২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড নিয়ে বড় ঘোষণা আব্বাস সিদ্দিকীর


কলকাতাঃ রাজ্যে ক্ষমতায় ফিরে আসতে কোমর বেঁধে নেমেছে বাম-কংগ্রেস জোট। আর রাজ্যে ক্ষমতায় আসতে গেলে যে সংখ্যালঘু ভোট অত্যন্ত জরুরী, তাও ভালো মতো বুঝে গিয়েছে তাঁরা। আর সেই কারণে তৃণমূলের দখলে থাকা সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানতে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বোঝাপড়ায় নেমেছে বামেরা।

যদিও বাম-কংগ্রেস এবং ISF এর জোট নিয়ে এখনও জট কাটেনি। কারণ বামেরা আত্মত্যাগ করে আব্বাস সিদ্দিকীকে ৩০ টি আসন ছাড়লেও, কংগ্রেস এখনও পর্যন্ত ভাইজানের আবদার মেটাতে আসন ছাড়তে রাজি হয়নি। যদিও এবারের নির্বাচনের সবথেকে হাই ভোল্টেজ আসন নন্দীগ্রামে ওয়াক ওভার দিয়েছে বাম-কংগ্রেস জোট। সেখানকার সংখ্যালঘু ভোট কাড়তে ওই আসনকে আব্বাস সিদ্দিকীকে উপহার স্বরুপ দিচ্ছে তাঁরা। আরেকদিকে বামেদের দুর্গ বলে পরিচিত ভাঙড় আসনটি আব্বাস সিদ্দিকীকে ছেড়েছে আলিমুদ্দিন।

কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনও আসন নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন ISF-এর প্রধান আব্বাস সিদ্দিকী। তিনি বলেছেন, বামেরা আমাদের ৩০ টি আসন ছেড়ে দিয়েছে। আমাদের দাবি মতই আসন দিয়েছে। কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনও সমস্যা মেটেনি। তবে সমস্যা না মেটার জন্য যাতে ভোট ভাগ না হয়, সেটার দিকেও নজর রাখা হচ্ছে।

কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়ার কারণে দু’দিন আগে আব্বাস সিদ্দিকী বলেছিলেন যে, তিনি বামেদের ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে উপস্থিত থাকবেন না। তবে এবার সিদ্ধান্ত বদলে তিনি জানিয়েছেন যে, ২৮ তারিখ বামেদের ব্রিগেডে থাকবেন তিনি। আর শুধু থাকবেনই না, তিনি ভাষণও দেবেন।

উত্তরবঙ্গের কয়েকটি আসন নিয়ে এখনও কংগ্রেসের সঙ্গে জট বেঁধে রয়েছে আব্বাস সিদ্দিকীর দলের। আইএসএফ-এর প্রধান জানিয়েছেন, দক্ষিণবঙ্গে জোট হবে আর উত্তরবঙ্গে হবে না সেটা আমরা চাই না। আমরা আবারও চিঠি পাঠিয়েছি। তবে ওপাশ থেকে এখনও জবাব পাওয়া যায়নি।

The post ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড নিয়ে বড় ঘোষণা আব্বাস সিদ্দিকীর first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2NFXSQW

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।