বড়সড় ধাক্কা পেল তালিবান; পাকিস্তানের শত চেষ্টাতেও হল না কাজ


তালিবানদের মান্যতা দিয়েছে পাকিস্তান। একাধিক বৈঠকের মাধ্যমে তালিবানের গুনগান গাইছে ইমরান খানের সরকার।তালিবানকে মান্যতা দেওয়ার জন্য বিদেশ সফরে গিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার থেকে এই সফরের শুরু।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই সফর চলাকালীন যাবেন তাজিকিস্তান, আর্মেনিস্তান, উজবেকিস্তান এবং ইরানে। কিন্তু সফরের শুরুতেই ধাক্কা খেল তালিবান। তালিবানকে মানতে নারাজ তাজিকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাজিকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক চলাকালীন তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাজিকিস্তান কোন‌ও উগ্রবাদী সরকারকে মানবে না।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেছেন, আফগানিস্তান দখলের পর থেকেই তালিবানের অমানসিক অত্যাচার সকলেই দেখেছে। এইরকম অত্যাচারী সরকারকে প্রাধান্য দেওয়া অসম্ভব। বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে, তাজিকিস্তানের রাষ্ট্রীয় তথ্য সংস্থা এজেন্সি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানের সংখ্যালঘু জনগণের কথা না ভেবেই এই সরকার তৈরি হয়েছে। তাই এই সরকার কখনোই মান্যতা পেতে পারে না। আফগানিস্তানের কিন্তু বড় ভূমিকা রয়েছে তাজিকদের। কারণ এই মুহূর্তে আফগানিস্তানে তাজিকদের সংখ্যা প্রায় ৪৬ শতাংশ।

The post বড়সড় ধাক্কা পেল তালিবান; পাকিস্তানের শত চেষ্টাতেও হল না কাজ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/2WyHwxX

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।