ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের পর উদ্ধার রহস্যময় চিঠি, লেখা ছিল ‘এটা ট্রেলার মাত্র”
নয়া দিল্লীঃ দিল্লীতে ইসরায়েলের দূতাবাসের সামনে হওয়ার ধামাকার পর উদ্ধার হওয়া একটি চিঠি সন্ত্রাসীদের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে। ওই চিঠিতে ইসরায়েলের দূতাবাসের সামনে হওয়া ধামাকাকে ‘ট্রেলার” বলা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে যে, ইরানি সৈন্য কম্যান্ডার সুলেমানী আর ইরানের নিউক্লিয়ার সাইন্টিস্ট মোহসিন ফখরজাদেহ’র মৃত্যুর বদলা নেওয়া হবে। সুত্র অনুযায়ী এই মামলার তদন্তে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও যুক্ত হতে পারে।
জানিয়ে রাখি, রাজধানী দিল্লীর ঔরঙ্গজেব রোডে ইসরায়েলের দূতাবাসের বাইরে গতকাল বিকেলে বড়সড় ধামাকা হয়। দিল্লী পুলিশ ব্লাস্টের খবর পেতেই স্পেশ্যাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে কয়েকটি গাড়ির কাঁচ ভাঙা পাওয়া যায়। এই ব্লাস্ট দূতাবাসের পাশের একটি বাংলোতে হয়েছে। ব্লাস্টে কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
ব্লাস্টের খবর পাওয়া মাত্রই দমকলের তিনটি ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। দিল্লী পুলিশ অনুযায়ী এটি কম তীব্রতার ব্লাস্ট ছিল। কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি তিনটি গাড়ির ক্ষতি হয়েছে। পুলিশ এটি দুর্বৃত্তদের কাজ বলে জানিয়েছিল।
দমকল বিভাগ জানায়, চার থেকে পাঁচটি গাড়ির কাঁচ ভেঙেছে। এই ব্লাস্ট ইসরায়েলের দূতাবাসের পাশে ৬ নম্বর বাংলোয় হয়েছে। ব্লাস্টের কারণ খুঁজতে দিল্লী পুলিশের স্পেশ্যাল টিম কাজে নেমে পড়েছে। এই ব্লাস্ট নিয়ে বিস্তৃত তথ্যের অপেক্ষায় রয়েছে সবাই। আপনাদের জানিয়ে দিই, গত বছর ডিসেম্বর মাসে গোয়েন্দা সংস্থা ভারতে বাস করা ইসরায়েলি নাগরিক চবদ হাউসে এবং তাঁদের উৎসবে হা’ম’লা হওয়ার আশঙ্কায় অ্যালার্ট জারি করেছিল।
The post ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের পর উদ্ধার রহস্যময় চিঠি, লেখা ছিল ‘এটা ট্রেলার মাত্র” first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3j2x0Gc
Comments
Post a Comment