উইঘুরদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র চীনের, শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হল ‘উইঘুর ভাষা”
নয়া দিল্লীঃ চীনের শিনজিয়াং প্রান্তে উইঘুর মুসলিমদের উপর জারি নি’র্যা’ত’নে’র মধ্যে ওই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে উইঘুর ভাষা তুলে নেওয়া হয়েছে। রেডিও ফ্রি এশিয়ার আধিকারিকদের অনুযায়ী, উত্তর পশ্চিম চীনের শিনজিয়াং উইঘুর ভুল এলাকা ক্যাপলিন কাউন্টিতে পড়ুয়াদের উইঘুর ভাষায় শিক্ষা দেওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই এলাকা উইঘুর মুসলিম বহুল এলাকা বলেই পরিচিত। চীনের আইন সংখ্যালঘুদের দ্বিভাষী শিক্ষা দেওয়ার অধিকার দেওয়ার পরেও চীনের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
An administrator at the Kelpin County No. 1 Intermediate School said schools in Kelpin no longer offer Uyghur language instruction, adding that not even teachers or other employees are permitted to use the Uyghur language when speaking to one another.https://t.co/p4LgtCK5yM
— Radio Free Asia (@RadioFreeAsia) January 29, 2021
https://platform.twitter.com/widgets.js
রেডিও ফ্রি এশিয়া অনুযায়ী, ক্যাপলিন কাউন্টির এক যুবক অডিও রেকর্ড করে তাঁদের পাঠিয়েছিল। ওই অডিওতে যুবকটি শিক্ষা ব্যুরোকে ডেকে জিজ্ঞাসা করেছিল যে তার প্রতিবেশীর বাচ্চাদের কীভাবে স্কুলে পাঠানো যায় (ইন্টারমেন্ট ক্যাম্প)। কপলিন শিক্ষা ব্যুরোর এক কর্মচারী বলেছিলেন যে তিনি দুটি সন্তান আনতে পারেন।
এরপর যুবক আধিকারিককে জিজ্ঞাসা করেন যে, কোন ভাষায় শিক্ষা দেওয়া হবে সেখানে? তখন যুবককে উত্তরে বলা হয় যে রাষ্ট্রীয় ভাষা অথবা মন্দারিনি ভাষায় শিক্ষা দেওয়া হবে। উইঘুর ভাষা নিয়ে জিজ্ঞাসা করলে ওই যুবককে আধিকারিক জানান যে, এই অঞ্চলে এখন রাষ্ট্রীয় ভাষা লাগু করা হয়েছে আর উইঘুর ভাষায় শিক্ষা দেওয়া হবে না।
The post উইঘুরদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র চীনের, শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হল ‘উইঘুর ভাষা” first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2MprRvE
Comments
Post a Comment