তৃণমূলের দুর্নীতি থেকে মমতার জয় শ্রী রামের বিরোধিতা: স্ট্রিং অপারেশনে সবকিছুর পর্দাফাঁস করলেন মদন মিত্র।
সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের সদা-জাগ্রত প্রহরী বলা হয়। যা সমাজকে জাগ্রত করে চেতনাশীল করার কাজ করে। সংবাদ মাধ্যম বরাবর জনগনের চোখ খোলার কাজ করে। এখন রিপাবলিক টিভি একটা বড়ো স্টিং অপারেশন করেছে যেখানে তৃণমূলের পুরানো এবং বড়ো নেতা মদন মিত্র পার্টির সব দুর্নীতি উগরে দিয়েছেন। মদন মিত্র তৃণমূলের দুর্নীতি থেকে শুরু করে মমতা ব্যানার্জীর ‘জয় শ্রী রাম’ শ্লোগানের বিরোধিতা করা সবকিছুর বিষয়ে পর্দাফাঁস করেন। মদন মিত্র রিপাবলিক টিভির এক সাংবাদিকের কাছে তৃণমূলের বিষয়ে সমস্থ কিছুই উগরে যা মদন মিত্র জানেন। মদন মিত্র বলেন কিভাবে তৃণমূলের মধ্যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, কিভাবে নির্বাচনে প্রশাসনকে কাজে লাগানো হয়েছে। শুধু এই নয় ‘জয় শ্রী রাম’ শ্লোগান শুনলে কেন মমতা ব্যানার্জী তেড়ে নিয়ে যেতেন সেটাও বলেন মদন মিত্র। মদন মিত্র স্পষ্ট বলেন যে, হেরে যাওয়ার ভয়ে প্রায় ১৫০ মানুষকে খুন করে দেওয়া হয়েছে। পুলিশকে সম্পূর্ণভাবে নিজেদের স্বার্থে কাজে লাগানো হয়েছে বলে জানান মদন মিত্র। মদন মিত্র বলেন, মমতা হেরে যাওয়ার ভয়ে সব ভুল সিদ্ধান্ত নিয়েছে। আর এখন পুলিশ প্রশাসন TMC চালাচ্ছে। মদন মিত্র বলেন আমাদের কোথাও ভোট হলে পুলিশ আমাদের