CAA আর NRC’র সমর্থনে অসমে হল ১৪ কিমি দীর্ঘ র‍্যালি! ভিড় দেখে ঘাম ছুটল বিরোধীদের

নাগরিকতা সংশোধন আইন (CAA) আর প্রস্তাবিত নাগরিকপঞ্জি (NRC) নিয়ে চলা রাজনৈতিক হুলস্থুলির মধ্যে অসমে CAA  আর NRC’র সমর্থনে বিজেপি কর্মী, সমর্থকেরা একটি বিশাল র‍্যালি করেন। এরপর এই র‍্যালিতে বিজেপি নেতা এবং অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) একটি জনসভা করেন।

https://platform.twitter.com/widgets.js

পাওয়া তথ্য অনুযায়ী, CAA আর এনআরসি’র সমর্থনে এই র‍্যালি অসমের জাগিরোডে করা হয়েছিল, এ র‍্যালি প্রায় ১৪ কিমি দীর্ঘ ছিল বলে জানা যায়। র‍্যালিতে এত ভিড় দেখে বিরোধী আর CAA – NRC বিরোধীদের ঘাম ছুটে গেছে।

এই র‍্যালিতে ভাষণ দেওয়ার সময় বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বলেন, বিগত চার বছরে অসম রাজ্য উন্নয়নের দিকে এগিয়ে চলার সংকল্প নিয়েছে, অসমের এই উন্নয়নে এবার কেউ আঘাত হানতে পারবেনা। আমরা আমদের সংস্কৃতি আর ঐতিহ্যের সংরক্ষণের জন্য প্রতিবদ্ধ। হেমন্ত বিশ্ব শর্মা বলেন, গোটা দেশে বিরোধীরা CAA নিয়ে গুজব ছড়াচ্ছে, আর আজকের এই র‍্যালি দেখে সেই সমস্ত গুজব সৃষ্টিকারীদের ঘাম ছুটে গেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/358FxyN

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।