রাজস্থানের সরকারি হাসপাতালে ১ মাসে ৭৭ শিশুর মৃত্যুর পর মুখ্যমন্ত্রী অশোক গেহলট বললেন ‘এটা কোন নতুন ব্যাপার না”
রাজস্থানের (Rajasthan) কোটায় জেকে লোন সরকারি হাসপাতালে এক মাসে ৭৭ টি নবজাতকের মৃত্যু হয়েছে। এই ৭৭ জন শিশুর বয়স এক বছরের মধ্যেই ছিল। এই মামলা দিল্লী পৌঁছানর পর মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) উচ্চ স্তরীয় তদন্তের নির্দেশ দেন। আইএসএস এর আধিকারিক বৈভব গালরিয়ার নেতৃত্বে গঠিত তদন্ত সমিতি শুক্রবার সন্ধ্যেয় কোটায় পৌঁছায়। হাসপাতালের এক আধিকারিক এচএল মীনার কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাঁরা।
হাসপাতালে ৪৮ ঘণ্টার মধ্যে ১০ টি নবজাত শিশুর মৃত্যু হয়েছে। প্রথমে এই মৃত্যুর গুলো লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল, যদিও খবর ছড়ানোর পর রাজ্য সরকার তঠস্থ হয় আর তদন্তের নির্দেশ দেয়। এই মৃত্যুর পিছনে মুখ্য কারণ হিসেবে সংক্রমণ ধরে নেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালের সরঞ্জামও খারাপ বলে জানা যায়।
আরেকদিকে, এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান যে, এটা গত ছয় বছরে রাজ্যে সবথেকে কম মৃত্যু। উনি বলেন, একটি বাচ্চার মৃত্যুও দুর্ভাগ্যজনক। কিন্তু এর আগে এক বছরে ১৩০০ আর ১৫০০ বাচ্চার মৃত্যু হয়েছে। আর এবার কমে সেটি ৯০০ হয়েছে। হাসপাতালে প্রতিদিনই মৃত্যু হয়। এটা কোন নতুন ঘটনা না। তদন্ত জারি রয়েছে।
Rajasthan CM on Kota child deaths: This year has least deaths in last 6 yrs. Even 1 child death is unfortunate.But thr hv been 1500,1300 deaths in a year in past,this year figure is 900.There are daily few deaths in every hospital in state&country,nothing new.Action being taken pic.twitter.com/86oSvPsGA3
— ANI (@ANI) December 28, 2019
https://platform.twitter.com/widgets.js
এই ব্যাপারে রাজস্থানের কোটার সাংসদ তথা লোকসভার স্পীকার ওম বিড়লা দুঃখ প্রকাশ করেন। উনি বলেন, কোটায় ৪৮ ঘণ্টায় ১০ টি নবজাতর মৃত্যু খুবই চিন্তাজনক এবং দুঃখজনক। উনি রাজস্থানের সরকারের কাছে এই মামলায় অতি স্বত্বর পদক্ষেপ নেওয়ার আবেদন করেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MAXSxS
Comments
Post a Comment