‘ভবিষ্যৎ আমাদের, ৩ থেকে ৭৭ হয়েছি, ৭৭ থেকে ২০০ পার করব” বিজেপির বৈঠকে বললেন জেপি নাড্ডা


কলকাতাঃ একটা সময় ছিল যখন বাংলায় বিজেপির একটিও বিধায়ক ছিল না। বেশীরভাগ মানুষ বিজেপি বলে রাজনৈতিক দল আছে সেটাই জানত না। ২০১৪ সালে কেন্দ্র বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাতেও প্রভাব বাড়ে গেরুয়া শিবিরের। চোদ্দর লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে দুটি আসন তুলে নেয়। এরপর ২০১৬-এর বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি নিজেদের ইতিহাসে সর্বাধিক আসন দখল করে। সেবার বিজেপি ৩টি আসন পায়।

একুশের নির্বাচনে বাংলাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল গেরুয়া শিবির। তবে জয় হাসিল করতে পারেনি তাঁরা। ২০১৬-এর বিধানসভা নির্বাচনের রেকর্ড ছাপিয়ে এবার ৭৭টি আসন দখল করে বিজেপি। ২০০ আসন দখলের স্বপন দেখা গেরুয়া ব্রিগেড হারলেও বাংলা জুড়ে ২ কোটি ২৮ লক্ষ ভোট তাঁদের নতুন করে অক্সিজেন যোগাচ্ছে। আর সেই আভাসই পাওয়া গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গলায়।

এদিন বঙ্গ বিজেপির কর্মসমিতির বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হয়েছিলেন জেপি নাড্ডা। সেখানেই নেতা-কর্মীদের মনোবল বাড়াতে মন্ত্র দেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘ভবিষ্যৎ আমাদের। বিজেপিকে কেউ আটকাতে পারবে না। আমরা ৩ থেকে ৭৭ হয়েছি। এবার ৭৭ থেকে ২০০ ও পার করব।” জেপি নাড্ডার এই মন্ত্রে ভীতসন্ত্রস্ত বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা কিছুটা হলেও অক্সিজেন পেল।

এদিন বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হন জেপি নাড্ডা। তিনি রাজ্যে গণতান্ত্রিক ভাবেই তৃণমূলের সঙ্গে লড়াই করার বার্তা দেন। জেপি নাড্ডা বলেন, ‘বাংলার পাশাপাশি আরও চার রাজ্যে ভোট হয়েছে। কোনও রাজ্যেই হিংসা হয়নি। কারণ সেসব রাজ্যে তৃণমূল নেই। এরাজ্যে দিকে দিকে মানুষ আক্রান্ত হয়েছেন। মহিলারাও রেহাই পায়নি তৃণমূলের গুণ্ডাদের হাত থেকে। তবে ওঁরা যতই অত্যাচার করুক, আমরা লড়াই ছাড়ব না। কর্মীদের বলব, অনেক লড়াই করতে হবে। জয় আমাদের হবেই।”

The post ‘ভবিষ্যৎ আমাদের, ৩ থেকে ৭৭ হয়েছি, ৭৭ থেকে ২০০ পার করব” বিজেপির বৈঠকে বললেন জেপি নাড্ডা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3jrfPjQ

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।