১৬ টি আধা সেনার দল নিয়ে সিক্রেট মিশনে নামল ইডি! টার্গেট নিয়ে মুখে কুলুপ আধিকারিকদের


কলকাতাঃ বড়সড় অভিযানে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে CGO কমপ্লেক্সে চলছে চরম পরস্তুতি। আজ ৮০ জন আধাসামরিক বাহিনী নিয়ে ১৬ টি দলে ভাগ হয়ে অভিযানে নামেন ED-র অফিসাররা। তবে ওনাদের লক্ষ্য কি? এই নিয়ে কিছু জানা যায়নি। কার্যত মুখে কুলুপ এঁটেছেন আধিকারিকরা।

ED সুত্রের খবর অনুযায়ী, গতকাল রাতে দিল্লীতে হাই লেভেল মিটিং হয়। সেখানে ইডির শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দিল্লী থেকেই তৈরি হয় এই অভিযানের গেমপ্ল্যান। এরপর আজ সকালে কোমর বেঁধে নামেন ইডির কর্তারা। ৮০ জন আধাসামরিক বাহিনী নিয়ে তৈরি করা হয় ১৬ টি দল। এই দলে মহিলা আধিকারিকরাও রয়েছেন।

দুরগাপুর, আসানসোল, কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাতে পারে ইডি। ১৬ টি দল ১৬ টি জায়গায় চিরুনি তল্লাশি চালানো হবে বলে সুত্রের খবর। গণেশ চন্দ্র এভিনিউ, ধর্মতলা, কালাকার স্ট্রীট সমেত একাধিক জায়গায় ঘুরছে ইডি-র বিশেষ টিম। কয়লাকাণ্ড সমেত আর্থিক তছরুপের মামলায় তৎপর হয়েছে ইডি আর সিবিআই।

The post ১৬ টি আধা সেনার দল নিয়ে সিক্রেট মিশনে নামল ইডি! টার্গেট নিয়ে মুখে কুলুপ আধিকারিকদের first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3uz4KjB

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।