Posts

Showing posts from October, 2020

অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়ার সত্যতা উজাগর করা নেতাকে দেশদ্রোহী বানানোর প্রস্তুতি নিল ইমরান সরকার

Image
নয়া দিল্লীঃ ভারতীয় এয়ারফোর্সের (Indian Air force) অফিসার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) ভারতে (India) ফিরে আসার সত্যি ঘটনা উজাগর করা পাকিস্তানি (Pakistan) নেতা আয়াজ সাদিকের (Ayaz Sadiq) পিছনে এবার উঠেপড়ে লেগেছে ইমরান খান (Imran Khan) সরকার। পাকিস্তানের ন্যাশানাল অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার আয়াজ সাদিকের বিরুদ্ধে ইমরান সরকার এবার দেশদ্রোহ-এর মামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর আগে ইমরান সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী ফরাজ বলেছিলেন যে, আয়াজ সাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী এজাজ শাহ শনিবার বলেন যে, সরকারের কাছে অনেকে আবেদন করে বলছে যে, আয়াজ সাদিকের বিরুদ্ধে সংবিধানের ধারা-৬ অনুযায়ী মামলা চালানো হোক। জানিয়ে দিই, পাকিস্তানে ধারা-৬ এ দেশদ্রোহকে পরিভাষিত করা হয়েছে। ননকানা সাহিবে একটি র‍্যালিতে ভাষণ দেওয়ার সময় এজাজ শাহ বলেন, আমাদের কাছে যেই আবেদন গুলো জমা পড়েছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে। জানিয়ে দিই, পাকিস্তানের সংসদে আয়াজ সাদিকের দেওয়া একটি বয়ান ভাইরাল হয়েছিল। সেই বয়ানে পিএমএল এন নেতা আয়াজ সাদিক বলেন, ‘অভিনন্দনের কথ

৭২ ঘণ্টায় ফ্রান্সের চার্চে দ্বিতীয় হামলা! এবার পাদরির উপরে চলল এলোপাথাড়ি গুলি

ওয়েবডেস্কঃ  ফ্রান্সের (France) লিওন শহরে শনিবার এক পাদরিকে চার্চের বাইরে গুলি মারা হয়। ফ্রান্সের পুলিশ এই ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে যে, লিওনে এক চার্চের পাদরির উপর হামলা করা হয়েছে। পাদরির উপর হামলা করার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও পরে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, পাদরির পেটে গুলি করা হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করে তাঁর চিকিৎসা চালানো হচ্ছে। জানা যায় যে, পাদরি গুরুতর আহত হয়েছেন। পুলিশ আধিকারিক জানান, হামলাকারী একাই ছিল আর সে শিকার করা রাইফেল দিয়ে গুলি চালায়। আপাতত এই হামলার পিছনের কারণ জানা যায়নি। পুলিশ গির্জার আশেপাশের এলাকা বন্ধ করে দিয়েছে আর ট্যুইটারে বার্তা দিয়ে সবাইকে বাড়ির ভিতরে থাকার আবেদন জানানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, শনিবার বিকেল চারটে নাগাদ পাদরি যখন চার্চ বন্ধ করছিলেন, তখন ওনার উপর দুই রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার খবর পেতেই পুলিশ তৎপর হয় আর হামলাকারীকে ধরার জন্য অভিযান শুরু করে। পুলিশের টিম তাঁদের অভিযানে সফল হয়ে হামলাকারীকে গ্রেফতার করে। The post ৭২ ঘণ্টায় ফ্রান্সের চার্চে দ্বিতীয় হামলা! এবার

ভিডিওঃ বিহারে ভেঙে পড়ল পাপ্পু যাদবের মঞ্চ, হাত ভেঙে অবস্থা বেহাল! করতে হল প্লাস্টার

Image
মুজফরপুরঃ  বিহার বিধানসভা নির্বাচনে প্রায় দিনই মঞ্চ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই জিন্নাহ এর ছবি মামলায় চর্চার বিষয় হয়ে ওঠা কংগ্রেস প্রার্থী মশকুর আহমেদ উসমানীর মঞ্চ ভাষণ দেওয়ার মাঝেই ভেঙে গিয়েছিল। আর আজ মুজফরপুরের মীনাপুর বিধানসভা অঞ্চলে নির্বাচনী প্রচারে যাওয়া জন অধিকার পার্টির সভাপতির মঞ্চ ভেঙে পড়ে। সেই সময় পাপ্পু যাদব (Pappu Yadav) মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। মঞ্চ ভেঙে যাওয়ার পর উনি আহত হন। ওনার ডান হাত ফ্র্যাকচার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার একটি ভিডিও (Video) সামনে এসেছে। ওই ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে যে, যেই সময় মঞ্চ ভেঙেছিল সেই সময় পাপ্পু যাদব মঞ্চ থেকে ভাষণ দিচ্ছিলেন। ওই সভায় আম জনতার সাথে সাথে ওনার দলেরও অনেক কর্মী উপস্থিত ছিল। তবে ক্ষমতার বেশি মানুষ সেই সময় মঞ্চে উঠে গিয়েছিল। এরপর পাপ্পু যাদব ভাষণ দিতে মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চ ভেঙে পড়ে। আচমকা মঞ্চ ভেঙে পড়ার কারণে সভা স্থলে চাঞ্চল্য ছড়ায়। পাপ্পু যাদবকে তৎক্ষণাৎ উদ্ধার করা হয়। এরপর ওনাকে চিকিৎসার জন্য হাসপাতালেও পাঠানো হয়। ওনার ডান হাত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। আর ওনার ডান হাতে প্লাস্টারও করা হয়েছে। ঘটন

ফ্রান্সের মতো কেউ কার্টুন বানালে আমি তার গলা কেটে দেব: মুনাওয়ার রাণা, বুদ্ধিজীবী

কোনো নারকেল ভেতর পচে গেলে তা বোঝার মাত্র ২ টি উপায় আছে। প্ৰথমত, নারিকেলটিকে নাড়িয়ে বুঝতে হবে। দ্বিতীয়ত, নারকেলকে ভেঙে দেখতে হবে। এর কারণ নারকেলের উপরে থাকা শক্ত খোলা ভেতরের অবস্থা বুঝতে দেয় না। ভারতে কিছু লোকজনের অবস্থা এই পচা নারকেলের মতো। এরা সভ্য সমাজের চাদর উড়ে থাকলেও ভেতরে পচন ধরেছে। এদের মধ্যে বহুজন নিজের নামের আগে ডক্টর, কবি, এডভোকেট ইত্যাদি নানা ট্যাগ লাগিয়ে রেখেছে যা নারকেলের শক্ত খোলার মতো কাজ করে। আর এই ধরনের লোকের জ্বলন্ত উদাহরণ হলেন আনোয়ার রানা ও আয়েশা খাতুনের ছেলে কবি মুনাওয়ার রাণা। যিনি ভারত দেশে কবি হিসেবে পরিচিত হলেও উনার ভেতরে কি রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে ফ্রান্স ৪৭ বছরের এক শিক্ষককে গলা কেটে মেরে ফেলা হয়েছে। শিক্ষক নবী মহম্মদের একটা কার্টুন দেখিয়েছিলেন। আর সেই কারণে এক যুবক দ্বারা শিক্ষকের গলা কাটা হয়েছে। এখন ভারতের কবি মুনাওয়ার রাণা এই হ’ত্যাকে সমর্থন করেছেন। মুনাওয়ার রাণা বলেছেন যে তিনি যুবকের জায়গায় থাকলে একই কাজ করতেন। মুনাওয়ার রাণা স্পষ্ট বার্তা দেন যে, মহম্মদ বা ইসলামের উপর কেউ কিছু খারাপ বললে উনিও তার গলা কেটে দেবেন। জানিয়ে দি, মুনাওয়ার রাণাকে ত

কিভাবে ফ্রান্সের রাষ্ট্রপতির গলা কাটতে হবে- পাকিস্তানের মাদ্রাসায় শেখাচ্ছেন শিক্ষিকা! ভাইরাল হল ভিডিও

Image
বিশ্বের প্রায় প্রতিটি জাতি নিজেদের ছেলে মেয়েকে সভ্য, উদারতা, অহিংসার শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তবে পাকিস্তান একবারে এসবের ব্যাতিক্রম। পাকিস্তানের মতো দেশে ছোটো বেলা থেকে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ঘৃণা, হিংসার বিষ। বাচ্চা বয়সেই শিখিয়ে দেওয়া হয় জেহাদের নামে উপদ্রব, মার কাট করা। সম্প্রতি ফ্রান্সে হওয়া ঘটনা পুরো বিশ্বকে আন্দোলিত করে তুলেছে। ফ্রান্স দেশে এক শিক্ষকের মাথা কেটে নেওয়া হয়েছে। শিক্ষকের অপরাধ ছিল যে উনি নবী মহম্মদের কার্টুন দেখিয়েছিলেন। শিক্ষকের হত্যার পর চার্চে ঢুকে এক সন্ত্রাসী আল্লাহ হু আকবর শ্লোগান দিয়ে ৩” জনকে গলা কেটে হত্যা করে। ফ্রান্সের ঘটনা নিয়ে পাকিস্তান, তুর্কীর মতো দেশ সন্ত্রাসবাদের বিরোধিতা না করে উল্টে ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছে। পাকিস্তান, বাংলাদেশ থেকে নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে সেখানে নাগরিকদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যাচ্ছে। এর মধ্যে পাকিস্তান থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। যা সভ্য সমাজকে হতবাক করেছে। ফ্রান্সের বিরোধিতা করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে ইসলামিক নিয়ম মেনে প্রেয়ার করা হচ্ছে। এরপর ছাত্রীদের শেখান

“ইসলাম প্রেমিকদের উচিত ভারতের পন্য বয়কট করা”- ফেসবুকে পোস্ট করল পশ্চিমবঙ্গের বাসিন্দা শেহজাদা শোয়েব

Image
ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল একবার হাজার বছর ধরে দেশ পরাধীন থাকার কারণ বলেছিলেন। উনি বলেছিলেন, ভারতের যতটা ক্ষতি বাইরের শক্তি করেছিল তার থেকে বেশি ক্ষতি দেশের ভেতরে থাকা দেশদ্রোহী ও মূর্খরা করেছিল। বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন একবার বলেছিলেন, ভারতের যত শত্রু বাইরে আছে তার থেকে অনেক বেশি শত্রু দেশের ভেতরে আছে। এই ধরণের মন্তব্য কয়েকবার ভারতীয়দের ভাবিয়ে তোলে। কারণ বহুবার এমন এমন লোক চোখে পড়ে যাদের কাছে ভারতীয় নাগরিকত্ব থাকলেও মানসিকতা সম্পূর্ণ ভারত বিরোধী। বর্তমানে ফ্রান্সে হওয়া ঘটনা নিয়ে চারিদিকে তোলপাড় শুরু হয়েছে। ভারত সরকার ফ্রান্সের সমর্থনে থাকার ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলিমদের কাছে আবেদন করেছে যে সকল মুসলিম যেন ফ্রান্সের পণ্য বয়কট করে। ভোপাল, মুম্বাইয়ের মতো কিছু স্থানে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও হয়েছে। তবে ফ্রান্সকে বয়কটের করতে করতে ভারতে থাকা কোনো ব্যাক্তি বা যুবক কিভাবে ভারতকেই বয়কটের ডাক তুলতে পারে তা নিয়ে ভাববার বিষয়। আসলে পশ্চিমবঙ্গে বাস করা শেহজাদা শোয়েব তার ফেসবুক টাইমলাইনে সরাসরি ভারত বিরোধী কথা লিখেছে। শেহেজাদা শোয়েব

ভিডিওতে দেখুন… মক্কার মসজিদের প্রধান দরজা ভেঙে ঢুকে পড়ল দুরন্ত গতিতে চলা গাড়ি! চারিদিকে ছড়াল উত্তেজনা

ওয়েবডেস্কঃ  মক্কার (Mecca) মসজিদের দেওয়াল ভেঙে গাড়ি ঢুকে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral Video) হচ্ছে। একদিকে, গোটা বিশ্বে একের পর এক তীর্থস্থানে জ’ঙ্গি হা’নার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে, আর তাঁর মধ্যে মক্কা থেকে এমন এক ঘটনায় ফলে চারিদিকে জোর চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। জানিয়ে দিই, মক্কার মসজিদের প্রধান দরজায় একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর গোটা মসজিদ চত্বরে চাঞ্চল্য ছড়ায়। যদিও পড়ে জানা যায় যে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনার সাথে সাথে মসজিদের নিরাপত্তায় থাকা রক্ষীরা গাড়ির চালককে ধরে ফেলে। এরপর ওই চালককে পুলিশের হাতে তুলে দেয়। প্রাপ্ত খবর অনুযায়ী, গতিতে গাড়ি চালাতে গিয়েই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িতে প্রচণ্ড গতি থাকার কারণে মসজিদের বাইরের অংশের দেওয়ার ভেঙে যায়। গোটা বিশ্বের ইসলাম ধর্মের মানুষদের কাছে সবথেকে পবিত্র স্থল হল মক্কার মসজিদ। এমনকি সেখানে কোনও অমুসলিমকে প্রবেশ করে দেওয়া হয়না। আর সেখানে এই ঘটনার জেরে চারিদিকে চরম উত্তেজনা ছড়ায়। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায় যে, দুরন্ত গতিতে আসা ওই গাড়িটি প্রথমে

ফ্রান্সে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের প্রবেশের উপর লাগানো হোক ব্যান! দাবি তুললেন বিরোধী দলের নেত্রী

Image
ফ্রান্সে লাগাতার সন্ত্রাসবাদীদের উপদ্রবে ইসলামিক আতঙ্কবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে। ফ্রান্সে এক শিক্ষকের গলা কেটে হত্যার পর চার্চে ঢুকে ৩ জনের হত্যার ঘটনা জনগনকে আরো আক্রোশিত করে তুলেছে। এমন পরিস্থিতির মধ্যে ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে বড়ো দাবি তুলেছেন। যা বাংলাদেশ ও পাকিস্তানের সমস্যা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। পেন দাবি করেছেন, যারা পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসে ফ্রান্সে বসতি গড়ে তাদের উপর ব্যান লাগানো হোক। আসলে ফ্রান্সের উপর আক্রোশ প্রকাশ করে বাংলাদেশে ও পাকিস্তানে ব্যাপক বিরোধ প্রদর্শন চলছে। দেশের উপর এমন আক্রোশ প্ৰকাশ দেখে পেন এমন মন্তব্য করেছেন। লক্ষণীয় বিষয় যে, ভারতেও কিছু কিছু স্থানে (ভোপাল, মুম্বাই) ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। তবে ভারতের রাষ্ট্রবাদী জনতা এবং একই সাথে ভারতের সরকার ফ্রান্সের পাশে থাকার ঘোষণা করেছে। Au regard des nouvelles manifestations ultra-violentes aujourd’hui au #Bangladesh (manifestants qui ont appelé à décapiter notre ambassadeur), et au #Pakistan , je demande un moratoire imméd

না শোধরালে রাম নাম সত্য যাত্রা বের হবে! লাভ জিহাদিদের কড়া হুঁশিয়ারি যোগীর

Image
লখনউঃ  উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) লাভ রাজ্যে লাভ জিহাদিদের প্রতি কড়া বার্তা দিয়েছেন। যোগী আদিত্যনাথ শনিবার উত্তরপ্রদেশের দেওরিয়া একটি নির্বাচনী জনসভা থেকে লাভ জিহাদিদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদ হাইকোর্তের কথা উল্লেখ করে বলেন যে, গতকাল আদালত জানিয়েছে যে বিয়ের জন্য ধর্মপরিবর্তন করা বৈধ নয়। আদালতের এই সিদ্ধান্তের পর সরকার এখন লাভ জিহাদিদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার জন্য প্রতিবদ্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আমরা এই বিষয়ে কড়া আইন বানাব। উনি বলেন, আমি তাঁদের আগে থেকেই হুঁশিয়ার করে দিচ্ছি যারা নিজের পরিচয় গোপন করে আমাদের মা-বোনেদের সন্মানের সাথে খেলে। উনি বলেন, যদি তুমি না শোধরাও, তাহলে তোমার রাম নাম সত্য যাত্রা বের হবে। জানিয়ে দিই, ধর্মপরিবর্তন নিয়ে এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আদালত জানিয়েছে যে, শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন বৈধ না। আদালত বিপরীত ধর্মের দম্পতির আবেদন খারিজ করে আবেদনকারীদের ম্যাজিস্ট্রেটের সন্মুখে বয়ান দাখিল করার জন্য জানিয়ে

ভারতের প্রথম সামুদ্রিক বিমানের পরিষেবা শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে

আহমেদাবাদঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লৌহ পুরুষ সরদার বল্লভভাই প্যাটেলের জয়ন্তীতে কেবড়িয়া-সাবরমতি রিভারক্র্যাফট সি-প্লেন পরিষেবার (Kevadia Sabarmati Seaplane Service) শুভারম্ভ করলেন আজ। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সি-প্লেনের মাধ্যমে কেবড়িয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত সফর করেন। জানিয়ে দিই, এটিই ভারতের প্রথম সি-প্লেন পরিষেবা। এটি আহমেদাবাদের সাবরমতি রিভারক্র্যাফটকে নর্মদা জেলার কেবডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটির সাথে যুক্ত করে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে গুজরাট বিধানসভার নির্বাচনী প্রচারের শেষ দিনে সি-প্লেনের মাধ্যমে সামরমতি নদী থেকে মেহসানা জেলা পর্যন্ত সফর করেছিলেন। এই সি-প্লেনের বিশেষত হল, এটি জল আর মাটি দুই জায়গা থেকেই আকাশে উড়ে যেতে পারবে। এর সাথে সাথে এটিকে জল আর মাটি দুই জায়গাতেই ল্যান্ড করানো সম্ভব হবে। সি-প্লেনের টেকঅফের জন্য ৩০০ মিটারের রানওয়ের দরকার আর এটি যেকোনও জলাশয়কে রানওয়ে হিসেবে ব্যবহার করে টেকঅফ করতে পারবে। সি-প্লেনে একসাথে ১৯ জন যাত্রী সফর করতে পারবেন। আজ সরদার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ

‘আল্লহু আকবর” ধ্বনি দিয়ে হামলা করতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ১৬ বছর বয়সী জঙ্গি

মস্কোঃ  বাদ গেল না রাশিয়া (Russia), ফ্রান্সের পর এবার পুতিনের দেশ রাশিয়ায় ধর্মীয় স্লোগান দিয়ে এক পুলিশকর্মীর উপর হামলা করল জঙ্গি। পুলিশকর্মীরর উপর হামলা করে পার পায়নি সেই কট্টরপন্থী শেষে নিরাপত্তারক্ষীর গুলিতে শেষ হয় তাঁর জীবন। প্রাপ্ত খবর অনুযায়ী, রাশিয়ায় মুসলিমবহুল এলাকা তাতারস্থানে এই ঘটনা ঘটেছে। সেখানকার কুকমুর শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালায় ১৬ বছর বয়সী মৌলবাদী। ‘আল্লাহু আকবর” ধ্বনি দিয়ে পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে সে। তাঁর কাছে একটি বিস্ফোরকও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তারক্ষীরা ততপর হওয়াতে বড়সড় কিছু ঘটনার আগেই প্রাণ হারায় ১৬ বছর বয়সী ওই জঙ্গি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশকর্মীদের উপর হামলার সময় আলাহু আকবর ধ্বনি দিয়ে তাঁদের কাফের বলে চিৎকার করছিল ওই যুবক। এর সাথে করছিল গালিগালাজও। তবে থানায় হামলা করার আগে একটি ক্যাফেতে হামলা করার পরিকল্পনা নিয়েছিল ওই যুবক। একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে, ক্যাফে ইসলামে হারাম। সেখানে সমস্তরকম পাপ কাজ হয়। ক্যাফে শয়তানের আস্তানা ছাড়া আর কিছুই না। ওই যুবক বলেছিল যে, ইনশাল্লাহ বিস্ফোরণে ক্যাফে গুঁড়িয়ে দেব আমি। T

এলাহাবাদ হাইকোর্টের বড় সিদ্ধান্ত! শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন বৈধ না জানাল আদালত

Image
এলাহাবাদঃ  ধর্মপরিবর্তন নিয়ে এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আদালত জানিয়েছে যে, শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন বৈধ না। আদালত বিপরীত ধর্মের কপতির আবেদন খারিজ করে আবেদনকারীদের ম্যাজিস্ট্রেটের সন্মুখে বয়ান দাখিল করার জন্য জানিয়েছে। Allahabad High Court held that conversion of religion just for the purpose of marriage is illegal. — Anshul Saxena (@AskAnshul) October 31, 2020 https://platform.twitter.com/widgets.js উল্লখ্য, ওই কপতি তাঁদের শান্তিপূর্ণ দাম্পত্য জীবনে তাঁদের পরিবারের হস্তক্ষেপ রোখার জন্য আবেদন জানিয়েছিল। আদালত জানিয়েছে যে, তাঁদের তরফ থেকে দম্পতির আবেদনে হস্তখেপ করা হবে না। আদালত জানিয়েছে যে, দম্পতির মধ্যে একজন মুসলিম অপরজন হিন্দু। যুবতী ২৯ জুন ২০২০ তে হিন্দু ধর্ম আপন করে নেয় আর একমাস পর ৩১ জুলাই বিয়ে করে নেয়। আদালত জানিয়েছে যে, রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে যে বিয়ে করার জন্যই ধর্মপরিবর্তন করা হয়েছিল। এই মামলার শুনানিতে আদালত নূর জাহান বেগম মামলার কথা উল্লেখ করে জানায় যে, বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন করা স্বীকার্য নয়। ওই মামলায় হিন্দু যুব

নিজের ধর্মকে শ্রদ্ধা, আর হিন্দু ধর্মকে নিয়ে খিল্লি করলো মীর! মীরাক্কেল বয়কটের ডাক জনতার

Image
নিজের ছবিকে সেকুলার রেখে অতি চালাকির সাথে কোনো ধর্মের উপহাস করার ঘটনা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। এবার এমন ধরনের অভিযোগ উঠেছে কৌতুকশিল্পী হিসেবে পরিচিত মীর আফসার আলীর বিরুদ্ধে। আসলে মীরের দ্বারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দুটি ছবি ভাইরাল হয়েছে। আসলে মীর আফসার আলী তার ফেসবুক হ্যান্ডেল থেকে দূর্গা পূজার অষ্টমীর দিন একটা পোস্ট করেছিলেন। অন্যদিকে নবী দিবসের শুভেচ্ছা জানাতে সম্প্রতি একটা পোস্ট করেছিলেন। আর ওই দুটি পোষ্টকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মীর দুর্গাপুজার অষ্টমীর দিন তার ফেসবুক হ্যান্ডেল থেকে লিখেছিলেন- ” শুভ মহা অষ্ট-মীর শুভেচ্ছা’ এর সাথে মীর কিছু মজার ইমোজিও দিয়েছিলেন। শুভেচ্ছা জানাতে গিয়ে মীর বিদ্যাবালনের এক ছবিও শেয়ার করেছিলেন যা একরকম অদ্ভুত। ওই ছবি দেখে অনেকেই পুজোর শুভেচ্ছার পোস্টের উপর হাসির রিয়াক্ট দিয়েছেন। তবে শুধু অষ্টমীর পোস্ট নিয়ে নয়, ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী নিয়েও মীর আফসার আলী যে পোস্ট করেছেন তার উপর সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে নবী দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে মীর আফসার আলী একবারে সাধারণ ভাবে পোস্ট করেছেন। এক্ষেত্রে মীর কোনো হাস্যকর পোস্ট করেনন

আচমকাই প্ল্যান করে রাজ্যে আসছেন অমিত শাহ, ২১ এর ভোটের আগে চরম প্রস্তুতি বিজেপির

Image
কলকাতাঃ  রাজ্যে (West Bengal) আগামী বছর বিধানসভার নির্বাচন হতে চলেছে। আর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি (Bharatiya Janata Party) সমস্ত প্রস্তুতি সেরে নিচ্ছে। লোকসভার নির্বাচনে বাংলায় ৪২ টির মধ্যে ১৮ টি আসনে কবজা জমিয়েছিল বিজেপি, আর এই কারণে বঙ্গ বিজেপির মনোবল এখন তুঙ্গে। বিজেপি একদিকে যখন রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে, আরেকদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী (Mamata Banerjee) নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ২০২১ এর নির্বাচনের আগে বঙ্গ বিজেপির পরিস্থিতির সমীক্ষা করতে আগামী পাঁচই নভেম্বর দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন। প্রথমে শোনা যাচ্ছিল যে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে আসবেন। এই নিয়ে বঙ্গ বিজেপির নেতা সায়ন্তন বসু জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছয় নভেম্বরের যাত্রা স্থগিত হয়ে গিয়েছে। তিনি জানান, আপাতত জেপি নাড্ডা বাংলায় আসছেন না, আর তাঁর প্রধান কারণ হল ঠিক তাঁর একদিন আগেই অমিত শাহ দুই দিনের সফরে বাংলায় আসছেন। উনি বলেন, পাঁচই নভেম্বর মেদিনীপুর জেলার সফ

ফ্রান্সের বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বললেন, ‘আজকাল কিছু মানুষ সরাসরি সন্ত্রাসবাদকে সমর্থন করছে”

গুজরাটঃ লৌহ পুরুষ সরদার বল্লভ ভাই প্যাটলের (Vallabhbhai Patel) জয়ন্তীতে দেশ আজ রাষ্ট্রীয় একতা দিবস পালন করছে। আর এই অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সন্ত্রাসবাদের সমর্থন করা মানুষদের একহাতে নেন। উল্লখ্য, ‘রাষ্ট্রীয় একতা দিবসের অবসরে গুজরাটের কেবড়িয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘যেভাবে মানুষ সরাসরি সন্ত্রাসবাদের সমর্থন করছে, সেটি আজ গোটা বিশ্বের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।” উনি সরাসরি ফ্রান্সে ঘটে যাওয়া ঘটনার কথা উল্লেখ করেন নি, কিন্তু নিজের কথাতে তিনি সন্ত্রাসবাদের সমর্থকদের একহাতে নিয়েছেন। #WATCH Live from Kevadia, Gujarat: PM Modi at Statue of Unity on birth anniversary of Sardar Vallabhbhai Patel (source: DD) https://t.co/dIvvuo4LmU — ANI (@ANI) October 31, 2020 https://platform.twitter.com/widgets.js নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ এই পরিস্থিতিতে বিশ্বের প্রতিটি দেশ, প্রতিটি সরকার, সমস্ত আদর্শের মানুষ গুলোকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হওয়া উচিৎ। শান্তি, ভ্রাতৃত্ববোধ আর পরস্পরের প্রতি আদরের মনোভাবই আসল পরিচয়। সন্ত

হিন্দু সন্ন্যাসী সেজে লোক ঠকাচ্ছিল আলী হুসেন ও তার দুই সাথী! ভাইরাল হল ভিডিও

রাস্তায় যদি কেউ হিন্দু সন্ন্যাসীর ছদ্মবেশে এসে অপহণরন করে, চুরি, ডাকাতি করে তখন আপনি কি পুলিশ প্রশাসনের কাছে কি অভিযোগ করবেন? অভিযোগ উঠবে যে হিন্দু সাধু অপহরণ করেছে বা হিন্দু সন্ন্যাসী চুরি ডাকাতি করেছে। ফলস্বরূপ হিন্দু সংস্কৃতির সবথেকে উচ্চ পর্যায়ে থাকা মহান আদর্শের উপর কালিমালিপ্ত করা হবে। আসলে এমন অনেক লোকজন আছে যাদের মধ্যে মোটেও ধৰ্ম জ্ঞান থাকে না, আবার কেউ কেউ তো হিন্দু ধর্মের সাথে কোনো ভাবেও জড়িতও নয়। কিন্ত ধর্মের নামে লোক ঠকিয়ে ব্যাবসা করতে গেরুয়া বস্ত্র গায়ে উড়ে বেরিয়ে পড়েন কুকর্মে ধান্দা করতে। এমনি এক ঘটনা গোন্ডা থেকে সামনে আসছে। এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অন্য ধর্মের কিছু যুবক গেরুয়া বস্ত্র পরিধান করে হিন্দু সন্ন্যাসী সেজে ঘুরে বেড়াচ্ছে। এক সচেতন যুবক সন্দেহ হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। যুবক জিজ্ঞাসাবাদ করার সময় কিছু অপশব্দ ব্যবহার করে ফেলে, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে এমন ধরনের ঘটনার কারণে যুবক খুবই চিন্তিত ছিল। জিজ্ঞাসাবাদে সময় একজন ছদ্মবেশি নিজের নাম দিবান বলে, আরেক জন নিজেকে আলী হুসেন বলে পরিচয় দেয়। #गोंडा_ज़िले_में_संतों_के_भेष_में_विधर्मी_पकड़ाए

কাঠমোল্লাদের ফতোয়াতে নয়, সংবিধান দ্বারা দেশ চলবে: যোগী আদিত্যনাথ

Image
দেশে এমন নেতা খুব কমই আছেন যারা খোলাখুলি নিজের বক্তব্য রাখেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমন নেতাদের মধ্যে পড়েন যিনি স্পষ্ট ভাষায় বার্তা দিতে পছন্দ করেন। দেশের বেশিরভাগ নেতা রাজনৈতিক ফায়দা বুঝে, ভারসাম্য বজায় রেখে ভাষণ দেন। তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারসাম্য বজায়ের ঝামেলায় পড়েন না। বিহার রাজ্যের বৈশালী জেলায় এক সভা থেকে যোগী আদিত্যনাথ বলেছেন, দেশ কাঠমোল্লাদের ফতোয়া দ্বারা চলবে না, সংবিধান অনুযায়ী দেশ চলবে। যোগী আদিত্যনাথ এমন সময় এই ভাষণ দিয়েছেন যখন কিছু উন্মাদী ফ্রান্স ও ভারতের পরম বন্ধুত্বের সম্পর্ককে খারাপ করতে উঠে পড়ে লেগেছে। আসলে বর্তমানে ফ্রান্স ভারতের ঘনিষ্ট বন্ধু। ফ্রান্স এমন এক বন্ধু যারা UN তে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য বহু সময় ধরে চেষ্টা চালাচ্ছে। ফ্রান্সের সন্ত্রাসবাদী হা’মলার পর ভারত সরকার ফ্রান্সের পাশে থাকার ঘোষণা করেছে। তবে কিছুজন ভারতে থেকে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নেমেছে। যা আন্তর্জাতিক মহলে ভারতের ছবিকে খারাপ করছে। উদাহরণস্বরূপ ভোপালে ফ্রান্সের বিরুদ্ধে শ্লোগানবাজি, মুম্বাইতে ফ্রান্সের রাষ্ট্রপতির ছবি রাস্তায় ফেলে তারউপর চলাচল করার মতো ঘটনা লাগ

ফ্রান্সের রাষ্ট্রপতিকে ক্ষমা চাইতে হবে, নাহলে বিরোধিতা জারি থাকবে: আরিফ মাসুদ, কংগ্রেস বিধায়ক

আন্তর্জাতিক স্তরে ফ্রান্স ভারতের বিশ্বস্ত বন্ধু। UN তে ভারতের স্থায়ী সদস্য পদের জন্য আওয়াজ তোলা হোক বা যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানো হোক সবক্ষেত্রেই ফ্রান্স এগিয়ে। মিরাজ, রাফলের মতো উন্নতমানের বিমান বেরোয় ফ্রান্সের থেকেই নিয়েছিল। চীনের সাথে ভারতের উত্তেজনার সময় ফ্রান্স ৫ টি রাফেল দ্রুত পাঠানোর জন্য প্রস্তুত হয়েছিল। ফ্রান্স ভারতের সব সময়ের বন্ধু এই কথা মাথায় রেখে ভারত সরকার সন্ত্রাসবাদে বিরুদ্ধে লড়াইতে ফ্রান্সের পাশে থাকার ঘোষণা করে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভারত ফ্রান্সের পাশে থাকবে। তবে এমন পরিস্থিতিতে ভারতে থাকা কিছু লোকজন ফ্রান্সের বিরুদ্ধে বিরোধিতায় নেমে পড়েছে। বৃহস্পতিবার কংগ্রেস বিধায়ক আরিফ মাসউদের নেতৃত্বে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হয়। বহু মুসলিম আরিফ মাসুদের নেতৃত্বে জড়ো হয়েছিল যাদের মধ্যে প্রায়জনের মুখে মাস্ক ছিল না। মাসুদ বলেছেন, এই পরিস্থিতিতে ভারত সরকারের উচিত ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়ানো। নিজের নাগরিকদের সরকারের বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন কংগ্রেস বিধায়ক। https://t.co/w0Q6n1rLx5 — Arif Masood (@ar

‘সমস্থ মুসলিম ফ্রান্সকে বয়কট করো’- ফতোয়া জারি করল মুসলিম পার্সোনাল ল বোর্ড

ভারতের সচেতন জনগণ সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি ফ্রান্সকে সমর্থন জানিয়েছে। ফ্রান্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াইতে নেমেছে তার সমর্থনে ভারতীয়রা হ্যাশট্যাগ চালিয়েছে। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে ফ্রান্সের পাশে থাকার ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ ভারত দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে আছে তা নরেন্দ্র মোদী অধিকারিকভাবে ঘোষণা করে দিয়েছেন। এমন অবস্থায় ভারতের মুসলিম সমাজ ফ্রান্সের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে। জানিয়ে দি, ফ্রান্স ভারতের ভালো বন্ধু হিসেবে পরিচিত যারা UN তে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য বার বার দাবি তুলে এসেছে। শুধু তাই নয়, কোনো দেশের সাথে উত্তেজনা থাকার মুহূর্তে ফ্রান্স প্রতিবার ভারতকে সমর্থন জানিয়েছে। মিরাজ, রাফেলের মতো বিমান ভারত ফ্রান্সের থেকেই নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে ফ্রান্সের পাশে থাকা ভারতীয়দের উচিত কাজ বলেই ধারণা বিশেষজ্ঞদের। ফ্রান্সে এখন লাগাতার কট্টরপন্থীরা উপদ্রব চালাচ্ছে। এক শিক্ষকের মাথা কেটে হত্যার পর চার্চে ঢুকে আল্লাহ হু আকবর শ্লোগান দিয়ে ৩ জনকে হত্যা করা হয়েছে। ফ্রান্স এমন সন্ত্রাসবাদের মুখে পড়েছে তখন ভারত স

চীনের টিভি চ্যানেলে দেখানো হলো নবী মহম্মদের ছবি! বয়কটের ডাক দিল মুসলিম সমাজ

ফ্রান্সে পেগম্বর মহম্মদের কার্টুন ছবি নিয়ে বিতর্কের পর এবার চীন ও এই বিতর্কে ঢুকে পড়েছে। আসলে চীন দ্বারা পরিচালিত টিভি চ্যানেলের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। চীন সেন্ট্রাল টেলিভিশন (CCTV) নামের এক চ্যানেলের এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। উইঘুর মানবাধিকার কর্মী আর্সেলান হেদায়েত ভিডিও টুইটারে পোস্ট করে সকলকে চায়না বয়কটের জন্য উৎসাহিত করার চেষ্টা করেছেন। ভিডিওতে তাং রাজবংশের সময়কালে আরবের রাজদুতের চীন যাওয়ার ঘটনা দেখানো হয়েছে। ভিডিওতে আরবের রাজদূত চীনের সম্রাটকে হজরত মহম্মদের ছবি উপহার হিসেবে দিচ্ছেন। চীনের টিভি চ্যানেলে মহম্মদের ছবি দেখানো নিয়ে অনেকে চায়না বয়কটের দাবি তুলেছে। তবে মহম্মদের ছবি দেখানো কি ইসলামে নিষেধ এই নিয়েও বিতর্ক শুরু হয়েছে। এ প্রসঙ্গে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোনা সিদ্দিকী বলেছেন, কোরানে এরকম সম্পর্কে কিছু লেখা নেই। এই ধরণের ধারণা হাদিশ থেকে উৎপন্ন হয়েছে। তবে লক্ষ লক্ষ মুসলিমদের বন্দি করে রাখার পর চীনের এই কান্ড এখন নতুন বিতর্ক সৃষ্টি করেছে। চীন ফ্রান্সের থেকে বহু ধাপ এগিয়ে ইসলামের অবমাননা করেছে বলে মত প্রকাশ করেছেন অনেকে। Image of Prophet M

ইসলামকে সংশোধন করা উচিত নাহলে সভ্য সমাজে এর কোনো স্থান নেই: তসলিমা নাসরিন, লেখিকা

ফ্রান্স ইসলামিক সন্ত্রাসীদের উপদ্রব পুরো বিশ্বকে নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে। ফ্রান্সে হজরত মহম্মদের কার্টুন দেখানোর কারণে এক শিক্ষকের গলা কেটে হত্যা করা হয়েছিল। এরপর এক চার্চে ঢুকে এক মহিলা সহ দুজনের গলা কেটে হত্যা করা হয়। হত্যাকারীরা আল্লাহ হু আকবর শ্লোগান দিয়ে হত্যা করেছে। ফ্রান্সকে ছাড়াও ভারত, বাংলাদেশে বহু আগে থেকে এমন অনেক ঘটনার সাক্ষী বহন করছে। লাগাতার এমন ঘটনা সামনে আসার পর সমাজের সচেতন বর্গের মানুষজন বেশ চিন্তন শুরু করেছেন। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে এই উপদ্রব আরো বড়ো আকার ধারণ করলে তা ইতিহাসকে পুনরাবৃত্তি করতে পারে। চিন্তাবিদরা আসলে ইতিহাস পুনরাবৃত্তির কথা বলে কোন বিপদের আশঙ্কা প্রকাশ করছেন তা সামান্য ইতিহাসের জ্ঞান থাকা যে কোনো ব্যক্তি সহজেই বুঝতে পারছেন। Boycott Islam. — taslima nasreen (@taslimanasreen) October 29, 2020 https://platform.twitter.com/widgets.js বাংলাদেশের বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন ফ্রান্স সহ পুরো বিশ্বে হওয়া উপদ্রব প্রসঙ্গে নিজের মত প্ৰকাশ করেছেন। তসলিমা নাসরিন কড়া ভাষায় লিখেছেন, ইসলামের সংশোধন করা উচিত নাহলে আধুনিক সভ্য সমাজে এর স্থান নেই

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল মাবুত খানের বাড়ি! মৃত্যু কংগ্রেস নেতা আসিম খানের

মেরঠের মুসলিম অধ্যুষিত এলকায় এক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে সমস্ত দেওয়াল ভেঙে পড়েছে, সমস্ত জানালা ভেঙে পড়েছে। এই ঘটনায় কংগ্রেস পার্টির নগর সভাপতি আসীম খান সহ বেশকিছু জন নিহত হয়েছেন। ঘটনাটি মেরঠের সরধনা এলকায় ঘটেছে, সকাল ৯.২৫ নাগাদ বাড়ির মধ্যে বোমা বিস্ফোরণ হয়। যারপর লোকজন ছুটে আসে, তবে ততক্ষণ ব্লাস্টে বহুজন উড়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার ব্রিগেড পৌঁছায়। বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়ার কারণে কিছুজন চাপা পড়ে থাকার আশঙ্কা ছিল। পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশ তদন্তে নেমে জানার চেষ্টায় রয়েছে যে এমন ভয়াবহ বিস্ফোরণ কি কারণে ঘটেছে। পুরো এলাকা মুসলিম বহুল এবং বাড়ির মালিকের নাম মাবুত খান বলে জানা গেছে। ভয়াবহ বিস্ফোরণের কারণে আশেপাশের ৬ টি বাড়িরও ক্ষতি হয়েছে। ৬ টি বাড়ির জানলা, দরজা ভেঙে ভেঙে গেছে, দেয়ালে ফাটল ধরেছে। কি কারণে এমন বিস্ফোরণ হয়েছে তা জানতে ফরেন্সিক টিমকে ডেকে পাঠানো হয়েছে। তবে এলাকার লোকজন এই বিষয়ে কোনো কথা বলছেন না, সকলেই মুখে কুলুপ এঁটেছেন। कांग्रेस नगर अध्यक्ष का शुभ नाम आसिम खान था। मकान माबूत खान का है। बाकी आप समझदार हैं। https://t.co/RGWp6k4sQM

দীপাবলীতে দিল্লীর হিন্দুরা করতে পারবে না আতশবাজি! ১১ টি স্কোয়াড গঠন করছে কেজরিওয়াল সরকার

কালি পুজো ও দীপাবলী সামনে আসতেই কেজরিওয়াল সরকার কঠোর রূপ দেখাতে শুরু করেছে। দিল্লীতে দূষণ অনেক আগে থেকেই রয়েছে কিন্তু কেজরিওয়াল সরকার দূষণের দায় হিন্দুদের উৎসবের উপর ফেলতে চাইছে বলে অভিযোগ উঠেছে। দীপাবলী সামনে আসতেই কেজরিওয়াল সরকার দূষণ আটকানোর জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। যদিও অনেকে এটাকে শুধুমাত্র লোক দেখানো ভণ্ডামি বলে অভিহিত করেছেন। প্রাপ্ত খবর অনুযায়ী, কেজরিওয়াল সরকার দিল্লিতে ১১ টি আলাদা স্কোয়াড গঠন করছে। প্রতি স্কোয়াডে অনেক লোকজন থাকবে যারা দেখা শোনা করবে যে কেউ দিল্লীতে আতশবাজি করছে কিনা। দীপাবলি উৎসবে কেউ বাজি, ফটকা ইত্যাদি নিয়ে আনন্দ করছে কিনা তার উপর নজরদারি করা হবে। যদি কেউ আতশবাজি করে তাহলে তার বিরুদ্ধে কড়া একশন নেওয়ার ব্যাবস্থা করা হচ্ছে। গ্রেফতার, ফাইন ইত্যাদি নানা বিষয়কে আতশবাজি জ্বালানোর অপরাধ হিসেবে যুক্ত করা হচ্ছে। চটজলদি যাতে পুলিশ গ্রেফতার করতে পারে তার উপরেও পুলিশ কাজ করছে বলে সূত্রের খবর। Delhi government has decided to allow only the use of 'Green crackers'. Delhi govt will form 11 'anti-cracker squads'. Strict action will be taken if any ma

আল্লাহ হু আকবর চিৎকার করে সন্ত্রাসী হামলা! ফ্রান্সে এক মহিলা সহ ৩ জনের গলা কেটে হত্যা

ফ্রান্সের নিস শহরের এক চার্চে সন্ত্রাসী হামলার খবর সামনে আসছে। এই হামলায় এক উন্মাদী অস্ত্র নিয়ে আল্লাহু আকবর বলে বহুজনের উপর আক্রমণ করে। প্রাপ্ত খবর অনুযায়ী, এখন অবধি ৩ জন মারা মারা পড়েছেন এবং অনেকে আহত হয়েছেন। মৃতদের মধ্যে একজন মহিলা ছিলেন যার গলা কেটে ফেলা হয়েছে। ফ্রান্সের নিস শহরে এক নটরডেম চার্চের কাছে ২৯ শে অক্টোবর সকালে ৯ টেয় এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার উপর তদন্ত শুরু করেছে এবং উন্মাদী ব্যাক্তিকে গ্রেফতার করেছে। শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি এ বিষয়ে বলেছেন যে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। মেয়র বলেছেন, পুলিশ উন্মাদীকে গ্রেফতার করেছে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলা যায় বলে মন্তব্য করেছেন মেয়র। একই সাথে মেয়র কয়েটি ছবি শেয়ার করেছেন। উনি টুইট করে লিখেছেন লোকজন যেন ওই এলাকায় জড়ো না হয়, কারণ পুলিশ এখন তদন্ত শুরু করেছে। ফ্রান্সের মন্ত্রী জেরাল্ড ডার্মিনিনও এই বিষয়ে টুইট করেছেন। সন্ত্রাসী হামলার পর এক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। যেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। Je suis sur place avec la @PoliceNat06 et la @pmdenice qui a interpellé l’auteur de l’attaque. Je confirme que

আল্লাহর দিব্যি অভিনন্দনকে ছেড়ে দাও নাহলে ভারত ৯ টের সময় আক্রমন করবে! বলেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী

Image
কখনো কি ভেবে দেখেছেন পাকিস্তান কেন ভারতীয় বায়ু সেনার যোদ্ধা অভিনন্দন বর্তমানকে এত তাড়াতাড়ি মুক্ত করেছিল। এখন পাকিস্তানের এক সাংসদ পাকিস্তানের সদনে অন রেকর্ড বড়ো তথ্য প্ৰকাশ করেছেন। পাকিস্তানের সাংসদ জানিয়েছে, অভিনন্দনকে নিয়ে ভারত পাকিস্তানের উপর এমন চাপ সৃষ্টি করেছিল যে পাকিস্তানের বিদেশমন্ত্রী কাঁপতে শুরু করেছিলেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহেমুদ খুরেশি কাঁপতে কাঁপতে অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে বলেছিলেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী এক বৈঠকে উপস্থিত হয়ে বলেছিলেন যে ভারত রাত ৯ টা বাজলেই আক্রমন করতে পারে, তাই অভিনন্দনকে ছেড়ে দাও। পাকিস্তানের এক সাংসদ পুরো ঘটনার পর্দাফাঁস করছেন, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রীর এই বক্তব্য বিষয়ে পাক সাংসদ আয়াজ সাদিক জানিয়েছেন। আয়াজ সাদিক বলেছেন কিভাবে ভারতের চাপে কাঁপতে শুরু করেছিলেন পাক বিদেশমন্ত্রী। পাকিস্তানি সাংসদের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এই ভিডিও ভারতের প্রতি পাক সরকার ও পাক সেনারা ভয় স্পষ্ট ফাঁস করে দিয়েছে। “General Bajwa came into the Room & his Legs were Shaking. Foreign M

নিকিতা মার্ডার কেসে পূর্ন তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না: অনিল ভিজ, হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী

হরিয়ানার নিকিতা তোমার মার্ডার কেসে ক্রাইম ব্রাঞ্চের SIT মামলার তদন্ত শুরু করেছে। নিকিতা মার্ডার কেস প্রসঙ্গে SIT তৌসিফ ও রেহানকে দুদিনের রেমান্ডে নিয়েছে। নিকিতার ঘটনায় যেহেতু লাভ জিহাদের এঙ্গেল এসেছে তাই বিরোধী রাজনৈতিক দলগুলি মুখে কুলুপ এঁটেছে বলে অভিযোগ উঠেছে। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ মঙ্গলবার ঘটনাটি নিয়ে SIT গঠনের নির্দেশ দিয়েছেন। তদন্তে লাভ জিহাদের এঙ্গেলকেও যেন তলিয়ে দেখা হয় তার নির্দেশ দিয়েছেন অনিল বিজ। উনি মিডিয়াকর্মীদের কাছে বলেছেন, ২০১৮ সালে নিকিতার অপহরণ হয়েছিল তখন কংগ্রেসের চাপে নিকিতার পরিবার মামলা তুলে নেন। কংগ্রেস পার্টি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। যে SIT গঠন করা হয়েছে তা ২০১৮ সালের বিষয় থেকে তদন্ত শুরু করবে। #WATCH Accused is a relative of Congress leaders. It was under pressure from Congress leaders that girl's parents were forced to take back case registered against accused in 2018: Haryana Home Minister Anil Vij on Ballabhgarh case where a 21-year old woman was shot dead by a man pic.twitter.com/Zt5hRTUq27 — ANI (@ANI) October 28, 2020 https:/

মুঙ্গের হত্যাকাণ্ড: দুর্গা প্রতিমা বিসর্জনের উপর পুলিশের নির্মম লাঠিচার্জ ও গুলি চালানোর পর নিখোঁজ ২৪ জন

Image
বিহারের মুঙ্গের জেলায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ভক্তদের উপর পুলিশের নির্মম লাঠিচার্জে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গুলি চলার দরুন এক যুবকের মৃত্যুও হয়েছে। অভিযোগ উঠেছে পুলিশের তরফ থেকেই গুলি চালানো হয়েছে। এই ঘটনার পর থেকে এলকায় হিন্দুদের মধ্যে প্রশাসনের প্রতি আক্রোশ দেখা যাচ্ছে। অনেকে বলেছেন, হিন্দুরা রাজনৈতিকভাবে অবহেলিত হতে শুরু হয়েছে যে কারণে হিন্দুদের ধৰ্ম অনুভূতিকে দমন করার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে মুঙ্গেরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন কেউ কেউ লিখেছেন, সাধারণ হিন্দুদের ট্যাক্সের টাকায় যে পুলিশ প্রশাসন চলছে তা এখন হিন্দুদের ধৰ্ম অনুভূতিকেই গলা চেপে ধরছে। গুলিতে এক যুবকের মৃত্যুর পর এখন মুঙ্গের নিয়ে আরেক খবর সামনে আসছে। মুঙ্গেরে ভক্তদের উপর পুলিশের অত্যাচারের পর থেকে বেশকিছু লোকজন নিখোঁজ রয়েছে। যারা নিখোঁজ তারা সকলেই মা দুর্গার বিসর্জনের সময় উপস্থিত ছিল। পুলিশের লাঠিচার্জের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানেও নিখোঁজ ব্যক্তিদের দেখা গেছে। মূলত পুলিশ যে সকল ব্যাক্তিদের উপর একশন নিয়েছিল তাদের এখন খোঁজ মিলছে না। Munger: Locals say that tens of people are missing since

অভিযুক্ত বিশেষ ধর্মের বলেই কি ফরিদাবাদ কান্ড নিয়ে চুপ মমতা ব্যানার্জী, অধীর, রাহুল, বুদ্ধিজীবিরা! উঠছে প্রশ্ন

হরিয়ানার ফরিদাবাদে নিকিতা তোমারের হত্যাকান্ড নিয়ে পুরো দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। দিনদাহাড়ে নিকিতা তোমার নামের যুবতীকে গুলি মেরে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ মহম্মদ তৌসিফ নামের যুবক ২০১৮ সাল থেকে নিকিতাকে জ্বালাতন করতো। মহম্মদ তৌসিফের উদেশ্য ছিল নিকিতার ধৰ্ম পরিবর্তন করিয়ে তাকে নিকাহ করা। তবে এই প্রস্তাবে রাজি না হওয়ায় নিকিতার খুন করে তৌসিফ। নিকিতা তোমারের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হলেও রাজনৈতিক মহলে তেমন কোনো পতিক্রিয়া দেখা মেলেনি। আর নিয়ে বড়ো প্ৰশ্ন উঠতে শুরু হয়েছে। আসলে মাত্র কয়েক সপ্তাহ আগে হাথরস কান্ড নিয়ে বিজেপির বিরোধী দলগুলি এক হয়ে যোগী সরকারকে ঘিরতে শুরু করেছিল। অভিযোগ তোলা হয়েছিল যে বিজেপি দলিত কন্যাদের সুরক্ষা দিচ্ছে না। একইভাবে তাবরেজ আনসারির লিনচিং নিয়েও বিরোধিতা প্রায় এক জোট হয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্নঃ তুলেছিল। CCTV footage shows a girl named Nikita Tomar being shot dead by an assailant (Taufeeq) outside her college in Ballabgarh, Faridabad. Shooter and associate flees in car. Police have arrested Taufeeq. pic.twitter.com/idOPIDZfDo — Raj Shekhar

কট্টরপন্থীদের উপদ্রব দমনে কড়া মুডে ফ্রান্স! সমর্থন জানতে টুইটারে #IStandWithFrance ট্রেন্ডিং করল ভারতীয়রা

Image
কট্টরপন্থীদের উপদ্রব সমস্ত সীমানা ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। যে কারণে আরো একবার বিশ্বকে মানবতার জন্য নতুন করে ভাবনা চিন্তা করার সময় এসেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ফ্রান্সে যে ঘটনা ঘটেছে তা মানব সমাজের শুভ চিন্তকদের কাঁপিয়ে তুলেছে। ফ্রান্সে নবী মহম্মদের একটা কার্টুন চিত্র আঁকার জন্য শিক্ষকের গলা কেটে হত্যা করা হয়েছিল। ইসলামিক কট্টরপন্থীদের এমন উপদ্রবের পর ফ্রান্সের সরকার একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে। প্রথমত গ্রান্ড মসজিদ সহ একাধিক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর বেশকিছু উন্মাদীকে চিহ্নিত করে দেশের বাইরে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে ফ্রান্সের সরকার কট্টরপন্থীদের দমনে বিশ্বকে পথ দেখতে শুরু করেছে। Europe began the concept of secularism, now it is facing the worst religious fundamentalism in their own country. Whole europe has to end this fake secularism and re-evaluate its immigrant policy & take stringent actions against them. #IAmWithFrance pic.twitter.com/74HS6ngmaw — CA Ashutosh Soni (@CA_AshutoshSoni) October 27, 2020

দিল্লী: জোরে DJ বাজানোর উপর আপত্তি জানানোয় সুশীলকে হত্যা করল আব্দুল সত্তার ও তার চার ছেলে

দিল্লিতে এক ব্যক্তির শুধুমাত্র রি কারণে হত্যা করা হয়েছে যে সে তিনি উচ্চ আওয়াজে গান বাজানোর উপর আপত্তি প্রকাশ করেছিলেন। মঙ্গলবার দিল্লীতে সুশীল নামক ব্যাক্তির হত্যা করে দেওয়া হয়, একই সাথে উনার দুই ভাইকে পিটিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের প্রতিবেশী আব্দুল সাত্তার ও তার চার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি দিল্লীর উত্তর পশ্চিম এলকায় ঘটেছে। বলা হচ্ছে আব্দুল ঘরের মধ্যে বেশ জোর আওয়াজ দিয়ে DJ বাজাচ্ছিল। যে কারণে আশেপাশের লোকজন এ নিয়ে বিরক্তি প্রকাশ করে। সুশীল জোরে DJ বাজানো নিয়ে আপত্তি জানালে আব্দুল, তার চার ছেলে সহ ৬ জন মিলে সুশীলের বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে ২ জনকে এখনও পুলিশ খুঁজে বের করতে পারেনি। সকলের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে কারন ঘটনা দুই সম্প্রদায়ের মধ্যে হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। लाउड म्यूजिक बजाने के चलते कर दी हत्या, पुलिस ने मामले में 3 को किया गिरफ्तार #Delhi #Crime https://t.co/McRulMJ2Vn — ABP News (@ABPNews) October 28, 2020

ছত্রিশগড়: মা দুর্গার মূর্তি বিসর্জনের সময় কালিম খানের নেতৃত্বে ভক্তদের উপর পুলিশের লাঠিচার্জ

Image
হিন্দুরা কি সত্যিই রাজনৈতিকভাবে অবহেলিত হয়ে পড়েছে তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বিহারের মুঙ্গেরে দুর্গা পূজার বিসর্জন করতে যাওয়া ভক্তদের উপর পুলিশের লাঠিচার্জে ভিডিও ভাইরাল হওয়ার পর আবার একই ধরনের ঘটনার খবর আসছে। বিহারের মুঙ্গেরে পালকিতে মা দুর্গাকে চাপিয়ে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় পুলিশ পালকি আটকে লাঠিচার্জ করে, গুলি চলার কারণে এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ উঠেছে পুলিশের গুলিতেই যুবকের মৃত্যু হয়েছে। মুঙ্গেরের পর এবার ছত্রিশগড়ে মা দুর্গার বিসর্জনের সময় ভক্তদের উপর লাঠিচার্জ করার খবর সামনে আসছে। ছত্তিশগড়ের বিলাসপুরে মা দুর্গার বিসর্জনের সময় পুলিশ ভক্তদের আটকে দেয়। এরপর ভক্তরা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ লাঠিচার্জ করে। সুত্রের খবর অনুযায়ী, পুলিশ দৌড়িয়ে দৌড়িয়ে ভক্তদের মারধর করে। ঘটনা মঙ্গলবার রাত ১০ টের সময় হয়েছে যখন লোকজন গান বাজাতে বাজাতে মা দুর্গার বিসর্জনের জন্য যাচ্ছিলেন। তেলিপাড়া দূর্গাউৎসব সমিতির সদস্যরা থানার পাশ দিয়ে গান বাজিয়ে পার হচ্ছিলেন। সেই সময় পুলিশকর্মীরা আওয়াজের বাহান দিয়ে গাড়ি আটকে দেয়। মা দুর্গার গাড়ি ও ডিজে গাড়ি আটকে দেওয়ার সাথে সাথে সদস্যদের