চীনকে চাপে রাখতে নয়া কৌশল ভারতের, চুপাচাপে দক্ষিণ চীন সমুদ্রে মোতায়েন করা হল নৌসেনার যুদ্ধজাহাজ
নয়া দিল্লীঃ ভারতীয় নৌসেনা (Indian Navy) দক্ষিণ চীন সাগরে রণতরী মোতায়েন করেছে। লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় চীনের সাথে হওয়া উত্তেজনার কথা মাথায় রেখেই ভারত (India) এই সিদ্ধান্ত নিয়েছে।
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ভারত যেই জায়গায় এই রণতরী মোতায়েন করেছে, সেখানে আগাগোড়াই ভারতকে রণতরী মোতায়েন করতে বাধা দিত চীন। এমনকি সেখানে ভারত রণতরী মোতায়েন করলে চীন বারবার সেটার অভিযোগও জানাত। এবার ভারতীয় নৌসেনার এই পদক্ষেপে চীনের চিন্তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও প্রতিবারের মতো চীন এবারও ভারতের সামনে এই ইস্যু তুলে বিরোধিতা করেছে।
চীনের কমিউনিস্ট শাসকের জন্য দক্ষিণ চীন সাগর খুবই গুরুত্বপূর্ণ। চীন চায়না যে অন্য কোন দেশ সেখানে উপ্সস্থিত থাকুক। চীনের পিপলস লিবারেশন আর্মির লাগাতার বিরোধের পরেও ভারতের রণতরী লাগাতার আমেরিকার রণতরী গুলোর সাথে যোগাযোগ স্থাপন করে আসছে। আমেরিকার রণতরী ওই এলাকায় আগে থেকেই মজুত আছে। সুত্র থেকে জানা যায় যে, পূর্ব লাদাখে উত্তেজনা বাড়ার কারণেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে।
জানিয়ে দিই, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত আর চীনের সেনা কয়েক মাস ধরেই মুখোমুখি হচ্ছে। ফিঙ্গার এলাকা নিয়ে দুই দেশের মধ্যেই উত্তেজনা জারি আছে। ভারত জানাচ্ছে যে, ওই এলাকায় চীনের উপস্থিতি অবৈধ আরেকদিকে, চীনও ওই এলাকা থেকে পিছু হটার নাম নিচ্ছে না। চীনের সেনা সেখানে উপস্থিত থাকার কারণে ভারতও প্রচুর সেনার মোতায়েন করে রেখেছে ওই এলাকায়। লাদাখে ব্যাপক ভাবে সুরক্ষা বাড়িয়েছে ভারত। আর কড়া নজরদারিও চলছে। প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভারতীয় সেনা যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। দরকার পড়লে অস্ত্রও তুলে নেওয়া হবে।
The post চীনকে চাপে রাখতে নয়া কৌশল ভারতের, চুপাচাপে দক্ষিণ চীন সমুদ্রে মোতায়েন করা হল নৌসেনার যুদ্ধজাহাজ first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3gGCbIQ
Comments
Post a Comment