বিয়ের পর শ্বশুরের সাথে নিকাহ করতে রাজি না হওয়ায় হিন্দু স্ত্রীকে তালাক দিল আরফিন শাহ
জম্মু কাশ্মীরে লাভ জিহাদের শিকার এক মহিলা ন্যায় চেয়ে উপ-রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। স্বামীর থেকে অন্যায়পূর্বক আচরণ পেয়ে মহিলা উপ-রাজ্যপাল মনোজ সিনহার কাছে ন্যায় বিচার চেয়েছেন। এই ঘটনা এমন সময়ে সামনে এসেছে যখন দুজন শিখ যুবতীর ধৰ্ম পরিবর্তনের ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের ঘটনায় যুবতী হিন্দু বলে জানা গেছে যার নাম নিকিতা সেইনি। এই যুবতী জলন্ধরের একটি অর্থোপেডিক চিকিৎসালয়ে কাজ করতেন। আরফিন শাহ নামের এক ব্যক্তির সাথে তার নিকাহ হয়। নিকিতা জানিয়েছেন যে নবম-দশম শ্রেনীতে পড়াশোনা করার সময় আরফিনের সাথে তার পরিচয় হয়। ‘JK Media’ এর আশীষ কোহলিকে নিকিতা জানিয়েছেন, সহপাঠী হওয়ার কারণে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তার সাথে কথাবার্তা হতো। যে কারণে আরফিন ধীরে ধীরে সহপাঠী থেকে বন্ধুতে পরিণত হয়। নিকিতা জানিয়েছেন যে আরফিন তার সম্পর্কে সমস্তকিছু জানতো। আরফিন এও জানতো যে নিকিতার প্রথম স্বামীর সাথে তার বিবাহ-বিচ্ছেদ ঘটেছে। নিকিতা বলেন, ‘আমাকে আরফিন ও তার আম্মি বলেছিল যে তারা খুবই খোলামেলা। তার বিধবা-বিচ্ছেদ হওয়া মহিলাকে সাহায্য করতে ইচ্ছুক। একই সাথে ধৰ্ম নিয়ে তাদের মধ্যে কোনো কট্টরত