সরকার দিচ্ছে না, তবুও ভারতের থেকে প্রায় ২ কোটি করোনার টিকা পাচ্ছে পাকিস্তান, জানুন কীভাবে
নয়া দিল্লীঃ অবশেষে পাকিস্তান (Pakistan) চীনের পর ভারত (India) থেকেও বিনামূল্যে করোনার টিকা (Corona Vaccine) পেতে চলেছে। ভারতের সিরাম ইনস্টিটিউট (Serum Institute of India) পাকিস্তানকে প্রায় পৌনে দু কোটি করোনার টিকা দিতে চলেছে। যেহেতু ভারত সরকারের থেকে সাহায্য চাওয়ার জন্য পাকিস্তানের ইমরান খান (Imran Khan) সরকার ঝুঁকবে না, সেহেতু পাকিস্তান পিছনের দরজা দিয়ে করোনার টিকা পাওয়ার বন্দোবস্ত করেছে। কোভ্যাক্সের অনুষ্ঠানের পর পাকিস্তান এই সহয়তা পেতে চলেছে। সিরাম পাকিস্তানকে বিনামূল্যে ১ কোটি ৭০ লক্ষ ডোজ করোনার টিকা দিতে চলেছে।
Good news on covid vaccine front. Recieved letter from Covax of indicative supply of up to 17 million doses of AstraZeneca in 1st half 2021. About 6 million will be recieved by March with delivery starting in Feb. We signed with Covax nearly 8 months back to ensure availability
— Asad Umar (@Asad_Umar) January 30, 2021
https://platform.twitter.com/widgets.js
পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমর ট্যুইট করে এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘কোভিড ভ্যাকসিন নিয়ে সুসংবাদ। ২০২১ এর প্রথম অর্ধে অ্যাস্ট্রাজেনেকার থেকে প্রায় ১৭ মিলিয়ন করোনার টিকা পাওয়া যাবে। মার্চের মধ্যেই ৬ মিলিয়ন ডোজ পাওয়া যাবে, ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। আমরা ৮ মাস আগে কোভ্যাক্সের সাথে এই নিয়ে চুক্তি করেছিলাম।”
The post সরকার দিচ্ছে না, তবুও ভারতের থেকে প্রায় ২ কোটি করোনার টিকা পাচ্ছে পাকিস্তান, জানুন কীভাবে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2L8a9MM
Comments
Post a Comment