নতুন কোন অর্থনৈতিক নীতি না আনা হলে, আমরা ৫ ট্রিলিয়ন ডলার ইকোনমিতে পৌঁছাতে পারবো না: সুব্রামানিয়ান স্বামী।

প্রধানমন্ত্রী মোদী দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জন করার জন্য পস্তুতি নিতে বলেছেন। কিন্তু এখন
নতুন আর্থিক নীতি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। শনিবার স্বামী বলেছিলেন যে দেশে নতুন অর্থনৈতিক নীতি চালু না হলে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে যাবে। এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের জিডিপি বৃদ্ধি পাঁচ শতাংশে নেমে যাওয়ার সংবাদ পাওয়ার পরে স্বামী এই মন্তব্য করেছিলেন। জানিয়ে দি, জিডিপির এই সংখ্যাটি গত ছয় বছরে সবচেয়ে কম বলে দাবি করা হচ্ছে। স্বামী টুইট করে লিখেছেন, “যদি নতুন কোন অর্থনৈতিক নীতি না আনা হয় তবে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্নকে বিদায় বলার জন্য প্রস্তুত থাকুন। কেবল সাহস বা জ্ঞান এককভাবে সঙ্কুচিত অর্থনীতিকে বাঁচাতে পারে না। এর জন্য উভয় প্রয়োজন। আজ আমাদের কাছে এই দুটির মধ্যে কোনটি নেই। ‘

ভারতের GDP গ্রোথ করতে হলে অবশ্যই কৃষকাজের উপর জোর দিতে হবে। এমন কৃষির উপর জোর দেওয়া প্রয়োজন যার ডিমান্ড আন্তর্জাতিক বাজারে বেশি। কিন্তু সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলেও অভিযোগ সামনে এসেছেন। নির্মাণ খাতে প্রবৃদ্ধি ৭.১ শতাংশ থেকে নেমে ৫.৭ শতাংশ হয়ে গেছে। আবার আর্থিক ও রিয়েল এস্টেট খাত বেড়েছে ৫.৯ শতাংশ। কিছু সেক্টর যা খারাপভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তার মধ্যে রয়েছে অটোমোবাইল, উৎপাদন এবং রিয়েল এস্টেট খাতগুলি।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যখন সংসদে বাজেট উপস্থাপন করেন, তিনি দেশের সামনে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য রেখেছিলেন। প্রধানমন্ত্রী এই বিষয় বলেছিলেন যে, আমরা সবাই মিলে কাজ করলে এই লক্ষ্য অর্জন করা যাবে। আর এই লক্ষকে নিয়েই, স্বামী টুইট করেছেন এবং এটিকে বিদায় জানাতে প্রস্তুত থাকতে বলেছেন।

সূত্র থেকে খবর পাওয়া গেছে যে অর্থনীতির বিষয়ে সরকারকে লক্ষ করে কংগ্রেস বলেছে , “টানা অনেক মহল পর্যন্ত মন্দার পরিস্থিতি রয়েছে। তবে সরকার এটির সাথে মোকাবিলা করার জন্য কোনও নিরস্ত পদক্ষেপ নিচ্ছে না। আমাদের ধারণা, সম্ভবত বিজেপি সরকার কী করবে বুঝতে পারছে না। এমন পরিস্থিতিতে দায়বদ্ধ বিরোধী হিসাবে আমাদের কিছু পরামর্শ রয়েছে। ‘



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Ukqi1L

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।