মধ্য এশিয়ায় যেভাবে পাকিস্তান ও চীনের অশুভ পরিকল্পনাকে চূর্ণ করল ভারত, পাশে দাঁড়াল রাশিয়া
নয়া দিল্লিঃ ভারত এখন মধ্য এশিয়ায় নিজের উপস্থিতি ও প্রভাব বিস্তার করছে। ইকোনমিক টাইমস-র (ET) রিপোর্ট অনুযায়ী, মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলিতে উপস্থিত সোভিয়েত-যুগের প্রতিরক্ষা কারখানার মাধ্যমে ভারত আর রাশিয়া মধ্য এশিয়ার দেশগুলির জন্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে চলেছে। রাশিয়ার সঙ্গে এই সংলাপ এগিয়ে ভারত স্পষ্ট করে দিয়েছে যে তাঁরা চীন ও পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলিতে প্রভাব বিস্তার করতে দেবে না। ভারত ও রাশিয়ার মধ্যকার প্রকল্পটি রাশিয়াকে সেই অঞ্চলে একটি নির্ভরযোগ্য অংশীদার দেবে যেটি ঐতিহ্যগতভাবে মস্কোর বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রভাবের একটি অংশ।
ET দাবি করেছে যে, মধ্য এশিয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং যৌথ প্রকল্পগুলি বাড়াতে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। এই কথোপকথনে, উভয় দেশ স্থানীয় চাহিদা এবং ভারতের চাহিদা মেটাতে যৌথ প্রযোজনা স্থাপনের বিষয়েও মতবিনিময় করেছে। ভারত আগামী বছরের ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঁচটি মধ্য এশিয়ার প্রজাতন্ত্রের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে।
আজ দেখা যায় যে মধ্য এশিয়া পৃথিবীর এমন একটি অঞ্চল, যার দিকে সকলের দৃষ্টি স্থির এবং ভারত তাঁর গুরুত্ব খুব ভালো করেই বোঝে। এখানে লক্ষণীয় বিষয় হল, এই অঞ্চলটি খনিজ পদার্থের মতো বিরল উপাদানে পূর্ণ, যা পরিচ্ছন্ন প্রযুক্তি গ্রহণ এবং জীবাশ্ম জ্বালানি ডাম্প করার জন্য বিশ্বের অনুসন্ধানে মূল ভূমিকা পালন করবে।
দ্বিতীয়ত, এই অঞ্চলটি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। অঞ্চলটি ১৯ শতকে রাশিয়ান সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ‘গ্রেট গেম’-এর কেন্দ্রবিন্দু ছিল। আজও এর জন্য প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতায় এগিয়ে থাকা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে ভারতের বর্ধিত প্রতিবেশীর অংশ হিসেবে বর্ণনা করেছেন।
The post মধ্য এশিয়ায় যেভাবে পাকিস্তান ও চীনের অশুভ পরিকল্পনাকে চূর্ণ করল ভারত, পাশে দাঁড়াল রাশিয়া first appeared on India Rag .from India Rag https://ift.tt/3z5ycAy
Comments
Post a Comment