Posts

Showing posts from November, 2020

ব্রহ্মসের অ্যান্টি-শিপ সুপারসনিক মিসিইলের সফল পরীক্ষণ করল ভারত, চিন্তায় ঘুম উড়ল পাকিস্তান-চীনের

নয়া দিল্লীঃ  ব্রহ্মস মিসাইলের সম্প্রতি সফল পরীক্ষণের পর ভারত মঙ্গলবার সুপারসনিক ক্রুজ মিসাইলের অ্যান্টি শিপ সংস্করণেরও সফল পরীক্ষণ করে। ভারতীয় নৌসেনা দ্বারা করা এই পরীক্ষণ আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ থেকে করা হয়েছে। ডিআরডিও দ্বারা বিকশিত ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাওল ৩০০ কিমি স্ট্রাইক রেঞ্জের সাথে ভারতীয় নৌসেনার আইএনএস রণবিজয় থেকে উৎক্ষেপণ করা হয়। আর এই সুপারসনিক ক্রুজ মিসাইলেও অ্যান্টিস হিপ ভার্সন বঙ্গোপাসগরে থাকা নিজের লক্ষ্যে সফলতাপূর্বক আঘাত হানে। এই নবীনতম পরীক্ষণ DRDO দ্বারা বিগত দুমাসে করা পরীক্ষণের অংশ। ২৪ নভেম্বর ব্রহ্মসের একটি সংস্করণকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সফল পরীক্ষণ করা হয়েছিল। এই মিসাইল ভারতীয় সেনা দ্বারা করা পরীক্ষণে আরেকটি দ্বীপে থাকা নিজের লক্ষ্যে সটিক আঘাত হানে। During the test held today around 0925 hours, the DRDO-developed BrahMos supersonic cruise missile with a strike range of 300 Km was launched from Indian Navy’s INS Ranvijay and it successfully hit its target ship near the Car Nicobar Islands in the Bay of Bengal: Sources https://t.co/lBfRpAg

রাস্তায় নামাজ পড়ার বিরোধিতা করা শিবসেনা এখন আজানের সাথে তুলনা করছে মহা আরতির!

মুম্বাইঃ  মহারাষ্ট্রে আবারও ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আজান নিয়ে ক্ষমতায় থাকা মহাজোটের সাথে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) সোমবার থেকে নতুন করে বাগবিতণ্ডা শুরু হয়েছে। প্রসঙ্গত, শিবসেনার (Shiv Sena) নেতা পাণ্ডুরঙ সপকাল আজানের তুলনা মহা আরতির সাথে করেছিলেন। শিবসেনার দক্ষিণ মুম্বাইয়ের প্রধান সপকাল বলেন, আজান শুধু পাঁচ মিনিটের হয় আর মহা আরতির মতই গুরুত্বপূর্ণ, আজান শান্তি আর প্রেমের প্রতীক। শিবসেনার সহযোগী দল গুলোও এই বয়ানের সমর্থন করেছে। আরেকদিকে, বিজেপির নেতা অতুল ভতকলকর এই বয়ানে বিস্ময় প্রকাশ করে বলেছেন, বালাসাহেব ঠাকরের যেই দলের রাস্তায় নামাজ পড়া নিয়ে আপত্তি ছিল, তাঁদের আজ আজান নিয়ে এত প্রেম কোথা থেকে এলো। মিডিয়ার সাথে কথা বলার সময় সপকাল আজানের বিশেষত তুলে ধরেন এবং গীতা পাঠের কম্পিটিশনের মতো আজান কম্পিটিশনের কথা বলেন। উনি বলেন, ‘আমি মুসলিম বাচ্চাদের উৎসাহিত করার জন্য মুম্বাইয়ের এক এনজিওকে আজান কম্পিটিশন করানোর জন্য পরামর্শ দিয়েছি। উনি বলেন, ‘আমি মেরিন লাইনের কবরস্থানের পাশে থাকি। রোজ আজান শুনি। এটি অনেক অদ্ভুত আর মনমোহক হয়। যে একবার শুনবে, সে দ্বিতীয়ব

দেশদ্রোহী বলায় নিজের বাবার বিরুদ্ধে মোর্চা খুলল শেহলা রশিদ, বড়সড় অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি

নয়া দিল্লীঃ  জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) প্রাক্তন ছাত্রী শেহলা রশিদের (Shehla Rashid) বিরুদ্ধে ওনার বাবা গুরুতর অভিযোগ করেছেন। শেহলা রশিদের বিরুদ্ধে ওনার বাবা আবদুল রশিদ শোরা ডিজিপির কাছে অভিযোগ করেছেন। আবদুল রশিদ শোরা কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংকে চিঠি লিখে বলছেন যে, ওনার বাড়িতে দেশ বিরোধী গতিবিধি চলছে আর শেহলা রশিদ এই গতিবিধিতে যুক্ত। উনি এও দাবি করেছেন যে, ওনার মেয়ের কারণে ওনার প্রাণ নাশের আশঙ্কা দেখা দিয়েছে আর ওনার মেয়ে শেহলা রশিদ দেশদ্রোহী। শেহলা রশিদের বাবা আবদুল শোরা দাবি করেছেন যে ওনার মেয়ে জম্মু কাশ্মীর পিপলস মুভমেন্টের জন্য তিন কোটি টাকা নিয়েছে। উনি শেহলা রশিদকে নিয়ে বলেন যে, শেহলা একটি এনজিও চালায় আর সেই এনজিও’র তদন্ত করা উচিৎ। সরকারি কাগজে সে নিজেকে বেকার বলে, তাহলে এত টাকা তাঁর কাছে কোথা থেকে আসছে সেই নিয়েও প্রশ্ন করেন আবদুল রশিদ শোরা। উনি বলেন, এসবের তদন্ত হওয়া উচিৎ। উনি বলেন, সবার জানা দরকার যে এই টাকা কোথা থেকে আসছে। আরেকদিকে, শেহলা রশিদ নিজের বাবার সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। শেহলা রশিদ বলেন, ‘আপনারা সবার আমার বাবা দ্বারা আমার আর

তিনদিনের মধ্যে ক্ষমা চাও, নাহলে মামলা করব! অভিষেক ব্যানার্জীকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Image
কলকাতাঃ  গুন্ডা বলায় ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  (Abhishek Banerjee) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের আইনজীবী তৃণমূল সাংসদকে আইনি নোটিশ পাঠিয়ে ওনার মন্তব্য প্রত্যাহার আর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এই দাবি পূরণ না হলে মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজেপির রাজ্য সভাপতির আইনজীবীর তরফ থেকে। উল্লেখ্য, রবিবারি সাতগাছিয়ার সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সরাসরি আক্রমণ করে ওনাকে গুন্ডা, মাফিয়া বলে আখ্যা দেন তৃণমূল সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে দিলীপ ঘোষ বাদে বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়র ছেলে থেকে শুরু করে মুকুল রায়কেও নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা আক্রমণ করে বলেন, ‘আমি গুন্ডা হলে ওঁর কি? এতদিন ওঁরা গুন্ডামি করেছে, এবার আমি গুন্ডামি শুরু করব। দেখি ওঁরা আমার কি করতে পারে।” তবে তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্

আমার মেয়ে দেশদ্রোহী, ও দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত! DGP কে চিঠি লিখে জানালেন শেহলা রশিদের বাবা

Image
শ্রীনগরঃ  জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) প্রাক্তন ছাত্র নেতা শেহলা রশিদের (Shehla Rashid) বাবা আবদুল রশিদ শোরা জম্মু কাশ্মীরের ডিজিপিকে চিঠি লিখে নিজের মেয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন। আবদুল রশিদ নিজের চিঠিতে দাবি করেন যে, তিনি নিজের মেয়ের থেকেই সুরক্ষিত না। ওনার প্রাণ সংশয়ের আশঙ্কা আছে। আবদুল রশিদ শোরা আবদুল রশিদ শোরা জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশককে লেখে চিঠিতে নিজের মেয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন যে, শেহলা রশিদ দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত আছে। ডিজিপিকে তিনটি পাতায় ইংরেজিতে লেখা চিঠিতে আবদুল রশিদ নিজের মেয়ে শেহলা রশিদকে দেশ বিরোধী আখ্যা দেন আর সে দেশ বিরোধী গতিবিধিতে সামিল আছে বলে জানান।   The post আমার মেয়ে দেশদ্রোহী, ও দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত! DGP কে চিঠি লিখে জানালেন শেহলা রশিদের বাবা first appeared on India Rag . from India Rag https://ift.tt/39x23Hd

মিহির গোস্বামীর পর উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসের আরেক দাপুটে নেতা দিলেন দল ছাড়ার ইঙ্গিত

Image
আলিপুরদুয়ারঃ  জেলা তৃণমূল (All India Trinamool Congress) নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নীরঞ্জন দাস। আর এরপরই বিকেলে বিক্ষুব্ধ তৃণমূল নেতা নীরঞ্জন দাসকে দল থেকে বরখাস্ত করল তৃণমূল। এছাড়াও দল বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় বরখাস্ত করা হয়েছে ফালাকাটা ব্লকের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসকেও। জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন, দুই জনই দল বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় দল থেকে বহিস্কার করা হয়েছে। উল্লেখ্য, আজ আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের একটি দলীয় বৈঠক ছিল। সেখানে জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নীরঞ্জন দাসও উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করে জানান যে, অ বৈঠকে ওনাকে ঠিকমতো কথাই বলতে দেওয়া হয়নি। আর ওনাকে কথা না বলতে দেওয়ার জন্য উনি বৈঠক ছেড়ে চলে যান। নীরঞ্জন দাস তিনি জানান, এই বৈঠকে জেলার বহু নেতাই অনুপস্থিত ছিলেন। আর সেই কারণ তিনি জেলা নেতৃত্বের কাছে জানতে চাওয়ায় ওনাকে জেলার নেতারা অপমান করেন। এরপরই বৈঠকে জেলা নেতৃত্বের সাথে বচসা বাঁধে ওনার। তারপর অপমানিত হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন নীরঞ্জন বাবু। এরপর সংবাদ মাধ্য

সবকিছু ভুলিয়ে হরিনাম কীর্তনে খোল নিয়ে শরীর দোলালেন শুভেন্দু অধিকারী, শুরু নতুন জল্পনা

Image
নন্দীগ্রামঃ  রাজ্য রাজনীতিতে এখন সবথেকে আলোচ্য বিষয় হল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিছুদিন আগেই তিনি মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়ে রাজ্য রাজনীতিতে নয়া মোর নিয়ে এসেছিলেন। এর সাথে সাথে ওনার ইস্তফা দেওয়ার পর তৃণমূলে (All India Trinamool Congress) অন্দরে সৃষ্টি হয়েছিল ভূমিকম্প। ওনার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূলের পরপর কয়েকটি বৈঠক হয় আগামী রণনীতি স্থির করার জন্য। আরেকদিকে বিজেপি চাতক পাখীর মতো চেয়ে রয়েছে যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন। আরেকদিকে, আজ সকালে শুভেন্দু অধিকারীকে দেখা গেল এক অন্য ছন্দে। আর সকালে রাস পূর্ণিমা উপলক্ষে হরেকৃষ্ণ কীর্তনে শুভেন্দু অধিকারীকে খোল বাজাতে দেখা যায়। কীর্তনের সুরে সুরে ওনাকে শরীর দোলাতেও দেখা যায়। নন্দীগ্রামে আজ রাস পূর্ণিমার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূলের এই বিধায়ক। একদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে নানান জল্পনা। তিনি আগামী দিনে কি করতে চলেছেন সেই নিয়ে রয়েছে নানান মত। আর এরমধ্যে শুভেন্দু অধিকারীকে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে নন্দীগ্রামে রাস পূর্ণিমার অনুষ্ঠানে কীর্তন করতে দেখা যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা শুভেন্

নাইজেরিয়ায় নরসংহার ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামের! ১১০ জন নিরীহ কৃষককে করল হত্যা

নয়া দিল্লীঃ  রাষ্ট্র সংঘ (United Nations) দাবি করেছে যে, বোকা হারামের (Boko Haram) জেহাদিরা পুর্বত্তর নাইজেরিয়ায় (Nigeria) ১১০ জন নিরীহ কৃষকের প্রাণ কেড়ে নিয়েছে। জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জানায়, ‘বোকো হারামে জেহাদিরা নাইজেরিয়ায় নির্দোষ চাষিদের হত্যা করেছে। এই হামলা প্রধান শহর মৈদুগুরীর পাশে কোশোবে নামের একটি গ্রামে হয়েছে। জেহাদিরা কৃষকদের নিশানা করে আর তাঁদের হত্যা করে। এই ভয়ানক নরসংহার শনিবার ২৮ নভেম্বর ঘটেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নৃশংস এই জেহাদি হামলায় চাষিদের প্রথমে বেঁধে রাখা হয় আর এরপর তাঁদের গলা কাটা হয়। রাষ্ট্র সংঘের তরফ থেকে এই বিষয়ে বয়ান জারি করে বলা হয় যে, ‘এই ঘটনায় ১১০ জনকে খুবই নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।” এই হামলায় অনেকে গুরুতর আহতও হয়েছে। নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোহম্মদ বুহারি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। উনি বলেছেন, ‘আমি সন্ত্রাসবাদী দ্বারা বোর্নো রাজ্যে কৃষকদের হত্যার ঘটনার নিন্দা করি। এই হত্যাকাণ্ডে গোটা দেশ শোকে আছে। দুঃখের এই সময়ে আমার সমবেদনা মৃতের পরিবারের পাশে আছে। ঈশ্বর মৃতদের আত্মাকে শান্তি দিক।” স্থানীয় মিডিয়া অনুযায়ী, জেহাদিরা কৃষকদের বেঁধে রেখে তাঁদে

ভারতীয় সীমান্তের পাশে দেখা গেল পাকিস্তানের লড়াকু বিমান, বাড়ল উত্তেজনা

Image
শ্রীনগরঃ  প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan) তাঁদের কুকীর্তি থামানোর নামই নিচ্ছে না। সোমবার জম্মু কাশ্মীরের পুঞ্ছ জেলায় নিয়ন্ত্রণ রেখার পাশে পাকিস্তানি লড়াকু বিমান দেখা গিয়েছে। বিমান দেখার পর সেনা সম্পূর্ণ ভাবে সতর্ক হয়ে গিয়েছে আর যেকোনও বিপদের সন্মুখিন হওয়ার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এর আগে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছিল। প্রায় সপ্তাহ খানেক আগে গত রবিবার সীমান্তে সন্দেহভাজন বস্তুকে উড়তে দেখা যায়। এরপর সেনা সতর্ক হলে সেটি ফেরত যেতে বাধ্য হয়। যদিও জানা যায়নি যে সেটি ড্রোন ছিল, না অন্য কোনও বস্তু। এর আগে আন্তর্জাতিক সীমান্তে সাম্বা সেক্টরে পাকিস্তানি ড্রোন থেকে হাতিয়ার চালান করার লাগাতার চেষ্টা করা হয়েছিল। এই মাসে পাকিস্তানি ড্রোন ভারতীয় এলাকায় ঢুকে আসে, BSF এর সতর্ক জওয়ানরা সেই ড্রোনটিকে গুলি করে তাড়িয়ে দেয়। পাকিস্তান প্রথম থেকেই জম্মু কাশ্মীরের ভৌগলিক পরিস্থিতি সুবিধা ওঠানোর চেষ্টায় আছে। পাকিস্তানের নজর জম্মু কাশ্মীরের ন্যাশানাল হাইওয়ের পাশে লুকিয়ে ভারতে প্রবেশ করানোর জন্য সাহাজ্য করা নদী গুলোতে নজর রাখে। অতীতের অনুপ্রবেশের ঘটনা হোক বা টানেলিং ও ড্রোন থ

‘ইন্দিরা গান্ধীকে মেরেছি, মোদীকেও মেরে দেব’- কৃষক আন্দোলনে শোনা গেল প্রধানমন্ত্রী মোদীকে প্রাণে মারার হুমকি

কৃষক আন্দোলন নিয়ে দেশে রাজনীতি তুঙ্গে পৌঁছেছে। কৃষি আইনের বিরুদ্ধে ব্যাপক বিরোধ প্রদর্শন নিয়ে এখন রাজনীতি, নেতাদের তর্ক বিতর্কও চরমে পৌঁছেছে। এর মধ্যে এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যা কৃষি আইন বিরোধী আন্দোলনে সামিল লোকজনের আসল পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভাইরাল ভিডিওতে এক স্বঘোষিত কৃষক বলেছেন, যেভাবে ইন্দিরা গান্ধীকে মেরেছি সেইভাবে নরেন্দ্র মোদীকে হত্যা করব। প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করার যে হুমকির ভিডিও সামনে এসেছে তাতে স্পষ্ট যে খালিস্তানি জঙ্গিরা কৃষকের আড়ালে সক্রিয় রয়েছে। ये किसान नहीं हो सकते pic.twitter.com/BO9SUdWT4Q — अंकित जैन (@indiantweeter) November 27, 2020 https://platform.twitter.com/widgets.js ভিডিওতে এক ব্যাক্তি( স্বঘোষিত কৃষক) মিডিয়া কর্মীর সাথে কথা বলতে গিয়ে বলেছেন, ৩ তারিখ মিটিং আছে তাতে সমাধান এলে ভালো নাহলে ব্যারিকেট কেন এদের এমনিতেই সরিয়ে দেব। ওই ব্যক্তি আরো বলেছেন, আমাদের যারা শহীদ হয়েছেন তারা কানাডা গিয়ে ইংরেজদের মেরেছে। আর দিল্লী তো কোনো ব্যাপার না। ইন্দিরাকে মেরেছি, মোদীকেও মেরে দেব। Protesting without any clue? "What are y

‘প্রশাসন কিভাবে চালাতে হয় মমতা ব্যানার্জীর থেকে শিখে নিন’- প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ অভিষেক ব্যানার্জীর

Image
আর হাতে মাত্র কয়েক মাস, তারপরেই শুরু হবে বঙ্গ রাজনীতির আসল খেলা। যার প্রস্তুতি এখন ব্যাপক মাত্রায় শুরু হয়েছে। সমস্ত রাজনৈতিক দল নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠেছে। তবে ২০২১ এর নির্বাচনে বাংলায় যে দুটি দলের মধ্যে কড়া টক্কর দেখা যাবে সেটি দুই- তৃণমূল ও বিজেপি বলেই মনে করা হচ্ছে। আর এই কারণেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবথেকে বেশি দেখা যাচ্ছে। বিজেপির বাংলা জয়ের উদেশ্য নিয়ে বাংলায় পঞ্চ পাণ্ডবের মোতায়েন করেছে, একই সাথে একের পর এক তৃণমূল বিধায়ককে নিজেদের দলে টানার উপর জোর দিচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের দোষ ত্রুটি দেখিয়ে বাংলার মানুষের মন জয়ের চেষ্টায় লেগে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এক টুইট করেছেন। টুইটে অভিষেক ব্যানার্জী বলেছেন- প্রশাসন সরকার কিভাবে চালাতে হয় সেটা নরেন্দ্র মোদীর শিখে নেওয়া উচিত মমতা ব্যানার্জীর থেকে, এটাই সবথেকে ভালো সময়। It is indeed high time that @narendramodi ji starts taking governance lessons from @MamataOfficial ! #SwasthyaSathi4All universali

গেরুয়া শিবিরে নাম লেখাতে দিল্লী উড়ে গেলেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী

কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের (All India Trinamool Congress) বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)। আজ তিনি কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের সাথে দিল্লীতে বিজেপির হেডকোয়ার্টারে যাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজই মিহির বাবু বিজেপিতে যোগ দেবেন। উল্লেখ্য, গত ৩ অক্টোবর তৃণমূলের সমস্ত রকম সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর থেকে দলের সাথে তিনি আর কোনও যোগাযোগ রাখেন নি। এমনকি দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে যান তিনি। অবশেষে জল্পনার অবসান, মিহির বাবু এবার যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। The post গেরুয়া শিবিরে নাম লেখাতে দিল্লী উড়ে গেলেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী first appeared on India Rag . from India Rag https://ift.tt/2JmptEo

ইসলামিক দেশের সংগঠনে বড় ঝটকা খেলো পাকিস্তান, বিদেশ মন্ত্রীদের বৈঠকে হবেনা কাশ্মীর নিয়ে চর্চা

Image
নয়া দিল্লীঃ  সবসময় কাশ্মীর কাশ্মীর বলে কান্নাকাটি করা পাকিস্তান (Pakistan) আরও একবার সপাটে চর খেলো। উল্লেখ্য, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন (Organisation of Islamic Cooperation) বিদেশ মন্ত্রীদের বৈঠকে কাশ্মীর ইস্যু যুক্ত থাকবে না। OIC এর এই সিদ্ধান্তের কারণে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi) রেগে লাল হয়ে গেছে, কারণ ওনার অফিস বুধবার বয়ান জারি করে ঘোষণা করে দিয়েছিল যে, শাহ মেহমুদ কুরেশি মুসলিমদের সাথে যুক্ত ইস্যুতে চর্চা করবেন আর সেখানে জম্মু কাশ্মীর ইস্যুও সামিল আছে। পরে OIC আধিকারিক বয়ান জারি করে, যেখানে কাশ্মীর ইস্যুর কোনও উল্লেখ ছিল না। OIC এর সেক্রেটারি জেনারেল ইউরুফ আল-ওথাইমিনের তরফ থেকে বলা হয়েছে যে বিদেশ মন্ত্রীদের বৈঠকে আতঙ্কবাদের বিরুদ্ধে শান্তি আর উন্নয়নের জন্য একজোট হওয়া। আরও ইস্যু গুলো হল প্যালেস্তাইন, হিংসার বিরুদ্ধে যুদ্ধ, কট্টরতা আর সন্ত্রাসবাদ, ইসলামোফোবিয়া আর ধর্মের অপমান ছাড়া কাউন্সিল মুসলিম সংখ্যালঘু আর যারা সদস্য না সেসব দেশের পরিস্থিতি, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের জন্য ফান্ড একত্রিত করার মতো ইস্যুতে চর্চা হবে। আরেকদিকে, পা

ভারত ভাগের স্বপ্ন দেখা মেহবুবা মুফতির দল ভেঙে খান খান, গতকাল জঙ্গি যোগে ধরা পড়েছিল দলের যুব নেতা

শ্রীনগরঃ  জম্মু কাশ্মীরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে মেহবুবা মুফতির (Mehbooba Mufti) পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (PDP) বড়সড় ঝটকা খেলো। বৃহস্পতিবার দলের তিন বড়বড় নেতা একসাথে ইস্তফা দেন। ভসিন, ফুলেল সিংহ আর প্রিতম কোতওয়াল নামের এই তিন নেতার ইস্তফায় বড় বিপাকে মেহবুবা মুফতি। Peoples Democratic Party (PDP) leaders Dhaman Bhasin, Fallail Singh & Pritam Kotwal resign from party "We've no option but to quit the party which has been hijacked by unscrupulous, communal elements with mysterious character," their resignation letter reads. #JammuAndKashmir pic.twitter.com/lPvYaQUaP8 — ANI (@ANI) November 26, 2020 https://platform.twitter.com/widgets.js ওনারা এটা বলে ইস্তফা দেন যে, সাম্প্রদায়িক শক্তি দলকে হাইজ্যাক করে নিয়েছে। আর সেই কারণে আমাদের কাছে দল ছাড়া বাদে আরও কোনও উপায় ছিল না। জানিয়ে দিই, প্রায় দিনই PDP এর মুশকিল বেড়েই চলেছে। দলের যুব শাখার সভাপতি বাহিদউর রহমান পারাকে ২০১৯ এর এর লোকসভা নির্বাচনের সময় সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদ্দিনের সাথে মিলে ষড়যন্ত্র করার অভিযো

সরকার মনোনীত পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর, বাড়ল তৃণমূল ত্যাগের জল্পনা

Image
কলকাতাঃ  বিগত কয়েকমাস ধরে দলের (All India Trinamool Congress) বিরুদ্ধে অনেক কথাই বলেছেন শুভেন্দু (Suvendu Adhikari) এমনকি অনেক দল বিরোধী কাজও করেছেন। বিশেষ করে বিগত কয়েকমাস ধরে শুভেন্দু অধিকারী দল আর দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামে কোনও সভা করছেন না। যা করছেন সবই দলের বাইরে। আর এই নিয়ে চরম জল্পনাও শুরু হয়েছিল। যদিও তিনি পরে একটি সভা থেকে বলেছিলেন যে আমাকে দল তাড়ায় নি, আর আমিও দল ছারিনি। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর তৃণমূলের বুকে অনেকটা জল এলেও, এই মন্তব্যের ঠিক একদিন পর তৃণমূলের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে আবারও মন্তব্য করেন তিনি। সেসব এখন অতীত, নতুন করে জল্পনা শুরু করলেন পরিবহণ মন্ত্রী নিজেই। তিনি আজ হুগলি নদী ব্রিজ কমিশনারের চেয়ারম্যান (HRBC) পদ থেকে নিজেকে মুক্ত করে দেন। ওনার এই পদক্ষেপ ঘিরে রাজ্য জুড়ে আবারও বাড়ছে জল্পনা। উনি কি এই পদ থেকে নিজের নাম সরিয়ে নিয়ে সরাসরি দল ছাড়ার ইঙ্গিত দিলেন? সেই নিয়েই ধন্দে রাজনৈতিক মহল। বিগত কয়েকমাস ধরে শুভেন্দু অধিকারী যেখানেই সভা করেছেন, সেখানে তৃণমূলের কোনও প্রতীক, নাম আর মমতা ব্যানার্জীর নাম উল্লেখ ছিল না। রাজ্য জুড়ে জায়গায় জায়গায় এখন শ

হিন্দু মেয়েদের নিজের বোন বলে মনে করুক মুসলিমরা, নাহলে খুব টর্চার হবে! হুঁশিয়ারি মুসলিম সাংসদের

Image
লখনউঃ  উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার লাভ জিহাদের বিরুদ্ধে ক্যাবিনেটে অধ্যাদেশ পাশ করিয়ে নিয়েছে। আর এরমধ্যে সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ ডঃ এসটি হাসান (S. T. Hasan) মুসলিম যুবকদের পরামর্শ দিয়ে বলেছে যে, তাঁরা যেন হিন্দু মেয়েদের নিজের বোন বলে মনে করে। লাভ জিহাদের বিরুদ্ধে তৈরি হওয়া আইন নিয়ে বলার সময় SP সাংসদ এসটি হাসান বলেন, ‘আমার পরামর্শ বিশেষকরে মুসলিম বাচ্চাদের জন্য, তাঁরা যেন হিন্দু মেয়েদের নিজের বোনের মতই ভাবে।” ডঃ এসটি হাসান SP সাংসদ পরামর্শ দিয়ে বলেন, ‘কারোর উস্কানিতে পা দেবে না, কারোর চক্করেও আসবে না, কারণ এখানে এমন এক আইন বানিয়ে দেওয়া হয়েছে যেখানে ব্যাপক ভাবে টর্চার করা হতে পারে। নিজেই নিজেকে বাঁচাও আর কারোর প্রলোভনে পা দিয়ে লাভ জিহাদের চক্করে না পড়ে নিজের জীবন বাঁচাও।” উনি আজ মিডিয়ার সাথে কথা বলার সময় এই কথা বলেন। উল্লেখ্য, রাজ্যের যোগী মন্ত্রীমণ্ডল মঙ্গলবার ২৪ নভেম্বর লাভ জিহাদের বিরুদ্ধে অধ্যাদেশ মঞ্জুর করে দেয়। এই অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে ছল-চাতুরি, জোর-জবরদস্তি করে বিয়ের মাধ্যমে ধর্ম পরিবর্তন করাকে জামিন অযোগ্য অপরাধ গণ্য করা হয়েছে

বীর তুকারাম ওম্বলে- যিনি নিজের প্রাণের বলিদান দিয়ে আতঙ্কবাদী তকমা থেকে বাঁচিয়েছিলেন হিন্দুদের

26 শে নভেম্বর ২০০৮, (Mumbai Attack) এই দিনটিকে ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিনগুলির মধ্যে গণ্য করা হয়। এই দিনে, দেশের আর্থিক রাজধানী মুম্বাইয়ে সমুদ্রপথ থেকে আগত সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করেছিল। হার্ট-রেঞ্চিং ছবিগুলি প্রতিটি মুহুর্তে মুম্বাই থেকে বেরিয়ে আসছিল। স্বপ্নের শহরে রক্তাক্ত মরণখেলা চলছিল। এদিকে, আতঙ্কিত হয়ে পড়া ভারতীয়দের ভয় বাড়িয়ে, একটি খবর এলো যে কামা হাসপাতালের কাছে অজ্ঞাত হামলাকারীরা মুম্বাইয়ের তিনজন খ্যাত অফিসারকে নির্বিচারে গুলি করে তাদের হত্যা করেছে। এই আধিকারিকরা ছিলেন মুম্বই এটিএসের তৎকালীন প্রধান হেমন্ত কর্কারে, মুম্বাই পুলিশের অতিরিক্ত কমিশনার অশোক কাম্তে এবং ইনস্পেক্টর বিজয় সালাসকার যিনি এনকাউন্টার বিশেষজ্ঞ হিসাবে বিবেচিত। তারপরে গভীর রাতে গিরগাওম চৌপট্টি থেকে একটি সংবাদ এসেছিল যা অসংখ্য দেশবাসীকে কেবল স্বস্তির স্বস্তিই দেয় না, পাশাপাশি একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডাকে নষ্ট করে দেয়। পুলিশের সক্রিয়তায় একজন সন্ত্রাসী জীবন্ত অবস্থায় ধরা পড়ে, সঙ্গে সঙ্গে তাকে পুলিশ হেফাজতে প্রেরণ করা হয়। কিন্তু যে পুলিশের হাতে মোহাম্মদ আজমল আমির কাসাব নামে সন্ত্রাসী ধরা পড়ে

‘এবার ভারতের দরকার এক দেশ, এক ভোটের” সংবিধান দিবসের ভাষণে বড়সড় ইঙ্গিত প্রধানমন্ত্রীর

Image
নয়া দিল্লীঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার সংবিধান দিবসের অবসরে কেবড়িয়ায় একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরও একবার দেশে ‘এক দেশ, এক নির্বাচন” (One Nation One Election) শুরু করার দিকে জোর দেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০০৮ সালে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীরা মুম্বাইয়ে যা করেছিল, সেটা গোটা বিশ্ব দেখেছে, ওই দিন শয়ে শয়ে মানুষ প্রাণ হারান। প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন নতুন নীতির সাথে সন্ত্রাসবাদের মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আজ ভারতের ওয়ান নেশন, ওয়ান ইলেকশনের দরকার। দেশে কয়েকমাস পর পরই কোথাও না কোথাও নির্বাচন হচ্ছে, আর এটা নিতে এখন চিন্তা করা উচিৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এখন আমরা সম্পূর্ণ ভাবে ডিজিটাইজেশনের দিকে এগোচ্ছি আর কাগজের ব্যবহার এখন আমাদের বন্ধ করা উচিৎ। স্বাধীনতার ৭৫ বছরের কথা মাথায় রেখে আমাদের নিজেদেরই এই লক্ষ্য স্থির করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংবিধানের রক্ষায় আদালতের বড় ভূমিকা আছে। প্রধানমন্ত্রী বলেন, ৭০ এর দশকে এই সংবিধান ভাঙার চেষ্টা করা হয়, কিন্তু সংবিধানই এর জবাব দেয়। এম

১৮ লক্ষ উইঘুর বন্দি, ৬১৩ জন ইমাম নিখোঁজ! ইসলামিক নিয়ম মেনে কবর দিতেও বাধা দিচ্ছে চীন

চীনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের একের পর এক রিপোর্ট সামনে আসছে। এখন তাজা খবর আসছে যে চীনে একের পর এক ইমাম নিখোঁজ হচ্ছে। এক রিপোর্ট অনুযায়ী, বেশকিছু ইমামকে চীনের পুলিশ প্রশাসন হেফাজতে নিয়েছে। উইঘুর মুসলিমদের মধ্যে এখন আ’তঙ্ক ছড়িয়ে পড়েছে। উইঘুর মুসলিমদের কবর দেওয়ার উপর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানা যাচ্ছে। এক বিখ্যাত সাংবাদিক দাবি করেছেন যে প্রায় ৬১৩ জন ইমাম নিখোঁজ রয়েছেন। এই ইমামদের চীনের প্রশাসন বন্দি বানিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইমামরা ইসলাম ধৰ্ম প্রচারের ও ধর্মের রীতি নীতি সঠিকভাবে বজায় রাখার জন্য মেরুদন্ডের মতো কাজ করে থাকে। এখন চীনের প্রশাসন ইমামদের ধরে ধরে জেলে ঢুকিয়ে দিতে শুরু করেছে। উইঘুর মুসলিম সংস্কৃতিকে চীন থেকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়ার অভিযান শুরু করা হয়েছে বলেও কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। শুধু এই নয় ২০১৭ সাল থেকে এখনও অবধি প্রায় ১৮ লক্ষ উইঘুরদের বন্দি বানিয়ে রাখা হয়েছে। চীনের প্রশাসন মুসলিমদের কোরআন পাঠ থেকে শুরু করে, দাড়ি রাখা, রজা রাখা ইত্যাদি প্রত্যেক ধার্মিক বিষয়ে নি’ষেধাজ্ঞা লাগিয়ে রেখেছে। চীন বহু মুসলিমকে বৌদ্ধ ধর্ম গ্রহন করানোর জন্য জোর দিচ্ছে।

সুরক্ষার কারণে পাকিস্তান সমেত ১৩ টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা রদ করল UAE

নয়া দিল্লীঃ  সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates) পাকিস্তান (Pakistan), তুর্কি (Turkey), ইরান, সিরিয়া আর সোমালিয়া সমেত ১৩ টি মুসলিম বহুল দেশের নাগরিকদের ভিসা জারি করা বন্ধ করে দিয়েছে। এই তথ্য রাষ্ট্রের মালিকানাধীন বিজনেস পার্ক দ্বারা জারি একটি নথী থেকে জানা গিয়েছে। ওই নথী পার্কে অপারেট হওয়া কোম্পানি গুলোকে পাঠানো হয়েছিল। সেখানে ১৮ নভেম্বর থেকে লাগু হওয়া ইমিগ্রেশন সার্কুলারের অজুহাত দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে, রোজগার আর যাত্রা ভিসার জন্য আবেদন করা পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া আর ইয়েমেন সমেত ১৩ দেশের নাগরিকদের ভিসার আবেদন রদ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আলজেরিয়া, কেনিয়া, লেবনান, টিউনিশিয়া আর তুরস্কের নাগরিকদের উপরেও লাগু হবে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে, এই নিষেধাজ্ঞায় ব্যতিক্রমী কোনও ছাড় থাকবে কি না। এই বিষয়ে UAE এর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের যোগাযোগ করা হলেও তাঁরা এই বিষয়ে তৎকাল কোনও জবাব দিতে চায়নি। মামলার সাথে যুক্ত এক সুত্র জানায়, UAE সুরক্ষার চিন্তার কারণে অস্থায়ী রুপে আফগান, পাকিস্তান আর অনেক মুসলিম বহুল দেশের নাগরিকদের ভিসা দেওয়া রদ করে দিয়েছে।

দুমাস পর অনুব্রত মণ্ডলকে বোলপুরের রাস্তায় জামাকাপড় খুলিয়ে ঘোরাবোঃ সৌমিত্র খাঁ

Image
বোলপুরঃ  ভোট যত এগিয়ে আসছে তৃণমূল (All India Trinamool Congress), বিজেপি (Bharatiya Janata Party) সমেত সমস্ত নেতাদেরই মুখের বুলি ফুটছে। ২০২১ এর নির্বাচনে শাসক দল তৃণমূল যেমন ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া। আরেকদিকে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার জন্য কোমর বেঁধে নেমেছে। আর সেই ক্রমেই রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে চলছে বিজেপির মিটিং মিছিল। সেই ক্রমেই বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দুর্গে আজ একটি সভা করেন। File Pic সেখান থেকে তিনি বীরভুম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে খোলা চ্যালেঞ্জ জানান। তিনি সরাসরি বলেন, আর দুই মাস তারপর অনুব্রত মণ্ডলকে বোলপুরের রাস্তায় জামা-কাপড় খুলিয়ে ঘোরাব। তিনি সরাসরি অনুব্রত মণ্ডলের নাম নিয়ে বলেন, আজ বোলপুরে আমাদের বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। তাঁদের মারধোর করা হচ্ছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সৌমিত্র খাঁ বলেন, আর বেশিদিন নেই মাত্র দুমাস তারপর আমরা আপনাকে এই বোলপুরের রাস্তায় জামা-কাপড় খুলিয়ে দৌড়ান করাবো। তিনি কার্যত চ্যালেঞ্জের সুরে তৃণমূলের আর

ভিডিওঃ মতুয়া, আদিবাসী, দলিত এরা কেউ হিন্দু না! এটা বাংলা এখানে মুসলিমরাই সংখ্যাগুরুঃ আব্বাস সিদ্দিকী

কলকাতাঃ  ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর আরেকটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হচ্ছে। এর আগে করোনাকালে ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ওনাকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। ওই ভিডিওতে আব্বাস বলছে, দিল্লীতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে, উনি যেন ভারতবর্ষে এমন মারক ভাইরাস পাঠাক যাতে দেশের ৫০ কোটি মানুষ মরে যায়। আব্বাস বলে, ওই ভাইরাসে আমি মরে গেলেও দুঃখ নেই। যদিও ওই ভিডিও ভাইরাল হওয়ার পর আব্বাস সিদ্দিকী ক্ষমা চেয়েছিলেন। আর বলেছিলেন যে, আমি সেরকম কিছু বলতে চাইনি। আমার কথা বিকৃত করা হয়েছে। এবার আব্বাস সিদ্দিকীর আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে আব্বাস সিদ্দিকীকে বলতে শোনা যাচ্ছে যে, ‘এটা বাংলা, এখানে সংখ্যাগরু আমরা। এখানে আমরা সংখ্যালঘু না। এটা মাথায় রাখো।” আব্বাস সিদ্দিকী ওই ভিডিওতে আরও বলে, ‘এখানে আমরা সংখ্যাগুরু, আমরা এখানে ৩৫ শতাংশ এটা মাথায় রাখতে হবে। আদিবাসীরা হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়, দলিতরাও হিন্দু না। ওঁরা সবাই আলাদা ধর্ম। আর আমাদের এখানে এসে মেরে দেবে?” আব্বাস সিদ্দিকীর এই ভিডিওটি ঠিক কবেকার তা

বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভার দিনে বড় ভাঙন তৃণমূলে, কয়েকশ সংখ্যালঘু নেতা-কর্মী যোগ দিলেন বিজেপিতে

Image
আসানসোলঃ  পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ সংখ্যালঘুর ভোটের মধ্যে ২০১১ সাল থেকে প্রায় সিংহ ভাগই শাসক দল তৃণমূলের (All India Trinamool Congress) দখলে। মমতার (Mamata Banerjee) সবথেকে বড় ভোট ব্যাংক ২০১৯ এর লোকসভার নির্বাচনে ওনাকে বড় সমস্যায় ফেলে দিয়েছিল। কারণ ১৮ টি সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মধ্যে ৪ টি আসন তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। যদিও তৃণমূল এবার সংখ্যালঘু ভোট টানতে মরিয়া। আর সেই কারণে সম্প্রতি বাংলায় আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM এর প্রধান আনোয়ার পাশাকে নিজেদের দলে টেনে নিয়েছে। আনোয়ার পাশা তৃণমূলে যোগ দিয়ে বলেছেন, যেই ভুলটা বিহারে হয়েছে, সেটা এখানে আর হবেনা। এখানে মুসলিম ভোট ভাগ হতে দেওয়া যাবেনা। মুসলিম ভোট ভাগ হলেই বিজেপির সুবিধা হবে। যদিও তাঁর দুদিন কাটতে না কাটতেই মমতা ব্যানার্জীর সংখ্যালঘু ভোটে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। আজ আসানসোল উত্তর বিধানসভা এলাকা থেকে কয়েকশ সংখ্যালঘু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁদের কথায় মমতা ব্যানার্জীর আমলে কোনও উন্নয়নই হচ্ছে না। মমতা ব্যানার্জী শুধু ভাওতা দিয়ে দল চালাচ্ছেন। যোগদানকারীরা বলেন, তৃণমূল করে আসি অনেক বছর ধরে কিন্তু রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

ভোট এলেই যত সারদা-নারদা, বিজেপির ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করে দেখাক! বাঁকুড়ায় বললেন মুখ্যমন্ত্রী

Image
বাঁকুড়াঃ  রাজ্যে (West Bengal) আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। ক্ষমতায় থাকা তৃণমূল (All India Trinamool Congress) আর ক্ষমতায় আসতে চাওয়া বিজেপি দুই পক্ষই চারিদিকে প্রচার অভিযান শুরু করে দিয়েছে। আর সেই ক্রমেই আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বাঁকুড়া জেলায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন। জনসভায় মমতা বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘বিজেপির হিম্মত থাকলে আমাকে গ্রেফতার করে দেখাক। আমি জেলে থেকেও তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিতে পারব।” বাঁকুড়া র‍্যালি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ওঁরা তৃণমূলের বিধায়কদের টাকার প্রলোভন দেখাচ্ছে, ওঁরা চাইছে তৃণমূলের বিধায়কেরা দল ছেড়ে ওদের দলে গিয়ে যোগ দিক। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি মিথ্যেবাদীর দল আর দেশের জন্য সবথেকে বড় অভিশাপ। মমতা ব্যানার্জী কারোর নাম না নিয়েও বলেন, বিজেপির অনেক টাকা আছে তাই আমাদের বিধায়কদের প্রলোভন দেওয়া হচ্ছে। আমাদের বিধায়কদের উপর চাপ দিয়ে দল বদল করার কথা বলা হচ্ছে। কিছু মানুষ সাট্টাবাজির মতো কাজ করছে আর এই ভ্রান্তিতেই রয়েছে যে, বিজেপি এবার ক্ষমতায় আসবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘যখ

ওয়াইসিকে শুয়োরের মাংসের সুস্বাদু বিরিয়ানি খাওয়ানোর অফার দিলেন বিজেপির বিধায়ক রাজা সিং

হায়াদ্রাবাদঃ  হায়াদ্রাবাদে (Hyderabad) আগামী কিছুদিনের মধ্যেই পুরসভার নির্বাচন হতে চলেছে। আর এরমধ্যে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে (Asaduddin Owaisi) মানুষের মধ্যে গিয়ে বিতর্কিত বয়ান দিতে দেখা যাচ্ছে। উনি প্রচারের সময় জনতাকে বলেন, বিজেপির নেতারা ফাস্ট্রেশনে ভুগছে তাঁদের আলহামদুলিল্লাহ্‌ হোটেলে গিয়ে বিরিয়ানি খাওয়া উচিৎ। জানিয়ে দিই, ওই হোটেল গোরুর মাংসের বিরিয়ানি এবং অন্যান্য খাবারের জিনিশ বানানোর জন্য বিখ্যাত। এবার ওয়াইসির এই বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির একমাত্র বিধায়ক রাজা সিং (T. Raja Singh)। উনি ওয়াইসিকে শুয়োরের মাংসের বিরিয়ানি খাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন। একটি ভিডিওতে ওনাকে বলতে শোনা যাচ্ছে যে, ‘AIMIM এর সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি পুরনো শহরে দলের প্রচারে মত্ত আছেন, আর নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, বিজেপির নেতারা ফাস্ট্রেশনে ভুগছে আর তিনি বিজেপির নেতাদের বিরিয়ানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন।” #GHMCElections – BJP Goshamahal MLA @TigerRajaSingh launches a scathing attack against Hyderabad MP @asadowaisi for his Biryani comments. Listen in. pic.twitter.com/32

সিঙ্গাপুরে হিন্দুদের হত্যার ষড়যন্ত্র করা বাংলাদেশি গ্রেফতার, ছিল ISIS এর সাথে যোগ

নয়া দিল্লীঃ  সিঙ্গাপুরে (Singapore) হিন্দুদের হত্যার ষড়যন্ত্র কষা এক বাংলাদেশি (Bangladesh) নাগরিককে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে জারি একটি বয়ানে বলা হয়েছে যে, অভিযুক্ত আহমেদ ফৈসল দেশে হিন্দুদের উপর হামলার ছক কষছিল। এছাড়াও, সে কাশ্মীরে জঙ্গি গতিবিধিতে যুক্ত হতে চাইছিল। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রালয় অনুযায়ী, ফ্রান্স হামলার পর সুরক্ষার কারণে ৩৭ জনের তদন্ত করা হয়েছে, এরপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  বাংলাদেশি নাগরিকের পরিচয় ২৬ বছর বয়সী আহমেদ ফৈসল রুপে হয়েছে। অভ্যন্তরীণ সুরক্ষা আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। সিঙ্গাপুরের তরফ থেকে বলা হয়েছে যে, যেই সন্দেহভাজন ৩৭ জনের তদন্ত করা হয়েছিল তাঁদের মধ্যে ১৪ জন সিঙ্গাপুরের নাগরিক আর ২৩ জন বিদেশী নাগরিক। তাঁদের মধ্যে সাতজনকে এখনও ক্লিনচিট দেওয় হয়নি। বিদেশীরা বেশীরভাগ বাংলাদেশী বলে জানা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রালয় অনুযায়ী, ফৈসল জিজ্ঞাসাবাদে বলেছে যে, সে একটি চাকুও কিনেছিল। ওটা দিয়ে সে বাংলাদেশে থাকা হিন্দুদের নিশানা বানাতে চাইছিল। সে এও বলেছে যে, কাশ্মীরে ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়তে চায়। মন্ত্রালয় জানায়,

কেরল বিজেপির ইতিহাসে প্রথমবার মুসলিম মহিলাদের নির্বাচনে প্রার্থী করল গেরুয়া শিবির

Image
তিরুবন্তপুরমঃ  কেরলে (Kerala) বিজেপি (Bharatiya Janata Party) নির্বাচনী ইতিহাসে প্রথমবার কোনও মুসলিম মহিলাকে প্রার্থী বানাল। বিজেপি স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য মলপ্পুরম থেকে দুজন মুসলিম মহিলা প্রার্থীকে ভোটের ময়দানে নামিয়েছে। ভারতীয় কেন্দ্রীয় মুসলিম লীগের দুর্গ মুসলিম প্রধান মলপ্পুরম জেলায় দলের কর্মীদের মধ্যে বিজেপির প্রার্থী হিসেবে মুসলিম মহিলাদের দাঁড় করানোয় খুশির হাওয়া বইছে। যদিও, মুসলিম সম্প্রদায়ের অনেক পুরুষ নির্বাচনে বিজেপির প্রতিনিধিত্ব করার জন্য ময়দানে নেমেছে। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মাত্র দুজন মহিলাই পদ্ম ফুলের চিহ্নে মলপ্পুরম থেকে নির্বাচনে লড়ছেন। বান্ডুরের বাসিন্দা টিপি সুলফথ বান্ডুর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে লড়ছেন। আর চেন্দমের বাসিন্দা আয়শা হুসেইন পোন্মুদম গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে লড়ছেন। দুজনের কাছেই বিজেপির প্রার্থী হওয়ার জন্য নিজের নিজের কারণ আছে। একদিকে সুলফথ কেন্দ্রে বিজেপি সরকারের প্রগতিশীল নীতিতে প্রভাবিত। ওনার মতে কেন্দ্রে সরকারের নীতির কারণে দেশে মুসলিম মহিলাদের অবস্থার উন্নতি হয়েছে। আরেকদিকে, আয়েশা হুসেইনের স্বা

প্রয়াত হলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা আহমেন পাটেল, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

নয়া দিল্লীঃ  কংগ্রেসের বরিষ্ঠ নেতা আহমেদ পাটেল (Ahmed Patel) প্রয়াত হয়েছেন। ওনার পুত্র ফৈসল ট্যুইট করে এই কথা জানান, করোনা সংক্রমিত হওয়ার পর তিনি বেশ কয়েকদিন গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি ছিলেন। ৭১ বছর বয়সী পাটেলকে কংগ্রেসের চাণক্য বলেই মানা হত। তিনি কয়েক দশক ধরে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতা ছিলেন। ওনার পুত্র ফৈসল পাটেল ট্যুইট করে লেখেন, ‘খুব দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা আহমেদ পাটেলের মৃত্যু ২৫ নভেম্বর ভোর ৩ঃ৩০ নাগাদ হয়। উনি প্রায় মাস খানেক ধরে করোনায় আক্রান্ত ছিলেন। এরপর ওনার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং শরীরের অনেক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। আমি সমস্ত শুভচিন্তকদের কাছে প্রার্থনা করছি যে, তাঁরা যেন সবাই কোভিড প্রোটোকলের পালন করে ভিড় না করে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখে।” Senior Congress leader Ahmed Patel passes away, tweets his son Faisal Patel. pic.twitter.com/4QgyLxvPis — ANI (@ANI) November 24, 2020 https://platform.twitter.com/widgets.js উল্লখ্য, আহমেদ পাটেলের শারীরিক অবস্থার অবনতির পর ওনাকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়। পাটেল অক্টোবরের প্র

উত্তর প্রদেশে লাভ জিহাদের বিরুদ্ধে অধ্যাদেশ পাশ, ১০ বছরের শাস্তির বিধান

লখনউঃ  উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের ক্যাবিনেট বৈঠকে লাভ জিহাদের বিরুদ্ধে আইন নিয়ে ‘বেআইনি ধর্মপরিবর্তন বিল” পাশ হয়ে গেল। স্টেট ল কমিশন আগেই লাভ জিহাদের বিরুদ্ধে আইনের সুপারিশ করেছিল। স্বরাষ্ট্র বিভাগ আর ন্যায় বিভাগ এই আইন নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবার এই বিল বিধানসভায় পেশ হবে। লাভ জিহাদ অধ্যাদেশের খসড়ায় উত্তর প্রদেশের যোগী ক্যাবিনেট মঞ্জুরি দিয়ে দিয়েছে। এবার উত্তর প্রদেশে লাভ জিহাদ মানে অবৈধ ভাবে ধর্ম পরিবর্তন করি অথবা জালিয়াতি করে নাম লুকিয়ে বিয়ে করলে কড়া সাজা দেওয়া হবে। বিয়ের আগে ধর্ম পরিবর্তনের জন্য ২ মাস আগে নোটিশ দিতে হবে। স্থানীয় জেলাধিকারি এই মামলায় অনুমতি দেবেন। নাম লুকিয়ে বিয়ে করলে ১০ বছরের সাজা ভোগ করতে হবে। The post উত্তর প্রদেশে লাভ জিহাদের বিরুদ্ধে অধ্যাদেশ পাশ, ১০ বছরের শাস্তির বিধান first appeared on India Rag . from India Rag https://ift.tt/3m66EDK

দেশ সুরক্ষার কারণ দেখিয়ে আরও ৪৩ টি অ্যাপ ব্যান করল মোদী সরকার

নয়া দিল্লী:   কেন্দ্রের মোদী সরকার (Modi Sarkar) মঙ্গলবার রাষ্ট্রীয় সুরক্ষার কারণ দেখিয়ে ৪৩ টি মোবাইল App নিষিদ্ধ করে দিলো। সরকার এই পদক্ষেপ ইনফরমেশন টেকনোলজি আইন ৬৯ এ অনুযায়ী উঠিয়েছে। সরকার এই বিষয়ে জানিয়েছে যে এই অ্যাপ এর বিরুদ্ধে এই পদক্ষেপ ভারতের অখন্ডতা, সুরক্ষা, প্রতিরক্ষা আর সার্বজনীন ব্যবস্থার জন্য পূর্বাগ্রহী গতিবিধিতে সংযুক্ত থাকার তথ্যের ভিত্তিতে করা হয়েছে। Govt of India blocks 43 mobile apps from accessing by users in India, under section 69A of the Information Technology Act. Action taken based on inputs regarding these apps for engaging in activities prejudicial to India's sovereignty, integrity, defence, security & public order. pic.twitter.com/ACVffY3SKF — ANI (@ANI) November 24, 2020 https://platform.twitter.com/widgets.js এর আগে ভারত সরকার তিনবার App এ নিষেধাজ্ঞা জারি করেছে। সরকার 29 জুলাই সিনের ৪৮ টি App নিষিদ্ধ করেছিল। সেগুলোর মধ্যে জনপ্রিয় App টিকটকও ছিল। এরপর সরকার আবার ৫৯ টি App নিষিদ্ধ করে দেয়। এরপর সেপ্টেম্বরে আরও একবার কড়া পদক্ষেপ নিয়ে কেন্দ্র সর

ঘুম উড়ল চীন-পাকিস্তানের! ব্রহ্মসের ল্যান্ড অ্যাটাক ভার্সনের সফল পরীক্ষণ করে ফেলল ভারত

নয়া দিল্লীঃ  ভারত (India) নিজেদের সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস (BrahMos) এর ল্যান্ড অ্যাটাক ভার্সনের আজ এক সফল পরীক্ষণ করল। সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সেনা মঙ্গলবার আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এই মিসাইলের সফল পরীক্ষণ করে। সংবাদ সংস্থা ANI ট্যুইটারে এই কথা জানায়। ANI ট্যুইট করে জানায় যে, ভারত আজ আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের ল্যান্ড অ্যাটাক ভার্সনের সফল পরীক্ষণ করে। ব্রহ্মস মিসাইলের নিশানা সেখানকার আরেকটি দ্বীপে ছিল। The supersonic cruise missile was testfired at 10 AM today & it successfully hit its target. The test was conducted by the Indian Army which has many regiments of the DRDO-developed Missile system. The strike range of BrahMos missile has now been enhanced to over 400 km: Sources https://t.co/dXlgqi9O2I — ANI (@ANI) November 24, 2020 https://platform.twitter.com/widgets.js ট্যুইটে জানানো হয় যে, সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষণ সকাল ১০ টা নাগাদ করা হয় আর মিসাইল সফলতাপুর্বক নিজের লক্ষ্যে গিয়ে আঘাত করে। এই পরী

লাচিত দিবস: মুঘলদের ১৭ বার হারিয়েছিল অহোম হিন্দু সাম্রাজ্যের যোদ্ধারা! দেশ ভুলে গেছে এই মহান বীরদের

Image
ভারতের যেকোনো ছাত্ৰদের মুঘলদের ইতিহাস জিজ্ঞাসা করলে গড় গড় করে তা বলে দেবে। বাবর থেকে শুরু করে আকবর ও তাদের চোদ্দপুরুষের নাম সকলে জানে। কিন্তু চন্দ্রগুপ্ত, অশোক, রাজা প্রতাপাদিত্য, অজিত সিং ইত্যাদি মহান রাজাদের সম্পর্কে খুব কম মানুষ জানেন। এমনকি ভারতের ছাত্ররা এটা পর্যন্ত জানে না যে কিভাবে ভারতীয় রাজারা মুঘলদের তাড়িয়ে ছিল। এমনি এক মহান হিন্দু যোদ্ধা ছিলেন লাচিত বরফুকান (Lachit Borphukan)। যার ইতিহাস বইতে পড়ানো হয় না, তবে লাচিত বরফুকানের ইতিহাস, যুদ্ধ কৌশল ভারতীয় সেনাদের জানানো হয় ও শেখানো হয়। ভারতয় সেনা ছাড়াও অন্য কিছু দেশেও লাচিত বরফুকানের ইতিহাস পড়ানো হয় শুধুমাত্র তার যুদ্ধ কৌশল শেখানোর জন্য। লাচিত বরফুকান ছিলেন অসমের অহোম হিন্দু সাম্রাজ্যের সেনাপতি, যে অহোম সাম্রাজ্য ১৭ বার মুঘলদের হারিয়েছিল। ২৪ শে নভেম্বর ১৬২২ সালে আজকের দিনেই জন্ম গ্রহণ করেছিলেন লাচিত বরফুকান। সাল ১৬৭১ এ মুঘল সেনা অহম সাম্রাজ্যের উপর আক্রমন করেছিল এবং সেই সময় সম্রাজ্যের রক্ষার দায়িত্ব ছিল লাচিত বরফুকানের হাতে। এই যুদ্ধের কাহিনী আসল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, দালাল ইতিহাসবিদের লেখা ইতিহাস বইতে নেই। ১৬৭১ সাল

সুড়ঙ্গের ১৫০ ফুট ভিতরে ঢুকে পাকিস্তানের মুখোশ খুলল BSF জওয়ান, মিলল লাহোরে বানানো বিস্কুটের প্যাকেট

শ্রীনগরঃ  জম্মু কাশ্মীরের নগরোটায় সুড়ঙ্গ দিয়ে ভারতে (India) জঙ্গিদের অনুপ্রবেশ ভারতীয় সেনার জওয়ানরা ব্যর্থ করে দিয়েছে। এবার ভারতীয় সেনা এই মামলায় নানান প্রমাণ জড়ো করায় লেগেছে। আর সেই ক্রমেই সেনা ২০০ মিটার দীর্ঘ সুরঙ্গে ১৫০ ফুট পর্যন্ত পৌঁছায়। জানিয়ে দিই, ১৯ নভেম্বর নগরোটায় সেনা আর জঙ্গিদের মধ্যে লড়াই হয়েছিল। এই লড়াইয়ে সেনা চার জঙ্গিকে নিকেশ করে। এই জঙ্গিরা ২৬/১১ এর মতো বড়সড় কিছু করার প্ল্যানে ভারতে এসেছিল। বিএসএফ (Border Security Force) এর মহানির্দেশক রাকেশ আস্থানা সোমবার জম্মু কাশ্মীরের সাম্বা আর রাজৌরী সেক্টরে পাকিস্তানের (Pakistan) পাশে থাকা সীমান্তবর্তী এলাকায় পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দেন। সেনা দ্বারা পেট্রোলিং বাড়ানোর প্রধান উদ্দেশ্য হল সেই সুড়ঙ্গের খোঁজ করা জেগুলর মাধ্যমে জইশ এর চার জঙ্গি ভারতে ঢুকেছিল। আপাতত, ভারতীয় গোয়েন্দা সংস্থা গুলো জইশ এর ওই চার জঙ্গি নাম আর তাঁদের জঙ্গি গতিবিধির তদন্ত চালাচ্ছে। আরেকদিকে, এই মামলায়  তদন্তের তথ্য রাখা অফিসারের জানান যে, এটা স্পষ্ট যে জঙ্গিরা ১৯ নভেম্বরের রাত বাইরে বের হওয়ার আগে ওই সুড়ঙ্গের মধ্যেই লুকিয়ে ছিল। উনি জানান, ১৭৩ ব্যাটেলিয়নের ক

‘হিন্দুস্তানের নামে শপথ নেব না” বলে বিতর্ক সৃষ্টি করলেন বিহারের AIMIM বিধায়ক

Image
পাটনাঃ  বিহারে (Bihar) ১৭ তম বিধান্সভার নবনির্বাচিত বিধায়কদের গতকাল সদনে সদস্যতার জন্য শপথ বাক্য পাঠ করানো হচ্ছিল, কিন্তু সদস্যতার শপথের সময় AIMIM এর বিধায়ক আখতারুল ইমান (Akhtarul Iman) আপত্তি জাহির করে কিছুক্ষনের জন্য বিধানসভায় উত্তেজক পরিস্থিতি সৃষ্টি করে ফেলেন। উনি শপথ নেওয়ার সময় হিন্দুস্তান শব্দে আপত্তি জাহির করেন। AIMIM এর বিধায়ক আখতারুল ইমানের নাম যখন সদস্যতার শপথের জন্য ডাকা হয়, তখনই তিনি দাঁড়িয়ে হিন্দুস্তান শব্দে আপত্তি জাহির করেন। আখতারুল ইমান উর্দু ভাষায় শপথ নিতেন, কিন্তু উর্দুতে ভারতের বদলে হিন্দুস্তান শব্দের ব্যবহারে আপত্তি জাহির করে প্রোটেম স্পিকারকে ভারত শব্দ ব্যবহার করার আবেদন করেন। বিধায়কের কথা শপথ দেওয়ানো প্রোটেম স্পিকার জিতেন রাম মাঝিও অবাক হয়ে যান। জিতেন রাম মাঝি বলেন, এটা প্রথমবার হচ্ছে না। হিন্দুস্তান শব্দের ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে, কিন্তু বিধায়ক প্রোটেম স্পিকারের কথাতেই গললেন না, তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। বিধায়ক উর্দুতে শপথ নেন আর হিন্দুস্তানের বদলে ভারত বলেন। বিধায়কের শপথের পর বিতর্ক শুরু হয়ে যায়। ভারতীয় জনতা পার্টির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্র