পাক সেনাকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলে পোস্টার পড়ল সুইজারল্যান্ডের জেনেভায়! চরম চাপে ইমরান খান
সুইজারল্যান্ডে (switzerland) পাকিস্তানি সেনাকে (Pakistan Army) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র বলা একটি পোস্টার লাগানো হয়েছে। সংযুক্ত রাষ্ট্রের মানবাধিকার পরিষদের ৪৩ তম অধিবেশন চলছে সুইজারল্যান্ডের জেনেভায় (Geneva)। আর সেখানেই পাকিস্তানি সেনাকে আন্তর্জাতিক জঙ্গি বলা পোস্টার লাগানো হয়েছে।
Switzerland: A banner reading 'Pakistan Army Epicenter of International Terrorism' was put up near Broken Chair monument in Geneva, during the ongoing 43rd session of the United Nations Human Rights Council pic.twitter.com/cArxiia7n6
— ANI (@ANI) February 29, 2020
https://platform.twitter.com/widgets.js
আপনাদের জানিয়ে দিই, এর আগেও এরকম পোস্টার জেনেভাতে দেখা গেছিল। ২০১৯ এর সেপ্টেম্বর মাসে জেনেভাতে সংযুক্ত রাষ্ট্রের মানবাধিকার পরিষদে যখন পাকিস্তান কাশ্মীর নিয়ে মরা কান্না কাঁদছিল। তখন পাকিস্তানেরই কিছু মানুষ অনুষ্ঠান স্থলের বাইরে পাকিস্তানি সেনার মুখোশ খুলে দিয়ে পোস্টার লাগায়।
বালোচ মানবাধিকার পরশদ আর পাখতুনরা পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে গোটা বিশ্বের নজর কাড়তে অনুষ্ঠান স্থলের বাইরে ওই পোস্টার লাগায়।
বালোচ সংগঠন ‘The Humanitarian Crisis In Balochistan” নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে পাকিস্তান আর পাক সেনা দ্বারা মানবাধিকার লঙ্ঘন করার ঘটনা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিল।
from India Rag https://ift.tt/3cfoMq9
Comments
Post a Comment