Posts

Showing posts from July, 2019

১৫ বছরে প্রথমবার লোকসভার প্রথম অধিবেশনে সবথেকে বেশি কাজ, মোদী সরকারের কাজে বিপর্যস্ত বিরোধী শিবির

সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনে সবথেকে বেশি কাজ হয়েছে। প্রথম অধিবেশনে ১৪ টি বিল পাশ। ১৫ বছরে প্রথমবার লোকসভায় এত কাজ হয়েছে। পরিসংখ্যান দেখলে, ১৪ তম লোকসভার প্রথম অধিবেশনে ৬ টি বিল পাশ হয়েছিল। ১৫ তম লোকসভার প্রথম অধিবেশনে ৮ টি বিল পাশ হয়েছিল। ১৬ তম লোকসভার প্রথম অধিবেশনে ১২ টি বিল পাশ হয়েছিল। আর ১৭ তম লোকসভার প্রথম অধিবেশনে এখনো পর্যন্ত ১৪ টি বিল পাশ হয়েছে। আবার কেন্দ্রের মোদী সরকার সংসদে অনুরোধ করে সংসদের প্রথম অধিবেশন ৭ই আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। ১৭ তম লোকসভার প্রথম অধিবেশন ২৬ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল। সংসদীয় মামলার ক্যাবিনেট কমিটির আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের কাজ করার গতি বাড়ানোর জন্য বিরোধী দল গুলো বিক্ষোভ দেখায়। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বিরোধিতা করে বলে, সংসদ বিল বানানোর ফ্যাকটরি না। সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব বলে, এরকম ভাবে কাজ করলে আমরা অসুস্থ হয়ে পড়ব। তিন তালাক সময় লাগাতার তিনটে বিল পাশ হয়েছে রাজ্যসভায়। আর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন বলেন, তিন তিনে তিনটি বিল পাশ করানো হয়েছে। এটা সংসদ? না পিতজা ডেলেভারি? from India Ra

হিন্দু গ্রাহকের সাথে দাদাগিরি করলো খাবার ডেলিভারি কোম্পানি Zomato, বাজারে ডেলিভারি করছে মুসলিম বিরিয়ানি!

Image
খাবার ডেলিভারি করা কোম্পানি Zomato এক হিন্দু গ্রাহকের সাথে দাদাগিরি করেছে বলে অভিযোগ সামনে এসেছে। আসলে এক গ্রাহক Zomato থেকে খাবার অর্ডার করেছিল। Zomato খাবার ডেলিভারি করার জন্য একজন মুসলিম যুবককে পাঠিয়ে দিলে হিন্দু গ্রাহক খাবার অর্ডার ক্যান্সেল করে দেয়। শ্রাবণ মাসে অনেক হিন্দু বেশকিছু রীতি রেওয়াজ মেনে চলে। সেক্ষেত্রে শুদ্ধতা বজায় রাখার জন্য অনেক অন্য ধর্মের বা বিশেষ পশুর মাংস ভক্ষণকারীদের থেকে খাবার পর্যন্ত নেন না। এই বিশ্বাসের ভিত্তিতে হিন্দু গ্রাহক ডেলিভারি বয় চেঞ্জ করার অথবা টাকা ফেরত দেওয়ার দাবি তুলেছিল। কিন্তু Zomato টাকা কেটে নেয়। তবে কাহিনী এখানেই শেষ নয়। এপরেই শুরু হয় Zomato এর আসল দ্বিচারিতা। Zomato হিন্দু গ্রাহককে ট্রোল করে টুইট করে এবং লিখে খাবারের কোনো ধর্ম হয় না। কিন্তু অবাক হওয়ার বিষয় এই, যে Zomato এর কাছে খাবারের ধর্ম হয় না সেই Zomato “আসলী মুসলিম বিরিয়ানি” নামের খাবার ডেলিভারি করে। শুধু এই নয় Zamato ‘তামিল মুসলিম বিরিয়ানি’ নামের খাবারেরও ডেলিভারি করে বলে অভিযোগ। টুইটারে নিজেদের উদারবাদী সেকুলার Zomato উপর এমন নানা অভিযোগ তুলে বয়কট করার ডাক দেওয়া হয়েছে। Yeah! Food h

সাধারণ মানুষের জন্য চরম সুখবর, ১৬৩ টাকা দাম কমল গ্যাসের, মুখে কুলুপ বিরোধীদের

বুধবার মধ্যরাত থেকে সাবসিডি ছাড়া গ্যাস সিলেন্ডারের দাম ৬২.৫০ টাকা কমে যায়। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে এই সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের এই সিদ্ধান্তে দেশের মানুষ চরম স্বস্তি পেলো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানায়, সাবসিডি ছাড়া গ্যাসের দাম আজ থেকে ৫৭৪.৫০ টাকা প্রতি সিলিন্ডার হবে।  নতুন দর বুধবার মধ্যরাত থেকে লাগু হয়ে যাবে। সাধারণত বছরে ১২টি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়ে থাকে ৷ এরপর থেকে ভর্তুকিহীন গ্যাস কিনতে হয় ৷ তবে এরকম অনেকেই আছেন যারা গ্যাস সিলিন্ডারে ভর্তুকি নেন না ৷ এর আগে জুলাই মাসের শুরুতে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ১০০.৫০ টাকা কমানো হয়েছিল। এর আগে জুলাই মাসের প্রথম দিনে গ্যাস সিলেন্ডারের দাম ১০০.৫০ টাকা কম হওয়ার পর, আবারও জুলাই মাসের শেষ দিনে ৬২.৫০ টাকা দাম কমল। মোট জুলাই মাসেই গ্যাসের দাম ১৬৩ টাকা কমে গেলো। কেন্দ্র সরকারের বিরোধিতায় এরাজ্যের শাসক দল তৃণমূল তথা আরও বিজেপি বিরোধী দল গুলো মাঝে মাঝেই রাস্তায় নেমে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করে। এমনকি তাঁরা মানুষকে ভুল বুঝিয়ে বলে যে, বিজেপি সরকার গ্যাসের দাম ৯০০ টাকা করে দিয়েছে, এরফলে গরিব মানুষের গ্যাস কি

মৃত্যু হল ওসামা বিন লাদেনের ছেলে হমজা বিন লাদেনের, ১০ লক্ষ ডলারের পুরস্কার ছিল তাঁর উপর

আমেরিকার গোয়েন্দা সংস্থার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রাক্তন আল কায়দা (Al-Qaeda) প্রধান ওসামা বিন লাদেনের (Osama bin Laden)ছেলে হমজা বিন লাদেনের (Hamza bin Laden) মৃত্যু হয়েছে। আমেরিকার স্যার্জিক্যাল স্ট্রাইকে ওসামার মৃত্যুর পর থেকে হমজা বিন লাদেন আল কায়দার দ্বায়িত্ব নিয়েছিল। যদিও আমিরাকার গোয়েন্দা সংস্থা গুলো হমজা বিন লাদেন এর মৃত্যুর কারণ জানায়নি। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) এই ব্যাপারে জিজ্ঞাসা করলে, উনি এই নিয়ে কোন মন্তব্য করবে না বলে জানিয়ে দেন। প্রসঙ্গত, এই বছরের মার্চ মাসে আমেরিকা হমজা বিন লাদেন এর নাগরিকতা কেড়ে তাঁর মাথার দাম ১০ লক্ষ ডলার ঘোষণা করেছিল। আমেরিকা হমজা বিন লাদেনকে আল কায়দার প্রধান বলে, তাঁর খবর দিলে ১০ লক্ষ ডলার দেওয়ার কথা ঘোষণা করেছিল। ৩০ বছর বয়সী হমজা বিন লাদেন এর অন্তিম বয়ান ২০১৮ সালে আল কায়দার মিডিয়া উইং জারি করেছিল। ওই ভিডিওতে হমজা বিন লাদেন সৌদি আরবকে হুমকি দিয়েছিল। হমজা আমেরিকার মানুষকে সৌদি আরবের বিরুদ্ধে উস্কানর চেষ্টা করছিল। অনেক দিন ধরে হমজা বিন লাদেন-এর কোন খোঁজ ছিলনা। কিন্তু এর মধ্যে তাঁর বিয়ে করার কথা সামনে এসেছিল। from India Rag B

ব্রেকিং খবরঃ রাষ্ট্রপতির কাছ থেকে মিলল সম্মতি, এবছরেই লাগু হয়ে যাচ্ছে তিন তালাক আইন

বুধবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুসলিম মহিলা (বিবাহ অধিকার সংরক্ষণ) বিল ২০১৯ কে মঞ্জুরি দেন। এর সাথে সাথেই মুসলিম মহিলাকে তিন তালাক দেওয়া আইনত অপরাধ গন্য হয়ে গেলো। মুসলিম মহিলাদের জন্য বিয়ে সম্বন্ধিত বিল আইন হওয়ার পর থেকে এবার মৌখিক, লিখিত অথবা অন্য কোন ভাবে তিন তালাক দিলে সেটিকে অপরাধ বলে গন্য করা হবে। তিন তালাক বিল লোকসভায় তিনবার পাশ হওয়ার পরেও রাজ্যসভায় মুখ থুবড়ে পড়েছিল। অবশেষে মঙ্গলবার রাজ্যসভায় এই বিল পাশ করিয়ে নেয় বিজেপি সরকার। এই বিলের পক্ষে ৯৯ এবং বিলের বিপক্ষে ৮৪ টি ভোট পড়েছিল। লোকসভা নির্বাচন ২০১৯ এর পর সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৫ জুন কংগ্রেসকে ভুল শুধরে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। উনি বলেছিলেন, মহিলা সশক্তিকরনের জন্য কংগ্রেস অনেক সুযোগ পেয়েছে, কিন্তু বারবার তাঁরা পিছিয়ে গেছে। ১৯৫০ এর দশকে ইউনিফর্ম সিভিল কোডে চর্চার সময় কংগ্রেস প্রথমবার পিছিয়ে যায়। এর ৩৫ বছর পর শাহবানো মামলার সময় কংগ্রেস আবার পিছিয়ে যায়। এবার তিন তালাক বিল রুপে কংগ্রেসের কাছে আরেকটি সুযোগ এসেছে। গত সপ্তাহে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতায় তিন তাল

তিন তালাক থেকে মুক্তির পর এবার মুসলিম মেয়েদের জন্য কোটি কোটি টাকার স্কলারশিপ ঘোষণা করল সরকার।

Image
বিগত দিনে মোদী সরকার মুসলিম মহিলাদের তিন তালাক নামের কুপ্রথা থেকে স্বাধীন করেছে। তবে মুসলিম মেয়েদের জন্য সরকার আরো বেশিকিছু করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে মোদি সরকার মুসলিম মেয়েদের উন্নয়নের জন্য অনেকগুলি বড় বড় কাজ করছেন। যাতে তারা পড়াশোনা করে অন্য বর্গের মহিলাদের সমাজে নিজের জায়গা করতে পারে। এখন সমাজে মুসলিমদের মধ্যে মহিলা শিক্ষার উপর বেশি জোর নেই। মোদি সরকার নিজের কার্যকালে আড়াই কোটি মুসলিম মেয়েদের পড়াশোনার জন্য ” প্রধানমন্ত্রী ছাত্রবৃত্তি ” দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ প্রতিবছর ৫০ লাখ মেয়েদের ভাগ্য ঠিক করার জন্য টাকা সোজাসুজি তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে। অল্পসংখ্যক কার্যমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি এর অনুযায়ী প্রতি পরিকল্পনায়  জন্য নূন্যতম ৩০% সিট নির্ধারিত করা হয়েছে। যদিও  লাভআর্থিয় এর অংশীদারি ৫০ শতাংশের থেকে বেশি। এর লাভ নেওয়ার পক্রিয়াকে সরল ও পারদর্শী বানানো হয়েছে। ম্যাট্রিকের আগে স্কলারশিপ পরিকল্পনা: এই স্কলারশিপ সরকারি ও মান্যতা প্রাপ্ত  স্কুলে পড়ানো সেই অল্পসংখ্যক ছাত্ররা পাবে যাদের অভিভাবকের বার্ষিক আয় একলাখ টাকার অধিক নয় এবং সে গত ক্লাসে অন্তত ৫০% নাম্বার পেয়েছে। ম্য

ভারত আবার বিশ্বগুরু হবে, ‘রামরেখা ধাম” থেকে বললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত বলেন, রাষ্ট্রধর্মই সনাতন সংস্কৃতির মূল। সবার অংশীদারিতে এই রাষ্ট্রসেবাকে আরও প্রখর বানাতে হবে। সবাই এই লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে, আমাদের দেশ আবার বিশ্বগুরু হবে। ঝাড়খণ্ডের সিমডেগার রামরেখা ধাম দর্শনের পর সঙ্ঘ প্রধান মোহন ভাগবত নিজের অভিনন্দন অনুষ্ঠানে বলেন, প্রথমে ইউরোপ আর অস্ট্রেলিয়া কে বদলানোর পর ইংরেজদের নজর এশিয়াতে পড়ে, কিন্তু তাঁরা ভারতকে বদলাতে পারেনি, এটাই ভারতের বিশেষতা। মোহন ভাগবত বুধবারের অভিনন্দন অনুস্থানের আগে সিমডেগা এর রামরেখা ধামে পূজার্চনা করেন। উনি ধাম পরিসরে আয়োজিত অভিনন্দন অনুষ্ঠানে বলেন, রামরেখা ধামের মহিমা সমন্ধ্যে উনি অনেক আগে থেকেই শুনে আসছেন, কিন্তু এই প্রথম সৌভাগ্য হল আসার। উনি ধাম বিকাশ সমিতি আর হিন্দু রক্ষা সমিতি এবং বিশ্ব হিন্দু পরিষদের পদাধিকারদের নিঃস্বার্থ ভাবে নিজেদের কাজ করে যেতে বলেন। মানুষের মধ্যে সংস্কৃতি জগতের ধর্মীয় সচেতনতা এবং ষড়যন্ত্র করে হিন্দুদের ধর্মান্তকরনের বিরুদ্ধে মানুষকে সচেতন করে ধর্মান্তকরন রুখে দেওয়ার ব্যাপারে এই রামরেখা ধামের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। রামরেখা ধামের মহন্ত উমাকান্ত কয়েকম

ঐতিহাসিক সিদ্ধান্ত: ১৫ আগস্টের দিন কাশ্মীরের প্রত্যেকটি গ্রামে উত্তোলন করা হবে জাতীয় পতাকা।

সম্প্রতি জম্মু কাশ্মীর চর্চার বিষয়ে পরিণত হয়েছে। আতঙ্কবাদ দমন থেকে শুরু করে ,ধারা 35A ইত্যাদি নানা ইস্যুতে কাশ্মীর ঘাঁটি খবরের শিরোনামে উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশমতো জম্মু-কাশ্মীরে অতিরিক্ত ১০ হাজার সৈন্য নিযুক্ত করতে বলা হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, সরকার কাশ্মীর থেকে 35A ও ধারা 370 মুছে ফেলতে পারে। এর মধ্যেই বিজেপি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। মঙ্গলবার দিন বিজেপির উচ্চপদস্থ নেতারা জম্মু-কাশ্মীরের টিমের সাথে বৈঠক করেছে। নির্বাচনে প্রস্তুতি নিয়ে বিজেপির এই বৈঠক হয়েছে। সব সম্প্রদায়, সব বর্গকে খুশি রেখে বিজেপি নির্বাচনের প্রচার চালাবে। কাশ্মীরে কট্টরপন্থী অনেক সংখ্যায় থাকলেও, জম্মু ও লাদাখ অঞ্চলে অনেকে রাষ্ট্রবাদী মানুষ বাস করেন। এই কারণে বিজেপি সেইভাবে প্রস্তুতি নেওয়ার উদ্যেশে বৈঠক করেছে। আগত ১৫ অগস্টকে কেন্দ্র করে বিজেপি বড়ো পরিকল্পনা করেছে। কাশ্মীরের প্রত্যেকটি গ্রামে যাতে পতাকা উত্তোলন করা হয় তার জন্য বিজেপি বৈঠক করেছে। গ্রামের পঞ্চায়েত এলাকায় থাকা নিযুক্তকর্মীদের বিজেপি নির্দেশ দিয়েছে ১৫ অগস্ট এর দিন এলাকায় এলাকায় পতাকা উত্তোলন করার জ

বড়ো খবর: লুটপাটের অভিযোগে আজম খানের ছেলেকে গ্রেফতার করলো যোগীর পুলিশ।

উত্তরপ্রদেশ থেকে বড়ো খবর সামনে আসছে। উত্তরপ্রদেশের রামপুর থেকে সমাজবাদী পার্টির নেতা আজম খানের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আজম খানের ছেলে আব্দুল্লাহ আজমকে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশের মহম্মদ আলী জোহর ইউনিভার্সিটি থেকে আব্দুল্লাহ আজমকে গ্রেফতার করা হয়েছে। এই ইউনিভার্সিটি সমাজবাদী পার্টির নেতা আজম খানের প্রাইভেট ইউনিভার্সিটি। আব্দুল্লাহ আজমের বিরুদ্ধে লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এই আগে আজম খানের বিরুদ্ধেও লুটপাটের অভিযোগ সামনে এসেছিল। পুলিশ সম্প্রতি আজমের খানের ইউনিভার্সিটিতে তল্লাশি চালিয়ে বহু চুরির মাল বাজেয়াপ্ত করেছে। পুলিশ ৪ জনকে গ্রেফতারও করেছিল। সমাজবাদী পার্টির নেতা ও রামপুর থেকে সাংসদ আজম খানের প্রাইভেট ইউনিভার্সিটি “মহম্মদ আলী জোহার ইউনিভার্সিটিতে” পুলিশ তল্লাশি চালিয়েছিল। আর এখন বড়ো কার্যবাহী করে পুলিশ অজম খানের ছেলেকে গ্রেফতার করেছে। যোগী সরকার আজম খানের বিরুদ্ধে একশন শুরু করে দিয়েছে যার ভিত্তিতে আব্দুল্লাহ আজমকে গ্রেফতার করেছে। রামপুর ও তার আশেপাশের এলাকায় বেশি সংখ্যায় সুরক্ষাকর্মী নিযুক্ত করে রেখেছে যোগী সরকার। আজম খানের ইউনিভার্সিটি থেকে ৫

৮ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে পলায়ন করেছিল মসজিদের ইমাম মুনির আহমেদ!

একজন ইমামের কাজ হলো মসজিদকে চালানো, মসজিদে নামাজ পোড়ানো, ইসলামিক শিক্ষা দেওয়া, কোরানের শিক্ষা দেওয়া। কিন্তু প্রায় দিন ইমাম, মৌলানা, মৌলবীদের নিয়ে এমন সমস্ত খবর আসে যা পুরো সমাজকে লজ্জিত করবে। এক ইমাম উত্তরপ্রদেশের বারেইল্লি থেকে গ্রেফতার হয়েছে। বারেইল্লির এই ইমামের নাম মহম্মদ মুনির আহমেদ। এই ব্যাক্তি বারেইল্লির নবাবগঞ্জের দোয়ালপুরের চপাল মসজিদের ইমাম। এই ইমামকে উত্তরপ্রদেশের রামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মসজিদে এক বাচ্চা মেয়েকে ধর্ষণ করার পর এই ব্যক্তি রামপুরে পালিয়েছিল। ৮ বছরের এক বাচ্চা মেয়েকে জোর করে ধর্ষণ করার চেষ্টার পর ইমাম মহম্মদ মুনির আহমেদ পলায়ন করে। কোরানের শিক্ষা দেওয়ার নামে ইমাম ৮ বছরের মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করে। কিন্তু এলাকায় লোকজন থাকায়  মৌলবী তার নোংরা চেষ্টায় ব্যার্থ হয়। মেয়েটিকে ঘটনা গোপন রাখার হুমকি দিয়ে সে পালয়ন করে। কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ইমাম মহম্মদ মুনির আহমেদ। কিন্তু বাচ্চা মেয়েটি ভয় পাওয়া সত্ত্বেও সবকিছু বাড়িতে জানিয়ে দেয়। পলিশের কাছে মামলা দায়ের করা হলে ইমাম আজম খানের এলাকায় নিজেকে গোপন করে। কিন্তু UP তে যোগীর পুলিশ প্রশাসন চরম সক্রিয়

অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি নিয়ে প্রমাণ দিতে প্রস্তুত কয়েকটি দেশ, ঘুম উড়ল কংগ্রেসের

অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার দুর্নীতি মামলার তদন্তে নতুন মোড় এলো। ইডি এই মামলায় প্রমাণ জোটানোর জন্য কয়েকটি দেশকে চিঠি পাঠিয়েছিল (Letters rogatory), সেখান থেকে এবার জবাব আসা শুরু করেছে। যদিও এখনো অনেক জবাব পাওয়া বাকি আছে, কিন্তু কয়েকটি দেশ পরিস্কার জানিয়ে দিয়েছে যে, অগাস্টা ওয়েস্টল্যান্ড নিয়ে হওয়া লেনদেন এর তথ্য সামনে আনার জন্য প্রস্তুত তাঁরা। আরেকদিকে এই মামলায় অভিযুক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ এর ভাগ্নে রতুল পুরি কে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়া গেছে বলে জানা যায়। পুরির কোম্পানির ১১৭ টি ইমেল এটা বলার জন্য যথেষ্ট যে, এই দুর্নীতিতে ঘুষের টাকা কেমন ভাবে আত্মসাৎ করা হয়েছে। তদন্তকারী সংস্থার সুত্র অনুযায়ী, তাঁরা এখন Letters rogatory এর জবাবের অপেক্ষায় আছে। সেটা পাওয়ার পরেই অনেকের মাথার উপর আকাশ ভেঙে পড়বে। সুত্র অনুযায়ী, রতুল পুরির থেকে জিজ্ঞাসাবাদ আর বিদেশের কিছু স্বাক্ষের কথায় সাদৃশ্য পাওয়া যাচ্ছে। ইমেলের তদন্তের পর এটা পরিস্কার হয়ে গেছে যে, এই দুর্নীতির মূল অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেল এবং অনান্য অভিযুক্ত রাজীব সাক্সেনা, রতুল পুরি আর ওনার পিতা দীপ

আজম খানের প্রাইভেট ইউনিভার্সিটিতে যোগী পুলিশের তল্লাশি!পাওয়া গেল মাদ্রাসা থেকে চুরি করা বই।

শুধু জমি দখল, জমি লুটের শুধু  কাজ নয়, মাদ্রাসা থেকে বই চুরির মামলায় জড়িয়ে পড়েছেন আজম খান। সমাজবাদী পার্টির নেতা ও রামপুর থেকে সাংসদ আজম খানের প্রাইভেট ইউনিভার্সিটি “মহম্মদ আলী জোহার ইউনিভার্সিটিতে” পুলিশ তল্লাশি চালায়। আজ যোগী সরকার আজম খানের বিরুদ্ধে বড় কার্যবাহীকরে এবং তার ইউনিভার্সিটিতে পুলিশের দ্বারা তল্লাশি করা হয়। ইউনিভার্সিটি থেকে বহু চুরির জিনিস উদ্ধার হয়েছে। এইসব জিনিস গুলির মধ্যে চুরির বইও পাওয়া যায় আর এই বই গুলো হলো সেই বই যেগুলি মাদ্রাসা থেকে হয়েছিল এবং চুরি করে আজম খানের ইউনিভার্সিটিতে পৌঁছে দেওয়া হয়েছিল। রামপুরের পুলিশ অধীক্ষক অজয় পাল শর্মা জানান যে আজম খানের ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে চুরি করা ৫০০টি বই উদ্ধার করা হয় আর এর মধ্যে কিছু বই প্রায় ১৫০ বছর পুরোনো। Rampur: Police is conducting a search at 'Mumtaz Central Library' of Mohammad Ali Jauhar University following a complaint by the principal of Madrasa Aliya, wherein he stated that several books and manuscripts from his madrasa have been stolen. pic.twitter.com/a87hpBvkjS — ANI UP (@ANINewsUP) July 30, 20

বড় সিদ্ধান্ত মোদী সরকারেরঃ রাশিয়াতে খোলা হবে ISRO-এর অফিস, জম্মু কাশ্মীরে চালু হবে ১০ শতাংশ সংরক্ষণ

বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেট এর মিটিং হয়, যেখানে কৃষক, জম্মু কাশ্মীর, সুপ্রিম কোর্ট, ইসরো আর চিটফান্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় যে, চাকরি আর শিক্ষার ক্ষেত্রে আর্থিক দিক থেকে কমজোর মানুষদের ১০% সংরক্ষণ দেওয়া হবে জম্মু কাশ্মীরে। রাজ্যে এখন কোন সরকার নেই, তাই সংসদে আইন বানানো হবে। সংসদে এর জন্য খুব তাড়াতাড়ি বিল পেশ করা হবে বলে জানা যায়। কৃষকদের জন্যও ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, নিউট্রিশন ব্র্যান্ড সাবসিডি বাড়ানোর জন্য সরকার জোড় দেবে। এর মধ্যে ফার্টিলাইজার এর সাবসিডি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় কে, কৃষকদের জন্য ২২,৮৭৫ কোটি টাকার সাবসিডি দেবে সরকার, এর ফলে কৃষকদের লাভ হবে। বুধবার ক্যাবিনেট মিটিং এ সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা ১০% বাড়ানো হবে। এখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারকের সংখ্যা ৩০ সেটাকে বাড়িয়ে ৩৩ করা হবে। এই তথ্য কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবেড়কর দেন। দেশের মানুষকে তাড়াতাড়ি ন্যায় পাইয়ে দেওয়া জন্য, এবং অন

এমনিতেই না খেতে পেয়ে মরছে পাকিস্তান! তাঁর মধ্যে এবার আকাশ ছোঁয়া হতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম

মুল্যবৃদ্ধি আর ট্যাক্সের কারণে এমনিই সমস্যায় ভুগছে পাকিস্তানের জনতা। এবার আরও চাপ বাড়িয়ে আগস্ট মাসে আকাশ ছোঁয়া হতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। সুত্র অনুযায়ী, আগামী মাসে তেলের দাম ১০ শতাংশ বাড়তে চলেছে। মঙ্গলবার পাকিস্তানের অয়েল এন্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (Ogra) আগস্ট মাসে সরকারকে পেট্রোলিয়াম উৎপাদের দাম ১০ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বৃদ্ধির কারণে Ogra এই প্রস্তাব দিয়েছে। সরকারের রাজস্বের কথা মাথায় রেখে আগামীকাল অর্থ মন্ত্রক পেট্রোলিয়াম উৎপাদের দাম বৃদ্ধি নিয়ে সমীক্ষা করবে। Ogra প্রতি লিটার পেট্রোলে ৫.১৫ টাকা, হাই স্পিড ডিজেলে ৫.৬৫ টাকা আর কেরোসিন তেলে ৫.৩৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। যদি এই প্রস্তাব পাশ হয়ে যায়, থাওলে পাকিস্তানে পেট্রোলের দাম ১১২.৬৮ টাকা থেকে বেড়ে ১১৭.৮৩ টাকা হবে। এরকম ভাবেই হাই স্পীড ডিজেলের দাম ১২৬.৮২ টাকা থেকে বেড়ে ১৩২.৪৭ টাকা হবে। আর কেরোসিন তেলের দাম বেড়ে ১০৩.৮৪ টাকা হবে। পেট্রোলিয়াম ডিভিশনের সুত্র এর খবর থেকে একপ্রেস ট্রিবিউন লিখেছে যে, সরকার তেলের দাম বাড়াবে, কিন্তু কতটা সেটা জানা যায়নি। তবে মূল্যবৃদ্ধির বোঝা যাতে

অস্ট্রেলিয়ায় বিধায়ক নির্বাচিত হলেন ভারতের ছেলে দীপক! গীতার উপর হাত রেখে করলেন শপদ গ্রহণ।

ভারতবংশী দীপক রাজ গুপ্তা অস্ট্রেলিয়াতে বিধায়ক হয়ে গেছেন। মঙ্গলবার কঅস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরি (এসিটি) এসেম্বলিতে প্রথম ভারতীয়-অস্ট্রেলিয়ান মেম্বার দীপক রাজ গুপ্তা ভগবৎ গীতার উপর হাত রেখে শপথ নেয়। ৩০ বছর বয়সী দীপক ১৯৮৯ সালে অস্ট্রেলিয়া গেছিল। দীপক বলেন যে, আমি ভাগবত গীতাতে হাত রেখে শপথ নেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নিয়েছিলাম। অস্ট্রেলিয়ার সদনে বাইবেল দ্বারা শপথ গ্রহণ করা হয়। আমি নিজের ইচ্ছা প্রকাশ করায় এসেম্বলির অফিসাররা নিয়ম চেক করে বলেন যে কোনো সদস্য অন্য ধর্মের গ্রন্থ নিয়ে শপথ নিতে পারে। কোনো রকমের বাধা না হওয়ার পর আমাকে অনুমতি দেওয়া হয়েছে। আমি নিজের সাথে ভাগবত গীতার একটি প্রতি নিয়ে গেছিলাম। উনি পরে ভগবৎ গীতা কে এসেম্বলিকে সেভিনিয়ার হিসাবে গিফট করে দেন। দীপক এর ভাই অনিল রাজ বলেন যে দীপক অস্ট্রেলিয়াতে অনেক সংঘর্ষ করেছে। উনি গাড়ি ধোয়া থেকে শুরু করে রেস্টুরেন্টেও কাজ করেছেন। এই সময় তিনি পড়াশোনাও করতেন। দীপক ১৯৯১ এ পাবলিক রিলেশান অফিসারের জব পায়। এরপর তিনি ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এক্সিকিউটিভ অফিসারের সরকারি চাকরি পায়। অনিল জানান যে দীপক অস্ট্রেলিয়াতে থাকা সত্বেও ভারতীয় সংস্কৃতিক

পুরো হাইকোর্টে বিলি করা হলো কোরান! বিনা বাধায় চলছে ধর্মপরিবর্তন করানোর ষড়যন্ত্র।

দেশে ধর্মনিরপেক্ষতার অবস্থা এমন যে, আদালতে পর্যন্ত ইসলামিক সংগঠনগুলি সক্রিয় হয়ে উঠছে। ধর্মনিরপেক্ষ আদালত এখন, ইসলামিক সংগঠনের সামনে নতমস্তক হচ্ছে। অবশ্য এটা সেই ধর্মনিরপেক্ষ দেশ যেখানে রাঁচির এক হিন্দু মেয়েকে ইসলামিক গ্রন্থ কোরান বিলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। হিন্দু মেয়েটি সাহসী হওয়ার কারনে চাপে পড়ে আদালত নিজেই নির্দেশ ফিরিয়ে নেয়। কর্ণাটক হাইকোর্ট থেকে এক ঘটনা এসেছে যা মিথ্য সেকুলারিজমকে জোর ঝটকা দেবে। আসলে কর্ণাটক হাই কোর্ট থেকে কোরান বিলি করার খবর এসেছে। কর্নাটকে সালাম সেন্টার নামের একটা ইসলামিক সংগঠন রয়েছে। এই সংগঠন অমুসলিমদের মুসলিম করার অভিযোগে কর্ণাটক কুখ্যাত। সালাম সেন্টার এখন কর্ণাটকের হাই কোর্টে কোরান বিলি করার অনুমতি পেয়েছে। কারোর কোনো বাধা ছাড়াই কর্ণাটকের হাইকোর্টে চলছে কোরান বিলি। বলা হয়, এই সংগঠনের মূল উদেশ্য অন্য ধর্মের লোকজনকে মুসলিমে কনভার্ট করা। কেরালা রাজ্যে খ্রিস্টান মিশনারিরা গরিব হিন্দুদের লোভ দেখিয়ে, বোকা বানিয়ে খ্রিস্টানে পরিণত করে। ঠিক একইভাবে সালাম সেন্টার নামের ইসলামিক সংগঠন অন্য ধর্মের লোকজনকে মুসলিম করার জন্য কাজ করে বলে অভিযোগ ওঠে। সালাম সেন্টারের সভাপত

জাকির নায়েককে দেশ ছাড়তে নির্দেশ দিল মালেশিয়া সরকার! ভারতে এলেই ঢুকিয়ে দেওয়া হবে জেলে।

ইসলামিক আতঙ্কবাদী জাকির নায়েক ও তার সমর্থকদের জন্য মালয়েশিয়া থেকে খারাপ খবর সামনে আসছে। মালয়েশিয়া জাকির নায়েককে তাদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার অন্তিম পত্র প্রদান করেছে। ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে প্রমান দেওয়ার পর অন্তিম পত্র দিয়েছে মালেশিয়া। এর আগে সৌদি আরব ও UAE জাকির নায়েককে শরণ দিতে অস্বীকার করেছে। কয়েকমাস আগেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জাকির নায়েককে নিয়ে বড়ো বিবৃতি দিয়েছিলেন। মালেশিয়ার প্রধানমন্ত্রী বলেছিলেন- “জাকির নায়েককে আমরা ভারতের হাতে তুলে দেবে না, জাকির যতদিন ইচ্ছা আমাদের দেশে থাকতে পারে।” এরপর ভারত সরকার মালেশিয়ার উপর চাপ সৃষ্টি করেছিল। ভারত জাকির নায়েকের বিরুদ্ধে প্রমাণ দিয়ে চাপ সৃষ্টি করে। মালেশিয়া একটা ইসলামিক দেশ এবং জাকির নায়েককে শরণ দেওয়ার জন্য সবথেকে আগে এগিয়ে এসেছিল। এখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু হয়েছে। আতঙ্কবাদের শরণ দেওয়া দেশ এখন জাকির নায়েককে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে। ভারতের চাপে মালেশিয়া এখন সোজা রাস্তায় চলে এসেছে। মালেশিয়া এখন জাকির নায়েককে তাদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। জাকির কোনোভাবেই আর মালেশিয়াতে শরণ

কাশ্মীর নিয়ে বিজেপির বড় প্ল্যান, ১৫ই আগস্ট প্রতিটি পঞ্চায়েতে উত্তোলন করা হবে জাতীয় পতাকা

জম্মু কাশ্মীরে সেনার সংখ্যা বাড়ানোর খবরের মধ্যে রাজ্যে রাজনৈতিক গতিবিধি বাড়তে চলেছে। ভারতীয় জনতা পার্টি (BJP) জম্মু কাশ্মীরের আসন্ন বিধানসভা নিয়ে কোমর বেঁধে নামছে। মঙ্গলবার বিজেপি জম্মু কাশ্মীরের টিমের সাথে বৈঠক করে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে চর্চা করে। এছাড়াও বিজেপি আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে জম্মু কাশ্মীরে বড়সড় উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছে। আর এর জন্য বিজেপি তাঁদের পঞ্চায়েত প্রধানদের তাঁদের এলাকায় তিরঙ্গা উত্তোলনের কথা জানিয়ে দিয়েছে।  সুত্র অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির কার্যকারী সভাপতি জেপি নাড্ডা জম্মু কাশ্মীরের বিজেপির টিম এর সাথে বৈঠক করেন। সেখানে তিনি অনেক বিষয়ে চর্চা করেন। তাঁর মধ্যে সবথেকে বড় চর্চা হয়েছে আগামী স্বাধীনতা দিবস পালন নিয়ে। বিজেপির কার্যকারী সভাপতি জেপি নাড্ডা জম্মু কাশ্মীরের বিজেপি কর্মীদের আগামী স্বাধীনতা দিবস ধুমধাম করে পালন করার নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। এছাড়াও জম্মু কাশ্মীরের বিজেপির পঞ্চায়েত প্রধানদেরও তাঁদের এলাকায় দেশের পতকা উত্তোলনের কথা বলেছেন জেপি নাড্ডা। এর জন্য পঞ্চায়েত প্রধানদের সুরক্ষাও দেওয়া হবে বলে জানিয়েছেন ত

ছয় বছরের বাচ্চা শহীদদের পরিবারকে দান করল ১২,৭০০ টাকা

উত্তর প্রদেশের মথুরার ছয় বছরের এক বাচ্চা পুলওয়ামা হামলায় শহীদদের পরিবারের জন্য ১২,৭০০ টাকা দান করল। দ্বিতীয় শ্রেণীর এক বাচ্চা বাড়ি বাড়ি গিয়ে এই টাকা জমায়, এরপর নিজের মায়ের সাথে ডিএম অফিসে গিয়ে এই টাকা জমা করিয়ে দেয়। ডিএম অফিসে গিয়ে এই একরত্তি বাচ্চা তাঁর প্রচেষ্টার দ্বারা জড় করা টাকা পুলওয়ামা শহীদদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করে। মঙ্গলবার ছয় বছরের সমৃদ্ধি নিজের মায়ের সাথে কালেক্টর অফিসে যায়, আর নিজের প্রচেষ্টা দ্বারা জমা করা ১২ হাজার ৭৩০ টাকা শহীদ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহাজ্যের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে জমা করায়। সমৃদ্ধি জানায়, যেই জওয়ানরা শহীদ হয়েছেন, তাঁদের সাহায্য করা দরকার। আমি বাড়ি বাড়ি গিয়ে তাঁদের জন্য ত্রাণ সংগ্রহ করে এখানে জমা করতে এসেছি। এই ছোট বাচ্চার প্রয়াস দেখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর সেখানে উপস্থিত বাকি মানুষ অবাক হয়ে যান। এই বাচ্চা সেখানে উপস্থিত সবার জন্য দেশভক্তির একটি কবিতা শোনায়। আপানদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাচ্চাটিকে চিঠি লিখে তাঁর প্রশংসা করেছেন। এই ছোট বাচ্চার মা দীপা চতুর্বেদী জানান, সমৃদ্ধি পুলওয়ামা হামলায় শহী

ব্রেকিং খবরঃ যুদ্ধবিরতি লঙ্ঘনের মধুর বদলা নিলো সেনা, ভারতের পালটা আক্রমণে খতম দশ পাক রেঞ্জার্স এবং তিন জঙ্গি

এবার থেকে সেনার হাত থেকে হাতিয়ার কেড়ে পালাতে পারবেনা জঙ্গিরা, কেনা হবে অত্যাধুনিক হাতিয়ার

জঙ্গি দ্বারা সেনা এবং পুলিশের থেকে হাতিয়ার কেড়ে নেওয়ার যাওয়ার ঘটনায় বৃদ্ধি নিয়ে চিন্তিত জম্মু কাশ্মীর পুলিশ। আর এই ঘটনার সাথে মোকাবিলা করার জন্য ৪০০ হাতিয়ার সুরক্ষা প্রণালী কিনবে জম্মু কাশ্মীর পুলিশ। যেই অত্যাধুনিক সিস্টেম কিনতে চলেছে জম্মু কাশ্মীর পুলিশ, তাঁকে স্মার্ট ইলেকট্রনিক্স ট্রিগার লক উইপন বলা হয়। রিপোর্ট অনুযায়ী, গত তিন বছরে রাজ্যে জঙ্গি দ্বারা একে-৪৭ রাইফেলস, সেলফ লোডিং রাইফেলস সমেত ২০০ টির বেশি রাইফেল এবং অনেক গোলাবারুদ ছিনে পালিয়ে যায় জঙ্গিরা। রাজ্য পুলিশ নিজেদের হাতিয়ার আর গোলাবারুদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য ৪০০০ হাতিয়া সুরক্ষা প্রণালী কেনার জন্য টেন্ডার জারি করেছে। সহায়ক পুলিশ নির্দেশক (এআইজি) মুবসসির লতিফি বলেন, ‘হাতিয়ার সুরক্ষা প্রণালী, স্মার্ট ইলেকট্রনিক্স ট্রিগার লোক উইপন ট্র্যাকিং সিস্টেম কেনার জন্য পুলিশের তরফ থেকে টেন্ডার জারি করা হয়েছে। উনি বলেন, এই উন্নত টেকনোলজিতে জিপিএস ট্র্যাকার এর সাথে ট্রিগার লকিং থাকবে, এর ফলে এই সিস্টেমের কেউ দুরব্যাবহার করতে পারবে না। এই সিস্টেম আগ্নেয়াস্ত্র এর অনুকুল হবে, এবং এই সিস্টেম শুধুমাত্র ব্যাবহারকারীর বায়োমেট্রিক দিয়েই চা

বড়ো খবর: রাজ্যসভাতেও পাশ হলো তিন তালাক বিল, এবার থেকে তিন তালাক দিলে হবে জেল ও জরিমানা।

লোকসভা পাস হওয়ার পর মঙ্গলবার রাজ্যসভায় তিন তালাক বিল উপস্থাপন করা হয়েছিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এটিকে দুপুর বারোটায় বিল হাউজের টেবিলে রেখেছিলেন। বিলকে সদনে উপস্থাপন করার পর রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, এটি লিঙ্গ ন্যায়বিচার, মর্যাদা এবং সাম্যের বিষয়। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। ২০১৩ সালের ট্রিপল তালাকের দরুন বিবাহ বিচ্ছেদের পর সুপ্রিম কোর্টে গিয়েছিল কিছু শোষিত মহিলা। এই ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের দুজন বিচারক রায় দিয়েছিলেন। এক্ষেতে এক বিচারক বলেছিলেন, স্বেচ্ছাচারিতা এবং অসাংবিধানিক। অন্যদিকে আরো একজন বিচারক বলছিলেন, কুরআনে যা লেখা আছে তা সাংবিধানিক দৃষ্টি দিয়েও সঠিক হবে তা প্রয়োজনীয় নয়। এই ইস্যুতে সদনের হস্তক্ষেপেও দাবি করা হয়েছিল। আর সরকারের দীর্ঘ প্রচেষ্টার পর আজ রাজ্য সভায় ত্রিপিল তালাক বিল পাস হয়েছে। তিন তালাক দিয়ে স্বামীকে ৩ বছরের সাজা দেওয়া হবে। এবার থেকে ভারতে ত্রিপিল তালাক আইনি অপরাধের শ্রেণীতে পড়বে। তিন তালাক দিলে ৩ বছরের সাজা ও স্বামীর উপর জরিমানা লাগানো হবে। ত্রিপিল তালাক দেওয়ার মামলায় মহিলার পরিবার পুলিশের কাছে FIR দায়ের করতে পারবে। যার পর স্বামীকে গ্

কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলেন ধোনি, বুধবার থেকে শুরু হবে আর্মি ট্রেনিং

টিম ইন্ডিয়ার উইকেট কিপার তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আর্মি ট্রেনিং এর জন্য কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলেন। খবর অনুযায়ী, ধোনি শ্রীনগরের জন্য বিমান ধরছেন। এয়ারপোর্টে ধোনির ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। ওই ছবিতে ওনাকে কালো টি-শার্ট আর আর্মির ক্যাপ পড়েছিলেন। এমনকি উনি আর্মির ব্যাগও নিয়েছিলেন। আপানদের জানিয়ে রাখি, ধোনির কাশ্মীরে পোস্টিং ভিক্টর ফোর্সের সাথে হবে। ধোনি এই পোস্টেরই দাবি করেছিলেন, সেনার হেডকোয়ার্টার থেকে ধোনির এই দাবি মেনেও নেওয়া হয়। ধোনি ৩১ জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত কাশ্মীরে থাকবেন। ধোনি পেট্রোলিং গার্ড আর পোস্ট ডিউটি করবেন, তিনি সেনার সাথেই থাকবেন। ধোনি ২০১১ সালে টেরিটোরিয়াল আর্মির লেফটিন্যান্ট কর্নেল উপাধি পান। ২০১১ সালে সেনার সাথে যুক্ত হওয়া ধোনি ২০১৫ সালে আগরার ট্রেনিং ক্যাম্পে সেনার বিমান থেকে প্যারাশুট নিয়ে জাম্প করার পর কোয়ালিফায়েড প্যারাট্রুপার হয়ে গেছেন। এবার উনি কাশ্মীরে সেনার সাথে থেকে দেশ সেবা করবেন। ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ান(প্যারা)-এ যোগ দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আপানদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি এর

সীমান্তে পাকিস্তানের ফের যুদ্ধবিরতি লঙ্ঘন! ভারতের পালটা জবাবে খতম দুই পাক সেনা

মঙ্গলবার জম্মু কাশ্মীরে আবারও পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘন করে রাজৌরি জেলার সুন্দরবনি সেক্টর আর কুপওয়াড়া এর তাংধার এবং কেরন সেক্টরে প্রচুর মর্টার ফায়ার করে। পাকিস্তানের এই হেভি শেলিং এ সুন্দরবনি সেক্টরে ভারতের এক সেনা জওয়ান শহীদ হন। পাকিস্তানের গুলি বর্ষণের জবাবে ভারতীয় সেনাও পাল্টা ফায়ারিং করে। ভারতীয় সেনার পালটা হানায় কুপওয়াড়া এর তংধার আর কেরন সেক্টরে দুই পাক সৈনিক খতম হয়। দুই তরফ থেকে এখনো গোলাগুলি চলছে। পাকিস্তানের ফায়ারিং এ সুন্দরবনি সেক্টরে সেনার জওয়ান কৃষ্ণ লাল (৩৪) শহীদ হন। তিনি আখনুর জেলার বাসিন্দা ছিলেন। ছেলের মৃত্যুর খবর বাড়িতে যেতেই শহীদ কৃষ্ণ লালের বাড়িতে শোকের ছায়া নেমে পড়ে। শহীদ জওয়ানের স্ত্রী এই খবর সুনতেই অজ্ঞান হয়ে যান। গোটা গ্রামের মানুষ শহীদ জওয়ানের বাড়িতে গিয়ে জমা হন। Jammu and Kashmir: 34-year-old Naik Krishan Lal, a resident of Ghagriya village, Akhnoor lost life in ceasefire violation by Pakistan along the Line of Control (LoC) in Sunderbani sector, District Rajouri (J&K), today. pic.twitter.com/GUx9KtUgiQ — ANI (@ANI) July 30, 2019 পাকিস্তানি সেনা তাঁ

অবসর নেওয়ার পর এক সৈনিক তার অর্জিত অর্থ দিয়ে গ্রামবাসীর জন্য বানিয়ে দিলেন রাস্তা।

দেশের সেবায় নিজের পুরো জীবন নিয়োজিত করার পর ভারতীয় সেনার এক রিটায়ার্ড ফৌজি তার গ্রামের লোকেদের কষ্ট সহ্য করতে না পেরে পাঁচ লাখ টাকা দান দিয়েছেন। রিটায়ার্ড ফৌজির পক্ষ থেকে দেওয়া এই উপহার গ্রামের লোকেদের অনতিক্রম্য পাহাড়ের উপর ৮০০ মিটার কাঁচা রাস্তা পেয়ে যান। গ্রামের বিকাশের জন্য দেশের এক সৈন্যের পদক্ষেপের  প্রশংসা সব জায়গায় হচ্ছে। যদিও বর্ষাকালে ওই কাঁচা রাস্তা বার বার নষ্ট হয়ে যায়। বর্ষায় রাস্তা পুনরায় ঠিক করার জন্য উনি ৭৫ হাজার টাকা দান দিয়েছিলেন। জনদরদী এই সৈনিকের নাম সরদারী লাল। হিমাচল প্রদেশের কাংড়া জেলার বৈজনাথ উপমণ্ডলের মাঝেডা পঞ্চায়েতর লুগোট গ্রামের ফৌজি সরদারী লাল গ্রামের লোকেদের সম্যসাকে দেখে এত বড় পদক্ষেপ নেন। লুগোট গ্রামে মোটামুটি ৩০টি পরিবার থাকে। কিন্তু এখনো অব্দি দেশ ও পৃথিবীর সঙ্গে এই গ্রাম যেন অযুক্ত। অবাক হওয়ার বিষয় এই গ্রামের লোকেদের এখনো রাস্তা জোটেনি । গ্রাম অব্দি রাস্তা না হওয়ার কারণে মুখ্য রাস্তা অব্দি পৌঁছানোর জন্য পাহাড়ের সাহায্যে নিতে হয়। যদি কোনো রোগীকে হাসপাতাল নিয়ে যেতে হয় তবে তাকে পালকি করে হাসপাতাল পৌঁছানো হয়। বর্ষার সময় এখানের লোকেদের অনেক মুশকিলের সম্মু

ক্ষমতায় এসেই অ্যাকশনে ইয়েদুরাপ্পা, রাজ্যে বন্ধ করে দেওয়া হল টিপু সুলতানের জন্ম জয়ন্তী

কর্ণাটকে সরকার বদলের পরেই টিপু সুলতানকে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। অনেক বিরোধিতার পর কর্ণাটকের ইয়দুরাপ্পা সরকার টিপু সুলতানের জয়ন্তীতে আয়োজিত অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির বিধায়ক বোয়েপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা-কে চিঠি লিখে এই অনুষ্ঠান বন্ধ করার দাবি করেছিলেন।  আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ ২১ দিন নাটক চলার পর অবশেষে কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যার্থ হয় কংগ্রেস-জেডিএস এর মুখ্যমন্ত্রী এইচ.ডি কুমারস্বামী। গত মঙ্গলবার কর্ণাটক বিধানসভায় আস্থা ভোটে কংগ্রেস-জেডিএস জোট পায় ৯৯ টি ভোট। আরেকদিকে ভারতীয় জনতা পার্টি পায় ১০৫ টি ভোট। এরপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন কুমারস্বামী। কর্ণাটকে কংগ্রেস – জেডিএস জোট সরকার ১১৬ জন বিধায়ক নিয়ে ১৪ মাস সরকার চালায়। ১লা জুলাই কংগ্রেসের দুই বিধায়কের ইস্তফার পর বিগত ২৩ দিন ধরে কর্ণাটকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। রাজ্যের মোট ১৫ জন বিধায়কের ইস্তফার পর ১৮ই জুলাই ফ্লোর টেস্টের তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু বার বার হাঙ্গামার জন্য ফ্লোর টেস্ট হচ্ছিল না। গত মঙ্গলবার ফ্লোর টেস্টে হেরে গিয়ে কর্ণাটকের মুখ্য

বড় ঝটকা কংগ্রেসে! দল ছেড়ে বিজেপিত যোগ দিচ্ছেন নেহেরু-গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সাংসদ

লোকসভা ভোটের পর থেকেই টালমাটাল কংগ্রেস শিবির। কংগ্রেসের সভাপতি পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফার পর গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে কংগ্রেসের সভাপতিরা একের পর এক ইস্তফা দিয়েছিলেন। আবার কংগ্রেস এখন নতুন সভাপতি খোঁজ করতে গিয়েও চরম সমস্যার সন্মুখিন হচ্ছেন। কেউ কেউ চাইছেন গান্ধী পরিবার থেকেই কংগ্রেসের সভাপতি হোক। আবার কেউ কেউ চাইছে এবার আর গান্ধী-নেহেরু পরিবার না। অন্য কেউ কংগ্রেসের সভাপতি হোক। কংগ্রেসের অন্দরে নতুন সভাপতি নিয়ে চরম সঙ্কট। অনেক কংগ্রেসীরাই রাহুল গান্ধীকে আবার কংগ্রেসের সভাপতি পদে দেখতে চাইছেন। আবার কেউ কেউ রাহুল গান্ধীর বোন তথা জমি দুর্নীতিতে অভিযুক্ত রবার্ট ভঢড়ার স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের নতুন সভাপতি বানাতে চাইছেন। তবে গান্ধী পরিবার থেকে আর কেউই সভাপতি হওয়ার জন্য এগিয়ে আসছেন না। এত সঙ্কটের পর, এবার আরও একটি সঙ্কটের সন্মুখিন কংগ্রেস। লোকসভায় বিরোধী দলের তকমা হারানর পর, এবার রাজ্যসভাতেও আসতে আসতে জমি হারাচ্ছে কংগ্রেস দল। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবার দল থেকে ইস্তফা দিয়ে দিলেন। তিনি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। শোনা যাচ্ছে যে, তিনি বিজেপিতে যোগ দিতে প

কাশ্মীরের উপর বড়ো সিদ্ধান্তের প্রস্তুতি! সৈন্য অফিসারদের সাথে বৈঠক করলেন অজিত ডোভাল।

জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল সম্প্রতি কাউকে না জানিয়েই কাশ্মীর ঘাঁটিতে পৌঁছে গেছিলেন। হটাৎ কাশ্মীর ঘাঁটিতে রওনা দেওয়ার বিষয়টি নিয়ে নানা মন্তব্য সামনে আসতে শুরু হয়েছে। সকলে নিজের নিজের মতো করে অজিত ডোভালের পরিকল্পনা নিয়ে গবেষণা শুরু করেছে। অনেকে বিষয়টিকে আতঙ্কবাদ দমনের দৃষ্টিকোন থেকে দেখছে। অনেকে আবার ঘাঁটি থেকে ধারা 370 ও 35A বিলুপ্তির দৃষ্টিকোন থেকে দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে ঘাঁটিতে ১০ হাজার অতিরিক্ত সৈন্য নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণে সরকারের উদেশ্যকে জানার জন্য মানুষের উৎসাহ বৃদ্ধি পেয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঘাঁটিতে একটা বড়ো আতঙ্কবাদী হামলার বিপদের আগাম অনুমান করে NSA অজিত ডোভাল সুরক্ষা এজেন্সিদের সাথে বৈঠকে বসেছিলেন। আতঙ্কবাদী হামলার উপর প্রস্তুত থাকার জন্যেই সেনাকে মজবুত রাখতে বলা হয়েছে। তবে অনেকের ধারণা সরকার কোন বড়ো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে। এর আগেও পুলবামা হামলার পর কাশ্মীর ঘাঁটিতে বেশি সংখ্যায় সেনা নিযুক্ত করা হয়েছিল। তার কিছুদিন পরেই পাকিস্তানে এয়ার স্ট্রাইক সম্পন্ন করা হয়েছিল। তখনও কাশ্মীরের সুরক্ষার কারণ দেখিয়ে সৈন্য নিযুক্ত করা হয়েছি

মোদী পরিবেশ বিরোধী, উনাকে ডিসকভারি অনুষ্ঠানে আসতে দেওয়া উচিত নয়: কবিতা কৃষ্ণন, বামপন্থী বুদ্ধিজীবী নেত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবথেকে ঝুঁকি ভরা রিয়েলিটি শো ‘Man Vs Wild” এ দেখা যাবে। বিশ্ব বিখ্যাত জঙ্গল প্রেমী বিয়ার গ্রিলস (Bear Grylls) এর সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে দেখা যাবে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে দেশবাসীর মধ্যে ওই অনুষ্ঠানের প্রতি উৎসাহ বেড়েছে। তবে বিয়ার গ্রিলসের সাথে নরেন্দ্র মোদীকে দেখে রীতিমতো আক্রোশিত হয়ে পড়েছেন বামপন্থী নেত্রী তথা বুদ্ধিজীবী কবিতা কৃষ্ণন। কবিতা কৃষ্ণন মোটেও মেনে নিতে পারছেন না যে, নরেন্দ্র মোদীর সাথে বিয়ার গ্রিলস অনুষ্ঠান করবেন। কবিতা কৃষ্ণন টুইট করে বিয়ার গ্রিলসকে বলেছেন, নরেন্দ্র মোদী বাজে ব্যাক্তি উনার সাথে শো করা অনুচিত। বিয়ার গ্রিলস একজন বিদেশী ব্যাক্তি অন্যদিকে নরেন্দ্র মোদী ভারতের জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী। কিন্তু কবিতা কৃষ্ণন এক বিদেশীর কাছেই ভারতের প্রধানমন্ত্রীর নিন্দা করেছেন। বিয়ার গ্রিলস জানিয়েছেন, আগস্টের ১২ তারিখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার শোতে দেখা যাবে। Dear @BearGrylls – Modi is helping his corporate cronies destroy wilds in India & Australia. He's enacting a law enabling forest offic

জম্মু কাশ্মীরে বিগত ছয় মাসে ৮২ শতাংশ জঙ্গিকে খতম করেছে সেনা, তাও নতুন ভর্তি কমেনি!

অর্ধেক বছর অতিক্রম হওয়ার পর জম্মু কাশ্মীরে ১২১ জন জঙ্গিকে খতম করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন জঙ্গি পাকিস্তানের ছিল। অর্থাৎ মোট মৃত জঙ্গির মধ্যে ৮২ শতাংশ জঙ্গিই কাশ্মীর উপত্যকার ছিল। এগুলোর মধ্যে অধিকতম এনকাউন্টার দক্ষিণ কাশ্মীরে হয়েছে। ৩৬ জন জঙ্গি পুলওয়ামা, ৩৪ জন জঙ্গি শোপিয়ান আর ১৬ জন জঙ্গিকে অনন্তনাগে মারা হয়েছে। প্রসঙ্গত ২০১৯ সালে কাশ্মীরের যুবদের জঙ্গি সংগঠনে যুক্ত হওয়ার ঘটনা কমেনি। একটি ইংরেজি সংবাদ পত্র অনুযায়ী, ২০১৯ সালে নতুন করে জঙ্গি সংগঠনে নাম লেখানোর ঘটনা কমেনি। আর এই ঘটনা বেড়েই চলেছে, এখনো পর্যন্ত ৭৬ জন কাশ্মীরি যুবক সন্ত্রাসবাদের রাস্তা বেছে নিয়েছে। যাদের মধ্যে ৩৯ জন হিজবুল মুজাহিদ্দিন আর ২১ জন জইশ-এ-মোহম্মদ এ যুক্ত হয়েছে। জঙ্গিতে নাম লেখানয় বেশিরভাগ যুবক দক্ষিণ কাশ্মীরের। নতুন জঙ্গিদের মধ্যে ২০ জন পুলওয়ামা, ১৫ জন শোপিয়ান, ১৩ অনন্তনাগ আর কিছু যুবক কুলগাঁও এর। এরা সবাই জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে। রাজ্যে ছড়িয়ে পড়া এই সন্ত্রাসের পরিসংখ্যান সরকারি কাগজেই প্রমাণ আছে। আর এই কারণেই এটা বলা ভুল হবে যা যে, দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসবাদ চরমে আর এখানকার স্থা

ভাইরাল ভিডিওঃ ট্রেনিং করতে গিয়ে বিমান ব্ল্যাস্ট হয়ে জাহান্নামে পৌঁছে গেল ১৭ পাকিস্তানি!

মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি সেনার বিমান ট্রেনিং এর সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। এই দুর্ঘটনার পর বিমানের ক্রিউ মেম্বার সমেত ১৭ জনের মৃত্যু হয়। পাকিস্তানি সেনা একটি বয়ান জারি করে এই তথ্য সার্বজনীন করে। আরেকদিকে ১২ জন নাগরিক এই দুর্ঘটনার কবলে পড়ে আহত হন। দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর বিমানে আগুন লেগে যায়। আপানদের জানিয়ে রাখি, রাওয়ালপিন্ডি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে খুব একটা দূরে নয়। এখানেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তথা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আইএসআই এবং পাক সেনার হেড কোয়ার্টার আছে। Pakistan Army aviation aircraft on routine training flight crashed near Mora Kalu Rawalpindi. 17 people including 5 crew members, 2 officers ( Pilots) embraced Shahadat. pic.twitter.com/Iv78gXVCn5 — Syed Zeshan Ali Shah (@ZeshanSyed08) July 30, 2019 এই ঘটনার পর একটি ভিডিও ওয়েবসাইটে জারি করা হয়। সেখানে দেখা যায় যে, একটি বিল্ডিং আগুনের কবলে পড়ে গেছে। যদিও এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় কতটা ক্ষতি হয়েছে সঠিক জানা যায়নি। আর যেই বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেই বিমানের মডেল সম্পর্কেও জানা যায়নি। সেনা

উপত্যকায় এবার আর বাঁচবে না জঙ্গিদের গুরু, সন্ত্রাস শেষ করতে সবথেকে বড় অভিযানে নামল ভারতীয় সংস্থা

জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদকে মূল থেকে উৎখাত করতে দেশের তিনটি প্রধান সংস্থা NIA, ED, IT একটি সংযুক্ত অভিযান শুরু করেছে। এদের একটাই লক্ষ্য যে, এবার যেন জম্মু কাশ্মীরে জঙ্গিদের পৃষ্ঠপোষকেরা বাঁচতে না পারে। সেটা রাজনেতা, আলগাওবাদী, হুরিয়ত অথবা কোন বেসরকারি সংগঠন হোক না কেন তাঁদের কোন মতে রেহাই দেওয়া হবেনা। মদ্দা কথা হল, এবার জম্মু কাশ্মীরে জঙ্গিদের উপর সহানুভূতি দেখালেই বিপদ। দেশের প্রধান এই তিনটি এজেন্সি বড়সড় অভিযান চালিয়ে তদন্ত শুরু করেছে। এবার জম্মু কাশ্মীরের প্রতিটি আর্থিক সংস্থা এদের নজরে রয়েছে। আপানদের জানিয়ে রাখি, জম্মু কাশ্মীর সীমান্তে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া হচ্ছে, আর এবার সেটা প্রমাণিত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করছে, যারা কোনরকম ভাবে সন্ত্রাসীদের সাহায্য দেয়। পাকিস্তানি দূতাবাস জম্মু কাশ্মীরে আলগাওবাদী সংগঠনের মাধ্যমে জঙ্গি গতিবিধি সঞ্চালিত করছে। আর এটা তদন্তকারী সংস্থা এনআইএ আগেই প্রমাণ করেছে। তদন্তকারী সংস্থা গুলো অনুযায়ী, আল-উমর-মুজাহিদ্দিন, জইশ-এ-মুহাম্মদ, লস্কর-এ-তইবা আর জামাত-উদ-দাওয়া এর মতো জঙ্গি সংগঠন গুলো কাশ্মীরের মানুষদের ব

জম্মু-কাশ্মীরের মসজিদগুলির উপর নজর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের! মৌলবী, ফান্ডিং সমস্ত বিষয়ে চাওয়া হলো রিপোর্ট।

জম্মু-কাশ্মীর রাজ্যের সমস্ত মসজিদের উপর এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের নজর পড়েছে। সূত্রের খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীর রাজ্যের সব জেলায় উপস্থিত মসজিদের উপর রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। মসজিদগুলির সঠিক লোকেশন, প্রশাসনিক সূচনা ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এছাড়াও মৌলবীর নাম তথ্য, মসজিদের ফান্ডিং ও মসজিদের সঞ্চালনের তথ্য জানাতে হবে। জেলা পুলিশ আধিকারিকদের থেকে তথ্য নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট প্রেরণ করতে বলা হয়েছে। #Exclusive | Mosques in J&K under Home Ministry lens. All districts asked to provide details of the management of all mosques in the Valley. | Vivek Narayan reads the MHA order. | #KashmirMosqueOrder pic.twitter.com/Ke2WoS2MNx — TIMES NOW (@TimesNow) July 29, 2019 এই নির্দেশ ধর্মের উপর দখলদারি বলে মন্তব্য করেছেন ইসলামিক ধর্মগুরুরা। মসজিদের উপর সরকারের পদক্ষেপের বিরোধ করেছন ইসলামিক ধর্মগুরুরা। জানিয়ে দি জম্মু কাশ্মীরের মসজিদগুলি বহু সময় ধরে প্রশ্নের মুখোমুখি রয়েছে। আসলে কাশ্মীরে এমন বহু মসজিদ রয়েছে যেখান থেকে ওয়াহাবি বিচারধারা সম্প্রসারি

আমেরিকার আপত্তি উপেক্ষা করে রাশিয়ার সাথে আরেকটি বিধ্বংসী মিসাইল চুক্তি ভারতের

ভারত আর রাশিয়ার মধ্যে এস-৪০০ মিসাইল চুক্তির পর আমেরিকা আপত্তি জানিয়েছিল। কিন্তু ভারত আমেরিকার আপত্তিতে নজর না দিয়ে রাশিয়ার সাথে আরেকটি মিসাইলের চুক্তি সেরে ফেলল। ভারত বায়ু থেকে বায়ু তে লক্ষ্য ভেদ করতে সক্ষম R-27 কেনার জন্য ১৫০০ কোটি টাকার চুক্তি সেরে নিলো রাশিয়ার সাথে। এই মিসাইল গুলোকে শুখোই লড়াকু বিমানে ব্যাবহার করা হবে। সরকারি সুত্র থেকে জানা যায় যে, রাশিয়ার সাথে আকাশ থেকে আকাশে লক্ষ্য ভেদ করা R-27 মিসাইল কেনার চুক্তি সেরেছে ভারত। এই মিসাইল গুলোকে ভারতীয় বায়ুসেনা লড়াকু বিমান শুখোই-৩০ তে ব্যাবহার করা হবে। সুত্র থেকে জানা যায় যে, দীর্ঘ দূরত্ব ভেদ করা এই মিসাইল শুখোই বিমানকে শত্রুদের উপর দূর থেকে অ্যাটাক করার ক্ষমতা প্রদান করবে। R-27 মিসাইল মিডিয়াম রেঞ্জ থেকে বেশি দূরত্ব পর্যন্ত সঠিক আঘাত হানতে সক্ষম। রাশিয়া এই মিসাইল গুলো নিজেদের মিগ আর শুখোই লড়াকু বিমানে ব্যাবহার করে। আপানদের জানিয়ে রকাহি, দুদিন আগে কার্গিল বিজয় দিবসের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আমরা দেশের সুরক্ষার ব্যাপারে কোনরকম অভাব, প্রভাব আর কারোর চাপে মাথা নত করব না।” এই চুক্তি সরকার ১০-আই এর প্রোজেক্ট অনুসারে

ধারা 35A বিলুপ্তিতে যে বাধা দেবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, মেহেবুবাকে হুমকি দিলেন রাজা সিং।

মোদী সরকার তাদের দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে জনগণকে দেওয়া সবথেকে বড়ো প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল আর্টিকেল 35A মুছে দেওয়া। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসে সেই কাজের উপর দারুণভাবে জোর দিয়েছে। কিন্তু সরকারের পদক্ষেপের উপর কাশ্মীরের কট্টরপন্থী, আতঙ্কবাদী ও পাথরবাজরা আক্রোশিত হয়েছে। একইসাথে কাশ্মীরের মেহেবুবা মুফতির মতো নেতারাও সরকারের পদক্ষেপে আক্রোশ প্রকাশ করেছে। মেহেবুবা মুফতি বলেছেন, যে ধারা 35A বা 370 এর উপর হস্তক্ষেপ করবে তাকে জ্বালিয়ে ছাই করে দেওয়া হবে। তবে মেহেবুবা মুফতির এমন মন্তব্যের উপর সেকুলার নেতাগণ কেউ জবাব দিতে রাজি নয়। তবে তেলেঙ্গানার হিন্দুত্ববাদী নেতা টাইগার রাজা সিং মেহেবুবা মুফতিকে উনার ভাষাতেই জবাব দিয়েছেন। দেশের বেশিরভাগ নেতা রাজনীতি ও নিজের পদের উপর ভিত্তি করে বিবৃতি দেয়। দেশের হয়ে দেশবিরোধীদের বিরুদ্ধে বলার জন্য নেতার সংখ্যা দেশে খুবই কম। তেলেঙ্গানার রাজা সিং এমনই একজন নেতা যিনি দেশবিরোধীদের তাদের ভাষাতেই উত্তর দেন। महबूबा मुफ्ती कान खोल कर सुनलो कश्मीर हिन्दुस्तान का है..नही किसी के बाप का है। #MehboobaMufti #KashmirIssue pic.twitter.com/5F3wx1vchk — Raja S

জম্মু কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে হত ১২ দিনের ফুটফুটে শিশু, এরপরেও মোদী বিরোধীদের কাছে পাকিস্তান শান্তির দেশ!

ভালো মানুষের মুখোশ পড়ে থাকা পাকিস্তান আর পাকিস্তানি সেনা লাগাতার ভারতের সীমান্তে নিরীহ গ্রামবাসীদের উপর গুলি চালিয়েই থাকে। আর এর প্রমাণ রবিবার আর সোমবার পুঞ্ছ জেলার শাহপুর গ্রামে দেখা গেলো। সেখানে পাকিস্তানি সেনার গুলিতে মাত্র ১২ দিনের শিশু প্রাণ হারাল। এছাড়াও ওই শিশুর মা এবং তাঁর প্রতিবেশী গুরুতর আহত হন। রবিবার অনেক চেষ্টা করে পাকিস্তানি সেনার গুলি থেকে বাঁচিয়ে তাঁদের পুঞ্ছ জেলার রাজা শুখদেব সিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের অবস্থা শোচনীয় দেখে, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের জিএমসি জম্মুতে রেফার করা হয়। মাত্র ১২ দিনের শিশুকে গুলির নিশানা বানানোর জন্য প্রতিটি গ্রামবাসী আক্রোশে ফেটে পড়েছে। সবাই এখন পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে। পাকিস্তানের গুলিতে আহত মোহম্মদ আরিফ এবং ফাতিমার অবস্থা খুবই আশঙ্কাজনক। আরেকদিকে ফাতিমার ১২ বছরের নিরীহ শিশু সোমবার সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যুর মুখে ঢলে পড়ে। ফাতিমার পরিজনেরা জানায়, তাঁরা নিজের ঘরের মধ্যে রাতের খাওয়ার তৈরি করছিল। তখনই হঠাৎ করে পাকিস্তানি সেনার ছোড়া একটি গোলা ছাদ ফুটো করে ঘরের মধ্যে ঢুকে যায়। আর ওই গোলার কারণে তিনজন আহত হন।

মাদ্রাসা থেকে চার সন্দেহভাজন রোহিঙ্গা জঙ্গি গ্রেফতার, উদ্ধার হল অনেক নথিপত্র এবং গোপন তথ্য

আবার অপরাধের সাথে জড়িয়ে গেলো মাদ্রাসার নাম। কিছুদিন আগে উত্তর প্রদেশের এক মাদ্রাসা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হওয়ার পর, এবার উত্তর প্রদেশের শামলি জেলার এক মাদ্রাসা থেকে চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা ব্যাক্তিদের থেকে তিনটি পাসপোর্ট, সংযুক্ত রাষ্ট্রের শরণার্থী প্রমানপত্র, দুটি ভারতীয় আধার কার্ড, দুটি ব্যাংকের পাস বই, একটি প্যান কার্ড, ৪ টি মোবাইল ফোন এবং আট হাজার ৩০ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ ওই ব্যাক্তিদের বিরুদ্ধে আরও কিছু গোপনীয় তথ্য পায়। ওই গোপন তথ্য গুলোর উপরে নির্ভর করে পুলিশ নতুন রণনীতি স্থির করছে। গ্রেফতার হওয়া চারজনই বেআইনি ভাবে মাদ্রাসাতে বসবাস করছিল। পুলিশের সুত্রের সঠিক খবরের পর মাদ্রাসাতে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত চারজনই মায়ানমারের বাসিন্দা। সবাই নিজের পরিচয় গোপন করে মাদ্রাসায় থাকছিল। মায়ানমারের সন্দেহভাজন চার জঙ্গি ছাড়াও, পুলিশ ওই মাদ্রাসার তিন সঞ্চালককে গ্রেফতার করে। আপাতত সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছে পুলিশ। এই ঘটনা উত্তর প্রদেশের ভবন থানা এলাকার জলালাবাদ এর। তল্লাশির সময় খুশনুমা কলোনির এক যুবককেও গ্রেফতার

বিশ্বের সবথেকে ঝুঁকি ভরা রিয়েলিটি শো ‘Man Vs Wild”তে নতুন অবতারে দেখা যাবে নরেন্দ্র মোদীকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব তাড়াতাড়ি আপনি বিপদজনক জঙ্গলে দেখবেন। ওই ঝুঁকি ভরা জঙ্গলে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) এমন ভাবে দেখবেন, যেটা আপনি কোনদিনও কল্পনা করেননি। আসলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ই আগস্ট ডিসকভারি চ্যানেলে বিশ্বের সবথেকে ঝুঁকি ভরা রিয়েলিটি শো ‘Man Vs Wild” এ দেখবেন। ওই অনুষ্ঠানে বিশ্ব বিখ্যাত জঙ্গল প্রেমী বিয়ার গ্রিলস (Bear Grylls) এর সাথে ভারতের তথা বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীকে দেখতে পাবেন। ডিসকভারি চ্যানেল থেকে এই শো-এর প্রিমিয়ার চালু করা হয়েছে। এই শো-এর শুটিং জিম করবেট ন্যাশানাল পার্কে হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীব সংরক্ষণ নিয়ে বিয়ার গ্রিলস এর সাথে আলোচনা করবেন। এর আগে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা কেও গভীর জঙ্গলে বিয়ার গ্রিলসের সাথে দেখা গেছিল। এই শো নিয়ে বিয়ার গ্রিলস ট্যুইট করে জানান, ১৮০ টি দেশের মানুষ খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক নতুন অবতার দেখতে পারবে। Man Vs Wild এর এই অনুষ্ঠান আগামী ১২ই আগস্ট রাত ৯ টার সময় ডিসকভারি চ্যানেলে দেখা যাবে। এছাড়াও ডিসকভারি HD ওয়ার্ল্ড, অ্

এবার সেনার জওয়ান তৈরি করার দ্বায়িত্ব নিলো RSS, সঙ্ঘের তরফ থেকে খোলা হবে প্রথম আর্মি স্কুল

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে একটি আর্মি স্কুল খোলার প্রস্তুতি নিচ্ছে। ওই স্কুলে বাচ্চাদের সেনার অফিসার বানানোর ট্রেনিং দেওয়া হবে। এই স্কুল চালানোর দ্বায়িত্ব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এডুকেশন উইং বিদ্যা ভারতীর কাছে দেওয়া হবে। ইকোনমিক টাইমস অনুযায়ী, RSS এর সরসঙ্ঘচালক রাজেন্দ্র সিং (রজ্জু ভাইয়া) এর নামে রজ্জু ভাইয়া সৈনিক বিদ্যা মন্দির রাখা হবে। এই স্কুল উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে করা হবে। ওই যায়গাতেই ১৯২২ সালে রজ্জু ভাইয়া জন্ম গ্রহণ করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, স্কুলের নির্মাণকার্জ শুরু হয়ে গেছে। এটি একটি রেসিডেন্সিয়াল স্কুল হবে, এর মানে এই যে, এই স্কুলে বাচ্চাদের জন্য হোস্টেলের ব্যাবস্থা থাকবে। আগামী বছরের এপ্রিল মাস থেকে ওই স্কুলে পড়াশুনা শুরু হয়ে যাবে। ওই স্কুলে সিবিএসই বোর্ডের সিলেবাস পড়ান হবে। ওই স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বাচ্চাদের পড়ান হবে। দ্য ইকোনমিক টাইমস বিদ্যা ভারতীর উচ্চ শিক্ষা সংস্থান এর পশ্চিম উত্তর প্রদেশ আর উত্তরাখণ্ডের সংযোজক অজয় গোয়েল এর সুত্র থেকে জানিয়েছে যে, আরএসএস এর এটা প্রথম পরীক্ষণ। যদি এই পরীক্ষণ সফল হয়

চন্দ্রযান-২ মিশন প্রমান করেছে যে আমাদের বিজ্ঞানীরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্বসেরা: প্রধানমন্ত্রী মোদী।

প্রাচীন সময় থেকে ভারতের ঋষি মুনিরা মহাকাশের রহস্য সম্পর্কে জ্ঞান পুরো বিশ্বকে দিয়ে এসেছেন। তথ্যগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভারতীয় সংস্কৃতি ও সংষ্কারের সাথে জুড়ে দিয়েছিলেন। এই কারনে আজও গ্রহণের তারিখ জানতে যখন আমেরিকা বা ইউরোপবাসী দুরবীনের দিকে তাকায়, তখন ভারতীয়রা পঞ্জিকা খুলেই অমাবস্যা, পূর্ণিমা, সূর্য গ্রহণ জ চন্দ্র গ্রহণের সময় বলে দেয়। এমনকি দিন গণনার ক্ষেত্রেও বারের নামকরণ গ্রহের প্রভাবের উপর লক্ষ করে করা হয়েছে ভারতীয় সংস্কৃতিতে। কিন্তু যুগের কালচক্রে বহু তথ্য ভারতীয় সমাজ থেকে হারিয়ে গেছে। তবে বর্তমান সময়ে ভারতের মহাকাশ অনুসন্ধান সংস্থা ISRO ভারতীয়দের প্রতিভাবে আরো একবার বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছে। প্রাচীন ঋষি মুনিদের DNA এখনো ভারতীয় সমাজে রয়েছে তা কাজের মাধ্যমে দেখাতে পেরেছে ভারতীয় বিজ্ঞানীরা। কম খরচে মহাকাশ অভিযানের বড়ো বড়ো প্রজেক্ট কিভাবে সম্পূর্ণ করতে হয় তা দেখিয়েছে ভারতের বিজ্ঞানীরা। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি তার মন কি বাত অনুষ্ঠানে চন্দ্রযান-২ এর সফল লঞ্চের ব্যাপারে বিবৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রী ভারতীয় বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে উনাদের প্রশংসায় মুখর হন। প্রধ

লাভ জিহাদে সফল না হয়ে, দিল্লীতে ১৯ বছরের যুবতী কীর্তি মাথুরকে হত্যা করলো মহম্মদ মুনাজির।

রাজধানী দিল্লী থেকে আরো একবার ভয়ঙ্কর অপরাধিক ঘটনার খবর প্রকাশ পেয়েছে। এক কট্টরপন্থী সন্ধ্যে বেলা ১৯ বছরের হিন্দু যুবতীকে হত্যা করেছে। সন্ধ্যে বেলা ভরা বাজারের মধ্যে হিন্দু যুবতীকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে দেওয়ার খবর পাওয়া গেছে। নিউ দিল্লীর ভগাল এলাকায় ১৯ বছরের হিন্দু যুবতীর হত্যা করা হয়েছে। যুবতীর নাম ছিল কীর্তি, যাকে ২৫ বছরের মহম্মদ মুনাজির লাভ জিহাদে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু কীর্তি মহম্মদ মুনাজিরের জালে ফাঁসতে চাইনি। সেই আক্রোশে ভগাল এলাকায় ভরা বাজারের মধ্যে কীর্তিকে চাকু দিয়ে কুপিয়ে মেরে ফেলে মহম্মদ মুনাজির। মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে, অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে ইত্যাদি অভিযোগ তুলে কিছুদিন আগেই ৪৯ জন বুদ্ধিজীবী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। আর তার ২ দিন পরেই শুক্রবারদিন রাজধানীর দিল্লীতে কীর্তি মাথুর নামের হিন্দু যুবতীকে হত্যা করলো কট্টরপন্থী মহম্মদ মুনাজির। কিন্তু এ বিষয়ে বুদ্ধিজীবী বর্গ নিশ্চুপ বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ দিল্লীর ভোগাল এলাকায় কীর্তি মাথুর তার পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকতেন। পাশেই কট্টরপন্থী মহম্মদ মুনাজির ভাড়া বাড়িতে থাকতো। মুনাজির হিন্দু যুবতীকে লাভ জ

বারাণসীতে ৯ জন হিন্দুকে চাকরি থেকে বের করল ইন্সপেক্টর এজাজ আহমেদ!চোখে জল নিয়ে রাস্তায় ঘুরছে পরিবারগুলি।

ধার্মিক ভেদাভেদের ভিত্তিতে হিন্দুদের উপর অত্যাচারের খবর আগে শুধুমাত্র বাংলাদেশ , পাকিস্তানের মতো দেশগুলি থেকে আসতো। কিন্তু এখন ভারত দেশের নানা প্রান্ত থেকে হিন্দুদের উপর অত্যাচারের খবর নিত্য হয়ে উঠেছে। মেইনস্ট্রিম মিডিয়া খবরগুলি গোপন করছে বলেও অভিযোগ আসে। তবে সোশ্যাল মিডিয়ার দরুন হিন্দুদের উপর হওয়া অত্যাচারের খবর জনগণের কাছে পৌঁছে যায়। এমনি এক খবর বারাণসী থেকে আসছে। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ রয়েছেন এবং বারাণসীতে প্রধানমন্ত্রী মোদী নিজে সাংসদ। কিন্তু এখানেই ৯ টি হিন্দু পরিবার রাস্তায় এসে পড়েছে এবং তাদের চোখে জল মোছার মতো কেউ নেই। এনাদেরকে হিন্দুদের হওয়ার শাস্তি দেওয়া হয়েছে। ৯ জন হিন্দুকে এজাজ আহমেদ নামের এক ইন্সপেক্টর চাকরি থেকে বের করে দিয়েছে। ৯ জন হিন্দুদের মধ্যে একজন হিন্দু সামনে এসে ঘটনার বিবৃতি দিয়েছেন। পরিবারগুলির পাশে কোনো সংগঠন, কোনো রাজনৈতিক পার্টির দেখা নেই। ঘটনার বিবৃতি নিচের ভিডিওতে শুনুন। भाजपा समर्थक होना पड़ा महंगा बनारस के कंटोनमेंट बोर्ड छावनी परिषद अस्पताल में पिछले 3 वर्षों से संविदा कर्मी को इस्पेक्टर एजाज अहमद और उसके 9 हिंदू साथियों को नौकरी स

জেলের থেকে আট গুন বেশি সময় হাসপাতালেই কাটিয়েছেন চারা-চোর লালু প্রসাদ যাদব

জেলে যেতেই হাই প্রোফাইল মানুষ গুলো হটাৎই শরীর খারাপ হয়ে যায়। যদি রাঁচির বিরসা মুণ্ডা জেলের বিগত ১০ বছরের রেকর্ড দেখা হয়, তাহলে এই কথা প্রমাণিতও হয়ে যাবে। বিগত ১০ বছরে ডজন খানেক ভিভিআইপি ব্যাক্তিদের বিরসা মুণ্ডা জেলে ঢুকেই শরীর খারাপ হয়ে যায়, আর তাঁদের সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জলজ্যান্ত দৃষ্টান্ত রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব। ওনার এখন বয়স ৭১ হয়ে গেছে। ওনার সাজার ১৯ মাসের মধ্যে ১৭ মাস জেলেই কাটিয়েছেন তিনি। আর এত দিন বিলাসবহুল হাসপাতালে থাকার পরেও উনি সুস্থ হয়ে ওঠেন নি! উনি এখন রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স হাসপাতালে ভর্তি। সেখানে ওনার সুরক্ষার জন্য ৪২ জন পুলিশ কর্মী মোতায়েন আছে। সেখানে তিনি পেয়িং ওয়ার্ডে ভর্তি আছেন। আপনাদের জানিয়ে রাখি, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তিনটি আলাদা আলাদা পশুখাদ্য দুর্নীতি মামলায় ২০১৭ এর ২৩ ডিসেম্বর থেকে জেলে আছেন। একটি মামলায় উনি এই মাসে জামিন ও পেয়েছিলেন। জেলে যাওয়ার মাত্র দুমাসের মধ্যে স্বাস্থ্যের অজুহাত দেখিয়ে উনি ওই যে হাসপাতালে গেছেন, এখনো উনি হাসপাতাল থেকে বের হওয়ার ইচ্ছে প্রকাশ করেন নি।  

কর্ণাটকে আজ বিজেপির শক্তি পরীক্ষণ, ম্যাজিক ফিগারের থেকেও বেশি বিধায়কের সমর্থন ইয়েদুরাপ্পার কাছে

কর্ণাটকে রাজনৈতিক নাটক এখনো চলছে। রবিবার রাজ্যের বিধানসভা স্পীকার কে.আর রমেশ দল বদল আইন অনুযায়ী কংগ্রেস-জেডিএস এর ১৪ জন বিধায়ককে অযোগ্য আখ্যা দেন। সোমবার ইয়েদুরাপ্পার শক্তি প্রদর্শনের আগে এরকম সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসকে একটু অক্সিজেন যোগাতে চেয়েছিলেন স্পীকার। আপনাদের জানিয়ে রাখি, কর্ণাটক বিধানসভার এই স্পীকারই কংগ্রেসের সরকার বাঁচানোর জন্য জোট সরকারের বিধায়কদের ইস্তফা গ্রহণ করেছিল না। এমনকি কংগ্রেসের সুবিধা করে দেওয়ার জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে অতিরিক্ত ৩ দিনের সময় দেওয়া হয়েছিল আস্থা ভোটে। যদিও বিধানসভা স্পীকারের এই সিদ্ধান্তে ইয়েদুরাপ্পার নেতৃত্বে চলা বিজেপি সরকারের কোন কিছু যায় আসেনা। কারণ ১৭ বিধায়কদের মধ্যে কংগ্রেসের ১৪ আর জেডিএস এর ৩ জন বিধায়ক আছে। ১৭ জন বিধায়ক কে অযোগ্য তকমা দেওয়ার পর কর্ণাটক বিধানসভার বিধায়কদের সংখ্যা এখন ২০৭ এ পৌঁছাল। সরকার টিকিয়ে রাখার জন্য বিজেপির দরকার ১০৪ জন বিধায়কের সমর্থন। একজন নির্দলীয় বিধায়ক বিজেপিকে সমর্থন করায় বিজেপির সদস্য সংখ্যা ১০৬। আর কংগ্রেসের ৬৬ এবং জেডিএস এর ৩৪। বহু নাটকের পর গত মঙ্গলবার কর্ণাটক বিধানসভায় আস্থা ভোট হয়। ওই ভোটে কুমা

টপ ৩ নেতার তালিকায় নরেন্দ্র মোদীকে রাখলেন বেঞ্জামিন নেতানিয়াহু! ধারে কাছে নেই চীনের রাষ্ট্রপতি।

বিশ্বশক্তির বিকেন্দ্রীকরণ শুরু হয়ে গেছে। আরো একবার শক্তি পশ্চিম থেকে পূর্বের দিকে রওনা দিয়েছে। ভারত পুনরায় বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে তার ইঙ্গিত স্পষ্ট। ভারতের বৃদ্ধি পাওয়ার শক্তির নমুনার ফল যে, ইজরায়েলের মতো এডভান্সড টেকনোলজির দেশ ভারতের প্রধানমন্ত্রীকে বিশ্বের টপ তিন নেতার মধ্যে সামিল করেছে। আসলে ইজরায়েলের কিছু সময়ের পরে নির্বাচন হবে। যার জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নির্বাচনী প্রচারে নেমেছেন। নির্বাচনের প্রচার করার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু বোঝাতে চেয়েছেন যে তার আমলে তিনটি টপ শক্তিশালী দেশের সাথে সম্পর্ক মজবুত হয়েছে। এই ৩ শীর্ষ দেশের মধ্যে আমেরিকা, ভারত ও রাশিয়াকে সামিল করেছেন। একটা ভিডিও প্রকাশ করে বেঞ্জামিন নেতানিয়াহু দেখিয়েছেন উনি নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের সাথে সম্পর্ক মজবুত করেছেন। এই তিনটি দেশ ছাড়া বেঞ্জামিন নেতানিয়াহু  অন্য কোনো দেশের নাম সামিল করেননি। চীন বা অন্য কোনো দেশের রাষ্ট্রপতিকে।তালিকায় সামিল করা হয়নি। বেঞ্জামিন নেতানিয়াহু ইজরায়েলের জনতাকে বুঝিয়ে দিয়েছেন যে উনি ভারতের সাথে আছেন। নরেন্দ্র মোদী, পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সাথে ভা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে ইসরাইলে ভোট চাইছেন বেঞ্জামিন নেতানইয়াহু, লাগানো হচ্ছে বড়বড় হোডিং

আগামী ১৭ই সেপ্টেম্বর ইসরাইলে ভোট হতে চলেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হাসিল করার জন্য উঠেপড়ে লেগেছে। এবার নেতানইয়াহু নির্বাচনী প্রচারের জন্য এক অবাক করা পদ্ধতি অবলম্বন করছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে ইসরাইলের মানুষের কাছে নিজের জন্য ভোট চাইছেন। আর এর জন্য উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু ছবি দিয়ে হোর্ডিং বানিয়ে বিল্ডিং এ বিল্ডিং এ লাগাচ্ছেন। আর এরকম হোর্ডিং এবার মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়াও বেঞ্জামিন নেতানইয়াহু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড টাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে নিজের ছবির হোর্ডিং বানিয়ে প্রচার করছেন। ওই হোর্ডিং গুলোর মাধ্যমে নেতানইয়াহু বিশ্বের শক্তিশালী দেশ গুলোর সাথে ইসারাইলের সম্পর্ক কতটা মজবুত সেটাই দেখানোর চেষ্টা করছেন। গত ৯ই এপ্রিলের নির্বাচনে নেতানইয়াহু রেকর্ড পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। কিন্তু একটি সেনা বিল নিয়ে মতভেদের কারণে জোট ভেঙে যায় সহযোগী দল গুলোর সাথে। আর এরপর ইসরাইলের সাংসদেরা অভূতপূর্ব পদক্ষেপ নিয়ে সংসদ ভেঙে দেওয়ার পক্ষে ভোট কর

এবার কাশ্মীরের ডাল লেক এর ধারে পালিত হবে হিন্দুদের পবিত্র উৎসব

আম আদমি পার্টি (AAP) এর বিক্ষুব্ধ বিধায়ক তথা দিল্লী সরকারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী কপিল মিশ্রা আবারও শিরোনামে উঠে এলেন। কপিল মিশ্রা ঘোষণা করে বলেন যে, তিনি এবার কাশ্মীরের ডাল লেক এর ধারে হিন্দুদের পবিত্র উৎসব ‘ছট পুজা” পালন করবেন। আর এর জন্য কপিল মিশ্রা রেজিস্ট্রেশন ও শুরু করে দিয়েছেন। কপিল মিশ্রা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বলেন, ‘এবার কাশ্মীরের ডাল লেক এর ধারে ঐতিহাসিক ছট পুজার আয়োজন করা হবে। ডাল লেকের ধারে সূর্য দেবতাকে জল অর্পিত করা হবে।” উনি আরও বলেন, ‘যেইদিন ডাল লেক এর ধারে ছট পুজা শুরু হবে, সেদিন থেকেই কাশ্মীরে আর কোন সমস্যা হবেনা। এখনো পর্যন্ত ৫১০ জন ছট পুজা করার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন। আমি খুব শীঘ্রই এর জন্য জম্মু কাশ্মীরের রাজ্যপালের কাছে আবেদন করব।” কপিল মিশ্রা কোন না কোন কারণে লাগাতার শিরোনামে থাকেন। কপিল মিশ্রা দিল্লীর করাবল নগর থেকে বিধায়ক। কিছুদিন আগেই দিল্লী বিধানসভার স্পীকার রামনিবাস গোয়েল কপিল মিশ্রাকে নোটিশ জারি করেছিলেন। আম আদমি পার্টির গ্রেটার কৈলাস এর বিধায়ক এবং দিল্লীর প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ কপিল মিশ্রার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর হয়ে প্রচার

ভারতে ঢুকে থাকা অবৈধ বাংলাদেশীদের ফিরিয়ে নিতে প্রস্তুত আমরা, বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে বড়ো বিবৃতি দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন উনি ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের তাদের দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত কিন্তু একটা শর্তে। বাংলাদেশে এক বৈঠক চলাকালীন শেখ হাসিনা অসমের NRC সম্পর্কে মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন ভারতে থাকা বাংলাদশিদের দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতকে সঠিকভাবে প্রমান করতে হবে যে তারা সত্যিকারের বাংলাদেশি। সঠিকভাবে প্রমান করার শর্তেই অবৈধ বাংলাদেশীদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন। জানিয়ে দি, আসাম এনআরসির সর্বশেষ তালিকায় ৪০ লক্ষ মানুষকে অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করা হয়েছে। ভারতে প্রচুর সংখ্যায় বাংলাদেশী মুসলিম ও রোহিঙ্গা মুসলিমরা অনুপ্রবেশ করেছে বলে বার বার অভিযোগ তোলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারীদের ভারতের ইঞ্চি ইঞ্চি থেকে বের করার কথা বলেছিলেন। যদিও সরকার যে মতো প্রতিশ্রুতি দিয়েছিল সেই মতো কাজ এখনও চোখে পড়েনি। উল্টে অবৈধ অনুপ্রবেশকারীরা দেশের নানা প্রান্তে লাগাতার ছড়িয়ে পড়ছে। শেখ হাসিনা বলেছেন এখন অসমে নাগরিকদের পরিচয় খুঁটিয়ে দেখা হচ্ছে। কার্য সম্পূর্ণ হলে দুই দেশের সরকারের

সালিশি সভায় এক লক্ষ টাকা দিতে না পারায় বিষ খেয়ে আত্মঘাতী এগরার কৃষক

সালিশি সভার প্রচলন বাংলায় বছর বছর ধরে চলে আসছে। তবে এই নিয়ে প্রশাসনের কোন হেলদোল এখনো দেখা যায়নি। আর এবার এই সালিশি সভার জন্যই রাজ্যের এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হলেন। পূর্ব মেদিনীপুরের এগরায় সালিশি সভার বিচারের পর এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে না পেরে, আত্মহত্যা করলেন এক কৃষক। প্রাপ্ত খবর অনুযায়ী, এগরার কামারডিহি গ্রামের বাসিন্দা বৃন্দাবন প্রধানকে সালিশি সভায় এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নিদান দেন গ্রামের মাতব্বরেরা। আর সেই টাকা দিতে না পারায় আত্মঘাতী হন তিনি। স্থানীয় সুত্র অনুযায়ী, বছর পাঁচেক আগে বৃন্দাবন প্রধানের বাবা রামনাথ প্রধান ওনার কিছু জমি মৌখিক ভাবে ওনার তিন ছেলের মধ্যে ভাগ করে দিয়ে যান। কিন্তু বাবার মৌখিক ভাগ না মেনে বৃন্দাবনের দুই দাদা সেই জমি দখল করে সেখানে পান চাষ করা শুরু করে দেন। জমির ভাগ না পেয়ে বৃন্দাবন ক্ষোভে ফেটে পড়ে ওই জমির কিছু অংশে পানের বরাজ ভেঙে দেন। বৃন্দাবনের এহেন কাজের পর তাঁর দুই দাদা চরম রেগে গিয়ে ববৃন্দাবনকে বকা ঝকা এবং মারধর করে। এই ঘটনার পর বৃন্দাবনের দাদারা গ্রামের মোড়লদের কাছে গিয়ে বিচার চান। বৃন্দাবনের দুই দাদার অনুরোধে গ্রামের মোড়লরা বৃন্দ

রোহিঙ্গা প্রেমী প্রিয়াঙ্কা চোপড়াকে সরিয়ে হিমা দাসকে করা হোক অসমের ব্র্যান্ড আম্বাসাডর, দাবি সোশ্যাল মিডিয়ায়।

অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য একটা বড়ো সমস্যা। ভারত একমাত্র দেশ যেখানে রোহিঙ্গা, বাংলাদেশী মুসলিম ইত্যাদি অবাধে প্রবেশ করে যাচ্ছে। সরকার দেশে সাফাই কাজ করার কথা বললেও কাজের কাজ কিছুই হয় না। উল্টে নেতা, মন্ত্রীদের হাত ধরে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে অনুপ্রবেশকারীরা দেশে জনসংখ্যা বিস্তার করেই চলেছে। বাংলাদেশের সাথে লাগোয়া রাজ্যগুলিতে অবৈধ অনুপ্রবেশের ঘটনা সবথেকে বেশি। অসম ভারতের এমনি একটা রাজ্য যেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা মাত্রা ছাড়িয়ে গেছে। অসম রাজ্যের ব্র্যান্ড আম্বাসাডর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রোহিঙ্গাপ্রেমী বলে পরিচিত। ব্র্যান্ড আম্বাসাডর হওয়ার কারণে অসম সরকার উনাকে কোটি কোটি টাকাও প্রদান করেন। এখন সোশ্যাল মিডিয়ার প্রিয়াঙ্কা চোপড়াকে অসমের ব্র্যান্ড আম্বাসাডরের পদ থেকে সরানোর দাবি উঠেছে। যেটা অসমের মূল সমস্যা সেটাকেই সমর্থন করেন প্রিয়াঙ্কা চোপড়া, যার জন্য উনাকে পদ থেকে সরানোর দাবি উঠেছে। পুরো ভারত দেশে ও অসমে ব্র্যান্ড আম্বাসডর হওয়ার জন্য অনেক যোগ্য ব্যাক্তি রয়েছে, তাদের কাউকে ওই পদ দেওয়ার দাবি উঠেছে। অসমের মেয়ে হিমা দাস পুরো বিশ্বে ভারতের নাম আলোকিত করেছে। প্রিয়াঙ্কা

তৃণমূল ও সিপিএম ছেড়ে ১৫০০ সংখ্যালঘু যোগ দিলেন বিজেপিতে

লোকসভা ভোটের পর থেকেই ধীরে ধীরে এরাজ্যে প্রভাব বিস্তার করছে গেরুয়া শিবির। ৪২ এর মধ্যে ১৮ টি আসনে জয়লাভ করে পরবর্তী লক্ষ্য বিধানসভা জয়ের পথে নেমেছে বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির এই অভাবনীয় সাফল্যে ঘুম ছুটেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। প্রায় দিনই রাজ্যের কোন না কোন যায়গা থেকে একের পর এক দলীয় নেতা, বিধায়ক, কর্মী সমর্থক মমতা ব্যানার্জীর হাত ছেড়ে যোগ দিচ্ছেন পদ্ম শিবিরে। আর সেই ক্রমেই গতকাল নদীয়ার পলাশিতে তৃণমূল এবং সিপিএমে বড়সড় ভাঙন ধরিয়ে নিজের মাটি শক্ত করল বিজেপি। নদীয়ার মিরা পলাশীতে প্রায় ১৫০০ জন সংখ্যালঘু এদিন শাসক দল তৃণমূল এবং সিপিএম এর হাত ছেড়ে যোগ দেন পদ্ম শিবিরে। শনিবার বিজেপির নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির নেতা জয় প্রকাশ মজুমদার। গতকালের এই যোগদান বিজেপির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ বিজেপি এবার সরাসরি মমতা ব্যানার্জীর ভোট ব্যাংকে থাবা বসিয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই মমতা ব্যানার্জী এরাজ্যে সংখ্যালঘুদের জন্য নানারকম সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন। এমনকি সংখ্যালঘুরা অপরাধ করেও ছাড়া পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বিজ

নিজেকে ও শিশুকে ধর্ষকের হাত থেকে রক্ষা করতে, ধর্ষককে খুন করে মাটিতে পুঁতে দিলেন মহিলা

জীবন যায় যাক, তবুও সন্মান যেন না যায়। নিজেকে ও নিজের শিশুকে ধর্ষকের হাত থেকে রক্ষা করতে ধর্ষককেই কুপিয়ে খুন করলেন বছর ৭০ এর মহিলা। এমনকি ধর্ষককে কুপিয়ে খুন করে শেষে তাঁকে মাটিতে পুঁতে পুলিশের সাথে আত্মসমর্পণ মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার উস্থিতে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাপ্ত খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ঘরে একা থাকা মহিলা ও তাঁর চার বছরের শিশুর সাথে দুষ্কর্ম করার জন্য পাড়ার এক যুবক না তপন সাউ ওই মহিলার বাড়িতে যায়। অভিযুক্ত তপন সাউ ওই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করলে, মহিলা নিজের হাতে অস্ত্র তুলে তপন সাউকে কুপিয়ে খুন করেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত যুবক তপন সাউ এলাকার সব মহিলাদেরই মাঝে সাঝে উত্তক্ত করত। আর সেই ক্রমেই বৃহস্পতিবার রাতে মহিলার বাড়িতে যায় ওই মহিলাকে ধর্ষণ করতে। তপন সাউ হয়ত এই পরিনামের কথা জীবনেও চিন্তা করেছিল না। নিজের এবং নিজের কন্যা সন্তানের জীবন বাঁচাতে নিজের হাতেই অস্ত্র তুলে নেন ওই মহিলা। মহিলার ধারালো অস্ত্রের কোপে প্রাণ যায় ধর্ষক তপন সাউ এর। অবশেষে মৃত তপন সাউকে নিজের বাড়ির পাশে কলা বাগানে নিয়ে গিয়ে পুঁতে দেন ওই মহিলা। ঘটনার দুদিন পর থানা

কাশ্মীর থেকে ধারা 35A বিলুপ্ত করলে দেশ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন মেহেবুবা মুফতি!

দেশের আইন কানুন সম্ভবত ইসলামিক কট্টরপন্থার সামনে পঙ্গু হয়ে যায়। কারণ এটা প্রথমবার নয় যে মেহেবুবা মুফতি ভারতে দাঙ্গা করার হুমকি দিয়েছে। অনুচ্ছেদ 370 ও 35A এর প্রসঙ্গে মেহেবুবা মুফতি বেশকয়েকবার হুমকি দিয়েছে। কিন্তু আইন কানুন মেহেবুবা মুফতির চুল বাঁকাও করতে পারে না। বিগত দিনে সরকার কাশ্মীরে অতিরিক্ত ১০ হাজার জওয়ান নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পর থেকে কাশ্মীরে আতঙ্কবাদী, পাথরবাজ ও সাথে সাথে মেহেবুবা মুফতি চিন্তায় পড়ে গেছেন। আর এখন মেহেবুবা মুফতি খোলাখুলি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের হুমকি দিচ্ছেন। মেহেবুবা মুফতি খোলামেলাভাবে দেশকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। আজ মেহবুবা মুফতি বলেছেন যদি কেউ অনুচ্ছেদ 35A বা 370 নিয়ে টানা হেঁচড়া করে তাহলে তাকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। পুরো ভারত 35A মুছে ফেলার জন্য আওয়াজ তুলেছে কিন্তু মেহেবুবা মুফতি হুমকি দিচ্ছেন দেশ জ্বালিয়ে দেওয়ার। Former J&K CM and PDP leader, Mehbooba Mufti, in Srinagar: 35A ke saath chhedd chhadd karna baarood ko haath lagaane ke baraabar hoga. Jo haath 35A ke saath chhedd chaadd karne ke liye uthenge wo haath

রাজ্যে ফের তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মী! গণতন্ত্রের নামে চুপিসারে চলছে গণহত্যা

রাজ্যে রাজনৈতিক হিংসার পালা শেষই হচ্ছে না। রাজ্যে আরও একবার এক বিজেপি নেতার হত্যার মামলা সামনে আসছে। এবার স্থানীয় খাল থেকে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চঞ্চল্য ছড়াল হুগলির গোঘাট এলাকায়। মৃতের নাম কার্ত্তিক ঘোষ (৩৭)। তিনি এলাকায় বিজেপি নেতা বলেই পরিচিত। ঘটনাটি ঘটেছে গোঘাটের নকুন্ডা অঞ্চলের কোটা গ্রামে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার পিছনে শাসক দল তৃণমূলের হাত আছে বলে জানিয়েছে। আরেকদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানিয়েছে, বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে গণ্ডগোল বাধিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। তৃণমূল জানাই কার্ত্তিক ঘোষের হত্যার সাথে তাঁদের কোন সম্পর্ক নেই। বিজেপি জানায়, কার্ত্তিক ঘোষ এলাকার জনপ্রিয় বিজেপি নেতা। মানুষ ওনাকে খুবই পছন্দ করত, আর এই কারণেই তৃণমূল কার্ত্তিক ঘোষের হত্যা করেছে। West Bengal: Body of BJP worker Kashinath Ghosh recovered from a canal in Hooghly's Goghat. Ghosh had been accused of being involved in the murder of TMC worker Lalchand Bagh. BJP has alleged that TMC is behind the murder of Ghosh. pic.twitter.com/ShwEKF4nTN — ANI (@ANI) July 28, 2019

যুদ্ধ চলাকালীন বন্দুকের গুলি শেষ হয়ে গেছিল সৈনিক সত্যপাল সিংয়ের! ঘুষি মেরে ৪ পাকিস্তানি সেনাকে করেছিলেন বধ।

১৯৯৯ সালের কার্গিল বিজয় দিবসের গাঁথা আজও প্রত্যেক ভারতীয়র বুকের ছাতি চওড়া করে। ৮ ই মে থেকে ২৬ শে জুলাই পর্যন্ত চলা কার্গিল যুদ্ধ পুরো বিশ্বের সামনে ভারতীয় সেনার পরাক্রমতাকে প্রদর্শিত করেছিল। কার্গিল যুদ্ধে পাকিস্তানের সেনা বেশি সুযোগ সুবিধা পেয়েছিল তা সত্ত্বেও ভারতীয় সেনার সামনে টিকতে পারেনি। প্রচন্ড সমস্যার মধ্যেও ভারতের বীর জওয়ানরা দেশের রক্ষা করেছিলেন এবং পাকিস্তানকে শিক্ষা দিয়েছিলেন। কার্গিল যুদ্ধ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একজন সৈনিকের চর্চা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে চলছে। সেই সৈনিক হলেন পাঞ্জাবের সত্যপাল সিং। কার্গিল যুদ্ধের সময় সত্যপাল সিং এর এলএমজিতে গুলি শেষ হয়ে গেছিল। যারপর উনি নিজের বন্দুককে আলাদা রেখে পাকিস্তানি সৈনিকদের সাথে হাতাহাতি করতে ছাপিয়ে পড়েন। কুস্তিতে পারদর্শী সত্যপাল সিং লাথ ও ঘুসি মেরে ৪ পাক সেনাকে মেরে ফেলেছিলেন। সৈনিক সত্যপাল সিং তার এই পরাক্রমের জন্য বীরচক্র পেয়েছিলেন। এক সংবাদ মাধ্যমের কাছে দেওয়া ইন্টারভিউতে উনি বলেন, ১৯ গ্রেনেডিয়ার্স এর এক সৈন্যদল টাইগার হিলে ভারতের পতাকা উত্তোলনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় ৮ শিখ রেজিমেন্টের এক দলকে সেখানে সা

যোগীর রাজ্যে ৬৫ হাজার কোটি টাকার ২৯০ টি প্রকল্পের শিলন্যাস, উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

উত্তর প্রদেশে শিল্পকে সমৃদ্ধ করার জন্য আয়োজিত দ্বিতীয় শিলন্যাস সমারোহে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৬৫ হাজার কোটি টাকার ২৯০ টি প্রকল্পের শিলন্যাস করলেন। এই শুভ অবসরে উত্তর প্রদেশের শিল্প বিকাশ মন্ত্রী সতীশ মহানা প্রারম্ভিক ভাষণ দেন। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ এর ইন্দিরা গান্ধী প্রতিস্থানে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের সাতজন বড় শিল্পপতি অংশ নিয়েছিলেন। মহানা নিজের ভাষণে বলেম যোগী সরকারের প্রচেষ্টার কারণেই আজ উত্তর প্রদেশে এত বিনিয়োগ হচ্ছে। শিল্প পতিরা বিনিয়োগের জন্য রাজ্যে আসছেন। শিল্পের দিক থেকে রাজ্যের চিত্র বদলে যাচ্ছে। সতীশ মহানা বলেন, আমরা শিল্পপতিদের আনার জন্য ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদে গেছিলাম। ওনারা এই রাজ্যে বিনিয়োগ করতে চাইছিলেন না, কিন্তু আমদের পরিশ্রম আর রাজ্যে পরিস্থিতি পাল্টেছে বলেই, ওনারা এরাজ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এবার আমরা বলতে পারি যে, ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদের মতই এরাজও আইটি হাব হিসেবে বিকশিত হবে। প্রথম শিল্যনাস সমারোহ ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে আয়োজিত হয়েছিল। আমি এটা বলতে চাই যে, এখনো পর্যন্ত যা বিনিয়োগ হয়েছে, তাঁর মধ্যে ৮১ টি শিল্প কাজ করা শুরু করেছে। উনি

তাহলে এজন্যই জম্মু কাশ্মীরে মোতায়েন হল ১০০ কোম্পানির আধাসামরিক বাহিনী

জম্মু আর কাশ্মীরে ১০০ কোম্পানির সেনা মোতায়েন করার গুঞ্জনে এবার বিরাম লেগেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর কাশ্মীর সফরের পর উপত্যকায় সেনা মোতায়েন নিয়ে নানানরকম গুজব ছড়ানো হচ্ছিল। পাওয়া তথ্য অনুযায়ী, জম্মু কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিরা বড় হামলা করার ছক কষছে। আর এই জন্যই উপত্যকায় আধাসেনার অতিরিক্ত ১০০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। ওই ১০০ কোম্পানির মধ্যে সিআরপিএফ এর ৫০, বিএসএফ এর ১০, এসএসবি এর ৩০, আইটিবিপি এর ১০ কোম্পানি মোতায়েন হচ্ছে। কিছুদিন আগেই রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপত্যকায় পাকিস্তানের জঙ্গি দ্বারা হামলার ইনপুট পাওয়ার পরেই সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর জন্য আধিকারিকদের সাথে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে উপত্যকায় সুরক্ষা সম্বন্ধীয় ব্যাপারে কথাবার্তা চলে। সন্ত্রাসবিরোধী অভিযান আরও দ্রুত করার জন্য উপত্যকায় অতিরিক্ত ১০০ কোম্পানির সেনা মোতায়েন করা হয়। কাশ্মীরে নিযুক্ত করা হবে অতিরিক্ত ১০ হাজার সৈন্য! অমিত শাহের উপর রেগে লাল মেহেবুবা মুফতি।  কাশ্মীরের কট্টরপন্থী, পাকিস্তান প্রেমী ও আতঙ্কবাদীরা চাই যেনতেন প্রকারে কাশ্মীরে সেনাকে দেওয়া বিশেষ ক্ষমতা AFSPA তুলে নেওয়া

সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা দিয়ে, ভোলে বাবার মাথায় জল ঢালতে বেড়িয়ে পরলেন মুসলিম যুবক

উত্তর প্রদেশের মুজফরনগরে আজকাল রাজনৈতিক দল গুলো ধর্মকে আলাদা আলাদা করে নিজের ভোট ব্যাংক মজবুত করার কাজ করছে। আরেকদিকে এবছর শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় জল ঢালার যাত্রায় এক অবিস্মরণীয় দৃশ্য দেখা গেলো। এক মুসলিম যুবক সাম্প্রদায়িক সৌহার্দ্যের এক অপূর্ব নিদর্শন পেশ করল। বাগপতের বাসিন্দা বাবু খান নামের এক মুসলিম যুবক হরিদ্বারে বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছেন। প্রথমে তিনি বাগপতের একটি মন্দিরে ভোলেনাথের মাথায় জল ঢালবেন, পরে সেখান থেকে তিনি হরিদ্বারের যাত্রা করবেন। বাবু খান এই নিয়ে দ্বিতীয়বার এই কাজ করতে চলেছেন। বাবু খান জানান, ‘১৫ই আগস্ট ১৯৪৭ সালে এই দেশ স্বাধীন হয়েছে। দেশ যখন স্বাধীন, তখন আমিও স্বাধীন। আমিও আমার মন মতো কাজ করতে পারি।” বাবু খান জানান, আমি গীতা, কোরান এবং সমস্ত ধর্মের সন্মান করে ২০১৮ সালে থেকে ভোলে বাবার মাথায় জল ঢালার কাজ শুরু করি। আমি সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার জন্য আরও মুসলিম যুবকদের এই কাজ করতে উৎসাহ দিয়। ইসলাম ধর্মে ভোলে বাবার মাথায় জল ঢালা হারাম। বাবু খান যেই কাজ করছে, সেটার মাধ্যমে তিনি দুই ধর্মের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগানোর চেষ্টা করছে। বাবু খান বলেন, যে আম