ভোট পরবর্তী হিংসায় উদ্বেগ প্রকাশ করে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
কলকাতাঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। এদিন আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ নির্দেশ জারি করে বলেন, বাংলায় ভোট পরবর্তী হিংসায় যারা ঘরছাড়া হয়েছেন, তাঁদের ঘরে ফেরাতে তিনজন সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। আদালত জানায়, ‘প্রতিটি মানুষেরই বাড়ি ফিরে যাওয়া এবং শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে।”
আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে, তিন সদস্যের কমিটিতে রাজ্য সরকারের লিগান সার্ভিসের মেম্বার সেক্রেটারি এবং রাজ্য ও জাতীয় মানবাধিকার কমিশনের মনোনীত একজন করে ব্যক্তিকে এই কমিটিতে রাখতে হবে। আদালতের এই পাঁচ সদস্যের বেঞ্চে ছিলেন হাইকোর্টের ভাররপাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, হরিশ টন্ডন, আইপি মুখোপাধ্যায়, সুব্রত তালুকদার এবং সৌমেন সেন।
আদালত জানিয়েছে যে, যারা ভোট পরবর্তী হিংসার পর ঘরছাড়া তাঁদের রাজ্যের লিগান সার্ভিস কর্তৃপক্ষকে একটি মেল পাঠাতে হবে। এরপর সেই মেলের ভিত্তিতে তিনজনের কমিটি স্থানীয় থানায় যোগাযোগ করে তাঁদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করবেন।
বলে রাখি, ২ মে ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তির খবর পাওয়া গিয়েছিল। কোথাও বিরোধী দলের কর্মীদের বাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া। আবার কোথাও শুধুমাত্র বিরোধী দল করার জন্য মহিলাদের ধর্ষণ এবং প্রাণে মেরে ফেলা। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে বরাবরই সরব হয়েছিল বিজেপি। কেন্দ্রের তরফ থেকেও হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এমনকি রাজ্যপাল জগদীপ ধনখড় নিজে গিয়ে অসমে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করে আসেন। আর এবার হাইকোর্টের নির্দেশের পর আশার আলো দেখছে ঘরছাড়ারা।
The post ভোট পরবর্তী হিংসায় উদ্বেগ প্রকাশ করে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের first appeared on India Rag .from India Rag https://ift.tt/3iisC7F
Comments
Post a Comment