মোদীর বিরুদ্ধে ভাষণ দিতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে আহত হলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ।
জম্মু ও কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের মানুষ বিক্ষোভ করছে, তাদের ক্ষোভ স্পষ্টভাবে দৃশ্যমান। শুক্রবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের জনগণকে কাশ্মীর ইস্যুতে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলেছেন যাতে আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে হৈচৈ করেন। এদিকে, রেলমন্ত্রী শেখ রশিদ পাকিস্তান সরকারের এক সভায় বক্তব্য রাখছিলেন। যখন তিনি তার কথা বলছিলেন, তখন তিনি তার মাইক থেকে একটি বৈদ্যুতিক শক পান। মোদীর বিরুদ্ধে ভাষণ দিতে গিয়ে রীতিমতো আহত হন ইমরান খানের মন্ত্রী।
এতে উনি ভয়ভীতি হয়ে পড়েন।মন্ত্রী তখন বলেছিলেন যে মোদী এই প্রক্রিয়াটি খারাপ করতে পারবেন না। শেখ রশিদ পাকিস্তানের সেই মন্ত্রী যিনি ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখেন। শুক্রবার বিকেলে, যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন, তখন তাঁর মাইকে একটি ধাক্কা লেগেছিল যখন সে সময় তিনি ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি জোরে একটা ইলেট্রিক শক পান। সেইমাত্র তিনি ভয় পেয়ে যান।
Sheikh Rasheed k mic mein Modi ne current bhej diya: pic.twitter.com/LsTobPov1q
— Naila Inayat नायला इनायत (@nailainayat) August 30, 2019
এরপর পরিস্থিতি সামাল দিতে শেখ রাশিদ বলেন, মোদী চাইলেও সভা ভঙ্গ করতে পারবে না। এর আগে শেখ রশিদ বহুবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে আসছেন। তিনিই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে অক্টোবর-নভেম্বর মাসে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হতে পারে।পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদের এই ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। জানিয়ে দি, ইমরান খান পাকিস্তানের জনগণের কাছে আবেদন করেছিলেন 12 থেকে 12.30 এর মধ্যে রাজপথে আসতে। আজ ঠিক এমন ঘটনা ঘটেছিল, পাকিস্তানের অনেক শহরে লোকজন বেরিয়ে আসে। ইমরান খান জনসভায়ও বক্তব্য রেখেছিলেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Hyoddk
Comments
Post a Comment