“নিরামিষ ভোজন করুন, মাংস কম খান”-আর্থিক সংকটে পড়ে জনগণকে নির্দেশ দিল তুর্কীর সরকার
মাত্র কয়েকমাস আগেই তুর্কী নিজেকে বিশ্বের সমস্ত মুসলিম দেশের নেতা হিসেবে প্রস্তুত করতে ব্যস্ত ছিল। তবে এখন তুর্কীর সরকারের তরফে যে সমস্ত বক্তব্য সামনে আসছে তাতে স্পষ্ট যে তুর্কী ভেতর থেকে একেবারে দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি তুর্কীতে ভীষণ আর্থিক সংকট তৈরি হয়েছে।
এমন অবস্থায় তুর্কি সরকার তাদের জনগনের উদ্যেশ্যে যে বার্তা দিয়েছে তা অবাক করার মতো। তুর্কির সরকারের তরফে বলা হয়েছে, দেশের মানুষের উচিত মাংস কম খাওয়া এবং প্রয়োজনে শাকাহারী হওয়া।
তুর্কি সরকার নিজেদের মুদ্রা ‘লিরা’ এর পতন এবং মূল্যবৃদ্ধি দেখার পর জনসাধারণকে নিরামিষ ভোজনের পরামর্শ দিয়েছে। একই সাথে খাদ্যের অপচয় করতেও নিষেধ করা হয়েছে।
এই বিষয়ে তুর্কির সাংসদ জুলফু ডেমিরবাস বলেছেন, ” প্রতি মাসে ১ কেজি বা ২ কেজি মাংস খাওয়ার থেকে ভালো আধা কেজি মাংস খাওয়া। আমার ২ কেজি টমেটো কিনি তার অর্ধেক ডাস্টবিনে ফেলে দি। এর থেকে ভালো বাজার থেকে ২ টি টমেটো কেনা।”
জানিয়ে দি, জুলফু ডেমিরবাস তুর্কীর রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ানের ঘনিষ্ট। দেশের মুদ্রার পতন ও ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধি দেখার পর তিনি জনসাধারণের উদ্যেশ্যে এমন কথা বলেন।
The post “নিরামিষ ভোজন করুন, মাংস কম খান”-আর্থিক সংকটে পড়ে জনগণকে নির্দেশ দিল তুর্কীর সরকার first appeared on India Rag .from India Rag https://ift.tt/3p4Ltor
Comments
Post a Comment