Posts

Showing posts from August, 2019

ভারতের প্রবল চাপে শিখ অপহরণ করা শিখ মেয়েকে ফিরিয়ে দিতে বাধ্য হলো পাকিস্তানের কট্টরপন্থীরা।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা সাহেবে শিখ মেয়েকে অপহরণ করেছিল পাকিস্তানি মুসলিম কট্টরপন্থী। অপহরণ করে শিখ মেয়েটিকে জোর করে ধর্ম পরিবর্তন করতে বাধ্য  করা হয়েছিল। একই সাথে মেয়েটিকে মুসলিম ব্যাক্তির সাথে নিকাহ করিয়ে দেওয়া হয়েছিল। ঘটনা সামনে আসার পর ব্যাপক বিরোধিতা শুরু হয়। এই ইস্যুতে ভারতে বিরোধিতার পর পাকিস্তান এই মামলায় ব্যবস্থা নিয়েছে।  শিখ মেয়েটি এখন তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছেছে। ভারতে শিখ সংগঠন, সাধারণ জনতার ব্যাপক প্রতিবাদের দরুন মেয়েটিকে ফেরত দিতে বাধ্য হয়েছে পাকিস্তানের কট্টরপন্থীরা। নানকানা সাহেব পুলিশ এই মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে।মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে কট্টরপন্থীরা। শুক্রবার কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পাকিস্তান সরকারের সাথে কথা বলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। মেয়েটির বাবা নানকানা সাহেবের গুরুদ্বার তম্বু সাহেবের প্রধান লেখক। তিনি পুলিশে অভিযোগ করেন যে ২৭ শে আগস্ট রাতে সশস্ত্র লোকেরা বাড়িতে প্রবেশ করে এবং ১৯ বছর বয়সী কন্যা জগজিৎ কৌরকে অপহরণ করে এবং এক মুসলিম যুবতীকে জোর করে শ্লীলতাহানি করে। Sikh girl who was alle

১৩০ বছরের প্রাচীন হিন্দু উৎসবে পুড়ল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুল

Image
জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে বারবার যুদ্ধের হুমকি দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরোধিতায় মেতে উঠেছে গোটা ভারত। আর সেই ক্রমেই নাগপুর শহরে ১৩৫ বছরের প্রাচীন মারবত উৎসবে ইমরান কাহ্নের কুশপুতুল পোড়ানো হয়। আর এই প্রাচীন হিন্দু অনুষ্ঠানে নাগপুরের রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। প্রসঙ্গত, নাগপুর জেলার পোলা উৎসবের দ্বিতীয় দিন মারবত রাস্তায় বের হয়। সামাজিক সমস্যা, রাজনৈতিক উথাল-পুথালের ক্ষোভ এই মারবত উৎসবের মাধ্যমে প্রকাশ করা হয়। এই জুলুসে যেই পুতুল গুলো থাকে, সেগুলো প্রতিটি সমস্যার কথা মাথায় রেখে তৈরি করা হয়। আর এবার ইমরান খানের কুশপুতুল ‘বডজ্ঞা” এর রুপে তৈরি করা হয়েছিল। জুলুস দেখার জন্য হাজার হাজার মানুষ নাগপুরের রাস্তায় জড় হয়েছিল। এই জুলুসে কালি আর হলুদ রঙয়ের পুতুল প্রধান আকর্ষণ ছিল। ওই পুতুল গুলোকে দুষ্ট আত্মাকে দূরে রাখার জন্য জ্বালানো হয়। যার এই উৎসবে অংশ গ্রহণ করেন, তাঁরা এটা মানেন যে, এই পুতুল গুলো যখন রাস্তা দিয়ে যায়, তখন সমস্ত সামাজিক মন্দ দিক গুলো শেষ হয়ে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়া, আর্থিক মন্দা আর বেকারত্ব নিয়েও পুতুল বানানো হয়েছিল। সেই পুত

সেনাপ্রধান বিপিন রাওয়াত LOC তে করলেন জওয়ানদের সাথে সাক্ষাত! করলেন স্থিতির পর্যালোচনা।

সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত জম্মু ও কাশ্মীরের দুই দিনের সফরে রয়েছেন। তাঁর সফরের দ্বিতীয় দিন তিনি পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার (এলওসি) সেনা সদস্যদের সাথে সাক্ষাত করেছিলেন। সেখানে তিনি বর্তমান পরিস্থিতি এবং অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে হোয়াইট নাইট কর্পসের ইউনিট থেকে সৈন্যদের সাথে সাক্ষাত করেছিলেন। থেকে দু’দিনের জম্মু ও কাশ্মীরে সফরে রয়েছেন।শুক্রবার তিনি উপত্যকার সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করতে শ্রীনগর সফর করেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পাকিস্তান যাতে কাশ্মীরে উত্তেজনা না ছড়াতে পারে তার উপর সেনা দুর্দান্ত পরিকল্পনার সাথে কাজ করছে। এর সাথে তিনি সেনা কর্মকর্তাদের সাথেও সাক্ষাত করেছেন। সম্প্রতি সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক, রজনীকান্ত মিশ্র এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ মহাপরিচালক দিলবাগ সিং দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলা সফর করেছেন। যেখানে তারা যৌথভাবে সুরক্ষা বৈঠকের সভাপতিত্ব করেছিলেন। সেনার সিধান্ত অনুযায়ী জম্মু ও কাশ্মীরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুরক্ষার জন্য কোনও প্রকারের ঘাটতি নেই। #JammuAndKashmir : Chief of Army Staff, General

নতুন কোন অর্থনৈতিক নীতি না আনা হলে, আমরা ৫ ট্রিলিয়ন ডলার ইকোনমিতে পৌঁছাতে পারবো না: সুব্রামানিয়ান স্বামী।

প্রধানমন্ত্রী মোদী দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জন করার জন্য পস্তুতি নিতে বলেছেন। কিন্তু এখন নতুন আর্থিক নীতি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। শনিবার স্বামী বলেছিলেন যে দেশে নতুন অর্থনৈতিক নীতি চালু না হলে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে যাবে। এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের জিডিপি বৃদ্ধি পাঁচ শতাংশে নেমে যাওয়ার সংবাদ পাওয়ার পরে স্বামী এই মন্তব্য করেছিলেন। জানিয়ে দি, জিডিপির এই সংখ্যাটি গত ছয় বছরে সবচেয়ে কম বলে দাবি করা হচ্ছে। স্বামী টুইট করে লিখেছেন, “যদি নতুন কোন অর্থনৈতিক নীতি না আনা হয় তবে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্নকে বিদায় বলার জন্য প্রস্তুত থাকুন। কেবল সাহস বা জ্ঞান এককভাবে সঙ্কুচিত অর্থনীতিকে বাঁচাতে পারে না। এর জন্য উভয় প্রয়োজন। আজ আমাদের কাছে এই দুটির মধ্যে কোনটি নেই। ‘ ভারতের GDP গ্রোথ করতে হলে অবশ্যই কৃষকাজের উপর জোর দিতে হবে। এমন কৃষির উপর জোর দেওয়া প্রয়োজন যার ডিমান্ড আন্তর্জাতিক বাজারে বেশি। কিন্তু সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলেও অভিযোগ সামনে এসেছেন। নির্মাণ খাতে প্রবৃদ্ধি ৭.১ শতাংশ থেকে নেমে

প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে দেশের ১৫০ টি জায়গায় তল্লাশি চালালো CBI, করা হলো যৌথ আশ্চর্য তদন্ত।

মোদী সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। এর আওতায় সারাদেশের প্রতিষ্ঠানে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে, যার আওতায় সারাদেশে একসাথে ১৫০টি স্থানে যৌথ আশ্চর্য তদন্ত শুরু করা হয়েছে। সিবিআই রেলপথ, পরিবহন, ব্যাংক, বিএসএনএল সহ একাধিক বিভাগে তল্লাশি চালাচ্ছে। দুর্নীতির সাথে জড়িত থাকতে পারে বলে মনে করা বিভিন্ন জায়গায় তদন্ত চালানো হয়েছে। জনগণের অভিযোগ অনুযায়ী কীভাবে দুর্নীতি পরিচালিত হচ্ছে তা সিবিআই এই অফিসগুলিতে জানার চেষ্টা করছে। এটির মাধ্যমে দেখা হচ্ছে যে সাধারণ নাগরিকের বিভাগগুলিতে সাধারণ প্রবেশাধিকার কতটা রয়েছে। এই সারপ্রাইজ চেক সেই জায়গা গুলিতে করা হচ্ছে যেখানে সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীরা দুর্নীতি হয় বলে অভিযোগ করেছে। নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় আসার পর থেকে দুর্নীতি দমন অনেক কড়া করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে নানা অভিযান শুরু হয়েছে। ভারত দেশের বিকাশের পথে মূল বাধার মধ্যে দুর্নীতি সবথেকে বড়ো বাধা। এই কারণে সরকার দুর্নীতি নামক এই সমস্যাকে উপড়ে ফেলার কাজে নেমেছে । জানিয়ে দি যে দেশের সমস্ত বড় শহরগুলি যেমন- দিল্লি,

২০২৫ অবধি শেষ হয়ে যাবে পাকিস্তান, করাচি-রাওয়ালপিন্ডিতে কিনতে পারবেন বাড়ি: RSS নেতা।

আরএসএস নেতা এবং জাতীয় মুসলিম মঞ্চের প্রধান ইন্দ্রেশ কুমার শনিবার দাবি করেছেন যে পাকিস্তানের অস্তিত্ব ২০২৫ সালের মধ্যে শেষ হয়ে যাবে। আর এটি ভারতের সাথে একীভূত হবে। তিনি বলেছেন, “এটি লিখে রাখুন  ৫-৭ বছর পর আপনি করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, শিয়ালকোটে বাড়ি কিনতে পারবেন এবং ব্যবসা করার সুযোগ পাবেন।” তিনি কাশ্মীরের এক প্রসঙ্গে এই বিবৃতি দেন। উনি বলেন ১৯৪৭ সালের আগে পাকিস্তান ভারতের একটি অংশ ছিল এবং দাবি করেন যে ২০২৫ সালের পরে এটি আবার ভারতের অংশে পরিণত হবে। এছাড়া তিনি “অখণ্ড ভারতের”কথাও উল্লেখ করলেন। “আমরা লাহোরে যাব এমন স্বপ্ন নিয়ে বসে আছি” ইন্দ্রেশ রাজনৈতিক ইচ্ছাশক্তিতে পরিবর্তনের কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন, “এখন ক্ষমতা রাজনৈতিকভাবে পরিবর্তিত হয়েছে। সে কারণেই আমরা স্বপ্ন নিয়ে বসে আছি যে আমরা লাহোরে যাব এবং কৈলাশ মানসরোভারের জন্য চীন থেকে অনুমতি নিতে হবে না।” ইন্দ্রেশও ইউরোপীয় ইউনিয়নের আদলে “আখণ্ড ইউনিয় অফ ভারতের” পথ প্রস্তুত করার কথাও বলেন। এর পাশাপাশি তিনি পুলওয়ামার সন্ত্রাসী হামলার পরে বালাকোটে বিমান বাহিনীর অভিযানের প্রমাণ চাইলে বিরোধীদেরও গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, “স

আবাস দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রীর সাত বছরের জেল এবং ১০০ কোটি টাকার জরিমানা

শনিবার মহারাষ্ট্রের ধুলে জেলার একটি আদালত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরেশ জৈন আর গুলবরাও দেবকর সমেত আরও ৪৬ জনকে ‘ঘরকুল” আবাস দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে ১০০ কোটি টাকার জরিমানা এবং তিন থেকে সাত বছরের সাজা শোনানো হয়। বিশেষ বিচারক সৃষ্টি নীলকণ্ঠ সুরেশ জৈনকে সাত বছরের সাজা ঘোষণা করেন, আর ওনার উপরে ১০০ কোটি টাকার জরিমানাও লাগান। দেবকরের জন্য পাঁচ বছরের জরিমানা ঘোষণা করা হয়েছে, আর অন্যান্য দোষীদের তিন থেকে সাত বছরের জরিমানা ঘোষণা করা হয়েছে। দোষীদের মধ্যে সুরেশ জৈন আর দেবকর ছাড়া পুরসভার কিছু প্রাক্তন কাউন্সিলর এবং অফিসারের নামও আছে। আদালতের রায় ঘোষণা হওয়ার পরেই, ৪৮ জন দোষীকে গ্রেফতার করে নেওয়া হয়। শিবসেনা নেতা জৈনকে মার্চ ২০১২ সালে গ্রেফতার করা হয়েছিল। ৯০ এর দশকে ২৯ কোটি টাকার ঘরকুল আবাস যোজনা দুর্নীতি হওয়ার সময় তিনি গৃহ রাজ্য মন্ত্রী ছিলেন। ন্যশানাল কংগ্রেস পার্টি (Nationalist Congress Party) এর নেতা দেবকরকে ২০১২ স্লাএ গ্রেফতার করা হয়েছিল। জামিন পাওয়ার আগে, তিনি তিন বছরের জেলের সাজা কাটিয়েছিলেন। তিনি ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত কাউন্সিলর ছিলেন। ওনার উপর এক বিল্ডারের পক্ষ নেওয়া এবং ২৯ কোটি টাকা

দিল্লীর পরিস্থিতি খুব খারাপ, এখানেও NRC প্রয়োজন: মনোজ তেওয়ারী, বিজেপি নেতা।

আসামে জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এনআরসির চূড়ান্ত তালিকায় প্রায় 19 লাখ লোকের নাম বাদ দেওয়া হয়েছে। এই ব্যক্তিরা বিদেশি ট্রাইব্যুনালে গিয়ে পুনরায় আবেদন করতে পারেন। নাম বাদ দেওয়া নিয়ে কারোর মনে কোনো অসন্তোষ থাকলে তিনি আবেদন করতে পারেন। এদিকে, দিল্লি বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি একটি বিবৃতি দিয়েছেন। মনোজ তেওয়ারী বলেছেন যে রাজধানী দিল্লিতেও এনআরসি দরকার। দিল্লীতে প্রচুর সংখ্যায় বাংলাদেশি, রোহিঙ্গা কট্টরপন্থী ঢুকে পড়েছে বলে অভিযোগ সামনে এসেছে। সংবাদ সংস্থাটির সাথে কথা বলতে গিয়ে উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, “দিল্লির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এখানেও এনআরসি দরকার। এখানে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারী খুব বিপজ্জনক। আমরা এখানেও NRC বাস্তবায়ন করব। ‘ বিজেপি নেতা মনোজ তিওয়ারি এর আগেও বহুবার রাজধানীতে এনআরসি প্রয়োজন বলেছিলেন। এ বছরের মে মাসে একটি বিবৃতি দেওয়ার সময় তিনি বলেছিলেন, “রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আক্রমণের কারণে দিল্লির লোকেরা প্রতিনিয়ত ভয়ের ছায়ায় বাস করছে। তাই এখানেও জাতীয় নাগরিক নিবন্ধক (MRC) আইন কার্যকর করা উচিত যাতে ল

বাংলাদেশি হিন্দুদের স্বাগত, অনুপ্রবেশকারী মুসলিমদের কোন যায়গা নেইঃ দিলীপ ঘোষ

Image
আজই আসামে এনআরসির (NRC) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এনআরসির রাজ্য সমন্বয়কারী প্রীতেক হাজেলা জানিয়েছেন যে ৩ কোটি ১১ লাখ ২১ হাজার মানুষ এনআরসির চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে এবং ১৯,০৬,৬৫৭ জনকে বাদ দেওয়া হয়েছে। যারা এতে সন্তুষ্ট নন তারা ফরেনস ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন। রাজ্যের সুরক্ষা ব্যবস্থার বিবেচনা করে, ৫১ টি সংস্থাকে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। সকালের এই খবরের পর আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ NRC নিয়ে বড় বয়ান দেন। আজ সাংগঠনিক কাজে পূর্ব বর্ধমানের সফরে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকেই তিনি কার্যত হুঁশিয়ারির সূরেই বলেন, বাংলাদেশি হিন্দুরা স্বাগত, অনুপ্রবেশকারী মুসলমানদের ঠাঁই নেই। এমনকি তিনি মুসলিম অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেন, তাঁদের কোন রেয়াত করা হবেনা। দিলীপ ঘোষ এর আগেই বলেছিলেন যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই NRC প্রক্রিয়া চালু করা হবে। এবং এই প্রক্রিয়া চালু হলে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। বি

আমরা ভারতের আলোচনায় বসতে চাই, আমরা শান্তি চাই: শাহ মেহমুদ, পাকিস্তানের বিদেশমন্ত্রী।

পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়া পাকিস্তান এখন ভারতের সাথে আলোচনার প্রস্তাব দিচ্ছে।  ভারতের সামনে হাটু ভেঙে বসে পড়েছে পাকিস্তান।পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ এখন বলেছেন যে তার দেশ ভারতের সাথে চুক্তি আলোচনার জন্য পস্তুত। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে এমন খবর সামনে আসছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক বিশ্বে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এবং আমেরিকা সহ অনেক দেশ তিরস্কার করার পরে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ খুরেশি ভারতের সাথে শর্তাধীন আলোচনার প্রস্তাব দিয়েছেন। খুরেশি বলেছেন যে পাকিস্তান কখনও শান্তি ফেরাতে অস্বীকার করেনি। আমরা আবারও আলোচনার প্রস্তাব দিচ্ছি, কথোপকথনে আমাদের কোনও সমস্যা নেই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এমন সময়ে এসেছে যখন পাকিস্তানি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারতকে যুদ্ধ দিচ্ছেন। এমনকি ইমরান খান যুদ্ধের পরিস্থিতি ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিচ্ছিন্ন কূটনীতিতে পাকিস্তান ভেঙে পড়েছে। সমস্ত মহড়া সত্ত্বেও, পাকিস্তান জম্মু ও কাশ্মীরের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন পেতে অক্ষম। Ready for ‘conditional’ bilateral

কেরলের কলেজের নির্বাচনী প্রচারে উড়ল পাকিস্তানের পতাকা! গ্রেফতার ৩০ জন পড়ুয়া

Image
পাকিস্তান এবং সন্ত্রাসবাদ নিয়ে সর্বদা শিরোনামে থাকে কমিউনিস্ট শাসিত রাজ্য কেরল। প্রায় দিনই শোনা যায় যে, কেরালা থেকে পালিয়ে গিয়ে আইসিস এ যোগ দিচ্ছে বহু মানুষ। এমনকি আইসিসে যোগ দিয়ে কেরলের বহু মানুষ আমেরিকার হামলায় মারাও গেছে। এমনকি ৫-৬ বছরের বাচ্চাকে নিয়েও অনেকে আইসিস এ যোগ দিতে সিরিয়া চলে যায়। আবার অনেক সময় কেরল থেকে আইসিস এর জঙ্গি, মডিউলদের গ্রেফতারির ঘটনাও সামনে আসে। কমিউনিস্টরা বরাবরই নিজেদের ধর্মনিরপেক্ষ এবং মানবতাবাদী আখ্যা দিয়ে থাকেন। তাই তাঁরা গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে ভারতের দুর্নাম করে পাকিস্তানের গুনগান গায়। এমনকি এই কমিউনিস্টরা ভারত থেকে কাশ্মীর, কেরলকে আলাদা করে আলাদা দেশ ঘোষণা করার জন্য আন্দোলনও করে। এছাড়াও নকশাল জঙ্গিদের সমর্থনেও কমিউনিস্টরা বরাবরই মুখ খোলে। এমনকি অনেক কমিউনিস্টকে দেশ আর দেশের পতাকার অসন্মান করতেও দেখা যায়। এবার সেই কমিউনিস্ট শাসিত কেরল থেকে আবারও বিতর্কের ঝড় উঠলো। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর ভারত আর পাকিস্তানের মধ্যে দিনদিন উত্তেজনা বেড়েই চলেছে। এমনকি পাকিস্তান থেকে বারবার ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। আর এ

NRC-র ফাইনাল লিস্ট জারি হওয়ার পর, ভারত ছেড়ে বাংলাদেশে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন অধীর চৌধুরী

Image
কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী NRC নিয়ে বলেন, আমার বাবাও বাংলাদেশি ছিলেন, আর এর জন্য আমাকেও দেশ থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দিন। অধীর চৌধুরী বলেন, কেন্দ্র সরকার NRC  কে দিল্লী এনসিআর সমেত গোটা দেশে লাগু করতে পারে। এটাও সম্ভব যে, এই ইস্যুতে আইন বানানোর জন্য তা সংসদেও প্রস্তাব রাখতে পারে। অসম NRC  এর ফাইনাল লিস্ট নিয়ে উনি বলেন, কোন প্রকৃত ভারতীয়কে যেন দেশ থেকে বের করে না দেওয়া হয়। এই কাজ ধর্মনিরপেক্ষ হয়ে করা উচিত। দিল্লীর বিজেপি নেতা মনোজ তিওয়ারির একটি দাবি নিয়ে অধীর চৌধুরী বলেন, দিল্লীই সামলাতে পারছে না, আর গোটা দেশে NRC  চালু করার কথা বলছে। প্রসঙ্গত, দিল্লী বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি বলেছিলেন যে, যারা অবৈধ ভাবে এই দেশে এসছে, তাঁদের ফেরত যেতেই হবে। দেশের নাগরিকদের সমস্যার কোন কারণ নেই। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যেই কাজ শুরু করেছেন, এর ফলে আমরা সন্ত্রাসবাদকে শেষ করতে পারব। অপরাধও অনেক কম হবে। উনি এও বলেন যে, দিল্লীতেও NRC  চালু করা খুব দরকার। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশে অনেক বদল আনার পর আজ স্বরাষ্ট্র মন্ত্রক  NRC  এর ফাইনাল লিস্ট জারি করেছে

ভারতকে হুমকি দেওয়ার পর এবার কান ধরল পাকিস্তান! বলল, আমরা কথাবার্তার জন্য কখনো না করিনি

সুপ্রিম কোর্টের অবমাননা করলেন সীতারাম ইয়েচুরি, অসুস্থ বিধায়ককে দেখতে গিয়েও রাজনীতি করতে ছাড়লেন না তিনি

Image
CPIM এর মহাসচিব সীতারাম ইয়েচুরি সুপ্রিম কোর্টের আদেশের অবমাননা করে জম্মু কাশ্মীর নিয়ে মন্তব্য করলেন। প্রসঙ্গত, সীতারাম ইয়েচুরি সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করে কাশ্মীরে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে, কাশ্মীরে CPIM এর এক বিধায়ক অসুস্থ আছেন, আর তাঁকেই দেখতে তিনি কাশ্মীর যেতে চান। প্রথমে সুপ্রিম কোর্ট কাশ্মীরে যাওয়া অনুমতি না দিলেও, পরে কিছু শর্তে ওনাকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। সীতারাম ইয়েচুরি CPIM এর অসুস্থ বিধায়ক মোহম্মদ ইউসুফ তারিগামি এর সাথে দেখা কোর্টে শ্রীনগর যাওয়ার অনুমতি চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, আমরা অনুমতি দিতে পারি কিন্তু সেখানে গিয়ে শুধু নিজের দলের বিধায়কের সাথে দেখা করে ফিরে আসতে হবে আপনাকে। অন্য কোথাও যাওয়া, অন্য কারোর সাথে কথা বলা আর রাজনীতি করা চলবে না। যদি সেখানে গিয়ে রাজনীতি করেন, তাহলে সেটি কোর্টের অবমাননা বলে গণ্য হবে। সুপ্রিম কোর্টের আদেশের পর সীতারাম ইয়েচুরি জম্মু কাশ্মীরে যান আর সেখানে তাঁদের অসুস্থ বিধায়কের সাথে দেখা করে দিল্লীতে ফিরে আসেন। কিন্তু দিল্লী ফিরে আসার পরেই তিনি প্রেস কনফারেন্স ডেকে জানান, জম্মু ক

নিজেই দাড়ি কেটে হিন্দুদের উপরে দোষ চাপিয়েছিল মুসলিম ব্যাক্তি! অবশেষে ধরা পড়ে কান ধরে ক্ষমা চাইল

দেশে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু মানুষ এবং রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। আর দেশ জুড়ে হিন্দুদের বদনাম করার জন্যতো রাজনৈতিক দল গুলো সবসময় পা বাড়িয়েই রাখে। এরকমই এক মামলা সামনে এলো উত্তর প্রদেশের বাগপত জেলা থেকে। এক মুসলিম যুবক গরমের কারণে দিল্লীতে গিয়ে নিজের দাড়ি নিজেই কেটে ফেলে, আর শেষে নিজের দোষ ঢাকতে মুসলিম সম্প্রদায় এবং তাঁর পরিবারের কাছে জানায় যে, ট্রেনে হিন্দুরা তাঁকে মারধর করে তাঁর দাড়ি কেটে দিয়েছে। এমনকি এই ঘটনা প্রমাণ করার জন্য ওই মুসলিম যুবক নিজের জামা কাপড় ছিঁড়েও ফেলে। বৃহস্পতিবার সকালে বাগপত জেলার বাসিন্দা মোহম্মদ ফারুকের ছেলে মুন্না দিল্লী যায়। দিল্লীতে পৌঁছে সে একটি সেলুনে গিয়ে নিজের দাড়ি কেটে ফেলে। পড়ে সে রাত দশটা নাগাদ বাগপতে নিজের বাড়ি এসে পৌঁছায়। আর সেখানে গিয়ে মুসলিম সম্প্রদায় আর তাঁর পরিবারের কাছে অভিযোগ করে বলে যে, হিন্দুরা ট্রেনে তাঁকে মারধর করে তাঁর দাড়ি কেটে দিয়েছে। পরিবারের মানুষ ওর কথায় বিশ্বাসও করে নেয়। Dear @Uppolice @baghpatpolice @RailMinIndia @myogiadityanath @AmitShah @ndtv @sardesairajdeep @ravishndtv @aajtak @BDUTT urgent atten

বিগ ব্রেকিং : আসামের ফাইনাল NRC লিস্ট হলো জারী! ১৯ লাখের বেশি অনুপ্রবেশকারীকে খেদানো হবে ভারত থেকে

আসাম থেকে একটা বড়ো খবর সামনে আসছে। আসামে এনআরসির (NRC) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এনআরসির রাজ্য সমন্বয়কারী প্রীতেক হাজেলা জানিয়েছেন যে ৩ কোটি ১১ লাখ ২১ হাজার মানুষ এনআরসির চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে এবং ১৯,০৬,৬৫৭ জনকে বাদ দেওয়া হয়েছে। যারা এতে সন্তুষ্ট নন তারা ফরেনস ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন। রাজ্যের সুরক্ষা ব্যবস্থার বিবেচনা করে, ৫১ টি সংস্থাকে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। এনআরসি প্রথম তালিকা 1951 সালে প্রকাশিত হয়েছিল। 30 জুলাই 2018 এ যখন খসড়াটি প্রকাশিত হয়েছিল তখন 40.7 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তারা ফোরনার ট্রাইব্যুনালে 120 দিনের মধ্যে আবেদন করতে পারবেন। রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ৫১ টি সংস্থা মোতায়েন করা হয়েছে। ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং সমস্ত আসাম ছাত্র ইউনিয়ন (এএএসইউ) এর মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। যেখানে আসাম চ

মোদীর ফ্যান হয়ে গেলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান! বললেন-আজ পুরো বিশ্ব মোদীর জন্য পাগল।

Image
ইমরান খান ক্রিকেট জগৎ থেকে রাজনৈতিক জগতে নেমেছেন। কিন্তু উনার সমস্যা যেন বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে নতুন পাকিস্তান গড়ার কথা বলেছিলেন ইমরান খান। কিন্তু এখন বিশ্বব্যাপী যে আর্থিক মন্দা শুরু হয়েছে তার সবথেকে বড়ো শিকার হয়েছে পাকিস্তান।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্যান হয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি তার প্রাক্তন স্বামী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন করেছেন। রেহাম খানের একটি ভিডিও প্রকাশ পেয়েছে যার মধ্যে তিনি নিজের কথা রেখেছেন। ভিডিওতে রেহাম বলেছেন, “লোকেরা আজ মোদী সরকারকে কেন চায় এবং কেন তারা তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না, কারণ ভারতের অর্থনীতি শক্তিশালী হয়েছে।” সৌদি বিনিয়োগ করেছে। যুক্তরাজ্য ভারতের সাথে রয়েছে, যুক্তরাষ্ট্র ভারতের প্রতি আগ্রহী। মোদী যেখানে যায়, জনগণ তাকে শ্রদ্ধা করে। মোদী হিন্দুস্তানকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। ইমরান খান ও পাকিস্তানকে আক্রমন করে রেহাম বলেছিলেন, “সংযুক্ত আরব আমিরা

‘ডিএ” আর ‘ডিম” দেওয়ার টাকা নেই, কিন্তু ভোট ব্যাঙ্কের খাতিরে ৭০ কোটি টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের সবথেকে বড় উৎসব হল দুর্গা পুজা। শুধু পশ্চিমবঙ্গেরই না, গোটা বিশ্বের বাঙালিদের কাছেই দুর্গা পুজা সবথেকে বড় উৎসব। এবার সেই বাঙালিদের প্রধান পুজাতে রাজনৈতিক ছাপ পড়া শুরু করেছে। কিছুদিন আগে দুর্গা প্রতিমাকে পদ্ম ফুলের উপর বসানর কারণে শিল্পিকে ছাটাই করেছিলেন মুখ্যমন্ত্রীর ভাই। কারণ পদ্ম ফুল বিজেপির প্রতীক। আর এবার ২০২১ এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে, হারিয়ে যাওয়া হিন্দু ভোটকে আবার নিজেদের দিকে টানতে অভিনব প্রন্থা অবলম্বন করছে শাসকদল তৃণমূল। West Bengal Chief Minister Mamata Banerjee announces Rs. 25,000 each for all Durga puja committees this year. Also announces a 25% concession on electricity bills to Durga puja committees (file pic) pic.twitter.com/sC8HcFbzTS — ANI (@ANI) August 30, 2019 রিপোর্ট অনুযায়ী, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী এবার দুর্গা পুজো কমিটি গুলোকে ২৫ হাজার করে টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। গত বছর এই টাকার পরিমাণ ছিল ১০ হাজার। কিন্তু ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপির কাছে বিপর্যস্ত হয়ে এবার টাকার পরিমাণ দ্বিগুণের বেশি করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মম

বিশ্বে ভারতের প্রভাব বিস্তার করতে সবথেকে এগিয়ে প্রধানমন্ত্রী মোদী! ইন্দিরা গান্ধী, মনমোহন সিং এর থেকেও এগিয়ে মোদী।

Image
গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যান্য জাতির সাথে ভারতের সম্পর্ককে এতটাই ভাল রেখেছেন যে তিনি বিশ্বের সব দিক দিয়েই খ্যাতি পাচ্ছেন। আজ বিশ্বের বেশিরভাগ দেশে প্রধানমন্ত্রী মোদী প্রশংসিত। বলা হচ্ছে বিশ্বে ভারতের প্রভাব বিস্তারের ক্ষেত্র অন্য কোনো প্রধানমন্ত্রীর তুলনায় এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। দাবিকে সমর্থন জোগাতে নরেন্দ্র মোদীকে কিভাবে পুরো বিশ্ব সন্মান দিয়েছে তার বিবৃতিও দেওয়া হচ্ছে। ছয়টি দেশ উনাকে পুরষ্কার দিয়েও সম্মানিত করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাতের (সংযুক্ত আরব আমিরাতের) সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার অর্ডার অফ জায়েদ ভূষিত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদীকে জাতিসংঘ এবং দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ফিলিস্তিন, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলি ছয়টি পুরষ্কার প্রদান করেছে। এর মধ্যে চারটি পুরষ্কার মুসলিম দেশ থেকে প্রাপ্ত। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিং প্রত্যেকে একটি করে আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদী আফগানিস্তান সফর করেছিলেন। ঐতিহাসিক আফগান-ভারত বন্ধুত্ব উদ্বোধনের পরে রাষ্ট্রপ

কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক আদালতের যায়গায়, ICC এর কাছে নালিশ করে ট্রল হলেন পাক সাংসদ

Image
পাকিস্তানের সাংসদ এবং প্রাক্তন আন্তরিক সুরক্ষা মন্ত্রী রেহমান মালিক এর একটি ট্যুইটের কারণে ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম খিল্লি শুরু হয়েছে। কাশ্মীর ইস্যু নিয়ে ট্যুইট করে রেহমান মালিক বলেন, আমি পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছি যে, সরকার যেন কাশ্মীর নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগ জানায়। আসলে, পাক সাংসদ রেহমান মালিক আন্তর্জাতিক আদালত (আইসিজি) এর যায়গায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) লিখে ফেলেন। এই ট্যুইটের পর সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে চরম বিদ্রুপ করা হয়। যদিও, পাক সাংসদ রেহমান মালিক পড়ে ট্যুইটটি ডিলেট করে দেন। আপনাদের জানিয়ে রাখি, এর আগে ৩৭০ ধারা নিয়ে ট্যুইট করে রেহমান মালিক ট্রল হয়েছিলান। রেহমান মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ইউনাইটেড নেশনকে ট্যুইটারে ট্যাগ করে লেখেন, ‘আপনাদের দেশের নেতাই বলছে, যেটা কাশ্মীরে হচ্ছে সেই হিংসা নিয়ে আপনারা এটা শুনুন।” কিন্তু এই ট্যুইটেও রেহমান মালিক বড় ভুল করে বসেন। তিনি ইউনাইটেড নেশনের যায়গায় ইউএনও গেমসকে ট্যাগ করে দেন! আর এরপর ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খিল্লি হয়। উনি কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের বক্তব্যকে হা

মোদীর বিরুদ্ধে ভাষণ দিতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে আহত হলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ।

জম্মু ও কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের মানুষ বিক্ষোভ করছে, তাদের ক্ষোভ স্পষ্টভাবে দৃশ্যমান। শুক্রবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের জনগণকে কাশ্মীর ইস্যুতে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলেছেন যাতে আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে হৈচৈ করেন। এদিকে, রেলমন্ত্রী শেখ রশিদ পাকিস্তান সরকারের এক সভায় বক্তব্য রাখছিলেন। যখন তিনি তার কথা বলছিলেন, তখন তিনি তার মাইক থেকে একটি বৈদ্যুতিক শক পান। মোদীর বিরুদ্ধে ভাষণ দিতে গিয়ে রীতিমতো আহত হন ইমরান খানের মন্ত্রী। এতে উনি ভয়ভীতি হয়ে পড়েন।মন্ত্রী তখন বলেছিলেন যে মোদী এই প্রক্রিয়াটি খারাপ করতে পারবেন না। শেখ রশিদ পাকিস্তানের সেই মন্ত্রী যিনি ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখেন। শুক্রবার বিকেলে, যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন, তখন তাঁর মাইকে একটি ধাক্কা লেগেছিল যখন সে সময় তিনি ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি জোরে একটা ইলেট্রিক শক পান। সেইমাত্র তিনি ভয় পেয়ে যান। Sheikh Rasheed k mic mein Modi ne current bhej diya: pic.twitter.com/LsTobPov1q — Naila Inayat नायला इनायत (@nailainayat) August 30, 2019 এরপর পরিস্থিতি সামাল দিতে শেখ রাশিদ বলেন, ম

ভারত-পাক বর্ডারে ধুমধামের সাথে পালিত হবে গণেশ উৎসব! মুম্বাই থেকে মূর্তি হলো রওনা।

Image
গণেশের ভক্তরা অধীর আগ্রহে গণেশ চতুর্থীর অপেক্ষায় রয়েছেন। এই বছর গণেশ চতুর্থী উত্সব 2 শে সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত খুব ধুমধামের সাথে উদযাপিত হবে। দেশজুড়ে গণেশোৎসবের প্রস্তুতি পুরোদমে চলছে। জম্মু ও কাশ্মীরে জনগণ 370 অনুচ্ছেদ অপসারণের পরে চলমান উত্তেজনার মধ্যে বাপ্পাকে স্মরণ করতে জড়ো হচ্ছে। প্রতিবারের মতো এবারও গণপতি বাপ্পা মরিয়া ভারত-পাক সীমান্তে উল্লাস করবে। খবর আসছে যে, ভারত-পাক সীমান্তে মোতায়েনের জন্য মুম্বইয়ে গণেশের প্রতিমা তৈরি করা হয়েছে এবং শিগগিরই সেটা জম্মু ও কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হবেন। এই মূর্তি পুঞ্চের সীমান্তে স্থাপন করা হবে বলে জানা গেছে। যেখানে সেনার জওয়ানরা গণেশের পূজা করবেন। জানিয়ে দি, ভারত-পাক সীমান্তে যিনি মূর্তি স্থাপনা করে প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি একজন মহিলা পন্ডিত। কিরণ ইশার, কাশ্মীরি পন্ডিত পুঞ্চে থাকেন। কিরণ আইশার বলেছিলেন যে তিনি বহু বছর ধরে এই উৎসবটি উদযাপন করে আসছেন, তিনি প্রতি বছর মুম্বই যান এবং গণপতির প্রতিমা পুঞ্চে আনেন, তারপর এটি সীমান্তে স্থাপন করেন। তিনি গণপতির মূর্তিটি ট্রেনে করে জম্মু ও কাশ্মীরে নিয়ে যান। কিরণ জানিয়েছিলেন যে

তিরুমালা মন্দিরে কাজ করতে পারবে না কোনো অহিন্দু ব্যাক্তি! অন্দ্রপ্রদেশ সরকারের নতুন নিয়ম জারি।

Image
বিশ্বের সবথেকে সহনশীল ও উদারবাদী জাতি- হিন্দু জাতি। আর হিন্দুদের উদারতার সুযোগ নিয়ে বহু যুগ থেকে হিন্দু বিরোধীরা হিন্দু সংস্কৃতি ও হিন্দুদের সনাতন ধর্মকে নষ্ট করার প্রয়াস করে। বিশেষ করে বর্তমান সময়ে হিন্দুরা তাদের অস্তিত নিয়ে লাগাতর সংগ্রাম চালাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের সরকার তিরুমালা মন্দির নিয়ে দুর্দান্ত সিধান্ত নিয়েছে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের জগন মোহন রেড্ডি সরকার তিরুমালা তিরুপতি দেবস্থনমের কর্মচারীদের জন্য একটি নতুন বিধি জারি করেছে। নিয়ম অনুসারে, মন্দিরের আস্থায় কর্মরত অ-হিন্দু বা যারা হিন্দু ধর্ম ব্যতীত অন্য যে কোনও ধর্ম গ্রহণ করেছেন, তাদের চাকরি ছেড়ে দিতে হবে। এই কর্মীরা বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দির তিরুমালা পরিচালনা করেন। রাজ্যের মুখ্যসচিব এলভি সুব্রহ্মণিয়াম বলেছিলেন যে মন্দিরের আস্থায় কর্মরত অনেক কর্মচারী আছেন যারা হিন্দু ধর্ম বাদে অন্য কোনও ধর্মে দীক্ষিত হয়েছেন। যদিও এটি তাঁর নির্বাচন।  তাদের ধৰ্ম পরিবর্তন থেকে কেউ বাধা দিতে পারে না, তবুও তিরুপতি মন্দিরে এ জাতীয় লোকেরা আর কাজ করতে পারবেন না। এমন পরিস্থিতিতে এই কর্মচারীদের উচিত সাহসের সাথে এগিয়ে এস

পাকিস্তানের সমর্থন করেছিল চীন, এই কারণে চীনকে বড়ো ঝটকা দিতে চলেছে ভারত। করা হবে চীনা বস্তুর বর্জন।

Image
উৎসবের মরসুমে আপনি যদি মেড ইন চায়না লেখা খেলনা, বৈদ্যুতিন পণ্য, মোবাইল, বৈদ্যুতিক পণ্য এবং সজ্জাসংক্রান্ত জিনিস বাজারে কম দেখেন তবে অবাক হবার কিচ্ছু নেই। আসলে, সন্ত্রাসবাদ ও পাকিস্তানের পক্ষে চীনকে সমর্থন করার কারণে ভারতের ব্যবসায়ীরা চীনা পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। চীনের প্রোডাক্টকে গুরুত্বহীন করার জন্য সঙ্কল্প নিয়েছে ব্যাবসায়ী সমহু।জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে টানা চতুর্থবারের মতো পাকিস্তানের উন্মুক্ত সমর্থনে  নামায় ভারত দেশ ব্যবসায়ীরা গভীরভাবে ক্ষুব্ধ হয়েছেন। ব্যবসায়ীরা ঘোষণা করেছেন যে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে তারা সারা দেশে চীনা পণ্য বর্জন করার জন্য একটি প্রচারণা চালাবে। চূড়ান্তভাবে আমদানি করা পণ্যের উপর সর্বাধিক শুল্ক আরোপ করার এবং দেশীয় শিল্পের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া ট্রেডারস কনফেডারেশন। সংগঠনটি চাইনিজ পণ্যের উপর 500 শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করার দাবি জানিয়েছে। ব্যবসায়ীরা মনে করেন, চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক সঠিকভাবে আদায় করা হচ্ছে না, যা দেশের রাজস্বের ব্যাপক ক্ষতি করছে। চীনা পণ্যের মূল্য নির্ধারণ হ্রাস করে ভারতে প

সমুদ্রপথে হামলার চেষ্টা চালাচ্ছে পাক আতঙ্কবাদীরা! আমরাও অনুপ্রবেশ আটাকাতে সম্পূর্ণ পস্তুত: নৌসেনা প্রমুখ।

ভারতের সঙ্গে প্রতিটি স্তরে পরাজিত হয়ে যাওয়ার পর পাকিস্তান এখন জল পথে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন জাইশ-ই-মোহাম্মদের একটি ‘আন্ডার ওয়াটার উইং’ রয়েছে, যারা সন্ত্রাসীদের জলপথে আক্রমণ করার প্রশিক্ষণ দেয়। তবে ভারতীয় নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এ জাতীয় কোনও আক্রমণ থামাতে তারা সক্ষম। নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল, করম্বীর সিং এটা পরিষ্কার করে দিয়েছিলেন যে সমুদ্র অঞ্চলগুলির সুরক্ষার জন্য যারা দায়বদ্ধ তারা সকলেই এই জাতীয় কোনও অনুপ্রবেশ বন্ধ করতে প্রস্তুত। অ্যাডমিরাল সিং জানিয়েছেন যে সমুদ্রপথে লস্কর সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করার বিষয়ে গোয়েন্দা তথ্যের খবর পাওয়া গেছে। জানিয়ে রাখি যে ২/১১-এর মুম্বাই হামলার সময় সন্ত্রাসীরা ভারতে প্রবেশের জন্য সমুদ্রের পথ ব্যবহার করেছিল। এর পরে, ভারত সমুদ্র গলি এবং উপকূলীয় অঞ্চলে সুরক্ষার জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করা হয়েছে। #WATCH : Navy Chief Admiral Karambir Singh, says,"we have received intelligence that the underwater wing of Jaish-e-Mohammed is being trained. We are keeping a track of it and we as

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর তৃণমূলের হামলা! প্রশ্নের মুখে মমতা ব্যানার্জীর গণতন্ত্র

২০১৯ এর লোকসভা নির্বাচনের ঘণ্টা বাজার পর থেকেই রাজ্যে সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি হয়েছে। প্রায় দিনই রাজ্যের কোথাও না কোথাও বিজেপির কর্মী, সমর্থকদের উপর তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হামলা খবর পাওয়া যায়। এই সন্ত্রাস লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়া পর আরও বেড়ে যায়। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্তমান অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন রাজ্যে সপ্তম দফার ভোট শেষ হওয়ার পরেও বিজেপির কর্মী, সমর্থকদের বিরুদ্ধে গণহত্যা চালানোর আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর সেই মতে, ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেও রাজ্যের বেশ কিছু জায়গায় আধা সামরিক বাহিনী মোতায়েন ছিল। কিন্তু এরপরেও তৃণমূলের বিজয়ী প্রার্থী নুসরত জাহান এর সংসদীয় এলাকায় বিজেপির কর্মীদের গণহত্যা করে তৃণমূলের গুন্ডারা। বিজেপি সূত্র অনুযায়ী, বিজেপির পতাকা লাগানোর অপরাধে ৪ জন বিজেপি কর্মীকে নৃশংস ভাবে হত্যা করে তৃণমূল। শুধু তাই নয়, লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর শুধু মাত্র ‘জয় শ্রী রাম” বলার জন্য বিজেপির কমপক্ষে ১২ জন কর্মী সমর্থককে প্রাণ হারাতে হয়েছে তৃনমূলের হাতে। যদিও এরপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি জোর গলায় বলেন, গোটা দেশের মধ্য

পাকিস্তানে গুরুদ্বারার পুরোহিতের মেয়েকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্মান্তকরণের পর বিয়ে

পাকিস্তানের লাহোরে ননকানা সাহিব এলাকা থেকে এই শিখ কিশোরীর জোর করে ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ের মামলা সামনে এসেছে। ওই কিশোরী অনেকদিন ধরেই নিখোঁজ ছিল বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার জোর করে তাঁর ধর্ম পরিবর্তন করিয়ে ইসলাম গ্রহণ করানো হয়। ১৯ বছরের ওই কিশোরীর নাম জগজিৎ কৌর বলে জানা যায়। আর সে গুরুদ্বারা তম্বু সাহিব এর পুরহিত ভগবান সিং এর মেয়ে। মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে তাঁকে ইসলাম কবুল করানো হয়। জগজিৎ কৌর এর পরিবার জানায়, যদি তাঁদের মেয়েকে ছেড়ে না দেওয়া হয় তাহলে তাঁরা পাঞ্জাব (পাকিস্তান) এর রাজ্যপালের ঘরের সামনে নিজেদের গায়ে আগুন লাগিয়ে দেবে। জগজিৎ এর ভাই সুরিন্দর সিং জানান, ‘আমাদের পরিবার এখন চরম সঙ্কটের সন্মুখিন। গুণ্ডারা জোর করে আমাদের ঘরে ঢুকে আমার বোনকে অপহরণ করে নিয়ে গেছে। তাঁরা তাঁর উপর অত্যাচার করে তাঁকে ইসলাম কবুল করার জন্য বাধ্য করে।” তিনি আরও বলেন, ‘আমরা অভিযোগ জানানোর জন্য পুলিশ স্টেশনে গেছিলাম। বড়বড় অফিসারদের সাথে আমরা সাক্ষাৎ করি, কিন্তু আমাদের অভিযোগে কেউ কর্ণপাত করেনি। ওই গুণ্ডারা আবারও আমাদের বাড়িতে এসে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দিয়ে যায়। তাঁরা শাসিয়ে বলে যায় যে, আমরা যদি অভিয

দেশের আইন ভেঙে জমি নিয়েছিল সোনিয়া রাহুলের কোম্পানি! গ্রেপ্তারের ছায়া গান্ধী পরিবারের উপর।

Image
মোদী সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে আসতেই গান্ধী পরিবারের কপালের ভাঁজ দিন দিন বাড়তেই চলেছে। আসলে মোদী সরকারের দ্বিতীয় দফায় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে রয়েছেন। যার নেতৃত্বে দেশে দুর্নীতি দমনের কাজ চরম পর্যায়ে চলছে। দুর্নীতির মামলায় কংগ্রেসকে  আরেকটি বড় ধাক্কা দিয়ে ইডি আজ অ্যাসোসিয়েটেড জার্নাল মামলায় প্রথম অভিযোগপত্র দাখিল করেছে। এই ঘটনাটি চণ্ডীগড়ের নিকটবর্তী পাঁচকুলায় অ্যাসোসিয়েটেড জার্নালের নিয়ম বিধিকে পাশে রেখে প্লট বরাদ্দের একটি ঘটনা। এই মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা ও প্রবীণ কংগ্রেস নেতা মতিলাল ভোরার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। মামলাটি হরিয়ানার পঞ্চকুলার ৬ নম্বর সেক্টরে অবস্থিত একটি প্লটের, যা তৎকালীন হুদা সরকার এজেএল অর্থাৎ অ্যাসোসিয়েটেড জেনারেলের পক্ষে বরাদ্দ করেছিল। এই বরাদ্দ ১৯৯২ সালে করা হয়েছিল। অভিযোগ করা হয় যে এই প্লটটি নিলাম না করেই সুবিধা দেওয়ার জন্য এই সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া এটাও অভিযোগ আছে যে সংস্থাটি উল্লিখিত উদ্দেশ্য অনুযায়ী এই প্লটটি ব্যবহার করা হয়নি । তা সত্ত্বেও, তিনি খুব কম দামে এই প্লট উপহার দিয়

সিন্ধু ও বেলুচিস্তানের জনগণ করলো ভারতের সমর্থন! বললো- পাকিস্তান অত্যাচার আর মেনে নেব না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (এবং প্রধানমন্ত্রী মোদী জি-7 সম্মেলনের সময় সাক্ষাত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বলেছেন যে কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু। ভারত এবং পাকিস্তান মিলে এটি সমাধান করবে। অন্য কোনও দেশকে এই বিষয় দখল দেওয়ার দরকার নেই। মোদির এই কথা শুনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষেপে গিয়ে ভারতকে পরমাণু হুমকি দিয়েছিলেন। পাকিস্তান, যে কাশ্মীর ইস্যুতে শান্ত থাকতে পারছে না, সেই পাকিস্তানের বাড়িতে বাড়িতে এখন অনেক হট্টগোল শুরু হয়েছে।  বেলুচিস্তানের জনগণ আলাদা দেশের দাবিতে আন্দোলন তীব্র করেছে। সিন্ধের জনগণ  স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করছে, বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আজ ফ্র্যাঙ্কফুর্টে পাকিস্তানি কনস্যুলেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে। জার্মানিতে বালুচ রিপাবলিকান পার্টি ফ্র্যাঙ্কফুর্টে পাকিস্তান কনস্যুলেটের বাইরে স্বাধীনতা স্লোগান দেয়। বালুচ রিপাবলিকান পার্টির কর্মীরা ফ্রাঙ্কফুর্টে পাকিস্তান কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চলাকালীন বেলুচিস্তানে পাকিস্তানের সামরিক অভিযান বন্ধের জন্য স্লোগান দিয়েছে। ব

মোহন ভাগবতের সম্পত্তি আমেরিকার GDP এর ৩ গুন! বিজেপি বিরোধীরা ছড়াচ্ছে এই ভুয়ো খবর।

Image
সাম্প্রতিক একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে আরএসএস প্রধান মোহন ভাগবত, এনডিএ সরকার এবং বিজেপি দলের সাথে যুক্ত একাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্ক্রীন শটে দেখা যাচ্ছে এক স্থানীয় পত্রিকায় বিশেষ কিছু ব্যাক্তির নাম ও তাদের সম্পত্তি সম্পর্কে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ব বিরোধী ও বিজেপি বিরোধীরা খুব উৎসাহের সাথে স্ক্রিন শটটি শেয়ার করছে। স্ক্রিন শটের তালিকায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রমুখ মোহন ভাগবত,কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, প্রয়াত বিজেপি নেতা তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, মন্ত্রিপরিষদ মন্ত্রী গিরিরাজ সিং, শিল্পপতি মুকেশ আম্বানি এবং জি মিডিয়া গ্রুপ মালিক সুভাষ চন্দ্রের মতো খ্যাতিমান ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।  অভিযোগ করা হচ্ছে যে ইনাদের সুইস ব্যাঙ্ক একাউন্টে এত পরিমান টাকা আছে যে সকলকে অবাক করে দেবে। I confirm to the twitter world that " Raj Foundation " is my foundation and thank you for exposing me pic.twitter.com/QR02JVyf14 — SuperStar Raj (@NagpurKaRajini) August 28, 2019

মাছির বৃদ্ধি পাওয়া উৎপাতে এলাকা ছাড়ছে পাকিস্তানিরা! মাছি তাড়াতে ডাকা হলো হাইলেভেল মিটিং।

সাম্প্রতিককালে পাকিস্তানকে নিয়ে অনেক মিম তৈরি করা শুরু হয়েছে। গাধা-মহিষ বিক্রি করে এখন পাকিস্তান তার রাষ্ট্রীয় ঋণ শোধ করা হচ্ছে। একদিকে প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেন। অন্যদিকে ইমরান খান টমেটোর দাম নির্ধারণ করার জন্য মন্ত্রীদের থেকে শুরু করে সেনা অব্দি সবার সাথে আলোচনা করেন ।  আন্তর্জাতিক পর্যায়ে কাশ্মীর ইস্যুতে ধাক্কা খাওয়ার পর পাকিস্তান এখন নতুন সমস্যায় পড়েছে। সমস্যাটি বর্তমান সময়ে খুব হাস্যকর হলেও এটা পাকিস্তানের জন্য অতি ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। পাকিস্তানে বৃদ্ধি পাওয়া মাছির সংখ্যা। মাছির সংখ্যা পাকিস্তানে এত পরিমান বেড়ে যাচ্ছে যে বিভিন্ন এলাকায় লোকজন তাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। উড়ন্ত মাছির সঙ্গে সংঘর্ষ করার জন্য ফেডারেল মন্ত্রী, সিন্ধুর মুখ্যমন্ত্রী এবং করাচির মেয়র সকলেই এখন চিন্তাভাবনা শুরু করেছেন। এর জন্য পাকিস্তান একটা হাইলেভেল মিটিং এর আয়োজনও করেছিল।  বিশেষ করে সিন্দুপ্রদেশ ও তার আশেপাশের এলাকায় মাছির উপদ্রব সবথেকে বেশি দেখা যাচ্ছে। CM Sindh has convened a meeting regarding Karachi's garbage issue tomorrow at 4 PM. Mayor KMC, Chairmen DMC

এবার গরু চুরির অপবাদ উঠলো সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের বিরুদ্ধে! থানায় দায়ের হল অভিযোগ

Image
সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের মুশকিল লাগাতার বেড়েই চলেছে। উত্তর প্রদেশের রামপুরের সাংসদ আজম খানের উপর এবার গরু/মহিষ চুরি করার অপবাদ লাগল। ওনার বিরুদ্ধে রামপুরে এফআইআর দায়ের করা হয়েছে। সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে দুইজন ব্যাক্তি এই অভিযোগ দায়ের করেছেন। আজম খানের বিরুদ্ধে এক ব্যাক্তি দুটি মহিষ, আর আরেক ব্যাক্তি একটি মহিষ চুরি করার অভিযোগ দায়ের করেছেন। এই মামলায় আজম খান সমেত ছয় জনের নাম দাখিল করা হয়েছে। আর ২০ জন অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদের উপরে 504, 506, 427, 395, 448 এবং 492 ধারায় মামলা দায়ের করা হয়েছে। আপানদের জানিয়ে রাখি, ২০১৪ সালে সমাজবাদী সাংসদ আজম খানের নিজের মহিষ চুরি হয়ে গেছিল। তখন এই মামলা শিরোনামে ছিল। অনেকদিন ধরে এই মামলা মিডিয়া আর রাজনৈতিক মহলা উত্তাপ বাড়িয়ে চলেছিল। শেষে ৫ মাস বাদে পুলিশ এই মামলায় সফলতা অর্জন করেছিল। উত্তর প্রদেশ পুলিশ মহিষ চোরকে খুঁজে বের করেছিল। ইটাবার বকেবর থানার পুলিশ ও চোরকে গ্রেফতার করেছিল। মহিষ চুরিতে অভিযুক্ত সালিম ইখতিয়ার বরেলি গেট সিভিল লাইন রামপুরের বাসিন্দা। সে আজম খানের গোয়াল থেকে মহিষ চুরি করার কথা স্বীকারও করেছিল। যখন আজম খানের মহিষ চুরি

নিজেদের আনন্দ দেওয়ার জন্য ২০১০ এর নকশাল হামলার ভিডিও দেখিয়ে, কাশ্মীরের ঘটনা বলে চালাচ্ছে পাকিস্তান

Image
জ ম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া আর লেহ লাদাখকে কেন্দ্র শাসিত রাজ্য বানানোর পর কেন্দ্র সরকার আসতে আসতে উপত্যকা থেকে নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে। জম্মুর কিছু এলাকার মোবাইল পরিষেবা চালু হয়েছে। ৩৭০ ধারা তুলে দেওয়ার পর ভারতে সব কিছুই স্বাভাবিক, কিন্তু পাকিস্তান আর পাকিস্তানি মিডিয়ার ভুয়ো খবর ছড়ানোর কাজ আর শেষ হচ্ছেনা। আর এরকমই এক ভিডিও সামনে এসেছে, যেখানে পাকিস্তানের নিউজ চ্যানেল ২০১০ সালে হওয়া দান্তেওয়ারায় নকশালি হামলার ভিডিওকে জম্মু কাশ্মীরের ভিডিও বলে ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান। পা ওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের একটি টিভি চ্যানেল দান্তেওয়ারার ফাইল ফুটেজ শেয়ার করে জম্মু কাশ্মীরে কর্তব্যরত CRPF জওয়ানদের বলে ভুয়ো খবর ছড়াচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, কাশ্মীর নিয়ে গুজব রটানো পাকিস্তানি মিডিয়ার এক অ্যাঙ্কার ২০১০ সালের দান্তেওয়ারার ভিডিও শেয়ার করে বলেছে যে, কাশ্মীরে ফিদাইন হামলা হয়েছে আর সেই হামলায় CRPF এর জওয়ানেরা হত হয়েছে। পা কিস্তান এবং পাকিস্তানি মিডিয়া ভুয় খবর ছড়ানোর জন্য ৯ বছরের আগের ভিডিওর ব্যাবহার করেছে। কিন্তু সত্য হল, এই হামলা ২০১০ সালে দান্তেওয়ারায় নকশাল জঙ্গি দ্বারা সুকমা জেলায় কর

ভারতকে ভয় দেখাতে শেষমেষ একটা চাইনিজ মিসাইলের টেস্ট করলো ভিখারী পাকিস্তান!

Image
ভারত জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণ করে দিয়েছে। যার জন্য পাকিস্তান চাপে পড়েছে। কারণ পাকিস্তানের রাজনীতির একটা বড়ো অংশ পুরোপুরি কাশ্মীর ইস্যুতেই থাকে। ভারত কাশ্মীর থেকে ৩৭০ তুলে পাকিস্তানকে বড়ো ঝটকা দিয়েছে। একই সাথে ভারত এখন POK নিয়ে কথা বলতে চাই। ভারত পাকিস্তানের অধিকৃত কাশ্মীরকে ফেরত নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করতে পারে বলেও শোনা যাচ্ছে। যার জন্য পাকিস্তান পুরোপুরি ঘাবড়ে গেছে। পাকিস্তানের ঘুম এমনভাবে উড়ে গেছে যে কি করবে তাই ভেবে পাওয়ার সময় নেই। কারণে পাকিস্তান আজ গজনভী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টেস্ট করেছে। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান করাচির কাছে সোনামিয়াণী ফ্লাইট টেস্ট সেন্টার থেকে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। পাকিস্তান আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়েছিল। তবে জানিয়ে দি পাকিস্তান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর টেস্ট করেছে তা একটা চাইনিজ মিসাইল। গাজনাবী একটা চাইনিজ M-11 মিসাইল। যদিও পাকিস্তান দাবি করে যে এটা তাদের তৈরি। কিন্তু বাস্তবে এই মিসাইল চাইনিজ মিসাইল বলে দাবি ভারতীয় বিশেষজ্ঞদের। বুধবার, পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি করাচি বিমানবন্দরের সমস্ত