শাহিনবাগে ধরনা, জমায়েত করলেই দেওয়া হবে কড়া শাস্তি! ১৪৪ ধারা জারি করে মোতায়েন হল প্রচুর সেনা
নয়া দিল্লীঃ উত্তর পূর্ব দিল্লীতে (Delhi) সম্প্রতি হওয়ে যাওয়া হিংসাত্মক (Delhi Violence) ঘটনার এবার জীবন-যাপন ধীরে ধীরে স্বভাবিক হচ্ছে। দাঙ্গা প্রবনিত এলাকায় ১৪৪ ধারা লাগু হয়েছে, আর সেখানে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষেরা। দাঙ্গাগ্রস্ত এলাকায় বেশীরভাগ দোকান খুলে গেছে। আরেকদিকে, শাহিনবাগে (Shaheen Bagh) সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর সাথে সাথে যেখানে বিগত আড়াই মাসের উপরে নাগরিকতা আইনের বিরুদ্ধে প্রদর্শন চলছে, সেখানে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শাহিনবাগে ধরনায় বসেছেন সিএএ (CAA) এর বিরোধীরা। Delhi: Normalcy returns to Shiv Vihar area in Northeast district which had witnessed violence. Security forces remain deployed. pic.twitter.com/0hMwLg0EBO — ANI (@ANI) March 1, 2020 https://platform.twitter.com/widgets.js দক্ষিণপূর্ব দিল্লীর পুলিশ সুপার আর.পি. মিনা বলেন, পুলিশের সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার কারণে হিন্দু সেনা ক্ষতিগ্রস্ত এলাকার প্রদক্ষিণ বাতিল করেছে। তাছাড়াও আমরা আশঙ্কা উড়িয়ে না দিয়ে এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে রেখেছি। দিল্লী পুলিশ দক্ষিণপূ