লোকসভার প্রচারের জন্য বিলাসবহুল বিমান ভাড়া করছেন মমতা! টুইট করে তোপ দাগলেন শুভেন্দু


কলকাতাঃ এরাজ্যে বিরোধী দলনেতা হবার পর থেকেই রাজ্য সরকারের একের পর এক পদক্ষেপের সমালোচনায় মুখর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিশেষত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) শুরু থেকেই কটাক্ষের চড়া সুরে বিঁধেছেন তিনি। এদিন ফের একবার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু। এবার তার অস্ত্র পরিবহন দপ্তরের একটি টেন্ডার।

এই টেন্ডারে বলা হয়েছে রাজ্য সরকার আগামী ৩ থেকে ৫ বছরের জন্য ৮ থেকে ১০ আসনের একটি মিনি এয়ারক্রাফট লিজ নিতে চায়। মাসে ৪৫ ঘন্টা চলবে এই প্লেনটি। এটিকে শীততাপ নিয়ন্ত্রিত এবং ভিআইপিদের যাতায়াতের জন্য উপযুক্ত হতে হবে। এছাড়া প্লেনের মডেল হিসেবে ফ্যালকন ২০০০ মডেলের কথাও উল্লেখ করা হয়েছে। এদিন এই টেন্ডার বিজ্ঞপ্তির একটি পাতার ছবি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা।

টুইটে তিনি লেখেন, “সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন‍্য পুষ্পক রথ ! এবার হেলিকপ্টারের বদলে ১০ আসনের বিলাসবহুল বিমান নেবে রাজ‍্য। সারাদেশে সরকারি খরচে লোকসভা ভোটের প্রচারটাই কি আসল উদ্দেশ‍্য?”

https://platform.twitter.com/widgets.js

একুশের নির্বাচনে দুরন্ত জয়ের পর এখন ২০২৪ লোকসভাকেই পাখির চোখ করেছে তৃণমূল এ নিয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই পার্টি সর্বভারতীয় স্তরে একাধিক রদবদল সে দিকেই ইঙ্গিত করছে। এবার সেই নিয়েই মমতা ব্যানার্জির প্রতি কটাক্ষের বান দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও এ কথা ঠিক যে একা মমতা ব্যানার্জি নয় দেশের অনেক মুখ্যমন্ত্রীরই মিনি এয়ারক্রাফট রয়েছে। তাই সে দিক থেকে দেখতে গেলে এ নিয়ে আলাদা করে কটাক্ষ করার কিছু নেই। তবে বিরোধী দল এবং রাজ্য সরকারের সম্পর্ক মূলত তাপ উত্তাপের। শুভেন্দু অধিকারী এদিন সেই সম্পর্ককে আরও কিছুটা ঝালিয়ে নিলেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

The post লোকসভার প্রচারের জন্য বিলাসবহুল বিমান ভাড়া করছেন মমতা! টুইট করে তোপ দাগলেন শুভেন্দু first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3hjtrL1

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।