কেজরিওয়ালের পোল খুলল সুপ্রিম কোর্ট! প্রয়োজনের বেশি অক্সিজনের দাবির কারণে গেছে বহু মানুষের প্রাণ
কোনো দ্রব্যের কালোবাজারি করতে হলে সেই দ্রব্যকে গোপনে লুকিয়ে রাখা হয়। এরপর ভুয়ো খবর ছড়ানো হয় যে অমুক দ্রব্য বাজারে পাওয়া যাচ্ছে না। ফলস্বরূপ লোকজন বেশিদাম দিয়ে যেখানে পাবে সেখান থেকে ওই দ্রব্য কিনতে শুরু করে। এই একই উপায়ে দিল্লীতে জীবন রক্ষক অক্সিজেনের কালোবাজারি করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হওয়া তদন্তকারী সমিতি এই বিষয়টি পর্দাফাঁস করেছে। এই সমিতি জানিয়েছেন যে কেজরিওয়াল সরকার প্রয়োজনের থেকে অতিরিক্ত অক্সিজেনের দাবি করে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। দেশে বহু মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছে, আর এর জন্য একটা বড়ো কারণ কেজরিওয়াল সরকারের এই ষড়যন্ত্র।
কেজরিওয়াল সরকার দিল্লীর প্রয়োজনের থেকে বেশি অক্সিজেন দাবি করছে এই অভিযোগ উঠার পর সুপ্রিম কোর্ট অডিট কমিটি গঠনের নির্দেশ দেয়। এই কমিটি জানিয়েছে, কেজরিওয়াল সরকার দাবি করেছিল যে তাদের ১২০০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন কিন্তু আসলে প্রয়োজন ছিল মাত্র ৩০০ মেট্রিক টন অক্সিজেনের।
অর্থাৎ প্রয়োজনের ৪ গুন অক্সিজেনের দাবি করে এবং অক্সিজেন হাতিয়ে নিয়ে কেজরিওয়াল সরকার পরোক্ষভাবে দেশের হাজার হাজার মানুষের হত্যা করে।
সুপ্রিমকোর্টের প্যানেল জানিয়েছে যে দিল্লিতে প্রয়োজনের থেকে অনেক বেশি অক্সিজেন যাওয়ার ফলে দেশের ১২ টি রাজ্য প্রভাবিত হয়।
জানিয়ে দি, এপ্রিল-মে মাসে যখন করোনা ভাইরাসের দরুন পুরো দেশ অক্সিজেন সংকটে ভুগছিল তখন বহুবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিজেই ভ্রান্তিকর দাবি করেছেন। প্রথমদিকে কেজরিওয়াল দাবি করেছিলেন যে তার রাজ্য অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে তথা কোনো অক্সিজেন সংকট নেই। এর দুদিন পরেই কেজরিওয়াল দাবি করেন, দিল্লীতে ভয়ংকর অক্সিজেন সংকট আর এর জন্য কেন্দ্র দায়ী। এরপর সুপ্রিমকোর্ট দ্বারা অডিট কমিটি গঠন হলে কেজরিওয়াল বলেন, দিল্লীতে অক্সিজেন অতিরিক্ত রয়েছে এটা অন্যান্য রাজ্যকে দেওয়া হোক।
The post কেজরিওয়ালের পোল খুলল সুপ্রিম কোর্ট! প্রয়োজনের বেশি অক্সিজনের দাবির কারণে গেছে বহু মানুষের প্রাণ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3w3Dd9A
Comments
Post a Comment