Posts

Showing posts from December, 2019

মালিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে টাকা উসুল করবে ব্যাংক, অনুমতি দিলো PMLA আদালত

Prevention of Money Laundering Act (PMLA) এর স্পেশ্যাল কোর্ট ভারতীয় স্টেট ব্যাংক আর অন্যান্য ব্যাংক গুলোকে বিজয় মালিয়ার (Vijay Mallya) বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে ক্ষতির ভরপাই করার অনুমতি দিয়ে দিয়েছে। ইডি জানিয়েছে যে, মালিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে টাকা উসুল করা নিয়ে তাঁদের কোন আপত্তি নেই। মালিয়ার আইনজীবী আপত্তি জাহির করে বলেছিলেন যে, তারিখ শুধুমাত্র ট্রাইবুন্যাল ঘোষণা করতে পারবে। যদিও, PMLA এর স্পেশ্যাল কোর্ট মালিয়াকে এই আদেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে আবেদন করার জন্য এই নির্ণয়ের উপর ১৮ই জানুয়ারি পর্যন্ত স্টে অর্ডার জারি করেছে। ব্যাংকের প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ না শোধ করার জন্য, এবং আর্থিক তছরুপ আর চিটিংবাজি করার জন্য বিজয় মালিয়ার বিরুদ্ধে লন্ডনের আদালতে মামলা লড়া হচ্ছে। উল্লেখ্য, ডিসেম্বর মাসে বিজয় মালিয়ার মামলায় লন্ডন কোর্ট সিদ্ধান্ত সুরক্ষিত রেখেছে। জানুয়ারি মাসে আদালত বিজয় মালিয়ার মামলা নিয়ে শুনানি করতে পারে। মালিয়ার দেউলিয়া হওয়ার আবেদনও খারিজ করা হতে পারে বলে জানা জাচ্ছি। এই মামলায় ব্রিটেনের আদালত সমস্ত দিক খতিয়ে দেখেই নির্ণয় নেবে। ভারতীয় স্টেট ব্যাংকের ন

২০২০ সালে আগের থেকে অনেক কম খরচে চন্দ্রযান-৩ লঞ্চ করবে ISRO

২০১৩ সালে আমরা চাঁদের একেবারে সামনে পৌঁছে গেছিলাম, কিন্তু মাত্র ২.১ কিমি আগে হোঁচট হাই। যদিও আমাদের বিজ্ঞানীদের অভিযান ৯০ শতাংশ সফল ছিল। তবুও গোটা দেশ চাইছিল বিক্রম ল্যান্ডার যেন চাঁদের মাটিতে সফলতাপুর্বক ল্যান্ড করে। অতীত ভুলে এবার ২০২০ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চন্দ্রযান-৩ (chandrayaan-3) লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং অনুযায়ী, এই মিশনে চন্দ্রযান-২ এর থেকে খরচ কম হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এটা বলা ভুল হবে যে, চন্দ্রযান-২ মিশন নিরাশা জনক ছিল, কারণ এটা ভারতের প্রথম প্রচেষ্টা ছিল। যেকোন দেশ নিজেদের প্রথম প্রয়াসে সফল হতে পারে না। জিতেন্দ্র সিং বলেন, ‘ল্যান্ডার এবং রোভার মিশন ২০২০ তে লঞ্চ করার সম্ভাবনা অনেক বেশি। যদিও প্রথমেই বলেছি যে চন্দ্রযান-২ কে বিফল মিশল বলা ঠিক হবেনা, কারণ আমরা এর থেকে অনেক কিছু শিখেছি।” উনি বলেন, কোন দেশই তাঁদের প্রথম প্রয়াসে সফল হয়না। আমেরিকাকেও চাঁদে পা রাখার জন্য অনেক বার চেষ্টা করতে হয়েছিল। কিন্তু আমাদের এত প্রচেষ্টার দরকার হবেনা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, চন্দ্রযান-২ এর

“এমন কার্যবাহী করা হবে যে দাঙ্গাবাজদের ৭ পুরুষ গুন্ডাগিরি করতে ভয় পাবে”: বললেন যোগীর মন্ত্রী।

Image
উত্তপ্রদেশের যোগী সরকার দাঙ্গাবাজদের বিরুদ্ধে একশন মুডে রয়েছে। একদিকে যারা সরকারি সম্পত্তির ক্ষতি করেছে তাদের সম্পত্তি নিলাম করা হচ্ছে এবং অন্যদিকে সিসিটিভির মাধ্যমে পাথর-গুলি চালকদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। যারা CAA এর বিরোধের নামে মীরঠে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়েছিল তাদের উপর কঠোর কার্যবাহী শুরু করেছে UP পুলিশ। এখনও অবধি প্রায় ২০ জন দাঙ্গাকারীকে মেরে ফেলা হয়েছে। উত্তরপ্রদেশে CAA এর প্রতিবাদের নামে যে উৎপাত ঘটেছে সেটাকে আটকানোর জন্য UP পুলিশ বেশকিছু দুর্দান্ত পদ্ধতি অবলম্বন করেছিল। যার মধ্যে একটা পদ্ধতি এখন সার্বজনীক হয়েছে। আসলে UP পুলিশ উপদ্রবীদের গ্রেফতার করার জন্য ও উপদ্রবের পেছনে কে আছে দেখার জন্য নানা রকম সাজে উত্তেজনাপ্রবন এলাকায় উপস্থিত ছিল। উত্তরপ্রদেশের আগ্রায় এক কট্টরপন্থী অপরাধীকে গ্রেফতার করার জন্য এক পুলিশ কলা বিক্রেতা সেজে ঘুরছিলেন।   মূলত উত্তরপ্রদেশে যোগী সরকারের সক্রিয়তার কারণ UP পুলিশ এত তৎপর রয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন যোগী সরকারের তরফ থেকে দাঙ্গাবাজদের উদ্যেশে বড়ো বার্তা এসেছে। যোগী সরকারের এক মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা বলেছেন যে দাঙ্গাকারী ও গ

বদলাচ্ছে RPF এর নাম, এবার পরিচিত পাবে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস নামে

ভারতীয় রেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF – Railway Protection Force) এর নাম বদলে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস (Indian Railway Protection Force Service) রাখার সিদ্ধান্ত নিয়েছে। রেল মন্ত্রালয় অনুযায়ী, সুরক্ষার জন্য নাম পালটে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস করা হচ্ছে। এবার এই সেবাকে গ্রুপের মর্যাদা দেওয়া হবে। সোমবার রেলের তরফ থেকে জারি করা একটি বয়ান অনুযায়ী, সুরক্ষা সেবার এই বিভাগকে অর্গানাইজ গ্রুপ এ স্ট্যাটাস দেওয়ার জন্য আরপিএফ এর নাম বদল করা হচ্ছে। রেলওয়ে এই সিদ্ধান্ত হাইকোর্টের অর্ডারের পর নিয়েছে। from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MJX5uJ

রেলওয়ের সম্পত্তি নষ্ট করা পশ্চিবঙ্গের লুঙ্গিবাহিনীর জন্য খারাপ খবর! যোগীর নিয়মেই উপদ্রবীদের থেকে নেওয়া হবে ক্ষতিপূরণ।

Image
নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দেশজুড়ে ভিন্ন ভিন্ন স্থানে যে আন্দোলনের পরিস্থিতি উৎপন্ন হয়েছিল তা কিছু স্থানে হিংসার রূপ নিয়েছিল। CAA এর প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গ সহ বেশকিছু জায়গায় কট্টরপন্থীরা উৎপাত করেছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গ জুড়ে লুঙ্গিবাহিনীর উৎপাত সবার চোখ কপালে তুলেছিল। লুঙ্গি বাহিনীর উৎপাতের ফলে রেলওয়ের প্রায় ৮০ কোটি টাকা নষ্ট হয়েছে। কে বা কারা রেলের সম্পত্তি নষ্ট করেছে তা স্পষ্ট না হলেও যে সমস্থ ভিডিওগ্রাফি সামনে এসেছে তা থেকে সম্পূর্ণ দায় লুঙ্গিবাহিনীর উপর পড়েছে। এখন রেলওয়ের (indian Railway) তরফ থেকে বলা হয়েছে, যারা ক্ষতি করেছে তাদের চিহ্নিত করে ক্ষতির ভরপাই করা হবে। লুঙ্গি বাহিনীর উপদ্রবে কমপক্ষে ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের। এখন সমস্থ ক্ষতিপূরণ উপদ্রবীদের থেকে নেওয়া হবে। CAA এর বিরোধের নামে উপদ্রবীরা পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি করেছিল। রেল বোর্ডের সভাপতি বিনোদ কুমার যাদব বলেন, CAA এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যার মধ্যে ৭০ কোটি পূর্ব রেলওয়ে আর ১০ কোটি নর্থ ফ্রন্টিয়ার রেলের ক্ষতি হয়েছে। জানিয়ে দি, উত্তরপ্রদেশে যারা উপদ্রব চালিয়েছ

জেহাদি কার্যকলাপ চালানোর জন্য ইসলামিক দেশ থেকে ফান্ড পাঠানো হচ্ছে কেরলে! রিপোর্ট চেয়ে পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক

টেরর ফান্ডিং এর বিরুদ্ধে ভারতের সুরক্ষা এজেন্সি গুলো লাগাতার পদক্ষেপ নিয়েই চলেছে। টেরর ফান্ডিং এর সাথে যুক্ত কয়েকটি মামলায় কয়েকজনকে গ্রেফতার করে জেলেও পাঠানো হয়েছে। আর এই সবের মধ্যে সুরক্ষা এজেন্সির সুত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে, কেরলের কয়েকটি জেহাদি গ্রুপকে তুরস্ক আর দুবাই থেকে ফান্ডিং করা হচ্ছে। শোনা যাচ্ছে যে, জেহাদি সংগঠনের সাথে জড়িত এক জঙ্গি কয়েকমাস আগে দুবাই সফরে গেছিল। সেই সময় তাঁকে ৪০ লক্ষ টাকা সাহায্য করা হয়েছিল দুবাই থেকে। শোনা যাচ্ছে যে, গত ১লা অক্টোবর আরও এক জেহাদি সংগঠন কাতারে তুরস্কের কয়েকজনের সাথে সাহাত করে। ওই সাক্ষাতে কেরলের জেহাদি গ্রুপ গুলোকে আর্থিক সাহায্য নিয়ে চর্চা হয়। এবং প্রতিশ্রুতিও দেওয়া হয় যে, কেরলে জেহাদি কার্যকলাপ চালানোর জন্য পয়সা দেওয়া হবে। আরেকদিকে, টেরর ফান্ডিং নিয়ে এই তথ্য সামনে আসার পর গলফ দেশ গুলো থেকে ভারতের জেহাদি সংগঠন গুলোকে ফান্ডিং দেওয়া নিয়ে সুরক্ষা এজেন্সি গুলোর কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শোনা যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চেয়েছে যে, গত মাস গুলোতে কোন কোন দেশ থেকে কত টাকা ফান্ড পাঠানো হয়েছে, এই সম্বন্ধ্যে বিস্তা

পরিবেশ রক্ষায় বড়ো সাফল্য মোদী সরকারের! ২ বছরে বৃদ্ধি পেল ৫০০০ বর্গ কিমি বনক্ষেত্র।

Image
প্রাচীন সময় থেকে ভারতকে (India) পুণ্যভূমি বলার পেছনে একটা বড়ো কারণ ছিল ভারতের মাটি, যেখানে ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে বড়ো উদ্ভিদ জন্মানোর অনুকূল পরিবেশ রয়েছে। এই কারণে ভারতের বিশাল জনসংখ্যার পাশাপশি একটা বড়ো ক্ষেত্র সবুজ অরণ্য দ্বারা বিস্তারিত রয়েছে। যদিও ইংরেজ আমল থেকে শুরু হওয়া ব্যাপক হারে বন্য অঞ্চল নষ্ট হওয়ার দরুন ভারতকে বড়ো ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এখন একটা বড়ো খবর সামনে আসছে যা দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে। বিগত দু বছরের মধ্যে দেশে ৫,১৮৮ বর্গ কিমি এলাকায় অরণ্য ক্ষেত্র বিস্তার হয়েছে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী প্রকাশ জাভেদকার ( prakash javadekar) সোমবার একটা রিপোর্ট পেশ করেছেন। সবুজায়ন রিপোর্ট অনুযায়ী দেশে ৫,১৮৮ বর্গ কিমি এলাকায় অরণ্য ক্ষেত্র বিস্তার হয়েছে। লক্ষণীয় বিষয় এই যে, দেশের প্রত্যেক প্রান্তে এই বিস্তার হয়েছে। অর্থাৎ কোনো একটা বিশেষ প্রান্তে এর পরিবর্তে দেশের প্রত্যেক ক্ষেত্রে অরণ্যঅঞ্চলের বিস্তার হয়েছে। প্রকাশ জাভেদকার বলেছেন, ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত দেশে ১৩ হাজার বর্গ কিমি বনক্ষেত্রের বৃদ্ধি হয়েছে। উনি বলেছেন সঘন বনক্ষেত্র, মধ্যম বনক্ষেত্র ও বিরল বনক্ষে

ভাঙা হাত নিয়ে ছবি পোস্ট করা মৌলবি, এবার সামনে এলো আসল রহস্য

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ভাইরাল হচ্ছে, যেখানে এক ৭২ বছর বয়সী শিয়া মৌলবি আসাদ রাজা হুসেইনির এক হাতে প্লাস্টার করা আছে দেখা যাচ্ছে। এছাড়াও শরীরের অনেক অংশে আঘাত দেখা যাচ্ছে। এই ছবি ২০ ডিসেম্বর নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ প্রদর্শনের। এই ছবির জন্য মুজফরনগরের পুলিশের নিন্দা করেছে বিক্ষোভকারী এবং বিরোধী দল গুলো। Miscreants have been arrested by the Police based on credible evidence and merit based action has been ensured. Mobile services in the district are working. #Muzaffarnagar — MUZAFFARNAGAR POLICE (@muzafarnagarpol) December 22, 2019 https://platform.twitter.com/widgets.js টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বিরোধ প্রদর্শনে শুধু মৌলবি আসাদ রাজা হুসেইনিই না, ওনার সাথে থাকা মদ্রাসা ছাত্র আর অনাথালয়ের অনেকেই পুলিশের মারে আহত হয়েছিল। তাঁদের মধ্যে ১১ জনকে জেলে পাঠানো হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ জানায়, হিংসাত্মক উপদ্রবিদের পিছু করতে করতে পুলিশ মাদ্রাসা পরিসরে ঢুকেছিল। একদিকে মৌলবি পরিবার মিডিয়াকে দেখে মুখ লুকাচ্ছে, আরেকদিকে অনাথআলয়ের কর্মচারীরা পুলিশের বিরুদ্ধে মিথ্যে ন্য

CAA-এর বিরোধিতায় পর্ন স্টার মিয়া খালিফার ছবি শেয়ার করে ফের বেইজ্জত হলেন প্রাক্তন পাক স্বরাষ্ট্র মন্ত্রী

Image
পাকিস্তানের (Pakistan) নেতা আর মন্ত্রীদের মধ্যে এখনো শিক্ষার অভাব দেখতে পাওয়া যায়। ইমরান সরকারের মন্ত্রীরা প্রায় দিনই শিক্ষার অভাবের জন্য ট্রল হন। বিশেষ করে ভারতের সাথে জড়িত কোন মামলায়, তাঁরা সত্যতা যাচাই না করে উল্টোপাল্টা মন্তব্য দিতে থাকে। আর সম্প্রতি এমনই কিছু দেখা গেছে। এবার ইমরান খান সরকারের কোন মন্ত্রী না। এবার পাকিস্তানের প্রাক্তন সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক (Rehman Malik) ভারত বিরোধিতায় অন্ধের মতো কিছু এমন করলেন যে, গোটা বিশ্বে ওনাকে নিয়ে হাসিঠাট্টা শুরু হয়ে গেছে। ভারতের সংসদে নাগরিকতা সংশোধন বিল পাশ হওয়ার পর থেকেই পাকিস্তান লাগাতার ভারতের উপর হামলা করে আসছে। আর ভারতও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এটা ভারতের অভ্যন্তরীণ মামলা। এবার এই আইন নিয়ে ভারতকে বিঁধতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী নিজের দেশের মানুষদের আক্রমণের শিকার হলেন। এমনকি পাকিস্তানের সাংবাদিক মহলেও ওনাকে নিয়ে নানান সমালোচনার ঝড় উঠছে। রেহমান মালিক একটি ট্যুইট করে পর্ন স্টার মিয়া খালিফাকে ভারতীয় প্রদর্শনকারী আখ্যা দিয়ে তাঁকে আশীর্বাদ করেন! অক্ষয় নামের এক ট্যুইটার ইউজার লেখেন, ‘ভারতীয় সিনেমা জগত

কোন রাজনৈতিক দল না, CAA-এর সমর্থনে শান্তিপুরের রাস্তায় নামলেন শত শত মানুষ

সোমবার বিকেলে শান্তিপুর সুত্রাগড় ও হরিপুর সংলগ্ন এলাকার সাধারণ মানুষরা সি.এ.এর পক্ষে ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে সুদীর্ঘ এক মিছিল করলেন। সুত্রাগড় ঘোষ মার্কেট থেকে শুরু হয়ে হরিপুর মনসাতলা হয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে জাতীয় পতাকাসহ রাস্তার  দু’পাশের সাধারণ মানুষের উদ্দেশ্যে সি.এ.এর সুফল বিষয়ক স্লোগান আকারে প্রচার করতে দেখা গেল প্রায় তিন শতাধিক স্থানীয় সাধারণ মানুষদের। উদ্যোক্তাদের মধ্যে থেকে সঞ্জয় রায় জানান, “সরকারের প্রতি আমাদের প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের ভারতবর্ষের নির্দিষ্ট উৎপাদিত কৃষিজ ফসল, পোশাক-পরিচ্ছদ, হাসপাতাল, প্রশাসন সবকিছুর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু ক্রমাগত ভারতবর্ষে অনুপ্রবেশকারী ঢুকে গিয়ে তা আদি বাসিন্দাদের অভাব আরো বাড়িয়ে তুলেছে। আগামী প্রজন্ম বুঝতে পারবে, কেন্দ্রীয় সরকার কত ভালো একটি নির্ভীক সিদ্ধান্ত নিল সাধারণ মানুষের জন্য।” জয়দেব মল্লিক জানান , “রাজনৈতিকভাবে ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা কান পাতলেই শোনা যায়।” from India Rag Bengali : Bengali News, Bangla News, latest ben

সমস্ত রাজ্যে লাগু করতে হবে CAA, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে নেমেছে বেশিরভাগ অ-বিজেপি রাজ্য গুলো। আর এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সোমবার জানান যে, দেশের প্রতিটি রাজ্যেই এই আইন লাগু করতে হবে। কারণ এই আইন সংসদের দুই ভবন এবং রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে। সংসদীয় কার্য মন্ত্রী অর্জুন রাম মেঘবাল  (Arjun Ram Meghwal) CAA নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান স্পষ্ট করার জন্য একটি সাংবাদিক সন্মেলনে বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যে CAA লাগু করতে হবে।” ওনার বয়ানের একদিন আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দ্বারা বিভিন্ন রাজনৈতিক দল আর সামাজিক এবং ধার্মিক সংগঠনের বৈঠকে CAA এর বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই করার আবেদন করেন। কেরল আর পশ্চিমবঙ্গ সমেত কিছু অ-বিজেপি শাসিত রাজ্য সরকার দ্বারা CAA লাগু না করার সিদ্ধান্তের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যদি কোন সরকার চায় যে এই আইন লাগু করবেনা, তাহলে সেটা সংবিধান বিরোধী হবে। সেটা পশ্চিমবঙ্গ, কেরল, রাজস্থান অথবা মধ্যপ্রদেশেরই সরকার হোকনা কেন। এটি সংসদে পাস করা আইন। আর সমস্ত রাজ্যকে আপন করে নিতে হবে। এটা দেশের স্বার্থে।” CAA এর বিরুদ্ধে পয়লা জানুয়ারি কোচির মুসলিম সংগঠনের একটি বড় র‍্যালি

CAA-এর বিরুদ্ধে প্রদর্শনের সময় এরাজ্যে রেলের ক্ষতি ৭০ কোটি! উসুল করা হবে টাকা জানালো বোর্ড

Image
নাগরিকতা সংশোধন আইন নিয়ে দেশজুড়ে হিংসক প্রদর্শনের সময় ভারতীয় রেলের উপর আঘাত হানে প্রদর্শনকারীরা। এবার রেল বোর্ড এই ক্ষতিপূরণের ভরপাই করার প্রস্তুতি নিচ্ছে। রেল বোর্ডের সভাপতি বলেন, CAA এর বিরোধ প্রদর্শনে ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের, রেলের উপর যারা হামলা করে রেলের ক্ষতি করেছে তাঁদের থেকে এই ক্ষতিপূরণের ভরপাই করা হবে। Vinod Kumar Yadav, Chairman, Railway Board: The cost of the damage caused (during protests against #CitizenshipAmendmentAct ) is approximately Rs. 80 crores, of which Rs. 70 crores is of the Eastern Railway & Rs. 10 crores is of the North Frontier Railway. pic.twitter.com/2OigK1Q9de — ANI (@ANI) December 30, 2019 https://platform.twitter.com/widgets.js রেল বোর্ডের সভাপতি বিনোদ কুমার যাদব বলেন, CAA এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যার মধ্যে ৭০ কোটি পূর্ব রেলওয়ে আর ১০ কোটি নর্থ ফ্রন্টিয়ার রেলের ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষতি হয়েছে রেলের। ২১ ডিসেম্বর রেলওয়ে জোন ভিত্তিক তাঁদের ক্ষতির পরিমান তুলে ধরেছিল। ভারতীয় রেল জা

দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব পেলেন স্থলসেনা প্রধান বিপিন রাওয়াত

সেনা প্রধান বিপিন রাওয়াত (Bipin Rawat) দেশের প্রথম চীফ অফ ডিফেন্স সিস্টেম স্টাফ (CDS) হবেন। কেন্দ্রের মোদী সরকার রবিবার সিডিএস (CDS) পদের জন্য বয়সের সীমা বাড়িয়েছে। জেনারেল বিপিন রাওয়াত ৩১ ডিসেম্বর ২০১৯ এ সেনা প্রধানের পদ থেকে অবসর নিচ্ছেন। ওনার জায়গায় মনোজ মুকুন্দ নরবানে (manoj mukund naravane) স্থল সেনার নতুন প্রধান হবেন। কার্গিল যুদ্ধের সময় বায়ুসেনা আর ভারতীয় সেনার মধ্যে সামাঞ্জ্যসের অভাব দেখা গেছিল। বায়ুসেনার ব্যাবহারের ক্ষেত্রে তৎকালীন বায়ুসেনা প্রধান আর স্থল সেনা প্রধানের সিদ্ধান্ত আলাদা আলাদা ছিল। ভারতীয় সামরিক রণনীতিকারেরা তখন CDS এর অভাব অনুভব করে এবং সরকারের কাছে পুনরায় CDS এর গঠনের সুপারিশ করে। এই পদ সরকারি নেতৃত্বের জন্য সৈন্য পরামর্শদাতার ভূমিকা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। যদিও রাজনৈতিক দল গুলো CDS পদের বিরোধিতা করে এসেছে আগাগোড়াই। কিছু মানুষ এই নিয়েও আপত্তি জানিয়েছে যে, একজনের কাছে বেশি সৈন্য শক্তি থাকলে বেশি সমস্যার জন্ম দেবে। ২০১৫ সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত মনোহর পরিক্কর চীফ অফ ডিফেন্স গঠনের কথা বলেছিলেন। from India Rag Bengali : Bengali News, Bangla News,

নতুন বছর থেকে বিয়ে করলে এক ভরি করে সোনা দেবে বিজেপি শাসিত রাজ্যের সরকার

যদি আপনার মেয়েকে নতুন বছরে বিয়ে দিতে চান, তাহলে এই খবর আপনার জন্য। উল্লেখ্য, ১লা জানুয়ারি থেকে অসম সরকার কমপক্ষে দশম শ্রেণী পর্যন্ত পড়া মেয়েদের বিয়েতে ১০ গ্রাম করে সোনা উপহার দেবে। সরকার এই স্কিমের ঘোষণা গত মাসেই করেছিল। সরকার এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কিছু শর্তও রেখেছে। ‘অরুন্ধুতি স্বর্ণ যোজনা” (Arundhati Gold Scheme) প্রক্লপের লাভ পেতে হলে, কিছু শর্ত মেনে চলতে হবে। এই প্রকল্পের সুবিধা নিতে গেলে মেয়ের পরিবারের আয় বছরে পাঁচ লক্ষ টাকার থেকে কম হতে হবে। এই প্রকল্পের লাভ একমাত্র একবার অথবা প্রথমবার বিয়ে করার সময়ই পাওয়া যাবে। এই প্রকল্পের লাভ পেতে গেলে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী প্রথমে বিয়ের রেজিস্ট্রি করতে হবে। Arundhati Gold Scheme অনুযায়ী, ফিজিক্যাল ফর্মে সোনা দেওয়া হবেনা। বিয়ের রেজিস্ট্রি আর ভেরিফিকেশনের পরই ৩০ হাজার টাকা মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর তাঁকে সোনা কেনার রসিদ সাবমিট করতে হবে। সবথেকে বড় ব্যাপার হল, এই পয়সার ব্যাবহার অন্য কিছুর জন্য করা যাবেনা। ১০ গ্রাম সোনার জন্য ৩০ হাজার টাকা পুরো বছরের সোনার দামের অনুপাত হিসেবে রাখার হয়েছে। প্রতিবছর ব

CAA-এর আতঙ্কে ভারত ছেড়ে পালাতে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে আটক ৩৫০ বাংলাদেশি!

ভারতে নাগরিকতা সংশোধন আইন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে আছে। আর ভারতে নাগরিকতা আইন লাগু হওয়ার আগেই বাংলাদেশ থেকে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে বাংলাদেশে পালানো শুরু করেছে। উল্লেখ্য, মহেশপুর এলাকায় বাংলাদেশ আর ভারত সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মহিলা, বাচ্চা সমেত পুরুষেরা তল্পি তল্পা গুটিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) অনুযায়ী, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার জন্য মহিলা, বাচ্চা সমেত মোট ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর গত একমাসে অনেকেই বর্ডার টপকে বিজিবি’র চোখে ধুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। BGB’র কর্মীরা জানায়, ভারতীয় সংসদে নাগরিকতা সংশোধন বিল পাস হওয়ার পর অনেকেই ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছে। আর এই সংখ্যা অনেক। আধিকারিকরা জানান, গ্রেফতার করা অধিকাংশ মানুষ দাবি করেছে যে, তাঁরা জীবিকার খোঁজে ভারতে গেছিল। কিন্তু তাঁদের কাছে কোন নথি নেই। BGB মেজর কামরুল ইসলাম বলেন, সীমান্তে আমরা কড়া নজর লাগিয়ে রেখেছি। কাউকেই অবৈধ ভাবে আসা যাওয়া করার অনুমতি দেওয়া হবেনা। কিন্তু এখনো অনেক সীমান্ত এলাকা খোলা আছে, সেখান থেকেই অবৈধ ভাবে যাওয়া আসা

CAA-এর আতঙ্কে দেশ ছেড়ে পালাতে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে আটক ৩৫০ বাংলাদেশি!

ভারতে নাগরিকতা সংশোধন আইন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে আছে। আর ভারতে নাগরিকতা আইন লাগু হওয়ার আগেই বাংলাদেশ থেকে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে বাংলাদেশে পালানো শুরু করেছে। উল্লেখ্য, মহেশপুর এলাকায় বাংলাদেশ আর ভারত সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মহিলা, বাচ্চা সমেত পুরুষেরা তল্পি তল্পা গুটিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) অনুযায়ী, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার জন্য মহিলা, বাচ্চা সমেত মোট ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর গত একমাসে অনেকেই বর্ডার টপকে বিজিবি’র চোখে ধুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। BGB’র কর্মীরা জানায়, ভারতীয় সংসদে নাগরিকতা সংশোধন বিল পাস হওয়ার পর অনেকেই ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছে। আর এই সংখ্যা অনেক। আধিকারিকরা জানান, গ্রেফতার করা অধিকাংশ মানুষ দাবি করেছে যে, তাঁরা জীবিকার খোঁজে ভারতে গেছিল। কিন্তু তাঁদের কাছে কোন নথি নেই। BGB মেজর কামরুল ইসলাম বলেন, সীমান্তে আমরা কড়া নজর লাগিয়ে রেখেছি। কাউকেই অবৈধ ভাবে আসা যাওয়া করার অনুমতি দেওয়া হবেনা। কিন্তু এখনো অনেক সীমান্ত এলাকা খোলা আছে, সেখান থেকেই অবৈধ ভাবে যাওয়া আসা

সরকারি কর্মচারীদের নতুন বছরের উপহার দিতে চলেছে মোদী সরকার, ১০ হাজার টাকা পর্যন্ত বাড়বে বেতন

নতুন বছরে কেন্দ্রীয় কর্মচারীদের খুশি দ্বিগুণ হতে চলেছে। কারণ নতুন বছরে মোদী সরকার কেন্দ্রীয় করমচারীদের বড়সড় উপহার দিতে চলেছে। প্রসঙ্গত, মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়াতে পারে। DA বাড়ালে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন প্রতিমাসে ১০ হাজার টাকা করে বেড়ে যেতে পারে। এই সিদ্ধান্তে ৫০ লক্ষ সরকারি কর্মচারীদের লাভ হবে। আরেকদিকে ৬২ লক্ষ পেনশনধারকেরাও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের লাভ উঠাতে পারবে। ‘জি বিজনেস” এ চাহপা একটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার জানুয়ারি-জুন ২০২০ এর জন্য কেন্দ্রীয় কর্মচারীদের DA চার শতাংশ বাড়াতে পারে। DA বাড়ার পর কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ৭২০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেড়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, এক বছরে কেন্দ্র সরকার দুবার কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়ায়। আর এটি জানুয়ারি এবং জুন মাসে করা হয়। নতুন বছরের জানুয়ারি মাসে কেন্দ্র সরকার আবারও DA বাড়িয়ে কেন্দ্রীয় কর্মচারীদের খুশি করতে চলেছে। বর্তমান সময়ে কেন্দ্রীয় কর্মচারীরা ১৭ শতাংশ DA পায়। যদি মোদী সরকার নতুন বছরে ৪ শতাংশ DA বাড়িয়ে দেয়, তাহলে সরকারি কর্মচারীদের DA বেড়ে মোট ২১ শতাংশ হয়ে যাবে।   from India R

ধর্মান্তরকরণের ব্যাবসা চালাতে এসেছিল খ্রিস্টান মিশনারির এক ব্যাক্তি! বৌদ্ধ ভিক্ষুক মারলো সপাটে চড়, ভাইরাল ভিডিও।

Image
বিশ্বজুড়ে বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা ধর্ম পরিবর্তন করার যে উপদ্রব চালায় যা অন্য কোনো সংগঠন চালায় না। ভারতে ইংরেজরা আসার পর থেকে মানুষজনকে খ্রিস্টানে ধর্মান্তরিত করার ব্যাবসা শুরু হয়েছে। যা আজ ব্যাপক আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও উত্তরপূর্বের রাজ্যগুলি খ্রিস্টান মিশনারিদের উপদ্রবে বহু মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছে। মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে মিশনারিরা ভারতে ব্যাপক হারে ধর্মান্তরণ এর ব্যাবসা চালাচ্ছে। এই ক্রিস্টান মিশনারি সংক্রান্ত একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক বৌদ্ধ ভিক্ষুক একজন খ্রিস্টান মিশনারির সাথে বার্তালাপ করার সময় সপাটে চড় মেরেছে। শ্রীলঙ্কার পূর্ব অঞ্চলের বাটিকোলোয়ায় মিশনারিদের দ্বারা ধর্ম পরিবর্তন করা এক ব্যাক্তি একজন বৌদ্ধ ভিক্ষুর চোখে পড়ে। ক্রিস্টান মিশনারির ব্যাক্তিটি মূলত নিজের প্রোপাগান্ডা চালানোর বেরিয়েছিল। মিশনারি ব্যাক্তির সাথে বৌদ্ধ ভিক্ষুকের কথোপকথনের হতেই বৌদ্ধ ভিক্ষুক তাকে সপাটে চড় মারে। ঘটনাটি শ্রীলঙ্কার বাটিকোলোয়ায় ঘটিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুক সুমনরত্ন থেরো ওই খ্রিস্টান মিশনারিকে সপাটে চড় মারেন। ভিক্ষুক

খতম হল পাকিস্তানি তালিবান কম্যান্ডার কারি সৈফুল্লা মহসুদ

আফগানিস্তানে জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান পাকিস্তান (TTP) এর কম্যান্ডার কারি সৈফুল্লা মহসুদকে খতম করা হয়েছে। শোনা যাচ্ছে যে অজ্ঞাত বন্দুকধারীরা পাকিস্তানি তালিবানি কম্যান্ডারকে গুলি করে হত্যা করেছে। TTP নিজের কম্যান্ডারের মৃত্যুর খবর স্বীকার করেছে। অনাডোলু সংবাদ সংস্থার খবর অনুযায়ী, জঙ্গি সংগঠন TTP এর মুখপাত্র একটি অডিও বার্তায় জানিয়েছে যে সৈফুল্লা খোস্ত প্রান্তের গুলুন শিবিরে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে মারা গেছে। মুখপাত্র দাবি করেছে যে, এই হামলা হাক্কানি নেটওয়ার্ক করেছ, কারণ কিছুদিন আগে এলাকায় TTP এর হকিমুল্লা মহসুদ গোষ্ঠীর তিন জঙ্গিকে খতম করা হয়েছিল। TTP এর স্থাপনা ২০০৭ সালে বৈতুল্লা মহসুদ করেছিল, আর বর্তমানে এই জঙ্গি গোষ্ঠী চারটি দলে ভাগ হয়ে গেছে। এই চারটি গোষ্ঠী হল খাত গোষ্ঠী, মেহসুদ গোষ্ঠী, বাজৌর এজেন্সি গোষ্ঠী আর দররা আদম খেল গোষ্ঠী। পাকিস্তানে হওয়া অনেক হামলায় জঙ্গি সৈফুল্লার হাত ছিল। আর সেই কারণে পাকিস্তান এই সংগঠনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকায় রেখেছিল। একটি অডিও বার্তায় মহসুদ দাবি করে যে, তাঁদের সংগঠন এই বছরে ৭৫ টি জঙ্গি হামলা করেছে, যেগুলোর মধ্যে বেশিরভাগ খাইবার পা

ডোকলামের দিকে চোখ তুলে দেখার সাহস পাবে না চীন! সীমান্তে ৭ ঘন্টার রাস্তা ৪০ মিনিটে পৌঁছে যাবে ভারতীয় সেনা।

Image
ভারতের (India) সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার একটা বড়ো খবর সামনে এসেছে। BRO ২০১৯ সালে প্রায় ৬০ হাজার কিমি রোড নির্মাণের কাজ করেছে। যার মধ্যে ১৯.৭২ কিমি রাস্তা ডোকালামের পাস দিয়ে যাচ্ছে। এই ১৯.৭২ কিমি রাস্তা সামরিক দিক খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এলাকার মধ্যেই ২১৭ সালে ভারত-চীনের মধ্যে উত্তেজনা মূলক পরিস্থিতি ছিল। জানিয়ে দি, BRO সীমান্তে সড়ক নির্মাণ, রাস্তার দেখভাল করা ও কিছু প্রতিবেশী দেশে সড়ক নির্মাণের উপর কাজ করে। BRO এই বছর 1,123.46 কিমি এম রাস্তা নির্মাণ, 2,099.58 কিমি এম রাস্তার সারফেসিংয়ের কাজ এবং 2,339.38 কিমি এম রাস্তায় পুননির্মাণের কাজ করেছে। জানিয়ে দি, ২০১৭ সালে প্রায় ২ মাস ধরে ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত ছিল। BRO সেনার রাস্তায় ২ টি টানেল ও বেশকিছু এয়ার ফিল্ড নির্মাণের উপরেও কাজ চালাচ্ছে। সিকিমের বিতর্কিত ডোকালাম এরিয়ার রাস্তা নির্মাণের ফলে সেনা মাত্র ৪০ মিনিটে সেখানে পৌঁছে যেতে পারবে। লক্ষণীয় ভাবে আগে ডোকালামের প্রান্তে পৌঁছাতে প্রায় ৭ ঘন্টা সময় লাগতো। রাস্তা নির্মাণের কাজ এমন ভাবে করা হয়েছে যাতে সমস্থ আবহাওয়া ও পরিবেশের মধ্যে যান চলাচল সম্ভব হয়। এই রাস্তার উপর

মেয়েকে আরতি করতে দেখে টিভি ভেঙে দিয়েছিল শাহিদ আফ্রিদি! ভাইরাল হল ভিডিও

Image
আজকাল পাকিস্তানি (Pakistan) ক্রিকেটারেরা শিরোনামে উঠে আসছে খুব। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার দ্বারা দানিশ কানেরিয়াকে (Danish Kaneria) নিয়ে দেওয়া বয়ানের পর পাকিস্তানে হিন্দু ক্রিকেটারদের উপর নির্যাতনের খবর চর্চায় চলে আসে। আর এই খবরের মধ্যে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে হিন্দু সংস্কৃতি আর পূজা অর্চনা নিয়ে প্রাক্তন পাক অধিনায়ক মজা করেন। একটি পাকিস্তানি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি হিন্দুদের আরতি করা নিয়ে খিল্লি করেন। এই ভিডিও অনেক পুরনো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন এটি আগুনের মতো ভাইরাল হচ্ছে। ভিডিওতে আফ্রিদি বলেন, একবার তিনি নিজের বাড়ির টিভি ভেঙে দেন। আফ্রিদি বলেন, আমাদের ঘরে টিভি চ্যানেলে প্রতিদিনই সিরিয়াল চলত, আমি আমার বেগমকে বলতাম যে, তুমি নিজে টিভি দেখো, বাচ্চাদের দেখিয়ো না। আফ্রিদি বলেন, আমি একবার যখন বাইরের কাজ সেরে ঘরে আসি, তখন দেখি আমার মেয়ে টিভি চ্যানেলের সামনে দাঁড়িয়ে কিসব করছিল। সে হাতে থালা ধরে টিভির সামনে ঘুরাচ্ছিল। তখন আফ্রিদিকে টিভি অ্যাঙ্কার বলেন যে, সেটাকে আরতি বলে। এরপর আফ্রিদি বল

CAA আর NRC’র বিরুদ্ধে সব মুসলিম দেশ এক হওয়ার কাতর আবেদন পাকিস্তানের!

সৌদি আরব কাশ্মীরের পরিস্থিতি নিয়ে চর্চা করার জন্য ইসলামিক সহযোগী সংগঠন (OIC) এর সদস্য রাষ্ট্রের বিদেশ মন্ত্রী দের বৈঠক করার পরিকল্পনা নিচ্ছে। পাকিস্তানি মিডিয়ায় এই খবর বাড়িয়ে চরিয়ে দেখানো হচ্ছে। ‘ডন” সংবাদ মাধ্যম অনুযায়ী, সৌদি আরবের বিদেশ মন্ত্রী শাহজাদা ফৈসল বিন ফারহান পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সাথে বৃহস্পতিবার দেখা করেন। পাকিস্তানের তরফ থেকে CAA আর NRC’র বিরুদ্ধে সব মুসলিম দেশ গুলোকে এক করার আর্জি জানানো হয় সৌদি আরবের কাছে। পাকি বিদেশ কার্যালয় একটি বয়ানে জানায়, ‘দুই দেশের বিদেশ মন্ত্রী কাশ্মীর ইস্যুতে OIC এর ভূমিকা নিয়ে চর্চা করে।” কুরেশি প্রিন্স ফৈসলকে ভারত দ্বারা গত পাঁচই আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পরই এই ইস্যু নিয়ে জানায়। পাক বিদেশ কার্যালয় জানায় যে, তাঁরা নাগরিকতা সংশোধন আইন (CAA) আর নাগরিকপঞ্জি (NRC) নিয়ে ভারত সরকারের পদক্ষেপ আর ভারতে লাগাতার মুসলিমদের উপর অত্যাচার করার ইস্যু OIC তে তুলা ধরা হয়েছে। বিশেষ করে এই সংগঠন পাকিস্তানের সমর্থক, আর অনেক ইস্যুতেই তাঁরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক পাকিস্তানের সমর্থনও করেছে। OIC একটি সংক্ষিপ্ত বয়ান জারি করে গত

POK বাঁচানোর জন্য সৌদি আরবের পায়ে পড়লো পাকিস্তান! ডাকা হলো মুসলিম দেশগুলির OIC বৈঠক।

Image
কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে পাকিস্তান ব্যতীত বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক মজবুত হয়েছে তা নিয়ে সন্দেহ নেই। সৌদি আরবের সাথেও পাকিস্তানের সম্পর্ক বেশ মজবুত হয়েছে। তবে আগামী দিনে কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এমন কিছু পরিস্থিতি উৎপন্ন হতে পারে যা সৌদি আরবের মতো দেশগুলির সাথে সম্পর্কে ব্যাঘাত ঘটাতে পারে। আসলে সবথেকে বড়ো খাড়ি দেশ সৌদি আরব ইসলামী দেশগুলির বিদেশমন্ত্রীদের নিয়ে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’ (OIC) এর বৈঠক আয়োজন করেছে। এই বিষয়ের মূল বৈঠক হলো কাশ্মীর। জানিয়ে দি, ২৬ শে ডিসেম্বর ইসলামাবাদ সফরে সৌদির বিদেশমন্ত্ৰী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করেছিলেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, পররাষ্ট্র সচিব সোহেল মেহমুদ, আইএসআইয়ের মহাপরিচালক লেঃ ফয়েজ হামেদ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন। বৈঠকে যুবরাজ ফয়সাল কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছিলেন। এটি উল্লেখযোগ্য যে এর আগে, মালয়েশিয়ায়ও ইসলামিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত সেই সময় পাকিস্তান সামিল হওয়ায় সৌদি আরব

শুরু হতে পারে ভারতীয় সেনার তাণ্ডব! ভয়েতে POK তে চলা নিলম-ঝিলম হাইড্রো প্রজেক্টে কর্মরত চীনা ইঞ্জিনিয়াররা ফিরেছে নিজের দেশে!

Image
LOC তে ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) দুই দেশের মধ্যে পরিস্থিতি যে উত্তপ্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুক্রুবার বেলা ১.১৫ এর দিকে পাকিস্তান সীজফায়ার উলঙ্ঘন করে ভারতের উপর ফায়ারিং করেছিল। যার পাল্টা ভারত পাকিস্তানকে প্রত্যাখ্যাত করে। মূলত রাজউড়ি এলাকায় এই হামলার খবর সামনে এসেছিল। জম্মুর ডিফেন্স স্পোক পার্সন ডেভেনদের আনন্দ বলেছিলেন পাকিস্তান সীজ ফায়ার উলঙ্ঘন করায় ভারত পাল্টা প্রত্যাখ্যাত করেছে। রাজউড়ি ছাড়াও, মানকোট এলাকায় পাকিস্তানের উপদ্রবের খবর সামনে এসেছিল। এর আগে ভারতের সেনা POK এর নিলাম উপত্যকায় স্ট্রাইক করেছিল বলে খবর সামনে এসেছিল। আর এখন আরো কিছু খবর সামনে আসছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। কিছু সূত্র দাবি করেছে ভারতীয় সেনা LOC তে প্রত্যাখ্যাত দিয়েছে তা ধীরে ধীরে রুদ্ররূপ ধারণ করবে। ভারতীয় সেনার তান্ডবের ভয়ে POK তে কর্মরত চীনা ইঞ্জিনিয়ারদের দেশে ফেরার নির্দেশ জারি হয়েছে। নিলম-ঝিলম হাইড্রো প্রজেক্টে (Neelum Jhelum Hydropower Project) কর্মরত চীনা ইঞ্জিনিয়ারগণ দেশে ফিরে যেতে শুরু করেছে। যদিও এর উপর কোনো আধিকারিক বার্তা সামনে আসেনি। এর আগেও পাকিস্তানের উপর ভারতে

‘আপনারা দেশকে সুরক্ষিত করুন, আপনাদের পরিবারের চিন্তা-সুরক্ষা আমরা করব” CRPF জওয়ানদের বললেন অমিত শাহ

দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর হেড কোয়ার্টারের শিলন্যাস করলেন। উনি CRPF এর হেড কোয়ার্টারের শিলন্যাসের সময় CRPF জওয়ানদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশকে সুরক্ষিত করুন, আপনার পরিবারের চিন্তা আর সুরক্ষা আমরা করব। অমিত শাহ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার পর আমি খুব কাছ থেকে CRPF জওয়ানদের দেখেছি। CRPF বিশ্বের সবথেকে বড় আর্মড ফোর্স হওয়ার সাথে সাথে, সবথেকে বাহাদুর ফোর্সও। CRPF এর ইতিহাস দেখলে অনেক বীরত্বের কথা সামনে আসবে। অমিত শাহ বলেন, ৮০ থেকে ৯০ এর দশকে দেশ অনেক বিপদের সন্মুখিন হয়েছিল, সেটা ত্রিপুরা হোক আর পাঞ্জাব, আমাদের দেশের মানুষদের বিভ্রান্ত করে প্রতিবেশী দেশ আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ানোর কাজ করেছিল। অমিত শাহ বলেন, আমি এটা বলতে গর্বিত অনুভব করছি যে, আজ এই রাজ্য গুলো থেকে সম্পূর্ণ ভাবে সন্ত্রাসবাদ মুছে গেছে। আর এই কাজের পিছনে CRPF অনেক বড় ভূমিকা আছে। রক্ত জমিয়ে দেওয়া ঠাণ্ডা হোক অথবা অন্য কোন সমস্যা, আমাদের জওয়ান সব সময় বুক চিতিয়ে সন্ত্রাসবাদের সন্মুখিন হয়েছে। পদকের লোভ অথবা ডিউটির বাধ্যকতা তাঁদের এই কাজ করার জন্য বাধ্য ক

“সমস্থ দাঙ্গাবাজকে কাঁদতে হবে” মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেখালেন প্রশাসনিক ক্ষমতার বাহুবলী রূপ।

Image
প্রশাসনিক ব্যাবস্থা কেমন হওয়া উচিত তা নিয়ে চাণক্য বেশিকিছু উক্তি দিয়েছিলেন। এর মধ্যে চাণক্য যে বিষয়টির উপর জোর দিয়েছিলেন তা হলো রাজার দৃঢ়তা। রাজা দৃঢ় না হলে পুরো রাজ্যের প্রশাসনিক ব্যাবস্থা দুর্বল হওয়ার কথা বলেছিলেন চাণক্য। অন্যদিকে রাজা দৃঢ় হলে সমস্থ পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা থাকবে। বর্তমান সমাজে রাজার জায়গা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী দ্বারা পরিবর্তিত হয়েছে।। এখন CAA নিয়ে যখন দেশজুড়ে উপদ্রব চলছে তখন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দেখিয়েছেন কিভাবে অশান্তির দমন করতে হয়। কিভাবে চাণক্য নীতিকে বাস্তবায়ন করতে হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, উত্তরপ্রদেশে প্রায় হাজার সংখ্যক দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে, ৫ হাজার জনকে হেফাজতে নেওয়া হয়েছে, ২২ জনকে গুলি করে উড়িয়ে দেওয়া হয়েছে বলেও খবর রয়েছে। শুধু এই নয় যারা CAA এর বিরুদ্ধে প্রতিবাদের নামে দাঙ্গা ফ্যাসাদ করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়ার কাজও শুরু হয়েছে। রাজ্য সরকার দাঙ্গাবাজদের CCTV ফুটেজ ও ভিডিও গ্রাফির মাধ্যমে চিহ্নিত করে তাদের বাড়িতে ক্ষতিপূরণ দেওয়ার নোটিস পাঠিয়েছে। প্রায় ৮০ জন দাঙ্গাবাজদের দোকান শীল করে দেওয়া

PoK দখল করতে পারে ভারত, সেই আশঙ্কায় LoC-তে জন সাধারণকে ঢাল বানাচ্ছে পাকিস্তানি সেনা

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) এখন সবথেকে বড় আশঙ্কা হল যে, ভারত যেকোন সময়ে পাক অধিকৃত কাশ্মীর (PoK) দখল করে নিতে পারে। আর এই কারণে ইমরান খান সরকার পাক অধিকৃত কাশ্মীর (PoK) কে বাঁচানোর জন্য আম জনতাকে ঢাল বানানোর ষড়যন্ত্র করছে। ইমরান খান সরকার PoK তে থাকা ৩৩ হাজার ৪৯৮ টি পরিবারকে প্রতিমাসে ১৫৪৬ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাকিস্তান সরকার যতই বলুক যে তাঁদের তরফ থেকে দেওয়া এই রাশি PoK মানুষদের সাহায্যের জন্য, কিন্তু আসলে এই টাকা পাকিস্তানি সেনাকে ভারতের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য খরচ করছে তাঁরা। বালাকোটে যেমন ভাবে ভারতীয় বায়ুসেনা ঢুকে পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গি ঘাঁটি গুলো গুঁড়িয়ে দিয়েছিল, এরপর থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মনে চরম আশঙ্কার সৃষ্টি হয়েছিল যে, ভারত যেকোন সময় PoK দখল করে নিতে পারে। আর এই কারণে নীলম ঘাঁটি  থেকে ভারত আর পাকিস্তানের তরফ থেকে লাগাতার ফায়ারিং এর মধ্যেও পাকিস্তান সেখানে কামানের সংখ্যা বাড়িয়েই চলেছে। শোনা যাচ্ছে যে, বিগত ১০ দিনে লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানি সেনা অনেক কামানের সাথে এসে পৌঁছেছে। এর আগে এরকম গতিবিধ

পাকিস্তানের হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়াকে ভারতীয় নাগরিকতা দেওয়ার কথা বললেন বিজেপির মন্ত্রী

পাকিস্তানে প্রতারিত হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়াকে ভারতীয় নাগরিকতা দেওয়ার কথা বললেন বিজেপির মন্ত্রী। উল্লেখ্য, একদিন আগেই একটি সরকারি স্পোর্টস চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার দানিশের হিন্দু হওয়ার কারণে তাঁর সাথে দলে বৈষম্যর অভিযোগ তুলেছিলেন। এরপর দানিশ কানেরিয়া নিজে এই কথা স্বীকার করেছিলেন। এরপরই উত্তর প্রদেশের মন্ত্রী মোহসিন রাজা দানিশ কানেরিয়াকে ভারতে এনে ভারতীয় নাগরিকতা দেওয়ার কথা বলেন। pic.twitter.com/MMCsnOch3x — Mohsin Raza (@Mohsinrazabjpup) December 27, 2019 https://platform.twitter.com/widgets.js ট্যুইটারে একটি পোস্ট করে বিজেপির মন্ত্রী মোহসিন রাজা বলেন, ‘দীনেশ কানেরিয়াকে দানিশ বানানো হয়েছিল। ইউসুফ ইউহানা কে মোহম্মদ ইউসুফ বানানো হয়েছিল। যখন এত প্রতিষ্ঠিত মানুষদের সাথে এরকম বৈষম্য করা হয়, তাহলে পাকিস্তানে আম সংখ্যালঘু জনতার সাথে কি করা হয়, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।” উনি আরও বলেন, বসুন্ধরা কুটুম্বকম আমাদের সংস্কৃতি, আর আমাদের সংস্কৃতি অনুযায়ী এরকম প্রতারিত হওয়া মানুষকে আমাদের দেশের নাগরিকতা দেওয়ার আবেদন জানাচ্ছি। আমরা দানিশ কানেরিয়াকে সন্মানের সাথে

মুসলিম সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ব্যান করতে চলেছে যোগী সরকার

নাগরিকতা সংশোধন আইন নিয়ে উত্তর প্রদেশের অনেক জেলাতেই হিংসক প্রদর্শন হয়। আর সেই হিংসক প্রদর্শনের বিরুদ্ধে যোগী সরকার (Yogi Sarkar) কড়া পদক্ষেপ নিচ্ছে। আর এই যোগী সরকারের আরেকটি খবর সামনে আসছে। এবার যোগী সরকার মুসলিম সংগঠন অফ ইন্ডিয়াকে (PFI) ব্যান করতে চলেছে। সুত্র থেকে জানা যায় যে, উত্তর প্রদেশের স্বরাষ্ট্র বিভাগ PFI কে নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি নাগরিকতা সংশোধন আইন নিয়ে উত্তর প্রদেশের জায়গায় জায়গায় হিংসাত্মক প্রদর্শন হয়, আর এই হিংসায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নাম সামনে আসে। আপনাদের জানিয়ে রাখি, পপুলার ফ্রন্ট ইন্ডিয়া হল নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি এর শাখা বলেই পরিচিত। এবার যোগী সরকার এই সংগঠনকেও নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। লখনউতে হিংসাত্মক প্রদর্শনের সময় পুলিশ PFI এর তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা ব্যাক্তিদের পরিচয় PFI সভাপতি ওয়াসিম আহমেদ, কোষাধ্যক্ষ নদীম, মণ্ডল সভাপতি আশফাক নামে জানা গেছে। এর সাথে সাথে পুলিশ দাবি করেছে যে, লখনউতে সিএএ নিয়ে প্রতিবাদের নামে তাণ্ডব চালানোর মাস্টারমাইন্ড হল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সংগঠন। উত্তর প্রদেশের রাজধানী লখনউ এর প

রাজস্থানের সরকারি হাসপাতালে ১ মাসে ৭৭ শিশুর মৃত্যুর পর মুখ্যমন্ত্রী অশোক গেহলট বললেন ‘এটা কোন নতুন ব্যাপার না”

রাজস্থানের (Rajasthan) কোটায় জেকে লোন সরকারি হাসপাতালে এক মাসে ৭৭ টি নবজাতকের মৃত্যু হয়েছে। এই ৭৭ জন শিশুর বয়স এক বছরের মধ্যেই ছিল। এই মামলা দিল্লী পৌঁছানর পর মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) উচ্চ স্তরীয় তদন্তের নির্দেশ দেন। আইএসএস এর আধিকারিক বৈভব গালরিয়ার নেতৃত্বে গঠিত তদন্ত সমিতি শুক্রবার সন্ধ্যেয় কোটায় পৌঁছায়। হাসপাতালের এক আধিকারিক এচএল মীনার কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাঁরা। হাসপাতালে ৪৮ ঘণ্টার মধ্যে ১০ টি নবজাত শিশুর মৃত্যু হয়েছে। প্রথমে এই মৃত্যুর গুলো লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল, যদিও খবর ছড়ানোর পর রাজ্য সরকার তঠস্থ হয় আর তদন্তের নির্দেশ দেয়। এই মৃত্যুর পিছনে মুখ্য কারণ হিসেবে সংক্রমণ ধরে নেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালের সরঞ্জামও খারাপ বলে জানা যায়। আরেকদিকে, এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান যে, এটা গত ছয় বছরে রাজ্যে সবথেকে কম মৃত্যু। উনি বলেন, একটি বাচ্চার মৃত্যুও দুর্ভাগ্যজনক। কিন্তু এর আগে এক বছরে ১৩০০ আর ১৫০০ বাচ্চার মৃত্যু হয়েছে। আর এবার কমে সেটি ৯০০ হয়েছে। হাসপাতালে প্রতিদিনই মৃত্যু হয়। এটা কোন নতুন ঘটনা না। তদন্ত জারি রয়েছে। R

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত ৭৩, আহত ৫০ এর বেশি

Image
শনিবার সোমালিয়ায় একটি ট্রাক বোমা বিস্ফোরণে ৭৩ জোনের মৃত্যু হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা এএফপি অনুযায়ী, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর (Mogadishu) একটি ব্যস্ত রাস্তার পাশে এই বিস্ফোরণ শনিবার সকালে ঘটানো হয়, এই বিস্ফোরণে ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আর ৫০ জনের বেশি আহত হয়েছে বলে জানা যাচ্ছে। মদানি হাসপাতালের সুপার মোহম্মদ ইউসুফ সংবাদ মাধ্যমকে জানান যে, এই হামলায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। আরেকদিকে আমিন অ্যাম্বুলেন্স পরিষেবার নিরদেশক আব্দিকাদীর এই হামলায় ৫০ জনের উপর আহত হয়েছে বলে জানান। শনিবার সকালে একটি ব্যস্ত এলাকায় এই হামলা হয়। মোগাদিশুতে বড় হামলার মধ্যে একটি এটা। সরকারের মুখপাত্র ইসমাইল মুখতার জানান, মৃতদের সংখ্যা আর বাড়তে পারে, কারণ অনেক আহত ব্যাক্তি এখনো হাস্পাতালেই ভর্তি আছেন, আর তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনাস্থলে গিয়ে মেয়র উমর মেহমুদ মোহম্মদ জানান যে, মৃত ব্যাক্তিদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুলিশ জানায় যে, মৃতদের মধ্যে দুজন তুর্কির নাগরিকও আছে। এখনো পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেছি, কিন্তু শোনা যাচ্ছে যে, এই হামলা আল কায়দার সাথে জড়িত জঙ্গি সংগ

কমিউনিস্ট আদর্শ মেনে না চলায় এবার ইচ্ছেমত কোরআন আর বাইবেল লেখার সিদ্ধান্ত নিলো চীন!

গোটা বিশ্বে শান্তির বার্তা দেওয়া চীনের আসল রুপ অনেকেরই অজানা। চীনে লাগাতার উইঘুর মুসলিমদের উপর অত্যাচার হয়েই চলেছে। আর এরই মধ্যে চীন তাঁদের দেশে থাকা মুসলিমদের কণ্ঠ রোধ করার জন্য আরও একটি কঠোর পদক্ষেপ নিয়েছে। এবার চীন নিজের ইচ্ছেমত কোরআন আর বাইবেল লিখতে চলেছে। উল্লেখ্য, ডেইলিমেইল এর একটি রিপোর্ট অনুযায়ী, চীনের কমিউনিস্ট পার্টির এক বরিষ্ঠ নেতা বলেছেন যে, কোরআন আর বাইবেলের নতুন সংস্করণে কমিউনিস্ট পার্টির আদর্শ বিরোধী কোন কথা লেখা থাকবেনা। উনি বলেন যে, যেই প্যারাগ্রাফে ভুল বোঝানো হয়েছে, সেটিকে হয়ত মুছে ফেলা হবে, নাহলে নতুন করে লেখা হবে। এর মানে পরিস্কার যে, কোরআন আর বাইবেলের নতুন সংস্করণে এমন কোন প্যারাগ্রাফ থাকবে না, যেটা কমিউনিস্ট পার্টির বিচারধারার সাথে মিল খায়না। যদি কন্টেন্ট আর প্যারাগ্রাফে কোন জিনিষ ভুল লেখা হয়, তবে হয়ত সেটিতে সংশোধন করা হবে, নাহলে সেটিকে বদলে ফেলা হবে। অবাক করা কথা হল, এই আদেশ ন্যাশানাল কমিটি অফ দ্য চাইনা পলিটিক্যাল কন্সাল্টিভ কনফারেন্সের জাতীয় আর ধার্মিক সমিতির একটি বৈঠকে পাস করানো হয়েছে। এই সমিতি চীনে জাতীয় আর ধার্মিক মামলা গুলো দেখে। যদিও যেই আদেশ জারি করা

সরকারি জমি দখল করে বিশ্বের সবথেকে বড় যীশু খ্রিষ্টের প্রতিমা বানাচ্ছেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার!

কর্ণাটকে ১১৪ ফুট উঁচু যীশু খ্রিষ্টের প্রতিমা নির্মাণের জন্য কংগ্রেস নেতা ডি শিবকুমারের (D K Shivakumar) টাকার সোর্স নিয়ে এবার বিবাদ তৈরি হয়েছে। শাসক দল বিজেপি এই উদ্যোগকে তোষণের রাজনীতি বলে আখ্যা দিয়েছে, আরেকদিকে রাজ্য সরকার আধিকারিকদের কাছে নির্ধারিত জমির রেকর্ড চেয়ে পাঠিয়েছে। কর্ণাটকের রাজস্ব মন্ত্রী আর. অশোকা বলেন, যেই জমির ব্যাপারে বলা হচ্ছে যে, এটি প্রতিমা নির্মাণের জন্য করা হয়েছে, সেটি ডি শিবকুমারেরই না। ওই জমি সরকারের। মন্ত্রী জানান, উনি ওই জমির জন্য আধিকারিকদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কনকপুরা হোরবলের খ্রিস্টান অধ্যুষিত গ্রামে যীশুর ১০১ ফুট উঁচু প্রতিমা গড়ার দায়িত্ব নিয়েছেন কংগ্রেস নেতা ডি শিবকুমার। কনকপুরার বেশিরভাগ মানুষই খ্রিস্টান। এই গ্রাম শিবকুমারের বিধানসভা এলাকা। শিবকুমারের কার্যালয় জানায় যে, শিবকুমার নিজের ফান্ড থেকে কপালীবেট্টায়তে ন্যাসের জন্য সরকারের থেকে ১০ একর জমি কিনেছিল, অ্যার এবার সেই জমিতেই যীশুর প্রতিমা নির্মাণের কাজ হবে। শিবকুমারের কার্যালয় দাবি জানায় যে, এখানে যীশু খ্রিষ্টের সবথেকে বড় প্রতিমা গড়া হবে। উনি ২৫ ডিসেম্বরে একটি প্রার্থনা সভার মাধ্যমে শিলন্য

CAA আর NRC’র সমর্থনে অসমে হল ১৪ কিমি দীর্ঘ র‍্যালি! ভিড় দেখে ঘাম ছুটল বিরোধীদের

নাগরিকতা সংশোধন আইন (CAA) আর প্রস্তাবিত নাগরিকপঞ্জি (NRC) নিয়ে চলা রাজনৈতিক হুলস্থুলির মধ্যে অসমে CAA  আর NRC’র সমর্থনে বিজেপি কর্মী, সমর্থকেরা একটি বিশাল র‍্যালি করেন। এরপর এই র‍্যালিতে বিজেপি নেতা এবং অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) একটি জনসভা করেন। Heard many times ~ a picture is worth a 1000 words! I shall allow these pics to speak for themselves, today. This incredible surge of people at our Peace & Progress March at #Jagiraod today conveys a lot. #AssamAlwaysAhead @narendramodi @AmitShah @BJP4India @BJP4Assam pic.twitter.com/pvvyYcLH8n — Himanta Biswa Sarma (@himantabiswa) December 27, 2019 https://platform.twitter.com/widgets.js পাওয়া তথ্য অনুযায়ী, CAA আর এনআরসি’র সমর্থনে এই র‍্যালি অসমের জাগিরোডে করা হয়েছিল, এ র‍্যালি প্রায় ১৪ কিমি দীর্ঘ ছিল বলে জানা যায়। র‍্যালিতে এত ভিড় দেখে বিরোধী আর CAA – NRC বিরোধীদের ঘাম ছুটে গেছে। এই র‍্যালিতে ভাষণ দেওয়ার সময় বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বলেন, বিগত চার বছরে

CAA-এর বিরোধিতার নামে তাণ্ডব চালানোর জন্য মুসলিমদের থেকে ছয় লক্ষ টাকা ক্ষতিপূরণ নিলো যোগী প্রশাসন

Image
উত্তর প্রদেশের (UP) বুন্দেলশহরে নাগরিকতা সংশোধন আইনের বিরোধিতায় হওয়া হিংসাত্মক প্রদর্শনে প্রচুর পরিমাণে সার্বজনীন সম্পত্তি নষ্ট হয়। আর এই নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কড়া নির্দেশিকা জারি করে বলেন যে, যারা যারা বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাঁদের সম্পত্তি নিলাম করে এই ক্ষতিপূরণের টাকা তোলা হবে। আর সেই ক্রমেই শুক্রবার জুম্মার নামাজের পর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ক্ষতিপূরণ হিসেবে ৬,২৭,৫০৭ টাকা তুলে দেয় প্রশাসনের হাতে। গতকাল বুন্দেলশহরে জুম্মার নামাজ শান্তিপূর্ণ ভাবে করানোর জন্য কড়া সুরক্ষার ব্যাবস্থা করা হয়েছিল। জুম্মার নামাজের পর মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি মণ্ডল জেলা শাসক রবিন্দ্র কুমারের আর এসএসপি সন্তোষ কুমারের সাথে দেখা করে। জেলা শাসক আর এসএসপি’র সাথে দেখা করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ৬ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেন। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জুম্মার নামাজের পর জেলা প্রশাসনের আধিকারিকদের গোলাপ ফুল ও দেয়। গত সপ্তাহে নাগরিকতা আইনের বিরোধিতায় বুন্দেলশহরে প্রতিবাদ হিংসাত্মক চেহারা নিয়ে নেয়। বিক্ষোভকারীদের হি

যোগী আদিত্যনাথের দেখানোর পথে চললো কর্ণাটকের সরকার! দাঙ্গাবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ নেবে ইয়েদুরাপ্পা সরকার।

Image
নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতার নামে গত কয়েক দিন ধরে দেশের অনেক জায়গায় হিংস্র বিক্ষোভ চলছে। এসময় জনতা পুলিশ বাহিনীর বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তাদের আহত করার পাশাপাশি সরকারী ও বেসরকারী সম্পত্তির ব্যাপক ক্ষতি করে। এমন পরিস্থিতিতে উত্তর প্রদেশের যোগী সরকার এই প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছিল তা অত্যন্ত কঠোর ছিল। যোগী আদিত্যনাথ পুরো দেশকে দেখিয়েছেন কিভাবে দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণ করতে হয়। এর সরকার উপদ্রবীদের উপর কড়া পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত পরিসংখ্যান অনুসারে, পুলিশ মোট 5558 জনকে আটক করেছে। এছাড়াও 925 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত 213 টি এফআইআর দায়ের করা হয়েছে। কানপুরের এসএসপি অনন্ত দেব জানান, একমাত্র কানপুরে ২১,৫০০ দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শহরের বিভিন্ন থানায় ১৫ টি এফআইআর দায়ের করা হয়েছে। শুধু এই নয়, যারা দাঙ্গা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সম্পত্তি থেকে সরকারি ও প্রাইভেট ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা যারা দাঙ্গার সাথে জড়িত তাদের CCTV ক্যামেরায় চিহ্নিত করে বাড়িতে বাড়িতে নোটিস পাঠা

পাকিস্তানে হিন্দুদের অত্যাচারিত হতে হয়, শোয়েব আখতার ঠিক বলেছেন: গৌতম গম্ভীর।

Image
পাকিস্তানের প্রাক্তন লেগ-স্পিনার ড্যানিশ কানারিয়াকে নিয়ে বড়ো চর্চা শুরু হয়েছে। যা নিয়ে এখন আন্তর্জাতিক মহলের নানা প্রাক্তন ক্রিকেটারগণ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। আসলে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) পাকিস্তানের আসল পরিস্থিতি সম্পর্কে বড়ো পর্দাফাঁস করেছেন। শোয়েব আখতার পাকিস্তানের প্রাক্তন লেগ-স্পিনার ড্যানিশ কানারিয়াকে নিয়ে এক চমকপ্রদ প্রকাশ করেছেন। একটি টিভি শোতে শোয়েব বলেছিলেন, “ড্যানিশ হিন্দু ছিল। সুতরাং এই কারণে তার প্রতি অন্যায় করা হতো। তিনি কেন আমাদের সাথে খাবার খান তা নিয়ে কিছু খেলোয়াড় আমাকে প্রশ্নঃ করতেন? আমি এই কথা শুনে রেগে যেতাম। এই মুসলিম করতে গিয়ে পাকিস্তানের ক্রিকেট নষ্ট হয়েছে।” এখন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই চর্চার উপর মন্তব্য করেছেন। গৌতম গম্ভীর বলেছেন এটাই পাকিস্তানের আসল সত্য। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর তার বিবৃতিতে বলেছেন, “এটিই পাকিস্তানের আসল চেহারা। অন্যদিকে দীর্ঘ সময় সংখ্যালঘু হয়েও ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, যা বড় বিষয়।” গৌতম গম্ভীর প্রধানমন্ত্রী ইমরান খানক

NRC ও CAA এর সমর্থনে নামলেন WWE চ্যাম্পিয়ন রিঙ্কু সিং! বললেন যারা দেশে অনুপ্রবেশকারীদের স্থান নেই।

Image
CAA নিয়ে দেশজুড়ে গুজব ছড়ানোর পর থেকে বিভিন্ন জায়গায় দাঙ্গা ফ্যাসাদের মতো পরিস্থিতি উৎপন্ন হয়েছে। বহু জায়গায়া কট্টরপন্থীরা রাস্তায় বেরিয়ে উপদ্রব শুরু করেছে। পশ্চিমবঙ্গে লুঙ্গি বাহিনী ব্যাপক ভাঙচুর চালানোর পর উত্তরপ্রদেশে এখনও উপদ্রব অব্যাহত রয়েছে। যদিও যোগী সরকার দাঙ্গাবাজদের বিরুদ্ধে যে একশন নিয়েছে তা প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের থেকে সমস্থ ক্ষতিপূরণ নেওয়া হবে। প্রসঙ্গত জানিয়ে দি, CAA আইনের অন্তর্গত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু কিছুজনের দাবি CAA এর আওতায় মুসলিমদের আনা হোক। যাতে পাকিস্তান,বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত মুসলিমরাও ভারতের নাগরিকত্ব পায়। একই সাথে মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদেরও নাগরিকত্ব দেওয়া দাবি উঠেছে। এর মধ্যে CAA নিয়ে দেশজুড়ে মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করতেও শুরু করেছেন। কুস্তিগীর যোগেশ্বর দত্ত বলেছেন যারা CAA এর প্রতিবাদের নামে উপদ্রব করছে তারা প্রমাণ করছে যে তারা ভারতের নাগিরিক নন। যোগেশ্বর দত্ত বলেছেন, “আমার দেশ আমার দেশ বললেই নিজের দেশ