আমরা শূন্য পেলেও বামপন্থীরা বামপন্থী থাকবেঃ সূর্যকান্ত মিশ্র



কলকাতাঃ বাংলায় ২৯ এপ্রিল নির্বাচন শেষ হয়েছে। এবার ভোট গণনার পালা। ২ মে রবিবার রাজ্যে ভোট গণনা। কে জিতবে, কে হারবে তা রবিবারই স্পষ্ট হবে। তবে শেষ দফার নির্বাচন শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থা আর মিডিয়ার তরফ থেকে জারি করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার রাজ্যে বিজেপি তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। একদিকে যেমন কয়েকটি সমীক্ষায় তৃণমূল এগিয়ে রয়েছে, তেমনই আবার কয়েকটি সমীক্ষায় বিজেপিকেও এগিয়ে থাকতে দেখা গিয়েছে।

তবে একসময় ভাবা হচ্ছিল যে, রাজ্যে এবার ত্রিমুখী লড়াই হবে। বাম-কংগ্রেস আর আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এবার শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপিকে কড়া টক্কর দিয়ে ভালো ফল করবে। এমনকি সংযুক্ত মোর্চার তরফ থেকেও রাজ্যে তাঁদেরই সরকার গঠন হবে, সেই দাবি করতে দেখা গিয়েছে। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় কোথাও সংযুক্ত মোর্চাকে ৩০-র বেশি আসন দেওয়া হয়নি।

বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসার পর সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকদের মধ্যে হতাশা স্পষ্ট দেখা গিয়েছে। তবে, নেতারা এখনও হাল ছাড়তে রাজি নন। অনেকেরই মতে বুথ ফেরত সমীক্ষা আর ফলাফল দুটোই আলাদা হবে। বাংলায় সংযুক্ত মোর্চা ভালো ফল করবে। আর এরই মধ্যে সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ওই ভিডিওতে ওনাকে বলতে শোনা যাচ্ছে যে, ‘আমরা শূন্য পাই, এক পাই পাঁচ পাই। যদি কিছুই না পাই বামপন্থীরা বামপন্থীই থাকবে।” সূর্যকান্ত মিশ্রর এই ভিডিওটি কবেকার এবং কোথাকার তা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। আর এই ভিডিওর সত্যতাও আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি, তবে ওনার এই ভিডিও বার্তা বর্তমানে বাম এবং সংযুক্ত মোর্চাকে নতুন করে অক্সিজেন যোগাচ্ছে। ওনার বার্তায় এটা স্পষ্ট যে, প্রকৃত বামপন্থীরা এই দলবদলের খেলায় নাম লেখাবেন না।

The post আমরা শূন্য পেলেও বামপন্থীরা বামপন্থী থাকবেঃ সূর্যকান্ত মিশ্র first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3eHAI6k

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।