Posts

Showing posts from February, 2021

মদের আসরে অশ্লীল নাচ করে Pawri করলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, ভাইরাল হল ভিডিও

কলকাতাঃ  সামনেই বিধানসভা নির্বাচন। রাজ্যে কবে কোথায় নির্বাচন হবে তাঁর ঘোষণা হয়ে গিয়েছে। লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধিও। আর এরই মধ্যে তৃণমূলের নেতার এক বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে তৃণমূলের নেতাকে মদের আসরে দেখা যাচ্ছে। আর হিন্দি গানে ওনাকে অশ্লীল নাচ করতেও দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূলের অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, মদের বোতলের পিছনে অশ্লীল নাচ করা ওই ব্যক্তি কাঁথির ১ নম্বর ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অসিত গিরি। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সামনে একটি টেবিলে মদের বোতল দেখা যাচ্ছে। আর টেবিলে অনেক খাবারও দেখা যাচ্ছে। মদের বোতলের পিছনে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচতেও দেখা যাচ্ছে। ওনার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।  ভিডিওটি দেখে এটাই বোঝা যাচ্ছে যে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাঁর বন্ধুদের সঙ্গে কোনও পার্টিতে ব্যস্ত ছিলেন। আর সেই সময় কেউ গোপন ভাবে ওনার ভিডিও রেকর্ড করে ফেলেন এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। সো

কেন আব্বাস ভাইজানকে দেখে মাঝ পথেই বক্তৃতা ছেড়ে চলে যাচ্ছিলেন অধীর চৌধুরী, নিজেই জানালেন সে কথা

Image
কলকাতাঃ  গতকাল ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে লক্ষাধিক মানুষ নিয়ে সমাবেশ করে বামফ্রন্ট। বামেদের এই সমাবেশে তাঁদের জোট সঙ্গী আর আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও উপস্থিত ছিল। বামেদের সঙ্গে কংগ্রেসের আর বামেদের সঙ্গে আব্বাস সিদ্দিকীর দলের আসন নিয়ে সমঝোতা হলেও, কংগ্রেসের সঙ্গে আইএসএফ-এর এখনও পর্যন্ত আসন নিয়ে রফা হয়নি। আর সেই কারণে জোট নিয়ে চলছে নানান জটিলতা। আব্বাস সিদ্দিকী মঞ্চে ভাষণ দেওয়ার সময়ও কংগ্রেসকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল যে, তিনি কাউকে তোষামোদ করতে পারবেন না। তিনি নিজের হক, অধিকার ছিনিয়ে নেবেন। তবে গতকাল সংযুক্ত মোর্চার সমাবেশে যেমন ঐক্য দেখা গিয়েছে। তেমন একটি বড়সড় ফাটলও দেখা গিয়েছে। কংগ্রেস আর আইএসএফ-এর মধ্যে সেই ফাটল এখন জোটের ভবিষ্যৎ নিয়ে ভাবাচ্ছে। উল্লেখ্য, গতকাল আব্বাস সিদ্দিকী যখন ব্রিগেডের মঞ্চে উঠছিলেন তখন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম আব্বাস ভাইজানকে এগিয়ে গিয়ে আলিঙ্গন করে স্বাগত জানান। এগিয়ে গিয়েছিলেন সিপিএমএর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও। এছাড়াও কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সেই সময় মঞ্চে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীকে স্বাগত জানান।

বিজেপির কর্মী ও তাঁর বৃদ্ধা মাকে মারধর তৃণমূলের, নিজের মুখেই বললেন ভয়ংকর সেই রাতের কথা

দমদমঃ  বাড়িতে ঢুকে ভারতীয় জনতা পার্টির এক কর্মী আর তাঁর বৃদ্ধা মায়ের উপর উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে হামলা করা হয়েছে। এই হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ এই মামলায় একটি FIR দায়ের করেছে। বিজেপির কর্মী গোপাল মজুমদার অভিযোগ করে বলেছে যে, তৃণমূলের তিন ক্রমি ২৭ ফেব্রুয়ারি উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের নিমতায় তাঁর বাড়িতে ঢুকে তাঁর এবং তাঁর মায়ের উপর হামলা করে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি কর্মী বলেন, ‘শুক্রবার রাতে কয়েকজন লাঠি ডাণ্ডা নিয়ে আমার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আসে। বিজেপি করার অপরাধে ওঁরা আমার উপর হামলা করে। তাঁরা রিভলভারের বাট দলে মাথার পিছনে বারি মারে। এরপর আমি মাটিতে পড়ে যায়। আমি জানিনা এই হামলা কে করেছিল, তবে ওঁরা সবাই তৃণমূলের গুণ্ডা ছিল। আমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।” আরেকদিকে, শাসক দল তৃণমূল বিজেপির সমস্ত অভিযোগ খারি করে দিয়েছে। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, এটা পারিবারিক বিবাদের জেরে ঘটেছে। এর সঙ্গে তৃণমূলে কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের জেরে এই কাণ্ড ঘটেছে। এটা তাঁদের পারিবারিক বিষয় তৃণমূলের এতে কোনও হাত

এবছরে ১৪ টি মহাকাশ অভিযানের পরিকল্পনা নিয়েছে ISRO: কে শিবান

Image
নয়া দিল্লীঃ  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর চেয়ারম্যান কে শিবন রবিবার বলেন, ISRO ২০২১ এর জন্য ১৪ টি মিশনের যোজনা বানিয়েছে আর সেগুলোর মধ্যে এবছরের শেষে প্রথম মানববিহীন মিশনও আছে। শিবন ব্রাজিলের অ্যামেজনিয়া-১ আর অন্য ১৮ টি উপগ্রহের সফল পরীক্ষণের পর এই কথা জানান। তিনি বলেন, ‘আমাদের হাতে অনেক মিশন আছে। আমরা এইবছর ১৪ টি মিশন করব। সাতটি প্রক্ষেপণ যান মিশন আর ছয়টি উপগ্রহ মিশন, এর সাথে সাথে বছরের শেষের দিকে আমাদের প্রথম মানববিহীন মিশনও আছে। এটা আমাদের লক্ষ্য, আর আমাদের বিজ্ঞানীরা এখন এই লক্ষ্যেই কাজ করছেন।” ইসরো গগনযান-মানব মহাকাশ মিশনের আগে দুটি মানববিহীন মহাকাশ মিশনের যোজনা বানিয়েছে। গগনযান মিশন অনুযায়ী, ২০২২ পর্যন্ত তিনজন ভারতীয়কে মহাকাশে পাঠানোর পরিকল্পনা চলছে। মিশনের জন্য নির্বাচিত চারটি টেস্টেড পাইলট এখন প্রশিক্ষণ নিচ্ছেন। শিবন আশা করেছেন যে, ওনার টিম সবসময়ের মতো এবারও লক্ষ্যে অবিচল থাকবে আর সমস্ত উপলব্ধি হাসিল করবে। লক্ষণীয় বিষয় হল, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তাঁদের বাণিজ্যিক ইউনিট ‘নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড’-এর প্রথম নিবেদিত মিশনের আওতায় রবিবার শ্রীহিরকোটার স্পেস সেন্ট

২৫ কিমি ডবল লেন রোড তৈরি করতে লাগল মাত্র ১৮ ঘণ্টার সময়, এটাই আমাদের নতুন ভারত

নয়া দিল্লীঃ  সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রালয়ের অধীনে কাজ করা ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এর একটি অভূতপূর্ব কাজ লিমকা বুক অফ রেকর্ডে নাম লেখাতে চলেছে। উল্লেখ্য, NHAI ২৫.৫৪ কিমি সিঙ্গেল লেন রোডকে ডবল লেন করার কাজ মাত্র ১৮ ঘণ্টায় সম্পূর্ণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি এই কাজের জন্য সমস্ত ৫০০ কর্মচারী আর ঠিকাদার সংস্থা সহ NHAI এর প্রশংসা করেছেন। ठेकेदार कंपनी के 500 कर्मचारियों ने इसके लिए मेहनत की है। मैं उन कर्मचारियों सहित राष्ट्रीय राजमार्ग प्राधिकरण के परियोजना निदेशक, अधिकारी, ठेकेदार कंपनी के प्रतिनिधि और परियोजना अधिकारियों का अभिनंदन करता हूं। pic.twitter.com/KNbDWsoCnq — Nitin Gadkari (@nitin_gadkari) February 26, 2021 https://platform.twitter.com/widgets.js তিনি জানান NHAI সম্প্রতি সোলাপুর-বিজাপুর জাতীয় সড়কে ৪ লেন কাজ করার অন্তর্গত ২৫.৪৫ কিমি সিঙ্গেল লেন রাস্তা ডবল লেন করার কাজ মাত্র ১৮ ঘণ্টায় সম্পূর্ণ করে ফেলেছে। NHAI এবং ৫০০ কর্মীদের এই কাজ লিমকা বুক অফ রেকর্ডসে দায়ের হবে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি বলেন, ‘ঠিকাদার কোম্পানির ৫০০ কর্মী এই কাজের

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ, বললেন তিনি গর্ব করে নিজেকে চাওয়ালা বলেন

Image
নয়া দিল্লীঃ  কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ গুলাম নবী আজাদ তিনদিনের কাশ্মীর সফরে আছে। সেখানে গিয়ে তিনি প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের সবাইকে নিজের সত্যতা সবসময় বলা উচিৎ। প্রধানমন্ত্রী মোদী নিজেকে চা ওয়ালা বলতে গর্ববোধ করেন। কংগ্রেসের নেতা বলেন, ‘আমি গ্রামের মানুষ, আমি এতে গর্ব অনুভব করি। প্রধানমন্ত্রী মোদী বলেন তিনি বাসন মেজেছেন আর চা বিক্রি করেছেন। আমাদের সবার উচিৎ নিজের সত্যতা সবার সামনে বলা। কারণ আমরা সেটা নিয়েও বড় হয়েছি। আমি বড়বড় জায়গায় গিয়েছি, পাঁচ তাঁরা ৭ তাঁরা হোটেলেও গিয়েছি। কিন্তু নিজের পুরনো কথা স্মরণ করার একটা মজাই আলাদা।” গুলাম নবী আজাদ কেন্দ্র সরকারকে জম্মু কাআশ্মীরে গ্রাসরুট লেভেলে কাজ করার আবেদন করেছেন। তিনি বলেছেন, ‘দিল্লী সরকারের কাছে আবেদন করছি তাঁরা যেন জম্মু কাশ্মীরে গ্রাউন্ড লেভেলে কাজ করে। শিল্প বন্ধ আর ট্যাক্সও অনেক লাগছে। আমাদের রাজ্যের আয় জিরো হয়ে গিয়েছে। অর্থনীতি ঠিক করতে হবে আর রাজ্যের উন্নয়ন করতে হবে। এরজন্য ৩ থেকে ৪ গুণ বেশি টাকা দিল্লী থেকে আনতে হবে। জম্মুর রাস্তায় অনেক ঘুরেছি আমি। রাস্তার অবস্থা ভা

মঞ্চে আব্বাসকে দেখেই রেগে লাল অধীর চৌধুরী! চলেই যাচ্ছিলেন বক্তৃতা ছেড়ে

Image
কলকাতাঃ  বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার দলের। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর দাবি মেনে তাঁদের পছন্দমতো আসন ছেড়ে দিয়েছে বামেরা। কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনও বোঝাপড়া হয়ে ওঠেনি ভাইজানের। আব্বাসের দাবি মতো আসন ছাড়তে নারাজ প্রদেশ কংগ্রেস। আর সেই কারণে ব্রিগেডে আসবেন না বলেও জানিয়েছিলেন আব্বাস। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে ব্রিগেডে আসার ঘোষণা করেন আব্বাস সিদ্দিকী। আজ ব্রিগেডে আসা মাত্রই পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম এগিয়ে যান ভাইজানের দিকে। বুকে টেনে নিয়ে মঞ্চে স্বাগত জানান তিনি। এরপর সিপিআএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও ওনাকে বুকে টেনে নিয়ে স্বাগত জানান। মঞ্চে দাঁড়িয়ে ওনাকে স্বাগত জানান ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। সেই সময় মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি নিজের বক্তব্য থামিয়ে রেখেছিলেন ঠিকই, কিন্তু ভাইজানকে স্বাগত জানানোর জন্য এগিয়ে যান নি। এমনকি আব্বাস মঞ্চে ওঠা মাত্র অধীরবাবু গোসা করে বক্তৃতা ছেড়েও চলে যাচ্ছিলেন। তখন বিমান বসু এগিয়ে এসে আবেদন করে অধীরবাবুকে ভাষণ চালিয়ে যেতে বলেন।

প্রার্থী নেই! নিজের দলকেই ভোট দিতে পারলেন না কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল

Image
আহমেদাবাদঃ  গুজরাটে আজ স্থানীয় নির্বাচনের জন্য ভোটিং হচ্ছে। রবিবার সকাল সাতটা থেকে ৮১ টি পুরসভা, ৩১ টি জেলা পঞ্চায়েত আর ২৩১ টি পঞ্চায়েত সদস্যের আসনের জন্য ভোটিং হচ্ছে। আর এই ভোটিংয়ের মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে, কংগ্রেসের কার্যকারী অধ্যক্ষ হার্দিক প্যাটেল নিজের দলকেই ভোট দিতে পারলেন না। উল্লেখ্য, হার্দিক প্যাটেল যেই ওয়ার্ডের ভোটার সেখানে কংগ্রেসের কোনও প্রার্থীই নেই। হার্দিক প্যাটেল আহমেদাবাদ জেলার বিরমগাম পুরসভা এলাকার বাসিন্দা। সেখানকার ২ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি। সেখানে বিজেপি আর নির্দলীয় প্রার্থী ভোটে দাঁড়িয়েছে। ভোটিংয়ের পর হার্দিক প্যাটেল বলেন, ‘আমাদের এলাকার উন্নয়নের কথা যে বলবে তাঁকেই সমর্থন করব। এখানকার নির্দলীয় প্রার্থীকে ভোট দিয়েছি। কারণ কংগ্রেস এই নির্দলীয় প্রার্থীকে সমর্থন করেছে। ইনি ভোটে জয়লাভ করে আমাদের এলাকার উন্নয়ন করবেন। গুজরাটের কর্পোরেশন নির্বাচনে কংগ্রেসের লজ্জাজনক হারের পর দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। হার্দিক প্যাটেল নিজের দলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন যে, কংগ্রেস ওনার জন্য একটি সাধারণ মিটিংয়ও আয়োজন করেছি। হার্দিক দাবি করেছিলেন, দল ওনাকে সঠিক ভাবে ব্য

জোর করে দুই নাবালিকার ধর্মান্তকরণ করতে চাইছিল সোহেল আর হাসান! গণপিটুনি দিয়ে থানায় ইয়ে গেল জনতা

ইন্দোরঃ  মধ্যপ্রদেশের ইন্দোর থেকে এক অবাক করা মামলা সামনে এসেছে। সেখানে দু’জন অভিযুক্ত দুজন নাবালিকার সঙ্গে গাড়িতে অভদ্র ব্যবহার করছিল। এরপর জনতা অভিযুক্তকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ তদন্তে জানতে পারে যে, অভিযুক্ত নাবালিকাদের ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দিচ্ছিল। বলে দিই, ইন্দোর পুলিশ শনিবার দুই যুবকের বিরুদ্ধে ধর্ম পরিবর্তন করার চাপ সৃষ্টি করার জন্য মামলা দায়ের করেছে। এই ঘটনা ইন্দোরের জাম গেট মন্ডলেশ্বরের আশেপাশে হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় সোহেল আর হাসান নামের দুই অভিযুক্ত দুজন নাবালিকাকে নিজের গাড়িতে বসিয়ে জন্মদিন পালন করার জন্য ইন্দোর থেকে মণ্ডলেশ্বর নিয়ে গিয়েছিল। রাস্তায় ওই দুই যুবক নাবালিকাদের সঙ্গে অভদ্র ব্যবহার করে। নাবালিকারা সেটার বিরোধিতা করলে তাঁদের হুমকি দেওয়া হয়। এরপর আশেপাশের মানুষ সেখানে জড়ো হয় আর অভিযুক্তদের ধরে ফেলে। জনতা প্রথমে দুই অভিযুক্তকে পেটায় এরপর তাঁদের মণ্ডলেশ্বর থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানায়, দুই অভিযুক্তই নাবালিকাদের ধর্ম পরিবর্তন করে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। পুলিশ জানায়, এই চা

জিতলে ইমামদের ভাতা বাড়ানো হবে, মসজিদে গিয়ে ঘোষণা ফিরহাদ হাকিমের

তৃণমূল কংগ্রেসের নেতা ফিরহাদ হাকিমের উপর গুরুতর অভিযোগ উঠেছে। আসলে নির্বাচন কমিশন দ্বারা বিধানসভা নির্বাচনে দিনক্ষন ঘোষণা করে দেওয়া হয়েছে। একই সাথে রাজ্যে মডেল অফ কন্ডাক্ট লাগু রয়েছে। তবে ফিরহাদ হাকিম নির্বাচনী আচরণবিধি উলঙ্ঘণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ফিরহাদ হাকিমকে শনিবার দিন এক মসজিদে রাজনৈতিক ভাষণ দিতে দেখা গেছে। মডেল অফ কন্ডাক্টে স্পষ্ট বলা হয়েছে ভোট অর্জন করার জন্য কোনোভাবে জাতি বা সাম্প্রদায়িক অনুভূতিকে কাজে লাগানো যাবে না। মন্দির, চার্চ,মসজিদ বা অন্য কোনো ধার্মিক স্থলকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যাবহার করা যাবে না। হিন্দি নিউজ চ্যানেল টিভি নাইন ভারতবর্ষ তাদের এক্সক্লুসিভ স্টোরিতে জানিয়েছেন যে ফিরহাদ হাকিম মসজিদে গিয়ে রাজনৈতিক শ্লোগান দিয়েছেন। রাজ্যের মুসলিম ভোট ব্যাংকে প্রভাব ফেলতে ১৯ বছর আগের গুজরাট দাঙ্গার কথা ফিরহাদ হাকিম উঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উষ্কানীমূলক ভাষণ দিয়ে ফিরহাদ হামিক বলেন, ২০০২ সালের দাঙ্গাকে পশ্চিমবঙ্গে পুনরাবৃত্তি করার অনুমতি দেওয়া যাবে না। উনি মসজিদে উপস্থিত মুসলিমদের কাছে বিজেপি ভোট না দেওয়ায় জন্য অনুরোধ করেন। ममता के मंत्री फिरहाद हकीम का भड़काऊ बयान..

রাম মন্দিরের জন্য এক টাকাও দান করবেন না! জানালেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা

জয়পুরঃ  অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য বিজেপি এবং হিন্দু সংগঠনের কর্মীরা দেশজুড়ে চাঁদা সংগ্রহ অভিযানে নেমেছে। এখনও পর্যন্ত অনেকেই লক্ষ লক্ষ টাকা কোটি টাকারও দান করেছেন। রাজনৈতিক নেতা থেকে শুরু করে বলিউডের শিল্পীরাও রাম মন্দির নির্মাণের জন্য দান করেছেন। যদিও কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা রাম মন্দিরের জন্য চাঁদা দেবেন না বলে জানিয়েছেন। তিনি রাম মন্দিরের জন্য চাঁদা দিতে একটি শর্ত রেখেছেন। সংবাদসংস্থা ANI যে রবার্ট বঢরা জানান, ‘আমি যদি এর আগে কোনও চার্চ, মসজিদ আর গুরুদ্বারায় চাঁদা দিয়ে থাকতাম, তাহলে মন্দিরের জন্য দিতাম। যখন দেখব দেশে মন্দির, চার্চ, মসজিদ আর গুরুদ্বারার জন্য চাঁদা জড়ো করা হচ্ছে। সেদিন আমিও চাঁদা দেব।” দু’দিন আগে রাজস্থানের জয়পুরে বিখ্যাত মোতি ডুগরি মন্দিরের দর্শনে গিয়ে এই মন্তব্য করেন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা। এখনও রাজনীতিতে নামেন নি রবার্ট। তবে বিগত কিছু সময় ধরে ওনার রাজনীতিতে নামা নিয়ে জল্পনা উঠছে। ওনাকে রাজনীতিতে নামা নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেন, ‘সব জিনিসের সময় আছে। রাজনীতির জন্যও সঠিক সময়ের দরকার। আমি রাজনীতি থেকে দূরে থেকেও র

রাম মন্দির নির্মাণের জন্য এগিয়ে এসেছে গোটা ভারত, এখনও পর্যন্ত জমা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা

নয়া দিল্লীঃ  অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য দান সংগ্রহ করার অভিযান গতকাল শেষ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে যে, জানুয়ারির প্রথম দিকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ২ হাজার কোটি টাকা জড়ো হয়েছে। তবে এখনও গণনা চলছে। এছাড়াও মন্দিরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কাজ এখনও চলছে। আর সেই টাকা জমা হওয়ার কাজ শেষ হলে মোট চাদার পরিমাণ ২ হাজার কোটি টাকার অনেক বেশি হতে পারে বলে জানা যাচ্ছে। রাম মন্দির নির্মাণের জন্য দেশ আর বিদেশ থেকে চাঁদা আসছে। রাম মন্দির নিধি সমর্পণ অভিযানের শুভারম্ভ মকর সংক্রান্তির দিন ১৫ জানুয়ারি থেকে হয়েছিল। দান সংগ্রহ করার জন্য টিম প্রায় ৫ লক্ষ গ্রামে ঘুরেছে। স্বয়ংসেবকদের দ্বারা প্রাপ্ত দান রাশি শ্রী রাম তীর্থক্ষেত্র ট্রাস্টের SBI/PNB/BOB ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। ইংরেজি সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় অয্যোধ্যার ট্রাস্ট কার্যালয়ের ভারপ্রাপ্ত সদস্য প্রকাশ গুপ্তা বলেন, আপাতর ওনার কাছে শুধু আনুমানিক রাশি আছে। যেটা পায় ২ হাজার কোটি টাকার। তিনি আরও বলেন, গণনা আর অডিটের পুরো প্রক্রিয়ায় এক মাসের বেশি সময় লাগতে পারে। অনেক চেক এখনও ব্যাঙ্কে জমা আছে আ

অ্যান্টার্কটিকায় ভেঙে পড়ল দিল্লীর আয়তনের একটি সুবিশাল তুষারস্তূপ! বহু শহর প্রবল জলোচ্ছ্বাসে ডোবার আশঙ্কা

Image
নয়া দিল্লীঃ  অ্যান্টার্কটিকায় ১ হাজার ২৭০ বর্গ কিমির আকারের একটি হিমখণ্ড ভেঙে গিয়েছে। এই হিমখণ্ড দেশের দুটি সবথেকে বড় শহরি এলাকা দক্ষিণ এবং উত্তর দিল্লী নগর নিগমের প্রায় সমান। দক্ষিণ এবং উত্তর দিল্লী নগর নিগমের আয়তন মোট ১ হাজার ২৯২ বর্গ কিমি। আর ভেঙে যাওয়া হিমখণ্ডের আয়তন ১ হাজার  ২৭০ বর্গ কিমি। ভেঙে পড়া এই হিমখণ্ড ১৫০ মিটার পুরু। ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভে দ্বারা এই হিমখণ্ডের একটি ছবি শেয়ার করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই হিমখণ্ড বার্ন্ট আইস সেলফ অঞ্চলে ভেঙেছে। এই বিভাজনকে ‘কলভিং’ বলা হয়, যেখানে হিমশীতল অঞ্চল থেকে বিস্তৃত আইসবার্গগুলি পৃথক হয়। বর্তমান ক্যালভিংটি ২০২০ সালের নভেম্বরে প্রথম রেকর্ড করা হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে এর বিচ্ছেদের গতি প্রতিদিন এক কিমি পর্যন্ত পৌঁছেছিল। শুক্রবার, অবশেষে এই বিশাল হিমখণ্ডের ভেঙে পড়ার ঘোষণা করা হয়েছে। অ্যান্টার্কটিকায় এত বরফ রয়েছে যে এটি যদি ভেঙে সাগরে গলে যায়, তবে জলের স্তর ৭০ মিটার বৃদ্ধি পাবে। অনেক শহর এবং দ্বীপগুলি সম্পূর্ণ ডুবে যাবে। The post অ্যান্টার্কটিকায় ভেঙে পড়ল দিল্লীর আয়তনের একটি সুবিশাল তুষারস্তূপ! বহু শহর প্রবল জলোচ্

বামেদের ব্রিগেডে আসার পরিকল্পনা করেও মত বদল তেজস্বীর, দেখা করবেন শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে

কলকাতাঃ বিহার ভোটে জিততে না পারলেও সবার মন জয় করে নিয়েছিলেন লালুপুত্র তেজস্বী যাদব। বিজেপিকে একেবারে ল্যাজে গোবরে করে দিয়েছিল RJD-কংগ্রেস আর বামেদের মহাজোট। সেই সুত্রে বাংলার নির্বাচনেও RJD কে নিয়ে এগোনোর চিন্তাভাবনা ছিল আলিমুদ্দিনের। শনিবার রাত পর্যন্ত বামেদের তরফ থেকে জানানো হয়েছিল যে, বিহার ভোটের ম্যান অফ দ্য ম্যাচ তেজস্বী যাদব ব্রিগেডে আসছেন। ভাষণও দেবেন। আর তিনিই হবে এবারের ব্রিগেডের সবথেকে তরুণ মুখ। কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই জানা গেল যে তেজস্বী যাদব বামেদের ব্রিগেডে আসছেন না। তবে তিনি বামেদের ব্রিগেডের দিনে কলকাতায় আসছেন। আর কলকাতায় এসে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন। আর এই সাক্ষাৎ আয়োজন করেছে সিপিআইএম লিবারেশন। বলে রাখি, ২০২০ এর বিহার ভোটে RJD-র শরিক দল ছিল এই সিপিআইএম লিবারেশন। প্রাপ্ত খবর অনুযায়ী, বিহারের মতো এরাজ্যেও লালুর দলের সঙ্গে জোট করার জন্য উঠেপড়ে লেগেছিল আলিমুদ্দিন। এমনকি কলকাতায় জোড়াসাঁকো আর এন্টালি এই দুটি আসনও RJD কে ছাড়তে রাজি হয়েছিল বামেরা। তবে RJD জামুড়িয়ার আসনটিও দাবি করে। এরপরই জোট নিয়ে তৈরি হয় জট। আলিমুদ্দিন কলকাতার দুটি আসন

বাম ব্রিগেডে এসেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণে লালুপুত্র তেজস্বী যাদব! হবে জোট নিয়ে আলোচনা

Image
কলকাতাঃ  আজ সেই বহুপ্রতীক্ষিত ব্রিগেড। আজকের এই ব্রিগেডকে ঐতিহাসিক করার লক্ষ্যে বিগত কয়েকমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছে বাম এবং কংগ্রেসের কর্মীরা। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা। বিমান বসুর কথায়, এই ব্রিগেডে কম বেশি ১০ লক্ষ মানুষ আসবে। শাসক-বিরোধী সবাই কাঁপবে ব্রিগেডের জনসংখ্যা দেখে। আরেকদিকে, ব্রিগেডে বাম-কংগ্রেস এবং আব্বাস সিদিক্কী ছাড়াও উপস্থিত থাকছেন বিহারের নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব। ব্রিগেডে সবথেকে তরুণ মুখ হবেই এই তেজস্বী। তাহলে কি জোটে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন RJD ও নাম লেখাচ্ছে? যদিও এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে, সবথেকে বড় বিষয় হল বামেদের ব্রিগেডে যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করার সময় চেয়েছেন RJD নেতা তেজস্বী যাদব। সুত্র অনুযায়ী, তেজস্বীর ডাকে সাড়াও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে যে, ব্রিগেড শেষ করে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করে বিহারে ফিরবেন লালু পুত্র। বলে রাখি, ২০২০ এর বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদব এবং কংগ্রেসের সঙ্গে জোট করেছিল বামেরা। আর

ঋণে জর্জরিত সুপার পাওয়ার! দেশ চালাতে ভারতের থেকে ২১৬ বিলিয়ন ডলার ধার নিয়েছে আমেরিকা

নয়া দিল্লীঃ  করোনার কারণে গোটা বিশ্বের অর্থনীতি চরম প্রভাবিত হয়েছে। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকাও এর থেকে রেহাই পায়নি। আমেরিকার অর্থনীতি ভারতের তুলনায় ৭ গুণ বড়। আমেরিকার অর্থনীতি ২১ ট্রিলিয়ন ডলারের। একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবথেকে বড় অর্থনীতির দেশে ঋণের বোঝা ২৯ ট্রিলিয়ন ডলার (২৯ লক্ষ কোটি ডলার) হয়ে গিয়েছে। ভারতীয় অর্থনীতির থেকে এই ঋণ প্রায় ১০ গুণ বেশি। আমেরিকা ভারতের থেকে ২১৬ বিলিয়ন ডলার (১৫ লক্ষ কোটি টাকা) ঋণ নিয়েছে। ২০২০ সালে আমেরিকার মোট ঋণ ২৩.৪ ট্রিলিয়ন ডলার ছিল। সেই হিসেবে আমেরিকার প্রতি ব্যক্তির উপর ৭২৩০৯ ডলার (৫২ লক্ষ টাকার) এর ঋণ ছিল। The U.S., the world's largest economy, owes India $ 216 billion in #loan as the country's #debt grows to a record $ 29 trillion https://t.co/XOLyIE7b4V — The Hindu (@the_hindu) February 27, 2021 https://platform.twitter.com/widgets.js নতুন এই রিপোর্টে এই সময় আমেরিকার প্রতি ব্যক্তি পিছু ৮৪ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ টাকা) এর ঋণ আছে। আমেরিকান কংগ্রেস অ্যালেক্স মুনি বলেন, আমেরিকা সবথেকে বেশি চীন আর জাপানের থেকে ঋণ

নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ কমিশনের! আইজি-আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল জাভেদ শামিমকে

কলকাতাঃ  গতকালই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এরাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে যাদের দায়িত্ব দেওয়া হয়ছে, তাঁরা কড়া হবেন এর আগেই প্রমাণ পাওয়া গিয়েছিল। আর কমিশন নিযুক্তের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল কমিশন। বলে রাখি, ভোট ঘোষণার দিন কয়েক আগেই এই পদ থেকে জ্ঞানবন্ত সিংকে সরিয়ে জাভেদ শামিমকে পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর দেওয়া পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে এডিজি আইনশৃঙ্খলা পদে বসানো হল দমকলের বর্তমান ডিজি তথা সিনিয়র IPS অফিসার জগমোহনকে। ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচন কমিশনের এই পদক্ষেও বেশ তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশন এর আগেই আশ্বস্ত করেছিল যে, এবার রাজ্যে ভোট নির্বিঘ্নে হবে। আর শান্তিপূর্ণ ভোট করানোর কথা মাথায় রেখে কমিশন রাজ্যে ৮ দফার ভোট রেখেছে। এছাড়াও রাজ্যে কমিশনের দায়িত্বে পাঠানো হয়েছে দুঁদে IPS অফিসার বিবেক দুবেকে। বিবেক দুবে এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যের দায়িত্বে ছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার ওনার কথা উল্লেখ করে বলেছেন যে, তিনি হলে ‘বেস্ট অফ দ্য বেস্ট অফিসার।” বিবেক দুবেকে ফের রাজ্যের নির্বাচন

নতুন ষড়যন্ত্র পাকিস্তানের! অভিনন্দন বর্তমানের নতুন একটি এডিটেড ভিডিও প্রকাশ করল ইমরান সরকার

নয়া দিল্লীঃ  দুই বছর আগে ২৭ ফেব্রুয়ারি ভারতীয় সীমান্তে ঢোকা পাকিস্তানি লড়াকু বিমান গুলোকে তাড়াতে ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়েছিলেন। ওনাকে দু’দিন পর পাকিস্তানের থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল। পাকিস্তানি মিডিয়া অনুযায়ী, দু’বছর পর অভিনন্দন বর্তমানের একটি নতুন ভিডিও জারি করা হয়েছে, যেটা এর আগে কেউ কখনো দেখিনি। নতুন এই ভিডিওতে অভিনন্দনকে দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের কথা বলতে দেখা যাচ্ছে। ওনাকে এও বলতে দেখা যাচ্ছে যে, দুই দেশের মধ্যে কোনও পার্থক্য খুঁজে পাননি তিনি। যদিও, এটা এখনও জানা যায়নি যে এই ভিডিও পুরোনো না নতুন। আর ভিডিওতে এডিটিং দেখে ভিডিওর সত্যতা নিয়ে আশঙ্কা জাহির হচ্ছে। ভিডিওতে অভিনন্দকে বলতে শোনা যাচ্ছে যে, ‘উপর থেকে প্যারাসুটে করে নীচে আসার সময় আমি দুটি দেশই দেখেছি। দুই দেশের মধ্যে আমি কোনও পার্থক্য খুঁজে পাইনি। দুই দেশই সুন্দর। যখন আমি নীচে নামি তখন আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে আছি না ভারতে। দুই দেশই একই রকম। আমি গুরুতর আহত ছিলাম আর নড়াচড়াও করতে পারছিলাম না।” ভিডিওতে অভিনন্দন বলেন, ‘আমি এটা জানার চেষ্টা করছিলাম যে, আমি এখন কোথায়

তৃণমূলে ভাঙন অব্যাহত! ভোট ঘোষণার পরের দিনই পঞ্চায়েত দখল করল বিজেপি

কলকাতাঃ গতকাল বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। রাজ্যে আট দফার নির্বাচন করার সাথে সাথে নজিরবিহীন ভাবে দুটি পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করেছে মুখ্য নির্বাচন কমিশন। রাজ্যে আট দফার ভোট নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ছোট-বড় নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, কেন্দ্রের ইশারায় আর মোদী-শাহকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এভাবে নির্বাচন ফেলা হয়েছে রাজ্যে। আরেকদিকে, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, ‘বিরোধী থাকার সময় ২০১১ সালে নিজেই ৭ থেকে ৮ দফার ভোট চাওয়া মানুষ এখন ৮ দফা ভোটের বিরোধিতা করছেন কেন?” শমীকবাবু আরও বলেন, ‘বাংলার বিগত ১০ বছরে কোনও উন্নতি হয়নি। আর সেই কারণেই ৮ দফার ভোট। অন্য সব রাজ্যে ১ অথবা দুই দফায় ভোট হয়ে যায়। এরজন্য গোটা দেশে বাঙালীদের মাথা হেঁট হচ্ছে। আর এরজন্য দায়ি একমাত্র তৃণমূল নেত্রী।” একদিকে যেমন ভোটের নির্ঘণ্ট নিয়ে ঝটকা খেলো তৃণমূল। তেমনই নির্ঘণ্ট ঘোষণার পরের দিন আরও একটি বড়সড় ঝটকা খেলো শাসক দল। নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই তৃণমূলের থেকে আস্ত একটি প

আরও একটি বিশিষ্ট আন্তর্জাতিক পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী, তাকিয়ে দেখবে গোটা বিশ্ব

নয়া দিল্লীঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা গোটা বিশ্বেই ছড়িয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যেভাবে এগিয়ে চলছে, সেটা দেখে সবাই প্রভাবিত হয়েছে। আর এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি আন্তর্জাতিক সন্মান পেতে চলেছেন। আগামী সপ্তাহে একটি বার্ষিক আন্তর্জাতিক সন্মেলনে ওনাকে শক্তি এবং পরিবেশগত নেতৃত্ব পুরষ্কার (CERAWeek global energy and environment leadership award) দিয়ে সন্মানিত করা হবে। নিউজ এজেন্সি পিটিআইয়ের তথ্যমতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাওয়ার এবং পরিবেশ রক্ষা করার প্রতিশ্রুতির জন্য সম্মানিত হবেন। আন্তর্জাতিক শক্তি সম্মেলনের আয়োজক আইএইচএস মার্কিট বলেছে, এই সম্মেলনটি এবার ২ থেকে ৩ মার্চ অনুষ্ঠিত হবে। এটি এর ৩৯ তম সংস্করণ হবে। এই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মূল্যবান বক্তব্য রাখবেন। সম্মেলনের মূল বক্তাদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ মার্কিন রাষ্ট্রদূত জন কেরি, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং ব্রেকথ্রু এনার্জির প্রতিষ্ঠাতা বিল গেটস এবং সৌদি অরামকো’র সিইও আমিন নাসির উপস্থিত থাকবেন। আইএইচএস মার্কেটের ভাইস

খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে কঠোর হল শিবরাজ সরকার, মিলবে যাবজ্জীবন কারাদণ্ড

ভোপালঃ  মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকারের মন্ত্রীমণ্ডল শুক্রবার খাদ্য সামগ্রীতে ভেজাল মেশানো ব্যবসায়ীদের আজীবন কারাদণ্ড দেওয়ার আইনকে সম্মতি দিয়েছে। এই কথা জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। তিনি বলেন, খাদ্য সামগ্রীতে ভেজাল মেশানো ব্যক্তিদের এবার কড়া সাজা হবে। নরোত্তম মিশ্রা বলেন, ‘মধ্যপ্রদেশের মন্ত্রীমণ্ডল খাদ্য সামগ্রীতে ভেজাল মেশানো মানুষদের এবার কড়া সাজা দেবে। মধ্যপ্রদেশের ক্যাবিনেট নতুন আইনকে সম্মতি জানিয়েছে। এই আইনে অভিযুক্ত ব্যক্তির আজীবন কারাদণ্ডের নিদান দেওয়া হয়েছে।” বলে রাখি, ২০১৯ এর ডিসেম্বর মাসে ভেজাল খাদ্য খেয়ে যেই সমস্যা সামনে আসে, সেটা নিয়ে একটি সচেতনতা র‍্যালি করা হয়েছিল। সেদিনের সেই র‍্যালিতে ছোট থেকে বড় সবাই অংশ নিয়েছিলেন। এই র‍্যালি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে হয়েছিল। র‍্যালিতে সবাই ভেজাল মুক্ত খাদ্য সামগ্রীর দাবি জানিয়েছিল। এরপর জায়গায় জায়গায় ভেজাল বিরোধী অভিযানে তল্লাশি চালানো হয়। সম্প্রতি মধুতে ভেজাল মেশানো নিয়ে দেশজুড়ে চর্চা হয়। এছাড়াও দুধেও ভেজাল মেশানোর বিরুদ্ধে সরব হয় সবাই। বলে রাখি, দেশজুড়ে খাদ্য সামগ্রীতে ভেজাল মেশানোর কাজ চলে। এই ভেজাল খাদ

চীনকে বড়সড় ঝটকা দিল শ্রীলঙ্কা, ভারতের উপর জাহির করল সম্পূর্ণ ভরসা

নয়া দিল্লীঃ  চীনকে বড়সড় ঝটকা দিয়ে শ্রীলঙ্কা সরকার চীনা সিনফার্মা কোভিড ভ্যাকসিনের ব্যবহার রদ করল। এবার ১৪ মিলিয়ন মানুষকে ভারতে নির্মিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহার করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্যাবিনেটের সহ-মুখপাত্র ডঃ রমেশ পথিরানা সাংবাদিকদের জানান, চীনের ভ্যাকসিন সিনফার্মা এখনও পর্যন্ত তৃতীয় পর্যায়ের পরীক্ষণ সম্পন্ন করেনি। তিনি আরও বলেন, তিনি আরও বলেছিলেন যে চীনা ভ্যাকসিনের নিবন্ধকরণ সম্পর্কিত একটি সম্পূর্ণ ডসিয়র এখনও পাওয়া যায়নি। সহ-মুখপাত্র বলেন, শ্রীলঙ্কা বেশীরভাগ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের উপর নির্ভর করবে। তিনি বলেন, আপাতত আমাদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়েই চলতে হবে। যে মুহুর্তে আমরা চীনা প্রস্তুতকারকের কাছ থেকে ভ্যাকসিনের সম্পূর্ণ নথি পাচ্ছি, তখনই আমরা সেটিকে নিবন্ধকরণের বিষয়ে বিবেচনা করতে পারি।” রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ৫ কেও এখনও অনুমোদন দেয়নি শ্রীলঙ্কা সরকার। আর সেই কারণে শ্রীলঙ্কার প্রতিটি ব্যক্তিকে করোনার টিকা দেওয়ার জন্য সে দেশের সরকার ভারতে তৈরি ভ্যাকসিনের উপরেই ভরসা রাখছে। শ্রীলঙ্কার ক্যাবিনেট সেরাম ইনস্টিটি

আপনার জন্যই বাংলায় ৮ দফায় ভোট! গোটা দেশে বাঙালীদের মাথা হেঁট করছেন আপনিঃ শমীক ভট্টাচার্য

কলকাতাঃ  গতকাল বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। অসমে তিন দফায় নির্বাচন। আর পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচন হওয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেছেন মোদী-শাহকে বাংলায় নির্বাচনী প্রচারের সুবিধা পাইয়ে দিতেই এরকম দিনক্ষণ রাখা হয়েছে। এছাড়াও আট দফার নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতারা। এবার তৃণমূল সুপ্রিমোকে এই ইস্যুতে একহাতে নিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘২০১১ সালে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সাত দফার নির্বাচনের দাবি করেছিলেন। তাহলে এখন বিরোধিতা করছেন কি করে?” শমীকবাবু বলেন, ‘বিহারের মতো রাজ্যে ৩ দফায় ভোট হচ্ছে। আর বাংলায় ৮ দফায়। এতে গোটা দেশের সামনে বাঙালীদের মাথা হেঁট হচ্ছে। ১০ বছর রাজ্যে ক্ষমতায় থেকে মুখ্যমন্ত্রী একফোঁটাও রাজ্যের উন্নতি করতে পারেন নি।” শমীকবাবু বলেন, ‘রাজ্যে উন্নতি করার বদলে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লোকসভা নির্বাচনে যেখানে যেখানে অবাধে ভোট হয়েছিল, সেখানে সেখানে বিজেপি জিতেছে। এবারেও জিতবে।” শমীকবাবু বলেন, ‘

ভোট ঘোষণা হলেও তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা হল না! জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতাঃ  ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেই সেই দিনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করে দেন। এতবছর ধরে এটাই চলে আসছিল। কিন্তু ছন্দ কাটল গতকাল। শুক্রবার কমিশনের তরফ থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর তৃণমূল নেত্রী প্রেস বার্তা করেছিলেন ঠিকই, কিন্তু কোনও প্রার্থীর নাম ঘোষণা করেন নি। এতদিনের ট্র্যাডিশন কেন ত্যাগ করলেন তিনি? এই নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যের ২৯৪ এর মধ্যে একটি আসনে প্রার্থীর নাম অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। সেই আসনটি হল নন্দীগ্রাম। সেখানে তৃণমূল সুপ্রিমো নিজেই প্রার্থী। আর বাকি ২৯৩ টি আসনের জন্য প্রার্থীদের নাম একদিনেই ঘোষণা হবে, না ধাপে ধাপে ঘোষণা হবে সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা। গতকাল তৃণমূল নেত্রী বাড়িতে থেকেও প্রার্থীদের নাম ঘোষণা না করায় জল্পনার সৃষ্টি হয়েছে। ২০১৯ এ লোকসভা ভোটে বড়সড় ধাক্কা খাওয়ার পর ভোট কুশলী প্রশান্ত কিশোরকে তৃণমূলের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে কি প্রশান কিশোরের কথায় এই ট্র্যাডিশন ভাঙলেন তৃণমূল সুপ্রিমো? প্রাপ্ত খবর অনুযায়ী, পিকের আইপ্যাক টিম রাজ্যের ২৯৪ টি আসনে নিখুঁত সার্ভে করছে। আর সেই সার্ভে মতই প্রার্থীদের

একটু কোমর বেঁধে নামুন! বিজেপিকে হারাতে বামেদের বার্তা তৃণমূল সাংসদ সৌগত রায়ের

Image
বারাসাতঃ  গতকাল বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতাদের। একই ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, আট দফায় নির্বাচন না করালে রাজ্যে অশান্তি আছে সেটা প্রমাণ হবে কীভাবে? তবে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চূড়ান্ত বলেই মেনে নিয়েছেন। আর এও জানিয়েছেন, যতই অসুবিধে হোক না কে, তৃণমূলই জিতবে। তৃণমূল সাংসদ জানান, কেন্দ্র সরকারের থেকে প্রভাবিত হয়েই রাজ্যে আট দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আরেকদিকে, বারাসাতের একটি সভা থেকে তৃণমূল বিধায়ক চিরঞ্জিতও আট দফায় নির্বাচন ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে অশান্তি আছে সেটা প্রমাণ করার ব্লুপ্রিন্ট হল কমিশনের আট দফার নির্বাচন ঘোষণা। এছাড়াও বারাসাতের সভা থেকে চিরঞ্জিত এও জানান যে, তিনি টিকিট পেলেই দলের নির্বাচনী প্রচারে আসবেন। নচেৎ না। একই সভা থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই বারাসাত একসময় ফরওয়ার্ড ব্লকের দুর্গ ছিল। কিন্তু সেটি এখন নেই। সৌগত রায়

১ ও ৫ টাকার কয়েন দিয়ে নির্মিত হল ভগবান শ্রীরামের অসাধারণ শিল্পকলা, ভূয়সী প্রশংসা পাচ্ছে শিল্পীরা

ব্যাঙ্গালুরুঃ যখন থেকে শ্রীরামের জন্মভূমি অয্যোধ্যাতে ভগবান শ্রীরামের ভব্য মন্দিরের নির্মাণ শুরু হয়েছে, তখন থেকে ভারতীয়দের ভগবান শ্রীরামের প্রতি আস্থা আরও বেড়ে গিয়েছে। দেশজুড়ে ভগবান শ্রীরামের প্রতি ভক্তি ছড়িয়ে পড়েছে আর সবাই নিজের মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন। সম্প্রতি কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে শ্রীরামের একটি অতুলনীয় মূর্তি বানানো হয়েছে। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে কয়েকজন শিল্পী মিলে ‘কয়েন” দিয়ে শ্রীরামের অদ্ভুত মূর্তি বানিয়েছেন। ওই মূর্তি দেখতে যতটা ভব্য, ততটাই সুন্দর। এই মূর্তি থেকে নজর সরানো মুশকিল। এই অদ্ভুত মূর্তি রাষ্ট্র ধর্ম ট্রাস্ট নামের একটি সংগঠন বানিয়েছে। মূর্তিটিকে লালবাগ পশ্চিম গেটের পাশে বানানো হয়েছে। এই অদ্ভুত সুন্দর মূর্তিটি দেখতে ভক্তরা ভিড় জমাচ্ছে। Karnataka: A structure of Lord Ram made of Re 1 and Rs 5 coins displayed in Bengaluru "We have used 60,000 coins to make this structure. These coins are worth about Rs 2 lakhs," said an Artist (25.02.2021) pic.twitter.com/qbXGHmZiHL — ANI (@ANI) February 25, 2021 https://platform.twitter.com/widget

আপনার বিধানসভা আসনে কবে ভোট? জানুন ২৯৪ টি আসনের নির্ঘণ্ট

কলকাতাঃ  আজ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে মোট ৮ টি দফায় হতে চলেছে নির্বাচন। ২০১৬ এর নির্বাচনের তুলনায় ২০২১ এর নির্বাচনে ৩১.৬৫ শতাংশ বুথের সংখ্যা বেড়েছে। এবারের নির্বাচনে ১,০১,৯১৬ টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট হবে ২৭ মার্চ। ভোট শেষ হবে ২৯ এপ্রিল। গণনা ২ মে। প্রথম দফায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। ভোটগ্রহণ হবে ২৭ মার্চ ২০২১ শনিবার।  পূর্ব মেদিনীপুরের ৭ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … এগরা, পটাশপুর, রামনগর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি, ভগবানপুর। পশ্চিম মেদিনীপুরের ৬ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … শালবনি, কেশিয়াড়ি, খড়গপুর গ্রামীণ, গড়বেতা, দাঁতন, মেদিনীপুর। পুরুলিয়ার ৯ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … রঘুনাথপুর, বান্দোয়ান, পাড়া, বলরামপুর, কাশীপুর, বাঘমুণ্ডি, মানবাজার, জয়পুর, পুরুলিয়া। ঝাড়গ্রামের ৪ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … বিনপুর, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর। বাঁকুড়ার ৪ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … রাইপুর, শালতোড়া, রানিবাঁধ, ছাতনা। দ্বিতীয় দফায় ৩০ টি বিধ

শান্তিতে নির্বাচন হবে বাংলায়, অতি কঠোর নির্বাচন কমিশন নিয়োগ হল রাজ্যে

কলকাতাঃ  ‘এবার শান্তিতে ভোট দিতে পারবেন।” কথাটি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। আর সেই ক্রমেই এবার নজিরবিহীন ভাবে দুজন IPS অবজার্ভার নিযুক্ত করল মুখ্য নির্বাচন কমিশনার। এছাড়াও একজন এক্সপেন্ডিচার অবজার্ভার ও এখন স্পেশ্যাল অবজার্ভার থাকবেন। বাংলার ভোটে প্রতিবারই অশান্তির চিত্র ফুটে ওঠে। বারবারই শাসক দলের বিরুদ্ধে ভোট দিতে না দেওয়া, ছাপ্পা ভোট আর বুথ দখলের অভিযোগ ওঠে। আর সেই ক্রমে এবার নির্বাচন শান্তিপূর্ণ করানোর জন্য বিরোধী দলগুলো লাগাতার কমিশনের কাছে দাবি জানিয়ে যাচ্ছিল। আর সেই ক্রমে কমিশনও এবার রাজ্যে ভোটের দফাও বাড়িয়ে দিয়েছে। এবং ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। আজ মুখ্য নির্বাচন কমিশনা সুনীল অরোরা জানান যে, রাজ্যে দুজন অবজার্ভার নিয়োগ করা হবে। একজন হলেন মৃণাল কান্তি দাস। আরেকজন বিবেক দুবে। মৃণাল কান্তি দাস মণিপুর ক্যাডারের ১৯৭৭ ব্যাচের IPS অফিসার। তিনি ২০১৯ এর লোকসভা ভোটে ত্রিপুরায় পুলিশের অবজার্ভার ছিলেন। বিবেক দুবে হলেন, অন্ধ্রপ্রদেশ ক্যাডারের ১৯৮১ ব্যাচের IPS অফিসার। ব

বাংলায় ৮ দফায় নির্বাচন কেন! মোদী-শাহকে সুবিধা পাইয়ে দিতে সব হচ্ছে! তোপ মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ  নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কালীঘাটে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুন কি বললেন তিনি …    নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। বিহারের ২৪০ টি আসনে তিন দফায় ভোট হয়েছে। তামিলনাড়ু, কেরল আর পদুচেরিতে এক দফায় ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসনের জন্য ৮ দফায় ভোট কেন? বিজেপি নিজের চাহিদামতো ভোটের দিনক্ষণ ঠিক করেছে। দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের ক্ষমতা বেশি বলে ৩ দফায় ভোট করানো হচ্ছে। এসব কি নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় হচ্ছে? ওনারা অসমের নির্বাচনী প্রচার সেরে বাংলায় যাতে প্রচারে আসতে পারেন তাই কি এসব হচ্ছে? আপনারা খেলতে চাইলে খেলা হবে। আট দফাতেই খেলা হবে। হারিয়ে ভূত করে দেব। আমি বিজেপির লিস্টে যা দেখেছিলাম। সেই লিস্টই কমিশন ঘোষণা করলে। বিবেক দুবে এর আগেও বাংলায় অবজার্ভার ছিল। আমি ওনার নাটক অনেক দেখেছি। বিজেপি ক্ষমতার অপব্যবহার করে এখানে কিছুই করতে পারবে না। আমি পাবলিকের ঘোর পোছা, ধান কাট

৮ দফায় ভোট রাজ্যে, আপনার বিধানসভা অঞ্চলে কবে? জানুন

কলকাতাঃ  জাতীয় নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল আর পদুচেরি বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচন কমিশনের তরফ থেকে আজ বিকেল ৪ঃ৩০ মিনিট থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। যেই রাজ্য গুলোর নির্বাচন হতে চলেছে, তাঁর মধ্যে শুধু অসমেই ভারতীয় জনতা পার্টির সরকার আছে। নির্বাচন কমিশন অনুযায়ী, তামিলনাড়ুতে ২৪ মে, বাংলার ৩০ মে, অসমে ৩১ মে, পদুচেরিরে ৮ জুন আর কেরলে ১ জুন ২০২১ এ সরকারের কার্যকাল সমাপ্ত হচ্ছে। রাজ্যে আট দফায় নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবে ২৯ এপ্রিল। গণনা ২ মে। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৭ মার্চ ৩০ টি আসনে। প্রথম দফায় ভোট হবে, বাঁকুড়া -১, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর- ১। রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১ এপ্রিল ৩০ টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর – ২, বাঁকুড়া -২, দক্ষিণ ২৪ পরগনা-১। রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল ৩১ টি আসনে। রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১০ এপ্রিল ৪৪ টি আসনে। চতুর্থ দফায় ভোট হবে হাওড়া

বাংলা সহ পাঁচটি রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ  জাতীয় নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল আর পদুচেরি বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচন কমিশনের তরফ থেকে আজ বিকেল ৪ঃ৩০ মিনিট থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। যেই রাজ্য গুলোর নির্বাচন হতে চলেছে, তাঁর মধ্যে শুধু অসমেই ভারতীয় জনতা পার্টির সরকার আছে। নির্বাচন কমিশন অনুযায়ী, তামিলনাড়ুতে ২৪ মে, বাংলার ৩০ মে, অসমে ৩১ মে, পদুচেরিরে ৮ জুন আর কেরলে ১ জুন ২০২১ এ সরকারের কার্যকাল সমাপ্ত হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, সমস্ত নির্বাচন আধিকারিক/কর্মী করোনা যোদ্ধা। করোনার কারণে সমস্ত ভোট কর্মী/আধিকারিকদের করোনা টিকা দেওয়া হবে। তিনি জানান, বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন মাত্র ৫ জন। তিনি জানান, ২০২১ পশ্চিমবঙ্গে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ১,০১,৯১৬ টি করা হচ্ছে। ভোট দানের সময় আরও এক ঘণ্টা বাড়ানো হবে। সুনীল অরোরা জানান, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন মাত্র ২ জন। পশ্চিমবঙ্গে নির্বাচনের জয় দুজন বিশেষ পুলিশ অবজার্ভার থাকবেন। মৃণাল কান্তি দাস ও বিবেক দুবে পুলিশের অবজার্ভার। এবার অনলাইনেও দেওয়া যাবে মনোনয়ন পত্র।

ভগবানের শরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর বাড়িতে করলেন নিষ্ঠা ভরে পুজো

Image
কলকাতাঃ  পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ আজ ঘোষণা হতে পারে। আর নির্বাচনের তারিখ ঘোষণার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করেন। মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোর অনুষ্ঠান অনেক বড় করেই হয়। আজ মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স হলে পুজো করলেন পুরীর মন্দিরের প্রধান সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি। আজ মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে আজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রীতি অনুযায়ী, নির্বাচন ঘোষণার দিন অথবা তাঁর পরের দিনই প্রার্থী ঘোষণা হয়ে যায়। এবারও হয়ত সেই রীতি পালিত হবে। এবারের নির্বাচনে ক্ষমতায় থাকা তৃণমূলের সবথেকে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে বিজেপি। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ঘাসফুলের চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যে তৃণমূলের অনেক নেতাই দল ছেড়ে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছেন। আরও অনেকেই বেসুরো হয়েছিলেন। কিন্তু মাঝ পথেই বিজেপি ঝাঁপ বন্ধ করে দেওয়ায় এখন বেসুরোরা

২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড নিয়ে বড় ঘোষণা আব্বাস সিদ্দিকীর

কলকাতাঃ  রাজ্যে ক্ষমতায় ফিরে আসতে কোমর বেঁধে নেমেছে বাম-কংগ্রেস জোট। আর রাজ্যে ক্ষমতায় আসতে গেলে যে সংখ্যালঘু ভোট অত্যন্ত জরুরী, তাও ভালো মতো বুঝে গিয়েছে তাঁরা। আর সেই কারণে তৃণমূলের দখলে থাকা সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানতে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বোঝাপড়ায় নেমেছে বামেরা। যদিও বাম-কংগ্রেস এবং ISF এর জোট নিয়ে এখনও জট কাটেনি। কারণ বামেরা আত্মত্যাগ করে আব্বাস সিদ্দিকীকে ৩০ টি আসন ছাড়লেও, কংগ্রেস এখনও পর্যন্ত ভাইজানের আবদার মেটাতে আসন ছাড়তে রাজি হয়নি। যদিও এবারের নির্বাচনের সবথেকে হাই ভোল্টেজ আসন নন্দীগ্রামে ওয়াক ওভার দিয়েছে বাম-কংগ্রেস জোট। সেখানকার সংখ্যালঘু ভোট কাড়তে ওই আসনকে আব্বাস সিদ্দিকীকে উপহার স্বরুপ দিচ্ছে তাঁরা। আরেকদিকে বামেদের দুর্গ বলে পরিচিত ভাঙড় আসনটি আব্বাস সিদ্দিকীকে ছেড়েছে আলিমুদ্দিন। কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনও আসন নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন ISF-এর প্রধান আব্বাস সিদ্দিকী। তিনি বলেছেন, বামেরা আমাদের ৩০ টি আসন ছেড়ে দিয়েছে। আমাদের দাবি মতই আসন দিয়েছে। কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনও সমস্যা মেটেনি। তবে সমস

আজই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

নয়া দিল্লীঃ  পশ্চিমবঙ্গ, অসম, পদুচেরি, কেরল আর তামিলনাড়ুতে নির্বাচন হতে চলেছে। আর আজ জাতীয় নির্বাচন কমিশন এই পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪ঃ৩০ নাগাদ প্রেস বার্তার মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচারে নেমে পড়েছে। একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস তাঁদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। তেমনই আরেকদিকে বিজেপি এবং বাম কংগ্রেস জোট রাজ্যে ক্ষমতায় আসার জন্য যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার জন্য ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। আর সেই ক্রমেই একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব রোজই বাংলায় এসে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যে একের পর এক সভা করে চলেছেন। আরেকদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমত

১৬ টি আধা সেনার দল নিয়ে সিক্রেট মিশনে নামল ইডি! টার্গেট নিয়ে মুখে কুলুপ আধিকারিকদের

Image
কলকাতাঃ  বড়সড় অভিযানে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে CGO কমপ্লেক্সে চলছে চরম পরস্তুতি। আজ ৮০ জন আধাসামরিক বাহিনী নিয়ে ১৬ টি দলে ভাগ হয়ে অভিযানে নামেন ED-র অফিসাররা। তবে ওনাদের লক্ষ্য কি? এই নিয়ে কিছু জানা যায়নি। কার্যত মুখে কুলুপ এঁটেছেন আধিকারিকরা। ED সুত্রের খবর অনুযায়ী, গতকাল রাতে দিল্লীতে হাই লেভেল মিটিং হয়। সেখানে ইডির শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দিল্লী থেকেই তৈরি হয় এই অভিযানের গেমপ্ল্যান। এরপর আজ সকালে কোমর বেঁধে নামেন ইডির কর্তারা। ৮০ জন আধাসামরিক বাহিনী নিয়ে তৈরি করা হয় ১৬ টি দল। এই দলে মহিলা আধিকারিকরাও রয়েছেন। দুরগাপুর, আসানসোল, কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাতে পারে ইডি। ১৬ টি দল ১৬ টি জায়গায় চিরুনি তল্লাশি চালানো হবে বলে সুত্রের খবর। গণেশ চন্দ্র এভিনিউ, ধর্মতলা, কালাকার স্ট্রীট সমেত একাধিক জায়গায় ঘুরছে ইডি-র বিশেষ টিম। কয়লাকাণ্ড সমেত আর্থিক তছরুপের মামলায় তৎপর হয়েছে ইডি আর সিবিআই। The post ১৬ টি আধা সেনার দল নিয়ে সিক্রেট মিশনে নামল ইডি! টার্গেট নিয়ে মুখে কুলুপ আধিকারিকদের first appeared on India Rag . from India Rag https://ift.tt/3uz4Kj

পরিচয় লুকিয়ে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসানো উন্মাদীদের জন্য খারাপ খবর, নতুন আইন আনল যোগী সরকার

ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসানো এবং তৎপর তাদেরকে ভুয়ো পরিচয় দিয়ে নিকাহ করে নেওয়া সাধারণ ঘটনায় পরিনত হয়েছে। দেশের প্রত্যেক প্রান্ত থেকে এমন ঘটনা লাগাতার সামনে আসে। ভোট ব্যাঙ্কের চক্করে পড়ে দেশের বেশিরভাগ রাজ্য সরকারকে এই ইস্যুতে নীরব থাকতে দেখা যায়।তবে ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশের যোগী সরকারকে লাভ জিহাদের মতো ঘটনায় কড়া রূপ ধারণ করতে দেখা গেছে। বুধবার দিন উত্তরপ্রদেশ বিধানসভায় অবৈধভাবে ধর্ম পরিবর্তন নিষিদ্ধ বিল পাশ করানো হয়। যোগী সরকার লাভ জিহাদ ও ধৰ্ম পরিবর্তনের ঘটনায় লাগাম লাগানোর জন্য একটা ড্রাফট তৈরি করেছিল। বিধান সভায় ধ্বনিমতে বিল পাশ হয়েছে যা রাজ্যপালের হস্তাক্ষরের পর আইনের রূপ নেবে। এই আইন অনুযায়ী, ষড়যন্ত্র করে ধর্ম পরিবর্তনকারীদের ১ বছর থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়াও অভিযুক্তকে নির্যাতিতার পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এই আইন প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, এই আইন তাদের জন্য সতর্কতা জারি করবে যারা পরিচয় লুকিয়ে আমাদের বোনেদের সন্মান হরণ করার চেষ্টা করে। উনি আরো বলেন, আমরা যেটা বলেছিলাম সেটা করে দেখিয়েছি। সম্প্রতি উত্তরপ্রদ

১২ টি মিরাজ ২০০০, এক হাজার কেজির বোমা! বালাকোটে যেভাবে অসাধ্য সাধন করেছিল ভারতীয় বায়ুসেনা

নয়া দিল্লীঃ  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বায়ুসেনার বীরতাকে স্যালুট জানিয়ে বলেন, ‘ ২০১৯ সালে আজকের দিনে ভারতীয় বায়ুসেনা পুলওয়ামা জঙ্গি হামলার জবাব দিয়ে নতুন ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নিজেদের নীতিকে পুনরায় স্পষ্ট করেছিল। পুলওয়ামার বীর শহীদদের স্মরণ আর বায়ুসেনার বীরতাকে স্যালুট জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আর আমাদের জওয়ানদের নিরাপত্তা সবার উপরে।” কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বায়ুসেনার অসাধারণ সাহসকে স্যালুট জানিয়ে বলেন, ‘বালাকোট এয়ার স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমি ভারতীয় বায়ুসেনার অদম্য সাহস আর পরিশ্রমকে স্যালুট জানাই। বালাকোট স্ট্রাইকের সফলতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ভারতের দৃঢ় ইচ্ছাশক্তির প্রদর্শন করেছে। আমি আমাদের সশস্ত্র সেনাবাহিনীর উপর গর্ব করি। আমাদের সেনা ভারতকে সুরক্ষিত আর শক্তিশালী রাখবে।” ২৬ ফেব্রুয়ারি ২০১৯ এ ভোর ৩ঃ৩০ নাগাদ গর্জনের সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভিতরে ঢুকে ভারতীয় ফাইটার জেট জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। ভারতীয় বায়ুসেনার লড়াকু বিমান বালাকোটের ভিতরে ঢুকে জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ এর আস্তানা গুঁড়িয়ে