কোন রাজনৈতিক দল না, CAA-এর সমর্থনে শান্তিপুরের রাস্তায় নামলেন শত শত মানুষ
সোমবার বিকেলে শান্তিপুর সুত্রাগড় ও হরিপুর সংলগ্ন এলাকার সাধারণ মানুষরা সি.এ.এর পক্ষে ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে সুদীর্ঘ এক মিছিল করলেন। সুত্রাগড় ঘোষ মার্কেট থেকে শুরু হয়ে হরিপুর মনসাতলা হয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে জাতীয় পতাকাসহ রাস্তার দু’পাশের সাধারণ মানুষের উদ্দেশ্যে সি.এ.এর সুফল বিষয়ক স্লোগান আকারে প্রচার করতে দেখা গেল প্রায় তিন শতাধিক স্থানীয় সাধারণ মানুষদের।
উদ্যোক্তাদের মধ্যে থেকে সঞ্জয় রায় জানান, “সরকারের প্রতি আমাদের প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের ভারতবর্ষের নির্দিষ্ট উৎপাদিত কৃষিজ ফসল, পোশাক-পরিচ্ছদ, হাসপাতাল, প্রশাসন সবকিছুর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু ক্রমাগত ভারতবর্ষে অনুপ্রবেশকারী ঢুকে গিয়ে তা আদি বাসিন্দাদের অভাব আরো বাড়িয়ে তুলেছে। আগামী প্রজন্ম বুঝতে পারবে, কেন্দ্রীয় সরকার কত ভালো একটি নির্ভীক সিদ্ধান্ত নিল সাধারণ মানুষের জন্য।”
জয়দেব মল্লিক জানান , “রাজনৈতিকভাবে ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা কান পাতলেই শোনা যায়।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Q9naFz
Comments
Post a Comment