উত্তর প্রদেশের ভোটের আগে এক হিন্দু নেতা খুন হবেঃ কৃষক নেতা রাকেশ টিকাইত
সিরসাঃ কেন্দ্র সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কয়েক মাস ধরে প্রদর্শন করা কৃষক নেতা রাকেশ টিকাইত বিজেপি আর কেন্দ্র সরকারকে একহাতে নিয়েছেন। সিরসা থেকে টিকাইত বলেছেন, বিজেপির মতো বিপদজনক কোনও রাজনৈতিক দল নেই ভারতে। পাশাপশি তিনি বিতর্কিত বয়ান দিয়ে বলেন, উত্তর প্রদেশ নির্বাচনের আগে কোনও বড় হিন্দু নেতার হত্যা হতে পারে। হরিয়ানায় সিরসায় কৃষক সম্মেলনে অংশ নেওয়া ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বিজেপির সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। টিকাইত বলেছেন, উত্তর প্রদেশের নির্বাচনের আগে কোনও বড় মাপের হিন্দু নেতার হত্যা হবে। উনি বলেন, আমাদের আগে থেকেই সাবধান হতে হবে, কারণ ইউপির নির্বাচনের আগে কোনও বড় মাপের হিন্দু নেতার হত্যা করিয়ে দেশে হিন্দু-মুসলিম বিভেদ করিয়ে নির্বাচন জয়ের প্রচেষ্টা চালানো হবে। কৃষক নেতা বলেন, বিজেপির থেকে বিপদজনক কোনও রাজনৈতিক দল ভারতে নেই। যারা বিজেপির স্রস্টা ছিলেন, আজ তাঁরাই ঘরে বন্দি অবস্থায় রয়েছেন। টিকাইত বলেন, এই দেশে সরকারি তালিবানরা কবজা করেছেন। উনি হরিয়ানায় কৃষকদের উপর লাঠিচার্জ-এর প্রসঙ্গ টেনে এনে বলেন, যেই SDM-এর নির্দেশে কৃষকদের উপর লাঠি চালানো হয়েছিল, তাঁ