এই শহরে পেট্রোলের দাম মাত্র ৮৩ টাকা, নতুন রেট জারি করল তেল কোম্পানিগুলো

নয়া দিল্লিঃ দীপাবলিতে দেশবাসীকে বড় উপহার দিয়ে পেট্রোল ডিজেলের (petrol diesel fuel) উপর থেকে কিছুটা করে ভ্যাট কমিয়েছে কেন্দ্র সরকার। যার ফলে পেট্রোলের উপর থেকে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের উপর প্রতি লিটারে কমেছে ১০ টাকা। আর সরকারের এই ঘোষণার পর বেশকিছু রাজ্য, এমনকি কেন্দ্রশাসিত অঞ্চলও কিছুটা ছাড় দিলেও, এখনও এই বিষয়ের সঙ্গে সহমত হতে পারেনি কিছু রাজ্য।

যার ফলে এমনও অনেক সময় দেখা গিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষজন এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কম দামে পেট্রোল ডিজেল কিনে আনছেন। তবে দাম কমায়নি বাংলার সরকারও।

আজকের দিনে দাঁড়িয়ে দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা।

মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৯৪.১৪ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম ৯১.৪৩ টাকা।
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।
লক্ষ্ণৌয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ৯৫.২৮ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৮০ টাকা।
পোর্ট ব্লেয়ারে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ৮২.৯৬ টাকা এবং ডিজেলের দাম ৭৭.১৩ টাকা।

হিসেব বলছে, অবিজেপি শাসিত হয়েও পোর্ট ব্লেয়ারে ৮২.৯৬ টাকায় পাওয়া যাচ্ছে এক লিটার পেট্রোল।

জানিয়ে রাখি, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তীত হয় এবং নতুন দাম প্রযোজ্য হয়। এছাড়াও ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা 9224992249 নম্বরে, RSP এবং BPCL গ্রাহকরা 9223112222 নম্বরে RSP লিখে দাম জানতে পারবেন। আবার এইচপিসিএল গ্রাহকরা 9222201122 নম্বরে HP price পাঠিয়েও দাম জানতে পারবেন।

The post এই শহরে পেট্রোলের দাম মাত্র ৮৩ টাকা, নতুন রেট জারি করল তেল কোম্পানিগুলো first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3d2o9Sq

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।