ভারতীয়রা আরবি ভাষা বোঝেনা, তাই মসজিদে আজান হোক হিন্দিতে! সরকারের কাছে আবেদন BJP নেতার
নয়া দিল্লীঃ ভারতীয় জনতা পার্টির প্রচার সাহিত্য বিভাগের সহ-পর্যবেক্ষক বিকাশ প্রীতম সিনহা বুধবার সরকার আর মৌলবিদের কাছে মসজিদে আজান পড়ার সময় আরবি ভাষার পাশাপাশি ভারতীয় ভাষার ব্যবহার করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, দেশজুড়ে লক্ষ লক্ষ মসজিদ থেকে দিনে পাঁচ বার আরবি ভাষায় আজান পড়া হয়, কিন্তু দুঃখের বিষয় হল কোটি কোটি ভারতীয় আরবি ভাষা বোঝেই না।
প্রীতম সিনহা টুইট করে লেখেন, ‘দেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে দিনে ৫ বার আরবি ভাষায় শোনান আজান এই দেশের কোটি কোটি অ-আরবি মানুষ বুঝতেই পারেনা। অতএব সরকার এবং মুসলিম মৌলবিদের কাছে আমার আবেদন যে, আজানের মহত্ব আর বিশেষত থেকে সবাইকে অবগত করতে এর হিন্দু অনুবাদ মসজিদ থেকে বাজানো উচিৎ।”
উল্লেখ্য, মসজিদ থেকে মাইক বন্ধ করার দাবি অনেকবার উঠেছে। এই বছরের মে মাসে মসজিদে মাইক বাজানো নিষিদ্ধ করার আবেদনে এলাহাবাদ হাইকোর্টে শুনানির সময় আফজল আনসারি আর উত্তর প্রদেশ সরকারের একটি মামলার কথা উল্লেখ করা হয়েছিল। ওই মামলায় হাইকোর্ট রায় দিয়েছিল যে, আজান ইসলামের আবশ্যক এক অভিন্ন অংশ, কিন্তু লাউডস্পিকার থেকে আজান শোনান ধর্মের অংশ না।
এই বছরের মার্চে গোয়ায় লাউডস্পিকারে আজান দেওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। আরেকদিকে, কর্ণাটকে ওয়াকফ বোর্ড রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত মসজিদ আর দরগাহে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এভাবেই ঝাড়খণ্ড হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে রাস্তায় নামাজ পড়া আর মাইকে আজান দেওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করা হয়েছিল।
ভারতীয় আইন অনুযায়ী, লাউডস্পিকারের ব্যবহার রাতে বদ্ধ জায়গা ছাড়া করা যাবে না। আইনে এও বলা হয়েছে যে, শব্দের তীব্রতা 11dB-এর অধিক যেন না হয়। অনেক আদালত এও বলেছে যে, শব্দদূষণ রুখতে ধার্মিক স্থলগুলো থেকে লাউডস্পিকার ব্যান করার খুব দরকার।
The post ভারতীয়রা আরবি ভাষা বোঝেনা, তাই মসজিদে আজান হোক হিন্দিতে! সরকারের কাছে আবেদন BJP নেতার first appeared on India Rag .from India Rag https://ift.tt/3Ae7FkD
Comments
Post a Comment