উপদ্রবিদের তাণ্ডবে পুড়ে ছারখার হেড কনস্টেবলের বাড়ি তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল BSF

নয়া দিল্লীঃ দিল্লী হিংসায় (Delhi Violence) উপদ্রবিরা বিএসএফ (BSF) এর একজন হেড কনস্টেবল মোহম্মদ আনিস (Mohammad Anees) এর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। উপদ্রবিরা খাস খজুরি গলির ৩৫ টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেখানেই বিএসএফ জওয়ান মোহম্মদ আনিস এর বাড়ি ছিল।

https://platform.twitter.com/widgets.js

এই ঘটনার পর বিএসএফ এর আধিকারিকরা জওয়ান আনিসকে দিল্লীর হেডকোয়ার্টারে ডেকে পাঠায়। বিএসএফ এর তরফ থেকে ওই জওয়ানের সাহায্য করার ঘোষণা করা হয়। বিএসএফ জওয়ান আনিস এই ঘটনার খবর নিজের সিনিয়ার অফিসারদের দিয়েছিল না। এই ঘটনার খবর পাওয়ার পরেই বিএসএফ মোহম্মদ আনিসকে খুঁজে বের করে এবং ওনার বাবার সাথে কথা বলে।

বিএসএফ এর তরফ থেকে হেড কনস্টেবল মোহম্মদ আনিসের বাবা মোহম্মদ ইউনিস, কাকা আহমেদ, কাকাত বোন নেহা পারভিনকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার কথা বলে। যদিও তাঁরা জানান, তাঁরা এখন নিজেদের ঘর ছেড়ে নিজের আত্মিয়দের বাড়িতে সুরক্ষিত আছে। তাঁরা জানান, আধা সামরিক বাহিনী তাঁদের সেখান থেকে বের হতে সাহায্য করে।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিএসএফ এর ডিজি বিবেক জোহরি বলেন, ‘আমরা বিএসএফ এর কনস্টেবল মোহম্মদ আনিসকে আর্থিক সাহায্য দেব। ওই টাকা দিয়ে সে নিজের বাড়ি বানাবে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমাদের টিম সেখানে গিয়ে কতটা ক্ষতি হয়েছে সেটা খতিয়ে দেখছে। বিএসএফ জওয়ানের বাড়ি বানানোর দায়িত্ব একটি বেসরকারি ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হতে পারে।” আজ বিএসএফ এর ডিআইজি র‍্যাংকের এক আধিকারিক মোহম্মদ আনিস এর পরিবারের সাথে সাক্ষাৎ করেন।



from India Rag https://ift.tt/2TnWdhG

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।