ভারত আবার বিশ্বগুরু হবে, ‘রামরেখা ধাম” থেকে বললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত বলেন, রাষ্ট্রধর্মই সনাতন সংস্কৃতির মূল। সবার অংশীদারিতে এই রাষ্ট্রসেবাকে আরও প্রখর বানাতে হবে। সবাই এই লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে, আমাদের দেশ আবার বিশ্বগুরু হবে। ঝাড়খণ্ডের সিমডেগার রামরেখা ধাম দর্শনের পর সঙ্ঘ প্রধান মোহন ভাগবত নিজের অভিনন্দন অনুষ্ঠানে বলেন, প্রথমে ইউরোপ আর অস্ট্রেলিয়া কে বদলানোর পর ইংরেজদের নজর এশিয়াতে পড়ে, কিন্তু তাঁরা ভারতকে বদলাতে পারেনি, এটাই ভারতের বিশেষতা।

মোহন ভাগবত বুধবারের অভিনন্দন অনুস্থানের আগে সিমডেগা এর রামরেখা ধামে পূজার্চনা করেন। উনি ধাম পরিসরে আয়োজিত অভিনন্দন অনুষ্ঠানে বলেন, রামরেখা ধামের মহিমা সমন্ধ্যে উনি অনেক আগে থেকেই শুনে আসছেন, কিন্তু এই প্রথম সৌভাগ্য হল আসার। উনি ধাম বিকাশ সমিতি আর হিন্দু রক্ষা সমিতি এবং বিশ্ব হিন্দু পরিষদের পদাধিকারদের নিঃস্বার্থ ভাবে নিজেদের কাজ করে যেতে বলেন। মানুষের মধ্যে সংস্কৃতি জগতের ধর্মীয় সচেতনতা এবং ষড়যন্ত্র করে হিন্দুদের ধর্মান্তকরনের বিরুদ্ধে মানুষকে সচেতন করে ধর্মান্তকরন রুখে দেওয়ার ব্যাপারে এই রামরেখা ধামের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

রামরেখা ধামের মহন্ত উমাকান্ত কয়েকমাস আগে মোহন ভাগবতের সাথে রাঁচিতে দেখা করে, ওনাকে রামরেখা ধামে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন রামরেখা ধামকে ঝাড়খণ্ড সরকার রাজ্যে পর্যটন স্থান হিসেবে স্বীকৃতি দিয়ে এই ধামের উন্নতিকরনের দ্বায়িত্ব নিয়েছে। ভাগবত বলেন। নিষ্ঠা, সমর্পণ, পরিশ্রম আর সেবা ভাবনাই আমাদের শক্তি। আমরা সমাজের সমস্ত মানুষকে যুক্ত করার জন্য সক্রিয় ভাবে কাজ করব।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LTeli1

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।