মহরমের দিনে বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা তোলায় পুলিশের হাতে গ্রেফতার ফাহরুখ শেখ
স্টাফ রিপোর্টঃ মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। দাবি করা হচ্ছে যে, মধ্যপ্রদেশের দেবাসে একটি বাড়ির ছাদে পাকিস্তানের (Pakistan) পতাকা উত্তোলন করা হয়েছিল। এরপর পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে বাড়ির মালিককে গ্রেফতার করে। বাড়ির মালিকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের দেবাসের শিপ্রা গ্রামে একটি বাড়ির ছাদে পাকিস্তানের ঝাণ্ডা তোলার মামলা সামনে এসেছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনা নিয়ে প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেতেই রাজস্ব দফতের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা তোলার মামলা সামনে আসার পরই প্রশাসন নড়েচড়ে বসে। রাজস্ব দফতের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নেয়।
অভিযুক্ত বাড়ির মালিকের নাম ফাহরুখ খান। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ 153A ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে। পুলিশ ওই পাকিস্তানি ঝাণ্ডাটিকে বাজেয়াপ্ত করেছে। শোনা যাচ্ছে যে, ওই ঝাণ্ডা অভিযুক্তের ছেলে বাড়ির ছাদে তুলেছিল। আপাতত পুলিশ ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আর ওই ঝাণ্ডা কি করে সেখানে আসলো, সেটা জানার জন্য তদন্ত চালাচ্ছে।
The post মহরমের দিনে বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা তোলায় পুলিশের হাতে গ্রেফতার ফাহরুখ শেখ first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2YMoqm0
Comments
Post a Comment