১৫ বছরে প্রথমবার লোকসভার প্রথম অধিবেশনে সবথেকে বেশি কাজ, মোদী সরকারের কাজে বিপর্যস্ত বিরোধী শিবির
সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনে সবথেকে বেশি কাজ হয়েছে। প্রথম অধিবেশনে ১৪ টি বিল পাশ। ১৫ বছরে প্রথমবার লোকসভায় এত কাজ হয়েছে। পরিসংখ্যান দেখলে, ১৪ তম লোকসভার প্রথম অধিবেশনে ৬ টি বিল পাশ হয়েছিল। ১৫ তম লোকসভার প্রথম অধিবেশনে ৮ টি বিল পাশ হয়েছিল। ১৬ তম লোকসভার প্রথম অধিবেশনে ১২ টি বিল পাশ হয়েছিল। আর ১৭ তম লোকসভার প্রথম অধিবেশনে এখনো পর্যন্ত ১৪ টি বিল পাশ হয়েছে।
আবার কেন্দ্রের মোদী সরকার সংসদে অনুরোধ করে সংসদের প্রথম অধিবেশন ৭ই আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। ১৭ তম লোকসভার প্রথম অধিবেশন ২৬ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল। সংসদীয় মামলার ক্যাবিনেট কমিটির আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের কাজ করার গতি বাড়ানোর জন্য বিরোধী দল গুলো বিক্ষোভ দেখায়।
কংগ্রেস নেতা আনন্দ শর্মা বিরোধিতা করে বলে, সংসদ বিল বানানোর ফ্যাকটরি না। সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব বলে, এরকম ভাবে কাজ করলে আমরা অসুস্থ হয়ে পড়ব। তিন তালাক সময় লাগাতার তিনটে বিল পাশ হয়েছে রাজ্যসভায়। আর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন বলেন, তিন তিনে তিনটি বিল পাশ করানো হয়েছে। এটা সংসদ? না পিতজা ডেলেভারি?
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LTkr1Y
Comments
Post a Comment