকশনও নেওয়া হয়েছিল। Tensions in the Norwegian capital came to a head when an anti-Islam protester ripped pages from the Quran.https://t.co/sasO1FbYkH — DW News (@dwnews) August 29, 2020 https://platform.twitter.com/widgets.js মহিলার এই কাজের পর এই র‍্যালির বিরোধিতা করা মানুষেরা ‘স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে” সংগঠনের সদস্যের উপর ডিম ছোঁড়ে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে সংগঠনের কর্মীদের মুখোমুখি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত

লকডাউন নিয়ে কেন্দ্রের নির্দেশিকা মানবেন মুখ্যমন্ত্রী? গোটা সেপ্টেম্বর মাস নিয়ে ধ্বন্দে আম জনতা

কলকাতাঃ দিন দুয়েক আগে নবান্ন থেকে সেপ্টেম্বর মাসের ৭,১১ এবং ১২ তারিখে এরাজ্যে (West bengal) লকডাউন ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। কিন্তু গতকাল কেন্দ্রের তরফ থেকে আনলক-৪ নিয়ে নির্দেশিকা জারি হওয়ার পর এই লকডাউন নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। কারণ কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী কোন রাজ্যই নিজের ইচ্ছেমত কন্টেইনমেন্ট জোন বাদ দিয়ে লকডাউন ডাকতে পারবে না। আর যদি ডাকতেই হয়, তাহলে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আরেকদিকে কেন্দ্র এও জানিয়ে দিয়েছে যে, সেপ্টেম্বর মাসের সাত তারিখ দেখে দেশজুড়ে নিয়ম মাফিক মেট্রো চালানো হবে। তাহলে কি এই রাজ্যে ৭,১১ আর ১২ তারিখে লকডাউন হচ্ছে না? এটা নিয়ে উঠছে নানান প্রশ্ন। জানিয়ে দিই, এই আগস্ট মাসে সাপ্তাহিক লকডাউন চালু করেছিল রাজ্য সরকার। প্রথমে লকডাউনের দিন ক্ষণ ঠিক করার পর চারবার বদলে লকডাউনের দিন কমিয়ে আনা হয়েছে। বারবার লকডাউনের দিন পাল্টানোয় অস্বস্তিতে পড়েছিল রাজ্যবাসী। আরেকদিকে, বিরোধী দল গুলো বারবার সরকারের তরফ থেকে লকডাউন নিয়ে এহেন ছেলে খেলা করার জন্য তীব্র কটাক্ষও করা হয়েছিল। কেন্দ্র সরকার আনলক-৪ এর নির্দেশিকা জারি করার আগেই রাজ্য সরকার

প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী! শেষ হল এক অধ্যায়ের

নয়া দিল্লীঃ আর পারলেন না, অবশেষে এই লড়াইয়ে হার স্বীকার করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। করোনায় আক্রান্ত হয়ে দিল্লীর আর্মি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, সেখানে মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারণে ওনার সার্জারি হয়। আর সার্জারির পর থেকেই ধীরে ধীরে শাররীক অবস্থার অবনতি ঘটছিল ওনার। ভেন্টিলেটরে রাখা হয়েছিল ওনাকে। চিকিৎসায় কোন সাড়া দিচ্ছিলেন না বলে জানিয়েছিল ডাক্তার। কিন্তু ১৩ ই আগস্ট সন্ধ্যের দিকে ওনার শারীরিক অবস্থার একটু হলেও উন্নতি ঘটে। এই কথা জানিয়েছিলেন প্রণব পুত্র অভিজিৎ। কিন্তু শেষ রক্ষা আর হল না। বিদায় জানালেন ভারতের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। আজ অভিজিৎ মুখার্জীই ওনার মৃত্যুর খবর দেশবাসীকে জানালেন। শেষ হল এক অধ্যায়ের … Former President Pranab Mukherjee passes away, announces his son Abhijit Mukherjee. pic.twitter.com/3SFxmRE21j — ANI (@ANI) August 31, 2020 The post প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী! শেষ হল এক অধ্যায়ের first appeared on India Rag . from India Rag https://ift.tt/2Dcib34

জাকির নায়েক, মেহুল চোকসির সাথে মোটা টাকার লেনদেন ছিল কংগ্রেস পরিবারের ফাউন্ডেশনের!

Image
নয়া দিল্লীঃ বিজেপি সোমবার কংগ্রেস আর বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েকের (Zakir Naik) কানেকশন থাকার অভিযোগ করেছে। বিজেপি জানিয়েছে যে, জাকির নায়েক রাজীব গান্ধী ফান্ডে (Rajiv Gandhi Foundation) ৮ জুলাই ২০১১ সালে ৫০ লক্ষ টাকা দিয়েছিল। এছাড়াও পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের কোটি কোটি টাকা লুঠে বিদেশে পালিয়ে যাওয়া মেহুল চোকসি (Mehul Choksi) রাজীব গান্ধী ফান্ডে ১০ লক্ষ টাকা দিয়েছিল। বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা বলেন, ‘মেহুল চোকসি পাঞ্জাব ন্যশানাল ব্যাঙ্ক ফ্রড কেসে যুক্ত। রাজীব গান্ধী ফাউন্ডেশনকে কয়েক লক্ষ টাকা এই মেহুল চোকসির ফাউন্ডেশন দান করেছিল। গীতাঞ্জলী ফাউন্ডেশন মেহুল চোকসির নামে রেজিস্টার। মেহুলের আরেকটি সংস্থা আছে মেসার্স নবীরাজ এস্টেট নামে। এই কোম্পানি ২৯ আগস্ট ২০১৪ সালে রাজীব গান্ধী ফাউন্ডেশনকে চেকের মাধ্যমে ১০ লক্ষ টাকা দিয়েছিল। ওই চেকের নম্বর ছিল ৬৭৬৪০০। বিজেপির মুখপাত্র বলেন, ‘নাইকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF), মেসার্স হারমোনি মিডিয়া প্রাইভেট লিমিটেড থেকে রাজীব গান্ধী ট্রাস্টে পয়সা দেওয়া হয়। মেসার্স হারমোনি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রায় ৫০ কোটি টাকা ২০১২ থেকে

পুলওয়ামার ধাঁচে জম্মু কাশ্মীরে সেনার পেট্রোলিং পার্টিতে হামলা চালাল জঙ্গিরা, আহত ছয় নাগরিক

কাশ্মীরঃ উত্তর কাশ্মীরের (Kashmir) বারামুলা (Baramulla) জেলায় জঙ্গিরা সেনার কনভয়ে গ্রেনেড হামলা করেছে। গ্রেনেড রাস্তার ধারে বিস্ফোট হয়। জঙ্গিদের এই হামলায় ছয়জন নাগরিক আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর সাথে সাথে জঙ্গিদের ধরার জন্য ভারতীয় সেনার জওয়ানরা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। J&K: 6 civilians injured in a grenade attack in Baramulla area. Terrorists lobbed a grenade on an Army vehicle, which missed the target and instead exploded on the road. Injured are being treated at a local hospital https://t.co/UCChxpGibc pic.twitter.com/PGTItIOD1P — ANI (@ANI) August 31, 2020 এক আধিকারিক জানান, বারামুলার আজাদ গুঞ্জ ব্রিজের পাশে জঙ্গিরা সেনার কনভয়কে নিশানা বানায়। যদিও নিশানা ঠিক মতো না হওয়ার গ্রেনেড রাস্তার ধারে পড়ে ফেটে যায়। গ্রেনেডের আঘাতে ছয়জন স্থানীয় নাগরিক আহত হন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানিয়ে দিই, কাশ্মীরে সেনার তরফ থেকে চালানো ব্যাপক অভিযানের কারণে জঙ্গিরা আতঙ্কে ভুগছে। আগস্ট মাসে সেনা কমরাজীপোরা পুলওয়ামা, ক্রিরি বার

আগে থেকেই প্রস্তুত থাকার ফলে বিশ্বাসঘাতক চীনকে মোক্ষম জবাব দিয়েছে ভারত! পালাতে বাধ্য হয়েছে PLA

LADAKH: ভারত (India) আর চীনের (China) জওয়ানদের মধ্যে আবারও বাড়ল উত্তেজনা। শোনা যাচ্ছে যে, ২৯ আগস্ট রাতে চীনের সেনা আর ভারতীয় জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ প্যাংইয়াং লেকের পাশে হয়েছে বলে জানা যাচ্ছে। ভারত সরকার জানিয়েছে যে, আমাদের জওয়ানরা চীনের সেনার অনুপ্রবেশ রুখে দিয়েছে। ভারতীয় সেনার পিআরও কর্নেল অমন আনন্দ জানান, ‘পিপলস লিবারেশন আর্মি (PLA) এর জওয়ানরা ২৯/৩০ আগস্ট রাতে পূর্ব লাদাখে (ladakh) দুই দেশের মধ্যে চলা গতিরোধের মাঝে শান্তি স্থাপন করার জন্য হওয়া সেনা বার্তা আর কূটনৈতিক স্তরের আলোচনার লঙ্ঘন করে। আর পরিস্থিতি খারাপ করতে অনুপ্রবেশের চেষ্টা করে।” যদিও এই সংঘর্ষে কারোর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। The Indian Army is committed to maintaining peace and tranquility through dialogue, but is also equally determined to protect its territorial integrity. A Brigade Commander level Flag Meeting is in progress at Chushul to resolve the issues: Col Aman Anand, PRO, Army — ANI (@ANI) August 31, 2020 সরকার এই বিষয়ে জানিয়েছে যে, আমাদের জওয়ানরা চীনা সেনার অতিক্রমণ ব্যর্থ কর

ভবিষ্যতের দিল্লী স্টেশনের ছবি শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, শুরু হল কাজ

Image
নয়া দিল্লীঃ  মোদী সরকার (Narendra Modi Sarkar) ক্ষমতায় আসার পর থেকে রেলকে (Indian Railway) উন্নত করার প্রক্রিয়া চলছে। বুলেট ট্রেন এখনো পর্যন্ত বাস্তবায়িত না করতে পারলেও, দেশে বুলেট ট্রেনের ধাঁচে অনেক রেলওয়ে স্টেশনই গড়া হচ্ছে। আর সেই ক্রমে রয়েছে নয়া দিল্লী স্টেশনও (New Delhi Railway Station)। রেল মন্ত্রী পীযূষ গোয়েল ভবিষ্যতের নয়া দিল্লী রেলওয়ে স্টেশনের ছবি শেয়ার করে এই তথ্য দিয়েছেন। উনি আগামী দিনের নয়া দিল্লী রেলওয়ে স্টেশনের প্রতিরূপ হিসেবে তিনটি ছবি শেয়ার করেছেন। ওই ছবি বিলাসবহুল রেলওয়ে স্টেশন দেখে ভাবা যেতেই পারে যে, সেটি কোন বিদেশের ছবি হবে। কিন্তু না! আগামী দিনে নয়া দিল্লী রেলওয়ে স্টেশনকে এভাবেই সাজানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। আর পরিকল্পনামাফিক কাজও শুরু হয়ে গিয়েছে। Railways invites bids to redevelop New Delhi Railway Station into an integrated commercial, retail & hospitality hub, complete with state-of-the-art amenities for passengers https://t.co/KCcm9YrwzM pic.twitter.com/iWuZC7t5Zs — Piyush Goyal (@PiyushGoyal) August 30, 2020 আরেকদিকে, রামভূমি অযোধ্যা রেলওয়ে স্টে

মহরমের দিনে বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা তোলায় পুলিশের হাতে গ্রেফতার ফাহরুখ শেখ

Image
স্টাফ রিপোর্টঃ  মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। দাবি করা হচ্ছে যে, মধ্যপ্রদেশের দেবাসে একটি বাড়ির ছাদে পাকিস্তানের (Pakistan) পতাকা উত্তোলন করা হয়েছিল। এরপর পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে বাড়ির মালিককে গ্রেফতার করে। বাড়ির মালিকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের দেবাসের শিপ্রা গ্রামে একটি বাড়ির ছাদে পাকিস্তানের ঝাণ্ডা তোলার মামলা সামনে এসেছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনা নিয়ে প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেতেই রাজস্ব দফতের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা তোলার মামলা সামনে আসার পরই প্রশাসন নড়েচড়ে বসে। রাজস্ব দফতের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নেয়। অভিযুক্ত বাড়ির মালিকের নাম ফাহরুখ খান। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ 153A ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে। পুলিশ ওই পাকিস্তানি ঝাণ্ডাটিকে বাজেয়াপ্ত করেছে। শোনা যাচ্ছে যে, ওই ঝাণ্ডা অভিযুক্তের ছেলে বাড়ির ছাদে তুলেছিল। আপাতত পুলিশ ঘটনা নিয়ে জিজ্

ব্রেকিং খবরঃ ভারতের সীমান্ত অতিক্রম করতে আসা চীনা জওয়ানদের তাড়ালো ভারতীয় সেনা

Image
লাদাখঃ ভারত (India) আর চীনের (China) জওয়ানদের মধ্যে আবারও বাড়ল উত্তেজনা। শোনা যাচ্ছে যে, ২৯ আগস্ট রাতে চীনের সেনা আর ভারতীয় জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ প্যাংইয়াং লেকের পাশে হয়েছে বলে জানা যাচ্ছে। ভারত সরকার জানিয়েছে যে, আমাদের জওয়ানরা চীনের সেনার অনুপ্রবেশ রুখে দিয়েছে। ভারতীয় সেনার পিআরও কর্নেল অমন আনন্দ জানান, ‘পিপলস লিবারেশন আর্মি (PLA) এর জওয়ানরা ২৯/৩০ আগস্ট রাতে পূর্ব লাদাখে (ladakh) দুই দেশের মধ্যে চলা গতিরোধের মাঝে শান্তি স্থাপন করার জন্য হওয়া সেনা বার্তা আর কূটনৈতিক স্তরের আলোচনার লঙ্ঘন করে। আর পরিস্থিতি খারাপ করতে অনুপ্রবেশের চেষ্টা করে।” আরেকদিকে, ভারতীয় নৌসেনা (Indian Navy) দক্ষিণ চীন সাগরে রণতরী মোতায়েন করেছে। লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় চীনের সাথে হওয়া উত্তেজনার কথা মাথায় রেখেই ভারত (India) এই সিদ্ধান্ত নিয়েছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ভারত যেই জায়গায় এই রণতরী মোতায়েন করেছে, সেখানে আগাগোড়াই ভারতকে রণতরী মোতায়েন করতে বাধা দিত চীন। এমনকি সেখানে ভারত রণতরী মোতায়েন করলে চীন বারবার সেটার অভিযোগও জানাত। এবার ভারতীয় নৌসেনার এই পদক্ষেপে চীনের চিন্তা কয়েকগুণ বৃদ

কাজে ফাঁকি মেরে বেতন নেওয়ার দিন শেষ! দুর্নীতিপরায়ণ ও কুঁড়ে অফিসারদের ছাঁটাই পক্রিয়া শুরু

Image
দুর্নীতিপরায়ণ ও অকর্মণ্য কর্মীদের উপর চাবুক চালানোর পক্রিয়া শুরু করল মোদী সরকার। আসলে দেশের সিস্টেম কেমন সক্রিয় ভাবে কাজ করবে তার বেশিরভাগটাই থাকে সরকারি অফিসারদের হাতে। এমন অবস্থায় সরকারি কর্মকর্তাদের কুঁড়েমির কারণে ভুগতে হয় পুরো দেশকে। ভারতে এমন উদাহরণ প্রায় দেখা মেলে যখন কর্মকর্তারা কাজে গাফিলতি দেখান। এতে শুধু সিস্টেমের ক্ষতি হয় এই নয়। কিছু কর্মীর কাজে গাফিলতি করে মাসিক বেতন নেওয়ার দরুন সৎ ও পরিশ্রমী কর্মকর্তাদের কাজের প্রতি মনোবল হ্রাস পায়। সোজা ভাষায় একটা পচা আলুর কারণে পুরো বস্তার পচা আলু পচতে শুরু করে। এখন আলুর পচন রোধ করতে বড়োসড়ো পদক্ষেপ নিয়ে মোদী সরকার। প্রাপ্ত খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার সমস্ত দপ্তর ও মন্ত্রকের উপর নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় ৩০ বছর কর্মজীবন সম্পন্ন করেছে এমন কর্মীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। প্রতিটি দপ্তরে সার্ভিভ রেকর্ড রিভিউ করার কথা বলা হয়েছে, অর্থাৎ কোনো কর্মীর কর্মজীবনের বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। যা দেখে তার কর্মদক্ষতা ও সেবার প্রতি তার স্বচ্ছতাকে খতিয়ে দেখা হবে। দেশের সাধারণ মানুষ যাতে ভালো পরিষেবা পায় তার এমন সিধান্ত নেওয়া হয়েছে ব

সুখবরঃ সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন অমিত শাহ

নয়া দিল্লীঃ  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) সোমবার দিল্লীর AIIMS থেকে ছুটি পান। গতকাল হাসপাতাল বয়ান জারি করে বলেছিল যে মন্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ আর খুব শীঘ্রই ছুটি পাবেন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ওনাকে ১৮ তারিখ দিল্লীর AIIMS এ ভর্তি করানো হয়। শারীরিক দুর্বলতা আর মাথা ব্যাথার কারণে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। প্রায় ১২ দিন ওনার চিকিৎসা চলে। জানিয়ে দিই, করোনা থেকে সুস্থ হওয়ার পর ওনার শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। এরপর ওনাকে ১৮ ই আগস্ট দিল্লীর এইমসে ভর্তি করানো হয়। এইমসের তরফ থেকে জারি একটি বয়ানে বলা হয়েছিল যে, তিনদিন ধরে ওনার শরীর ব্যথা ছিল আর অনেক দুর্বল হয়ে গেছিলেন তিনি। ওনার করোনার রিপোর্ট পজেটিভ আসার পর গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওনাকে। Home Minister Amit Shah has recovered and is likely to be discharged in a short time. He was admitted at AIIMS, New Delhi (on August 18) for post-COVID Care: AIIMS Delhi pic.twitter.com/9wIo4tg3r4 — ANI (@ANI) August 29, 2020 জানিয়ে দিই, এই মাসের ২ রা আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী করোনা

ভিডিওতে দেখুন! শীর্ষ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মহরমে হাজার হাজার মানুষ নিয়ে চলল জুলুস

সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার মানুষ নিয়ে বের হল মহরমের জুলুস। ঘটনার ভিডিও সামনে আসতেই চারিদিকে উঠেছে নিন্দার ঝড়। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের তেলেঙ্গানায়। আরেকদিকে আজ জম্মু কাশ্মীরের শ্রীনগরে প্রশাসনের অনুমতি ছাড়া মহরমের জুলুস বের করা মানুষদের উপর পুলিশ কড়া অ্যাকশন নেয়। পুলিশ শনিবার ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে আর প্যালেট গান ব্যবহার করে। পুলিশের এই পদক্ষেপে মহরমের জুলুসে অংশ নেওয়া ১৯ জন আহত হয়। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। #WATCH Norms of social distancing flouted during annual 'Bibi Ka Alam' Muharram procession in Hyderabad, Telangana. pic.twitter.com/deWmRjmSMm — ANI (@ANI) August 30, 2020 জানিয়ে দিই, শনিবার শ্রীনগরের বেমিনা এলাকায় কয়েকজন সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা অমান্য করে মহরমের দিনে জুলুস বের করে। জুলুস যখন বেমিনা চৌকের পাশে যায়, তখন জুলুসে থাকা মানুষ আর পুলিশ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের কথায় কেউ কর্ণপাত করে না। এরপর পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করে। এক পুলিশ আধিকারিক জানান,

সালমান খানের বিবি নূর, মেয়ে আয়েশা ও ছেলে রাজ্জাক দুবাইতে থাকে! চাঞ্চল্যকর দাবি আইনজীবির

Image
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের বহু তথ্য একের পর এক পর্দাফাঁস হতে শুরু হয়েছে। বলিউড কিভাবে মাত্র কয়েকটি পরিবারের হাতে রয়েছে সে সম্পর্কে এখন দেশের জনতা বেশভালোমতো বুঝে গেছে। বলিউডের সাথে দাউদ ইব্রাহিম সহ বহু ভারত বিরোধী শক্তি যুক্ত আছে বলেও তথ্য উঠে এসেছে। আর এখন বলিউড নিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আসলে ভারতের জনগন মনে করে যে ৫৪ বছর বয়সী সালমান খান বিবাহিত নন তথা উনি নিকাহ করেননি। তবে বলিউড অভিনেতা সালমান খান সম্পর্কে অ্যাডভোকেট বিভোর আনন্দ এমন কিছু দাবি করেছেন যা নিয়ে চর্চা তীব্র হয়ে উঠেছে। দিল্লির আইনজীবী বিভোর আনন্দ এর মতে, সালমান খান অনেক আগেই বিয়ে করেছেন এবং তাঁর বিবির নাম নূর। শুধু এই নয়, আইনজীবী বিভোর আনন্দ আরো বলেছেন, সালমান খান ও তার বিবি নূরেরও একটি মেয়ে রয়েছে যার বয়স ১৭ বছর। সালমান খানের মেয়ের সাথে সাথে একটা ছেলেও রয়েছে বলে দাবি করা হয়েছে। মেয়ের নাম আয়েশা এবং ১৩ বছর বয়সী ছেলের নাম রাজ্জাক বলে দাবি করেছেন আইনজীবী। সালমান খানের বিবি এবং তার ছেলে মেয়ে দুবাইতে থাকেন বলে দাবি করেছেন এই আইনজীবী। Big Breaking Our very own National Virgin @BeingSalm

সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে কাশ্মীরে মহরমের জুলুস! পুলিশের কড়া পদক্ষেপে আহত ১৯ কাশ্মীরি

শ্রীনগরঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শ্রীনগরে প্রশাসনের অনুমতি ছাড়া মহরমের (Moharram) জুলুস বের করা মানুষদের উপর পুলিশ কড়া অ্যাকশন নেয়। পুলিশ শনিবার ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে আর প্যালেট গান ব্যবহার করে। পুলিশের এই পদক্ষেপে মহরমের জুলুসে অংশ নেওয়া ১৯ জন আহত হয়। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। #Kashmir : A Kashmiri Shiite Muslim youth lies on a hospital bed with pellets injures fired by the government forces today during Muharram procession in Srinagar. pic.twitter.com/6BEVwh9B59 — Ahmer Khan (@ahmermkhan) August 29, 2020 জানিয়ে দিই, শনিবার শ্রীনগরের বেমিনা এলাকায় কয়েকজন সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা অমান্য করে মহরমের দিনে জুলুস বের করে। জুলুস যখন বেমিনা চৌকের পাশে যায়, তখন জুলুসে থাকা মানুষ আর পুলিশ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের কথায় কেউ কর্ণপাত করে না। এরপর পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করে। এক পুলিশ আধিকারিক জানান, শ্রনগরের কয়েকটি এলাকায় করোনার কারণে জারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জুলুস বের করা হয়। শ্রীনগরের বে

নরওয়ের রাজপথে ইসলাম বিরোধী মিছিল ঘিরে রণক্ষেত্র

ওয়েব ডেস্কঃ  নরওয়ের (Norway) রাজধানী ওসলোয় (Oslo) শনিবার এক ইসলাম বিরোধী র‍্যালির সময় অশান্তি ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর প্রশাসনিক আধিকারিকরা তঠস্থ হয়ে যান আর তৎক্ষণাৎ র‍্যালি বন্ধ করে দেন। এই র‍্যালির আয়োজন ‘স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে” (Stop Islamisation of Norway) নামের একটি সংগঠন করে। সংবাদসংস্থা DPA অনুযায়ী, এই র‍্যালির সময় হাজার হাজার প্রদর্শনকারী রাস্তায় নেমে আন্দোলন করে। সংবাদসংস্থা NTV অনুযায়ী, স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে সংগঠনের এক মহিলা এই আন্দোলনে ধার্মিক গ্রন্থের পাতা ছিঁড়ে ফেলেন। ওই মহিলার বিরুদ্ধে এর আগেও ঘৃণাভরা ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সরকারের তরফ থেকে অ্যাকশনও নেওয়া হয়েছিল। Tensions in the Norwegian capital came to a head when an anti-Islam protester ripped pages from the Quran. https://t.co/sasO1FbYkH — DW News (@dwnews) August 29, 2020 মহিলার এই কাজের পর এই র‍্যালির বিরোধিতা করা মানুষেরা ‘স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে” সংগঠনের সদস্যের উপর ডিম ছোঁড়ে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে সংগঠনের কর্মীদের মুখোমুখি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেপার স্প্রে আর কাঁদানে গ্যাস

দুই সন্তানের অধিক হলে ভোটে লড়ার অধিকার কেড়ে নিতে চলেছে যোগী সরকার

Image
লখনউঃ  উত্তর প্রদেশে হতে চলা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের যোগী সরকার (Yogi Adityanath Government) বড় সিদ্ধান্ত নিতে চলেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ নির্বাচন নিয়ে যোগী সরকার বড় সংশোধন করার জন্য প্রস্তুতি নিচ্ছে যোগী সরকার। উল্লেখ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রচারের খাতিরে সরকার দুইয়ের বেশি সন্তান থাকলে প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে লড়াই করাতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। উল্লেখ্য, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী স্বয়ং এই আইনের পক্ষে আছেন। এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান সমেত অন্য নেতারাও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছেন এই আইন লাগু করার জন্য। সুত্র অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা নিয়েও নির্দেশিকা জারি হওয়ার সম্ভাবনা আছে। যদিও এই বিষয়ে শেষ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেবেন। সুত্র অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থীদের নুন্যতম শিক্ষণীয় যোগ্যতা বেঁধে দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মহিলা আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর জন্য নুন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণী করা হবে। পঞ্চায়েত সমিতির জন্য আর জেলা পরিষদের জন্য নুন্যতম যোগ্যতা দশম

চীনকে চাপে রাখতে নয়া কৌশল ভারতের, চুপাচাপে দক্ষিণ চীন সমুদ্রে মোতায়েন করা হল নৌসেনার যুদ্ধজাহাজ

Image
নয়া দিল্লীঃ  ভারতীয় নৌসেনা (Indian Navy) দক্ষিণ চীন সাগরে রণতরী মোতায়েন করেছে। লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় চীনের সাথে হওয়া উত্তেজনার কথা মাথায় রেখেই ভারত (India) এই সিদ্ধান্ত নিয়েছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ভারত যেই জায়গায় এই রণতরী মোতায়েন করেছে, সেখানে আগাগোড়াই ভারতকে রণতরী মোতায়েন করতে বাধা দিত চীন। এমনকি সেখানে ভারত রণতরী মোতায়েন করলে চীন বারবার সেটার অভিযোগও জানাত। এবার ভারতীয় নৌসেনার এই পদক্ষেপে চীনের চিন্তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও প্রতিবারের মতো চীন এবারও ভারতের সামনে এই ইস্যু তুলে বিরোধিতা করেছে। চীনের কমিউনিস্ট শাসকের জন্য দক্ষিণ চীন সাগর খুবই গুরুত্বপূর্ণ। চীন চায়না যে অন্য কোন দেশ সেখানে উপ্সস্থিত থাকুক। চীনের পিপলস লিবারেশন আর্মির লাগাতার বিরোধের পরেও ভারতের রণতরী লাগাতার আমেরিকার রণতরী গুলোর সাথে যোগাযোগ স্থাপন করে আসছে। আমেরিকার রণতরী ওই এলাকায় আগে থেকেই মজুত আছে। সুত্র থেকে জানা যায় যে, পূর্ব লাদাখে উত্তেজনা বাড়ার কারণেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। জানিয়ে দিই, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত আর চীনের সেনা কয়েক মাস ধরেই মুখোমুখি হচ্ছে। ফিঙ্গার এলাকা নিয়ে দুই দেশ