মৃত্যু হল ওসামা বিন লাদেনের ছেলে হমজা বিন লাদেনের, ১০ লক্ষ ডলারের পুরস্কার ছিল তাঁর উপর
আমেরিকার গোয়েন্দা সংস্থার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রাক্তন আল কায়দা (Al-Qaeda) প্রধান ওসামা বিন লাদেনের (Osama bin Laden)ছেলে হমজা বিন লাদেনের (Hamza bin Laden) মৃত্যু হয়েছে। আমেরিকার স্যার্জিক্যাল স্ট্রাইকে ওসামার মৃত্যুর পর থেকে হমজা বিন লাদেন আল কায়দার দ্বায়িত্ব নিয়েছিল। যদিও আমিরাকার গোয়েন্দা সংস্থা গুলো হমজা বিন লাদেন এর মৃত্যুর কারণ জানায়নি।
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) এই ব্যাপারে জিজ্ঞাসা করলে, উনি এই নিয়ে কোন মন্তব্য করবে না বলে জানিয়ে দেন। প্রসঙ্গত, এই বছরের মার্চ মাসে আমেরিকা হমজা বিন লাদেন এর নাগরিকতা কেড়ে তাঁর মাথার দাম ১০ লক্ষ ডলার ঘোষণা করেছিল। আমেরিকা হমজা বিন লাদেনকে আল কায়দার প্রধান বলে, তাঁর খবর দিলে ১০ লক্ষ ডলার দেওয়ার কথা ঘোষণা করেছিল।
৩০ বছর বয়সী হমজা বিন লাদেন এর অন্তিম বয়ান ২০১৮ সালে আল কায়দার মিডিয়া উইং জারি করেছিল। ওই ভিডিওতে হমজা বিন লাদেন সৌদি আরবকে হুমকি দিয়েছিল। হমজা আমেরিকার মানুষকে সৌদি আরবের বিরুদ্ধে উস্কানর চেষ্টা করছিল। অনেক দিন ধরে হমজা বিন লাদেন-এর কোন খোঁজ ছিলনা। কিন্তু এর মধ্যে তাঁর বিয়ে করার কথা সামনে এসেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2K9Al6k
Comments
Post a Comment