সবুজ বাংলা গড়তে মাস্টারপ্ল্যান ওয়াইসির, চিন্তা বাড়ল তৃণমূল সুপ্রিমোর

কলকাতাঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য AIMIM এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দলের আটজন নেতাকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। AIMIM এর তরফ থেকে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে তেলেঙ্গানার নামপল্লীর বিধায়ক জাফর হুসেইন মেরাজ আর বিধান পরিষদের সদস্য মির্জা আল হাসানকে কলকাতা আর দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে।

মুর্শিদাবাদ, বীরভূম আর নদিয়া জেলার জন্য বিহারের আমৌরের AIMIM বিধায়ক আখতার উল ইমান, বিহার AIMIM এর যুব সভাপতি আদিল হুসেইনকে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। আরেকদিকে, উত্তর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার আর আলিপুরদুয়ারের জন্য বিহারের জোকিহাটের AIMIM বিধায়ক শাহনওয়াজ, বিহারের কোচাধমনের AIMIM  বিধায়ক হাজি মহম্মদ ইজহর আসফিকে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।

মালদহ এলাকার জন্য বিহারের বাঁশি থেকে AIMIM এর বিধায়ক সৈয়দ রুকনুদ্দিন আহমেদ এবং বিহারের বাহাদুর গঞ্জের বিধায়ক আঞ্জার নইমিকে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।

ওয়াইসি যাদের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে বেশীরভাগই AIMIM এর সম্প্রতি নির্বাচিত বিধায়ক। AIMIM ২০২০ সালে বিহার বিধানসভা নির্বাচনে প্রথমবার ভালো প্রদর্শন করে ৫ টি আসনে জয়লাভ করেছিল। বিহারে পাওয়া সফলতার পর আসাদউদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গ, অসম আর উত্তর প্রদেশে নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াইসির নজর রাজ্যের মুসলিম ভোটারদের উপর, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি ওয়াইসি সেখানেই প্রার্থী দেবে।

আরেকদিকে, তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ধস নামে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী কিছুদিন আগে নিজের দল ঘোষণা করেছেন। ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট নামে সিদ্দিকীর এই দলে রাজ্যে ৮০ থেকে ১০০ টি আসনে প্রার্থী দেবে। আর তাঁর জন্য আব্বাস কোমর বেঁধে ময়দানে নেমেও পড়েছে। আরেকদিকে, শোনা যাচ্ছে যে মুসলিম ভোট ফিরে পেতে আব্বাস সিদ্দিকীর সাথে জোটে যেতে পারে বাম-কংগ্রেস জোট।

রাজ্যে যেভাবে মুসলিম ভোট ব্যাংকের জন্য একের পর এক দল ঝাঁপিয়ে পড়ছে। সেই হিসেবে আসন্ন নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন বাড়বে বলেই মোট রাজনৈতিক মহলের।

The post সবুজ বাংলা গড়তে মাস্টারপ্ল্যান ওয়াইসির, চিন্তা বাড়ল তৃণমূল সুপ্রিমোর first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2MojtfU

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।